বর্তমানে বাংলাদেশে এমন প্রতিষ্ঠান খুঁজে পাওয়া দুষ্কর, যে একটি প্রতিষ্ঠানের দিয়ে আপনি আপনার সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারবেন। তাই প্রতিষ্ঠান নির্ভরতা বর্জন করতে হবে। সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে প্রতিষ্ঠানের পাশাপাশি মা-বাবাকেও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে হবে। প্রাতিষ্ঠানিক বইয়ের পাশাপাশি এমন বই অনুসন্ধান করতে হবে যেগুলো পড়ে সত্যিই আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। সর্বোপরি আল্লাহ তাকে সাহায্য করে যে নিজেকে সাহায্য করে
@The_Haunted👻 কেন ডিলিট করবে? বলৎকার করে এটা কি মিথ্যা নাকি? চুদে গোয়া ফাটাইতে পারো আর বললেই দোষ আল্লাহ আপনাদের মত বলৎকার কারী দের হাত থেকে বাচ্চাদের রক্ষা করুক আমিন
আসসালামু আলাইকুম! হুজুর আপনি তো কত মানুষকে কতোভাবে সাহায্য করেন সব সময় দেখি। হুজুর আমি এবং আমার পরিবার খুব অসহায় হয়ে পড়েছি। আপনি তো অনেক মানুষকে সাহায্য করেছেন আমাদেরকে যদি একটু সাহায্য করতেন তাহলে আমি এবং আমার পরিবার সারাটা জীবন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম।
আসসালামু আলাইকুম শাইখ। শাইখ আমি সাইন্স বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি আছি। আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। কিন্তু এই মুহুর্তে একটা কাজের খুব প্রয়োজন। আসসুন্নাহ ফাউন্ডেশনে যদি একটা কাজের সুযোগ করে দিতেন।খুবই উপকৃত হবো।
বর্তমান সময়ে স্কুল হল ফ্রি মিক্সিং এর জায়গা . হিন্দু মুসলমান সব একসাথে. পর্দার বালাই নাই দিনে শিক্ষা তো দূরের কথা তাহলে বুঝেন কোথায় দিলে ভালো হয়. যে বয়সে সন্তান দিন শিখে জীবনকে ইবাদতে কাজে লাগাবে সে বয়সে দাজ্জালীয় ফেতনা মধ্যে তাকে পড়তে হয় এই সময়টুকু নষ্ট হয় রিজিকের মালিক আল্লাহ. আল্লাহ মানুষের মন দেখবেন আমরা দুনিয়া মুখী না আখিরাতমুখী. বেশিরভাগ মানুষই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার লোভে সন্তানকে স্কুলে পাঠায় সারাজীবন কষ্ট করে তারপর মেডিকেলে চান্স পায়না কিংবা কমার্স নিয়ে আর্টস নিয়ে পড়তে হয় কমার্সে সুদের কারবার শিখায় যেখানে শেখার কথা যাকাতের হিসাব মোট কথা স্কুল বলতেই খারাপ . জীবনে চলতে হলে সৎ সাহসের খুব বেশি প্রয়োজন কারণ আল্লাহ সৎ ব্যক্তির পাশেই আছে আর যার পাশে আল্লাহ আছে তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে.
