আমি বাংলাদেশের ব্লগারদের মধ্যে আপনার ভিডিও গুলাই দেখি।সহজ সাবলীল উপস্থাপন যেমন সেই ৯০ দশকে ছিল মার্জিত ভাষায় রুচিসম্মত উপস্থাপন। গ্রামের সহজ সরল মানুষ গুলো দেখে সেই আগের গ্রাম বাংলার চিরায়ত দৃশ্য ফুটে উঠেছে।আর আজিজ্জুল ভাইয়ের সরলতা আর বিশেষ করে আমাদের মত প্রানীপ্রেমির জন্য সেই কুকুর ঝগড়া দৃশ্য ভালই উপভোগ করেছি। আজিজুল ভাইদের মত সরল মানুষ গুলো ভালো থাকুক।
কমেন্ট পড়তে পড়তে চোখ থেকে পানি গড়ে পড়লো, আসলে প্রতেকটা মানুষ যার যার মনের কথা গুলো বলছে, আর ভাইয়ের কথা গুলোও খুব ভালো লাগলো, আর ডাল ভাত মাছ, ওহ, আমার মায়ের কথা মনে পড়ে গেল, আসলে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ গুলার উপর আল্লাহর এক অপরীসিম ভালোবাসা, আর পরিবার টার প্রত্যেকটা সদস্য যেন মাটির মানুষ, আসলে প্রবাসে আজ ১১টা বছর নিজের গ্রাম টাককে মিস করে চলেছি, আল্লাহ দ্রুত ফিরায়ে দাও দেশে
সুমন ভাই আপনার প্রতিটা ভিডিও ভিশন ভালো লাগে। আপনার ভিডিও গুলো দেখলে মনের ভিতর অন্যরকম অনুভূতি কাজ করে। ছোটবেলা থেকে যে জায়গার কথা শুনে আসছি,আপনার ভিডিওর মাধ্যমে সেসব জায়গা দেখতে পাচ্ছি। এক কথায় অসাধারণ।।
যিনি মসজিদ টা তৈরী করে দিচ্ছেন সেই চর এলাকায় তার জন্যে অবশ্যই দুআ থাকলো, তেমনই যদি তার মতো আরো কেউ সেই চরের দুস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসতেন....... আশা করি আজিজুল ভাই তার কাংক্ষিত জমিটি পেয়ে যাবেন চর খানপুরে যেহেতু সুমন ভাই আপনি আছেন পাশে। অশেষ ধন্যবাদ সুমন ভাই এতো অপরূপ সুন্দর চর খানপুরের এই ভিডিওর জন্যে।
সালাউদ্দিন ভাই আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি ভাইজান আপনার প্রায় ভিডিও আমি দেখি কিন্ত চরখানপুরের ভিডিও এতটাই সুন্দর যে যেতে ইচ্ছা করছে passport বানেয়েছি ইন্শাআল্লাহ যাবো বাংলাদেশের প্রকৃতি আমাকে পাগল বানিয়েছে
একদম ঠিক বলেছেন,আপনি একজন ধনী লোকের বাড়িতে গিয়ে এক কাপ চা আশা নাও করতে পারেন,কিন্তু কিন্তু একজন গরিব লোকের বাড়িতে যান দেখবেন আপ্রাণ চেষ্টা করবে আপনাকে খুশি করার জন্য
চরখানপুর,আজিজুল ভাই আর সুমন ভাই এ যেন মাঠির সাথে মিশে গেছে দুটি হৃদয়। খুবই ভাল লাগে চরখানপুর এর প্রামাণ্যচিত্র আপনার উপস্থাপনা। সুযোগ পেলে আবার যাবেন আরো দেখতে চাই মাঠির মানুষদের।
আপনার কাজের প্রসংশা যত করা হোক না কেন কম হবে। আমি নিয়মিত দেখি আপনার ভিডিও। জীবনের সুক্ষ্ম দিকগুলো আপনি ঠিকই ফুটিয়ে তুলেন, এমনকি বাদ যায় না উননের রান্না-বান্না। আরও এগিয়ে যান আপনি। দুয়া আর ভালবাসা রইলো।
যেখানে চাহিদা কম থাকবে সেখানে সুখ থাকবে অফুরন্ত। আর যেখানে চাহিদা বেশি থাকবে সেখানে কখনও সুখ থাকবে না। চর এলাকার মানুষদের তেমন কোনো চাহিদা নাই এই জন্য তারা সারাদিন পরিশ্রম করবার পরে একটু ডাল-ভাত খেতে পারলেই প্রশান্তির ঘুম চলে আসবে। আর যাদের হাজার হাজার কোটি টাকা আছে তারা এসি রুমে থাকলেও প্রশান্তির কোনো ঘুম পাবে না।
নমস্কার দাদা..... আমি আপনার প্রায় সব ভিডিও🎥 ই দেখি। আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে... আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বাসিন্দা..... আপনি যদি আবার পশ্চিমবঙ্গ আসেন তাহলে বিষ্ণুপুর ( টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত) ঘুরে যেতে পারেন ও চাইলে ভিডিও বানাতে পারেন.....আপনার উত্তর📞 এর অপেক্ষায় রইলাম......
