পুতুলের সংসার না দিয়ে এটা দেওয়া দরকার ছিল রাস্তার ধার কারণ প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট টাইম হলে রাস্তার ধারে গিয়ে অবস্থান নে হয়তো নাটক অনেকটা ক্ষেত্রে বাস্তবে রূপান্তরিত হয়
নাটক টা হৃদয়ে লেগেছে সত্যি কিছু বলার নেই,,, এমন হাজারো পুতুল আজও বাস্তবতার সাথে লড়াই করতেছে,, মেয়েরা এমনি খারাপ হয় না তার পিছনে একজন পুরুষ থাকে,,, পুরুষ নারীদের খারাপ করে আবার তারাই বলে নারী খারাপ 😢😢😢😢
কিন্তু সব সময় নারী খারাপ হওয়ার পিছনে পুরুষ দায়ী থাকে না কি ছু ক্ষেত্রে নারীরা নিজেও দায়ী থাকে আপনার এই কোথায় আপনি ভদ্র সমাজকেও অপমান করলেন যেটা আপনার জন্যও অত্যন্ত লজ্জার বিষয়
এইসব পতিতা প্রেম নামক জিনায় লিপ্ত হয়ে এই পথে আদি যুগ থেকে হয়ে আসছে।আর তোমাদের মতো মূর্খদের থেকে অভিনয় নামক হারাম পথে জোকারি করে ইনকাম করে থাকে জোকার গুলো,যা থেকে অনেক অমানুষ একই পথ শিখে নিয়ে পতিতা বাড়িয়ে থাকে!
তিশা প্রথম প্রথম প্রেম ভালোবাসার নাটক বেশি করতো এখন যে নাটক গুলো করে এগুলো সমাজিক তুলে দরে অসাধারণ একটা নাটক অবশ্য এই নাটকের জন্য পুরুষ্কার পাওয়া উচিত ❤
বাস্তব জীবনের সাথে মিল রয়েছে নাটক, নাটকে সমাজের অনেক দিক তুলে ধরা হয়েছে,, তিশা আপুর অভিনয়ের কোন তুলনা নেই, পুরো টিম কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেয়ার জন্য
নারীর ছলনা একটা পুরুষ কে কষ্ট দিলেও, সেই পুরুষ সমাজে বেঁচে থাকতে পারে 😢😢 কিন্তু পুরুষের ছলনা অতি ভয়ানক 🙂 তা শুধু একটা নারীর জীবন টা শেষ করে না,,, মৃত্যুর থেকে বেশি কষ্ট দেয় 😓 নাটক টা দেখে অনেক অনেক শিক্ষা নিলাম ✌️
আপু সব ঠিক আছে, কিন্তু নাটকে তাসনিন তিসার কিন্তু দোষ আছে,সে কিন্তু সংসার করার ইচ্ছুক ছিলো না,সে কিন্তু বিয়ের পরেও তার স্বামীকে ছেড়ে দিছে,সে কিন্তু টাকার লোভে টাকাকে প্রাধার্ণ দিছে, সে যদি টাকাকে প্রাধর্ণ না দিতো তাহলে তার জীবনটা অনেক সুন্দর হত।এতে বোঝা যায় এই বর্তমান সমাজে নারীরাও অনেক এলোমেলো জীবন জাপন করছে।
@@gsgshhzgzvzbz866 হিম তা ত পারবেন তবে আমাকে কিনে আপমার কোনো ফায়দা হবে না আশা করি🙂 এমন আরো ভাল কমেন্ট করার জন্যে ভাল কিছু কাজে লাগিয়ে নিয়েন ডলার টা তাই আপনার জন্যে ভাল হবে 😶🐸
এই নাটকটি সমাজ জীবনের এক বাস্তব দলিল। সমাজের এক অবহেলিত অংশ, যাদের আমরা তথাকথিত ঘৃণার চোখে দেখি, তাদের সুখ, দুঃখ, অনুভূতি ফুটে উঠেছে এই নাটকে। পরিচালক সহ পুরো টিমকে অনেক ধন্যবাদ। তানজিন তিশা আপুর অভিনয় জাস্ট চরম ছিল।❤❤❤❤
পত্রিকায় বিজ্ঞাপন দেখে নাটক টি দেখতে এসেছি,,ভাবিনি যে মনের অজান্তেই চুখে জল এসে যাবে😢😢এর থেকে বড় কষ্ট আমার মনে হয়না এই পৃথিবীতে আছে, সহজ সরল একটা মেয়ের জীবন এতো সহজে কিভাবে নষ্ট করে দিলো,, একটা মেয়ে যদি একটা ছেলেকে ধোকা দেয়,,কিছু দিন কষ্ট হবে তার পর সব ঠিক হয়ে যায়, কিন্তু একটা ছেলে যখন একটা মেয়েকে ধোকা দেয় কি হয় সেটা অনেক মানুষ জানেনা,, যারা জানেনা তাদের এই নাটক টা দেখা উচিৎ, আজ পুরুষ হয়ে নিজের কাছে নিজেকে খুব ঘৃণা লাগতেছে, অনেক কিছু লেখার ছিলো লেখতে পারলাম না😢 কেন যেন মরে যেতে ইচ্ছে করতেছে,,হে আল্লাহ যতদিন বেচে আছি সম্মানের সাতে বাচিয়ে রেখো,, নাহয় মৃত্যু দিয়ো মাবুদ 😢😢
আমাদের বর্তমান সমাজের কিছু মানুষ এরকম উল্টোপাল্টা করে সমাজের মানুষকে খারাপ হতে বাধ্য করে থাকে। খুবই ভালো শিক্ষামূলক একটি নাটক বর্তমান সমাজের এটার থেকে কিছু শেখার আছে!
