Sir, আপনে আমাদের মহান শিক্ষক + অবিভাবক। এত কমেন্টের উত্তর দেয়া মুশকিল। প্লিজ Zooom থেকে live-এ আসুন। এতে আমারও মনের কথা খুলে বলতে পারবো,অন্যদিকে আপনারও সময় বাঁঁচবে।
স্যার নমস্কার নেবেন। আমি আপনার প্রতিটি ভিডিও দেখি এবং শিখি সাথে অনেক উপকৃত হই। আমি ভ্যানিলা চাষ করতে চাই, সেটার উপর যদি একটা ভিডিও দেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভিডিও তৈরি হয়ে গিয়েছে আনতে পারছি না ।একটু সমস্যায় পড়েছি আর কয়েকটা দিন সময় দিন। আমার এই মুহূর্তে প্রায় ছয় হাজার কপি চারা বসানো হয়ে গেল। এখনও চলছে প্রতি দিন বসাচ্ছি।
আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের কে এই ভাবে সমৃদ্ধ করার জন্য। শশা গাছের স্ত্রী ফুলের সংখ্যা কিভাবে বাড়াবো সেটা যদি বলেন। গাছে প্রচুর ফুল আসছে কিন্তু একটা দুটো বাদে সবটাই পুরুষ ফুল।
স্যার আপনার প্রতিটা ভিডিও আমাদের জন্য অমূল্য সম্পদ,স্যার প্লাস্টিকের পটে লঙ্কা বীজ ফেলেছি এই পট গুলো কি রোদে রাখতে হবে ? ছায়া জায়গায় রাখলে কি বীজ অঙ্কুর হতে অসুবিধা হবে ? আর পুরনো গোবর সার নেই এর পরিবর্তে শুকনো ঘুঁটে ব্যাবহার করা যাবে কি, দয়া করে জানাবেন
আপনার কথা অনুযায়ী পটলের দানা থেকে চারা করেছিলাম গত বর্ষার সময়। এখন এক বছর বয়স। গাছ প্রচুর বাড়ছে। সতেজ। কিন্তু এখনো কোনো ফুল আসছে না। এর কারন কি? কবে ফুল আসবে? নাকি এর থেকে ফুল বা ফল হবে না? জানাবেন প্লীজ। তুষার নস্কর। কাকদ্বীপ।
দাদু আমি আমার ছাদ বাগানে শসা চাষ করতে চাচ্ছি কিন্তু আমার চারিপাশে যেসব গাছের দোকান আছে সেখানে শসা গাছের বীজ পাওয়া যাচ্ছে না তাই আমি পাকা শশা দিয়ে কি শশা গাছ তৈরি করতে পারব ?????????????????????????????????please বলবেন🥰😊
Kaku . Sosa . Ba lotano kander sobjir 3g cutting er bisoy e ektù bolben akta video kore. Je 3 g cutting koto ta karjo kori. Chash er jomi te . Ar choto chash er khetre . Mane holo je. Kon jaiga te 3 g cutting projojjo ar kothai projojjo noi . Korle ki lav hobe na kono somossa hobe .. lav khoti doto niya akta videoo korun
Sir, Nomoskar, Ami ei December mas e shosha lagate chacchi, laganor aghe ki ki sar madai dite hobe & ropon hote folon porjonto sarer proyog o mattra janale khub Khushi hobo. Janaben please.