সালাউদ্দিন ভাইয়া আমি আপনার একজন ভক্ত এলজন দর্শক। আজিজুল ভাইয়ের পরিবারের জন্য একটু কিছু করে দিয়েন যেন আজিজুল ভাই একটু সুখী শান্তিতে বসবাস করতে পারে। তার পরিবারের মানুষগুলো আপনাকে অনেক শ্রদ্ধা করে। গ্রামের খুবই সহজ-সরল প্রকৃতির মানুষ তারা। প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের মানুষের জন্য অনেক সাহায্য সহযোগিতা করেন আশা করবো প্রবাসী ভাইয়েরা আজিজুল ভাইয়ের জন্য কিছু সাহায্য সহযোগিতা করবেন।
স্মৃতির অন্তরালে চর খানপুর দেখলে মনটা জুড়িয়ে যায় নদীর আবহমান মোহনা সেই যমুনা নদী সুমন ভাই কি বলবো অসাধারণ এক্স ভিডিও জীবনের পথচলা অনেক কঠিন এই ভিডিওর মাধ্যমে পাওয়া যায় সত্যিই জীবন অনেক অপূর্ব সুন্দর কারো মন যদি খারাপ থাকে মডেল নদীর মোহনায় তাকিয়ে থাকো মন ভালো হয়ে যাবে মনকে নদীর মতো বড় কর সত্যিই আমরা নদীকে ভালবাসবো নদীর মতই আমাদের মন হবে,,,
এই টাইপের খানা আমিও অনেকবার খেয়েছি একেবারে প্রত্যন্ত গ্রামে গিয়ে! কি পরিমাণ স্বাদ বলে বুঝাতে পারবোনা, সুমন ভাই আপনি অনেক বড় মনের মানুষ এই যে গরিব মানুষ গুলুর সাথে যেভাবে বসে খাচ্ছেন এটা অসাধারণ একটা দৃশ্য।
আপনি যে ভিডিও করে গ্ৰাম বাংলার দৃশ্য তুলে ধরেছেন তার তুলনা হয় না অসংখ্য ধন্যবাদ । সত্যি বলতে গ্ৰাম বাংলার মানুষ অনেক সহজ সরল হয় এবং এই দৃশ্য মুগ্ধ হয়না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব । তাইতো কবি হারিয়ে গেছে গ্ৰাম বাংলার মানুষের মাঝে এটা বলে শেষ করা যাবে না।।
এই চেদরি মাছটা আমার অনেক প্রিয়। কি যে মজা। শৈশবে কৈশোরে গ্রামে খাইছি। সেই মজা এখন আর পাই না । চোখের পানি ধরে রাখতে পারলাম না । ভিতরে কান্নার ঢেউ উঠে গেল । ভাই এরকম ভিডিও আরো চাই আপনার প্রতি দোয়া রইল । ভালো থাকবেন সাবধানে থাকবেন।❤❤❤❤
ভাইয়া আপনি খুব সুন্দর মনের মানুষ আল্লাহ আপনাকে সর্গ সুখে রাখুক এবং আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন ছুম্মা আমীন আমি আসাম থেকে বলছি আমার নাম হামিদুল সেখ
অনেক সম্পদ থাকলেই সবাই সুখী হতে পারে না সেটা এই পরিবার টা দেখে বোঝা যায় হইতো অনেক টাকা পয়সা নেই কিন্তু মানুষ গুলো অনেক সুখী দেখে অনেক ভালো লাগলো সত্যি এমন মানুষ গুলোর জন্য কিছু করলে অনেক ভালো হবে ভাই আপনি জমি কিনে দিতে চেয়েছেন সেটা অনেক ভালো কাজ এই কাজের জন্য মহান আল্লাহ জেন আপনাকে অনেক ভালো রাখে ভাইয়া
আপনার প্রতিটি ভিডিও আমি দেখি বা দেখার চেষ্টা করি। অনেক ভালো লাগে। ভাই আপনার মহানুভবতা, আপনার আচরণ সব মিলিয়ে আমার অনেক ভালো লাগে। আমাদের অবশ্যই প্রতিটি মানুষের অনেক বেশি মানবিক হতে হয়, হওয়া উচিত। আল্লাহ আপনার মঙ্গল করুন,,,, আমি সময়, সুযোগ করে একদিন আপনার সাথে যেতে চাই যেকোনো একটা জায়গায়,,, ইনসাআল্লাহ।
সবমিলিয়ে অনেক সুন্দর ভিডিও,এমন দেশটি কোথাও পাবে নাতো তুমি,সকল দেশের চাইতে প্রিয় আমার জন্ম ভূমি।যতই দেখি মন ভরে না,চারদিকে সবুজ আর সবুজ,সুমন ভাই আপনাকে ধন্যবাদ আমাদের দেশের যায়গা যায়গার চিত্র গুলো তুলে ধরার জন্য।
