Lifan KPR 165R Double Disc ফার্স্ট ইম্প্রেশন রিভিউ | BikesGuide

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ২০১৫ সালে বাংলাদেশে লঞ্চ হওয়ার পর থেকেই বাইকটি অনেকের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে। বাইকটির স্পোর্টি লুক এবং ফুয়েল এফিসিয়েন্সি এই সেগমেন্টের অন্যান্য বাইকগুলো থেকে কেপিআর কে যেমন আলাদা করেছে তেমনি এই আকর্ষণীয় বাইকটিও পূরণ করেছে ব্যবহারকারীদের প্রায় সকল চাহিদা।
    Lifan KPR 165R Fi রিভিউ, দাম এবং অন্যান্য ফিচার বাইকটির রিভিউ, অভিজ্ঞ মতামত, দাম এবং বিস্তারিত জানুন:
    bikesguide.bik...
    বাংলাদেশে লিফানের সকল বাইকের দাম এবং বিস্তারিত জানতে ভিজিট করুন: bikesguide.bik...
    ডিজাইন এবং স্টাইলঃ
    Lifan KPR 165 মূলত এর ছোট ভাই KPR 150-এর মতোই। এর সামনের অংশের ডিজাইনটিও একই। তবে এই বাইকে ব্যবহৃত হেডল্যাম্পটি খুবই আকর্ষণীয় যা সম্পূর্ণ LED। ফুয়েল ট্যাঙ্ক এবং অ্যারোডাইনামিক কিট একটি অন্য লুক যোগ করেছে এই বাইকে। এছাড়াও ওয়াইড টায়ার এবং সাইলেন্সার পাইপটি নতুন ডিজাইনে এসেছে।
    ইঞ্জিন এবং পার্ফরমেন্সঃ
    Lifan KPR 165 এ দেওয়া হয়েছে একটি আপডেটেড FI ইঞ্জিন। ইঞ্জিনটি 165 cc এবং এটি হাই rpm-এ 17 PS সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে এবং এর সর্বোচ্চ টর্ক হল 17 Nm। লিকুইড কুলড এই ইঞ্জিনে রয়েছে একটি সিঙ্গেল সিলিন্ডার এবং ফোর-স্ট্রোক সিস্টেম। ৬-স্পিড গিয়ারবক্সের এই বাইকটির টপ স্পিড 150 kmph।
    ফুয়েল এফিসিয়েন্সি
    Lifan KPR 165 বাইকটি শহুরে রাস্তায় প্রায় ৪০ কিমিঃ/লিটার মাইলেজ দিতে সক্ষম।
    ব্রেকিং এবং কর্নারিং
    Lifan KPR 165 FI-এ বেশ আরামদায়ক সাসপেনশন ইনস্টল করা হয়েছে। এখানে সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে মনো সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এছাড়াও, সামনে এবং পিছনে উভয় দিকেই হাইড্রোলিক ডিস্ক ইনস্টল করা আছে।
    সুবিধা-অসুবিধা
    যারা সাশ্রয়ী দামের মধ্যে স্পোর্টস বাইক খুঁজছেন তাদের জন্য এই বাইকটি আদর্শ একটি বাইক হতে পারে। দুর্দান্ত লুক এবং গতি বাইকটি ইতোমধ্যেই তরুণদের কাছে একটি জনপ্রিয় মডেল হিসেবে পরিচিত। অন্যদিকে অসুবিধা সমূহের মধ্যে - বাইকটির সিটিং পজিশন এবং মাইলেজ নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করে থাকেন।
    বিস্তারিত জানতে এবং রাইডার রিভিউ পড়তে ভিজিট করুন: bikesguide.bik...
    #lifan #lifankpr #kpr #motorcycle #bikesguide #bikereview #bikeprice

КОМЕНТАРІ • 7