এই টাইপ বিজনেস এ একটা সমস্যা বাদে আর তেমন বড় কোনো সমস্যা দেখি না(যদি সেটা বড় এবং বিশ্বাসযোগ্য কোনো কোম্পানি হয়) সমস্যাটা হচ্ছে ধরেন একটা প্রোডাক্টের মূল প্রাইজ (যেটা দিয়ে আপনার কিনতে হবে) ২০৫০। সেটা আপনাকে মিনিমাম ১০০ টাকা লাভে ২১৫০ এ সেল করতে হবে বা ২২০০ টাকায় সেল করতে হবে। কিন্তু যার অধীনে আপনি ড্রপশপ করছেন তার ও কিন্তু বিজনেস আছে এবং সে চাইলেই ওই প্রোডাক্ট টাই ২০০০ এও সেল করতে পারে( যেকোনো একটা অফার দিয়ে) কিন্তু আপনি চাইলেও সেটা পারবেন না। আবার অন্যান্য যেসকল পেজ আছে তারাও চাইলে কমে সেল করতে পারে। সেক্ষেত্রে কাস্টমারের প্রশ্ন কিন্তু দুইটা প্রথমত আপনি মার্কেটে নতুন, আপনার উপর বিশ্বাস এখনো জন্মায় নাই। এবং দ্বিতীয়ত আপনার থেকে কেনো বেশি দামে নিবো যেখানে অন্য সব জায়গায় একই জিনিস কমে পাচ্ছি। বড় কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ।
shotto kotha. BD te ei type er jinish kora hard. by chance jodi kharap product dey jobabdihi kake korbe? jehetu direct bdshop theke kene nai customer. abar amio drop shop theke deal korechi. onk jhamela. abar shob cheye boro problem, Ami personally o kokhono 200 taka advance pay kore product nibo na tahole manusher kache expect kora tao bokami
হুম ভাই ঠিক বলছেন। আর এরকটা বিষয় এই খানে মেম্বার সিপ নেওয়া আর দারাজের মতো প্ল্যাটফর্মকে টক্কর দেওয়া। কমেন্টে বলবেন যে ভাই মানুষকে ডিমোটিভেট করতেছেন। না ভাই একটা পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনাকে নেগেটিভ এবং পজিটিভ সাইট গুলো দেখতে এবং জানতে হবে।
আরও একটা বড় সমস্যা অগ্রীম কিছু টাকা প্রদান ৷ এটা অনেকটা Scam Sound করে ৷ বিশ্বস্ত কম্পানি ছাড়া বেশিরভাগ কাস্টমার ই অগ্রীম টাকা প্রদানে সাহস করবে না ৷ আর এটা তো Facebook এর কোনো page.
কেউ ব*ল*দ না হলে এই সাইটে ১৫০০ টাকা / ৩০০০ টাকা দিয়ে লাইনআপ করবে না🤣🤣 আমি উনার সেল বৃদ্ধি করে দিলাম মার্কেটিং করে উল্টো আমাকেই টাকা দিয়ে সাইনআপ করতে হলো, বাহ সুদির ভাই বাহ্
আমি বুঝলাম না রেজিস্ট্রেশন করে ভুল করলাম কিনা? কারণ যখনই কোন আইটেম নিয়ে আমি মার্কেটিং করতে যাব ঠিক তখনই দেখি সেটা স্টকআউট এবং বেশিরভাগই প্রোডাক্টে দেখা যাচ্ছে লাভ 0% এবং লাভ তো হবেই না বরং সময় এবং টাকা দুটাই নষ্ট হলো। ভাই আমার মত আপনারা কেউ ধরা খায়েন না । এরা একটা ফ্রড দেখুন কত লক্ষ কোটি টাকা কামাই করছে। ড্রপশিপার হিসেবে রেজিস্ট্রেশন করা ভুল ছিল। তিন হাজার টাকা। মানে আমি আপনার প্রোডাক্ট বিক্রি করে দিবো, সেজন্য আবার ৩ হাজার টাকা দিয়ে রেজিষ্ট্রেশন ও করতে হবে কেনো? বর্তমান এই গ্রুপে মেম্বার (৪০ হাজার+) সামনে তো আরো বারবেই। ধরেন ৪০,০০০ জন মানুষ ৩০০০ টাকা করে ড্রপশিপার হিসেবে রেজিষ্ট্রেশন করলো। তাহলে টোটাল টাকা হয়, ৩০০০*৪০০০০ = ১২০০০০০০০ মানে ১২ কোটি টাকা???? ভাবা যায়? বুঝলাম এটাই তাদের আসল বিজনেস।
বিড়ালের ঘন্টার বাধার মত খুব সহজ ভাবে বুঝিয়ে দেওয়া গেলেও এইটা এত সহজ না । রিসেলিং বিজনেস অনেক আগে থেকেই এই দেশে হয়ে আসছে আমি নিজেই ২ বছর ধরে রিসেলিং সেবা দিচ্ছি অনেক কে। রিসেলিং কে নাম দেওয়া হইছে ড্রপ শিপিং ।
সোহাগ ভাইয়ের উপর বিশ্বাসটা উঠে গেল। এরকম ফালতু একটা সাইটকে প্রমোট করে অনেক ছেলে মেয়েকে সময় এবং টাকা নষ্ট করার জন্য ঠেলে দিল। একসময় তারাও বুঝতে পারবে তারা প্রতারিত হয়েছে। বিশ্বাস জিনিসটা অনেক বড় যা টাকা দিয়ে কেনা যায় না😢
আমি হয়েছি অর্ডার করার ১২ দিন পর ও ডেলিভারি দেই নাই . কাস্তমার কে টাকা ফেরত দিতে হয়েছে . আর একটা অর্ডার পাওয়ার ৩ দিন পর বলে প্রডাক্ট নাই . একটা কাস্টমার অর্ডার পাউয়া যে কত কোস্টের যারা এইটাই প্রথম অর্ডার পেয়েছে তারা জানে .. Amar 1700 TK ebong 2 masher proisrom sob gelo Batpar hote sabdan
ধন্যবাদ ভাইজান অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার জন্য মন থেকে দোয়া করি৷ অনেক দূর এগিয়ে যান। আপনাদের মত কিছু ভালো মানুষের জন্যই আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারি..! লাভ ইউ সোহাগ ভাই..!💕
এই ভিডিও টা খুবই উপকারী, ধন্যবাদ সহজে সব কিছু উপস্থাপন করার জন্য। Google massages এর chat features এর ব্যাবহার নিয়ে ও কিভাবে setting করতে হয়, এই বিষয়ে একটা ভিডিও বানানোর অনুরোধ রইল।
ড্রপশিপার হিসেবে রেজিষ্ট্রেশন করতে চেয়েছিলাম। কিন্তু রেজিস্ট্রেশন ফি দেখে আমি তো পুরা অবাক। তিন হাজার টাকা। মানে আমি আপনার প্রোডাক্ট বিক্রি করে দিবো,সেজন্য আবার ৩ হাজার টাকা দিয়ে রেজিষ্ট্রেশন ও করতে হবে কেনো? বর্তমান এই গ্রুপে মেম্বার (৪০ হাজার+) সামনে তো আরো বারবেই। ধরেন ১০০০ জন মানুষ ৩০০০ টাকা করে ড্রপশিপার হিসেবে রেজিষ্ট্রেশন করলো। তাহলে টোটাল টাকা হয়, ( ১০০০*৩০০০ = ৩০,০০০০০) ত্রিশ লাখ টাকা। ভাবা যায়? এ বিষয় এ গ্রপ এ একটা পোস্ট দিয়েছিলাম কিন্তু তারা সেটা এপ্রুভ করে নাই। বুঝলাম এটাই তাদের আসল বিজনেস। এ লেখাটা ওদের পোস্টের নিচে কমেন্ট করেছিলাম, তারপর আমাকে দিলো Block মাইরা🤣🤣
3k dhore nilam aita tara tader service charge nilo kintu 200tk advance aitar kotha sunle customer hoyto r reply dibe na r nahoy kotha gurabe tarpor order cancel koredibe
Drop shop নামে বাট*পারি করছে বিডি শপ ১৫০০ টাকা দিয়ে রেগস্টিশন করেছি 1 তারিখের অর্ডার আজ ১০তারিখ এখনো ডিলিভারি দেয় . কাস্টমার এডভান্স টাকা ফেরত নিয়েছে । আমি আর ড্রপ শিপ করতে চাইনা । আরেকটা অর্ডার করেছিলাম প্রডাক্ট স্টক ছিল 183 অর্ডার কনফার্ম করার পর বলে প্রডাক্ট স্টক নাই । এই অর্ডারটি ও ক্যান্সেল । এত কষ্ট করে মার্কেটিং করে কাস্টমার এনেছি তারা সঠিকভাবে প্রোডাক্ট দেয় না 😢
ভাই নিজে ইউনিক আইটেম নিয়ে কাজ করেন,নইলে বুস্ট এর টাকা লস যাবে।এগুলাতে প্রফিট একদম সামান্য।সে তুলনায় বুস্টের টাকাও উঠবেনা।চেস্টা করেন এমন জিনিস সেল করার যা রেগুলার & রিপিট সেল হয়, সার্ভিস+সেল এমন টাইপ আইটেম নিয়ে কাজ করেন।
সম্ভবত এখানে প্রধান সমস্যা হলো প্রডাক্ট সোর্সিং। বিডিশপ থেকেই কিনে সেখানেই আবার সেল করা। ফলে সাধারণ ড্রপশিপিং এর মতো কম দামে প্রডাক্ট কিনে সেটা বিক্রি করে প্রফিট করার সুযোগটা থাকছে না। কেননা বিডিশপ দুইভাবেই প্রফিট করার চেষ্টা করবে এই ক্ষেত্রে। বাকিটা অভিজ্ঞদের মতামত কাম্য।
বিষয়টি এমন না বিডিশপ থেকে কিনে ওখানে সেল করা হচ্ছে। এখানে আপনি সবসময় বিডিশপ থেকে অনেক কমে প্রোডাক্ট পাবেন যাতে আপনি প্রফিট করতে পারবেন ইভেন বিডিশপের প্রাইসে সেল করেও। এখন আপনি চাইলেই আরো বেশি প্রাইসে সেল করতে পারেন, কিন্তু বাংলাদেশে গ্যাজেট আইটেম গুলোর প্রাইস অনেক সাইটেই থাকে তাই আপনি অন্যদের চেয়ে বেশি দামে সেল করতে পারবেন না। কিন্তু অন্যরা যেই দামে সেল করছে ওই দামে সেল করলে মিনিমাম ২০০-৩০০ প্রফিট থাকবেই।
This is not proper drop shipping .. It is just a resale ... In dropshpping, main seller just provides the link and customer can directly buy from the link. The dropshipper don't need to fill up the form for the client. They are just using people as a medium and nothing else. Amazon and eBay doesn't have this process. That is completely different
@@shopifysaeed5198 I'm not.. Affiliate is those who gets the commission only for the product sale... And those who sales product in Amazon directly are the dropshippers,aka, AMAZON FBA ... IN dropshpping, the saler manages the inventory not the platform ...