স্যার বিশ শতক শসা লাগাইছি,,, পাচ ছয় দিন আগে ,,, বেড উচু এক ফিট জল সেচ দিয়ে বীজ বপন করা হয়,,, কিছু কিছু জায়গায় জল কম হ ওয়ায় গাছ উঠতেছেনা ,, অন্যান্য গাছের পাতা দুইটি করে হয়েছে,,, এখন কি জল সেচ দেওয়া যাবে,,, বাংলাদেশ থেকে,,, আপনের সাথে কিভাবে ভিডিও করে কথা বলবো,,, যদি নম্বর দিতেন ভালো হতো
নমস্কার স্যার আপনার প্রতিটা ভিডিও আমি ফলো করি। শসা ও করোলা কোঁকড়ানো ও সাদা মাছি। যেটাকে আমরা থ্রিপস বলি। তার কন্ট্রোলের জন্য ভালো কম্বিনেশন বলবেন স্যার। ওষুধের কম্বিনেশন নিয়ে কিছু ভিডিও করলে ভালো হয়। স্যার ভালো থাকবেন । বর্ধমান কাটোয়া থেকে বলছি স্যার। আমি একজন চাষী। আপনি উত্তর দিয়ে আমাদেরকে উপকার করবেন 🙏🙏
উলালা প্রতি লিটার জলে এক গ্রাম সেই সঙ্গে কনফিডর এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া দুবার। তারপর Movento Energy দশ লিটার জলে দশ মিলি সেইসঙ্গে একতারা 5 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
Sir pleas coloma begun chas nia akta video anben ar atar chara kotha thaka pabo ta video tai boladaben abara sitar aga aboshoi video ta denar chesta korben
আপনি কি কলমের বেগুন চারার কথা বলছেন? বেশি জায়গায় ঐ চাষ সম্ভব নয়। কিছু বা অল্প কয়েকটা করে দেখতে পারেন।দক্ষিণ 24 পরগনা জেলার, সাগর ব্লকের হরিণবাড়ি গ্রামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক প্রদ্যুৎ কুমার মন্ডল এই কাজ করছেন।
স্যার বলছিলাম,, আমার যে জমি একটু নিচু এবং হালকা এটেল মাটি যুক্ত,,, ওখানে কি এই সময়ে শীতকালীন মাটির শসা চাষ করা যাবে ,,,, এর উত্তরটা দিলে খুবই উপকৃত হব স্যার 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমি এখন যেই শশাটা লাগিয়েছি সেটা পুরোপুরি আপনার মতই চলছে আপনি যে যে ওষুধে বলছেন তাই তাই দিচ্ছি কিন্তু আমার সমস্যা হল 21 22 দিনের শশা গাছ এখন থেকেই কুঁকড়ে যাচ্ছেআপনি যদি আমার এই প্রতিকার বলে দেন তাহলে আমার খুব ভালো হয়
@@farmingadviseranathhalder7579 ok thank you so much 😊 R beka terar jonno ki debo.. Amar kache pgr Naa,amino acid, boron, zinc sulphate, magnesium sulphate stock - e ache. Na corogen+mobobin debo. R corogen er sathe ki profexsuper add korbo?
Sir namaskar, sasa gache sabe ful o guti esechhe. Ekhon kritap spray kara jabe ki, hole tar doase koto? Sir, sabji gache Iffco Nano spray kara jabe ki ebong doase koto? Please bolben. Purba Medinipur.
সবজিতে ন্যানো ইউরিয়া প্রতি লিটার জলে এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। আর kritap এর মাত্রা হলো শসাতে দশ লিটার জলে ৮ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। বেশি দিলে গাছের পাতা পুড়ে যায়।
ভালো পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ জানাই। চেষ্টা করবো। আমি তো পশ্চিম মেদিনীপুরের শেষপ্রান্তে শালবনি ব্লকে কাজ করছি। এখানে ও শসা চাষ হচ্ছে। তবে আপনাকেও বলি যদি অনেক বেশী জায়গায় 5/6 বিঘাতে শসা চাষ করেন তাহলে 4/5 রকম জাতের শসা চাষ করবেন । তাহলে ঠকতে হবে না।
@@farmingadviseranathhalder7579 sir amra koyek basor dhore nijeder beej lagachi darun falon magh mase asun ami nije 48 katha char kore baisagh mase 28 katha ebona bhadra mase I bighe pls ekta video magh mase oboshyo banaben ami nije eta pesagoto chas kori amar mato onek bekarder kaje lagbe .. 2-3 sejin mile keu jodi 5 bighe chas puro bochore korte pare ar chakri korte hobe na sir
Sir sosha gacher pata kukre jache, holud hoye jache, sobuj vab ta thakche na. Doga thomke jache. Pata choto hoye jache ami " Sahosh + boom tet+ finish out " Sob diyechi but no result. To be sada machi ekhon r nei tao gach valo hoche na. Pls help
সাহস প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে পি জি আর প্রতি লিটার জলে আড়াই মিলি ও Aries কোম্পানির তৈরি Macro Fert NPK 20 20 20 প্রতি লিটার জলে 5gram একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন চার দিন ছাড়া ছাড়া তিন বার। ভালো কাজ পাবেন।
কাকু, আমার শশা গাছের বয়েস ২০ দিন। ৪ কাঠা জমিতে করেছি । লক্ষী পুজোর আগেই বের হবে। তো , আমি ২ দুটো আলাদা আলাদা কোম্পানির বীজ লাগিয়েছি। একপাশে র গাছের গ্রোথ অনেক কম। আর এক পাশের মোটামোটি ঠিকিই আছে। গাছের গ্রোথ বাড়াবার জন্য কি স্প্রে করতে হবে?🥒🥒🥒🥒
কাজ হয় , আবার স্প্রে করার তিন দিন পর ঐ সাদা মাছি চলে আসে। এজন্য সমস্যা হয়। আপনাকে এবার হোমিওপ্যাথিক ওষুধ দোকান থেকে কালমেঘ মাদার দাম খুব কম নেবে প্রতি লিটার পানিতে তিন মিলি মিশিয়ে পরপর দুদিন খুব সকালে অথবা বিকেল পাঁচটার পরে স্প্রে করতে হবে, দেখবেন ভালো কাজ পাবেন।
ধন্যবাদ স্যার । আপনার পরামর্শ নিচ্ছি নেব । ভাল থাকুন, নমস্কার ।
ধন্যবাদ জানাই ।
আপনি ও ভালো থাকুন,
আর সকলকে নিয়ে চলুন এগিয়ে চলি।
দাদু 💖💖💖
Sir,
আপনে আমাদের মহান শিক্ষক + অবিভাবক। এত কমেন্টের উত্তর দেয়া মুশকিল। প্লিজ
Zooom থেকে live-এ আসুন। এতে আমারও মনের কথা খুলে বলতে পারবো,অন্যদিকে আপনারও সময় বাঁঁচবে।
Sir, আপনার মঙ্গল কামনা করি,আপনার পরামর্শে শশা চাষ করে,গত বছরের ধান চাষের ঋন পরিশোধ করতে পেরেছি
ধন্যবাদ জানাই ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
খুব সুন্দর হয়েছে
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
Protiti video r moto ei video theke kichu tips pelam . Anek dhanyabad janai valo thakben 🙏.
