লগ্নজিতাকে ছাত্রী হিসাবে ছোট্টবেলা থেকেই দেখেছি।ও এরকমই স্পষ্টভাষী।সোজা কথা সোজা ভাবে বলে।কিন্তু ও খুবই মিষ্টি মেয়ে।ওর মধ্যে কোনো fake image নেই সেটাই ওকে ভালো লাগার কারণ। অনেক শুভেচ্ছা রইল তোর জন্য লগ্নজিতা। ❤️
She's honest, She's herself. Absolutely an organic person, no artificiality, no show businesses. Because She's full from within, She's so cool & content in life. God bless her 🙌
খুব আন্তরিক কোন কিছু র সামনে এলে, সবার ই কি কান্না পায়! মাটির গন্ধ হারিয়ে ফেলেছি কি আমরা! তাই আমাদের এমন গর্ব করার মতো কন্যা রা আপনার মতো সহজভাবে গল্প বলিয়ে নেওয়া লোকেদের সংস্পর্শে এলে যেন হারিয়ে ফেলা সম্পদের জন্য মন আকুল হয়ে ওঠে, চোখে জল আসে!!❤❤
আজও আসলেই কত সহজ ভাবেই বাঁচা যায়... এটা আজকের পডকাস্ট শুনে মানুষের একটু নিজের জীবনে apply করাটা খুব দরকার... এতো expectation এর কিন্তু প্রয়োজন নেয়... সহজ জীবন সাধারণ জীবন ❤
I had totally different idea about personalty of Lagnajita but having heard her voice in this interview, my impression Is completely changed.. She is truly different from present music world ! I ,am 75 now and I was ardent lover of Kanika Bandyopadhyay (Mohar di) and her observation about Lagna made her what she is now and I wish Lagnajita's voice should remain as it is today , for long years like Lata Mangeshkar or Asha Bhonsle's old age voice! Lagnajita's voice is favourite voice amongst many Bengalee's around the world!
আজকের এপিসোড টা এত পরিমান ভালো লাগলো, লগ্নজিতা আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি খুব শীঘ্রই আপনারা অভিনেতা যীশু সেনগুপ্ত কে নিয়ে আসবেন। আর একটা কথা আপনাদের সেটআপ টা অনেক সুন্দর। দেখলে মনে হয় নিজ বাড়ির চিলেকোঠা ঘরে যেভাবে সবাই মিলে বন্ধুরা আড্ডা দেয় সেরকম ❤
Wonderful soul,a real human being, hardly I have seen such a simple person in my life. Such a wonderful flow of conversation,very gentle to explain everything
Arunavo da ..beautiful questions ..and how thoughtful were responses of Lognojita..mind blowing 🙏🙏.. I want to say pronaam to parents of Lognojita..they must be very wise people 🙏🙏
Lagna jita r interview,..... speech less kore dilo. Ai kali juge akhono ......celebratiy hoa..,akta sotti manush k khuke pelam. Anek thanks to Soul connection k.🎉
Lagnajita, I could not complete my comment, I could not help myself but get back. I'm 60 years old, I never do follow interviews on social media nor do I exist in face book or so- called Instagram and so on, but today I'm really lucky that I have come across u, ur vision of life, philosophy n practice really have captivated me, I again have started believing such wonderful lady still exists in this world of shallowness, showmanship n impurity, I've learn alot from u, keep going, definitely u will one day reach divinity, I'll ever cherish this memory, If luck happens to me I long to meet u,God bless u.
খুব ভালো লাগল। ‘ বসন্ত এসে গেছে --' একটি খুব সহজ গান কিন্তু ওনার গলার একটা অদ্ভূত tonal quality আছে যার জন্য এই গান ওনাকে খ্যাতির চূড়ায় নিয়ে গেছে। আলোচনায় বোঝা গেল উনি মাটির কাছাকাছি থাকতে ভালবাসেন। এটা খুব কম লোকই পারে।
Liked the interview very much.She is verjy much grounded and seems she has understood the meaning of life . Did not loose patience in finishing this long interview.