ভাই সবাই এক না হে এটা সত্যি যে ৩০%খারাপ মানুষ আছে যারা মানুষের বাচ্চাইনা কিন্তু তাই বলে সবাইনা এখানে মেয়েরও ভুল থাকে তারা ছেলেদের সব না যেনে না বুঝেই ঘড় ছারে এটা উচিৎ না আগে ছেলের বাবা গ্রাম ভাই বোন সকলের খোজ নিয়ে জদি সঠিক মনে হয় তবে সিদ্ধান্ত নিতে পারে তাই বলে হুট করেনা
আজ পর্যন্ত তানজিন তিশার যতগুলি নাটক দেখেছি তার মধ্যে আমার চোখে সবার সেরা নাটক এই " পুতুলের সংসার "। অসাধারণ অভিনয় করেছেন আমার প্রিয় অভিনেত্রী। তানজিন তিশার কাছে এই রকম ভালো নাটক আরও দেখার জন্য প্রত্যাশার পারদ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জয় বাংলা নাট্য জগতের জয়। ❤❤❤❤❤❤❤❤ অসীম দত্ত, কলকাতা, ইন্ডিয়া।
অসাধারণ হয়েছে তানজিন তিশার অভিনয় টি❤আর নাটক টি একদম বাস্তব জীবনের সাথে মিলে গেছে😢আল্লাহ যেন প্রতিটি মেয়েকে তার মান সম্মান রক্ষা করার তৌফিক দান করে😢অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য ❤😢
রাত বাজে ১. ৪৭ মিনিট.. এখনি নাটকটি দেখা শেষ করলাম... তবে এই নাটকে অনেক সচেতনতার মেসেস দিয়েছে... কারো মিষ্টি কথায় ভুলে জীবনের চরম বিপদের পরে লাইফ শেষ হতে পারে এই নাটক টা তার বাস্তব উদাহরণ ... আসলেই আমাদের দেশের নাটক গুলো অসাধারণ হয়.. আর তানজিন তিশা আপুর অভিনয় অনেক ভালোলাগে❣️❣️
এরকম ঘটনা বর্তমানে বারবার ঘটে চলেছে। একটা মেয়ে ভালোবেসে একটা ছেলেকে বিশ্বাস করলে ওমনি সে পিছন থেকে বিশ্বাসঘাতকতার ছুরি চালায়! নাটকটায় তানজিন তিশা দুর্দান্ত অভিনয় করেছে। কলকাতা থেকে! ❤❤❤❤❤
এটা তিশার বাস্তব রুপ,তাই তিশা পেয়েছে এই অভিনয় নামক হারাম পথে ইনকামটি।এরকম পূর্বে ও ভবিষ্যতে আরো বেশি হবে,কারণ এইসব নাটক দেখে নতুন প্রজন্মের একই শিক্ষায় শিক্ষিত হবে এবং যাদের টাকার নেশা তারা এইপথে মেয়েদের জীবন নিয়ে যাবে! মহান আল্লাহ পাক সতর্ক করেছে অভিনয় হারাম,যা ভালোর চেয়ে খারাপ আমাদের অজান্তেই হয়।
আমি এমন একটা মেয়ে যাকে পরিবার বিক্রি করে দিয়েছে একটা লোকে কাছে পুতুলের সংসারের সপ্ন দেখিয়ে, বতমানে পৃথিবীতে আমার আমি ছাড়া আমার কেউ নাই, পুতুল মতো সবাই দেহের জন্য পাশে দাড়ায় হেল্প করার জন্য না। বতমানে অনার্স ফাস্ট ইয়ারের পরীক্ষাতি আমি পড়াশোনা করার জন্য নিজের সাথে যুদ্ধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার সপ্ন পূরণ করে পুতুলের মতো সব মেয়েদের দায়িত্ব নিতে পারি।
দোয়া রইল আপু আল্লাহ যেন তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছে দিতে পারে। আল্লাহ যেন তোমার সহায় হোক তুমি প্রতিটা নারীকে এক একটা লাঠিতে পরিণত করতে পারো তোমার মঙ্গল করুক।
@@AtiqulAlam-ct1oo শিল্পী কে সম্মান দাও নকল করা টা বড়ো কথা না আমাদের বাংলা তে জিৎ দাও দক্ষিণী চলচিত্রের নকল করে কিন্তু তার অভিনয় আমাদের হৃদয় ছুঁয়ে যায়🙂
তানজিন তিশা তো বরাবরই দূর্দান্ত। সোহেল মন্ডলের অভিনয় অনেক সাবলীল আর সুন্দর। এই জুটিটা বেশ মানানসই। এই জুটির আগামীতে আরো বেশী বেশী কাজ চাই। রিক্সা গার্লের পর আরো একটি দারুণ কাজ উপহার দিলো এই জুটি ❤❤
আহারে জীবন 😢😢😢😢আল্লাহ যেন প্রতিটি নারীকে মান সম্মান ইজ্জত নিয়া কবরের তৌফিক দেয়। এই নাটক দেখে একটা জিনিস শিখলাম। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে।আলহামদুলিল্লাহ
এ নাটকটা সকলের দেখা উচিত শিক্ষনীয় একটা নাটক তানজিন তিশা আপুর পুতুলের সংসার নাটকে এত সুন্দর ও এত নিখুঁত ভাবে অভিনয় করে ফুটিয়ে তুলেছে তানজিন তিশা আপুকে শরবত আই এম ডিভোর্স পুতুলের সংসার এ ৩টা নাটকের জন্য এয়াওড দেওয়া উচিত।
আমাদের পবিত্র গ্রন্থে বলা হয়েছে, ফিতরা ইসলামের একটি অপরিহার্য অঙ্গ। মোট পাঁচটি ফিতরা রয়েছে এবং তার মধ্যে একটি নুনু কাটা বা চেং কাটা এবং মহিলাদের ভোদা কাটার সুন্নত। আমাদের প্রিয় মরুদস্যু নবী বলেছেন নারীদের অবশ্যই যোনিপথ বা ক্লিটরির ডগা কাটতে হবে। আমার প্রশ্ন হল মুসলিম মহিলারা কিভাবে তাদের যোনি (ভোদা) কাটে? আর যদি ভোদা না কাটে তাহলে মুসলিম হলো কিভাবে ? সহিহ হাদিসে দেওয়া মরুদস্যু মুহাম্মদের নির্দেশনা পড়ুন:- Sunan Abi Dawud 5271 Narrated Umm Atiyyah al-Ansariyyah: A woman used to perform circumcision in Medina. The Prophet (ﷺ) said to her: Do not cut severely as that is better for a woman and more desirable for a husband. Abu Dawud said: It has been transmitted by 'Ubaid Allah b. 'Amr from 'Abd al-Malik to the same effect through a different chain. Abu Dawud said: It is not a strong tradition. It has been transmitted in mursal form (missing the link of the Companions) Abu Dawud said: Muhammad b. Hasan is obscure, and this tradition is weak. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، وَعَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الرَّحِيمِ الأَشْجَعِيُّ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ، - قَالَ عَبْدُ الْوَهَّابِ الْكُوفِيُّ - عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ، أَنَّ امْرَأَةً، كَانَتْ تَخْتِنُ بِالْمَدِينَةِ فَقَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تُنْهِكِي فَإِنَّ ذَلِكَ أَحْظَى لِلْمَرْأَةِ وَأَحَبُّ إِلَى الْبَعْلِ " . قَالَ أَبُو دَاوُدَ رُوِيَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ عَبْدِ الْمَلِكِ بِمَعْنَاهُ وَإِسْنَادِهِ . قَالَ أَبُو دَاوُدَ لَيْسَ هُوَ بِالْقَوِيِّ وَقَدْ رُوِيَ مُرْسَلاً . قَالَ أَبُو دَاوُدَ وَمُحَمَّدُ بْنُ حَسَّانَ مَجْهُولٌ وَهَذَا الْحَدِيثُ ضَعِيفٌ . Grade: Sahih (Al-Albani) صحيح (الألباني) حكم : Reference : Sunan Abi Dawud 5271 In-book reference : Book 43, Hadith 499 English translation : Book 42, Hadith 5251