Bhalo lagche
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
থ্যাঙ্ক ইউ স্যার ভালো থাকুন স্যার আপনার ভিডিও খুব ভাললাগে
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
ভালো লাগলে ভিডিও টা।
ধন্যবাদ জানাই।
অনেক ধন্যবাদ 🤝👌
ধন্যবাদ জানাই।
সেইসঙ্গে চলুন সকলে এগিয়ে চলি।
1st view.
Purulia..theke bolchi
Namaskar neben sir...apni asha kori.bhalo achen..amader sabjir dam khob kam..thai mon bhara kranta..
গুরুত্বপূর্ণ টিপস। ❤️🩹❤️🩹👍👍
ধন্যবাদ জানাই সেইসঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
স্যার, ড্রিপ irrigation system কিভাবে করবো, একটি video দিলে ভালো হতো,কিভাবে বানাবো,জিনিসপত্র কোথায় পাবো,এক বিঘা জমির জন্য খরচ কিরকম হবে
Amazon নে সব পাওয়া যাবে ।
Ki
Aa
🎉❤
@@buluacharya3032
বলছি কাকু কেমন আছো।
তোমার ভিডিও দেখতে আমার ভালো লাগে।
বলছি কাকু ভালো থাকবে।
ধন্যবাদ জানাই।
তোমরাও সপরিবারে ভালো থেকো আর চলো সকলে এগিয়ে চলি।
ধন্যবাদ জানাই আপনাকে আরও দ্রুত গতিতে চাষীদের এগিয়ে নিয়ে চলুন টমাটম চারা আপনার ওখানে পাওয়া যাবে ধন্যবাদ
হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে , তবে একটু দেরি হবে।আমার নাম বলবেন। এই নম্বরে যোগাযোগ করুন 8373835994
স্যার
নমস্কার নেবেন।
আমি আপনার প্রতিটি ভিডিও দেখি এবং শিখি সাথে অনেক উপকৃত হই।
আমি ভ্যানিলা চাষ করতে চাই,
সেটার উপর যদি একটা ভিডিও দেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
একটু সময় দিন আমি ভিডিও করার চেষ্টা করবো।
আসলে আমি খুব চাপের মধ্যে আছি।
Sir badhakobir video ta taratari. Diben sir. I am waiting
ভিডিও তৈরি হয়ে গিয়েছে আনতে পারছি না ।একটু সমস্যায় পড়েছি আর কয়েকটা দিন সময় দিন। আমার এই মুহূর্তে প্রায় ছয় হাজার কপি চারা বসানো হয়ে গেল। এখনও চলছে প্রতি দিন বসাচ্ছি।
Sir ..... sosa chaser ekta spray schedule deben
আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের কে এই ভাবে সমৃদ্ধ করার জন্য। শশা গাছের স্ত্রী ফুলের সংখ্যা কিভাবে বাড়াবো সেটা যদি বলেন। গাছে প্রচুর ফুল আসছে কিন্তু একটা দুটো বাদে সবটাই পুরুষ ফুল।
Booster 3 লিবিকস কোম্পানির তৈরি কম দামের ওষুধ প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া ছাড়া দুবার ।
স্যার আপনার প্রতিটা ভিডিও আমাদের জন্য অমূল্য সম্পদ,স্যার প্লাস্টিকের পটে লঙ্কা বীজ ফেলেছি এই পট গুলো কি রোদে রাখতে হবে ? ছায়া জায়গায় রাখলে কি বীজ অঙ্কুর হতে অসুবিধা হবে ? আর পুরনো গোবর সার নেই এর পরিবর্তে শুকনো ঘুঁটে ব্যাবহার করা যাবে কি, দয়া করে জানাবেন