ভাই আপনি তো বড়ো বড়ো মাছ এবং গোস্তো প্রায় রোজই খান,আপনি এখানে আশার সময় দু একটা মুরগি দু তিন কেজি গরুর গোস্তো এনে এদের নিয়ে জমিয়ে খেলে ভালো হতো,কারন তাঁরা তো আর এমন খাবার পায় না বললেই চলে আপনার অছিলায় তাঁর ও একটু খেতে পারতো
Beautiful video and performance সন্পূর্ন ভিডিওটা দেখলাম গ্রামবাংলার চমৎকার দৃশ্যাবলীগুলী দেখালেন সীমান্ত এলাকায় যদিও দারিদ্র তারাই হলো আসল সুন্দর মনের মানুষ তাদের রকমারি সুসাদু আয়োজনে আপনি তাদের সাথে দারুন ভাবে মজা করে খাওয়ার পর্বটি শেরে নিলেন তারপর আবার গ্রাম থেকে নৌকা করে ফিরে আসলেন খুবই ভালো লেগেছে
প্রাকৃতিক মানসিক ও শারিরীক সুঃখে ওখানকার মানুষের জীবনে ভরপুর তাই এমন শান্তির ঘুম।সত্যি ই অসাধারণ লাগল।
সুমন ভাইমনটা ভরেগেল।চোখে পানি চলে আসল মানুষ সুখ খোজে। সুখ পাইতে কি কোটি টাকা লাগে।মনেহয় ঐ ছোট্ট ঘরেঅনেক না পাওয়ার মধ্যে অনেক সুখ আছে অনেক ধন্যবাদ।
প্রথম শ্রেণীর রেস্টুরেন্টে বসে দামি দামি খাবার,গরীবের দাওয়ায় মাদুর বিছিয়ে মাশকালাইয়ের ডাল দিয়ে মোটা চালের ভাত।কি নেই সুমন ভাইয়ের জীবনে?জীবন পথের বিচিত্র আনন্দযাত্রার অদৃশ্য তিলক তার ললাটে পড়েই এগিয়ে চলেছেন নিরন্তর।
হুম,,তার মতো হওয়ার আমার ইচ্ছা।।যেন হতে পারি
@@mdfahim8547আল্লাহ আপনার মনের ইচ্ছে পূর্ণ করুন! আমারও খুব ইচ্ছে, জীবনকে এই ভাবে ছুটিয়ে বেড়ানোর।
Uni khub vhalo Manus
@@sornaaktar494 আল্লাহ্ তাকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করুক!
অসাধারণ ভাই মনটাই ভরে গেল আল্লাহ পাক যদি উনাদের পাশে থাকার সুযোগ করে দিতো
আমি বাংলাদেশের ব্লগারদের মধ্যে আপনার ভিডিও গুলাই দেখি।সহজ সাবলীল উপস্থাপন যেমন সেই ৯০ দশকে ছিল মার্জিত ভাষায় রুচিসম্মত উপস্থাপন। গ্রামের সহজ সরল মানুষ গুলো দেখে সেই আগের গ্রাম বাংলার চিরায়ত দৃশ্য ফুটে উঠেছে।আর আজিজ্জুল ভাইয়ের সরলতা আর বিশেষ করে আমাদের মত প্রানীপ্রেমির জন্য সেই কুকুর ঝগড়া দৃশ্য ভালই উপভোগ করেছি। আজিজুল ভাইদের মত সরল মানুষ গুলো ভালো থাকুক।
❤
❤❤ হাই শুভরাত্রি কেমন আছো আমি দুবাই থেকে তোমার বন্ধু হতে চাই
আজিজুল ভাইয়ের জন্য কিছু করতে পারলে খুবই ভাল লাগবে। প্রয়োজনে আমরাও সাধ্যমতো চেষ্টা করবো।
সত্যিই তাই
মাগির পোলাপান বাল করবা
কমেন্ট পড়তে পড়তে চোখ থেকে পানি গড়ে পড়লো, আসলে প্রতেকটা মানুষ যার যার মনের কথা গুলো বলছে, আর ভাইয়ের কথা গুলোও খুব ভালো লাগলো, আর ডাল ভাত মাছ, ওহ, আমার মায়ের কথা মনে পড়ে গেল, আসলে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ গুলার উপর আল্লাহর এক অপরীসিম ভালোবাসা, আর পরিবার টার প্রত্যেকটা সদস্য যেন মাটির মানুষ, আসলে প্রবাসে আজ ১১টা বছর নিজের গ্রাম টাককে মিস করে চলেছি, আল্লাহ দ্রুত ফিরায়ে দাও দেশে
সুমন ভাই আপনার প্রতিটা ভিডিও ভিশন ভালো লাগে। আপনার ভিডিও গুলো দেখলে মনের ভিতর অন্যরকম অনুভূতি কাজ করে। ছোটবেলা থেকে যে জায়গার কথা শুনে আসছি,আপনার ভিডিওর মাধ্যমে সেসব জায়গা দেখতে পাচ্ছি। এক কথায় অসাধারণ।।
যিনি মসজিদ টা তৈরী করে দিচ্ছেন সেই চর এলাকায় তার জন্যে অবশ্যই দুআ থাকলো, তেমনই যদি তার মতো আরো কেউ সেই চরের দুস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসতেন.......
