সংযুক্তা ব্যানার্জী অভিনীত মহালয়া। সর্বশ্রেষ্ঠ মহালয়া|

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @pallabdeepdaw2271
    @pallabdeepdaw2271 4 місяці тому +166

    আমার চোখে দেখা সেরা মহালয়া এটা। সংযুক্তা ব্যানার্জী অসাধারণ অভিনয় করেছিলেন। আবার অনেক বছর বাদে ইউটিউবে দেখে ছোটোবেলা মনে পরে গেলো। 😍❤️

  • @riyakadam6652
    @riyakadam6652 4 місяці тому +73

    মহালয়া তো কতো হচ্ছে কিন্তু এই মহালয়া দেখে সত্যিই গায়ে কাঁটা দিলো,
    আজকের দিনের মতো নেই কোনো এতো নাচ, আর মা দুর্গা সাজার কম্পিটিশন..
    2024 এসেও এই মহালয়া দেখে সত্যিই মন ভরে গেলো।❤

  • @Sanatani5844
    @Sanatani5844 4 місяці тому +102

    সত্যিই সর্ব শ্রেষ্ঠ ❤😌 এক আলাদাই অনুভূতি গায়ে কাঁটা দিয়ে দিলো 🙂‍↕️🥹

    • @SakhyaRoy-n3g
      @SakhyaRoy-n3g 4 місяці тому +2

      Khobal po 👍👍😊😊🥹🥹

  • @nibaronmahato4413
    @nibaronmahato4413 4 місяці тому +76

    সত্যিই বীরেন্দ্র কৃষ্ণের পাট অতুলনীয়। আগে ছোটবেলায় মহালয়া শোনার জন্য সে আমাদের মা ভোরবেলায় তুলে দিত।মহালয়া নিয়ে কত আগ্রহ উচ্ছাস ছিল। বাড়ির এমনকি গ্রামের সকল মিলে একসঙ্গে বসে মহালয়া দেখতাম।2024 এ এসে তাই এই কমেন্টটা করে গেলাম।

    • @deardost3851
      @deardost3851 4 місяці тому +1

      Birendra krishn vodrer ki eta, onar golar sound to onno rokom , UA-cam ei to onnno dekha66e, tobe background e jini PATH korlen seta osadharon ....

    • @ArijitDey-ez9nn
      @ArijitDey-ez9nn 4 місяці тому +3

      এটা অজয় ভট্টাচাৰ্য মহাশয় এর পাঠ করা

    • @photosandeditsss3852
      @photosandeditsss3852 3 місяці тому

      ​@@ArijitDey-ez9nn Right

  • @sggaming8011
    @sggaming8011 6 місяців тому +162

    ❤Old is gold ❤ অসাধারন এই মহালয়া ছোট্ট বেলার কথা মনে করিয়ে দেয়। বাঙ্গালীর মনে চিরকাল বিরাজ করবে এই মহালয়া। সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহালয়া।❤

    • @komalikaroy5188
      @komalikaroy5188 4 місяці тому +2

      হা, আর এখন কার মহালয়া দেখি না,ভালো লাগে না

    • @kanudas6495
      @kanudas6495 4 місяці тому +2

      এই মহালয়ার মতো মহালয়া এখনকার দিনে হতে পারে না old is good ❤❤❤

  • @ppphotography6024
    @ppphotography6024 4 місяці тому +241

    এই আধুনিকতার যুগেও আজ সকালে এই মহালয়া টাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ মহালয়া। এটা দেখলে আলাদা অনুভূতি ও তৃপ্তি অনুভব করি ।

  • @swarnimasvlog
    @swarnimasvlog 4 місяці тому +26

    এই আধুনিক যুগে এসেও এই মহালয়ার এত একদম শ্রেষ্ঠ আমার কাছে

  • @alviras.recipe
    @alviras.recipe 3 місяці тому +1

    আমার দেখা সেরা মহালয়া। অনেক সুন্দর হয়েছে ।

  • @shekharrambhattacharya3694
    @shekharrambhattacharya3694 4 місяці тому +148

    2024 এসে এখনো এই মহালয়া টার মতো আর একটাও ভালো লাগে না.old ইস gold, সেই পুরোনো ভালবাসা মহালয়া যার জন্য সারাটা বছর অপেক্ষা করতাম.