সোহাগ ভাই দয়া অরে সামান্য কিছু টাকার জন্য নিজের বিস্বাস টা হারাবেন না আপনার এটা দেখে অনেক মানুষ 1500 টাকা দিয়ে একাউন্ট খুলবে কিন্তু কেউ প্রফিট করতে পারবে না আমি মার্কেটিং করি আমি জানি জদিও আমি ওয়েবসাইটে থেকে এফিলিয়েট মার্কেটিং করি আগে এরকম চেষ্টা করতাম কিন্তু কোন লাব হয়নাই বিলাসিয়ান মার্কেট প্লেস এরকম সুবিদা দেয় কিন্তু একটা জিনিস খেলা করবেন এখানে জে পাওয়ার ব্যাংকা 2050 টাকা ওটা আরো অনেক কম দামে পাওয়া জায় তাই আমার মনেহয় না এখান থেকে কেউ প্রফিট করতে পারবে bilashan 1500 টাকা দিয়ে অনেক আগে এরকম করতে চাইছি কোন লাব নাই আমি বলবো জারা ইনকাম করতে চান ডিজিটাল মার্কেটিং সিপিয় মার্কেটিং সিখুন কাজে লাগবে❤
E-Commerce platform এর উপর বিস্তারিত ভিডিও চাই। E-Commerce platform এ কোন ধরনের ব্যবসা করার উপায় আছে তা নিয়ে। বিশেষ করে Amazon FBA এই বিষয়ে বিস্তারিত ভিডিও চাই।
এটার অসুবিধা হলো যে প্রোডাক্ট গুলো সেল করা হয় সেগুলোর কুয়ালিটি খুবই বাঝে যার জন্য কাস্টমার রিভিউ ভালো আসেনা, আর যে একবার প্রোডাক্ট ক্রয় করে সে আর ২য় বার নিতে চায়না,আর এভাবে ব্যাবসার রেপুটেশন নষ্ট হয়। আর একপর্যায়ে আপনার উপর থেকে মানুষের বিশ্বাস হারাবে
Eta apni ekta general statement dilen...apni ki product sell korchen seta niye study na kore ba quality check na kore keno sell korben? Online ghatlei product er quality somporke idea pawa jay...jeta niye apni confident setai sell korun baki gulo avoid korun...Plus je sob product er warranty ache segulo sell korleo hoy!
@@Sohag360ভাইয়া তাদের সার্ভিসে অনেক প্রবলেম আছে, আপনি হয়তো বিস্তারিত জানেন না কারন তাদের অই ফেসবুক গ্রুপে আপনি নাই, থাকলে বুঝতেন। ছোট একটা ঘটনা বলি, একটা প্রডাক্ট গ্রাহকের ডেলিভারি ছিলো যেই দিন ওই দিন হয় নাই। এইটা নিয়ে একজন গ্রুপে পোস্ট করেছিলো যে কি কিরবে। গ্রুপের এডমিন বলে দিয়েছিলো ডিরেক্ট প্রোডাক্ট ডেলিভারির দায়ভার তাদের না, যে ডেলিভারি দিতে গিয়েছে তাদের সাথে বুঝে নিতে, আরো ঝামেলা আছে, তাদের গ্রুপে এড হোন তাহলেই দেখবেন
কেউ ব*ল*দ না হলে এই সাইটে ১৫০০ টাকা / ৩০০০ টাকা দিয়ে লাইনআপ করবে না🤣🤣 আমি উনার সেল বৃদ্ধি করে দিলাম মার্কেটিং করে উল্টো আমাকেই টাকা দিয়ে সাইনআপ করতে হলো, বাহ সুদির ভাই বাহ্
Bangladesh a Drop Shipping Business Possible na, Coz Advance Payment to Dibei na, Cash Om delivery Te Order korte chay, Dhakar baire Advance payment Delivery Charge er kotha bolle r kno kotha e nai. R Cash On delivery te Products Pathaile mon Chaile Received kore na Mon chai Call e Dhore na, Delivery Charge loss, Bangladesh er Jonno Drop shipping Module na, i think Drop Shipping Korle USA, Or Canada Niyei Kora Uchit. Khoros Same e, Sekhane Grow korar Possibility onk besi.
@sohag360 BHai, apni kauke introduce korar aage ektu nije panel gula verify kore niyen pls. apni je website er kotha bolchen, apnar video dekhe ami 50% discount e membership kini, kintu panel e giye dekhi eder paikar mulle retail e product pawa jay, jekhan theke profit kora possible na. bishoy ta eder ke janale era bole baire pele tader janate, kintu eta to tader bepar. tara product upload kore kintu onek kichui dhoasha.
After watching this video of yours, many people have logged into dropshop. So I think you have some responsibility. I would like to inform you of some things. Which is every seller's problem. 1. Price 2. Order tracking is very slow. (My 1 delivery was 2 days ago but still showing Waiting for Courier Pickup). 3. Advance payment because customer prefers cash on delivery. Hope you will do something.
ভাইয়া আমি একজন ছাত্র। আমার বাসা মাদারীপুর।এবছর এইস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।অনেক হতাশায় ভুগতেছি যে কি কাজ করা যায়।এর মধ্যেই আপনার ভিডিও টা পেলাম আজকে।আমি এই কাজটা করতে চাই আপনার সাহায্য নিয়ে।আশা করি আপনার ছোট ভাই মনে করে আমাকে আপনি সাহায্য করবেন।নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছি ভাইয়া
exactly eita , bd shop re vorosha koira akta trail dicilam but amra to jat bangali ja hobar tai hoilo 😂 era emon kichu manus target koira namche jara asole sudhu business korbo suina e laf dibo , vetorer kahini to janei na r dropship er bepare idea to ekebarei nai . allah eder hedayet dik
Product khub e limited. Muloto gadget based. Product jodi customer er pochondo na hoy tahole return and refund policy site a clear na. Product return korte hole abar customer k dropshop er office a pathate hobe. Huge risk.
সবকিছুই ঠিক আছে ভাই কিন্তু প্রোডাক্টা যদি ভাই খারাপ হয় বা কোনো ঝামেলা থাকে তাহলে তো দুর্নাম তো আমার হবে, আর আমি কাস্টমার কেউ এমন ভাবে বলতে পারবো না যে প্রোডাক্টটা ভালোই তো ছিল🙂
এতো সোজা না বিষয়টি, অবশ্য বাংলাদেশের জন্য তো একদম ই না। আবার ১৫০০ টাকা ও দিতে হবে😄 ইন্টারন্যাশনাল কাস্টমার হলে অন্তত কেউ কিছু কিনবে, আর আমাদের দেশের মানুষের কাছে মার্কেটিং করলে পাওয়া যাবে সুধু আলু।😅
asole valo marketing kora sara sale kora hards ar ami personaly ksu product bondu der kace sale korchilam onke nijer taka invest kore fb boost kore sale kore @@SultanaJahansArtCraft
কেউ ব*ল*দ না হলে এই সাইটে ১৫০০ টাকা / ৩০০০ টাকা দিয়ে লাইনআপ করবে না🤣🤣 আমি উনার সেল বৃদ্ধি করে দিলাম মার্কেটিং করে উল্টো আমাকেই টাকা দিয়ে সাইনআপ করতে হলো, বাহ সুদির ভাই বাহ্
Can I send a link to my customer of the specific product? He will check specifications and order by himself. And on the order processings he will be forced to pay 200 first.