আশা করি আজিজুল ভাই তার কাংক্ষিত জমিটি পেয়ে যাবেন চর খানপুরে যেহেতু সুমন ভাই আপনি আছেন পাশে।
অশেষ ধন্যবাদ সুমন ভাই এতো অপরূপ সুন্দর চর খানপুরের এই ভিডিওর জন্যে।
সালাউদ্দিন ভাইয়ের এই ভিডিও টা অনেক তাৎপর্যপূর্ণ। আপনি যেভাবে মাটির মানুষের সাথে মিশে গেছেন। তা আপনার মনের গভীরতা ফুটিয়ে তুলেছে। ভালোবাসা অবিরাম
সালাউদ্দিন ভাই আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি ভাইজান আপনার প্রায় ভিডিও আমি দেখি কিন্ত চরখানপুরের ভিডিও এতটাই সুন্দর যে যেতে ইচ্ছা করছে passport বানেয়েছি ইন্শাআল্লাহ যাবো বাংলাদেশের প্রকৃতি আমাকে পাগল বানিয়েছে
আপনি গ্রাম বাংলার, মানুষের চিত্রকার।
ভালবাসা রইলো প্রিয় সুমন ভাই❤️❤️
চর খানপুরের মানুষের প্রতি আমার মায়া জন্মেছে, খুব শীঘ্রই সেখানে যাব সুমন ভাই
আমারো যাওয়ার ইচ্ছা আছে স্যার
অপূর্ব সুন্দর চারদিকের সিনারি। মনে হয় আমি যেন ওখানে চলে গেছি। সত্যিই অপূর্ব।
কথায় আছে,,
ধনীর বাড়ির অবহেলার মেহমান হওয়ার চেয়ে??
গরীব এর বাড়ির প্রধান অতিথি হয়ে থাকা অনেক ভালো।
(ধন্যবাদ সবাইকে)
❤
Absolutely right brother!!! 💓💝💓
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো, আমার ছোট মিউজিক পরিবারে এসো সবাই🇧🇩❤️🇧🇩🇧🇩🌐👌💕💕
Thanks!
একদম ঠিক বলেছেন,আপনি একজন ধনী লোকের বাড়িতে গিয়ে এক কাপ চা আশা নাও করতে পারেন,কিন্তু কিন্তু একজন গরিব লোকের বাড়িতে যান দেখবেন আপ্রাণ চেষ্টা করবে আপনাকে খুশি করার জন্য
দাদা তোমার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল এটা দেখে যে তুমি সবার জন্য না পারো একটা পরিবারের জন্য কিছু করছো love u❤️❤️❤️ from india
ভাই তাদের পারিবারিক অবস্থা ভাল না একটু দেখেন। তাদের একটা ঘর বানানো যায় কিনা।
অপূর্ব । আগেও বলেছি আজ ও বলছি আপনাদের মত মানুষ আছেন বলেই আজও পৃথিবী টা এত সুন্দর। এগিয়ে চলুন। নমস্কার।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার
জন্ম ভুমি 🥰🥰🥰😊😊😊🇧🇩🇧🇩🇧🇩
Ai kobita ta porechilam sai chotto belai . West bengal . India theke video ta dakhlam
@@klintonmondal3300 thanks 😊😊apnak
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳❤❤
কালাই এর ডাল এতো মজার যে জে কেউ অনায়াসে ২/৩ প্লেট খেতে পারবে খুব মজা করে।অসাধারণ অভিজ্ঞতা। 🙏🙏🙏🇧🇩🇧🇩
মাশ কলাই আহ্
সালাউদ্দীন সুমন ভাই নমস্কার ।মানুষের দুঃখ কষ্টের বিষয় নিয়ে আপনার ভিডিও অসাধারন।
চরখানপুর,আজিজুল ভাই আর সুমন ভাই এ যেন মাঠির সাথে মিশে গেছে দুটি হৃদয়। খুবই ভাল লাগে চরখানপুর এর প্রামাণ্যচিত্র আপনার উপস্থাপনা। সুযোগ পেলে আবার যাবেন আরো দেখতে চাই মাঠির মানুষদের।
সুমন ভাই, আপনার বাড়িও কি চরখানপুর?