    • @SantoshBaidya-dg9rk
      @SantoshBaidya-dg9rk 4 місяці тому +4

      Sotti kotha bollen.eitaai amader ashol puja amder maa sobar maaa

    • @SantoshBaidya-dg9rk
      @SantoshBaidya-dg9rk 4 місяці тому +2

      Ekn toh sudhu aager din gula r feeling nia e asi .rongin din chilo aage .ekn vlo lge na from Assam silchar

    • @ArpitaMaiti-j1z
      @ArpitaMaiti-j1z 4 місяці тому

      Eguloi to amader nostalgic feeling dey

  • @bidyutchand6857
    @bidyutchand6857 4 місяці тому +13

    সর্বকালের সেরা মহালয়া। সবগুলোই ছিল স্টেজ ফিটিং। আর এখন এর যারা করে কেউ স্টেজ ফিটিং নয়। রোগা পটকা দেখতেও সুন্দর নয় যত মেকআপ এই করুক কেনো। তালকানা, পেটকা গুলো নিয়ে শুটিং হচ্ছে। আর মুখে ময়দা মেখে। সংযুক্তা ব্যানার্জী ত মেকআপ সেরকম ছিলইনা। শুধু কাজল । দেখতেও ক্যালেন্ডারের দুর্গা মাতার মতো। এইরকম স্টেজ ফিটিং হলে দেখেও মন ভরে যায়। আর মহিষাসুর অমল বাবু ত সত্যি অসাধারণ অভিনয় করেছেন আর দুর্দান্ত মানিয়েছিল।

  • @debjanighoshchowdhury1075
    @debjanighoshchowdhury1075 Рік тому +21

    Atai best excellent সেরা মহালয়া 🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌👏👏👏👏👏👏♥️♥️♥️♥️♥️

  • @kunaldey3437
    @kunaldey3437 5 місяців тому +123

    আহা!!! কি দিন ছিল! আগের দিন রাতের বেলায় তাড়াতাড়ি শুয়ে পরতাম ভোরে উঠতে হবে জন্য। যখন ভোরে উঠতাম তখন দেখি রাতের অন্ধকার তখনও কাটেনি। উঠোনের মাঝে শিউলি ফুলের গাছ থেকে ফুল ঝরে পরত আর সারা বাড়ি সুগন্ধে ভরে যেত। তারপর দাঁত মেজে কাকুর ঘরে সবাই মিলে বসতাম আর অপেক্ষা করতাম কখন শুরু হবে। তখন বাড়িতে একটাই টিভি ছিল। খুব মনে পড়ে গেল দিনগুলোর কথা। আর আসবেনা কখনও ঐ দিনগুলো 😢😢😢

    • @BiswajitMondal-gq9hi
      @BiswajitMondal-gq9hi 5 місяців тому +1

      Hmmm

    • @suchitrabiswas-7245
      @suchitrabiswas-7245 4 місяці тому +1

      Aapner sathe aamr kotha puro mile gelo

    • @anandabasak9667
      @anandabasak9667 4 місяці тому +1

      একদম ঠিক কথা

    • @RATAN-db2zq
      @RATAN-db2zq 4 місяці тому +1

      Sotti tay. Chokhe jol ase galo .purano smrity boddo mone porche😢

    • @umsh5607
      @umsh5607 4 місяці тому +1

      Satti sei dingulo je ato valo chilo r phir be sei dingulo..onk mone pore jai 😢😢😢😢😢😢

  • @mistyghosh1427
    @mistyghosh1427 4 місяці тому +38

    এই প্রথম কোন মহালয়া দেখে এতোটা ভালো লেগেছে❤

    • @abhijitpodder9916
      @abhijitpodder9916 4 місяці тому

      etai choto bela dkhtm r onno kno mahalaya dkhte vaalo laagto naa!!

  • @mamtabayen4695
    @mamtabayen4695 4 місяці тому +2

    এই মহালয় মত কেউ আর বানাতে পারবে না খুব সুন্দর মহালায়া জয় মা দূর্গা

  • @nipasarkar4256
    @nipasarkar4256 4 місяці тому +557

    ০২/১০/২০২৪ স্মৃতি করে রেখে গেলাম। দেখি কয়জন এই মহালয়াটা দেখেন। অবশ্য লাইক করলে আমি সেটা বুঝতে পারবো 🙏🙏

  • @r.k9997
    @r.k9997 4 місяці тому +17

    ছেলে বেলার কথা মনে পড়ে গেল,,,সেই ভোর বেলা ঘুম থেকে উঠে মহালয়া দেখার কথা ,,,, আর এই মহালয়া কে খুব মিস করি ,,,

  • @piruisar8049
    @piruisar8049 Рік тому +129

    এই মহালয়া দেখে সেই ছোটো বেলার কথা মনে পরে যাই, জয় মা দূর্গা..

  • @sutrishnadas4517
    @sutrishnadas4517 4 місяці тому +14

    আমি প্রত্যেক বছর এই সময় এলেই প্রায় দিনই ফোনে এই মহালয়া টি দেখি। আমার কাছে এটিই সর্বশ্রেষ্ঠ মহালয়া। বিশেষ করে যখন দেবী দুর্গা রূপ ধারণ করলেন এবং পরবর্তী মুহূর্ত পর্যন্ত আমি শুধু দুর্গাকেই দেখি যাই। ওনার expression গুলি খুব সুন্দর। আমার মনে হয় এই মহালয়ার সঙ্গে এখনকার মহালয়া গুলি ফিকে। আমি আজও ভোরে এই মহালয়া টি দেখি। আর আগামী দিনেও দেখবো।😊😊