BDshop এর মত বাজে শপ বাংলাদেশে আর একটাও নাই। আমি নিজেও একটি একাউন্ট খুলেছি ১০০০৳ দিয়ে শুরুর দিকে। সমস্যা ওদের সাপোর্ট সিষ্টেম খুবি বাজে প্রডাক্ট বুষ্ট করে অনেক ঝামেলায় পড়তে হয়েছে আর হ্যাঁ ওদের স্টক আউট হর হামেসাই হয়ে থাকে। ওরা প্রোডাক্ট সেলের উপর ফোকাস না করে বরং ওদের রিসেলার কত বাড়ানো যায় সেটায় ফোকাস করতেছে কারণ এটায় ইনকাম অনেক বেশি এখন পর্যন্ত ১০০০ হাজারের বেশি রিসেলার জয়েন করিয়েছে বিভিন্ন রকম লোভ দেখিয়ে ভাবেন কত টাকা? আপনি একটা একাউন্ট খুলতে গেলে এখন ১৫০০-৩০০০৳ লাগবে, ওদের উপরে ফিটফাট দেখে যখন একাউন্ট খুলবেন তখনি বাদবে বিপত্তি আপনার একাউন্ট থেকে ৪ মাসে ৫ টা সেল না আসলে একাউন্ট গায়েব করে দিবে। আপনার কোন অভিযোগ বা মতামত কোন কিছুই তাদের জানাতে পারবেন না। আর যদি একটু ওদের বিরুদ্ধে বলেন তো ব্লক,ব্লক,ব্লক সব জায়গা থেকেই। যারা আবেগে পরে মার্কেটিং এ নামতে চান তারা হয় তো ভাবেন প্রডাক্ট সেল করা আর এমন কি কাজ ৪ মাসে ৫ টা অর্ডার কোন ব্যাপার না, ভাই মার্কেটিং ব্যাপারটা এতো সহজ না একবার ট্রাই করে দেখেন বাংলাদেশে আরো অনেক ড্রোপশপ আছে যারা ফ্রিতে এডমিশন করতে দিবে আপনি তাদের প্রডাক্ট নিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ একটা কথা না বললেই নয়। এসের প্রডাক্ট ভেদে অগ্রীম পেমেন্ট নিতে হবে কাষ্টমারের কাছে যা একজন অপরিচিত কাষ্টমারের কাছে নেয়া অসম্ভবে প্রায়। তারপর কাষ্টমারের কাছে প্রডাক্ট পাঠালে কাষ্টমারের সাথে কথা বলি নিতে হবে, বক্সের ভিতরে যাই থাক আগে ডেলিভারি ম্যান কে টাকা দিয়ে তারপর প্রডাক্ট রিসিভ করবেন। ধরেণ আপনি এখন কাষ্টমার হলে আমি নতুন সেলার হিসাবে আমার কাছে ৪০০০টাকার একটা প্রডাক্ট অগ্রীম ৪০০৳ দিয়ে এবং প্রডাক্ট না দেখে সম্পূর্ণ টাকা পরিশোধ করে ডেলিভারি ম্যানের কাছে নিতেন? (আমি বলছি না সবাই নিবে না তবে নতুন সেলারের কাছে অগ্রীম পেমেন্ট দিয়ে প্রডাক্ট কেনা অবিশ্বাস যোগ্য) যাইহোক এখন ভেবে দেখবেন কি করবেন!
লস না খাওয়া পর্যন্ত লাভের নেশা আপনাকে ছাড়বেনা। এতই যদি সেলস হতো তাহলে বিডিশপ নিজেদের ব্যাবসা ছেড়ে ড্রপশপে নামতোনা। আমরা পরিশ্রম করলাম, মার্কেটিং করলাম, সেল দিলাম, আর বিডি শপ লাভ নিল।😅
আমার দ্বিমত পোষন করছি...কেনো দ্বিমত পোষন করছি সেটা বলি...আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই। ইনভেস্টমেন্ট বলতে আইডি খুলতে যা লাগলো ঐটাই... আমার মনে হয় এটা অতটা ও খারাপ না🙂
Vaia, Customers nije chaile link e giye Order korte parbena? Ekhon to amke korte hobe. Emon hole vao hotona ami customers ke link diye dilam She nije Account open kore Order Process korlo.
যদি কাস্টমার প্রডাক্ট রিসিভ না করে তখন কি টাকাটা ব্যাক পাবো? যে টাকাটা দিয়ে আমি প্রডাক্টটি কিনেছি? এবং ওই প্রোডাক্ট কি রিটার্ন হয়ে বিডি শপ এর কাছে যাবে?
কেউ ব*ল*দ না হলে এই সাইটে ১৫০০ টাকা / ৩০০০ টাকা দিয়ে লাইনআপ করবে না🤣🤣 আমি উনার সেল বৃদ্ধি করে দিলাম মার্কেটিং করে উল্টো আমাকেই টাকা দিয়ে সাইনআপ করতে হলো, বাহ সুদির ভাই বাহ্
Vai amar baba blad censure a akranto choto dui vai acen aka kaj kore ami tader kheyal rakhte parci na plz vai amake akta Site din jate kore ami amar babake chikitsa korte pari choto duita vaike lekha pora korate pari plz vai keo help koren plz
I got very well feelings to this content explanation for the interested resellers, but I saw all the products retail price to much higher currently competition market. I not known this initiative by the entrepreneurs how much benefits will be for all resellers after the labour spending. I willingly requested to this service provider please try to low price keeping of all product for yours business growing and giving well benefit to resellers, also raise attraction to affordable all customer's. Thanks.
ভাই যতটা সহজ মনে করছেন ততটা সহজ না। দয়া করে রেজিস্ট্রেশন করার পূর্বে হাজারবার চিন্তা করে রেজিস্ট্রেশন করবেন। একবার রেজিস্ট্রেশন করে ফেললে কিন্তু টাকা ফেরত দেয়া হয় না তাই সবাই সাবধান
আমার একাউন্টে সরাসরি buy sell অপশন থেকে কয়েন buy sell করা যাচ্ছে না। শুধু কনভার্ট করা যাচ্ছে তাও অনেক ফি কেটে নিচ্ছে+ মার্কেট প্রাইসের চেয়ে কমে buy sell হচ্ছে। এই বিষয়ে আমাকে একটু হেল্প করেন কেউ please🙂🙏
আপনাকে স্পন্সর করছে ভিডিও বানায় ফেলছেন!!! খুব সোজা না!! কিন্তু ভাইয়েরা রসের কথায় কান দিয়ে টাকা দিয়ে আইডি খুলে ফেইলেন না আগে রিসার্চ কইরেন,,,,প্রোডাক্ট এর যেই দাম এর থেকে দাড়াজ এ কম এ সেল করে,,এমন প্রোডাক্ট আমি সেল করবো কি প্রফিট করবো কি আর এমন জিনিস কিনবেই বা কে,,,,বলা খুব সহজ,,,কিন্তু এই জিনিস অন্তত যাদের আপনি দেখলেন এদের দ্বারা করা খুব কঠিন
এখানে মূলত বিষয়টা কিছুটা উল্টা ভাবেই ঘটে, আমরা আপনাকে প্রোডাক্ট, স্টক এবং লজিস্টিকস সেবা দিচ্ছি আপনার বিজনেস এর ব্যাকেন্ড সাপোর্ট হিসাবে। আপনার বিজনেস এবং ব্র্যান্ডের সাপোর্ট টিম হিসাবে আপনাকে হেল্প করছি এবং আপনি কোন প্রোডাক্টে কত প্রফিট করবেন সেটি সম্পূর্ণই আপনার স্বাধীনতা। ধন্যবাদ
সবইতো বুজলাম কিন্তু কথা হচ্ছে যেখানে বাংলাদেশের নাম করা online shop গুলি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে সেখানে আমার থেকে অ্যাডভান্স টাকা দিয়ে পণ্য কিনবে কেনো?
আমি যখন পণ্যের অর্ডার পাবো তখন অবশ্যই আপনাদের খরচ টা কেটে নিবেন। কিন্তু আমি অর্ডার পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই যেহেতু আমি নতুন। তাহলে আমি মাসে মাসে সাবক্রিপসন ফি দিবো কেনো শুধু শুধু?
যতটা সহজে বলতেছেন ততটা সহজ না। আমরা করি আমরা জানি কত ঝামেলা। আপনি বলতেছেন ৩০-৪০ হাজার। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। ৭-৮ হাজার আনতেও খবর হয়ে যায়। একটা পেইজ খোলা, সেটা Grow করা কতটা ঝামেলা বুঝানো যায় না
লস না খাওয়া পর্যন্ত লাভের নেশা আপনাকে ছাড়বেনা। এতই যদি সেলস হতো তাহলে বিডিশপ নিজেদের ব্যাবসা ছেড়ে ড্রপশপে নামতোনা। আমরা পরিশ্রম করলাম, মার্কেটিং করলাম, সেল দিলাম, আর বিডি শপ লাভ নিল।
ভাই আপনার উদ্দেশ্যে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে একটু বলতে চাই।।। আপনার কথায় আমি সম্পূর্ণ একমত। ❤ কিন্তু এখানে আমার একটু কথা আছে সেটা হচ্ছে ওদের প্রোডাক্ট ওদের প্রমোশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ গুলো আমি আমার কোম্পানিকে ডেভলপ করার জন্য অথবা আমাকে উইনিং প্রোডাক্ট চুজ করার জন্য অথবা প্রথমে আমি বিজনেস শুরু করার জন্য আমার এই ড্রপ শিপিং এ যাওয়া উচিত।।। কারণ ওদের প্রোডাক্ট দিয়ে আমি আমার বিজনেসটা শুরু করতে পারব তারপর ওই সেম প্রোডাক্টটা আমি চকবাজার এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এনে কিনে আমি আমারটা বিক্রি করলাম ।।। কিন্তু প্রথমে যখন আমি ফেসবুক এ বিজ্ঞাপন চালাবো অথবা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং করবো ওদের প্রোডাক্ট এর উপর করবো দেখবো কোন প্রোডাক্টটা মানুষ কিনছে যখন দেখব এই প্রোডাক্টের বিক্রি অনেক বেশি তখন আমি ওদের কাছ থেকে প্রোডাক্ট না কিনে আমি আমার মত মার্কেটিং করে ওই প্রোডাক্টটা আমি কোন জায়গা থেকে কমে কেনা যায় আমি ওই জায়গা থেকে কমে কিনে আমি স্টক করে তারপর বিক্রি করব।।।। যদি আমি আগে থেকে স্টক করি তাহলে আমার বিক্রি নাও হতে পারে তাই রিস্ক না নিয়ে ড্রপ শিপিং এ ঢুকে উইনিং প্রোডাক্ট চুস করা উচিত।।। জানিনা কেমন লাগবে আপনার মতামতটা....
