Ugc Net exam | উপন‍্যাস থেকে ক্রমমূলক প্রশ্ন প্রস্তুতি করবে কীভাবে ? | আমার বাংলা নেট সেট

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • উপন‍্যাস - ক্রমমূলক প্রশ্ন
    Ugc net bengali syllabus অনুযায়ী ইউনিট ৪ এ তোমাদের মোট ১০টি উপন‍্যাস পড়তে হয়। আর উপন‍্যাসগুলো পড়ে সাধারণ তথ‍্য প্রস্তুতি নেবার পর প্রশ্ন প‍্যাটার্ন অনুযায়ী নোট খাতা তৈরি করতে হয়। আমার বাংলার প্রতিটি ক্লাসে থাকবে সেই ugc net exam এর প্রস্তুতিমূলক নোট তৈরির আলোচনা। তাই যারা এখনো চ‍্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও, যাতে পরবর্তী আলোচনাগুলো মিস না হয়ে যায়। এছাড়া যারা নতুন প্যস্তুতি নিচ্ছ তাদের বলবো আমার বাংলা নেট সেট চ‍্যানেলে গিয়ে প্লেলিস্ট ক্লিক করো, সেখানে তোমার পছন্দের বিষয় অনুযায়ী প্লেলিস্ট থেকে ugc net exam এর প্রস্তুতিমূলক আলোচনা পেয়ে যাবে।
    যাই হোক শুরু করছি আজকের আলোচনা -
    উপন‍্যাস থেকে ক্রমমূলক প্রশ্ন তৈরি করবে কীভাবে ?
    আগেই বলেছি, সিলেবাসের ১০টা উপন‍্যাস পড়া থাকতে হবে। এবার -
    ১) অধ‍্যায় বিভাজন -
    এক্ষেত্রে দুই রকম ক্রমমূলক প্রশ্ন আসবে।
    1. শিরোনাম ভিত্তিক - বিষবৃক্ষ, হুতোম প‍্যাঁচার নকশা, তিতাস একটি নদীর নাম - এখানে অধ‍্যায় বা পর্বের শিরোনাম আছে। সেক্ষেত্রে শিরোনামগুলো পরপর মনে রাখতে হবে। সেক্ষেত্রে অধ‍্যায় বা পর্ব সংখ‍্যা অনুযায়ী ছক বানিয়ে রাখবে। স্তম্ভমূলক বা ক্রমমূলক দুই প‍্যাটার্নের প্রশ্নের জন‍্য‌ই প্রস্তুতি নেওয়া যাবে।
    2. পর্ব সংখ‍্যা ভিত্তিক - তুঙ্গভদ্রার তীরে - এখানে অধ‍্যায়ের মধ‍্যে উপ অধ‍্যায় আছে। যেমন নাটকে থাকে অঙ্ক গর্ভাঙ্ক। প্রশ্ন আসতে পারে অধ‍্যায় / পর্বের উপপর্বের সঠিক ক্রমটি উল্লেখ করো। তাই তুঙ্গভদ্রার তীরে উপন‍্যাস থেকে এইভাবে অধ‍্যায় বিভাজন প্রস্তুত করতে হবে।
    ২) ঘটনা ক্রম -
    উপন‍্যাস পড়ার এবং মনে রাখার অনন‍্য উপায় এই ঘটনা ক্রম। আমরা যখন কোনো উপন‍্যাস পড়ি তখন আমাদের উচিত প্রতিটা অধ‍্যায় পড়া হলে সেই অধ‍্যায়ের ঘটনাগুলো নোট করে রাখা - যেমন, বিয়ে, অন‍্যত্র গমন, ঝামেলা, গৃহত‍্যাগ, গৃহপ্রবেশ, কোনো পুজো অনুষ্ঠান ইত‍্যাদি। এই ধরণের প্রশ্ন ugc net exam এর জন‍্য খুব‌ই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
    আর এই ছক করা থাকলে এবং এটাকে দেখে পড়তে থাকলে ছবির মতো এটা মনে ভেসে উঠবে যাতে উত্তর দিতে সহজ হবে।
    ৩) চরিত্রগত - ঘটনার ক্রমের মতো চরিত্রের জন্ম মৃত‍্যু আবির্ভাব - ইত‍্যাদি কোন পরিচ্ছেদে ঘটছে তার একটা তালিকা ছক প্রস্তুত করতে হবে। যেমন -
    ১) শ্রীকান্ত বা পুতুল নাচের ইতিকথা উপন‍্যাসে চরিত্রের মৃত‍্যুর ক্রম উল্লেখ করো।
    অথবা, ২) হুতোম প‍্যাঁচার নকশায় চরিত্রগত শিরোনামগুলির ক্রম উল্লেখ করো। - এই ধরণের প্রশ্ন কিন্তু ugc net exam এর জন‍্য খুব‌ই সাধারণ প্রশ্ন।
    ৪) সঙ্গীত - তোমাদের দশটা উপন‍্যাসের মধ‍্যে কয়েকটি উপন‍্যাসে সঙ্গীত আছে। সেইগুলি কোন অধ‍্যায়ে আছে, কে গাইছে, তার তালিকা বানাতে হবে। কেননা, সঙ্গীত থেকেও ক্রমমূলক প্রশ্ন ugc net exam এ দেখা গেছে। এখন তোমরা বলো তোমাদের