  • @DebasisBag-1234
    @DebasisBag-1234 Рік тому +108

    পুরনো দিনের কথা মনে পড়ে যায় এই মহালয়া দেখলে জয় মা দুর্গা ।

  • @Kutu-kn1wr
    @Kutu-kn1wr 4 місяці тому +11

    আধুনিক সকল মহালয়া কে হার মানায়👌👌 এখন আর ভোরবেলা উঠে মহালয় দেখতে ইচ্ছে করে না😢 মিস করি ভীষণ দিনগুলো হারিয়ে গেছে সেই আনন্দ😔😔 আমাদের ছোটবেলার মহালয়া ❤❤ ধন্যবাদ জানাই পুরনো স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ইউটিউব 🙏🙏

  • @BikashHaldia
    @BikashHaldia 4 місяці тому +5

    আমার জীবনের এটি একটি অমূল্য সম্পদ। ছোট বেলায় যখন মা বলত কচি তাড়াতাড়ি ঘুমিয়ে পড় কাল ভোরে উঠতে হবে মহালয়া হবে। ও কি যে আনন্দ আধো আধো ঘুম ঘুম চোখে তখন ও ঘুমটা ঠিক ছাড়েনি, রাত সবে যাচ্ছে যাচ্ছে করেছে, রেডিও তে পাশের বাড়ির থেকে আসা সেই মধুর কন্ঠস্বর, ও সে কি দিন ছিল তারপর একটু ভোরের দিকে টিভি এই সর্বকালের সেরা মহালয়া দেখতে বসে যেতাম সবাই মিলে। জানি এই দিনগুলো জীবনে আর কখনোই আসবে না....কতই না ছিল সেই সুন্দর দিনগুলো এই মহালয়া দেখে মনে যেমন আনন্দ হচ্ছে আবার খুব খুব কষ্টও হচ্ছে।

  • @soumitadas5105
    @soumitadas5105 4 місяці тому +4

    ছোটো থেকে এনার মহালয়া দেখেই মুগ্ধ হয়েছি। এখনও দেখি সেই একই রকম মুগ্ধতা নিয়ে❤❤

  • @cibercrime9821
    @cibercrime9821 Рік тому +23

    সেরার সেরা মহালয়া এই মহালয়ার কোনো বিকল্প হবেনা

  • @bablumalick8251
    @bablumalick8251 4 місяці тому +22

    এই মহালয়া দেখে মনটা ভরে গেলো

  • @bapansantra-
    @bapansantra- Рік тому +344

    আবার এই মহালয়া দেখে ছোটবেলার সেই হারানো দিনগুলোর কথা মনে পড়ে গেল।❤😭

  • @krishnendughosh4257
    @krishnendughosh4257 4 місяці тому +185

    হেমা মালিনী,ঋতুপর্ণা,দেবশ্রী,কোয়েল,ইন্দ্রানী হালদার আরও অনেকে মা দুর্গা সেজেছেন কিন্তু সংযুক্তা ব্যানার্জী সেরার সেরা ❤️❤️❤️

  • @Prabhathaldar640
    @Prabhathaldar640 Рік тому +45

    জয় দুর্গা মা এটাই সেরা মহালয়

  • @mihikachakraborty3334
    @mihikachakraborty3334 4 місяці тому +2

    ছোটবেলায় ভোরে উঠে এই মহালয়াটাই দেখতাম সবচেয়ে ভালো এই মহালয়ার অনুষ্ঠানটি এর মতো আর কোনোদিন এতো ভালো মহালয়ার অনুষ্ঠান দেখতে পাবো না!! কতোই না ভালো ছিলো ছোটবেলার সেই দিনগুলো❤

  • @durgaprasadkarmakar9495
    @durgaprasadkarmakar9495 Рік тому +6

    Khub Sundar deklam ases dhanyabad valo kahini jini করেছেন তাকে প্রশংসাকারী

  • @debikanaskar9226
    @debikanaskar9226 4 місяці тому +5

    ছোটবেলা থেকে এই মহালয়া দেখে বড়ো হয়েছি। আজ ও প্রতি বছর এই মহালয়া দেখতেই ভালো লাগে এত সুন্দর যত বার দেখি মন ভরে যায়। সংযুক্তা ব্যানাজীর অভিনয় যেন সাক্ষাৎ মা দূগা। জয় মা দূগা মা গো প্রনাম নিও মা🙏🙏🙏🙏🙏🙏

  • @mrinmoymandal3153
    @mrinmoymandal3153 6 місяців тому +48

    Onek din por ei mahalaya dekhlam chotobelar din gulo refresh hoye gelo

  • @SonaliDas-wb4in
    @SonaliDas-wb4in 5 місяців тому +24

    ধন্যবাদ ইউটিউব চ্যানেল কে এখনো এই শ্রেটো মহালয়া টা যত্ন সহকারে রাখার জন্য । যা শুনলেই মনে হয় আগের সেই সোনালী দিন গুলোর কথা ।এখনো খুব মিস করি এই মহালয়া কে 😢😢