ঘুঁটে জলে ভিজিয়ে তারপর গুঁড়ো করে ব্যবহার করবেন।।
লঙ্কা বীজ পটে বুনে ছায়াযুক্ত জায়গায়
রাখবেন।
Darun
ধন্যবাদ জানাই ,
সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন
আর চলুন এগিয়ে চলি
🙏🙏🙏 Kemon achen Gurudeb , Darun Laglo Video
শসা তেতো হয়ে যাবার কারন ও প্রতিকার নিয়ে আলোচনা করলে খুব উপকৃত হব।
জল সের্চ কম হলে বা মাটিতে যো কম থাকলে শসা তেতো হয় ।
Shasha gachher growth khub valo hayechhe. Gachhe ful bhore gechhe. Kintu sab ful purush ful. Ki karbo
মহাশয় আপনি পটল তরাই চাষের একটি ভিডিও করার অনুরোধ করছি।
স্যার ডাগন চাষ নিয়ে বলুন
সবে পটে চারা বসিয়েছি।
মূল জায়গায় যখন বসাবো তখন অবশ্যই ভিডিও করে জানাবো।
মাসটার মশাই আমি ছাদ বাগানি বলছি শশা আর কুমড়ো গাছে কাকা এসপে করতে পারবো
স্যার আপনি কেমন আছেন। আপনি ঘরুয়া পুষ্টি বাগান নিয়ে একটা ভিডিও বানালে আমার মতো অনেক ফ্যামেলি উপকৃত হবে।
খুব খুব ভালো পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই ।
একটু সময় দিন,
আমি ভিডিও করার চেষ্টা করবো ।
স্যার আপনার ভিডিও আরও বেশি বেশি চাই।
আমি চেষ্টা করবো ভিডিও আনতে।
আপনারা সপরিবারে ভালো থাকুন,
আর এগিয়ে চলুন।
দাদা ভাই কোন মাসে এই শশা গাছ রোপন করতে হয় দয়াকরে আমাকে একটু অবশ্যই জানাও ভালবাসা রইলো ইতি তোমার বোন হাসি মিত্র
Sir, Shosa gacher bacterial uilt er sothik somadan ki? Janale upokrito hobo. From Bangladesh
সময় করে ধনে চাষের vedio টা পোস্ট করুন স্যার... স্যালুট জানাই আপনাকে আপনার কাজকে. ভালো থাকবেন স্যার
ভিডিও তৈরী হয়ে গিয়েছে।
খুব শিগগিরই আমার সামনে আনছি।
আশা করি সব বুঝতে পারবেন।
khub sundar video
ধন্যবাদ জানাই।
সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
Sir brinjal chaser ekta video banan khub bhalo hoi
আমি তিন বিঘা জমি তে
বেগুন চাষ করেছি। অবশ্যই ভিডিও করে জানাবো।
Sir amar begun tolatey begun pata gulo sukno hoye jachey keno ki kitnasak spray kortey hobey bolben
দাদা আমার শশা গাছ বিসদিন হয়েছে এখন দিতে হবে বলে দিলে খুব উপকৃত হব
স্যার, iffco consortia liquid নিয়ে একটি ভিডিও করুন।
হ্যাঁ ,
খুব ভালো কথা বলেছেন। চেষ্টা করবো ভিডিও করতে।
Thank you sir
আমি আজ প্রথম তোমার ভিডিও দেখলাম দেখে খুব ভালো লাগলো যদি আমাকে সাহায্য করতে পারো, আমি খুব খুশি হব
Thank u sir
সর্পগন্ধা গাছের বীজ থেকে চারা রোপণ করা যায় জানালে উপকৃত হব ধন্যবাদ নমস্কার নেবেন গনেশ পাল পশ্চিম বর্ধমান দুর্গাপুর
স্যার, ইমিডাক্লোরোফিল ও ছত্রাকনাশক কি তিনদিন ছাড়া ছাড়া ব্যবহার করা যাবে?
