Job Vs Business (চাকরি নাকি ব্যবসা) কি করার সিদ্ধান্ত নিয়েছো | Barun Kanti Ghosh|Athena|HSC|SSC
Вставка
- Опубліковано 18 лис 2024
- ✅✅কোচিংয়ে বা কোন প্রাইভেট টিউটরের কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার দিন প্রায় শেষ। যুগ বদলে গেছে। শিক্ষাকে সল্প মূল্যে সবার কাছে পৌছাতে হবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
সেই শিক্ষার্থী অসাধারণ যার কখনো কোনো কোচিং বা প্রাইভেট পড়ার দরকার হয়নি। তুমি যদি এই শ্রেণীর হও, তোমায় অসংখ্য ধন্যবাদ।
কিন্তু এছাড়াও বর্তমান শিক্ষা কারিকুলাম অনুযায়ী কোনো শিক্ষার্থীর একজন মেন্টর থাকা খুবই জরুরী, যে তাকে পড়াশোনার সাথে সাথে জীবনের সঠিক দিক দেখাতে পারে। কোন শিক্ষার্থী যদি HSC Physics 1st/2nd Paper or Admission পড়ার জন্য কোন টিউটরের দ্বারস্থ হয় তবে দেখা যায় গড়ে ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা খরচ হয় শুধু একটা বই শেষ করার জন্য। কিন্তু শতকরা ৯০% ক্ষেত্রে শিক্ষার্থী শেষ
পর্যন্ত কিছুই পায় না। কারণ এ ক্লাস গুলো সব হাওয়ায় মিলিয়ে যায় এবং দৌড়ঝাঁপ করে জ্যাম ঠেলে হাজার হাজার টাকা ভাড়া দিয়ে ক্লাসরুমে কোনরকমে সামান্য জায়গায় বসে ঐ শিক্ষকের থেকে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা আসলে খুব মুশকিল হয়ে যায়। এ বিষয়ে আমি ছোটবেলা থেকেই লক্ষ্য করেছি।
আর আমার কথা বিশ্বাস না হলে তোমার নিজেকে একটা প্রশ্ন করো, প্রায় সমস্ত শিক্ষার্থী কোন না কোন শিক্ষকের কাছে অথবা কোচিং এ লক্ষ লক্ষ টাকা খরচ করে ভর্তি হয়। কিন্তু ভালো করে কত শতাংশ ?
এর মূল কারণ ক্লাসে বইয়ের সব কিছুই গভীর ভাবে শিক্ষার্থীকে অনুধাবন করিয়ে আসলে কোন শিক্ষকের পক্ষে পড়ানো সম্ভব হয়না। কারণ তার একটার পর একটা ব্যাচ থাকে এবং মাথায় এই প্রোগ্রাম চলে যে কোনরকমে এই ব্যাচটি বের করে দিলে এর পরের ব্যাচের ঢুকবে এবং এই টানাপোড়েনের মধ্যে উনি কখন যে পড়ানোর পরিমাণ কমিয়ে দেন বা স্টুডেন্টের সামান্য কিছু জিনিস পড়িয়ে ছেড়ে দেন তা তিনি নিজেও খেয়াল করেন না। এই ঘটনা 99% ক্ষেত্রে কোচিং এবং প্রাইভেট টিউটর দের ক্ষেত্রে ঘটে। এছাড়াও আরও একটা সমস্যা রয়ে গেছে। সেটি হলো বাংলাদেশের ইন্টারমিডিয়েটে যত শিক্ষার্থী সাইন্স পড়ে তার শতকরা ২০% শিক্ষার্থী ভালো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শিক্ষার্থী গুণগত মানসম্পন্ন শিক্ষকের সান্নিধ্যে নেই।
কিন্তু যুগ পরিবর্তনের সময় চলে এসেছে, সমস্ত সেবা এর মূল্য সময়ের সাথে সাথেকমে গেছে। কিন্তু তার মান বৃদ্ধি পেয়েছে। যেমন ধরো একটা সময় মোবাইল ফোনের কল রেট মিনিট প্রতি 10 টাকা ছিল এবং নেটওয়ার্ক ছিল খুব দুর্বল কিন্তু এখন কল রেট মিনিট প্রতি 1 টাকারও কম এবং নেটওয়ার্ক অনেক শক্তিশালী। যুগ মানুষকে বাধ্য করে পরিবর্তন হতে এবং বর্তমানের কোটি কোটি টাকার যে কোচিং বাণিজ্য হয় আগামী কয়েক বছরের মধ্যেই চার ভাগের এক ভাগে নেমে আসবে। কারণ ১-২% শিক্ষার্থী ছাড়া তোমার আমার মত প্রতিটি শিক্ষার্থী চায় খুব সামান্য অর্থের বিনিময় গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে। আমি যে প্যাকেজ কোর্স তোমাকে অফার করছি তা ধরে নিতে পারো এই যুগ পরিবর্তনের প্রাথমিক ধাপের মধ্যে একটি ধাপ। সঠিক এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জনের জন্য দূরত্ব কোনো বাধা নয়। তুমি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যেকোনো স্থানে থাকো না কেন, তোমাকে সর্বোচ্চ গুণগত মানের শিক্ষা প্রদান করা আমার দায়িত্ব।
Full Course Teacher
------------