সত্য কি মানুষ মুখ দেখে চেনা যায় না যার হাত দরে ঘর ছেরেছে সংসারের আশায় সেউ আজ তাকে কই নিয়ে গেছে আর জার সাথে বাকি টা সময় কাটাতে চাইলো সে নিলো মেনে কিন্ত সমাজ তাকে দিলো না বাচতে হে এটাই আমাদের সমাজ
মেয়েদের অনেক কিছু শেখার আছে। এখনকার মেয়েরা শুধু ছেলেদের হাত ধরে পালায়। কার মন এ কি আছে কে জানে। 😊শিক্ষনীয় একটা নাটক । তানজিন তিশা কে অসংখ্য ধন্যবাদ 🌷❤️
আজ পর্যন্ত কোন নাটকে কমেন্ট করি নাই। একটা কথা না লিখে পারলাম না। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে এই নাটকের পরিচালক এবং নায়িকাকে নোবেল পুরষ্কার ঘোষনা করতাম।
নাটকটা দেখে কান্না চলে আসলো, এটা সত্যি, সত্যিকারের ভালোবাসা কখন শেষ হয় না, আর এটা প্রমান মা যেমনই হোক মা তো মাই হয় আর বাকি রইলও এই সমাজ, তা তো শুধু দেখে কিন্তু সত্যি মিথ্যা কি সেটা দেখে না❤ হায়রে মানুষ 😢
নাটকটা দেখে চোখের পানি আটকে রাখতে পারলাম আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যারা অন্যের দ্বারা প্রতারিত হয়ে পতিতালয় এর অন্ধার জীবনে আটকে যায়। তারা বাহির হয়ে আসতে চায় কিন্তু আমাদের এ সমাজ তাদের বাহিরের সুন্দর জীবনটাকে উপভুগ করতে দেয় না। যদি শফিকের মত লোক থাকতো তাহলে পতিতালয় এ আটকে পড়া মেয়ে গুলা সুন্দর জীবন দেখতে পেতও সন্মান জানা পরিচালককে এটু সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য এই নাটকে আমাদের অনেক কিছু শিক্ষা দেয় এই ঈদ এর বেস্ট নাটক এটা
নাটকটি দেখে আমার চোখে জল এসেছে। মনে হয় এটা আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ নাটক।এতো চমৎকার ভাবে নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে, এটাকে নাটক না বলে বাস্তবতা বললেই বেশি মানায়।প্রসংশা জানানোর ভাষা নেয়।নির্মাতা পরিচালক থেকে শুরু করে সমস্ত কলাকুশলীকে লক্ষ্য কোটি অভিনন্দন এই অসাধারণ নাকটটি উপহার দেওয়ার জন্য। ❤❤❤❤❤❤❤❤❤
তিশা আমার ফেবারিট অভিনেত্রী,আমার অনেক ভালো লাগে ওর অভিনয়,যতোটা নাটক দেখেছি একটা নাটকও খারাপ হয় নি,অসাধারন,এটা দেখতেছি,দেখার আগেই কমেন্টস করে ফেললাম,খারাপ হবে না আশা করি,,❤️🤙
ইচ্ছে করে কোন নারী খারাপ হয় না! তবে শফিক এর মতো ইনোসেন্ট একটা মানুষ আমার ছিলো - সে আজ মাটির নীচে, তবুও অনুভূতি গুলো বড্ড বেশি আবেগি করে দিলো এই নাটক! আজও কিছু পুরুষ মানুষ অনেক ভালো আছে " যারা এমন পুতুলের সংসার গড়ে তোলে! সবাই দেহ লোভী হয় না! স্ক্রিপ্ট রাইটার কে বিশেষ - অভিনন্দন ও শুভকামনা রইল 🌺🦋 আমি ❤ নাটকখোর❤ তাই এমন নাটক আরো চাই - সব মিলিয়ে অনবদ্য - তিশা আপু - কে গ্রামীণ পোশাক এ একেবারেই ষোড়শী লেগেছে - একদম সদ্য কিশোরী একটা পুতুল 🤍💐
বাংলাভিশনের নতুন সব নাটক দেখতে.. ua-cam.com/play/PL_2iwlJgIYmA_A-DPk4zy1XtQzDch-6jk.html
s nam s qx
🎉🎉
পুতুলের সংসার না দিয়ে
এটা দেওয়া দরকার ছিল রাস্তার ধার
কারণ প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট টাইম হলে রাস্তার ধারে গিয়ে অবস্থান নে হয়তো নাটক অনেকটা ক্ষেত্রে বাস্তবে রূপান্তরিত হয়
🐯🐄🐮💖🦁🥺Hktig
অনেক ভালো লাগলো ধন্যবাদ
এই নাটক পুরোটা দেখার পর আমি খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারলাম। আমরা মানুষ ই মানুষের সব থেকে বড় শত্রু ।💔😢😭
কুরআনটাও একটু খুলে দেইকেন তাহলে আরো ভালো করে বুঝবেন যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না
ওরা কারা যারা সিনেমার চেয়ে
নাটক বেশি পছন্দ করে 😊❤
Aii j Ami
Ami🙋♂️🙋
Ami🙋♀️🙋♀️
প্রতিটি নাটকে এই কমেন্ট দেখতে দেখতে আর ভাল্লাগে না নাটক সুন্দর হলেও এই
কমেন্ট সুন্দর না হলেও একই কমেন্ট🥱🥱।
উপস্থিত 😊😘
এই ধরনের সমাজ সচেতনমুলক নাটকের লাইক অনেক বেশি পাওয়া উচিত ছিল ❤
মেয়েটা আসলো কোথায় থেকে 😢😢
@@MdKhan-md7ur মেয়েটার জনমের পর পুতুল তাকে ফেলে দেয়
এত সুন্দর করে সমাজের বাস্তব চিত্রগুলি তুলে ধরার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরিচালক ভাইকে।
নাটক টা হৃদয়ে লেগেছে সত্যি কিছু বলার নেই,,, এমন হাজারো পুতুল আজও বাস্তবতার সাথে লড়াই করতেছে,, মেয়েরা এমনি খারাপ হয় না তার পিছনে একজন পুরুষ থাকে,,, পুরুষ নারীদের খারাপ করে আবার তারাই বলে নারী খারাপ 😢😢😢😢
কথাটা সত্যি প্রেতেক নারী খারাব হওয়ার পিছনে একজন পুরুষ থাকে
Valobasar kotha bole vlo potita baniye cole jay
Right
কিন্তু সব সময় নারী খারাপ হওয়ার পিছনে পুরুষ দায়ী থাকে না কি ছু ক্ষেত্রে নারীরা নিজেও দায়ী থাকে
আপনার এই কোথায় আপনি ভদ্র সমাজকেও অপমান করলেন যেটা আপনার জন্যও অত্যন্ত লজ্জার বিষয়
R8
ফেসবুক থেকে দেখে কে কে আমার মতো নাটকটি দেখতে আসছে🤔🤔
Ami goooo
Ami
Ami
আমি
Ami
কমেন্ট রেখে গেলাম কেউ লাইক দিলে আবার দেখবো..! 😅
প্রতিটা মেয়েযেন এই নাটক টা দেখে এবং তারপর যেন তারা তাদের ভালোবাসার মানুষ খুঁজে 😢😢😢।
আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আমার ভালোবাসার মানুষ আল্লাহর দরবারে কোটি কোটি সুখরিয়া জানাচ্ছি
ঠিক
একটা নাটক দিয়ে অনেক গুলো দিক তুলে ধরেছে এ নাটকের পরিচালককে অসংখ্য ধন্যবাদ তানজিন তিশা আপুর পুতুলের সংসার পুরো নাটকে একদম ফাটিয়ে দিয়েছে।
একটা পুরুষ একটা নারিকে খারাপ বলার কোনো অধিকার নাই,কারন একটা পুরুষ ছারা কোন নারি খারাপ হতে পারে না
একদমই সত্যি কথা,,
Ekdom sotti kotha bolechen😢
Asolai tai kintu ei purustantrik somaj ta mane nite chay na😊
নতুনাবাল
Right
নাটকটা বর্তমান সমাজ এর বাস্তব প্রস্থিতি তুলে ধরছে🙂
রাইট
এইসব পতিতা প্রেম নামক জিনায় লিপ্ত হয়ে এই পথে আদি যুগ থেকে হয়ে আসছে।আর তোমাদের মতো মূর্খদের থেকে অভিনয় নামক হারাম পথে জোকারি করে ইনকাম করে থাকে জোকার গুলো,যা থেকে অনেক অমানুষ একই পথ শিখে নিয়ে পতিতা বাড়িয়ে থাকে!
