আমার দাদার বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। খুব একটা যাওয়া হয় না দেশের বাড়ীতে কারণ বাবা মা সহ আমার পরিবারের সকলেই চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করছি। তবে আপনার ভিডিও গুলো দেখলে মন চায় প্রতি সপ্তাহে একবার লঞ্চে উঠি।খুব ভালো ভিডিও। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক এই দোয়া করি
Noyon whatever you eat in the launch/ship you always give the positive feedback. After having a single bite you say 'oh it's good' which is really positive to the people who intend to travel by launch and wish to have food in the launch. I love to watch your video. Keep uploading much more travel videos.
ভাই আমার বাড়ি পিরজপুর, কিন্তু আজ আর নেই, ২০০৪ সালে কলকাতা চলে এসেছি সারা জিবনের জন্য, খুব মিস করি আমার সোনার বাংলাকে, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, এই মাতৃ ভুমি কে দেখে, ভাল থাকবেন সবাই......।
দেশের যাত্রীবাহী নৌযানগুলো মধুমতি জাহাজের মতো করে তৈরী করা উচিত। লাইটিং, ডেকোরেশনেরর চাইতে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেয়া উচিত। নয়ন সাহেব এ বিষয়ে আপনার মতামত কি?
Apnar subscriber jokhon 25.1k chiloh tokhon theke apnar video dekha start korie.Bhai apnar vlogging skill superb.Apnar kono video miss dei ni ami.Emon oshandharon videos aro chai Bhai.Keep going
ঢাকা থেকে ছাড়ার সময় সুচীঃ প্রতি সোম ও বৃহস্পতি বার সন্ধ্যা ৬.৩০ মিনিটে ঢাকা নদী বন্দরের লালকুঠি ঘাট থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন bit.ly/ModhumotiSchedule ঢাকা থেকে সম্ভবত রাত ১০ টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে চলে আসে, চাঁদপুর স্টিমার ঘাট - মো: মনির হোসেন, ফোন: ০৮৪১/৬৩১৩৫, মোবা: ০১৯৩০৩৭২৯৯৫, এখানে ফোন করে জেনে নিয়েন। ভোর ৪ টা ৩০ বা ৫ টায় বরিশাল পৌছায়, এরপর ঝালকাঠি, কাউখালি, হুলার হাট, চরখালী, মাছুয়া, সন্ন্যাসী ঘাট পেড়িয়ে পৌছায় মোড়েলগঞ্জ ঘাটে।
একটি প্রশ্ন, আপনি কি প্রথম শ্রেণির সিঙ্গল কেবিনের যাত্রী ছিলেন? আপনার কেবিন এবং প্রথম শ্রেণির যে দু'টি কেবিন দেখালেন, তার মধ্যে একটা পার্থক্য চোখে পড়ল। ওই দু'টি কেবিনের জানলা মনে হল নদীর দিকে। কিন্তু আপনার কেবিনের জানলা করিডরের দিকে। একটু জানাবেন?
আমি ছিলাম "ডিলাক্স শ্রেণী সেমি ডাবল এসি কেবিনে"। হ্যাঁ আমার কেবিনের জানালা করিডরের দিকে ছিল। তবে ডাবল এসি কেবিন, সিঙ্গেল এসি কেবিন এবং ভিআইপি কেবিনের জানালা নদীর দিকে আছে! আপনাকে অনেক ধন্যবাদ! ভাল থাকবেন।
@@NayanMajumder ঢাকা-বরিশাল নদীপথ নিয়ে শ্রদ্ধেয় সাহিত্যিকেরা অনেকেই লিখেছেন। সেই সমস্ত লেখাতেই পড়েছি, পূর্ণিমার রাতে এই যাত্রা নাকি আরও মায়াবি হয়ে ওঠে। হয়তো সে সব দেখা হবে কোনও দিন। পৃথিবীর এই দুঃসময় শীঘ্রই কেটে যাবে আশা করি। তত দিন ইউটিউব ভরসা। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
মজুমদার ভাই আপনি বেশ কস্ট করে ভিডিও করেন, তাই সম্পুর্ণ ভিডিও দেখি। আপনার অধিকাংশ ভিডিও বরিশাল অঞ্চলের তথা বাংলার সৌন্দর্য তুলে ধরেন, সেজন্য ভিডিওগুলো এতটা চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আরও চাই এ রকম
বাসায় খুব বিরক্ত হচ্ছি। কারন আমি প্রতি মাসে টুর দেই। কিন্তু করোনার কারনে কোথাও না যেতে পেরে খুব খারাপ লাগছে। আপনার ভিডিও দেখে মনে হচ্ছে আমিও ঘুরে আসলাম। 😀
Your video is exclusively different from others.Your camera work and back -ground music are fantastic.Take care and make some more wonderful videos at different locations and on different river cruise in future...🌄🌅
আমি যখন ভ্রমণ করেছিলাম তখন করোনা ভাইরাস বলতে কিছু ছিল না। ভিডিওটি ২০১৯ সালের । সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ!
