বিরুলিয়ার ঐতিহ্যবাহী নাহা বাড়ীর মঠ | Heritage Monastery of Naha Family of Birulia | Dhaka
Вставка
- Опубліковано 23 лис 2024
- Like.. Share.. SUBSCRIBE @heritage_traveling
নাহা বাড়ীর তথ্যাদি সৌজন্য: শ্রী রাজু নাহা। (পৌত্র- স্বর্গীয় রাজ্যেশ্বর নাহা)
ঢাকার অদুরেই সাভার উপজেলায় তুরাগ নদের তীরে অবস্থিত বিরুলিয়া ইউনিয়ন হেরিটেজ প্রেমীদের কাছে এক সুপরিচিত নাম। সেতু পার করে বিরুলিয়া গ্রাম ভ্রমণে দেখা মেলে নানান হেরিটেজ স্থাপত্য ভবন। সেজন্য ভ্রমণকারীদের নিকট আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই গ্রাম। আমি নিজেও বিরুলিয়া গ্রামে বেশকয়েকবার ভ্রমণ করে হেরিটেজ ভবনগুলোকে আমার ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে নানান পর্বে তুলে ধরেছি। ( • বিরুলিয়া জমিদার বাড়ী |... )
বিরুলিয়াতে এতবার ভ্রমণ স্বত্তেও আমার কিন্তু এখানের আরেকটি হেরিটেজ অদেখাই রয়ে গিয়েছিল। বলছি নাহা বাড়ীর মঠের কথা। বিরুলিয়া সেতু পার করে মুল পথ সোজা চলে গেছে আকরান বাজার মোড়ে। এই সড়কের ডান দিকেই কাকাব গ্রামের অবস্থান। সেখানে ঋষিপাড়া সড়ক পথের শেষ প্রান্তেই রয়েছে এই হেরিটেজ মঠ।
সড়কের প্রায় শেষ প্রান্তে সবুজ শ্যামল ঘেরা পরিবেশে এই এলাকার সর্বজন প্রসিদ্ধ নাহা বাড়ীর অবস্থান। এখানে নাহা পরিবারের বর্তমান প্রজন্ম বসবাসরত। নির্জন সবুজের সমারোহকে একপাশে রেখে কিছুটা পথ এগোতেই সামনে দেখলাম বিশাল উন্মুক্ত স্থান ও জলাশয়।
নির্জন পরিবেশে একদিকে সবুজের সারি আর অন্যদিকে জলাধার ও উপরে সুনীল আকাশ................ কাছ থেকে দেখলে মঠটির সূউচ্চতা যেমন বুঝা যায় তেমনি আক্ষেপ বাড়ে এই ভেবে যে, দীর্ঘদিন মঠটির কোন সংস্কার কাজ হয় নি দেখে। এর ফলে চুঁড়ার অঁশটি ভেঙ্গে কিছুটা আলাদা হয়ে আছে।
মঠটির গঠনশৈলি বিশ্লেষণে দেখা যায়,মঠটি মূলত ৪টি স্তরে নির্মিত। বেদীতে চারটি স্তম্ভ বিশিষ্ট প্রায় ৭ ফিট উচু ১ম স্তরে একটি প্ল্যাটফর্ম, ২য় স্তরে চারপাশে উন্মুক্ত বারান্দা সদৃশ অংশ রয়েছে যার উপরে গ্রাম বাংলার চিরায়ত একচালা বিশিষ্ট স্থাপনাশৈলি দৃশ্যমান। ৩য় স্তরে ৭-৮টি ছোট পিলার সহযোগে একটি অংশ এবং সর্বোপরি চিরাচরিত মঠের আদলে তার উপর থেকে ক্রমশ সরু হয়ে উচু চুঁড়া।
স্বর্গীয় সীতানাথ নাহা ও তার ছোট ভাই স্বর্গীয় রাজ্যশ্বর নাহা একসময় উক্ত এলাকায় প্রভাবশালী ব্যাক্তি ও স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। বিরুলিয়া জমিদারদের সাথে নাহা পরিবারের পুর্বপুরুষদের ছিল খুবই সৌহার্দপুর্ণ সম্পর্ক। সীতানাথ নাহার মৃত্যুর পর উনার স্মৃতিতে এই মঠটী নির্মিত হয়েছে। কয়েক দশক প্রাচীন এই সূউচ্চ মঠটি বর্তমানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সগৌরবে। এসকল হেরিটেজ স্থাপত্য আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ যা সমাজের ভবিষ্যত প্রজন্মকে জানান দেয় সমৃদ্ধ অতীত। এসকল স্থাপনাগুলোকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
#birulia #নাহা_বাড়ীর_মঠ #বিরুলিয়া