আপনার কথা অনুযায়ী পটলের দানা থেকে চারা করেছিলাম গত বর্ষার সময়। এখন এক বছর বয়স। গাছ প্রচুর বাড়ছে। সতেজ। কিন্তু এখনো কোনো ফুল আসছে না। এর কারন কি? কবে ফুল আসবে? নাকি এর থেকে ফুল বা ফল হবে না? জানাবেন প্লীজ।
তুষার নস্কর। কাকদ্বীপ।
Very nice
ধন্যবাদ জানাই,
ভালো থাকুন।
Sir
আমি একটি সমস্যা নিয়ে আপনার মতামত জানতে চাই।
আমার বাগানে খুব জোঁক এর উপদ্রপ বেড়েছে। এই জোঁক নিয়ন্ত্রণ এর কোনো উপায় যদি বলেন খুব উপকৃত হই।
গুড়াকু তামাক দিয়ে দাঁত মাজা হয়।
ঐ তামাক প্রতি লিটার জলে 50 গ্রাম
মিশিয়ে জোঁকের গায়ে স্প্রে করবেন।
Sir apnar moto kore korola ar Sosa ek sathe cas korte parbo janabe
হ্যাঁ, অবশ্যই চাষ করতে পারবেন।
এখন গরমের সময় বেশী রাসায়নিক সার প্রয়োগ করবেন না।
আর পোকার ব্যাপারে প্রথম থেকে খেয়াল রাখবেন।
অবহেলা করবেন না।
@@farmingadviseranathhalder7579 sir apni pase thakben tahole ar kono problem nei,sir please korola bejer nam bonul choto ba haf korola
স্যার এই ভিডিওটার ২ন্ড পার্ট আনলে ভালো হয়..আমি শসা লাগিয়েছি ..ভিডিও তা পেয়ে উপকৃত হলাম..Thank you
ধন্যবাদ জানাই ভালো থাকুন আর এগিয়ে চলুন। পাশে আছি।
কাকু ব্যাবসায়িক ভিত্তিক গাঁদা ফুল চাষের A to Z ভিডিও দেন ।
ভিডিও তৈরি হয়ে গিয়েছে চেষ্টা করবো ভিডিও করতে।
গুরুদেব প্রণাম গুরুদেব আমার শসা গাছের বয়স পাঁচ থেকে সাত দিন কিন্তু গোরা পচে পচে মারা যাচ্ছে কি ওষুধ স্প্রে করলে ঠিক হবে একটু বলবেন
কম দামের ওষুধ টাটা মাষ্টার প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার খুব ভালো কাজ পাবেন।
Sir all win top plus kakrol uche potole e deoa deoa jabe
অবশ্যই স্প্রে করবেন বিকাল বেলায়।
দাদু আমি আমার ছাদ বাগানে শসা চাষ করতে চাচ্ছি কিন্তু আমার চারিপাশে যেসব গাছের দোকান আছে সেখানে শসা গাছের বীজ পাওয়া যাচ্ছে না তাই আমি পাকা শশা দিয়ে কি শশা গাছ তৈরি করতে পারব
?????????????????????????????????please বলবেন🥰😊
Kaku . Sosa . Ba lotano kander sobjir 3g cutting er bisoy e ektù bolben akta video kore. Je 3 g cutting koto ta karjo kori. Chash er jomi te . Ar choto chash er khetre .
Mane holo je. Kon jaiga te 3 g cutting projojjo ar kothai projojjo noi . Korle ki lav hobe na kono somossa hobe .. lav khoti doto niya akta videoo korun
Sir, Nomoskar, Ami ei December mas e shosha lagate chacchi, laganor aghe ki ki sar madai dite hobe & ropon hote folon porjonto sarer proyog o mattra janale khub Khushi hobo. Janaben please.
আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি।
Sir আমি ২/৩ কাটা শশা চাষ করেছি এখন অল্প অল্প ফুল আসছে । এখন কিছু ভিটামিন দেবো।।কি ভিটামিন দেবো একটু বলবেন
Sir আমার শশা গাছের পাতা গুলো কুঁকড়ে যাচ্ছে হালকা হালকা হচ্ছে।। এখন কি দেবো একটু বলবেন।।
Sundar ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
@@farmingadviseranathhalder7579 স্যার আপনার নাম্বার দেইন
Thanks
অসংখ্য ধন্যবাদ জানাই।
স্যার পানের বরজ ভাঙা মাটিতে ঝাল লাগানোর পরিচর্যা সম্পর্কে বলবেন
হ্যাঁ অবশ্যই লঙ্কা চাষ নিয়ে ভিডিও আনবো।
স্যার বিশ শতক শসা লাগাইছি,,, পাচ ছয় দিন আগে ,,, বেড উচু এক ফিট জল সেচ দিয়ে বীজ বপন করা হয়,,, কিছু কিছু জায়গায় জল কম হ ওয়ায় গাছ উঠতেছেনা ,, অন্যান্য গাছের পাতা দুইটি করে হয়েছে,,, এখন কি জল সেচ দেওয়া যাবে,,, বাংলাদেশ থেকে,,, আপনের সাথে কিভাবে ভিডিও করে কথা বলবো,,, যদি নম্বর দিতেন ভালো হতো
Sarisar khol a tricomaviridi misale valo hobe sr
সরিষার খোল এর সঙ্গে tricoderma viridi মিশিয়ে ব্যবহার করলে অসুবিধা হবে না।
Sir এসময় বাধাকপি চাষ করতে হলে কোন জাতের বীজ ফেলতে হবে?