একটা ভিডিও আপনি রেখে দিয়ে ভালোই করেছেন, না হলে আপনাকে খুব মিস করতাম
Thanks! Stay safe.
@@NayanMajumder You also
নয়ন - ভাই আপনার নাম্বার অথবা ফেসবুক আইডি পেতে পারি,,.?
খুব ভালো লাগছে
দাদা বাংলাদেশ অপূর্ব নদীমাতৃক দেশ সুযোগ পেলে নিশ্চই ঘুরতে যাবো।।
Yeah sure. You are welcome!
@@NayanMajumder Bro nice video and route please
ওহ ! হুলারহাট, পিরোজপুর।আমার নানা বাড়ি।আমার শৈশব, কৈশোর সব এখানে।কত স্মৃতি, কত স্বপ্ন ! কত চেনা এই পথ ! ধন্যবাদ নয়ন মজুমদারকে এই ভিডিওটা দেওয়ার জন্য।
Thanks! Stay safe.
Khaled vai amr bari o hular hat
@@NayanMajumder You are most welcome.
TASIPE4. LONS. VOMON. RIKUSR
২০১২ সালে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালি ইউনিয়নে চিল্লায় যাই আমরা।আসার সময় হুলারহাট ৎেকে লঞ্চে উঠি
সত্যি ভাই ঘুরার মজাই আলাদানদীতে। অসাধারণ একটি ব্লক। ধন্যবাদ 😊❤
প্রতিটা কেবিনে লাইফ জেকেট আর জায়নামাজ আছে এই জিনিসটা আমার খুব ভাল লাগছে,,আর খুব সুন্দর জাহাজটা😊🥰
ধন্যবাদ!
মাশাআল্লাহ। কত সুন্দর আল্লাহর স্মৃষ্টি জগত❤❤
Thanks! Stay safe.
ভাই এক কথায় অসাধারণ, ইন্সা আল্লাহ, এই জাহাজে জীবনে এক বার গুরে আসবো,ইন্সাআল্লাহ।
Sure. You are welcome! Thanks!
আমার দাদার বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। খুব একটা যাওয়া হয় না দেশের বাড়ীতে কারণ বাবা মা সহ আমার পরিবারের সকলেই চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করছি। তবে আপনার ভিডিও গুলো দেখলে মন চায় প্রতি সপ্তাহে একবার লঞ্চে উঠি।খুব ভালো ভিডিও। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক এই দোয়া করি
আপনাকে অনেক অনেক ধন্যবাদ! ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরিস্থিতি ভাল হয়ে গেলে একদিন ভ্রমণ করবেন।
নয়ন ভাইয়া আপনার এই ভিডিওটা আমি ২০ বার দেখছি যত দেখি ততই ভালো লাগে। বিশেষ করে দিনের বেলার ভিডিও গুলো অসাধারণ লাগছে
Thank you! Stay safe.
😀😍😎🤩😀
Apnar sobgulo vidio amar kace
Valo lage
Thanks!
Noyon whatever you eat in the launch/ship you always give the positive feedback. After having a single bite you say 'oh it's good' which is really positive to the people who intend to travel by launch and wish to have food in the launch. I love to watch your video. Keep uploading much more travel videos.
অনেক অনেক ধন্যবাদ! ভাল থাকবেন!
Bah !!! Asadharon hoyeche .....khub bhalo laglo
Thanks!
দাদা বহু দিন পর জাহাজ নিয়ে ভিডিও । অপেক্ষা করতে করতে ক্লান্ত ।
Very sorry. Stay safe.