  • @sagarikaghosh2233
    @sagarikaghosh2233 5 місяців тому +112

    ভগবান এই মহালয়াতে যেন নতুন এক ভোরের উদয় হয়।😢 আমার ডাক্তার বোন এর অপরাধিরা জাতে কটহর শাস্তি পায়। আমরা নারীরা জাতে আবার নিশ্চিন্ত ভাবে চলতে পারি।😢😢😢

  • @DIPANKARSARKAR-cu6mq
    @DIPANKARSARKAR-cu6mq 4 місяці тому +2

    শ্রদ্ধা জানাই উক্ত এই মহালয়ার সমস্ত অভিনেতা ও অভিনেত্রী কে।
    এখনকার দিনের মহালয়া দেখার চেয়ে,যখন তখন এই মহালয়া দেখা অনেক মাধুর্য উপভোগ করা।
    শেষে এটাই বলবো,শ্রদ্ধা জানাই এই পর্বের সমস্ত অভিনেতা ও অভিনেত্রী কে 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻।

  • @BongValobasa
    @BongValobasa 4 місяці тому +4

    আধুনিক দিনের মহালয়া অনুষ্ঠানের মাঝে এই পুরানো দিনের মহালয়া অনুষ্ঠানটি খুঁজে যেতো মন...আজ youtube এ খুঁজে পেতে মন টা ভালো হয়ে গেল ❤🥰

  • @L.Roy2016
    @L.Roy2016 4 місяці тому +10

    এই মহালয়া দেখে ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেলো ।
    জয় মা দুর্গা

  • @aritrachatterjee527
    @aritrachatterjee527 Рік тому +8

    Best Mahalaya ever...❤❤🎉🎉 Sanjukta ke dekhleiii shonman korte ichhe kore!! What pure acting and expressions!!🎉❤
    I cry even at this age, watching this at 5AM every year..🫶🥹

  • @pallavroy7215
    @pallavroy7215 4 місяці тому +22

    আমারা প্রতি বছর ভোর 4am প্রজেক্টেরের মাধ্যমে এই মহালয় পরিবেশ করি আমাদের ক্লাবের মাঠে , আজ ও ভোর রাতে লোকজনের সংখ্যা ছিলো 400 ওপর। অমল অসুর বেষ্ট। এবং সংযুক্তা দিদি বেষ্ট।

  • @samirdas185
    @samirdas185 Рік тому +17

    Etai mahalaya, ja dekhle mon bhore jai, jai maa Durga 🙏🏻🔱🕉️🚩

  • @rubidebnath7405
    @rubidebnath7405 4 місяці тому +1

    ❤❤❤ opurbo❤❤❤

  • @Saheli_Moni
    @Saheli_Moni 5 місяців тому +235

    মা এবছরের পূজোয় তোমার কাছে একটাই প্রার্থনা..... আরজি কর কান্ডের অসুরদের তুমি দলন করো মা।।🙏

    • @shilpamahato8202
      @shilpamahato8202 4 місяці тому +2

      অসুর কোন খারাপ নয়, এখনো অসুর বলে এক জাতি আছে তারাও মানুষ।

    • @tusarroy2826
      @tusarroy2826 4 місяці тому +9

      RG kor bolle hobena sara prithibi te dharsan Kari der sasti chay.....Joy ma dasovuja 🙏🙏🙏

    • @JibanMandal-z4o
      @JibanMandal-z4o 4 місяці тому

      ⁶​@@shilpamahato8202

    • @mbcreation3755
      @mbcreation3755 4 місяці тому +1

      তারা আইন এর বিচার না পেলেও,উপর ওয়ালার কাছে ঠিক বিচার পাবে।।।🎉

  • @GopalChandraSaha-le5jn
    @GopalChandraSaha-le5jn 4 місяці тому +2

    অনেক ছোট ছিলাম কিন্তু স্মৃতি স্পষ্ট।
    আগের দিন রাতে তাড়াতাড়ি করে শুয়ে পড়তাম মা বাবা আমি সোনাদি।
    ভোরে উঠতে হবে।মা ডেকে তুলবে আমাদের সকলকে।বাবা খুব একটা দেখতোনা।আমরা শীতের আমেজে দেখতাম।চারিদিক অন্ধকার থাকতো তখনও।কোনো কোনো বার কারেন্ট চলে যেতো মাঝখানে, ভালো হচ্ছে কোনটায় সেটা খুজতাম চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে।
    সকাল হলে মা ঝাড়ু হাতে বাড়ি,উঠান,খুলি( ফটকের বাইরে) ঝাড়ু দিত।বড়মারাও দিতো।কি এক আনন্দের কল্লোলে মুখরিত হতো সবাই।
    কত স্মৃতি।
    ইশ ভগবান মানুষ কেনো বড় হয়ে যায়,কেনো মানুষ মরেও যায়😢