রাইট😢
আ্যাওয়ার্ড পাওয়ার মত একটা নাটক।তিশার অভিনয় ছিলো দূর্দান্ত❤️
কতটা নিখুঁত! আমার হৃদয়ে নাড়া দিয়ে গেলো।মানুষের জীবন নাটকের চেয়েও নাটকীয়। বর্তমান সময়ে অনেকের জীবন এমন!
পুরস্কার যোগ্য অভিনয় করেছেন তানজিন তিশা। কণ্ঠস্বরের এমন ঊতার চড়াও , অসাধারণ। গল্প খুবই পরিচিত, কিন্ত তবুও উপস্থাপনা অনবদ্য। খুব ভাল লাগল ❤
Akdom unbelievable ❤
রাইট
Konthoswor ta tune up pitch correction koreo hoy
Right
@@ArnabMondalOfficial kichhu noise remove kora jai expression ene deoa jaina.
তিশা প্রথম প্রথম প্রেম ভালোবাসার নাটক বেশি করতো এখন যে নাটক গুলো করে এগুলো সমাজিক তুলে দরে অসাধারণ একটা নাটক অবশ্য এই নাটকের জন্য পুরুষ্কার পাওয়া উচিত ❤
Mehjabin er onupothiti puron korse tisha
@@smrityswarna7844 কথা ঠিক তবে তিশার অভিনয় অস্থির একটা গল্প কে ফুটিয়ে তুলা অনেক টাপ কিন্তু তিনটা কারেক্টার তিশা বেস্ট ❤️🥀
মা মানুষ টা এমন একজন যত খারাপ হক তাও মা সে মা 😢😢😢
বাস্তব জীবনের সাথে মিল রয়েছে নাটক, নাটকে সমাজের অনেক দিক তুলে ধরা হয়েছে,, তিশা আপুর অভিনয়ের কোন তুলনা নেই, পুরো টিম কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেয়ার জন্য
রাইট
রাইট
নারীর ছলনা একটা পুরুষ কে কষ্ট দিলেও, সেই পুরুষ সমাজে বেঁচে থাকতে পারে 😢😢
কিন্তু পুরুষের ছলনা অতি ভয়ানক 🙂
তা শুধু একটা নারীর জীবন টা শেষ করে না,,, মৃত্যুর থেকে বেশি কষ্ট দেয় 😓
নাটক টা দেখে অনেক অনেক শিক্ষা নিলাম ✌️
অন্যটা দেখেননি আরেকটা ছেলে বিয়ে করে এমন মেয়েটাকে নতুন জীবন দান করতে।
কথা গুলো সত্যি খুব ভালো লেগেছে
Kotha gulo sundor
Tik Bolcyn api
কথাটা সত্যি।
এই নাটক দেখে যে ছেলেরা নারীর দুঃখ কষ্ট ও সম্মান বুঝতে পারছে তার জন্য স্যালুট জানাচ্ছি পুরুষ জাতীকে!
😢😢😢আহ কি যে কষ্ট লাগলো। আমাদের পুরুষ জাতি বাস্তবে এমনই হয়। যদিও নাটক এটা কিন্তু বাস্তবে এমনই হয় আমাদের সমাজে
আমি মালয়েশিয়া প্রবাসী
ভাই আমি আপনার কথায় এক মত।
Khub valo laglo natok ta
Apnarai to ekhon porus der somman ditey vule gechen... believe na hole asepase takiye dekhun
আপু সব ঠিক আছে, কিন্তু নাটকে তাসনিন তিসার কিন্তু দোষ আছে,সে কিন্তু সংসার করার ইচ্ছুক ছিলো না,সে কিন্তু বিয়ের পরেও তার স্বামীকে ছেড়ে দিছে,সে কিন্তু টাকার লোভে টাকাকে প্রাধার্ণ দিছে, সে যদি টাকাকে প্রাধর্ণ না দিতো তাহলে তার জীবনটা অনেক সুন্দর হত।এতে বোঝা যায় এই বর্তমান সমাজে নারীরাও অনেক এলোমেলো জীবন জাপন করছে।
একটা ছেলে ছাড়া,,, একটা মেয়ে কখনোই খারাপ হয় না
ঔ
আপনারে বলছে, মেয়ে মানুষ না থাকালে আমরা সোজা জান্নাতে যাতাম ওকে
@@TAMIM-hg5wqaUmm bolche
Tumi o ki kharap hoye6o
তানজিল তিসা আপু নাটক টা বেস্ট হয়েছে আপু 🥰😇😇❤
পুরষ্কার পাওয়ার যোগ্য একটা কাহিনি ❣️
বাস্তব
অামার কাছে নাটকটি অসাধারন লাগছে কে কে অামার সাথে একমত 👋👋👋👋👋👋
Right..