NS 43
অথবা সেমিনিজের Royal cross
দুটো জাত করতে পারেন।
Sir ekhon ki vendi lagano jabe r kon jater vendi ta lagano seta bolben r jomi kivabe ready korbo setao bolben
Sir, jesab fpc(fermars producer company) je samastho mali dhan seed dichhe seguli naki certifide na? Onno companyguli balchhe, to kibhabe bujhbo....
সার্টিফাইড ধানের প্যাকেটের উপরে
দুটো কার্ড লাগানো থাকবে ।একটার রঙ সবুজ ও অন্য টা নীল রঙের।
আচ্ছা এই নিয়ে ভিডিও করার চেষ্টা করবো।
শুভ নববর্ষ স্যার।স্যার কৃমির জন্য কি দোবো।জানালে উপকৃত হতাম।
ভলিউম প্রাইম প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে ঐ জল গাছের গোড়ার মাটি ভিজিয়ে দেবেন।
কাকা আপনাকে ধন্যবাদ জানায় কাইট পাওয়া জাচছেনা আর উলালা কি টমেটোয় দেওয়া জাবে বর্ষসা কালে দয়া করে জানাবেন
sir আমি বাঁকুড়া জেলা থেকে বলছি,, আমি এখন পনেরো কাঠা জমিতে shosa চাষ করতে চাই ,,, এখন ভালো হবে তো ????
অবশ্যই ভালো হবে। এখন শসার বাজার ভালো চলছে।
Valo folon er Desi Sasha r seed ki ache
নমস্কার স্যার আপনার প্রতিটা ভিডিও আমি ফলো করি। শসা ও করোলা কোঁকড়ানো ও সাদা মাছি। যেটাকে আমরা থ্রিপস বলি। তার কন্ট্রোলের জন্য ভালো কম্বিনেশন বলবেন স্যার। ওষুধের কম্বিনেশন নিয়ে কিছু ভিডিও করলে ভালো হয়। স্যার ভালো থাকবেন । বর্ধমান কাটোয়া থেকে বলছি স্যার। আমি একজন চাষী। আপনি উত্তর দিয়ে আমাদেরকে উপকার করবেন 🙏🙏
উলালা প্রতি লিটার জলে এক গ্রাম সেই সঙ্গে কনফিডর এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া দুবার।
তারপর Movento Energy দশ লিটার জলে দশ মিলি সেইসঙ্গে একতারা 5 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
@@farmingadviseranathhalder7579 সার কনফিডর পতিলিটার জলে 1ml
Shoot and Dhara
Sir pleas coloma begun chas nia akta video anben ar atar chara kotha thaka pabo ta video tai boladaben abara sitar aga aboshoi video ta denar chesta korben
আপনি কি কলমের বেগুন চারার কথা বলছেন?
বেশি জায়গায় ঐ চাষ সম্ভব নয়।
কিছু বা অল্প কয়েকটা করে দেখতে পারেন।দক্ষিণ 24 পরগনা জেলার, সাগর ব্লকের হরিণবাড়ি গ্রামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক প্রদ্যুৎ কুমার মন্ডল এই কাজ করছেন।
স্যার বলছিলাম,, আমার যে জমি একটু নিচু এবং হালকা এটেল মাটি যুক্ত,,, ওখানে কি এই সময়ে শীতকালীন মাটির শসা চাষ করা যাবে ,,,, এর উত্তরটা দিলে খুবই উপকৃত হব স্যার 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
খুব ভালো ফলন হবে।
তাছাড়া এখন শসার বাজার দর খুব ভালো।
sir Sasa gachher ki vitamin deoya jabe .. bolle valo hoi
অল উইন গোল্ড সুপার প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া ছাড়া তিন বার।
আমি এখন যেই শশাটা লাগিয়েছি সেটা পুরোপুরি আপনার মতই চলছে আপনি যে যে ওষুধে বলছেন তাই তাই দিচ্ছি কিন্তু আমার সমস্যা হল 21 22 দিনের শশা গাছ এখন থেকেই কুঁকড়ে যাচ্ছেআপনি যদি আমার এই প্রতিকার বলে দেন তাহলে আমার খুব ভালো হয়
আপনি কম দামের ওষুধ ল্যান্সার গোল্ড প্রতি লিটার জলে আড়াই গ্রাম সেই সঙ্গে এক গ্রাম উলালা মিশিয়ে স্প্রে করুন 3 দিন ছাড়া দুবার বিকালে ।
❤❤❤ উচ্ছে গাছের A to Z ভিডি চাই।উচ্ছেতে ব্যাকটেরিয়াল উইল্টের আক্রমণ হচ্ছে কী করব?
