ভিডিও শুরুর আগে রাজ্যের বিচারব্যবস্থা এবং তার ওপর আপনার মনোভাব ও বক্তব্য ভাল লাগলো । প্রত্যেকটা ইউটিউবারের উচিত তাদের আপলোড করা ভিডিওর আগে এমন একটা ভাষন দেওয়া যার মধ্যে থাকবে প্রতিবাদের ভাষা । এইভাবেই যদি আমরা তিলোত্তমার জন্য ন্যায়বিচার ছিনিয়ে আনতে পারি , সেটাই হবে নির্যাতিতার প্রতি আমাদের ও এই সমাজের ক্ষমাভিক্ষা ।
আসলে আমরা মানালিতে জাস্ট একটা রাত্রি ছিলাম, এটা আসলে লাহুল স্পিতি ভ্রমণের লাস্ট পর্ব। আগের পাঁচটা পর্বগুলো দেখলে বুঝতে পারবেন, প্রত্যেক জায়গার হোটেল এর নাম্বার দেওয়া আছে।
আমার সব ভ্রমণই এজেন্ট ছাড়া। লং জার্নির ক্ষেত্রে এজেন্টের সাথে গেছি। যেমন আজ অবধি কাশ্মীর & স্পিতি। আর ভিডিও করার ক্ষেত্রে কোনোরকম হেডেকমুক্ত থাকাটাও বিশেষ জরুরি।
Khub sundor dada
Onek onek dhonnobad Riya
ভিডিও শুরুর আগে রাজ্যের বিচারব্যবস্থা এবং তার ওপর আপনার মনোভাব ও বক্তব্য ভাল লাগলো । প্রত্যেকটা ইউটিউবারের উচিত তাদের আপলোড করা ভিডিওর আগে এমন একটা ভাষন দেওয়া যার মধ্যে থাকবে প্রতিবাদের ভাষা । এইভাবেই যদি আমরা তিলোত্তমার জন্য ন্যায়বিচার ছিনিয়ে আনতে পারি , সেটাই হবে নির্যাতিতার প্রতি আমাদের ও এই সমাজের ক্ষমাভিক্ষা ।
অনেক অনেক ধন্যবাদ। একদম সঠিক বলেছেন দাদা।
apurbo bipasha nodi, asadharon sabuj pine bone dhaka pahar, baraphabrito sringer anupam soundarjyo
Thanks a lot dada
অপূর্ব সুন্দর জায়গা। ভীষন যেতে ইচ্ছে করছে আপনার সঙ্গে।
অনেক অনেক ধন্যবাদ দাদা। অবশ্যই যাবো তো আমরা। আর আপনি তো আমার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্তই আছেন।
Chandratal lake ta gelen na dada overall series gulo darun laglo
আমরাও দুর্দান্ত একটা সিরিজ উপভোগ করলাম, ভাই। খুব ভাল থাকবেন আর এইভাবেই একটার পর একটা অসামান্য ভিডিও উপহার দিয়ে যান ❤❤❤❤
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ❤❤❤
Per head cost koto kore niyeche ai ta bolle khube upokar hoy dada. Please uttr ta deben
Ami apnar notun subscriber please ektu bolben
Jaoya asa niye 15 din. Per head porechilo 24000/-
Paid promotional video/ channel বলেই কি নানা জায়গার হোটেলের নাম এবং যোগাযোগের নম্বর দিতে পারেন নি?
আসলে আমরা মানালিতে জাস্ট একটা রাত্রি ছিলাম, এটা আসলে লাহুল স্পিতি ভ্রমণের লাস্ট পর্ব। আগের পাঁচটা পর্বগুলো দেখলে বুঝতে পারবেন, প্রত্যেক জায়গার হোটেল এর নাম্বার দেওয়া আছে।
আপনি এজেন্ট ছাড়া ভ্রমণ করেন না কেন? চিন্তা মুক্ত থাকতে চান নাকি অন্য কারণ ?
এজেন্ট নিয়ে ভ্রমণ করলে কি কি অসুবিধা হয় জানালে ভাল হয়।
আমার সব ভ্রমণই এজেন্ট ছাড়া। লং জার্নির ক্ষেত্রে এজেন্টের সাথে গেছি। যেমন আজ অবধি কাশ্মীর & স্পিতি। আর ভিডিও করার ক্ষেত্রে কোনোরকম হেডেকমুক্ত থাকাটাও বিশেষ জরুরি।
আমারও বক্তব্য, এজেন্ট নিয়ে ভ্রমণ করলে কি কি অসুবিধা হয় সেটা আমিও একটু জানতে চাই।
@@GHURTEJABOSOUMEN প্রথমত খরচ বেশি হয়, স্বাধীন ভাবে ঘোরা যায় না, বিশেষ করে বাচ্চা নিয়ে গেলে খুবই তাড়াহুড়োর মধ্যে পড়তে হয়।
আপনার কথা ঠিক। খরচ একটু বেশি হয় বৈকি। তেমনি অনেকটা সিকিউর ফীল করা যায়। আর আমার মতে, খুব বাচ্ছা নিয়ে এতো লং ট্যুর না করে শ্রেয়।