এডভান্স সিস্টেম থাকলে আপনার সাস্টেইনেবল হবে না। বাঙালি এডভান্স দিয়ে অনলাইনে কেনাকাটা করা ছেরে দিয়েছে। তবে রিটার্ন এর জন্যে সকল দ্বায়ভার সেলারের উপর চাপিয়েদিন। বেঁচে যাবেন। যারা রিসেলিং করে আপনাদের ভাষায় ড্রপ শিপিং তারা জানে অর্ডার ফেরত আসলে কুরিয়ার রিটার্ন ফি জরিমানা দিতে হয়। ভাই ৫ বছরের অভিজ্ঞতা@@DropShopBD
@@Md_Farukul_Islam বিভিন্ন ফেসবুক গ্রুপ, ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক পেজ, ফেসবুক একাউন্ট এর মাধ্যমে অর্থাৎ সর্বপন্থায় চেষ্টা করেও সফল হওয়া যায় না, যতক্ষণ না সঠিক way তে Ads run করাবেন 🖤
guys ami nije ekta member dropshop bd but ami trading bondo kore disi, video teh shudu positive side ta bole negative side ta mention kore na because eita ekta sponsored video, ami trading kore bujte parlam j oikane product er buying price market rate theke beshi, apni profit niye sell korte gele aro price baraite hobe, customer temon nena because daraz e same product aro kom rate e pacche. amar jita experience oita share korlam.
এই টাইপ বিজনেস এ একটা সমস্যা বাদে আর তেমন বড় কোনো সমস্যা দেখি না(যদি সেটা বড় এবং বিশ্বাসযোগ্য কোনো কোম্পানি হয়)
সমস্যাটা হচ্ছে ধরেন একটা প্রোডাক্টের মূল প্রাইজ (যেটা দিয়ে আপনার কিনতে হবে) ২০৫০। সেটা আপনাকে মিনিমাম ১০০ টাকা লাভে ২১৫০ এ সেল করতে হবে বা ২২০০ টাকায় সেল করতে হবে। কিন্তু যার অধীনে আপনি ড্রপশপ করছেন তার ও কিন্তু বিজনেস আছে এবং সে চাইলেই ওই প্রোডাক্ট টাই ২০০০ এও সেল করতে পারে( যেকোনো একটা অফার দিয়ে) কিন্তু আপনি চাইলেও সেটা পারবেন না। আবার অন্যান্য যেসকল পেজ আছে তারাও চাইলে কমে সেল করতে পারে। সেক্ষেত্রে কাস্টমারের প্রশ্ন কিন্তু দুইটা
প্রথমত আপনি মার্কেটে নতুন, আপনার উপর বিশ্বাস এখনো জন্মায় নাই।
এবং দ্বিতীয়ত আপনার থেকে কেনো বেশি দামে নিবো যেখানে অন্য সব জায়গায় একই জিনিস কমে পাচ্ছি।
বড় কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ।
কথাটা ঠিক বলছেন ভাই
Sohomot bhai
shotto kotha. BD te ei type er jinish kora hard. by chance jodi kharap product dey jobabdihi kake korbe? jehetu direct bdshop theke kene nai customer. abar amio drop shop theke deal korechi. onk jhamela. abar shob cheye boro problem, Ami personally o kokhono 200 taka advance pay kore product nibo na tahole manusher kache expect kora tao bokami
হুম ভাই ঠিক বলছেন।
আর এরকটা বিষয় এই খানে মেম্বার সিপ নেওয়া আর দারাজের মতো প্ল্যাটফর্মকে টক্কর দেওয়া।
কমেন্টে বলবেন যে ভাই মানুষকে ডিমোটিভেট করতেছেন।
না ভাই একটা পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনাকে নেগেটিভ এবং পজিটিভ সাইট গুলো দেখতে এবং জানতে হবে।
আরও একটা বড় সমস্যা অগ্রীম কিছু টাকা প্রদান ৷ এটা অনেকটা Scam Sound করে ৷ বিশ্বস্ত কম্পানি ছাড়া বেশিরভাগ কাস্টমার ই অগ্রীম টাকা প্রদানে সাহস করবে না ৷ আর এটা তো Facebook এর কোনো page.
এই ভিডিওটাই খুজতেছিলাম। তবে বাংলাদেশের কোনো বিশ্বস্ত ইউটিউবারের ভিডিও পাচ্ছিলাম না। ধন্যবাদ ভাই
একেও বিশ্বাস করার কোন কারণ নাই। নিজেদের লাভ ছাড়া এরা কোন কাজ করে না।
@@iftekhar6995😂😂
@@iftekhar6995ঘটনা কি ভাই
@@iftekhar6995😡😡😡...
Vua ami account korsi 3000tk diya.. Sudhu e los product thake na.. Quality valo na products ar..
এরকম ড্রপ শিপিং ওয়েবসাইটের ডিটেলস সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সোহাগ ভাই । এবং এই ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে আমাদের সবার ।
ভাই আপনার ভিডিও টা অনেক ভালো লাগলো,, আপনি যেই ভাবে বুঝাইছেন সেই ভাবে কোনো ইউটিউবার শিক্ষায় না ধন্যবাদ ভাই ❤❤
অনেক অনেক ধন্যবাদ সোহাগ ভাই 🩵 এরকম বিশ্বস্ত একজন ইউটিউবার এর কাছ থেকে এরকম ভিডিও আশা করেছিলাম
“নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না”
এই ধরণের ভিডিও অনেক দিন যাবত খুঁজতেছিলাম। ধন্যবাদ সোহাগ ভাই।
কেউ ব*ল*দ না হলে এই সাইটে ১৫০০ টাকা / ৩০০০ টাকা দিয়ে লাইনআপ করবে না🤣🤣
আমি উনার সেল বৃদ্ধি করে দিলাম মার্কেটিং করে উল্টো আমাকেই টাকা দিয়ে সাইনআপ করতে হলো, বাহ সুদির ভাই বাহ্
amr support pls vaia ami drop shippere
@@Teach99gamer Bhai ami marketing korte chay... Kintu pari na. Amar kono saport nai apni amake shikhaben.. Please
@@Teach99gamer❤
sure@@mdmuhammadali4288
সম্পুর্ন ধান্দাই হলো রেজিস্ট্রেশন ফি: নেওয়া😊
Ri8 bd tey er chey valo r ki
Exactly
Vaggish shuru kori nai...tader Facebook group e giye jei obostha 😂😂 mara khacche shob...khub valo idea dili shohag
🤣🤣🤣
সোহাগ হচ্ছে গ্রামের ছেলে, চোদনা টাইপের, ও কি বুঝে বিজনেসের! মোবাইল কম্পিউটার চালাইতে পারলেই গ্রামের পোলাপান নিজেরে ইঞ্জিনিয়ার মনে করে।
আমি বুঝলাম না রেজিস্ট্রেশন করে ভুল করলাম কিনা? কারণ যখনই কোন আইটেম নিয়ে আমি মার্কেটিং করতে যাব ঠিক তখনই দেখি সেটা স্টকআউট এবং বেশিরভাগই প্রোডাক্টে দেখা যাচ্ছে লাভ 0% এবং লাভ তো হবেই না বরং সময় এবং টাকা দুটাই নষ্ট হলো। ভাই আমার মত আপনারা কেউ ধরা খায়েন না । এরা একটা ফ্রড দেখুন কত লক্ষ কোটি টাকা কামাই করছে। ড্রপশিপার হিসেবে রেজিস্ট্রেশন করা ভুল ছিল। তিন হাজার টাকা। মানে আমি আপনার প্রোডাক্ট বিক্রি করে দিবো, সেজন্য আবার ৩ হাজার টাকা দিয়ে রেজিষ্ট্রেশন ও করতে হবে কেনো?
বর্তমান এই গ্রুপে মেম্বার (৪০ হাজার+) সামনে তো আরো বারবেই।
ধরেন ৪০,০০০ জন মানুষ ৩০০০ টাকা করে ড্রপশিপার হিসেবে রেজিষ্ট্রেশন করলো। তাহলে টোটাল টাকা হয়, ৩০০০*৪০০০০ = ১২০০০০০০০ মানে ১২ কোটি টাকা???? ভাবা যায়?
বুঝলাম এটাই তাদের আসল বিজনেস।
Apni sell krte na parle vai eida kar dosh,
এটা টাকা মারার দান্দামি। বের ভাগ পণ্য দাম অনেক বেশি।
এটাই বাংলাদেশ, দিজিটাল দুরনিতি
W8 koren product obosshoi paben
R ei influencer Ra taka Pai eisob website launch korle
বিড়ালের ঘন্টার বাধার মত খুব সহজ ভাবে বুঝিয়ে দেওয়া গেলেও এইটা এত সহজ না । রিসেলিং বিজনেস অনেক আগে থেকেই এই দেশে হয়ে আসছে আমি নিজেই ২ বছর ধরে রিসেলিং সেবা দিচ্ছি অনেক কে। রিসেলিং কে নাম দেওয়া হইছে ড্রপ শিপিং ।
এই সব ভিডিও কাট তির জন্য করা।।
Bhaia assalamualaikum ami apnr sate contact korte cai
সোহাগ ভাইয়ের প্রতি ভালোবাসা ও বিশ্বাস দুইটাই আছে,দেশে থাকলে অবশ্যই আমি এটা করার চেষ্টা করতাম❤
ধন্যবাদ
ভাই আমি করছি কিন্তু কিছু হইতাছে না😢
@@pooryt3918bhai apnar id ta ki aprove hoichei???
Ekhono hoi an Vai ?@@pooryt3918
Vai..... ami finally try korbo..... successful na houya porjonto try korbo..... inshallah ❤️
Kono result paisen?