ভাই আমার বাড়ি পিরজপুর, কিন্তু আজ আর নেই, ২০০৪ সালে কলকাতা চলে এসেছি সারা জিবনের জন্য, খুব মিস করি আমার সোনার বাংলাকে, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, এই মাতৃ ভুমি কে দেখে, ভাল থাকবেন সবাই......।
বাংলাদেশে ঘুরতে আসবেন। ভাল থাকবেন।
@@NayanMajumder ভাই আমিও একজন ইউটুবার, ট্রাভেল ভিডিও করি, গেলে আপনার সাথে দেখা করা যাবে? আপনার ফেসবুক আইডি টা দিলে উপকার হতো ।
@@dhamsebakuttam Sure! facebook.com/NayanMajumder2
অনেক অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ প্রিয় ভাই ❤❤❤
Welcome!
Very nice viedio amon viedio banabar jonno apnaka thanks.
Thanks!
হুলারহাট থেকে ঢাকা আসতে প্রায় ২০ ঘন্টা সময় লেগেছে, এতে অনেক ধৈর্যের প্রয়োজন
লঞ্চে ঘোড়ার মজাটাই আলাদা
Yeah!
ভিডিও এর সাথে Background music টা পার্ফেক্ট হইসে ❤👌👌✌✌
Thanks! Stay Safe.
আমার সোনার বাংলাদেশ আমরা তোমায় ভালোবাসি, তোমার ভিডিও গুলো সুন্দর হয়, আলহামদুলিল্লাহ 🥰🥰
Thanks!
ধন্যবাদ মধুমতি কে কেবিনে নামাজ জন্য জায়নামাজ রাখার জন্য
Thanks!
মাশাল্লাহ খুব খুশি হলাম ভাই
পিরোজপুরে থাকাও এই জাহাজে ওঠা হয় নাই আজকে আপনার জন্য সেই ফিলিংস টা পাইলাম
Thanks! Stay safe.
আমি চাঁদপুর এর ছেলে ভিডিও টা এক কথায় অসাধারন হইছে 👌😍
Thanks! ❤️❤️
আপনার লঞ্চের ভিডিও আমার খুব ভালো লাগে। আপনার ভিডিও দেখে আমি বরিশাল থেকে ঢাকা যাবার লঞ্চ পছন্দ কারি
Thanks! Stay safe.
অসাধারণ ভালো অনুভূতি হলো ভিডিও টা এই লক ডাউন এ দেখে !! ♥️♥️ মনে হলো আমি নিজেই ঘুরতে বের হয়েছি , ধন্যবাদ নয়ন দাদা
Welcome!
অসাধারণ ভাই.... ❤❤❤❤
Thanks! 🙂🙂.. Stay Safe. ❤️❤️
@@LuxuriousSky1 এইভাবে কমেন্টে বলে বলে সাবস্ক্রাইবার পাওয়া যায় না। ভাল ভাল কনটেন্ট বানাও সাবস্ক্রাইবার পেয়ে যাবে।
@@NayanMajumder ভাইয়া আপনি কেমন আছেন
I'm from Kaukhali. Nice video, thanks.
Welcome! Stay safe.
দেশের যাত্রীবাহী নৌযানগুলো মধুমতি জাহাজের মতো করে তৈরী করা উচিত। লাইটিং, ডেকোরেশনেরর চাইতে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেয়া উচিত। নয়ন সাহেব এ বিষয়ে আপনার মতামত কি?
হ্যাঁ! Thanks for your feedback!
Apnar subscriber jokhon 25.1k chiloh tokhon theke apnar video dekha start korie.Bhai apnar vlogging skill superb.Apnar kono video miss dei ni ami.Emon oshandharon videos aro chai Bhai.Keep going
Thanks! Stay Safe.
দাদা আপনার ভিডিও
কোয়ালিটি বেশ
ভালো কন্টিনিউ
করেন।
ভালো কিছু আশা করছি
আপনার চ্যানেলে।
Thanks! Stay safe.
Khub valo video hoice vaiya apnar jonno suvo kamna roilo,,,
Thanks!