@@SorifulIslam-qy3wt পরিচ্ছেদঃ সমকামীর হদ। ১৪৬২। মুহাম্মদ ইবনু আমর সাওওয়াক (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লুত সম্প্রদায়ের কর্ম করতে তোমরা যাকে পাবে তাকে কতল কর এবং যার সাথে ঐ কর্ম করা হয়েছে তাকেও। সহীহ, ইবনু মাজাহ ৩৫৬১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৫৬ [আল মাদানী প্রকাশনী]
হুজুর আমার ছেলের এগারো বছর বয়স দশ পারা পরছে সবাই ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ তা'আলা যেন তাকে নেক হায়াত দীর্ঘ আয়ু দান করুন আর হাফেজ হিসেবে কবুল করুন আমীন 🤲🤲🤲
আমি মনে করি আলেম হওয়ার জন্য কাওমী সবচেয়ে ভালো। আবার কিছু আলিয়া মাদ্রাসা আছে কাওমি নিয়মে চলে ঐ গুলো ও ভালো। এগুতে পড়তে পারলে মোটামুটি ভালো মানের আলেম হয়ে বের হতে পারবে।
পরিচ্ছেদঃ সমকামীর হদ। ১৪৬২। মুহাম্মদ ইবনু আমর সাওওয়াক (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লুত সম্প্রদায়ের কর্ম করতে তোমরা যাকে পাবে তাকে কতল কর এবং যার সাথে ঐ কর্ম করা হয়েছে তাকেও। সহীহ, ইবনু মাজাহ ৩৫৬১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৫৬ [আল মাদানী প্রকাশনী]
আপনার সাথে একমত হতে পারলাম না। একজন সত্যিকারের আলেম শুধু ধর্মীয় জ্ঞানার্জন দিয়ে হয় না। হ্যাঁ, অলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীরা আরবি ভাষায় হয়তো তেমন দক্ষ না। এর পিছনে কারণ রয়েছে- সবাই আলেম হতে চায় না, যারা আলিয়ায় পড়ে। আবার এমন না যে স্যাররা আরবির প্রতি গুরুত্ব দেয় না। এই বিষয়টি সম্পূর্ণ শিক্ষার্থীদের ওপর নির্ভর করে। মনে রাখবেন, একজন আলেম হতে হলে সৃজনশীল বুদ্ধি, ধর্মীয় জ্ঞান ও সাধারণ জ্ঞান সবদিকেই নিজেকে স্বয়ংসম্পূর্ণ করতে হয়। আলেম হওয়া মানে ঘরে পা গুটিয়ে বসে থাকা না; তিনি রাষ্ট্রীয়ভাবে কাজে লাগবে।
আস্সালামু আলাইকুম হুজুর আশা করি ভালো আসেন, আমি সিলেট থেকে বলসি আমি প্রায় ৩ মাম ফজরের নামাপ পড়িনি জামাতে জুহরের নামাযের আগে ফজরের ফরজ ২ রাকাত পড়ি এজন্য আমি বিদেশে এক বাংলাদেশি হুজুরের খেদমতে আসি, উনি খুব অসুস্থ এজন্য আমাকে রাত ১টা ২টা কোনদিন ৩ টা হয় ঘুমাতে এজন্য ফজরের নামায পড়তে পারিনা জামাতে আমার খুব ভয় হয় আল্লাহ আমাকে মাফ করবেন কি না?
আমি একজন জেনেরাল লাইনের ছাত্র বিয়ে করিনি কিন্তু আমার নিয়ত আমার বাচ্চাকে আমি আরবি লাইনে শিক্ষিত করব আমার বেশি ইচ্ছা হলো মাদ্রাসা দারুন্নাজাত অথবা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় দেওয়া❤️❤️❤️❤️
গত তিনবছর যাবত আল্লাহর কাছে একটা জিনিস চাচ্ছি। যা চাচ্ছি তা ইসলাম সমর্থিত তবুও আল্লাহ দিচ্ছেন না কেন? আমার কোথায় ঘাটতি আছে যে তার জন্য আল্লাহ দিচ্ছেন না🙂
Assalamualaykum.. Hujur niot kresi duita sontan k hafez banabo. Islami dini sikkha dibo. Tahole kon madrasa ta vlo hobe..ekhn toh j mardhor onk kisu dekha jai voi passi tai.. Amra airport e thaki.. Ashepashe vlo ki madrasa ase plz bolben..