    ugc net bengali syllabus এর দশটা উপন‍্যাসের মধ‍্যে কতগুলি উপন‍্যাসে সঙ্গীত আছে এবং উপন‍্যাসগুলি কী কী ? কমেন্ট করে জানাও।
    ৫) প্রবাদ - অনেক উপন‍্যাসেই যেমন হুতোম প‍্যাঁচা বা প্রথম প্রতিশ্রুতি ইত‍্যাদিতে অনেক প্রবাদ আছে - এই প্রবাদগুলি কোন কোন অধ‍্যায়ে আছে, কে বলেছে, কোন প্রসঙ্গে বলেছে - এই ভাবে একটা তালিকা তৈরি করে রাখবে। ugc net exam এ এখনো প্রবাদ থেকে স্তম্ভমূলক প্রশ্ন এলেও ক্রমমূলক প্রশ্ন দেখা যায়নি। তবে ugc net exam ক্র‍্যাক করতে হলে তার থেকে এগিয়ে আমাদের তৈরি হতেই হবে।
    ৫) বিশেষ লাইন - প্রবাদের পাশাপাশি বিশেষ লাইন যেমন শিরোনাম ভিত্তিক লাইন তোমরা পাবে বিষবৃক্ষ উপন‍্যাসে। সেই লাইনগুলো কোন কোন অধ‍্যায়ে আছে, কতগুলি করে আছে তার একটা ছক বানিয়ে রাখবে।
    এছাড়া প্রতিটা উপন‍্যাসের অধ‍্যায় বিশেষে প্রথম লাইন ও শেষ লাইনের‌ও একটা তালিকা বানাতে হবে। কেননা, ugc net exam এ পুতুল নাচের ইতিকথা থেকে এমন প্রশ্ন একবার দেখা গিয়েছিল। ঘাবড়ানোর বিশেষ কিছু নেই, ঘটনা ক্রম রেডি করলে সেখান থেকেই অনেকটা আন্দাজ করতে পারবে। তবুও আলাদাভাবে এই ছকটাও বানিয়ে রাখতে বলবো নিজের প্রস্তুতিকে আরো সুন্দর ও সহজ করার জন‍্য।
    ৬) চিঠি - এছাড়া চিঠির প্রসঙ্গ আছে কিছু উপন‍্যাসে। এখান থেকে কোন অধ‍্যায়ে কতকগুলি চিঠি আছে তার ক্রম যেমন জানতে চাইতে পারে তেমনি কে কাকে চিঠি দিয়েছে - এমন চার পাচটি উল্লেখ করে ক্রম সাজাতে বলতে পারে। এমনকি বিভিন্ন চিঠির লাইন উল্লেখ করেও ক্রম সাজাতে বলতে পারে। তাই অধ‍্যায়, কে কাকে দিয়েছে, এবং চিঠির বিষয় - এইভাবে ছকটা বানাতে হবে। এতে কোন অধ‍্যায়ে কতগুলি চিঠির উল্লেখ আছে সেটাও জানা হয়ে যাবে।
    ৭) প্রকাশকাল - সবশেষে উপন‍্যাসের প্রাসঙ্গিক তথ‍্য। এক্ষেত্রে দশটা উপন‍্যাসের‌ই তালিকা তৈরি করতে হবে প্রথম প্রকাশ, পত্রিকায় প্রথম প্রকাশ এবং অধ‍্যায় সংখ‍্যার ওপর ভিত্তি করে। উল্লেখিত উপন‍্যাসগুলির প্রথম প্রকাশ অনুযায়ী ক্রম চিহ্নিত করো এই ধরণের প্রশ্ন ugc net exam এ নতুন কিছু নয়।
    এইভাবে প্রথমে একটা বা দুটো উপন‍্যাস থেকে নোট বানিয়ে দেখো, নোট বানাতে বানাতেই অনেকটা প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। যাদের প্রথমে নোট বানাতে সমস‍্যা হবে তাদের জন‍্য বলবো আমার বাংলা পিডিএফ থেকে প্রথম প্রতিশ্রুতি ও বিষবৃক্ষ উপন‍্যাসের পিডিএফ সংগ্রহ করে রাখতে পারো। স্ক্রিনে ডিটেলস দিলাম। তাহলে উপন‍্যাস থেকে কীভাবে প্রস্তুতি নিতে হয় তা অনেকটা সহজ হয়ে যাবে।
    #ugcnetexam
    #amarbanglanetset

КОМЕНТАРІ • 5

  • @rumelamukherjee8011
    @rumelamukherjee8011 2 місяці тому +3

    ম্যাম আগামী Re-examination এর জন্য Total syllabus এর unit ভিত্তিক suggestion এর ভিডিও দিলে খুব উপকার হয় ।

  • @user-hp4gv1ym1y
    @user-hp4gv1ym1y 2 місяці тому +2

    Ma'am December 24 te ki syllabus change hobe.?Ami notun kivabe suru korle valo hobe?

  • @mostakk3727
    @mostakk3727 2 місяці тому

    Ma'am 8,9,10 unit er pdf pawa jabe ki

  • @riaghosh4004
    @riaghosh4004 2 місяці тому

    Thank you ma'am