Ashadharon interview......amio same school er praktoni tobe anek senior......tai Lagnar school r mababa ke focus kora khub bhalo laglo.....aro bhalo gan gao...tomar kach theke aro anek gaan shonar ashai roilam
এই সময় এরম সহজ মানুষ খুব কম দেখা যায়। মানুষটার সাথে দেখা করার ইচ্ছা আছে, আজ ইচ্ছা টা আরো বেড়ে গেল। লগ্ন দির প্রতি শ্রদ্ধা আরো বাড়ল।❤ অরুনাভ দা ধন্যবাদ শব্দ টা ভীষন ঠুনকো তাই ওটা আর ব্যবহার করলাম না। তুমি এগিয়ে যাও।❤
Lagnojita ke dekhei amr mone hoto khub clear minded meye ,aaj or interview dekhe mile gelo.atoo clear ktha ajker dine keo bolte pare na...aneke ahongkari bhabe ,amr satheo amn tai hoy.. Tai hoyto or ktha shune ami abhibhuto. Amn tai theko lagno .❤ R arunava ,tomr interview neoyar style tao akdam alada.khub bhalo lage💐❤️ .____ ruma
Asadharan honesty. Amio Patha Bhavan e 11 12 korechhi. Teacher Der dada didi bola hoi. Okhane science section eo bangla, English porar abhigyata darun....
আমার namesake বলে বলছিনা, আপনার অনুষ্ঠান গুলোর সঙ্গে সত্যিই soul connection হয়ে গেছে। লগ্নজিতার সঙ্গে এই podcast টি সত্যিই ভালো লাগার কারণ এতো অল্পবয়সী গুণী শিল্পী, কোনো অহংবোধ নেই, মাটিতে পা, অকারণ বিদ্বেষ নেই, এছাড়া ওনার বড় হয়ে ওঠাটা এতো সাঙ্গীতিক পরিবেশে , জানতাম না। ও শুধুমাত্র শিল্পী হিসেবেই নয় মানুষ হিসেবেও বড়। এই সমন্বয় খুব বিরল। আপনার পরিচালনা ভারি সুন্দর, অপ্রাসঙ্গিক প্রশ্ন নেই, সব অতিথিদের ই কথাবলার জায়গাটা দেন। প্রথমে ভাবতাম এতো বড়ো অনুষ্ঠান, এখন মনে হয় আরেকটু চললে ভালো হোতো। আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন।
Although eto lokh Lagnajita dir ei down to earth non-materialistic philosophy take appreciate korche this is the very thing that had led to an economic downfall in Bengal. Khide na barle khaddo baare na. And god knows how many singers have been lost due to this.
যত সম্পতি বাড়বে তত ঝামেলা বাড়বে, এই কথা টি আমরা খুব ভাল লেগেছে।সাবাস লগনাজিতা সাবাস।
লগ্নজিতাকে ছাত্রী হিসাবে ছোট্টবেলা থেকেই দেখেছি।ও এরকমই স্পষ্টভাষী।সোজা কথা সোজা ভাবে বলে।কিন্তু ও খুবই মিষ্টি মেয়ে।ওর মধ্যে কোনো fake image নেই সেটাই ওকে ভালো লাগার কারণ।
অনেক শুভেচ্ছা রইল তোর জন্য লগ্নজিতা। ❤️
এই ধরনের এপিসোডের জন্যই Soul Connection কে এতো ভালো লাগে!
She's honest, She's herself. Absolutely an organic person, no artificiality, no show businesses. Because She's full from within, She's so cool & content in life. God bless her 🙌
I really love Sohini's and Lagnajita's responses. Two very grounded and authentic people. A touching podcast, thank you!