আসসালামুয়ালাইকুম হুজুর অনেক আশা নিয়ে কমেন্টটা করলাম যদি উত্তর দিতেন তবে উপকৃত হতাম।আমার ছোট ভাইয়ের বয়স ১৭ বছর।ও আমাদের কোনোকথাই শুনেনা।আমার মা'কে ইদানীং খুব মারধর করে।ওর শুধু টাকা চাই।এক মেয়ের সাথেও সম্পর্ক রয়েছে।কোনোভাবেই ওকে কিছু বোঝানো যায়না।ও আমাদের কারো সাথেই কথা বলে না শুধু মা ছাড়া।আগে ভালই ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো,তাবলীগ যেতো কিন্তু এখন জুম্মার নামাজও পড়ানো যায়না। আমাকে একজন হুজুর বলেছিলেন যে একটানা ৪০ দিন তাহাজ্জুদ পরে কিছু আমল করে আল্লাহর কাছে দোয়া করতে কিন্তু আমি আমলগুলো ভুলে গিয়েছি।যিনি আমলগুলো দিয়েছিলেন তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সারা দিয়েছেন তাই এখন আর সেই আমলগুলো পাচ্ছিনা। শায়েখ, যদি কোনোভাবে একটু সাহায্য করতে পারতেন তবে আমাদের পরিবারটা হয়তো আল্লাহর রহমতে বেঁচে যেত 🙁
আসসালামু আলাইকুম হুজুর আমার একটি কথা জানার ছিল কথাটা কি বলা ইসলামকে ছোট করা হবে কিনা জানিনা কিন্তু আমি ইসলামকে ছোট করে কথা বলা কোনদিনই মেনে নেব না আমার প্রশ্নটা হল সমাজে অনেকে কথায় কথায় এই বলে যে এতকিছু ভাবার প্রয়োজন নেই আল্লাহ চালাচ্ছে আল্লাহ চালাবে আজ খাচ্ছি কালকের টা বেঁচে থাকলে কাল দেখা যাবে এ ধরনের কথার কতটা যুক্তি আছে হ্যাঁ আমি বিশ্বাস করি আল্লাহ এক আল্লাহ সবাইকে রোজি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে কিন্তু আমি ঘরে বসে থেকে কর্ম না করে আমি কর্ম করে বাড়ি ফিরে আল্লাহর কাছে বিশ্বাসের একটি তৃপ্তি নিয়ে শুকরিয়া আদায় করে এটা বলাটা কি উচিত না আজ কর্ম করেছি কাল ইনশাআল্লাহ বেঁচে থাকলে আল্লাহ পাকের রহমতে সে ফল আসবে ঘরে আমি মনে করি এ ধরনের কথা যারা বলে তারা অলস এক ধরনের ভাদাইমা বলা যায় তাকে কথাটা আমার ভুল না সঠিক জানাবেন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আমার ভাগিনা এখনো ছোট হওয়ায় বাড়ির পাশে নুরানী মাদ্রাসায় পড়ছে। এই বছর ক্লাস থ্রি (তৃতীয় জামাত) আছে। একটু বড় হওয়ায় এই জানুয়ারি থেকে তাকে ভবিষ্যতে ভালো উচ্চ শিক্ষিত করে মানুষের মতো মানুষ করার জন্য কোথায় ভর্তি করাবো?সরকারি/ বেসরকারি স্কুল /মাদ্রাসা /ক্যাডেট স্কুল/ ক্যাডেট মাদ্রাসা /ইংলিশ মিডিয়াম ইত্যাদি। তার বাবা কুয়েত থাকে।তার বাবার স্বপ্ন তাকে ডাক্তার, ইন্জিনিয়ার কিংবা বড় মাপের একজন মানুষ হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষ বানানো। আমি দেশে থাকি বলে মামা হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে তাকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে এখন যেকোনো ভালো প্রতিষ্ঠানে দিতে।আমি সীদ্ধান্তহীনতায় ভুগছি।কোথায় ভর্তি করাবো বুজতে পারছি না।
হুজুর আপনার দেয়া বহু প্রশ্নের উত্তর আমার পছন্দ হলেও,এই বিষয়ের উপর আপনার বক্তব্য আমার পছদ হয়নি।কারণ পর্দা হল ফরজ,আর আলিয়া মাদ্রাসাগুলোতে স্কুল কলেজের মত ছেলে মেয়েদের অবাধে দেখা সাক্ষাতের সূযোগের রয়েছে।