V3 +copper oxychloride diye gorate drenching korun.
Sir multching+drip nia akta video banan abong ar suvida o normal chaser thaka ata kotota folon pabo ta janaben
হ্যাঁ ,
খুব ভালো কথা বলেছেন।
Mulching নিয়ে ভিডিও আনবো।
Sir vnr Krish Sosa cas korajabe please janaben
ঐ বীজ ও ভালো।
Thanks sir khub valo laglo apnar motamot peye valo thakben,
Sir,আমার আতা গাছে ফুল আসছে এবং ফুল শুকিয়ে যাচ্ছেকোন গুটি দাঁড়াচ্ছে কি করলে গুটি দাঁড়াবে তার পরামর্শ দিন।
প্রতি লিটার জলে আড়াই গ্রাম টাটা মাস্টার সেই সঙ্গে মিরাকুলান এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় চার দিন ছাড়া দুবার।
Sosa bind koeche sekhan theke ros ber hoche r baka hoche
Please jodi ektu boleden
Profexsuper+ agromin/ mobobin dile kaj hobe?
Please janaben
কোরাজেন ১০ লিটার জলে পাঁচ মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল চারটার পরে পাঁচ দিন ছাড়া দুবার।
@@farmingadviseranathhalder7579 ok thank you so much 😊
R beka terar jonno ki debo..
Amar kache pgr Naa,amino acid, boron, zinc sulphate, magnesium sulphate stock - e ache.
Na corogen+mobobin debo.
R corogen er sathe ki profexsuper add korbo?
Sir, আপনার পদ্ধতিতে বোরো এবং আলু চাষ করে মজা পেয়ে গেছি, আমন ধানের ছোট্টো একটি সার প্রয়োগের উপরে ভিডিও চাই request 🙏
আচ্ছা চেষ্টা করবো।
স্যার আমার শশা গাছে শশা ধরেছে গাছের গোড়ায় রসগোল্লার রস বেশী পড়ে গিয়ে গাছ ঝিমিয়ে যাচ্ছে কি করবো
Sir Sosa theke aatha berochhelo tar por Sosa beke gelo. Upai ki ? Namaskar malda theke 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
প্রতি লিটার জলে দুই গ্রাম বোরন সেই সঙ্গে দুই মিলি অল উইন গোল্ড সুপার
মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় চার দিন ছাড়া ছাড়া দুবার।
All plant jonno liquid npk bolben plz
IFFCO কোম্পানির কনসোর্টিয়া এক লিটার জলে 100 মিলি মিশিয়ে গাছের গোড়ায় গোড়ায় দেবেন 15 দিন ছাড়া ছাড়া ।
এটা জৈব এন পি কে সার।
Sir ছোট শশা ফুটো করে দিচ্ছে রারাসায়নিক কীটনাশক বলুন, আমার কাছে Adama barazide আছে দিলে কাজ হবে কি
হ্যাঁ, কাজ হবে।
দশ লিটার জলে 18 মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিন দিন ছাড়া দুবার।
@@farmingadviseranathhalder7579 sir onek dhonnobad
Sir namaskar, sasa gache sabe ful o guti esechhe. Ekhon kritap spray kara jabe ki, hole tar doase koto?
Sir, sabji gache Iffco Nano spray kara jabe ki ebong doase koto? Please bolben. Purba Medinipur.
সবজিতে ন্যানো ইউরিয়া প্রতি লিটার জলে এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।
আর kritap এর মাত্রা হলো শসাতে দশ লিটার জলে ৮ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। বেশি দিলে গাছের পাতা পুড়ে যায়।
@@farmingadviseranathhalder7579 Thank you sir, it's very helpful to me.
