স্বামী বিবেকানন্দ: সপ্ত ঋষির এক ঋষি- পর্ব-এক : বক্তা- সঞ্জীব চট্টোপাধ্যায়।

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2025
  • স্বামী বিবেকানন্দ: সপ্ত ঋষির এক ঋষি- পর্ব-এক : বক্তা- সঞ্জীব চট্টোপাধ্যায়। গান: সোমনাথ চট্টোপাধ্যায়। #Sanjib chattopadhyay speech#
    জন্মদিনের প্রাক্কালে। ১২ জানুয়ারি- সেই মহামানবের জন্মদিন। তিনি কে? তিনি স্বামী বিবেকানন্দ। আধুনিক বিজ্ঞান থেকে স্বামীজির জীবনের একটি মনোজ্ঞ তুলনা আহরণ করা যেতে পারে। বলা যেতে পারে তাঁর জীবন যেন একটি Compact Disc. পৃথিবীত ছিলেন মাত্র ৩৯ বছর ৬ মাস ২৪ দিন। শৈশব আর কৈশোরের সময়কাল বাদ দিলে হাতে থাকে মাত্র কয়েকটি বিশ্ব কাঁপানো বছর। শ্রীরামকৃষ্ণ রেখে গেলেন, একটি নতুন ধর্ম, নতুন বেদ, শাস্ত্র সংহিতা। নির্মান করলেন নতুন নতুন সন্ন্যাসী। নেতা কে? ঠাকুরের নরেন, জগৎ মঞ্চে স্বামী বিবেকানন্দ।
    গান: বিবেক বিহীন বিশ্ব আজিকে
    হাহাকার নিরানন্দ,
    তামসিকতায় ভরে গেছে
    দেশ ভুলেছে ভালো ও মন্দ-
    মাভৈঃ রবেতে শঙ্খ বাজায়ে তোমার আবির্ভাব
    তব আগমনী আলোকিত ধরা জাগিল পুলকানন্দ।।
    আমরা এসেছি অর্ঘ্য সাজায়ে
    শুভ উৎসব ক্ষণেতে,
    মানুষ হবার মন্ত্রণা দাও অভয় মন্ত্র কানেতে।।
    তব জয় গাথা গাহিব আমরা
    সুন্দর হে অনিন্দ্য (২)
    তুমি যে বিবেক বিশ্ব বিবেক
    তুমি যে বিবেকানন্দ।। (দাদরা)
    গীতিকার: পৃথ্বীশ মিত্র, সুরকার: রামকুমার চট্টোপাধ্যায়,গায়ক: সোমনাথ চট্টোপাধ্যায়
    Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
    ★Subscribe to us: sanjibani sudha,

КОМЕНТАРІ • 48