খুব আন্তরিক কোন কিছু র সামনে এলে, সবার ই কি কান্না পায়! মাটির গন্ধ হারিয়ে ফেলেছি কি আমরা! তাই আমাদের এমন গর্ব করার মতো কন্যা রা আপনার মতো সহজভাবে গল্প বলিয়ে নেওয়া লোকেদের সংস্পর্শে এলে যেন হারিয়ে ফেলা সম্পদের জন্য মন আকুল হয়ে ওঠে, চোখে জল আসে!!❤❤
খুব ভালো বললেন। আমিও ঠিক এই অনুভূতি টাই পেলাম
নিজের অনেক কিছু ওনার কথায় খুঁজে পেলাম....খুব খুব ভালো লাগলো। মন ছুঁয়ে গেলো
আজও আসলেই কত সহজ ভাবেই বাঁচা যায়... এটা আজকের পডকাস্ট শুনে মানুষের একটু নিজের জীবনে apply করাটা খুব দরকার... এতো expectation এর কিন্তু প্রয়োজন নেয়... সহজ জীবন সাধারণ জীবন ❤
বড্ড সত্যি কথা।
অসাধারণ ।এত সততা, এত স্পষ্টবাদিতা খুবই ভালো লাগলো। ভালো থেকো নিজের নিজস্বতা নিয়ে, এটাই মানুষের অলঙ্কার।❤
I had totally different idea about personalty of Lagnajita but having heard her voice in this interview, my impression Is completely changed.. She is truly different from present music world ! I ,am 75 now and I was ardent lover of Kanika Bandyopadhyay (Mohar di) and her observation about Lagna made her what she is now and I wish Lagnajita's voice should remain as it is today , for long years like Lata Mangeshkar or Asha Bhonsle's old age voice! Lagnajita's voice is favourite voice amongst many Bengalee's around the world!
একদম আনকোরা একটা এপিসোড দেখলাম, actually oi Rukminir episode ta thumbnail e dekhe khub kemon ekta legechilo...আজকে জাস্ট মন ভরে গেল অরুনাভ দা 🙏🏻 ওহ, যেটা বলতে ভুলে গেলাম এবার please ঋত্বিক চক্রবর্তী কে নিয়ে আসুন 🙏🏻
খুব সুন্দর।
খুব সুন্দর।
খুব সুন্দর।
সহজতাই চাই। সতেজতার সাথে সাথেই।
সত্যকে নিয়ে। সত্যি হয়ে।
খুব ভালো লাগল। শুভেচ্ছা অতিথি ও সঞ্চালক উভয়কেই।
Lagnajita is extremely wise! What a wonderful episode.
লগ্ন তুমি দৌড়াবে, এই মানসিকতার মানুষ কখনও অসুখী হয়না, শান্তি খোঁজার জন্য নিজের মন ই যথেষ্ট❤
আজকের এপিসোড টা এত পরিমান ভালো লাগলো, লগ্নজিতা আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি খুব শীঘ্রই আপনারা অভিনেতা যীশু সেনগুপ্ত কে নিয়ে আসবেন। আর একটা কথা আপনাদের সেটআপ টা অনেক সুন্দর। দেখলে মনে হয় নিজ বাড়ির চিলেকোঠা ঘরে যেভাবে সবাই মিলে বন্ধুরা আড্ডা দেয় সেরকম ❤
লগ্নজিতাকে খুব ভালো লাগলো।ও গানে ফিরুক এই কামনা করছি
যীশু ভালো অভিনেতা হলে ও সা রে গা মা পা তে সঞ্চালক এর ভূমিকাটি ছ্যাবলামির পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরে যেতে হল।
Gan sunte chai. Bosonto ese gache.
খুব ভালো লাগলো অকপটে বলার জন্য...যা আজকাল খুব কম শোনা যায়...দারুণ interview
Wonderful soul,a real human being, hardly I have seen such a simple person in my life.
Such a wonderful flow of conversation,very gentle to explain everything
খুবই ভালো লাগলো ❤ এরম মানুষ আমাদের সমাজে আরো ১০ জন বেশি হলে মন্দ হত না, পৃথিবীটা অন্যকিছু হতে পারতো
Arunavo da ..beautiful questions ..and how thoughtful were responses of Lognojita..mind blowing 🙏🙏..
I want to say pronaam to parents of Lognojita..they must be very wise people 🙏🙏
Absolutely true!