Dada ..amar bari...daspur thana...Chas amar nesa...4 bar sasa chas kori...magh mas theke suru hoy...eklot uthe geche...abar lagiyechi...amader ekhane video korun samner bachar
ভালো পরামর্শ দিয়েছেন,
ধন্যবাদ জানাই।
চেষ্টা করবো।
আমি তো পশ্চিম মেদিনীপুরের শেষপ্রান্তে শালবনি ব্লকে কাজ করছি। এখানে ও শসা চাষ হচ্ছে।
তবে আপনাকেও বলি যদি অনেক বেশী জায়গায় 5/6 বিঘাতে শসা চাষ করেন তাহলে 4/5 রকম জাতের শসা চাষ করবেন ।
তাহলে ঠকতে হবে না।
@@farmingadviseranathhalder7579 sir amra koyek basor dhore nijeder beej lagachi darun falon magh mase asun ami nije 48 katha char kore baisagh mase 28 katha ebona bhadra mase I bighe pls ekta video magh mase oboshyo banaben ami nije eta pesagoto chas kori amar mato onek bekarder kaje lagbe .. 2-3 sejin mile keu jodi 5 bighe chas puro bochore korte pare ar chakri korte hobe na sir
👍👍👍👍👍
🙏🙏🙏🙏🙏
Dada Bangladesh a booster 2 pgr pawa jaina. Ty onno ki pgr babohar kora jabe janaben please
সাগরিকা প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন।
Hi sir
Sir ভ্যানিলা চাষ পদ্ধতি জানান
হ্যাঁ অবশ্যই ভিডিও করে জানাবো।
সার আমার শশা গাছে ফুল এসেছে গাছের অবস্থা ভালোই এখন বোরন ও 00 50 ও biovita x দেওয়া যাবে
হ্যাঁ অবশ্যই স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে চার দিন ছাড়া ছাড়া তিন বার।
ধন্যবাদ
সের লংকা গাছেও দেওয়া যাবে কি
Sir sosha gacher pata kukre jache, holud hoye jache, sobuj vab ta thakche na. Doga thomke jache. Pata choto hoye jache ami " Sahosh + boom tet+ finish out " Sob diyechi but no result. To be sada machi ekhon r nei tao gach valo hoche na. Pls help
সাহস প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে
পি জি আর প্রতি লিটার জলে আড়াই মিলি
ও Aries কোম্পানির তৈরি Macro Fert
NPK 20 20 20 প্রতি লিটার জলে 5gram
একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন চার দিন ছাড়া ছাড়া তিন বার।
ভালো কাজ পাবেন।
স্যার npk ফুল ফর্ম কি
ভাইরাস আক্রান্ত গাছের ভালো কিঔষধ আছে?স্যার ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে।
Melody do...2.5 ml per litre
Srabon mase sim bij bopon korbo kon compynir bij kinb
হাসনাবাদের চওড়া সবুজ শিম চাষ করুন।
দাদু রমজান মাস উপলক্ষে কী জাতের শসা লাগাবো
রাজমাতা ভালো হবে
Sir ami GMS company শশা বীজ ব্যবহার করছি।।। বীজটা কেমন।।। কখন লাগাবো একটু বলবেন
আমি ঐ বীজ চাষ করে দেখিনি।
স্যার আমার প্রণাম নেবেন🙏
🙏🙏🙏
কাকু, আমার শশা গাছের বয়েস ২০ দিন। ৪ কাঠা জমিতে করেছি । লক্ষী পুজোর আগেই বের হবে। তো , আমি ২ দুটো আলাদা আলাদা কোম্পানির বীজ লাগিয়েছি। একপাশে র গাছের গ্রোথ অনেক কম। আর এক পাশের মোটামোটি ঠিকিই আছে। গাছের গ্রোথ বাড়াবার জন্য কি স্প্রে করতে হবে?🥒🥒🥒🥒
কম দামের ওষুধ মিরাকুলান 15 লিটার জলে 25 মিলি সেই সঙ্গে 30 মিলি প জি আর মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় সাত দিন ছাড়া দুবার।
কাকু, আমি বাংলাদেশ থেকে আপনার বাড়ীতে যাব। waste Decomposar, বিভিন্ন রকমের কিছু বীজ আমাকে দিবেন। আপনার বাড়ীর লোকেশন দিবেন। আপনার সুখ শান্তি কামনা করি।
KAKA ওষধ লাগবে।
আমি বাড়িতে থাকলে অবশ্যই পাবেন।
আমিতো বাড়িতে থাকি না।আমি পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্তে শালবনি ব্লকে কাজ করছি আর এখানেই থাকি।
Sir ame BASF INtrepid(chlorfenapyr10/ s.c)+admire(imidacloprid70/) diea che tatau kono kag hocha na ko
কাজ হয় ,
আবার স্প্রে করার তিন দিন পর
ঐ সাদা মাছি চলে আসে। এজন্য সমস্যা হয়।
আপনাকে এবার হোমিওপ্যাথিক ওষুধ দোকান থেকে কালমেঘ মাদার
দাম খুব কম নেবে প্রতি লিটার পানিতে তিন মিলি মিশিয়ে পরপর দুদিন খুব সকালে অথবা বিকেল পাঁচটার পরে স্প্রে করতে হবে, দেখবেন ভালো কাজ পাবেন।
আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, নতুন চাষে নেমেছি। আগামী দুর্গাপূজায় শসার মার্কেট ধরতে চাই । কোন সময় বীজ রোপণ করা যথাযথ হবে। হোটর- দঃ ২৪ পরগণা
ভাদ্র মাসের 10 তারিখে বীজ বুনবেন।