আমাদের indian সিরিয়ালের থেকে বাংলাদেশী নাটক গুলো দেখতে বেশি ভালো লাগে 😇
কমেন্ট টা করার জন্যে কত ডলার পেলেন বাংলাদেশ থেকে👀
@@felanopata যে ডলার টা পেয়েছি ta দিয়ে আপনাকে কিনে নিতে পারবো 🙂
@@gsgshhzgzvzbz866 হিম তা ত পারবেন তবে আমাকে কিনে আপমার কোনো ফায়দা হবে না আশা করি🙂
এমন আরো ভাল কমেন্ট করার জন্যে ভাল কিছু কাজে লাগিয়ে নিয়েন ডলার টা তাই আপনার জন্যে ভাল হবে 😶🐸
Same 😊
Akdom tik bolacan oigula ta kali ajob natok a vora😂
নাটক টা বাস্তব জীবনের সাথে ফুটিয়ে তোলা হয়েছে। 🙂
আমি অনেক নাটক দেখেছি কিন্তু এই নাটক টা দেখে চোখে পানি চলে আসছে, হাজার পুতুলের সাথে মিলে আছে, তানজিন তিসা বেস্ট নাটক করছে😢😢
Tishar best natok amar dekha
মদও ভালো খাই😝😝
অল্পতে মায়া অনেক ভয়ংকর।
জীবন সঙ্গী দেরিতে আসুক তাও যেনো সঠিক মানুষ পাই।না হলে কষ্ট, বেদনা নিয়ে বেঁচে থাকতে হবে😢
গুড
বাংলাদেশে এমন প্যাথেটিক নাটক হয় , আমি কখনো জানতাম না । পুরো নাটকটা আমি উপলব্ধি করেছি । প্রত্যেকের অভিনয় খুব সুন্দর ।
❤❤❤❤❤🎉
এই নাটকটি সমাজ জীবনের এক বাস্তব দলিল। সমাজের এক অবহেলিত অংশ, যাদের আমরা তথাকথিত ঘৃণার চোখে দেখি, তাদের সুখ, দুঃখ, অনুভূতি ফুটে উঠেছে এই নাটকে। পরিচালক সহ পুরো টিমকে অনেক ধন্যবাদ। তানজিন তিশা আপুর অভিনয় জাস্ট চরম ছিল।❤❤❤❤
পুরো নাটকটা ফুটিয়ে তুলেছে তানজিন তিশা। দূর্দান্ত অভিনয় করেছেন তানজিন তিশা।❤❤❤❤
তানজিন তিসা 💖💖এর মত এত যোগ্য অভিনেত্রী আমাদের ইন্ডিয়াতে একটা ও নেই ।। এক কথাই বলতে পারি অসাধারণ।।।
Ki bolen
পত্রিকায় বিজ্ঞাপন দেখে নাটক টি দেখতে এসেছি,,ভাবিনি যে মনের অজান্তেই চুখে জল এসে যাবে😢😢এর থেকে বড় কষ্ট আমার মনে হয়না এই পৃথিবীতে আছে, সহজ সরল একটা মেয়ের জীবন এতো সহজে কিভাবে নষ্ট করে দিলো,, একটা মেয়ে যদি একটা ছেলেকে ধোকা দেয়,,কিছু দিন কষ্ট হবে তার পর সব ঠিক হয়ে যায়, কিন্তু একটা ছেলে যখন একটা মেয়েকে ধোকা দেয় কি হয় সেটা অনেক মানুষ জানেনা,, যারা জানেনা তাদের এই নাটক টা দেখা উচিৎ, আজ পুরুষ হয়ে নিজের কাছে নিজেকে খুব ঘৃণা লাগতেছে, অনেক কিছু লেখার ছিলো লেখতে পারলাম না😢 কেন যেন মরে যেতে ইচ্ছে করতেছে,,হে আল্লাহ যতদিন বেচে আছি সম্মানের সাতে বাচিয়ে রেখো,, নাহয় মৃত্যু দিয়ো মাবুদ 😢😢
😢😢আহ কি যে কষ্ট লাগলো। আমাদের পুরুষ জাতি বাস্তবে এমনই হয়। যদিও নাটক এটা কিন্তু বাস্তবে এমনই হয় আমাদের সমাজে
চুখে জল এসে যাবে
Apnar Comment pore onek Balo Laglo Bhaiya ❤
@@mdjamilhussain6634 thanks apu👍
আপনার কথাগুলো আমার খুব ভালো লাগছে এবং সম্মান করি আপনি পুরুষ জাতির মধ্যে একজন মহান পুরুষ
আমাদের বর্তমান সমাজের কিছু মানুষ এরকম উল্টোপাল্টা করে সমাজের মানুষকে খারাপ হতে বাধ্য করে থাকে। খুবই ভালো শিক্ষামূলক একটি নাটক বর্তমান সমাজের এটার থেকে কিছু শেখার আছে!
তানজিন ব্যক্তি জীবনে কেমন জানিনা তবে অভিনয় জগতে অসাধারণ 😳
তার প্রত্যেকটা নাটক বাস্তব জীবনকে তুলে ধরে 🫡
Ami apnk prochur vlovsi
নতুন মিয়া খলিফা হইতে চায়,,মাঝে মাঝে সে রকমই ভাব নেয় বাস্তব জীবনে।
তানজিন বাস্তব রুপ ছিলো এটা
Tai নাকি
আমি একজন পুরুষ হয়ে বলছি,, কোনো মেয়ে যেন কোনো পুরুষকে বিশ্বাস করে বাসা থেকে না পালায়,, বিশ্বাস করেন বোন এই একটা ভুলের জন্য আপনাকে সারাজীবন কাঁদতে হবে।
ভাই সবাই 1 হয় না,, আমার ভাইয়া ও আমার ভাবি কে নিয়ে পালিয়ে এসেছিল,,15 বছর হয়ে গেছে অনারা এখনো 1 সাথে আছেন
@@mdsarfaraz-khan3516 ভাই ৯৫% মেয়েকে বাসা থেকে পালানোর পর কাঁদতে হয়
ভাই সবাই এক না হে এটা সত্যি যে ৩০%খারাপ মানুষ আছে যারা মানুষের বাচ্চাইনা কিন্তু তাই বলে সবাইনা এখানে মেয়েরও ভুল থাকে তারা ছেলেদের সব না যেনে না বুঝেই ঘড় ছারে এটা উচিৎ না আগে ছেলের বাবা গ্রাম ভাই বোন সকলের খোজ নিয়ে জদি সঠিক মনে হয় তবে সিদ্ধান্ত নিতে পারে তাই বলে হুট করেনা
😢😢
@@mollik32 ভাই আমি নিজে দেখেছি 95% মেয়েকে কাঁদতে
আজ পর্যন্ত তানজিন তিশার যতগুলি নাটক দেখেছি তার মধ্যে আমার চোখে সবার সেরা নাটক এই " পুতুলের সংসার "। অসাধারণ অভিনয় করেছেন আমার প্রিয় অভিনেত্রী। তানজিন তিশার কাছে এই রকম ভালো নাটক আরও দেখার জন্য প্রত্যাশার পারদ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
জয় বাংলা নাট্য জগতের জয়।
❤❤❤❤❤❤❤❤
অসীম দত্ত, কলকাতা, ইন্ডিয়া।
কেও জীবন নষ্ট করে চলে যায় আর কেও এসে সেই নষ্ট করা জীবন টাকে সুন্দর করে তোলে।
😅
সত্যিই ভালোবাসার মানুষ কে খোঁজা খুব কঠিন ব্যাপার 😢
মানুষ আসলে কষ্ট পেয়ে নষ্ট হয় তাই কাউকে খারাপ কথা বলার আগে তাঁর গল্পটা জেনে নিবেন,,, তানজিন তিশা আপুকে অনেক অনেক ধন্যবাদ এতো অভিনয় করার জন্য ❤❤
Right
Ei ta ekdom thik bolechen Kew emni emni kharap hoi na
❤খুব ভাল লাগল
Je karaf se jonmogoto ei karaf tara kokono valo hoy na faltu meye ara
Kotha sune vlo lagse , right
নাটকটি হৃদয় স্পর্শ করেছে।
তানজিন তিশা এমন একটি চরিত্র এত সুন্দরভাবে ফুটে তুলেছে যা হৃদয়ে নাড়া দিতে পেরেছে।
দুর্দান্ত!