Barun Kanti Ghosh (16 Years’ Experience in Admission Test Teaching)
EEE (BUET-2006), Ex-Notre Dame College (Group-4)
MBA (IBA, University of Dhaka)
Facebook ID: / baruneee
Facebook Page: / barun.oraska
------------------
✅✅Course No-201(HSC First Paper Physics Foundation Course): Fee-2500
🔷Course Content: ক্লাস ভিডিও: 145 টি (Duration-112 Hours), ১ ঘন্টার সৃজনশীল পরিক্ষা: 20 SET(With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা: 20 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book : 1 টা
🔷FB Private Group Link: / 1136139100560337
🔷Bkash or Nagad No: 01714243042 (Personal)
✅✅Course No-202(HSC Second Paper Physics Foundation Course): Fee-2500
🔷Course Content: ক্লাস ভিডিও: 119 টি (Duration-104 Hours), ১ ঘন্টার সৃজনশীল পরিক্ষা : 21 SET (With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা : 21 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book : 1 টা
🔷FB Private Group Link: / 1241944279548377
🔷Bkash or Nagad No: 01714243042 (Personal)
✅✅Course No-203 (BUET/Dhaka University Physics Admission Program): Fee-3000
🔷Course Content: ক্লাস ভিডিও: 167 টি (Duration-131 Hours), ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 25 SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 24 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Admission Test Concept Book : 1 টা
🔷FB Private Group Link: / 889120498423276
🔷Bkash or Nagad No: 01714243042 (Personal)
✅✅Course No-204 (BUET/Dhaka University Physics Admission (Short Syllabus-HSC-2021) Program): Fee-1500
🔷Course Content: ক্লাস ভিডিও: 94 টি (Duration-75 Hours), ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 12 SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 12 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 4 SET, Homework, Admission Test Concept Book : 1 টা
🔷FB Private Group Link: / 294123559319175
🔷Bkash or Nagad No: 01714243042 (Personal)
ভর্তির নিয়ম: পে করে গ্রুপে লিংকে যুক্ত হতে হবে । যুক্ত হউয়ার সময় যে নাম্বার থেকে পেমেন্ট করেছো তার শুধু বিস্তারিত দিতে হবে। বেস হয়ে গেল। তুমি গ্রুপে Join Request দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে সব কিছু চেক করে তোমায় Join করিয়ে দিবো। গ্রুপ Join করলেই বাকি সব কিছু কোর্সটি শুরু করতে পারবে।
অনেক বেশি গুরুত্বপূর্ণ টপিক ছিলো এটা🔥
চাকরি বা ব্যাবসা সবকিছুর উদ্দেশ্যই টাকা।ব্যাবসা করলে বেশি টাকা ইনকাম কম সময়ে।তাই আমি ব্যাবসা করবো।যাদের নেতৃত্ব গুণ আছে তাদের ব্যাবসা করা উচিত বলে আমি মনে করি।
কি বিজনেস
ব্যবসায় সবচেয়ে ভালো
❤️❤️❤️...Sir Ami apnar video onak din dhore follow kori..Khub valo lage ❤️❤️❤️
Thank you
Yes job is a modern slavery..... In Bangladesh there is no respect and organisational culture. There is no culture in most of the companies. Only politics. After completion of study from Germany I came Bangladesh and start a job in gulshan navana tower. And found it was catastrophic for me. I will not do any job slavery. Small business is far better than work with a bad company. Do business not job
There is a difference between a business man and an entrepreneur
I think you are so kind person.