  • @banglar-ffkesto4863
    @banglar-ffkesto4863 4 місяці тому +23

    ছোটো বেলায় মা বাবা আমাদের ভোরবেলায় ডেকে দিত, আর বাবা রেডিওতে মহালয়া শুরু করে দিত, আমরা খুব আনন্দ করতাম, আর এই মহালয়া দেখার জন্য উদ্বিগ্ন থাকতাম।❤❤❤❤

  • @AshokDas-fs5eb
    @AshokDas-fs5eb 4 місяці тому

    সত্যিই খুব প্রশংসনীয়,অনবদ্ধ অভিনয় প্রত্যেকের,,সংযুক্তা খুব সুন্দর অভিনয় করেছেন।।🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤

  • @sabitadas8565
    @sabitadas8565 Рік тому +90

    এটাই বলে মহালয়া দেখলে মন ভরে যায়

  • @SudiptaKar-er9og
    @SudiptaKar-er9og 3 місяці тому

    অপূর্ব সুন্দর, অসাধারন এটাকে বলে টিভি মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গা 🧡🤍💚🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💥️❤️❤️❤️❤️❤️💥❤️💥❤️💥💥 🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @prosenjitsarkar89
    @prosenjitsarkar89 Рік тому +45

    Vor 3te 4te theke uthe bose thaktam television khule mohaloyar ei program dekhar jonno.. R ondhokar shisir veja vore rastai giye lonkabaji fata tam... Ki opurbo chilo sei din gulo... ❤❤❤❤❤

  • @iamjoy1381
    @iamjoy1381 4 місяці тому +1

    আমার চোখে দেখা সেরা মহালয়া এটা। আবার অনেক বছর পরে ছোটবেলার কথা মনে পড়ে গেল।❤❤❤ছোটবেলায় এই মহালয়া দেখার জন্য কতই না আনন্দে ছিলাম😢খুব ভোরে উঠে অন্য মানুষের বাড়িতে গিয়ে মহালয়া দেখা।সেইছিল দিনগুলো 😢😢এখন খুব মিস করি দিন গুলো 🥺🥺। বড়ো হয়েগেলাম দেখতে দেখতে 😢

  • @Thepatai
    @Thepatai 6 місяців тому +31

    এটাই epic mahalaya ❤ nostalgia
    ❤️ পুরোনো স্মৃতি মনে করিয়ে দেই এই মহালয়া। এই ফোনের যুগে ভোর 4টেই উঠে মহালয়া দেখার ক্রেজ কমে গেছে 😢

  • @rakeshsil1053
    @rakeshsil1053 4 місяці тому

    ছোটবেলার এই মহালয়া টা সবচাইতে ভালো এর থেকে ভালো মহালয়া আর দেখিনি কখনো ।

  • @ShikhaSana-ep5po
    @ShikhaSana-ep5po 4 місяці тому +12

    এই মহালয়া শুনলে সেই ছোটো বেলার কথা মনে পড়ে যায় অনেক অনেক মিস করি কত টা সুন্দর ছিল দিনগুলো
    But মহালয়া শুনলে যেনো মন টা ভরে উঠে পুজো পূজো অনুভব হয় ❤❤

  • @PapiyaAdhikary-j1k
    @PapiyaAdhikary-j1k 3 місяці тому +1

    এই মহালয় দেখলে মনে হয় সত্যিই মা এসেছে 😊

  • @swagata2121
    @swagata2121 7 місяців тому +689

    আলোর আতিশয্য ছিল না, প্যান্ডেলের রমরমা ছিল না, তারস্বরে মাইক বক্সের আওয়াজ ছিল না,সেলফির রমরমা ছিল না,তবে প্রাণের পূজা ছিল। আবার ফিরতে চাই ছেলেবেলার সোনালী দিনগুলোতে।তবে ফিরবে না সেকি ফিরবে না ফিরবে না আর কোনদিন। চিন্ময়ী মায়ের আমার মৃন্ময়ী রূপ।🙏

  • @BikasDas-pm7vp
    @BikasDas-pm7vp 4 місяці тому

    ছোট বেলার সেই মহালয়া কথা মনে পড়ে যায় খুব ভাল লাগল

  • @SimaJana-o7w
    @SimaJana-o7w 5 місяців тому +9

    এই মহালয় দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। কিন্তু এরকম মহলায় আর কোনদিন হবে না। কেউ পারবেও না

  • @kabirulislam2664
    @kabirulislam2664 4 місяці тому

    ছোটবেলা থেকেই এই মহালয়া দেখে বড়ো হয়েছি। অনেক স্মৃতি বহন করে❤️😘, অনেক ভালোবাসা ও ভালোলাগা 💓