Tanjin tisha ebr best actress award ta pabar joggo ❤️🙂 eto pure acting hats off 🙂 chokhe jol chole ashlo
Osadharon ekta natok 😢
কে কে মুসলিম বলে গর্বিত...? 🕋🤚🥰♥️♥️
✋✋✋✋✋✋
অসাধারণ হয়েছে তানজিন তিশার অভিনয় টি❤আর নাটক টি একদম বাস্তব জীবনের সাথে মিলে গেছে😢আল্লাহ যেন প্রতিটি মেয়েকে তার মান সম্মান রক্ষা করার তৌফিক দান করে😢অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য ❤😢
রাত বাজে ১. ৪৭ মিনিট.. এখনি নাটকটি দেখা শেষ করলাম... তবে এই নাটকে অনেক সচেতনতার মেসেস দিয়েছে... কারো মিষ্টি কথায় ভুলে জীবনের চরম বিপদের পরে লাইফ শেষ হতে পারে এই নাটক টা তার বাস্তব উদাহরণ ... আসলেই আমাদের দেশের নাটক গুলো অসাধারণ হয়.. আর তানজিন তিশা আপুর অভিনয় অনেক ভালোলাগে❣️❣️
আপনি অনেক সুন্দর কথা লিখেছেন। কিন্তু ছেলেরা i love you প্রপজ করলেই সব ভুলে জান।মনে করেন উনি আপনার জিবনের তারা।।Don't mind
M
খারাপ মানুষ ভালো হতে চাইলেও এই সমাজ এই পৃথিবী সেই মানুষ টা কে কখনই ভালো হতে দিবেনা ।😣😭😭😖😖
নারী কেনদীরিক গল্প আমাদের তানজিন তিশা আপু সেরা যার একমাএ উদাহরন নাটক গুলো বাইকার গাল পেপার গাল সিকিউরিটি গাল রিসকা গাল সাহসিকা অবসর এখন আই এম ডিভোর্স শরবত পুতুলের সংসার। 😊😊
এরকম ঘটনা বর্তমানে বারবার ঘটে চলেছে। একটা মেয়ে ভালোবেসে একটা ছেলেকে বিশ্বাস করলে ওমনি সে পিছন থেকে বিশ্বাসঘাতকতার ছুরি চালায়! নাটকটায় তানজিন তিশা দুর্দান্ত অভিনয় করেছে। কলকাতা থেকে! ❤❤❤❤❤
সহমত।
এটা তিশার বাস্তব রুপ,তাই তিশা পেয়েছে এই অভিনয় নামক হারাম পথে ইনকামটি।এরকম পূর্বে ও ভবিষ্যতে আরো বেশি হবে,কারণ এইসব নাটক দেখে নতুন প্রজন্মের একই শিক্ষায় শিক্ষিত হবে এবং যাদের টাকার নেশা তারা এইপথে মেয়েদের জীবন নিয়ে যাবে!
মহান আল্লাহ পাক সতর্ক করেছে অভিনয় হারাম,যা ভালোর চেয়ে খারাপ আমাদের অজান্তেই হয়।
👌👌👌👌সুপার আপু
আমি এমন একটা মেয়ে যাকে পরিবার বিক্রি করে দিয়েছে একটা লোকে কাছে পুতুলের সংসারের সপ্ন দেখিয়ে, বতমানে পৃথিবীতে আমার আমি ছাড়া আমার কেউ নাই, পুতুল মতো সবাই দেহের জন্য পাশে দাড়ায় হেল্প করার জন্য না। বতমানে অনার্স ফাস্ট ইয়ারের পরীক্ষাতি আমি পড়াশোনা করার জন্য নিজের সাথে যুদ্ধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার সপ্ন পূরণ করে পুতুলের মতো সব মেয়েদের দায়িত্ব নিতে পারি।
😭😭
@@SadiaSultana-wj6cuআমার ভিডিও তে একটা কমেন্ট করেন জরুরি দরকার আছে
Basha koi apnr
Really sad😢
দোয়া রইল আপু আল্লাহ যেন তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছে দিতে পারে। আল্লাহ যেন তোমার সহায় হোক তুমি প্রতিটা নারীকে এক একটা লাঠিতে পরিণত করতে পারো তোমার মঙ্গল করুক।
Khhbi opurbo ❤❤❤
Osadharon ❤❤❤
Nil pori nilanjona eatao darun
অসাধারণ একটি নাটক। সমাজের অবহেলিত মেয়েদের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। একটি খারাপ মানুষের জন্য একটি ভালো মেয়ের জীবন কিভাবে শেষ হয়ে যায়।🎉
Shotti apu right kotha bolsen
Obehelito bole asob kaj kortey hobe
Obehelito bole asob kaj kortey hobe
@@aksmuhammadali4856 না।আসলে মানুষ বাধ্য করে।
ঠিক বলছেন আপু মেয়েরা কোন কারন ছাড়াই খারাপ হয় না
নাটকটা দেখা শুরু করলাম,, সাথে কমেন্ট পড়তে এসেছি,,আমার মত কে কে আছো নাটক দেখার আগে কমেন্ট পড়ো
তানজিন তিশার অভিনয় দেখে মুগ্ধ হলাম। এককথায় দারুণ 👌❤️
এরকম নাটক আরো চাই
পদক পাওয়ার মতো একটা নাটক👍
এমন বিপর্যয় যেনো কারো জীবনে না আসে ,সেজন্য প্রতিটা মেয়ের এ নাটকটা দেখা দরকার ।
৪৯ মিনিটের পরের সীনটা কলিজায় লাগার মতো ❤️
😢
Dada Bangladesh te sotti kono podok payni???
Amder India te hole obossoi eta podok paoar joggo bole bibechito hoto
গাঙ্গুবায় কাঠিয়াওয়াড়ি থেকে নকল করা নাটক🤣🤣🤣
@@AtiqulAlam-ct1oo শিল্পী কে সম্মান দাও নকল করা টা বড়ো কথা না আমাদের বাংলা তে জিৎ দাও দক্ষিণী চলচিত্রের নকল করে কিন্তু তার অভিনয় আমাদের হৃদয় ছুঁয়ে যায়🙂
মানুষ নাটক দেখে চোখের পানি ধরে রাখতে পারে নাহ কিন্তু বাস্তব ঘটনায় মজা লয়😢
Ekdom....