ঠিক বলেছেন ❤ আমার যা আছে, তাতেই আমি খুশি ❤❤❤❤❤❤❤
Lagna jita r interview,..... speech less kore dilo. Ai kali juge akhono ......celebratiy hoa..,akta sotti manush k khuke pelam. Anek thanks to Soul connection k.🎉
Best Bengali Interview in a very very long time have heard and listened too......
Most amazing Podcast...it is not very easy to accept the actual facts in life...excellent
Ekdom relaxed, barite boshe adda marar moto kore alochona. Lagnajita is so talented yet grounded. Matured and genuine. Khub bhalo laglo. Apnar podcast darun lagchey.
Lagnajita, I could not complete my comment, I could not help myself but get back. I'm 60 years old, I never do follow interviews on social media nor do I exist in face book or so- called Instagram and so on, but today I'm really lucky that I have come across u, ur vision of life, philosophy n practice really have captivated me, I again have started believing such wonderful lady still exists in this world of shallowness, showmanship n impurity, I've learn alot from u, keep going, definitely u will one day reach divinity, I'll ever cherish this memory, If luck happens to me I long to meet u,God bless u.
খুব ভালো মেয়ে লগ্নজিতা,এমন মেয়ে আজকের দিনে বিরল। কোন বড় বড় কথা নেই,এমনই থেকো অসাধারন হয়েও সাধারন। ❤❤❤। ভালো থেকো খুব।
খুব ভালো লাগল। ‘ বসন্ত এসে গেছে --' একটি খুব সহজ গান কিন্তু ওনার গলার একটা অদ্ভূত tonal quality আছে যার জন্য এই গান ওনাকে খ্যাতির চূড়ায় নিয়ে গেছে। আলোচনায় বোঝা গেল উনি মাটির কাছাকাছি থাকতে ভালবাসেন। এটা খুব কম লোকই পারে।
Khub bhalo laglo ei episode ta, eto raw and organic podcast akhun khub dekha jaye. 😊😊
Liked the interview very much.She is verjy much grounded and seems she has understood the meaning of life .
Did not loose patience in finishing this long interview.
Ashadharon interview......amio same school er praktoni tobe anek senior......tai Lagnar school r mababa ke focus kora khub bhalo laglo.....aro bhalo gan gao...tomar kach theke aro anek gaan shonar ashai roilam
এই সময় এরম সহজ মানুষ খুব কম দেখা যায়। মানুষটার সাথে দেখা করার ইচ্ছা আছে, আজ ইচ্ছা টা আরো বেড়ে গেল। লগ্ন দির প্রতি শ্রদ্ধা আরো বাড়ল।❤ অরুনাভ দা ধন্যবাদ শব্দ টা ভীষন ঠুনকো তাই ওটা আর ব্যবহার করলাম না। তুমি এগিয়ে যাও।❤
এই প্রথম একটি ইন্টারভিউ যেখানে "তুই বা" তোকে "উচ্চারণ করা হয় নি। একে অন্যকে respectfully Address করেছেন। খুব ভালো। 🎉
খুব ভালো লাগলো আড্ডাটা শুনতে। ধন্যবাদ।
Thanks Soul Connection. হৃদয় ছুঁয়ে গেল।।
এই রে! লাভ ইউ লগ্ন।এই সকাল বেলা ঢাকায় বসে অন্য রকম এক ইন্টার্ভিউ শুনে বেশ ফুরফুরে লাগছে।যেকোন সুন্দরের মুখোমুখি হলে আমার কেবলই কান্না পায়!
Magic happens just at the intersection of utopia and reality.
The voice that can steal your heart in a wink !
That's Lagnajita for you guys !
..Can't agree more ✅✅✅👌🏼
Totally connected with her. Onek din baadh....erom soul connect feel korlam. Wonderful episode ❤
একটা অকৃত্রিম আলোচনা, জীবন আর মূল্যবোধ নিয়ে স্বচ্ছ দৃষ্টি। খুব ভাল লাগল।
এত সৎ কথপোকথন আগে কখনও শুনিনি, এই জন্যই আমি এই শো টা দেখি
চলতে থাকুক
I have heard her songs but never knew her as a person. Such straightforward person, brilliant human being.