  • @adityanarayandas9680
    @adityanarayandas9680 Рік тому +165

    গায়ে কাঁটা দেবে। চোখে জল আসবে! ❤

  • @sanjibroy2288
    @sanjibroy2288 4 місяці тому

    অনেক বছর বাদে আবার এটি দেখে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল যখন বাড়ির সবাই বসে মহালয়া দেখতাম

  • @ranjitmandal4722
    @ranjitmandal4722 Рік тому +53

    জয় মা দূর্গা🙏🙏🙏 এই মহালয়ায় হলো আসল মহালয়া❤

  • @MallikaRoyGarai
    @MallikaRoyGarai 4 місяці тому

    সর্বশ্রেষ্ঠ মহালয়া ছোট বেলায় দেখতাম এখনকার মহালয়া দেখতে ভালো লাগে না অনেক দিন পর আবার দেখলাম দারুন দারুন দারুন খুব সুন্দর হয়েছে আগের মতো

  • @prabirguin1321
    @prabirguin1321 4 місяці тому +6

    এই মহালয়া টা দেখতে দেখতে যেন টাইম মেশিনে করে সেই ছোটবেলায় ফিরে গেলাম, ধন্যবাদ এই চ্যানেলকে এটা আপলোড করার জন্য। সত্যিই এটা খুবই সুন্দর।

  • @nupurchatterjee8670
    @nupurchatterjee8670 4 місяці тому +5

    এই মহালয়া এই মহালয়া স্মৃতি ভোলার নয় ছোট থেকে দেখে বড় হয়েছি। আজও ভুলতে পারিনা দেখলে আমার ছোটবেলার স্মৃতি ফিরে আসে জয় মা দূর্গা জয় সংযুক্তা দেবী।

  • @Ashanshine
    @Ashanshine 4 місяці тому +34

    🙏❤️🌷 জয় মা দূর্গা 🙏❤️🌷
    আমি প্রতি বছর এই মহালয়া টাই দেখার অপেক্ষায় থাকি☺️🥰

  • @sukhdebmondal7528
    @sukhdebmondal7528 4 місяці тому +2

    এই আগের মহালয়া দেখেছি ছোট বেলায়। এখন দেখে আমি বড়ই খুশি হয়ে গেলাম। জয় দূগ্যা।

  • @ShivPriyo
    @ShivPriyo 4 місяці тому +4

    আগে মহালয়া দেখার জন্য কতো অপেক্ষা করতাম, মহালয়ার দিন ভোরে উঠে আগে রেডিও তে শুনতাম তারপর এন্টেনাওয়ালা সাদা কালো টিভিতে দেখতাম 🥰❤️
    সত্যিই কতো ভালো ছিল সেসব দিনগুলো 😢 এখন আগের মতো মহালয়া হয় না তাই ভালো লাগে না।

  • @pharmacistalwaystrustedabhijit
    @pharmacistalwaystrustedabhijit 4 місяці тому +10

    Aj sokal dekhlm ga automatic sihoron dilo halka darun feeling agami generation ata I dekha uchit jotodin manob jibon thakbe ai mahalya best

  • @jbmashti7554
    @jbmashti7554 Рік тому +6

    চিরকালের সুপারহিট মহালয়া
    জয় মা দুর্গা 🙏🙏🙏🙏🙏

  • @RATRI31
    @RATRI31 4 місяці тому +6

    বারবার দেখি। তাও ভালো লাগে। মহালয়ার আগের সারারাত আনন্দে ঘুমাতে পারতাম না। এখন সেই অনুভূতি টাই আর নেই।

  • @DanielLama-ic9nl
    @DanielLama-ic9nl 4 місяці тому

    Onek miss kori sei purono din gulo. Sorbokaler sorbo sreshta mahalaya. Joy Maa Durga 🙏🏻

  • @DebabrataMondal-o7w
    @DebabrataMondal-o7w 4 місяці тому +8

    ধন্যবাদ ইউটুব চ্যানেলকে এখনও এই শ্রেষ্ঠ মহালয়া অতিযত্ন সহকারে রাখার জন্য এবং সকলকে দেখানোর জন্য🙏🙏😮😮❤️❤️🙏🙏

  • @r.rajkumar05
    @r.rajkumar05 3 місяці тому +1

    আমার স্মৃতি রেখে গেলাম 2/10/2024 মহালয়া দেখলাম ।আর কে কে দেখে

  • @sathikarmakar2734
    @sathikarmakar2734 Рік тому +10

    Mahalayar din bhorbela ei Mahalaya tai miss kori

  • @bapandey1625
    @bapandey1625 4 місяці тому +15

    খুব সুন্দর লাগলো অনেক বছর পর দেখলাম 🙏❤️

    • @5xk-l3r
      @5xk-l3r 4 місяці тому

      ❤❤❤❤❤🙏🙏🙏🙏

    • @5xk-l3r
      @5xk-l3r 4 місяці тому

      ❤❤❤

  • @prantosarker8399
    @prantosarker8399 5 місяців тому +190

    ২০২৪ এ এসে কে শুনছেন❤️🥰🙏

  • @juikanjilal3986
    @juikanjilal3986 4 місяці тому

    Darun lagche mohaloya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyankakundu7766
    @priyankakundu7766 5 місяців тому +29