এক কথায় বলছি।
বাংলাদেশের যে কোন মাছ খুব সুন্দর।
15days বাংলাদেশ ঘুরেছি অনেক সুন্দর লেগেছে
আহারে ! এই খাবারটা, দেখেই মনে হচ্ছে স্বাধ হবে অপুর্ব। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি খান , মজা করে খান। আল্লাহু আকবর।
গ্রাম বাংলার এই ভিডিওগুলি অসাধারণ লাগে | সরল মানুষ আর মনোরম প্রাকৃতিক পরিবেশ মিশে যেন একাকার | আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেখি
শুনে ভালো লাগলো যে অসহায় মানুষগুলোর জন্য আপনি কিছু করতে চাচ্ছেন, তাদের ঘরগুলো ছোট হলেও তাদের মনটা অনেক বিশাল
মাটির কাছের মানুষই তো মাটির মানুষ। ধন্যবাদ সুমন ভাই বাঙালি জাতিসত্তার শিকড়ে ঘুড়িয়ে আনানোর জন্য। ❤
চর খানপুরে মসজিদ নির্মাণ হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো অসাধারণ
এটা কোথায়, কোন গ্রামের নাম, চর খানপুর
@@samiyanoor7611 রাজশাহি বাংলাদেশ
আজিজুল ভাই অনেক সহজ-সরল একজন মানুষ, তার জন্য কিছু করতে পারাটা অনেক বড় প্রাপ্তি
ভারতেরই এক গ্রামে আমি থাকি। সালাউদ্দিন বাবুর ভ্লগ গুলো অসাধারণ লাগে। এত নিঁখুত পরিবেশনা। চোখ ফেরানো দায়।।
আপনার কাজের প্রসংশা যত করা হোক না কেন কম হবে। আমি নিয়মিত দেখি আপনার ভিডিও। জীবনের সুক্ষ্ম দিকগুলো আপনি ঠিকই ফুটিয়ে তুলেন, এমনকি বাদ যায় না উননের রান্না-বান্না। আরও এগিয়ে যান আপনি। দুয়া আর ভালবাসা রইলো।
ইন্ডিয়া থেকে দেখছি আপনারা সবাই আমার মুসলমান ভাই। ভালো থাকো দোয়া করি আল্লাহ আমাদের একমাত্র রব
যেখানে চাহিদা কম থাকবে সেখানে সুখ থাকবে অফুরন্ত। আর যেখানে চাহিদা বেশি থাকবে সেখানে কখনও সুখ থাকবে না। চর এলাকার মানুষদের তেমন কোনো চাহিদা নাই এই জন্য তারা সারাদিন পরিশ্রম করবার পরে একটু ডাল-ভাত খেতে পারলেই প্রশান্তির ঘুম চলে আসবে। আর যাদের হাজার হাজার কোটি টাকা আছে তারা এসি রুমে থাকলেও প্রশান্তির কোনো ঘুম পাবে না।
😂
ji sotty kotha bolsen...💖
বঙ্গবন্ধুর বাংলাদেশ। কী সুন্দর তম।
অনেক ভালো বলেছেন ভাই
খুবই খারাপ লাগলো ভাই ২০২১ সালের ভিডিও সারে বাইশে ছারছেন,এমন ভুল করবেন না,ভিডিও ছারলেও কোন প্রমান রাখবেন না আপনার ক্যাপে লক্ষ্য করুন!
৪-৫ টা ভিডিও দেখলাম আজিজুল ভাইকে সুমন ভাই এর বিয়ের ভিডিওতে দেখার পরে। আল্লাহর কসম আজিজুল ভাই এর প্রতি মায়া বেড়ে গেল।
দাদা আপনার Video আমি অনেক দেখেছি। তার মধ্যে চরখানপুর এর video গুলো খুব ভালো লাগে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এগিয়ে চলুন
শুনে খুশি হলাম সুমন ভাই যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের জন্য কিছু করার ইচ্ছা ব্যক্ত করে মানবতার পরিচয় দিয়েছে ।
ভিডিওতে গ্রাম্যজীবন যতটাই উপভোগ্য ও সহজ সরল মনে হচ্ছে বাস্তবে ঠিক ততটাই বিপদসংকুল ও কঠিন। আল্লাহ এ মানুষগুলোকে হেফাজত করুন।
সুমন ভাই আপনি অসাধারণ ভিডিও যেমন গ্রামীণ জনপদ বা গ্রামীণ জীবন তুলে ধরেন আন্তরিক ধন্যবাদ ভাই আপনাকে
নমস্কার দাদা..... আমি আপনার প্রায় সব ভিডিও🎥 ই দেখি। আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে... আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বাসিন্দা..... আপনি যদি আবার পশ্চিমবঙ্গ আসেন তাহলে বিষ্ণুপুর ( টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত) ঘুরে যেতে পারেন ও চাইলে ভিডিও বানাতে পারেন.....আপনার উত্তর📞 এর অপেক্ষায় রইলাম......