হুজুর আসসালামু আলাইকুম হুজুর আমি আমার ছেলেকে হেফজ পড়ার জন্য "মারকাযু ফয়জিল কুরআন আল ইসলাম " মিরপুর ১ ঢাকা। এই মাদ্রাসায় দিয়েছি কিন্তু ও একটু বেশি দুষ্টমি করে এজন্য হুজুররাও একটু বেশি শাসন করে হয়তো এমতাবস্থায় আমার কি সিদ্ধান্ত নেয়া উচিত একটু মতামত দিয়ে সাহায্য করবেন
dustomi. kono somossa nai.. Takuk Kintu. Jodi Hafeji.Na porte.pare. otoba. Na portr cay.. Tahole..khub tara tara tari.. Kitab kanay. diye den.. Tahole onk balo hobe R madrss carte bolbena
এটা আপনার আমার সবার ব্যাথতার ফসল, আমরা জাফর ইকবাল দের মতো নাস্তিক কে সরাতে পারিনাই, মাদরাসা বোডে থেকে হিন্দু দের সরাতে পারিনাই,,, দুর থেকে খারাপ বলাই যায় কিন্তু খারাপ কেন হচ্ছে,, এ থেকে বাচার উপায় আমরা জানিনা
আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন ছিল কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাচ্চাদের ড্রেস তৈরির ৬০ + অর্ডার আসে, আমরা ড্রেস সুলভ মূল্যে তাদের কে ডেলিভারি দিয়েছি। এখন প্রতিষ্ঠান কর্তৃক আমাদের বলা হচ্ছে " আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা ব্যাবসা করবেন আমাদের কিছু তো দিবেন "। এই অবস্থায় এটা কি ঘুস এর আওতায় পরে কিনা? কি করনীয় দয়া করে যদি জানাতেন
আসসালামু আলাইকুম হুজুর আমার বাবুর ৬ বছর হতে আরো ৮ মাস বাকি, ইনশাআল্লাহ ইচ্ছে আছে ৭ বছরে মাদ্রাসায় রেখে পড়াবো, এখনো মাদ্রাসা পড়াশোনা করাচ্ছি আলহামদুলিল্লাহ ইসলামি কিছুটা গেন বুকের ভিতরে ধারন করতে পেরেছে, তবে কাছে রেখে ভালো করে বড় করাতে পারবো না, তাই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ভালো একটা মাদ্রাসায় রেখে পড়াবো পৃথিবীতে আসার আগেই নিয়ত করে রেখেছি আলেম বানাবো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। সারে ৪ বছরে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ২ বেলায় নিয়ে যাওয়া আসা করি । আপনার মাদ্রাসা রেডি হলে ঠিকানা দিবেন অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ।
কতো ভাগ্যবান তারা যারা হেদায়াত পেয়ে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে। 💖
"আলহামদুলিল্লাহ্"
Alhamdulillah
@@MdYasin-jf9rz 💖
"আলহামদুলিল্লাহ্"
@@infinitesolutions2602 💖💖💖
alhambulillah
হে মানুষ,
ফিরে আসো তোমার প্রতিপালকের দিকে..! 💓
প্রসঙ্গ যখন "ধর্ম " নিয়ে
তখন " ইসলাম " ধর্মই সেরা,
❤️ আলহামদুলিল্লাহ ❤️
Alhamdulillah
আলহামদুলিল্লাহ
কতইনা সৌভাগ্যবান সেইসব সাহাবায়ে কেরাম গণ যারা আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়ে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ইয়া রাব্বি আমাদেরকেও হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে মৃত্যূর পূর্বে জান্নাতের সুসংবাদ দিয়েন।আমিন।
Amin
আমিন
শুকরিয়া শায়েখ সুন্দর এবং সহজ ভাবে বুঝানো র জন্য।
বরদ
আল্লাহ তা''য়ালা সকলের সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করুক❤️
Ameen ya rabbil alamin
Ameen
Allah Humma Amin
আমিন
Amin
একই প্রশ্নের উত্তর আমারও জানার ছিল। ধন্যবাদ তিনি প্রশ্ন টা করেছেন। ধন্যবাদ শ্রদ্ধেয় শায়খ ❤️