😅😅😅😅
Ki obostha apnar koto resulki paisen janale uopokrito hobo vai
Sohag360 is the best content creator of Bangladesh Love you bro ❤❤
আমিও তাই বিশ্বাস করি ❤
ভাই আপনিকি একাউন্ট করছে
সোহাগ ভাইয়ের উপর বিশ্বাসটা উঠে গেল।
এরকম ফালতু একটা সাইটকে প্রমোট করে অনেক ছেলে মেয়েকে সময় এবং টাকা নষ্ট করার জন্য ঠেলে দিল। একসময় তারাও বুঝতে পারবে তারা প্রতারিত হয়েছে।
বিশ্বাস জিনিসটা অনেক বড় যা টাকা দিয়ে কেনা যায় না😢
আপনি কি ওদের কাছ থেকে কোন পন্য কিনে প্রতারিত হয়েছেন?
আমি হয়েছি অর্ডার করার ১২ দিন পর ও ডেলিভারি দেই নাই . কাস্তমার কে টাকা ফেরত দিতে হয়েছে . আর একটা অর্ডার পাওয়ার ৩ দিন পর বলে প্রডাক্ট নাই . একটা কাস্টমার অর্ডার পাউয়া যে কত কোস্টের যারা এইটাই প্রথম অর্ডার পেয়েছে তারা জানে .. Amar 1700 TK ebong 2 masher proisrom sob gelo Batpar hote sabdan
😥@@rayhanpatwary6393
@@BaulSangeet😢😢😢 Sob batpar😭
ধন্যবাদ সোহাগ ভাইকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ❤❤💖💝
F ~í
ধোনটা চুষে দিয়ে আয়
ধন্যবাদ ভাই এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য ❤
ধন্যবাদ ভাইজান অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার জন্য মন থেকে দোয়া করি৷ অনেক দূর এগিয়ে যান। আপনাদের মত কিছু ভালো মানুষের জন্যই আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারি..! লাভ ইউ সোহাগ ভাই..!💕
এই ভিডিও টা খুবই উপকারী, ধন্যবাদ সহজে সব কিছু উপস্থাপন করার জন্য।
Google massages এর chat features এর ব্যাবহার নিয়ে ও কিভাবে setting করতে হয়, এই বিষয়ে একটা ভিডিও বানানোর অনুরোধ রইল।
Eta India r japan e release hoise kebol
@@sarowarhosen003 ☹️, Ami jototuk khuje pailam, 2020 er moddei rcs available hoise Bangladesh e.
Products er quality ke ensure korbe vai? Jodi kono customer complain kore tahole to seta je sell korbe se dhora khabe!
ড্রপশিপার হিসেবে রেজিষ্ট্রেশন করতে চেয়েছিলাম। কিন্তু রেজিস্ট্রেশন ফি দেখে আমি তো পুরা অবাক। তিন হাজার টাকা। মানে আমি আপনার প্রোডাক্ট বিক্রি করে দিবো,সেজন্য আবার ৩ হাজার টাকা দিয়ে রেজিষ্ট্রেশন ও করতে হবে কেনো?
বর্তমান এই গ্রুপে মেম্বার (৪০ হাজার+) সামনে তো আরো বারবেই।
ধরেন ১০০০ জন মানুষ ৩০০০ টাকা করে ড্রপশিপার হিসেবে রেজিষ্ট্রেশন করলো। তাহলে টোটাল টাকা হয়, ( ১০০০*৩০০০ = ৩০,০০০০০) ত্রিশ লাখ টাকা। ভাবা যায়?
এ বিষয় এ গ্রপ এ একটা পোস্ট দিয়েছিলাম কিন্তু তারা সেটা এপ্রুভ করে নাই।
বুঝলাম এটাই তাদের আসল বিজনেস।
এ লেখাটা ওদের পোস্টের নিচে কমেন্ট করেছিলাম, তারপর আমাকে দিলো Block মাইরা🤣🤣
😢😢😢😢
Make sense.. Aivabe vebee dekhi nai
Its powerfull comment
3k dhore nilam aita tara tader service charge nilo kintu 200tk advance aitar kotha sunle customer hoyto r reply dibe na r nahoy kotha gurabe tarpor order cancel koredibe
@@aradnan001 200tk advance kora lage order korle, ata to jantam na, vhaggo vhalo ami registration kori nai. 😁😁
অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য শুভকামনা রইল ❤❤
Drop shop নামে বাট*পারি করছে বিডি শপ ১৫০০ টাকা দিয়ে রেগস্টিশন করেছি 1 তারিখের অর্ডার আজ ১০তারিখ এখনো ডিলিভারি দেয় . কাস্টমার এডভান্স টাকা ফেরত নিয়েছে । আমি আর ড্রপ শিপ করতে চাইনা । আরেকটা অর্ডার করেছিলাম প্রডাক্ট স্টক ছিল 183 অর্ডার কনফার্ম করার পর বলে প্রডাক্ট স্টক নাই । এই অর্ডারটি ও ক্যান্সেল । এত কষ্ট করে মার্কেটিং করে কাস্টমার এনেছি তারা সঠিকভাবে প্রোডাক্ট দেয় না 😢
ভাই নিজে ইউনিক আইটেম নিয়ে কাজ করেন,নইলে বুস্ট এর টাকা লস যাবে।এগুলাতে প্রফিট একদম সামান্য।সে তুলনায় বুস্টের টাকাও উঠবেনা।চেস্টা করেন এমন জিনিস সেল করার যা রেগুলার & রিপিট সেল হয়, সার্ভিস+সেল এমন টাইপ আইটেম নিয়ে কাজ করেন।
VAI AMAR TO CUPON CODE O KAJ KORSANAH
Shune kharap laglo,apni chaile amar product sell kore income korte paren.
Vai apnar product ki@@SabilIslam-j1p
@@SabilIslam-j1p bhaiya kivabe
সম্ভবত এখানে প্রধান সমস্যা হলো প্রডাক্ট সোর্সিং। বিডিশপ থেকেই কিনে সেখানেই আবার সেল করা। ফলে সাধারণ ড্রপশিপিং এর মতো কম দামে প্রডাক্ট কিনে সেটা বিক্রি করে প্রফিট করার সুযোগটা থাকছে না। কেননা বিডিশপ দুইভাবেই প্রফিট করার চেষ্টা করবে এই ক্ষেত্রে। বাকিটা অভিজ্ঞদের মতামত কাম্য।
বিষয়টি এমন না বিডিশপ থেকে কিনে ওখানে সেল করা হচ্ছে। এখানে আপনি সবসময় বিডিশপ থেকে অনেক কমে প্রোডাক্ট পাবেন যাতে আপনি প্রফিট করতে পারবেন ইভেন বিডিশপের প্রাইসে সেল করেও। এখন আপনি চাইলেই আরো বেশি প্রাইসে সেল করতে পারেন, কিন্তু বাংলাদেশে গ্যাজেট আইটেম গুলোর প্রাইস অনেক সাইটেই থাকে তাই আপনি অন্যদের চেয়ে বেশি দামে সেল করতে পারবেন না। কিন্তু অন্যরা যেই দামে সেল করছে ওই দামে সেল করলে মিনিমাম ২০০-৩০০ প্রফিট থাকবেই।
This is not proper drop shipping ..
It is just a resale ...
In dropshpping, main seller just provides the link and customer can directly buy from the link. The dropshipper don't need to fill up the form for the client.
They are just using people as a medium and nothing else. Amazon and eBay doesn't have this process. That is completely different
Bangla system of half affiliate and half resale
You are really confused between Affiliate Marketing and Drop Shipping lol
@@shopifysaeed5198 I'm not.. Affiliate is those who gets the commission only for the product sale...
And those who sales product in Amazon directly are the dropshippers,aka, AMAZON FBA ...
IN dropshpping, the saler manages the inventory not the platform ...
ji nite chai
@youtub.2023
Kno vai msg deb
ভাই তুমি সেরা। ভগবান এর কাছে তোমার সুস্থতা কামনা করি। 2014 থেকে তোমাই দেখছি, তুুুমি সেরা
Same bro amio
এটি খুবই উপকারী ভিডিও ছিলো💕💖
ভাই ভিডিওটা অনেক ভালো লাগলো।দয়া করে পন্য রিটার্নিং পদ্ধতিটি একটি ভিডিও বানাবেন
সোহাগ ভাই দয়া অরে সামান্য কিছু টাকার জন্য নিজের বিস্বাস টা হারাবেন না আপনার এটা দেখে অনেক মানুষ 1500 টাকা দিয়ে একাউন্ট খুলবে কিন্তু কেউ প্রফিট করতে পারবে না আমি মার্কেটিং করি আমি জানি জদিও আমি ওয়েবসাইটে থেকে এফিলিয়েট মার্কেটিং করি আগে এরকম চেষ্টা করতাম কিন্তু কোন লাব হয়নাই বিলাসিয়ান মার্কেট প্লেস এরকম সুবিদা দেয় কিন্তু একটা জিনিস খেলা করবেন এখানে জে পাওয়ার ব্যাংকা 2050 টাকা ওটা আরো অনেক কম দামে পাওয়া জায় তাই আমার মনেহয় না এখান থেকে কেউ প্রফিট করতে পারবে bilashan 1500 টাকা দিয়ে অনেক আগে এরকম করতে চাইছি কোন লাব নাই আমি বলবো জারা ইনকাম করতে চান ডিজিটাল মার্কেটিং সিপিয় মার্কেটিং সিখুন কাজে লাগবে❤
আমি CPA মার্কেটিং করতে চাই
নাহ ভাই আরো কম দামে পাওয়া যায় না.
আপনার কোন ধারনা নেই। আমি ৫ বছর ধরে এই রিসেলিং করছি। @@ORVIN-s7o
Dropshipping er sustainability kom, Private lebeling far better & scale kora jay as a brand.
amr chanel aktu gurben vaia ami drop shippere
1500 tk diye discount e jodi sign up o kori oi 1500 tk tultei to 7-10 ta product sell kora lagbe...apnar video te tmn interesting kisu dekhi na...