ভাইয়া অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।মিউজিকটা এককথায় অসাধারণ,মাটির সুর।যতদিন হাতে মোবাইল থাকবে ততদিন আপনার ভিডিও দেখবো।রাজীব নাথ,ফেনী থেকে।
সালাউদ্দিন ভাইয়া আমি আপনার একজন ভক্ত এলজন দর্শক। আজিজুল ভাইয়ের পরিবারের জন্য একটু কিছু করে দিয়েন যেন আজিজুল ভাই একটু সুখী শান্তিতে বসবাস করতে পারে। তার পরিবারের মানুষগুলো আপনাকে অনেক শ্রদ্ধা করে। গ্রামের খুবই সহজ-সরল প্রকৃতির মানুষ তারা। প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের মানুষের জন্য অনেক সাহায্য সহযোগিতা করেন আশা করবো প্রবাসী ভাইয়েরা আজিজুল ভাইয়ের জন্য কিছু সাহায্য সহযোগিতা করবেন।
সুখের সন্ধানে ঘুরে বেড়ায় দেশ থেকে বিদেশ,সুখ জে আছে আমার সোনার বাংলা দেশে,
আমার এসব দেখতে খুব ভালো লাগে।শুভকামনা।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। গ্রামীণ মানুষের সাথে যেভাবে মিশে গিয়ে এতো সুন্দর ডকুমেন্টারি বানিয়েছেন তাতে আপনাকে মাটির মানুষ বলাই যায়।
আমার বাসা রাজশাহী,, কিন্তু রাজশাহীতে যে এত সুন্দর চর আছে আপনার ভিডিও না দেখলে বুঝতেই পারতাম না,,ধন্যবাদ ভাই,
সুখী মানুষ তো তারা যারা অনেক সুবিধা না পেয়েও খুশী। জীবন কে তারাই সঠিকভাবে ট্রেন করে প্রকৃতির সাথে তাল মিলিয়ে!!! 💓💝💓
খুব ভাল লাগল সুমন ভাই আপনার ভিডিও জন্য অপেক্ষা করি আজিজুল ভাইয়ের মত সহজ সরল মানুষের পাশে থাকবেন ।
আপনার ভিডিও টা দেখে আমার শৈশবের সৃতি মনে পড়ে। মনে চায় আবার যদি ফিরে পেতাম সেই দিন গুলো। আহা! কি সুন্দর ছিল দিন গুলো।
maskalaer dal bugorar manos anek sondur ranna kure.
আজিজুল ভাই এবং তার পরিবারের সবাইকে অনেক ভালো লাগে। তাদের মঙ্গল কামনা করি।
স্মৃতির অন্তরালে চর খানপুর দেখলে মনটা জুড়িয়ে যায় নদীর আবহমান মোহনা সেই যমুনা নদী সুমন ভাই কি বলবো অসাধারণ এক্স ভিডিও জীবনের পথচলা অনেক কঠিন এই ভিডিওর মাধ্যমে পাওয়া যায় সত্যিই জীবন অনেক অপূর্ব সুন্দর কারো মন যদি খারাপ থাকে মডেল নদীর মোহনায় তাকিয়ে থাকো মন ভালো হয়ে যাবে মনকে নদীর মতো বড় কর সত্যিই আমরা নদীকে ভালবাসবো নদীর মতই আমাদের মন হবে,,,
খাবার দেখে মুখে জল এসে গেছে কতদিন খাইনা মায়ের হাতের রান্না।
এই টাইপের খানা আমিও অনেকবার খেয়েছি
একেবারে প্রত্যন্ত গ্রামে গিয়ে!