বর্তমানে বাংলাদেশে এমন প্রতিষ্ঠান খুঁজে পাওয়া দুষ্কর, যে একটি প্রতিষ্ঠানের দিয়ে আপনি আপনার সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারবেন। তাই প্রতিষ্ঠান নির্ভরতা বর্জন করতে হবে। সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে প্রতিষ্ঠানের পাশাপাশি মা-বাবাকেও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে হবে। প্রাতিষ্ঠানিক বইয়ের পাশাপাশি এমন বই অনুসন্ধান করতে হবে যেগুলো পড়ে সত্যিই আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। সর্বোপরি আল্লাহ তাকে সাহায্য করে যে নিজেকে সাহায্য করে
বলদ
মাদরাসায় পড়লে কী কী চাকরি পাওয়া যায়, জানুন-
ua-cam.com/video/Y9qHlwGNnPU/v-deo.html
আমার ছেলে ১৭ পারা পড়তেছে সবাই একটু দোয়া করবেন , সে যেন হাফেজ হতে পারে
আমিন ❤
Amin
আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমি এখনো বিয়ে করি নি। তবে আমি নিয়ত রেখেছি আল্লাহর ইচ্ছায় আমি আমার বাচ্চাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবো।
জেনারেল এ করেন, আর পাশাপাশি বাসায় শিক্ষক রেখে ইসলামি শিক্ষা দেন
আলহামদুলিল্লাহ
@@istoppedlaughing5225 বাসায় পড়াইয়া আলেম বানাবেন, হা হা হা।
@@tahminaskitchen6365 আবাসিকে তো দেখি অনেকে বলাৎকার, নির্যাতনের শিকার হয়?? বাচ্চদের অনাবাসিক মাদ্রাসাতে দেয়ার ব্যাপারে আলেম দের পরামর্শ নেয়াই ভালো।
@The_Haunted👻 কেন ডিলিট করবে? বলৎকার করে এটা কি মিথ্যা নাকি? চুদে গোয়া ফাটাইতে পারো আর বললেই দোষ আল্লাহ আপনাদের মত বলৎকার কারী দের হাত থেকে বাচ্চাদের রক্ষা করুক আমিন
সত্যি হুজুরের কথা শুনে খুব ভালো লাগলো , আবু ত্বহা আদনানের মতো তিনি যুক্তিহীন বক্তব্য দেন নাই
আলহামদুলিল্লাহ আমার সন্তানকে হেফজ বিভাগে ভর্তি করেছি। তার জন্য দোয়া করবেন।
শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ
মাশা আল্লাহ সুন্দর পরামর্শ।
আসসালামু আলাইকুম! হুজুর আপনি তো কত মানুষকে কতোভাবে সাহায্য করেন সব সময় দেখি। হুজুর আমি এবং আমার পরিবার খুব অসহায় হয়ে পড়েছি। আপনি তো অনেক মানুষকে সাহায্য করেছেন আমাদেরকে যদি একটু সাহায্য করতেন তাহলে আমি এবং আমার পরিবার সারাটা জীবন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম।
সমাজে যেমন অস্থির লোক আছে তেমনি কিছু স্থির লোকও আছে। শায়খ আহমাদুল্লাহ হলেন স্থির ধরনের, অনাদের মত লোক সমাজে অনেক বেশি দরকার...............।
বলদ
ঠিক, তারপরও কিছু লোক সমালোচনা করে,
হুজুর আপনি আমার মনের কথা বলেছেন আমিন
মাশাআল্লাহ খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে হুজুরের আলোচনা ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আসসালামু আলাইকুম শাইখ।
শাইখ আমি সাইন্স বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি।
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি আছি।
আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই।
কিন্তু এই মুহুর্তে একটা কাজের খুব প্রয়োজন।
আসসুন্নাহ ফাউন্ডেশনে যদি একটা কাজের সুযোগ করে দিতেন।খুবই উপকৃত হবো।