E-Commerce platform এর উপর বিস্তারিত ভিডিও চাই। E-Commerce platform এ কোন ধরনের ব্যবসা করার উপায় আছে তা নিয়ে। বিশেষ করে Amazon FBA এই বিষয়ে বিস্তারিত ভিডিও চাই।
Khob sundor akta video korchen vai..anok valo laglo.. anok kichu bujhte parlam vai 👍👍👍
এটার অসুবিধা হলো যে প্রোডাক্ট গুলো সেল করা হয় সেগুলোর কুয়ালিটি খুবই বাঝে যার জন্য কাস্টমার রিভিউ ভালো আসেনা, আর যে একবার প্রোডাক্ট ক্রয় করে সে আর ২য় বার নিতে চায়না,আর এভাবে ব্যাবসার রেপুটেশন নষ্ট হয়। আর একপর্যায়ে আপনার উপর থেকে মানুষের বিশ্বাস হারাবে
Eta apni ekta general statement dilen...apni ki product sell korchen seta niye study na kore ba quality check na kore keno sell korben? Online ghatlei product er quality somporke idea pawa jay...jeta niye apni confident setai sell korun baki gulo avoid korun...Plus je sob product er warranty ache segulo sell korleo hoy!
@@Sohag360প্রতি মাসে ৫ টা অর্ডার কম্পলিট না করতে পারলে বন্ধ করে একাউন্ট
@@Sohag360 bhalo bolchen bhai
@@Sohag360ভাইয়া তাদের সার্ভিসে অনেক প্রবলেম আছে, আপনি হয়তো বিস্তারিত জানেন না কারন তাদের অই ফেসবুক গ্রুপে আপনি নাই, থাকলে বুঝতেন।
ছোট একটা ঘটনা বলি, একটা প্রডাক্ট গ্রাহকের ডেলিভারি ছিলো যেই দিন ওই দিন হয় নাই। এইটা নিয়ে একজন গ্রুপে পোস্ট করেছিলো যে কি কিরবে। গ্রুপের এডমিন বলে দিয়েছিলো ডিরেক্ট প্রোডাক্ট ডেলিভারির দায়ভার তাদের না, যে ডেলিভারি দিতে গিয়েছে তাদের সাথে বুঝে নিতে, আরো ঝামেলা আছে, তাদের গ্রুপে এড হোন তাহলেই দেখবেন
ড্রপশপ সবসময় প্রোডাক্ট এর মান যাচাই করে ❤
অনেকদিন ধরে এমন একটা সাইটের জন্য অপেক্ষা করছিলাম 🥰
দালাল ১০০% আরো কম দামে দিবো আমি
Kaj ta ki shotto
কেউ ব*ল*দ না হলে এই সাইটে ১৫০০ টাকা / ৩০০০ টাকা দিয়ে লাইনআপ করবে না🤣🤣
আমি উনার সেল বৃদ্ধি করে দিলাম মার্কেটিং করে উল্টো আমাকেই টাকা দিয়ে সাইনআপ করতে হলো, বাহ সুদির ভাই বাহ্
@@onlinejourney8164☺️
Bangladesh a Drop Shipping Business Possible na, Coz Advance Payment to Dibei na, Cash Om delivery Te Order korte chay, Dhakar baire Advance payment Delivery Charge er kotha bolle r kno kotha e nai. R Cash On delivery te Products Pathaile mon Chaile Received kore na Mon chai Call e Dhore na, Delivery Charge loss, Bangladesh er Jonno Drop shipping Module na, i think Drop Shipping Korle USA, Or Canada Niyei Kora Uchit. Khoros Same e, Sekhane Grow korar Possibility onk besi.
Right bhai
Ar notun page kew e amder advance payment korte chaibe na
সোহাগ ভাই আপনার প্রতি বিশ্বাস সবার কিন্তু এমন বাটপারদের দয়া করে প্রোমট করবেন না। এরা যে প্রথমে টাকা নেয় ওইটাই ওদের ব্যবসা।
😡😡😡সোহাগ ভাই আমি গতকাল রাতে রেজিস্ট্রেশন করেছি এখনও কিছু হইতেছে না। ভাই আমি আপনাকে বিশ্বাস করছি বিদায় করছি।🥺🥺🥺🥺
@sohag360 BHai, apni kauke introduce korar aage ektu nije panel gula verify kore niyen pls. apni je website er kotha bolchen, apnar video dekhe ami 50% discount e membership kini, kintu panel e giye dekhi eder paikar mulle retail e product pawa jay, jekhan theke profit kora possible na. bishoy ta eder ke janale era bole baire pele tader janate, kintu eta to tader bepar. tara product upload kore kintu onek kichui dhoasha.
vai, apnar sathe contact korte chai. ektu dorkar chilo.
amio join korte chacchi. ektu dharona neoar jonno.
After watching this video of yours, many people have logged into dropshop. So I think you have some responsibility. I would like to inform you of some things. Which is every seller's problem. 1. Price 2. Order tracking is very slow. (My 1 delivery was 2 days ago but still showing Waiting for Courier Pickup). 3. Advance payment because customer prefers cash on delivery. Hope you will do something.
how is the business going now brother? eta ki asholei jhamela hin business?
@@abidhossain6050vai,kono business e jamelahin hoy na......er pray shob business e kichuta holeo thake...
ওনাদের দায়িত্ব বলতে কিছু নেই। পন্যের মূল্য এত হাই। এত করে বলার,পরও গুরুত্ব নেই। রেজিষ্ট্রেশন ফি তাদের টার্গেট
শুরু হয়েছে ১,০০০৳ ফি দিয়ে এখন so called ৩,০০০৳ coupon দিয়ে ১,৫০০ ৳ 😂😂😂😂
amader drop shiping korte paren ekdom free
Wonderful video , Good quality, good content & love you Sohag Vai ❤️❤️❤️
Dropshipping kore ki desher baire sell kora jabe ? jodi kora jai seita nie akta video deben..
ভাইয়া আমি একজন ছাত্র। আমার বাসা মাদারীপুর।এবছর এইস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।অনেক হতাশায় ভুগতেছি যে কি কাজ করা যায়।এর মধ্যেই আপনার ভিডিও টা পেলাম আজকে।আমি এই কাজটা করতে চাই আপনার সাহায্য নিয়ে।আশা করি আপনার ছোট ভাই মনে করে আমাকে আপনি সাহায্য করবেন।নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছি ভাইয়া
পণ্য অর্ডার করার পর হাতে পেয়ে যদি পছন্দ না হয় তাহলে পন্য ফেরত দিবে কিভাবে। এই বিষয়টার উপরে একটি ভিডিও বানিয়ে দেন।
জ্বী ভাই,,একদম ঠিক বলেছেন
ভাই স্পন্সর এর জন্য বইলেন না শুধু, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ড্রপ শিপিং উপযুক্ত না যতটুক জানা আছে
exactly eita , bd shop re vorosha koira akta trail dicilam but amra to jat bangali ja hobar tai hoilo 😂
era emon kichu manus target koira namche jara asole sudhu business korbo suina e laf dibo , vetorer kahini to janei na r dropship er bepare idea to ekebarei nai .
allah eder hedayet dik
@@nomadlalinRight bro
Product khub e limited. Muloto gadget based. Product jodi customer er pochondo na hoy tahole return and refund policy site a clear na. Product return korte hole abar customer k dropshop er office a pathate hobe. Huge risk.
Gadget based product limited?
Vai ei vdo e khujtesilam ethodin koi chilo sob youtuber e b*c arka skipped vdo mare 😑
Thanks bro shundor vdo er jonno ✨❤️
Subscrib korlam ❤
eto sohoje erokom ekta bisoy bujhiye deyar jonno osonkho dhonnobad.
সবকিছুই ঠিক আছে ভাই কিন্তু প্রোডাক্টা যদি ভাই খারাপ হয় বা কোনো ঝামেলা থাকে তাহলে তো দুর্নাম তো আমার হবে, আর আমি কাস্টমার কেউ এমন ভাবে বলতে পারবো না যে প্রোডাক্টটা ভালোই তো ছিল🙂
amr chanel aktu gurben vaia ami drop shippere
@@Teach99gamer hmm deklam,,valoi video banan👌👌agiye jan🖤
কিন্তু ভাই নতুন পেজে তো কেউ এডভান্স করতে চাইবে না 🙂
taoo thik bolsen vai
Thik bhai
🍎🍎🍎🍎🤔 সবার আগে নিজেকে মানসিকভাবে সুস্থ্য রাখার চেস্টা করা হোক তাহলেই কাজে আনন্দ যোগ হবে যেটা সফলতার পূর্বসূত্র 🧠🕊️🌿🍀
অনেক সুন্দর করে বুঝিয়ে বলেচেন, ধন্যবাদ।
অ্যামাজনের ড্রপ শিপিং নিয়ে একটা ভিডিও চাই।
এই সাইট টি আমার অনেক ভালো লেগেছে।এই সাইট থেকে অনেক সহজেই টাকা ইনকাম করা যায়.
এতো সোজা না বিষয়টি, অবশ্য বাংলাদেশের জন্য তো একদম ই না।
আবার ১৫০০ টাকা ও দিতে হবে😄
ইন্টারন্যাশনাল কাস্টমার হলে অন্তত কেউ কিছু কিনবে, আর আমাদের দেশের মানুষের কাছে মার্কেটিং করলে পাওয়া যাবে সুধু আলু।😅
bro akdom right kotha bolso . Bangladesh ar masnus ar kase ad dile birokto hoi kina to durer kotha
@@Rubayethasan-m7zতাহলে বাংলাদেশের অনলাইন ব্যাবসায়ীগুলা কিভাবে ব্যাবসা টিকিয়ে রেখেছে? সঠিক মার্কেটিং না জানলে কখনোই ব্যাবসা করতে পারবেন না
ভাই, সবই তো আপনার জন্যই। আপনি যত সহজেই দেখালেন, এটা কি আসলেই সহজ,বলেন????