কি পরিমাণ স্বাদ বলে বুঝাতে পারবোনা,
সুমন ভাই আপনি অনেক বড় মনের মানুষ
এই যে গরিব মানুষ গুলুর সাথে যেভাবে বসে খাচ্ছেন এটা অসাধারণ একটা দৃশ্য।
হাই শুভরাত্রি কেমন আছো
অপেক্ষায় ছিলাম দ্বিতীয় পার্ট এর জন্য। ধন্যবাদ ভাই।
ভাই দারুন সুন্দর । সুন্দর বাক্যালাপ আর উপস্থাপনা ।
ভাইয়া গ্রাম বাংলার এই খাওয়া দাওয়া দেখে আমারো খেতে মন চাচ্ছে।।
আমার ও
@@অচেনাপাখি-জ৩ঢ তাহলে চলে আসুন
কিছু একটা না লিখে পারলামনা। অসাধারণ আপনার ভিডিও গুলো ।
ভিডিওটি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই, আজিজুল ভাইয়ের উপকার করতে পারলে খুব ভাল লাগত।
আপনি যে ভিডিও করে গ্ৰাম বাংলার দৃশ্য তুলে ধরেছেন তার তুলনা হয় না অসংখ্য ধন্যবাদ । সত্যি বলতে গ্ৰাম বাংলার মানুষ অনেক সহজ সরল হয় এবং এই দৃশ্য মুগ্ধ হয়না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব । তাইতো কবি হারিয়ে গেছে গ্ৰাম বাংলার মানুষের মাঝে এটা বলে শেষ করা যাবে না।।
আহা কি শান্তির ঘুম 💝,আমাদের গ্রাম গুলা এখন শহরের সমতুল্য হয়ে গেছে, এখন আর এমন শান্তির ঘুম হয় না 😭
এই চেদরি মাছটা আমার অনেক প্রিয়। কি যে মজা। শৈশবে কৈশোরে গ্রামে খাইছি। সেই মজা এখন আর পাই না ।
চোখের পানি ধরে রাখতে পারলাম না । ভিতরে কান্নার ঢেউ উঠে গেল ।
ভাই এরকম ভিডিও আরো চাই
আপনার প্রতি দোয়া রইল । ভালো থাকবেন সাবধানে থাকবেন।❤❤❤❤
*কত ইউটিউবারেই আছে। কিন্তু খুব কম সংখ্যাক ইউটিউবার থেকে আমরা ভালো কিছু শিখতে ও জানতে পারি। তার মধ্যে আপনি অন্যতম*
ভাইয়া আপনি খুব সুন্দর মনের মানুষ আল্লাহ আপনাকে সর্গ সুখে রাখুক এবং আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন ছুম্মা আমীন আমি আসাম থেকে বলছি আমার নাম হামিদুল সেখ
বাবুই পাখির বাসা, এটা মহান আল্লাহ পাকের নিদর্শন ! আল্লাহু আকবর।
অনেক সম্পদ থাকলেই সবাই সুখী হতে পারে না সেটা এই পরিবার টা দেখে বোঝা যায় হইতো অনেক টাকা পয়সা নেই কিন্তু মানুষ গুলো অনেক সুখী দেখে অনেক ভালো লাগলো সত্যি এমন মানুষ গুলোর জন্য কিছু করলে অনেক ভালো হবে ভাই আপনি জমি কিনে দিতে চেয়েছেন সেটা অনেক ভালো কাজ এই কাজের জন্য মহান আল্লাহ জেন আপনাকে অনেক ভালো রাখে ভাইয়া
এই ভিডিও টার জন্য আমার মতো কেকে অপেক্ষা করছিলেন
আমি
Ufffhhhhhhhhh. Darun.....darun.....darunnnn laglo video ta. Ki ar bolbo. Salauddin Sumon bhai-er shob video gului oshadharon.
ভাই আমি ইরাক থেকে ইরাক কুর্দিস্তান আপনার খাওয়া দেখে তো আমার জিভে জল চলে আসলো অনেকদিন হলো এরকম দেশি খাবার খাইনা তাও তো প্রায় নয় বছর
সত্যিই গ্রামটা অনেক সুন্দর মাশাল্লাহ।
সবচেয়ে বড় কথা গ্রামের মানুষজন খুবই সহজ সরল।
তাদেরকে ইসলামের দাওয়াত দিলে অনেক ভালো লাগতো
আপনার প্রতিটি ভিডিও আমি দেখি বা দেখার চেষ্টা করি। অনেক ভালো লাগে। ভাই আপনার মহানুভবতা, আপনার আচরণ সব মিলিয়ে আমার অনেক ভালো লাগে। আমাদের অবশ্যই প্রতিটি মানুষের অনেক বেশি মানবিক হতে হয়, হওয়া উচিত।
আল্লাহ আপনার মঙ্গল করুন,,,, আমি সময়, সুযোগ করে একদিন আপনার সাথে যেতে চাই যেকোনো একটা জায়গায়,,, ইনসাআল্লাহ।
Alhamdulillah khub valo laglo vai apnar vidho..
Khub sundor laglo.🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
সবমিলিয়ে অনেক সুন্দর ভিডিও,এমন দেশটি কোথাও পাবে নাতো তুমি,সকল দেশের চাইতে প্রিয় আমার জন্ম ভূমি।যতই দেখি মন ভরে না,চারদিকে সবুজ আর সবুজ,সুমন ভাই আপনাকে ধন্যবাদ আমাদের দেশের যায়গা যায়গার চিত্র গুলো তুলে ধরার জন্য।
কিছু কিছু ইউটিউবারদের কারনে আমরা বাংলার সব কিছুই দেখতে পারি।ধন্যবাদ সুমন ভাই।
ভাই আপনি তো বড়ো বড়ো মাছ এবং গোস্তো প্রায় রোজই খান,আপনি এখানে আশার সময় দু একটা মুরগি দু তিন কেজি গরুর গোস্তো এনে এদের নিয়ে জমিয়ে খেলে ভালো হতো,কারন তাঁরা তো আর এমন খাবার পায় না বললেই চলে আপনার অছিলায় তাঁর ও একটু খেতে পারতো
আমাদের অদেখায় তিনি হয়তো তাদের সাহায্য করেন তা দিয়ে তারা হয়তো কিনে খায় মাংস, উনি লোক দেখানোর জন্য কিছুই করেন না !!