তানজিন তিশা তো বরাবরই দূর্দান্ত। সোহেল মন্ডলের অভিনয় অনেক সাবলীল আর সুন্দর। এই জুটিটা বেশ মানানসই। এই জুটির আগামীতে আরো বেশী বেশী কাজ চাই। রিক্সা গার্লের পর আরো একটি দারুণ কাজ উপহার দিলো এই জুটি ❤❤
আজকে শপথ করলাম,,কোন নারীকে ভালোবাসতে না পারলে কখনো তার হাত ধরবো না 😢
😂😂😂❤❤❤❤😊😊😊😢😢😢😢😢
Super
👏👏👏
আহারে জীবন 😢😢😢😢আল্লাহ যেন প্রতিটি নারীকে মান সম্মান ইজ্জত নিয়া কবরের তৌফিক দেয়।
এই নাটক দেখে একটা জিনিস শিখলাম। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে।আলহামদুলিল্লাহ
Jodi apni ami o amder sathe onno karo tolona kori tahole sotti jar jar kaigai Allah take valo e rakhce
এ নাটকটা সকলের দেখা উচিত শিক্ষনীয় একটা নাটক তানজিন তিশা আপুর পুতুলের সংসার নাটকে এত সুন্দর ও এত নিখুঁত ভাবে অভিনয় করে ফুটিয়ে তুলেছে তানজিন তিশা আপুকে শরবত আই এম ডিভোর্স পুতুলের সংসার এ ৩টা নাটকের জন্য এয়াওড দেওয়া উচিত।
You are right 👍 Ami ooo apnar sata eik mot
আমাদের পবিত্র গ্রন্থে বলা হয়েছে, ফিতরা ইসলামের একটি অপরিহার্য অঙ্গ।
মোট পাঁচটি ফিতরা রয়েছে এবং তার মধ্যে একটি নুনু কাটা বা চেং কাটা এবং মহিলাদের ভোদা কাটার সুন্নত।
আমাদের প্রিয় মরুদস্যু নবী বলেছেন নারীদের অবশ্যই যোনিপথ বা ক্লিটরির ডগা কাটতে হবে।
আমার প্রশ্ন হল মুসলিম মহিলারা কিভাবে তাদের যোনি (ভোদা) কাটে? আর যদি ভোদা না কাটে তাহলে মুসলিম হলো কিভাবে ? সহিহ হাদিসে দেওয়া মরুদস্যু মুহাম্মদের নির্দেশনা পড়ুন:-
Sunan Abi Dawud 5271
Narrated Umm Atiyyah al-Ansariyyah:
A woman used to perform circumcision in Medina. The Prophet (ﷺ) said to her: Do not cut severely as that is better for a woman and more desirable for a husband.
Abu Dawud said: It has been transmitted by 'Ubaid Allah b. 'Amr from 'Abd al-Malik to the same effect through a different chain.
Abu Dawud said: It is not a strong tradition. It has been transmitted in mursal form (missing the link of the Companions)
Abu Dawud said: Muhammad b. Hasan is obscure, and this tradition is weak.
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، وَعَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الرَّحِيمِ الأَشْجَعِيُّ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ، - قَالَ عَبْدُ الْوَهَّابِ الْكُوفِيُّ - عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ، أَنَّ امْرَأَةً، كَانَتْ تَخْتِنُ بِالْمَدِينَةِ فَقَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تُنْهِكِي فَإِنَّ ذَلِكَ أَحْظَى لِلْمَرْأَةِ وَأَحَبُّ إِلَى الْبَعْلِ " . قَالَ أَبُو دَاوُدَ رُوِيَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ عَبْدِ الْمَلِكِ بِمَعْنَاهُ وَإِسْنَادِهِ . قَالَ أَبُو دَاوُدَ لَيْسَ هُوَ بِالْقَوِيِّ وَقَدْ رُوِيَ مُرْسَلاً . قَالَ أَبُو دَاوُدَ وَمُحَمَّدُ بْنُ حَسَّانَ مَجْهُولٌ وَهَذَا الْحَدِيثُ ضَعِيفٌ .
Grade: Sahih (Al-Albani) صحيح (الألباني) حكم :
Reference : Sunan Abi Dawud 5271
In-book reference : Book 43, Hadith 499
English translation : Book 42, Hadith 5251
মা.....একটা সন্তানের চোখে মা কখনো খারাপ হয় না,সে যত খারাপই হোকনা কেন। মা তোমাকে অনেক ভালবাসি❤
বাস্তবতার সাথে অনেক মিলে গেছে বাস্তবতা বড়ই কঠিন 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
পুতুলের সংসার চমৎকার ইন্টেলিজেন্ট রুচিশীল অভিনয়।
প্রিয় পরিচালক রাফাত মজুমদার রিংকু ভাইজান আপনার ভালোবাসা মুগ্ধ হলাম ধন্যবাদ 🖤🇧🇩🤎
নাটকটা দেখে কতটুক কষ্ট পাইছি তা বলার কোন ভাষা নাই বাস্তবের সাথে নাটকটা মিলে গেছে 😭😭
রাইট আসলেই বাস্তব খুব কঠিন
সত্য কি মানুষ মুখ দেখে চেনা যায় না যার হাত দরে ঘর ছেরেছে সংসারের আশায় সেউ আজ তাকে কই নিয়ে গেছে আর জার সাথে বাকি টা সময় কাটাতে চাইলো সে নিলো মেনে কিন্ত সমাজ তাকে দিলো না বাচতে হে এটাই আমাদের সমাজ
আপনার প্রোফাইল দেখেই তো তাই মনে হয় আপনিও এক পুতুল
রাইট বলছেন 😢
আমার চোখে পানি এসে গেছে 😭😭😭😭 অনেকক্ষণ কেঁদেছি
মেয়েদের অনেক কিছু শেখার আছে। এখনকার মেয়েরা শুধু ছেলেদের হাত ধরে পালায়। কার মন এ কি আছে কে জানে। 😊শিক্ষনীয় একটা নাটক । তানজিন তিশা কে অসংখ্য ধন্যবাদ 🌷❤️
কারণ মেয়েরা এখন সবচেয়ে লোভী
আজ পর্যন্ত কোন নাটকে কমেন্ট করি নাই। একটা কথা না লিখে পারলাম না। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে এই নাটকের পরিচালক এবং নায়িকাকে নোবেল পুরষ্কার ঘোষনা করতাম।
রাইট ❤❤
সত্যি
সত্যি কিছু কিছু মেয়ের জীবন এমন এমন হয়েছে,, নাটকটা দেখতে দেখতে অজান্তেই চোখের পানি চলে এসেছে 😭😭😭😭
Same choke pani chole ashche 😭😭😭
😢😢😢
নামাজ বাদ দিও না বন্ধু
এপারে জীবনের চেয়ে
ওপারে জীবন বেশি সুন্দর ❤❤
72 hoor pabi naki be motherchod
নামাজ তুইয়া এখানে আইছেন কেরে ভাই???
আজকে কয় ওয়াক্ত নামাজ পড়েছিস
@@mrrana2944 সেটা কি তোকে বলতে হবে 🙄🙄
@@mdarif-ne2ue খানকির পুত তোরে সামনে পাইলে লাইক তোর পুটকির মধ্যে ডুকিয়ে দিতাম সালা বাইনচোদ ভণ্ডামি করোস নাটকের মধ্যে
দুর্দান্ত নাটক
আবোল তাবোল গল্পের অনেক নাটক অনেক ভিউজ পায়
তার মাঝেও এমন কিছু সুন্দর গল্পও আছে,যা সবার মনে দাগ কেটে যায়
দুর্দান্ত অভিনয় তানজিন তিশার❤
সত্যিই কিছু বলার ভাষা নেই।।।
এমন দিন যেনো কোনো মেয়ের জীবনে না আসোক, অনেক ভালো লাগলো, সাথে অনেক কষ্ট ওও লাগলো😢😢😢😢।
তানজিন টিশা আপার নাটক অসাধারণ 💯💯💯🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇧🇩🇧🇩🇧🇩
তানজিন তিশার আপুর অসাধারণ অভিনয় ফুটে উঠেছে ❤🥰
আহারে ভালোবাসা 🙂😅
ভালোবাসা আসলেই সুন্দর 😅😊
এই জন্য আমি কখনো কোন পুরুষ মানুষ কে বিশ্বাস করতাম না, আজ আমি আমার স্বামী কে নিয়ে অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ
তিশা ভার্সেটাইল অভিনেত্রী, সব ধরনের চরিত্রেই ভালো অভিনয় করে❤❤❤
তিশার অভিনয় অসম্ভব সুন্দর ছিল❤❤
হাইরে মানুষ কতোই না কিছু করতে পারে, 🇧🇩🇧🇩😭😭
নাটকটা মন ছুয়ে গেল দেখে আমার দুই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ধন্যবাদ পরিচালকে বাস্তব চিত্র তুলে ধরার জন্য ❤❤❤
আমারও
আমারও😂
নাটকটা দেখে কান্না চলে আসলো, এটা সত্যি, সত্যিকারের ভালোবাসা কখন শেষ হয় না, আর এটা প্রমান মা যেমনই হোক মা তো মাই হয় আর বাকি রইলও এই সমাজ, তা তো শুধু দেখে কিন্তু সত্যি মিথ্যা কি সেটা দেখে না❤ হায়রে মানুষ 😢
কেউ যখন আনন্দের সময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে,তখন তিনি তাঁর দুঃখের সময়ও সৃষ্টিকর্তাকে খুঁজে পান❤
Hare Krishna
ঠিক
@@najiaislam1569 thanks bro...