😊😊😊
ভাইয়া বিজনেস শুরু করতে চাইলে পলিটিক্যাল ক্ষমতা থাকা কতটা জরুরী??
বড় বিজনেস করলে বাংলাদেশের প্রেক্ষাপটে পলিটিক্যাল সাপোর্ট অতিব জরুরি।নাহলে বিজনেস করতে পারবেন না।করতে দিবেনা। তবে সাপোর্ট আপনাকে আদায় করে নিতে হবে না।আপনি এমনি এমনি পাবেন।বিনিময়ে আপনাকে টাকা ঢালতে হবে।
Aponer vedio continue daki, onek motivation pi. Love for you vii
Thanks Malek
গুড আইডিয়া স্যার
Weight er class ta onek valo chilo, ami oi dhoroner video er jonno apnar channel subscribe korechi.( ssc 2022)
I'm trying my best
masallah aponer kotha golo kob important so akta valo dicition nite perbo
Thank you
Stay connected
Must Business
আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? আপনার ভিডিও গুলা অনেক ভালো লাগে।সবসময়ই দেখি😊
Ami valo achi...
Thank you
Keep watching
👍 Nice
Dear sir,you Don't like corruption. It’s really a moral lesson from your life style. Love you sir.I like honest people. From your life style i feel you have neat& clean livelihood. Love you sir.Honest family members don’t' like corruption. Love you sir❤️❤️❤️
কথাগুলো অনেক কাজের ধন্যবাদ, আপনাকে কিন্তু এ বিষয়ে সম্পূর্ণ বাংলায় বলা উচিত ছিল,
কারণ
কিছু কথা বলার পর পর ইংলিশ বলা হচ্ছে,কিছু মানুষ না বুঝলে এসব কথা বলার কোন মানেই হয় না, সহজ বাংলা ভাষায় বললে ১০০% লোকেরাই বুঝতে পারবে।
sir, I think you are confused between self employed and enterprenureship...
oraska kun doroner product toiri kore
প্রত্যেক উদ্যোক্তাই অন্ধকার এ হাটতে চাই, কারন সে জানে ঝুঁকি, সুতরাং স্যার আপনি যেভাবে সতর্ক করে দিচ্ছেন সেটা ভালো কিন্তুু একজন উদ্যোক্তা সম্পুর্ন গবেষণা করে মাঠে নামে, যেই গবেষণার নথি একমাত্র তার কাছেই থাকে। সুতরাং এটা অনেক গভীর বিষয়।
চাকরিই তো ৭০% পায়না।বাদবাকি কি করবে?
আপনার কাছে আমার প্রশ্ন আপনি কোন অভিজ্ঞতার আলোকে এই লেকচারটা দিলেন।
আমি অনেকজনকে দেখেছি হঠাৎ চাকরি চলে যাওয়ায় পরিবার নিয়ে সমস্যায়....পরবর্তীতে ব্যবসায় চলে আসল কোনো চাকরিতে যেতে না পেরে।।
সার, একটি ভুস্থির উপগ্রহ 24 ঘনটাই একই স্থান 2 বার পর্যবেক্ষণ করলে কি ওটা ভুস্থির উপগ্রহ হবে? T = 24 নাকি 12 ? ( BUET 2017-18 )
১২
12 Hrs..
@@barunkantighosh6509 ok , thank you sir
So fine
আপনি চাকরি জিবি তাই আপনার কাছে চাকরিই ভালো।
ব্যবসা করা সুন্নত।
assalamualaikum sir,
HSC-23 এর জন্য কী কোন paid কোর্স আছে...? (physics)
please answer sir.... please 🙏🙏🙏🙏🙏
Working on it
@@AthenaScienceAcademy Thank you sir...
বিম্গাপন দিতে চাই আপনার ভিডিও তে
❣️❣️❣️
DaDa tmr t-shirt ta thik aca but aktu Londri/Istri korla better hoi tmr ar por thaka londi/ ba nija istari kora niba.. tarila better because tmr ay video ta onk lok dakhba ..
That doesn't even matter
I didn't even notice it
🖤
❤️❤️
Must business
💜💜💜
Love you sir
😊😊😊
❤❤❤❤
💜💜💜
❤️❤️❤️❤️
💜💜
ডুয়েট থেকে ভাই
Wow
Sir must business
💜💜
Adab vaiya💞
💜💜💜
First comment
💜💜💜