Really you are the Master of your own Faith. ❤
Very unique person Lagna .A rare one. I am old enough to comment. God bless you. Subhash Samanta
এই সাক্ষাৎকারটা খুব ভালো লাগলো লগ্নজিতা খুব ভালো মনের মানুষ
ভগবান তোমাকে দেখবে,
খুব ভালো লাগলো তোমার কথা শুনে।
খুব ভালো থেকো, আমরা আছি তোমার সাথে ❤
I wonder I did ever meet or seen, or i would ever meet such a pure, serene, pristine personality, which is lucidly trasparent 😢confessional
ইন্টারভিউ টা শুনে ভালো লাগলো l মানুষ হিসেবে নির্লোভ , ভালো ছাত্রী, মোটামুটি ভালো গায়ক এবং সেই ব্যাপারে সে খুব সৎ এবং সচেতন l
..উনি 'মোটামুটি ভালো' একজন সঙ্গীতশিল্পী ওনার ব্যক্তিগত পার্সপেক্টিভে...আপনারও কি সে'রকমটাই মনে হয় ?🙂
Bhishon enjoy korlam interview ta, daruun mishti laglo puro episode ta♥️♥️💕 Canada theke onek bhalobasha dilam🍁🍂
What a conversation ❤
Lovely 😍
Very similar to my thoughts ❤
An honest,truthful soul in an honest soul podcast show🧡🙏❤
কী সুন্দর সাধারণ ভাবনা ,,, অসাধারণ মনের মানুষ তুমি,,, তোমার থেকে অনেককিছু শিখলাম ❤❤❤❤
Lagnojita ke dekhei amr mone hoto khub clear minded meye ,aaj or interview dekhe mile gelo.atoo clear ktha ajker dine keo bolte pare na...aneke ahongkari bhabe ,amr satheo amn tai hoy.. Tai hoyto or ktha shune ami abhibhuto. Amn tai theko lagno .❤ R arunava ,tomr interview neoyar style tao akdam alada.khub bhalo lage💐❤️ .____ ruma
এরকম episode ই soul connection এর কাছে ফিরে ফিরে আসি। একটাই অনুরোধ, এই quality টা ধরে রাখুন। মাঝে মাঝে deviate হয়ে যান, তখন খুব হতাশ হয়ে পড়ি।❤❤
লগ্নজিতা ❤❤❤❤😊much love 😊
এই প্রথম আমি ওর কথা শুনলাম বেশ সরল ও স্পষ্টবক্তা । খুব সুন্দর কথপোকথন। আজকাল এত সহজভাবে ছেলেমেয়েরা কথাই বলে না।
খুব ভাল লাগল।খুব জেনুইন।একবিন্দু আরোপিত কিছু নেই।❤❤
Tomer sohoj sorol moner manush tomer moto khub valo moner o real manush amer khub valo lage tomake.god bless you.❤
Probably the best episode....❤
Darun darun laglo . Thanks for the post .
খুব ভালো লাগলো ধন্যবাদ
Akdom thik kotha.Lognojitar moto simple nirahongkari meye really salute to him
Hmm luck একটা ফ্যাক্টর,,, hmm সেই সবাইকে একদিন তার স্থান ছাড়তে হয় , কথা দুটো ভালো লাগলো
Darrrrrun laglo interview ta...close to heart....real and upfront
A real matured girl.Thoughts very crystal clear.
Bhalo laglo interview ta. Kintu majhe majhe boro besi paka laglo.
Asadharan honesty. Amio Patha Bhavan e 11 12 korechhi. Teacher Der dada didi bola hoi. Okhane science section eo bangla, English porar abhigyata darun....
Lognojita solid girl/human/women.
It was a really enjoyable podcast.