Right
Right 😆
right
রাইট
Sumon kandiye chharlen aaj amake, desh dekhe eto bhalo laglo...ki je boli, best wishes for all BD People
কখন দেখতে দেখতে ভিডিও শেস হয়ে গেল বুজতেই পারলাম না🥰❤️❤️❤️
বাহ খুব ভালো লাগলো। আমি vram বাংলার সেই হারিয়ে যাওয়া সাদ টি পেলাম 🇧🇩❤️
সত্যি কথা বলতে কি ভাই এরাই প্রকৃত সুখি মানুষ। বিদেশে মাসে ৫০,০০০ হাজার টাকা ইনকাম করে ও সেই সুখটা আমরা প্রবাসিরা পাইনা।
জমি কিনে দেওয়ার কথা শুনে সুমন ভাইয়ের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেলো
আহ কি শান্তির ঘুম 💝, আমদের গ্রাম গুলা এখন শহরের সমতুল্য হয়ে গেছে, এখন আর এমন শান্তির ঘুম হয় না 😭
ভিডিওটা মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এতো অসাধারণ! মনে হয় শুধুই দেখি, ধন্যবাদ সুমন ভাই।
সত্যিই গ্রাম বাংলার খাবার অনেক ভালো লাগে। প্রতিদিনই খেয়ে থাকি।
সুমন ভাই অসাধারণ একটা ভিডিও উপহার দিলেন। গ্রাম বাংলার সারল্য ফুটে উঠেছে।
অসংখ্য ধন্যবাদ ভাই। আবেগ আপ্লুত হয়েছি। মহান আল্লাহ আপনার পথ চলাকে সহজ, সুন্দর করুন আমিন
খুবই ভালো লাগলো আপনার এই ভিডিওটা। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন ।
এইসব অতি সাধারণ মানুষের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন যেন অবশ্যই অবশ্যই সহায় হোন...
Beautiful video and performance সন্পূর্ন ভিডিওটা দেখলাম গ্রামবাংলার চমৎকার দৃশ্যাবলীগুলী দেখালেন সীমান্ত এলাকায় যদিও দারিদ্র তারাই হলো আসল সুন্দর মনের মানুষ তাদের রকমারি সুসাদু আয়োজনে আপনি তাদের সাথে দারুন ভাবে মজা করে খাওয়ার পর্বটি শেরে নিলেন তারপর আবার গ্রাম থেকে নৌকা করে ফিরে আসলেন খুবই ভালো লেগেছে
অসাধারণ খুব ভালো লাগলো !
13:30 "বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর " ভারতের পশ্চিমবঙ্গ থেকে।🌹
সুমন ভাই আপনার গ্রামের প্রামাণ্য চিত্র অসাধারণ বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আরো অনেক ভালো লাগে তবে বাশির সুরটা দিলে বেশি ভালো হতো.
আজিজুল ভাইকে খুব ভাল লাগল। আর সুমন ভাই আপনি একদম মাটির মানুষ। ভাল থাকবেন... ❤️
চাহিদা যত কম সুখ তত বেশি🖤
চর কোনদিন দেখিনি, আপনার জন্য দেখা হোচ্ছে,,,।। অনেক ধন্যবাদ আপনাকে।
বগুড়ার আদমদিঘী শাওইল বাজার সম্পর্কে একটা ভিডিও বানান পিল্জ,,, 🥀
খরশালা মাছ পুকুরে ও চাষ করা হয়।
খুব সনদর ১ টা video । খুব ভালো লাগল।
এরাই প্রকৃত মাটির মানুষ
গরিবের ঘরের খাবারে বরকত বেশি
ধন্যবাদ সুমন ভাই খুব ভালো লাগলো গ্রাম বাংলাকে তুলে ধরার জন্য।।।। ভারত থেকে বলছি অনেক ভালো লাগে আপনার ভিডিও গুলো।।
ভেদা মাছকে মেনী মাছও বলা হয়,ছোট বেলায় অনেক ধরেছি।
আমাদের এলাকায় নোধই মাছ বলে।
এতো চমৎকার পরিবেশে শান্তি ও নিশ্চিন্ত ঘুম দেখে সত্যি ই ভালো লাগলো।।
খাবারের তালিকা দেখেই খেতে ইচ্ছে করছে।
কলকাতা।
Ki sundor ma sha allah uhfff 😻😻 kintu kokhono ai din gulo paini jibone hoyto pabou na ...
ধন্যবাদ সুমন ভাই ❤️
এমন গ্রামীণ জনপদের মানুষ, পরিবেশ আমাদেরকে দেখানোর জন্য ❤️
আমার বাংলাদেশ 🇧🇩❤️
চর খানপুর, আজিজুল ভাই, রাজচাই - অসাধারণ!