ভাই,, চাঁদপুর থেকে কয়টা বাজে মাছুয়ার উদ্দেশ্যে যায় এবং খরচ কত টাকা.?সাপ্তাহে কোন কোন দিন যায় দয়া কোরে যানাবেন,,,
ঢাকা থেকে ছাড়ার সময় সুচীঃ প্রতি সোম ও বৃহস্পতি বার সন্ধ্যা ৬.৩০ মিনিটে ঢাকা নদী বন্দরের লালকুঠি ঘাট থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন bit.ly/ModhumotiSchedule
ঢাকা থেকে সম্ভবত রাত ১০ টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে চলে আসে, চাঁদপুর স্টিমার ঘাট - মো: মনির হোসেন, ফোন: ০৮৪১/৬৩১৩৫, মোবা: ০১৯৩০৩৭২৯৯৫, এখানে ফোন করে জেনে নিয়েন। ভোর ৪ টা ৩০ বা ৫ টায় বরিশাল পৌছায়, এরপর ঝালকাঠি, কাউখালি, হুলার হাট, চরখালী, মাছুয়া, সন্ন্যাসী ঘাট পেড়িয়ে পৌছায় মোড়েলগঞ্জ ঘাটে।
ভাই এই সময় সুচিঃ কি এখনো আগের মতোই আছে..?
এটার রিভিউ দেখবো বলে অনেক দিন অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ ভাইয়া 😇
Thanks! Stay safe.
NICE.....vedio............
stay Home
stay safe..........
Thanks! Stay safe.
আমারও লঞ্চ ভ্রমণ অনেক ভাল লাগে!আর লঞ্চ ভ্রমণের ভিডিও দেখতে চাইলে সবার আগে আপনার ভিডিওগুলোই খুঁজি।
Thanks! Stay safe.
ভাই আসলে জাহাজ টি অনেক সুন্দর
ধন্যবাদ! ভাল থাকবেন।
Vai tomar vedio gula ato valo laga ja bola bujata parbo na thanks ai somoy ai vediota da ka anok valo lagsa................ Stay home
Welcome! Take care.
জাহাজ টা দেখে অন্য সকল লঞ্চের তুলনায় অনেক শক্ত পোক্ত মনে হলো, আপনি কি মনে করেন.?
Very well
হ্যাঁ। ধন্যবাদ!
Sah Yeftekhar Tahin
এটাতে চড়ে কোন মজা নাই
Vaiya adventure 1lonce choray moja
অনেকগুলে তথ্য দেয়ার জনঢ ধন্যবাদ
Thanks!
অনেক ধীরগতির লঞ্চ। 🐢🐢
But good ship!
ভাইয়া খুব ভালো লাগলো আমাদের হুলারহাট দেখানোর জন্য
উল্লেখ্য ট্রিপে আমার যাওয়ার কথা থাকলেও যেতে পারিনি। :( যাইহোক, খুব সুন্দর হইছে কাজ! 😍
জী ভাই সেদিন আপনাকে অনেক মিস করেছি। আশা করি নেক্সট টাইম টুর হবে। অনেক অনেক ধন্যবাদ! ভাল থাকবেন।
খুব পরিশ্রম করে বানিয়েছেন। তাই এই মানসভ্রমণ খুব উপভোগ করলাম। এগিয়ে চলুন। শুভেচ্ছা রইল। ☺️👍
একটি প্রশ্ন, আপনি কি প্রথম শ্রেণির সিঙ্গল কেবিনের যাত্রী ছিলেন? আপনার কেবিন এবং প্রথম শ্রেণির যে দু'টি কেবিন দেখালেন, তার মধ্যে একটা পার্থক্য চোখে পড়ল। ওই দু'টি কেবিনের জানলা মনে হল নদীর দিকে। কিন্তু আপনার কেবিনের জানলা করিডরের দিকে। একটু জানাবেন?
আমি ছিলাম "ডিলাক্স শ্রেণী সেমি ডাবল এসি কেবিনে"। হ্যাঁ আমার কেবিনের জানালা করিডরের দিকে ছিল। তবে ডাবল এসি কেবিন, সিঙ্গেল এসি কেবিন এবং ভিআইপি কেবিনের জানালা নদীর দিকে আছে! আপনাকে অনেক ধন্যবাদ! ভাল থাকবেন।
@@NayanMajumder ঢাকা-বরিশাল নদীপথ নিয়ে শ্রদ্ধেয় সাহিত্যিকেরা অনেকেই লিখেছেন। সেই সমস্ত লেখাতেই পড়েছি, পূর্ণিমার রাতে এই যাত্রা নাকি আরও মায়াবি হয়ে ওঠে। হয়তো সে সব দেখা হবে কোনও দিন। পৃথিবীর এই দুঃসময় শীঘ্রই কেটে যাবে আশা করি। তত দিন ইউটিউব ভরসা। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
Thanks! Stay Safe.