    ছোট থেকে বড় হয়েছি রেডিও তে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডী পাঠ শুনে। ওইদিন গুলো আর কখনোই ফিরে আসবে না। আমাদের বাড়িতে যখন সাদা কালো টিভি ছিল তখন ওটাতে এই মহালয়া টা দেখেছিলাম তখন বোধহয় 7/8 এ পড়ি। এই মহালয়া দেখার পর এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম যে এরপর এ যতগুলো মহালয়া হয়েছে ওতোটাও ভালো লাগনি। আজ অনেক দিন পর দেখে গায়ে কাঁটা দিচ্ছে।

  • @JayitaMandal-rp5oz
    @JayitaMandal-rp5oz 3 місяці тому +1

    এভাবে অসুরদের বদ করো মা 🙏🪷🌾🌴🌿আর সকলের মন থেকে হিংসা, খারাপ চিন্তা,অহংকার দূর করে দাও মাগো 🙏❤️। ধরিত্রী সস্য শ্যামলা, শান্তির করে দাও গো মা 🪔🌾🌿🌷🪴🍀☘️🌱🌳🌲🌴🌿❤️❣️

  • @a.m4814
    @a.m4814 7 місяців тому +157

    অনেক সময় অতিবাহিত হয়ে এসেছে । যাদের বাড়িতে আমি মহালয়া দেখতে যেতাম সেও এখন না ফেরার দেশে চলে গেছে । আর যে আমাকে ঘুম থেকে ওঠাতো সেও আর নেই ।কেবল শুধু আছে দেয়ালে ঝোলানো দুইখানা ছবি । আর অধীর হয়ে তাকিয়ে থাকা সেই ছোট ছেলেটা আজ আমি😢😢😢

    • @bmeducation212
      @bmeducation212 6 місяців тому +5

      Ar jini amader mayar bandone bendhe rakhen tiniy mahamaya.

    • @a.m4814
      @a.m4814 5 місяців тому

      ​@@bmeducation212❤❤

    • @imbhowmick7779
      @imbhowmick7779 4 місяці тому +4

      🥺 bastob kotha 😢

    • @pompichanda8069
      @pompichanda8069 4 місяці тому +3

      O my God... irokom lekha poriya amar heart beat bari geche ... ei ki past ... present... r future .... jar lagiya ami sobaike boli ....protita moment amrar khub hashi khusi r mutual understanding ar katani uchit... Radhe Krishna...

    • @pabitrabasumatary2581
      @pabitrabasumatary2581 4 місяці тому

      😊🎉😮U r ok😊😮😮

  • @alankarghosh5204
    @alankarghosh5204 4 місяці тому +1

    আমি জন্মে থেকে এই মহালয়া টা দেখে আসছি, সেই ১৯৯৭ থেকে শুরু সেখান থেকেই, সংযুক্তা দি'র কোনো তুলনাই করা যাবে না, উনি ভালো নাচতে পারেন বলে নাচের সাথে অভিনয় টা দুর্ধর্ষ লাগে, কিন্তু বড় দুর্ভাগ্য যে এখন আর এটা টিভি তে চালানো হয় না, এখন অতিরঞ্জিত হয়ে গেছে ব্যাপারটা। যারা ভালোবাসেন তাঁরা এটাকেই ভালোবাসবেন আমার মতোই আর প্রতি বছর ইউটিউব থেকে দেখবেন, প্রচুর শেয়ার হোক যেন এটা ইউটিউব থেকে না চলে যায় কখনো❤❤❤❤

  • @RadhakrishnaDas-b1s
    @RadhakrishnaDas-b1s 4 місяці тому +7

    ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ পুরনো দিনের সেই মহালয়া কে দেখানোর জন্য জয়মা দুর্গা,

  • @piyalipanja372
    @piyalipanja372 4 місяці тому

    অসাধারণ,,মন টার খুব শান্তি হলো

  • @armyloverboy8428
    @armyloverboy8428 4 місяці тому +17

    আজ আমি আর্মি তে আছি আজ আমি মহালয়া দেখলাম আর ছোট বেলার কথা মনে পড়ে যাচ্ছে
    কি আনন্দ হতো তখন
    রাতে ঘুমানোর সময় বাবা মা কে বলতাম ভোর 3 টার সময় আমাকে জাগিয়ে তুলতে।

  • @SBRAM-l6t
    @SBRAM-l6t 4 місяці тому +1

    জয় মা দূর্গা ❤🙏💐🙏🥀♥️, খুবই ভালো লাগলো এই মহালয়া 🥀♥️🙏🙏

  • @sonaroy6108
    @sonaroy6108 Рік тому +25

    আমাদের ছোটবেলায় মহলয়া এক আবেগ ছিলো।সারা রাত জেগে থাক তাম মহালয়ার জন্য ।কিছু তেই ঘুম আসতো না।কিন্তু এখন কার মোবাইল ইন্টারনেট এর যুগে এখন কার বাচ্চা কাচ্চা দের এসবের কিছুই আবেগ দেখি না। খুবই দুঃখ লাগে।ছোট বেলায় ভালো ছিলো।।❤❤❤