আলহামদুলিল্লাহ আমারা শেষ নবীর উম্মত।।💓💓
আলহামদুলিল্লাহ
জাযাকাল্লাহু খাইর সুন্দর আলোচনার জন্য।
শায়েখ, স্কুলে পড়ানোর ব্যাপারটা ক্লিয়ার করলে ভাল হতো।
বর্তমান সময়ে স্কুল হল ফ্রি মিক্সিং এর জায়গা . হিন্দু মুসলমান সব একসাথে. পর্দার বালাই নাই দিনে শিক্ষা তো দূরের কথা তাহলে বুঝেন কোথায় দিলে ভালো হয়. যে বয়সে সন্তান দিন শিখে জীবনকে ইবাদতে কাজে লাগাবে সে বয়সে দাজ্জালীয় ফেতনা মধ্যে তাকে পড়তে হয় এই সময়টুকু নষ্ট হয় রিজিকের মালিক আল্লাহ. আল্লাহ মানুষের মন দেখবেন আমরা দুনিয়া মুখী না আখিরাতমুখী. বেশিরভাগ মানুষই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার লোভে সন্তানকে স্কুলে পাঠায় সারাজীবন কষ্ট করে তারপর মেডিকেলে চান্স পায়না কিংবা কমার্স নিয়ে আর্টস নিয়ে পড়তে হয় কমার্সে সুদের কারবার শিখায় যেখানে শেখার কথা যাকাতের হিসাব মোট কথা স্কুল বলতেই খারাপ . জীবনে চলতে হলে সৎ সাহসের খুব বেশি প্রয়োজন কারণ আল্লাহ সৎ ব্যক্তির পাশেই আছে আর যার পাশে আল্লাহ আছে তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে.
সত্যকে এড়িয়ে গিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেললেন।
R8
ভাই উনি কিন্তু আহলে হাদীস। সেজন্য সত্যটাকে এড়িয়ে যান। তাছাড়া ১০০/= আলিয়া থেকে কওমী মাদ্রাসা ভালো। শুধু ভালো না, অনেক অনেক অনেক ভালো।
স্পষ্ট করলে ফিতনা আরব বাড়বে ভাই যারা বোঝেন তারা এম্নিতেই বুঝবেন
আসসালামু আলাইকুম, শুকরিয়া সুন্দর ভাবে বুঝানোর জন্য। আমার একটা পশন আস সুন্নাহ ফাউন্ডেশন কোথায় তৈরি করা হচ্ছে, আমার বাচ্চাদের পরাতে চাই।
পূর্বাচল, স্বদেশ প্রপার্টিস
আলহামদুলিল্লাহ, শুনে মনে একটু স্বস্তি পেলাম যে আপনারা মাদ্রাসা চালু করতে যাচ্ছেন। ❤️
Madrasa ta kothay name ki
বলদ
আমিও জানতে চাই,,বলবেন পিলিজ
আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা
শায়েখ এই বিষয়টি নিয়ে আরো বিস্তার আলোচনা দিবেন ❤️
মাদরাসায় পড়লে কী কী চাকরি পাওয়া যায়, জানুন-
ua-cam.com/video/Y9qHlwGNnPU/v-deo.html
প্রিয় শায়েখ আহমাদুল্লাহ 👑💜
আসসালামু আলাইকুম হযরত
আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাদরাসার লোকেশন কোথায় জানালে উপকৃত হবো।
আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমিন ।
বলদ
আমাদের দেশের সকল আলেমদের উচিত আপনার থেকে আখলাক এবং সুচিন্তাশীল হতে শেখা।
মদনা
@@SorifulIslam-qy3wt পরিচ্ছেদঃ সমকামীর হদ।
১৪৬২। মুহাম্মদ ইবনু আমর সাওওয়াক (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লুত সম্প্রদায়ের কর্ম করতে তোমরা যাকে পাবে তাকে কতল কর এবং যার সাথে ঐ কর্ম করা হয়েছে তাকেও। সহীহ, ইবনু মাজাহ ৩৫৬১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৫৬ [আল মাদানী প্রকাশনী]
হুজুর আমার ছেলের এগারো বছর বয়স দশ পারা পরছে সবাই ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ তা'আলা যেন তাকে নেক হায়াত দীর্ঘ আয়ু দান করুন আর হাফেজ হিসেবে কবুল করুন আমীন 🤲🤲🤲
আল্লাহ যেন আমার মতো সকলের এই আশা টা পূরণ করুক আমিন
Hujurer kotha gulu valo Lage.