একদম ঠিক কথা।
@@madhurisarkar512 thank bro...
যানি না, নাটক টা কার ভালো লাগছে কি না,, আমার অনেক ভালো লাগছে,, 😭😭, বর্তমান সমাজ এই রকম হয়ে গেছে,,
নাটক চালিয়ে কমেন্ট পড়ার মানুষ গুলো কই পারলে হাত তুলে দেখাও ❤❤❤
নাটকটা দেখে চোখের পানি আটকে রাখতে পারলাম
আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যারা অন্যের দ্বারা প্রতারিত হয়ে পতিতালয় এর অন্ধার জীবনে আটকে যায়। তারা বাহির হয়ে আসতে চায় কিন্তু আমাদের এ সমাজ তাদের বাহিরের সুন্দর জীবনটাকে উপভুগ করতে দেয় না।
যদি শফিকের মত লোক থাকতো তাহলে পতিতালয় এ আটকে পড়া মেয়ে গুলা সুন্দর জীবন দেখতে পেতও
সন্মান জানা পরিচালককে এটু সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য
এই নাটকে আমাদের অনেক কিছু শিক্ষা দেয়
এই ঈদ এর বেস্ট নাটক এটা
নাটকের লাষ্টের সিনটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না 😭 সত্যিই মানুষের জীবনটা অনেক কষ্টের কিছু অসত লোকের কারনে কিছু মেয়ের জীবন নষ্ট হয়ে যায় 😢
Huh R cheleder Jibo Kichu meyeder jonno sorge jsi😏😏
মেয়েরা কিভাবে এত সহজলভ্য হয় ?????????
@@easyprint2843সমাজ বানিয়েছে তাই🙂
@@muhammarsr5990 আপনি কি ছ্যাকা খাইছেন ?
বাসাই না জানিয়ে বের হয়েগেলে ,,এমনি হয়!!!
বাস্তব জীবন বড়ই কঠিন| যা চায় মানুষ তা অতি সহজে পায় না
খুব সুন্দর একটি নাটক, সমাজের অবহেলিত কিছু মেয়ের বাস্তব কাহিনী তুলে ধরেছে এই নাটকের মধ্যে। 🙂💔
একদম ঠিক বলছেন ভাই😢😢সমাজের সব তুলেদরেছে😮😮
আমার ফের্মাস অ্যাক্টর তানজিন তিশা ❤❤❤❤ অনেক ভালো লেগেছে নাটকটি😢😢😢 thank you so much
নাটকটা এত ইমোশনাল শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে আমার চোখে পানি চলে এসেছে😢 সত্যি করে বলবেন বন্ধুরা এই নাটকটি দেখার পর কে কাঁদেননি
কেঁদেছি😭😭😭😭
মনের মতো একটা নাটক, ধন্যবাদ বাংলাভিশনকে এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য ❤
ধন্যবাদ জানাই নাটকের পরিচালককে।যে এত সুন্দর একটা নাটক আমাদের উপহার দিয়েছেন।তার সাথে সাথে ধন্যবাদ জানাই তিশা আপুকে যে এত সুন্দর অভিনয় করছেন।
নাটক টা কার কার ভালো লাগছে শুধু মাত্র তারাই একটা লাইক দাও
তানজিন তিশা যে অসাধারণ অভিনেত্রী আবার প্রমাণ করলেন। শুধু তিশার জন্যে ❤❤❤❤❤
রাইট
নাটকটি দেখে আমার চোখে জল এসেছে। মনে হয় এটা আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ নাটক।এতো চমৎকার ভাবে নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে, এটাকে নাটক না বলে বাস্তবতা বললেই বেশি মানায়।প্রসংশা জানানোর ভাষা নেয়।নির্মাতা পরিচালক থেকে শুরু করে সমস্ত কলাকুশলীকে লক্ষ্য কোটি অভিনন্দন এই অসাধারণ নাকটটি উপহার দেওয়ার জন্য। ❤❤❤❤❤❤❤❤❤
অসাধারণ, এতো ভালো নাটক অনেকদিন পর দেখলাম। তানজিন তিশা কে best actor( female) এর পুরস্কার দেওয়া উচিত।❤️❤️
Gangu vai copy
@@janina8972 ji na eta gangubai theke onek ta alada
কিছু ভালোবাসা দেহের সাথে নয় আত্মার সাথেই হয় 😭😭😭
তিশা আমার ফেবারিট অভিনেত্রী,আমার অনেক ভালো লাগে ওর অভিনয়,যতোটা নাটক দেখেছি একটা নাটকও খারাপ হয় নি,অসাধারন,এটা দেখতেছি,দেখার আগেই কমেন্টস করে ফেললাম,খারাপ হবে না আশা করি,,❤️🤙
10/10🔥
10.11.2024🎉
অসাধারণ অভিনয় তানজিন তিশার ❤❤❤
তানজিন তিশার এ নাটকটার অপেক্ষায় বহুদিন,একটু অন্য ধাজের নাটকগুলাতে আপনি জাস্ট
দারুন😍😘🥰
ইচ্ছে করে কোন নারী খারাপ হয় না! তবে শফিক এর মতো ইনোসেন্ট একটা মানুষ আমার ছিলো - সে আজ মাটির নীচে, তবুও অনুভূতি গুলো বড্ড বেশি আবেগি করে দিলো এই নাটক! আজও কিছু পুরুষ মানুষ অনেক ভালো আছে "
যারা এমন পুতুলের সংসার গড়ে তোলে! সবাই দেহ লোভী হয় না!
স্ক্রিপ্ট রাইটার কে বিশেষ - অভিনন্দন ও শুভকামনা রইল 🌺🦋
আমি ❤ নাটকখোর❤
তাই এমন নাটক আরো চাই - সব মিলিয়ে অনবদ্য - তিশা আপু - কে গ্রামীণ পোশাক এ একেবারেই ষোড়শী লেগেছে - একদম সদ্য কিশোরী একটা পুতুল 🤍💐
১ ঘন্টা ১০ মিমিটের নাটকটা দেখতে একটুও বিরক্ত লাগে নাই, নাটকটা খুব ই সুন্দর হইছে,, 💯