লঞ্চ ও তো স্রোতের বিপরিতে চলে, তাহলে স্টিমার এর দেরি কেনো। লঞ্চ তো ৬ টার আগেই ঘাট দেয়। আর শুনেছি মধুমতী সমুদ্রে চলাচলের উপজোগি🙄
সেদিন একটু সমস্যা হয়েছিলো মনে হয়। এবং স্রোতের বিপরীতে চলেছিল।
Video ta onek shondor hoise vaiya
Thanks! Stay Safe.
*এটার ইঞ্জিনিয়ার ছিলেন আমার বাবা* 😊😊😊
Wow! Thank you! Stay safe.
Vhiya ami apnar sob vedio deki amr kub valo lage
Thanks!
Vallagse dada
Thanks! Stay safe.
মজুমদার ভাই আপনি বেশ কস্ট করে ভিডিও করেন, তাই সম্পুর্ণ ভিডিও দেখি। আপনার অধিকাংশ ভিডিও বরিশাল অঞ্চলের তথা বাংলার সৌন্দর্য তুলে ধরেন, সেজন্য ভিডিওগুলো এতটা চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আরও চাই এ রকম
আপনাকে অনেক ধন্যবাদ! ভাল থাকবেন।
অন্যান্য আধুনিক লঞ্চ গুলোর তুলনায় কেবিন গুলোর মান তেমন উন্নত মনে হলো না।
Thanks for your feedback! Stay safe.
Welcome dear bother
খুভি ভালো লেগেছে
শুভকামনা রইলো,,, ভাই আপনার জন্যে
Thanks!
দাদা তোমার সাথে একবার টুর দেওয়ার ইচ্ছা আছে।
One day! Thanks! Stay safe.
দেখে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে দাদা।নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম।
Thanks! Stay safe.
O my gd... At 0:22 ami vabsilam ship er kono mohila crew saree pore hete jacche🤣😂
LOL.
Video টি অনেক অনেক nice হয়েছে........💙💙 but I love launch journey......💗💗
Thanks!
Hi
Hello...
খুব ভাল লাগল আপনার ভিডিও।।। ধন্যবাদ
Welcome!
Khhub valo laklo age pore apnar sop gula vido amar valo lage asa kori aro agiye jan vai 👍👍❤❤
আপনাকে অনেক ধন্যবাদ! ভাল থাকবেন।
বিডিও টা যদি ইডিট করে গ্রাফিক্স না দেয়া থাকে, তাহলে ক্যামেরাটা এক কথায় অসাধারন,, ভাই,,,Go pro,,,,
Yeah! Thanks!
চমৎকার রিভিউ, 😍লঞ্চ রিভিউ জগতের আইকন Nayan majumder Vai 😘
ধন্যবাদ! ভাল থাকবেন।
বাসায় খুব বিরক্ত হচ্ছি। কারন আমি প্রতি মাসে টুর দেই। কিন্তু করোনার কারনে কোথাও না যেতে পেরে খুব খারাপ লাগছে। আপনার ভিডিও দেখে মনে হচ্ছে আমিও ঘুরে আসলাম। 😀
Thanks! Stay safe.
Nayan bhai tumi j vidieo guli banaw aami sab guli dakhi bhalo laga
Thank you!
ধন্যবাদ ভাই, মোগো এলাকার সুন্দর এইক্কা ভিডিও হরার জন্য। 😍😍😍
Welcome!
নদীর সৌন্দর্য দেখার জন্য অামি এই লঞ্চে অবশ্যই যাবো 😍r video to always supper..
Sure! Thanks!
@@NayanMajumder welcome bhaijan
অনেক ধন্যবাদ
Welcome!
ভাইয়া আপনি আমাদের হূলারহাটের লোক খুব ভালোলাগলো ধনবাদ ভিডিও টা দেয়ার লাগি' 😍😍😍😍😍
Thank you vaia.It was great and fantastic river journey video.All beauty was present here.Let's go;;;
Welcome! Stay Safe.
এই লঞ্চটি অন্য লঞ্চ থেকে কিছুটা আলাদা এবং ভালোই লাগলো।
Thanks!
Ami hulerhat er may cub cub cub valo laglo,ay gat a amr onk onk srite....jihok ty subscriber Kory dilam.....
Thanks! Yes. Same. My hometown is Pirojpur.
মাশাল্লাহ। অনেক সুন্দর একটা ভিডিও।
Thanks!