যদি প্রসঙ্গ হয় পড়ালেখা করার তাহলে ক্বওমী মাদ্রাসার পড়াই উত্তম
Assalamu alaycum hujur khube upokari vedio thanks sharing all the best
সুবহানাল্লাহ। কি সুন্দর আলোচনা
আমি মনে করি আলেম হওয়ার জন্য কাওমী সবচেয়ে ভালো। আবার কিছু আলিয়া মাদ্রাসা আছে কাওমি নিয়মে চলে ঐ গুলো ও ভালো। এগুতে পড়তে পারলে মোটামুটি ভালো মানের আলেম হয়ে বের হতে পারবে।
পরিচ্ছেদঃ সমকামীর হদ।
১৪৬২। মুহাম্মদ ইবনু আমর সাওওয়াক (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লুত সম্প্রদায়ের কর্ম করতে তোমরা যাকে পাবে তাকে কতল কর এবং যার সাথে ঐ কর্ম করা হয়েছে তাকেও। সহীহ, ইবনু মাজাহ ৩৫৬১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৫৬ [আল মাদানী প্রকাশনী]
আল্লাহ কুরআন মুখস্থ করার জন্য পাঠানি বুঝার জন্য পাঠাইছে আর এলেম থাকতে হবে কিন্তু মুখস্থ জরুরি না কিন্তু এলেম থাকা জরুরি সবাই আলেম হলে অন্য কিছু কে হবে
আপনার সাথে একমত হতে পারলাম না। একজন সত্যিকারের আলেম শুধু ধর্মীয় জ্ঞানার্জন দিয়ে হয় না। হ্যাঁ, অলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীরা আরবি ভাষায় হয়তো তেমন দক্ষ না। এর পিছনে কারণ রয়েছে- সবাই আলেম হতে চায় না, যারা আলিয়ায় পড়ে। আবার এমন না যে স্যাররা আরবির প্রতি গুরুত্ব দেয় না। এই বিষয়টি সম্পূর্ণ শিক্ষার্থীদের ওপর নির্ভর করে। মনে রাখবেন, একজন আলেম হতে হলে সৃজনশীল বুদ্ধি, ধর্মীয় জ্ঞান ও সাধারণ জ্ঞান সবদিকেই নিজেকে স্বয়ংসম্পূর্ণ করতে হয়। আলেম হওয়া মানে ঘরে পা গুটিয়ে বসে থাকা না; তিনি রাষ্ট্রীয়ভাবে কাজে লাগবে।
ধন্যবাদ,,,, সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য
Bacha theke Quran er hifz krano ochit tar por onno teachers/ doctors ja ichha kran ..... Alhamdulillah sbai k bojhar taofik din.....
Apu hifz korar por kivabe doctor / teacher hobe?jante cai.ami abepare jni na.
কোথায় সেটা প্লিজ আমি আমার সন্তানকে পড়াতে চাই আপনাদের প্রতিষ্টানে৷
Ma sha Allah. Jazak Allah khair.