আমার namesake বলে বলছিনা, আপনার অনুষ্ঠান গুলোর সঙ্গে সত্যিই soul connection হয়ে গেছে। লগ্নজিতার সঙ্গে এই podcast টি সত্যিই ভালো লাগার কারণ এতো অল্পবয়সী গুণী শিল্পী, কোনো অহংবোধ নেই, মাটিতে পা, অকারণ বিদ্বেষ নেই, এছাড়া ওনার বড় হয়ে ওঠাটা এতো সাঙ্গীতিক পরিবেশে , জানতাম না। ও শুধুমাত্র শিল্পী হিসেবেই নয় মানুষ হিসেবেও বড়। এই সমন্বয় খুব বিরল। আপনার পরিচালনা ভারি সুন্দর, অপ্রাসঙ্গিক প্রশ্ন নেই, সব অতিথিদের ই কথাবলার জায়গাটা দেন। প্রথমে ভাবতাম এতো বড়ো অনুষ্ঠান, এখন মনে হয় আরেকটু চললে ভালো হোতো। আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন।
I like you lagnajita. And your attitude is unbelievable and I admire your.
Apnar baba maa ke salute ♥️
Just like my parents. Salute.
Ajkal ei rokom manosikota paoa jayna... Rare.
Top class podcast. Honest and to the point.
Worth listening... Thank you.
Maturity is realising jitna acha insaan banoge utna istemal kiye jaaoge.
Lost in my thoughts, alone in my world.
Lagnno my 👑 ❤ you are always 🧿🗿🛐
Words from the heart!!!
Khub valo laglo.....এপিসোড টা দারুন ।
খুব সুন্দর জীবন দর্শন। প্রকৃত শিক্ষিত, রুচিশীল, কালচারাল মানুষ লগ্নজিতা।
আমি তোমার গানের ভীষণ ভক্ত। তোমার জীবন দর্শন সত্যিই আদর্শিক এবং স্যালুট। তোমার জন্য আশীর্বাদ ও শুভকামনা রইলো।
You are prudentially different from other singers in respect of your extremely passionate skillness.
I expect you sing more and more for your fans.
Khub valo & honest & educated singer 🎉
খুব ভালো লাগলো দারুন কথা বলল
Khuuub Khuuub valo laglo a vabae theko.❤❤❤
Opurbo lgnojita...love uuuuu ..so much ❤️❤️❤️
Arunava da take love 😘 make more videos . Big fan of book review episodes.
Thanx to Soul Connection
খুব স্পষ্ট বাদী রাই সুখ পায়না ঠিকই কিন্তু নীতি নৈতিকতার দিকদিয়ে শান্তি পায়। খুব ভালো লাগলো একজন স্পষ্টবাদী ব্যাক্তিত্ব বোধ ব্যক্তি কে দেখলাম।
Beautiful voice and songs and obviously sweet girl.
Although eto lokh Lagnajita dir ei down to earth non-materialistic philosophy take appreciate korche this is the very thing that had led to an economic downfall in Bengal. Khide na barle khaddo baare na. And god knows how many singers have been lost due to this.
..সহমত ✅✅👌🏼
Dada onek ee olpo tei Khushi r oneke onek ta te khushhi na...je jar khide bojhe @@A.Netizen.Since.2010
@@ankurdas9202
..What's YOUR personal view of living a life. .when you're rich like the #Ambanis ?
Khub valo interview and interesting.
আমার খুব পছন্দের একজন শিল্পী। বসন্ত এসে গেছে গানটি পৃথিবী যতদিন থাকবে এই গানটি ততদিন সবার মাঝে বেঁচে থাকবে।
আলোচনাটা খুব ভালো লাগলো
বিশেষ করে লগ্নজিতাকে
এতো অল্প বয়সে এতো পরিণত
Ki sundor ❤, ekdom nijer moton kotha
God bless you❤❤❤
Ekta innocent episode❤
Very interesting conversation.
দারুণ লাগলো। লগ্নজিতাকে চিনলাম।
Kub valo laglo
ভীষণ ভালো।লগ্ন,ইন্টারভিউ সবটুকু।
Wonderful episode!
Request : Debshankar Haldar , Sayak Aman.
কি সুন্দর জীবন দর্শন তোমার দিদি।এরকম ই থেকো ❤
25:43 Really is a proud moment for all xaverians