আজ ফাস্ট টাইম আপনার ভিডিওগুলো দেখলাম 🙂
ভালো লাগলো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললাম আশাকরি ফিউচারে আরও ভালো কিছু পাবো আপনার থেকে।❤
Thanks!
এক কথায় বলতে গেলে অসাধারণ একটি ভিডিও দেখলাম দাদা।
Thanks! Stay safe.
আজ প্রথম আপনার ভিডিও দেখলাম ভালো লাগলো, তাই সাবস্ক্রাইব করে ফেললাম।
আপনাকে ধন্যবাদ! ভাল থাকবেন।
Enjoyed your travelling video, Thanks.
ভালোই লাগলো আমিও পিরোজপুরের
Thanks!
Thau Bro
এতো সুন্দর করে আমাদের কে বিডিওটা দেখার জন্য👌👌👌❤❤👍👍👍👍🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🍻🍻
Thanks! Stay safe.
জাহাজটা তো অনেক সুন্দর
হ্যাঁ।
ধন্যবাদ ভাই আপনি আমাদের হুলারহাট ভান্ডারিয়া রুটের রিভিউ দিছেন
Welcome!
Nice video. Apni ki camera diye video koren??
Thanks! It was GoPro Hero 7 Black, GoPro Karma Grip. See my devices ua-cam.com/play/PLDkQwbuuYV7GDcOB4nqkf6b-FqsufZTXQ.html
ধন্যবাদ ভাইয়া তোমার ভিডিওটা ভালো লাগছে
Thanks! Stay Safe.
সুন্দর হয়েছে....
ধন্যবাদ!
Nayan tomar vedio amar khub valo lagl9
Thanks!
Onk valo hoice video ta r haa apnar rupchada fry koi akto mne hoy khawa niye kosto hoice bro 🤭🤭🤭
Best of luck i wait for next launch video ✌✌✌
রূপচাঁদা ছিল না সেদিন। ভালোই লাগছে খিচুড়ি। অনেক ধন্যবাদ! ভাল থাকবেন।
Hmm stay safe stay home................
অসাধারণ, অসাধারণ । ধন্যবাদ ।
Thanks! Stay safe.
লঞ্চ ভ্রমণ আসলেই অসাধারণ অভিজ্ঞতা
Yes! Thanks! Stay safe.
ভাল লাগলো যেন আমি ঘুরে আসলাম। ভাই মোরেলগন্জ যেতে কয় ঘন্টা সময় লাগে? মধুমতী যেদিন যায় সেদিন ই কি ঢাকায় চলে আসে?
No. May be 18 hours. Please check video description for more information. Thanks
আমার ভালোলেগেছে আপনারকে এবং আপনার ব্যবহার
Thanks!
Very good video. I like it that you didn’t take too many warping/fish eye videos with this one. Normal mode is good.
Thank you! 👍
Your video is exclusively different from others.Your camera work and back -ground music are fantastic.Take care and make some more wonderful videos at different locations and on different river cruise in future...🌄🌅
Thanks! Stay safe.
Nice Video Tnx to you Brother Apnar Video Te Use Kora English Song Ti Kon Singer Name Janale Khushi Hobo...
Please check video description. Thank you!
আমাদের পিরোজপুর অনেক গর্ব করি আমি এই পিরোজপুর নিয়ে
আমার দেশের বাড়িও পিরোজপুর। পিরোজপুর শহর নিয়ে একটি ভ্লগ করেছিলাম। চাইলে দেখতে পারেন ua-cam.com/video/K8cGcVe_Rm8/v-deo.html
খুব ভাল লাগলো। ধন্যবাদ
Thanks!
Vai video ta khub sundar hoise ,,, natural beauty ❤️❤️❤️acca vaiya mudhumoti launch to ekhon Bangaldesh to India chole na ??
এখন ঢাকা থেকে কলকাতা যায় না। ভবিষ্যতে যেতেও পারে! Thanks! Stay Safe.
Your River / Launch related videos are wonderful to watch 💧
Thank you!
@@NayanMajumder welcome
Onk valo laglo vai, insallah jabo ekdin
Thanks! Stay Safe.
Tnx you Nayon vai
Welcome!
Apnar vdo gula khub e valo lage..
Thanks! Stay safe.
ভাই আপনার ভিডিও অনেক সুন্দর হইছে
Valo laglo vai onek
Thanks!