  • @dipsardar9826
    @dipsardar9826 5 місяців тому

    Sotti onek sundor choto belar kotha mone pore gelo

  • @rajmazumdar3741
    @rajmazumdar3741 Рік тому +6

    Kub valo lagto Suntam......darun lagto .......kub vore uthe portam .....uthe 1st e FM e suntam tarporea TV te dektam mahalaya.....mon vore jeto.

  • @SarmisthaMajhi-ut9sf
    @SarmisthaMajhi-ut9sf 4 місяці тому

    Khub sundor hoyeche

  • @rajeshnath3085
    @rajeshnath3085 Рік тому +10

    The best Mahalaya ever ❤❤❤❤

  • @anandabasak9667
    @anandabasak9667 4 місяці тому +1

    এক এবং অদ্বিতীয় মহালয়া। খুবই মিস্ করি। সেই দিন গুলো।

  • @aditiray6799
    @aditiray6799 4 місяці тому +5

    ছোটবেলায় যখন ফিরে আসি , আজকের এই দিনে, আমার মতো ২০২৪ সালে কে কে দেখেছেন

  • @sagorsorkar420-cu7um
    @sagorsorkar420-cu7um 4 місяці тому

    অনেক অনেক সুন্দর হইছে

  • @ANKURCHAUDHURY
    @ANKURCHAUDHURY 7 місяців тому +32

    সংযুক্তা মহাশয়া কে মহিষাসুরমর্দিনী রূপে খুব সুন্দর লাগছে। আজ-কালের মহিষাসুরমর্দিনীর তুলনায় এটায় শ্রেষ্ঠ।। 🙏🪷🪷🙏🙏

  • @ParthaKayal-h3k
    @ParthaKayal-h3k 4 місяці тому

    ছোটবেলার কথা মনে পড়ে কখন দেখি সেই মহালয়❤

  • @khokansutradhar3107
    @khokansutradhar3107 Рік тому +13

    ছোটবেলায় এই মহালয়া দেখার জন্যে ভোর ৪ টা থেকে অপেক্ষা করতাম।সেই দিনগুলি আর আসবে না কোনদিনও।

  • @ranjansarkar3390
    @ranjansarkar3390 4 місяці тому

    Sera mahalaya ekhane hero mahisasur

  • @mitalisingh5588
    @mitalisingh5588 Рік тому +81

    মহালয়ার আগের দিন ঘুমিই আসতো না কখন উঠবো আর টিভি টা চালাবো সেই চিন্তা থাকতো শুধু তারপর তিনটা ভোরেই বাবা রেডিও শুনতো বাবার রেডিও র আওয়াজ ই উঠে পড়তাম ❤I miss you baba😢

  • @sarmistaroy5696
    @sarmistaroy5696 4 місяці тому +1

    কোন ছোট বেলায় এই মহালয়া দেখছি এই মহালয়া ইউটিউব আর ও অন্যান্য ওয়েব সাইটে খুজেছি পাইনি হঠাৎ আজ সামনে চলে আসলো সত্যিই দেখে মনে ভরে গেলো আর পুরোনো দিনের আর সেই ছোট বেলার অতীত গুলো তর তাজা করে দিল। ধন্যবাদ ইউটিউবকে আর সনাতন হিস্ট্রিকে অনেক অনেক ধন্যবাদ

  • @RajibChandraRay-f2n
    @RajibChandraRay-f2n 4 місяці тому +2

    Etai asol mohaloya ❤❤old is gold 🥇 mone pore ajo sei choto belay dekhtam,
    eirokom mohaloya telivision a dekhtam sei din gulo r fire pabo naa😢😢 mon vore jay mahalaya dekhle❤ sei shishir a veja vor holei mahalayr jnno opekhaye thaktam ❤❤ barir pashe tv dekhte jaitam, khub moja chilo sei din gulo ❤❤ 💝 ajke ekhon baritei tv ache r ekhon to sobar hate hate to smart phone hoyeche 🥰 keu dekhen naa but ami dekhchi 😍 🌹 ami gorbito ami hindu 🙏🙏 joy maa aagomoni durga devi 🙏🙏 Sokol ke janani advance Subha Durga Puja subhechha i valobasa ❤❤🙏🙏

  • @mahuabanerjee3107
    @mahuabanerjee3107 4 місяці тому +1

    এই মহালয়া সব থেকে সেরার সেরা

  • @bishnuhaldear9010
    @bishnuhaldear9010 Рік тому +58

    সংযুক্তা ব্যানার্জী আমাদের সত্যিই দূর্গা মা 🙏🙏🙏