এটা দেখে অনেকে আবেগবশত শুরু করে দিবে
কয়েকদিন পর বুঝবে মার্কেটিং কি জিনিস।
Vai digital marketing skill develop Korte parbo kivabe aktu help kora jai?
@@MdAdiv-z7w explore koren
amr chanel aktu gurben vaia ami drop shippere
@@Teach99gamerapni ki earn korte perechen
asole valo marketing kora sara sale kora hards ar ami personaly ksu product bondu der kace sale korchilam onke nijer taka invest kore fb boost kore sale kore @@SultanaJahansArtCraft
সফলতা একবারে আসে না, ধীরে, ধীরে 😊😊
As usual best content brother.
মাশা-আল্লাহ
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
Mashallah bollen kintu drop shipping to haram.
কেউ ব*ল*দ না হলে এই সাইটে ১৫০০ টাকা / ৩০০০ টাকা দিয়ে লাইনআপ করবে না🤣🤣
আমি উনার সেল বৃদ্ধি করে দিলাম মার্কেটিং করে উল্টো আমাকেই টাকা দিয়ে সাইনআপ করতে হলো, বাহ সুদির ভাই বাহ্
কিভাবে রেফারেন্স দিয়ে একটু বুঝায় দেনতো ভাই।@@unknownperson4316
@@unknownperson4316 kivabe haram hobe bhai bujiye bolen
Can I send a link to my customer of the specific product? He will check specifications and order by himself. And on the order processings he will be forced to pay 200 first.
sm qus
আচ্ছা তাহলে কাস্টমার ২০০ টাকা যে এডভান্স করবে তাদের কোন সিকিউরিটি দিতে হবে না? তারা তো শুধু শুধুই ২০০ টাকা দিয়ে দিবে না 😶
ei capacity thoirikorte minimum 5bosor lagbe ....but lege thakle r shoth thakle ekdin hoito grow korte parbe ''Hoitoo''
BDshop এর মত বাজে শপ বাংলাদেশে আর একটাও নাই।
আমি নিজেও একটি একাউন্ট খুলেছি ১০০০৳ দিয়ে শুরুর দিকে।
সমস্যা ওদের সাপোর্ট সিষ্টেম খুবি বাজে প্রডাক্ট বুষ্ট করে অনেক ঝামেলায় পড়তে হয়েছে আর হ্যাঁ ওদের স্টক আউট হর হামেসাই হয়ে থাকে।
ওরা প্রোডাক্ট সেলের উপর ফোকাস না করে বরং ওদের রিসেলার কত বাড়ানো যায় সেটায় ফোকাস করতেছে কারণ এটায় ইনকাম অনেক বেশি এখন পর্যন্ত ১০০০ হাজারের বেশি রিসেলার জয়েন করিয়েছে বিভিন্ন রকম লোভ দেখিয়ে ভাবেন কত টাকা? আপনি একটা একাউন্ট খুলতে গেলে এখন ১৫০০-৩০০০৳ লাগবে, ওদের উপরে ফিটফাট দেখে যখন একাউন্ট খুলবেন তখনি বাদবে বিপত্তি আপনার একাউন্ট থেকে ৪ মাসে ৫ টা সেল না আসলে একাউন্ট গায়েব করে দিবে।
আপনার কোন অভিযোগ বা মতামত কোন কিছুই তাদের জানাতে পারবেন না।
আর যদি একটু ওদের বিরুদ্ধে বলেন তো ব্লক,ব্লক,ব্লক সব জায়গা থেকেই।
যারা আবেগে পরে মার্কেটিং এ নামতে চান তারা হয় তো ভাবেন প্রডাক্ট সেল করা আর এমন কি কাজ ৪ মাসে ৫ টা অর্ডার কোন ব্যাপার না, ভাই মার্কেটিং ব্যাপারটা এতো সহজ না একবার ট্রাই করে দেখেন বাংলাদেশে আরো অনেক ড্রোপশপ আছে যারা ফ্রিতে এডমিশন করতে দিবে আপনি তাদের প্রডাক্ট নিয়ে ট্রাই করে দেখতে পারেন।
আর হ্যাঁ একটা কথা না বললেই নয়।
এসের প্রডাক্ট ভেদে অগ্রীম পেমেন্ট নিতে হবে কাষ্টমারের কাছে যা একজন অপরিচিত কাষ্টমারের কাছে নেয়া অসম্ভবে প্রায়।
তারপর কাষ্টমারের কাছে প্রডাক্ট পাঠালে কাষ্টমারের সাথে কথা বলি নিতে হবে, বক্সের ভিতরে যাই থাক আগে ডেলিভারি ম্যান কে টাকা দিয়ে তারপর প্রডাক্ট রিসিভ করবেন।
ধরেণ আপনি এখন কাষ্টমার হলে আমি নতুন সেলার হিসাবে আমার কাছে ৪০০০টাকার একটা প্রডাক্ট অগ্রীম ৪০০৳ দিয়ে এবং প্রডাক্ট না দেখে সম্পূর্ণ টাকা পরিশোধ করে ডেলিভারি ম্যানের কাছে নিতেন?
(আমি বলছি না সবাই নিবে না তবে নতুন সেলারের কাছে অগ্রীম পেমেন্ট দিয়ে প্রডাক্ট কেনা অবিশ্বাস যোগ্য)
যাইহোক এখন ভেবে দেখবেন কি করবেন!
ভাই কুপন কোড তো কাজ করে না। Coupon code is not valid. লেখা আসে। এখন কি করব?
Vaiya apnar ei video ta amar onek valo lagse❤saport korlam😊ei rokom video aro cai❤❤sathe thaklam❤
It's a combination of Resell & Affiliate marketing. If there is any option direct with website then it will be dropshipping.
লস না খাওয়া পর্যন্ত লাভের নেশা আপনাকে ছাড়বেনা। এতই যদি সেলস হতো তাহলে বিডিশপ নিজেদের ব্যাবসা ছেড়ে ড্রপশপে নামতোনা। আমরা পরিশ্রম করলাম, মার্কেটিং করলাম, সেল দিলাম, আর বিডি শপ লাভ নিল।😅
Thik😂
হেটিরে তো টাহা খাওয়াইছে। তাই video দিসে।
আমার দ্বিমত পোষন করছি...কেনো দ্বিমত পোষন করছি সেটা বলি...আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই। ইনভেস্টমেন্ট বলতে আইডি খুলতে যা লাগলো ঐটাই...
আমার মনে হয় এটা অতটা ও খারাপ না🙂
Sothik
Right 👍🏻
Dropshipping was good in 2018 because Ads were cheap in that time, now its competitive
u got it man ✌
True
Yeahh
ডিটেলস সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ
Ma sha Allah ❤️❤️❤️❤️ duaa roilo bhai🍀
Vaiya drop shipping ki haram?
Vaia, Customers nije chaile link e giye Order korte parbena?
Ekhon to amke korte hobe. Emon hole vao hotona ami customers ke link diye dilam She nije Account open kore Order Process korlo.
সে যদি নিজেই অর্ডার করত তাহলে তো ভাই কাস্টোমার আপনার কাছে আসতো না ।
আর আপনি যে পদ্দতির কথা বলেতেছেন অইটাকে এফিলিয়েট মার্কেটিং বলে
এইটুকু খাটতে চাননা আবার ইনকাম করার স্বপ্ন দেখেন! হাস্যকর ভাই
জ্বী, নিজের সাইট করে সেল করতে পারবেন।
Ami Bujhte Perechi. Jokhon jana thakena tokhon janar Jonno Try kora ki Bokami ba Vul kichu?
ধন্যবাদ আপনাকে মূলবান ভিডিও উপহার দেওয়ার জন্য। ❤
যদি কাস্টমার প্রডাক্ট রিসিভ না করে তখন কি টাকাটা ব্যাক পাবো? যে টাকাটা দিয়ে আমি প্রডাক্টটি কিনেছি? এবং ওই প্রোডাক্ট কি রিটার্ন হয়ে বিডি শপ এর কাছে যাবে?
কেউ ব*ল*দ না হলে এই সাইটে ১৫০০ টাকা / ৩০০০ টাকা দিয়ে লাইনআপ করবে না🤣🤣
আমি উনার সেল বৃদ্ধি করে দিলাম মার্কেটিং করে উল্টো আমাকেই টাকা দিয়ে সাইনআপ করতে হলো, বাহ সুদির ভাই বাহ্
Apni product kinlen koy apni to customer ar kas tke je advenced tk niyecen oyta dilen bd shop ke😊
@@techbangla5209 Thanks vai. DIUte abar asben.🙂
Take love From Department of EEE.
সোহাগ ভাই Dropshiping নিয়ে আরও বিস্তারিত জানতে চাই ভিডিও দেন please 🙏
Vai amar baba blad censure a akranto choto dui vai acen aka kaj kore ami tader kheyal rakhte parci na plz vai amake akta Site din jate kore ami amar babake chikitsa korte pari choto duita vaike lekha pora korate pari plz vai keo help koren plz
I got very well feelings to this content explanation for the interested resellers, but I saw all the products retail price to much higher currently competition market. I not known this initiative by the entrepreneurs how much benefits will be for all resellers after the labour spending. I willingly requested to this service provider please try to low price keeping of all product for yours business growing and giving well benefit to resellers, also raise attraction to affordable all customer's. Thanks.
ভাই যতটা সহজ মনে করছেন ততটা সহজ না।
দয়া করে রেজিস্ট্রেশন করার পূর্বে হাজারবার চিন্তা করে রেজিস্ট্রেশন করবেন। একবার রেজিস্ট্রেশন করে ফেললে কিন্তু টাকা ফেরত দেয়া হয় না তাই সবাই সাবধান
আপনি করেছেন?
200 tk advance....ai jinista valo holo na...Bcoz amake tara chinbe na r amra ato boro seller o hoini j advance korbe age
এডভান্স না নিলে অর্ডার ক্যান্সেলেশন রেট অনেক বেড়ে যাবে। আপনাদের লস হবে
আমার একাউন্টে সরাসরি buy sell অপশন থেকে কয়েন buy sell করা যাচ্ছে না। শুধু কনভার্ট করা যাচ্ছে তাও অনেক ফি কেটে নিচ্ছে+ মার্কেট প্রাইসের চেয়ে কমে buy sell হচ্ছে। এই বিষয়ে আমাকে একটু হেল্প করেন কেউ please🙂🙏
Bro universe network ki ? Universe network er BDT protocol abong Tor protocol ke babe kaj kore ? Er opor akta complete video banan
আপনাকে স্পন্সর করছে ভিডিও বানায় ফেলছেন!!! খুব সোজা না!!
কিন্তু ভাইয়েরা রসের কথায় কান দিয়ে টাকা দিয়ে আইডি খুলে ফেইলেন না আগে রিসার্চ কইরেন,,,,প্রোডাক্ট এর যেই দাম এর থেকে দাড়াজ এ কম এ সেল করে,,এমন প্রোডাক্ট আমি সেল করবো কি প্রফিট করবো কি আর এমন জিনিস কিনবেই বা কে,,,,বলা খুব সহজ,,,কিন্তু এই জিনিস অন্তত যাদের আপনি দেখলেন এদের দ্বারা করা খুব কঠিন
Vai delivery er time koto?
Mane koto din er vitor delivery hbe jdi customer ra ask kore...
সুহাগ ভাইকে মনে করেছিলাম ক্লিয়ার কাট কথা বলেন। কিন্তু না আপনিও অন্য সব ইউটিউব বারের মতোই। আমি ওদের প্রডাক্ট বিক্রি করবো আবার ওদের কে টাকা দিয়ে 😂😂😂
এখানে মূলত বিষয়টা কিছুটা উল্টা ভাবেই ঘটে, আমরা আপনাকে প্রোডাক্ট, স্টক এবং লজিস্টিকস সেবা দিচ্ছি আপনার বিজনেস এর ব্যাকেন্ড সাপোর্ট হিসাবে। আপনার বিজনেস এবং ব্র্যান্ডের সাপোর্ট টিম হিসাবে আপনাকে হেল্প করছি এবং আপনি কোন প্রোডাক্টে কত প্রফিট করবেন সেটি সম্পূর্ণই আপনার স্বাধীনতা। ধন্যবাদ
সবইতো বুজলাম কিন্তু কথা হচ্ছে যেখানে বাংলাদেশের নাম করা online shop গুলি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে সেখানে আমার থেকে অ্যাডভান্স টাকা দিয়ে পণ্য কিনবে কেনো?
আমি যখন পণ্যের অর্ডার পাবো তখন অবশ্যই আপনাদের খরচ টা কেটে নিবেন। কিন্তু আমি অর্ডার পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই যেহেতু আমি নতুন। তাহলে আমি মাসে মাসে সাবক্রিপসন ফি দিবো কেনো শুধু শুধু?
এরকম ড্রপ শিপিং ওয়েবসাইটের ডিটেলস সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সোহাগ ভাই ।
ভাই পেইজবুকে কিভাবে আমরা পন্যের ছবি / পন্যের বিস্তারিত তত্ত্ব আপলোড করবো... এ বিষয়ে একটা বিডিও দেন ❤❤❤❤।
যতটা সহজে বলতেছেন ততটা সহজ না। আমরা করি আমরা জানি কত ঝামেলা। আপনি বলতেছেন ৩০-৪০ হাজার। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। ৭-৮ হাজার আনতেও খবর হয়ে যায়। একটা পেইজ খোলা, সেটা Grow করা কতটা ঝামেলা বুঝানো যায় না
ভাই অর্ডার দেওয়ার কত দিন পরে কাস্টমার হাতে প্রোডাক্ট পায়।
3-4 day@@shafayethossain9780
Basically, they are making you an online retailer 😂😂😂
লস না খাওয়া পর্যন্ত লাভের নেশা আপনাকে ছাড়বেনা। এতই যদি সেলস হতো তাহলে বিডিশপ নিজেদের ব্যাবসা ছেড়ে ড্রপশপে নামতোনা। আমরা পরিশ্রম করলাম, মার্কেটিং করলাম, সেল দিলাম, আর বিডি শপ লাভ নিল।
ভাই আপনার উদ্দেশ্যে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে একটু বলতে চাই।।।
আপনার কথায় আমি সম্পূর্ণ একমত। ❤
কিন্তু এখানে আমার একটু কথা আছে সেটা হচ্ছে ওদের প্রোডাক্ট ওদের প্রমোশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ গুলো আমি আমার কোম্পানিকে ডেভলপ করার জন্য অথবা আমাকে উইনিং প্রোডাক্ট চুজ করার জন্য অথবা প্রথমে আমি বিজনেস শুরু করার জন্য আমার এই ড্রপ শিপিং এ যাওয়া উচিত।।। কারণ ওদের প্রোডাক্ট দিয়ে আমি আমার বিজনেসটা শুরু করতে পারব তারপর ওই সেম প্রোডাক্টটা আমি চকবাজার এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এনে কিনে আমি আমারটা বিক্রি করলাম ।।। কিন্তু প্রথমে যখন আমি ফেসবুক এ বিজ্ঞাপন চালাবো অথবা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং করবো ওদের প্রোডাক্ট এর উপর করবো দেখবো কোন প্রোডাক্টটা মানুষ কিনছে যখন দেখব এই প্রোডাক্টের বিক্রি অনেক বেশি তখন আমি ওদের কাছ থেকে প্রোডাক্ট না কিনে আমি আমার মত মার্কেটিং করে ওই প্রোডাক্টটা আমি কোন জায়গা থেকে কমে কেনা যায় আমি ওই জায়গা থেকে কমে কিনে আমি স্টক করে তারপর বিক্রি করব।।।।
যদি আমি আগে থেকে স্টক করি তাহলে আমার বিক্রি নাও হতে পারে তাই রিস্ক না নিয়ে ড্রপ শিপিং এ ঢুকে উইনিং প্রোডাক্ট চুস করা উচিত।।।
জানিনা কেমন লাগবে আপনার মতামতটা....
টাকা মাইরা দিছে?
500 tk holei jodi withdraw kora jay tahole marbe kivabe?
ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই শুরু করব, সবাই দোয়া করবেন।
vai kono product jodi kharap hoi tahole ar guaranty ke dibe, aitar jonno to amakeai kotha sunte hobe
গতকালকের ভিডিওটা ডিলিট করলেন কেন ভাই?
কি বিষয়ের ভিডিও ছিলো?
@@phantomdelux356 একটা ইয়ারফোন।
অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই❤️
The products are very low here.
Only 1036 products.
Is there any website like this which has enough products to sell?
And what about chip?
প্রতিনিয়ত অনেক প্রোডাক্ট নতুন যোগ হচ্ছ ❤
r8@@DropShopBD
এডভান্স সিস্টেম থাকলে আপনার সাস্টেইনেবল হবে না। বাঙালি এডভান্স দিয়ে অনলাইনে কেনাকাটা করা ছেরে দিয়েছে। তবে রিটার্ন এর জন্যে সকল দ্বায়ভার সেলারের উপর চাপিয়েদিন। বেঁচে যাবেন। যারা রিসেলিং করে আপনাদের ভাষায় ড্রপ শিপিং তারা জানে অর্ডার ফেরত আসলে কুরিয়ার রিটার্ন ফি জরিমানা দিতে হয়। ভাই ৫ বছরের অভিজ্ঞতা@@DropShopBD
8:07 ভাইয়া পিসি তে বিকাশ খুলেছেন কিভাবে? একটু যদি বলতেন। অনেক প্রসেস করেছি কিন্তু লগইন করার পর সাইন ইন কোড যে আসে ওইটা কিভাবে দিবো? ওইটা দেয়া যায় না😢
Vai bd te dropshipping viral hbe 5 bosor pore,, so ahn dapaya lav no🥹,,but after 4-5 years this is gonna boom😊
যতটা সহজ, আসলেও ততটা সহজ না । 🙂
Explain
Ads না run করালে Customer পাওয়া খুবই কঠিন 🙂
@@NayonTechরাইট ভাই অর্গানিক ভাবে অনেক চেষ্টা করেও ব্যর্থ 😢
@@Md_Farukul_Islam বিভিন্ন ফেসবুক গ্রুপ, ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক পেজ, ফেসবুক একাউন্ট এর মাধ্যমে অর্থাৎ সর্বপন্থায় চেষ্টা করেও সফল হওয়া যায় না, যতক্ষণ না সঠিক way তে Ads run করাবেন 🖤
Good Job Vai🥰
ভাইয়া অর্ডার রিসিভ করার পর কি টাকা পাব? অর্ডার কম্পলিট হতে কতদিন লাগে?
guys ami nije ekta member dropshop bd but ami trading bondo kore disi, video teh shudu positive side ta bole negative side ta mention kore na because eita ekta sponsored video, ami trading kore bujte parlam j oikane product er buying price market rate theke beshi, apni profit niye sell korte gele aro price baraite hobe, customer temon nena because daraz e same product aro kom rate e pacche. amar jita experience oita share korlam.
ami online e jekono kaj korte chai vaiya..kintu amar kache taka nai..basay wifi line ache r puraton akta laptop ache..kichu idea din vai please ..😢😢
আসসালামু আলাইকুম।
ভাইয়া আমার একটা হেল্প লাগবে আপনার কাছে কি একটু সময় হবে?
অবশ্য বিডি শপের পালানোর আশঙ্কা নেই!!!!