Hujurer kotha valo laglo
আস্সালামু আলাইকুম হুজুর আশা করি ভালো আসেন,
আমি সিলেট থেকে বলসি
আমি প্রায় ৩ মাম ফজরের নামাপ পড়িনি জামাতে
জুহরের নামাযের আগে ফজরের ফরজ ২ রাকাত পড়ি
এজন্য
আমি বিদেশে এক বাংলাদেশি হুজুরের খেদমতে আসি, উনি খুব অসুস্থ এজন্য আমাকে রাত ১টা ২টা কোনদিন ৩ টা হয় ঘুমাতে এজন্য ফজরের নামায পড়তে পারিনা জামাতে
আমার খুব ভয় হয় আল্লাহ আমাকে মাফ করবেন কি না?
❤❤❤❤❤❤❤ very effective
জাযাকাল্লাহু খায়ের
মাওলানা পড়ার বিস্তারিত জানতে চাচ্ছিলাম হুজুর
আপনাকে অনেক ভালো লাগে। 😍😍
আমি একজন জেনেরাল লাইনের ছাত্র বিয়ে করিনি কিন্তু আমার নিয়ত আমার বাচ্চাকে আমি আরবি লাইনে শিক্ষিত করব আমার বেশি ইচ্ছা হলো মাদ্রাসা দারুন্নাজাত অথবা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় দেওয়া❤️❤️❤️❤️
গত তিনবছর যাবত আল্লাহর কাছে একটা জিনিস চাচ্ছি। যা চাচ্ছি তা ইসলাম সমর্থিত তবুও আল্লাহ দিচ্ছেন না কেন? আমার কোথায় ঘাটতি আছে যে তার জন্য আল্লাহ দিচ্ছেন না🙂
আল্লাহ তায়ালা সঠিক সময়ে আপনার নেক নিয়ত পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ
Assalamualaykum.. Hujur niot kresi duita sontan k hafez banabo. Islami dini sikkha dibo. Tahole kon madrasa ta vlo hobe..ekhn toh j mardhor onk kisu dekha jai voi passi tai.. Amra airport e thaki.. Ashepashe vlo ki madrasa ase plz bolben..
Respect krar mto 1mtro Bangladeshi Islamic scholar
আমাদের কুড়িগ্রাম জেলায় ইসিলামিক ভালো কোনো প্রতিষ্ঠান নাই...আমাদের এই দিক একটা প্রতিষ্ঠান করিয়েন... 🥺
Hujur January te suru korben jaiga ata,ami porate chai,,plz reply korben
Assalamu alaikum,sobai duya korben amr amader sobar family k Allah jno hedayet Dan korean.
Hujur apnar nikot onurod Mymensingh akta madrasa banaben...
Sarsina and Darunnajat ...or jalokathi nesarabad is best
আসসালামুয়ালাইকুম হুজুর অনেক আশা নিয়ে কমেন্টটা করলাম যদি উত্তর দিতেন তবে উপকৃত হতাম।আমার ছোট ভাইয়ের বয়স ১৭ বছর।ও আমাদের কোনোকথাই শুনেনা।আমার মা'কে ইদানীং খুব মারধর করে।ওর শুধু টাকা চাই।এক মেয়ের সাথেও সম্পর্ক রয়েছে।কোনোভাবেই ওকে কিছু বোঝানো যায়না।ও আমাদের কারো সাথেই কথা বলে না শুধু মা ছাড়া।আগে ভালই ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো,তাবলীগ যেতো কিন্তু এখন জুম্মার নামাজও পড়ানো যায়না।
আমাকে একজন হুজুর বলেছিলেন যে একটানা ৪০ দিন তাহাজ্জুদ পরে কিছু আমল করে আল্লাহর কাছে দোয়া করতে কিন্তু আমি আমলগুলো ভুলে গিয়েছি।যিনি আমলগুলো দিয়েছিলেন তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সারা দিয়েছেন তাই এখন আর সেই আমলগুলো পাচ্ছিনা। শায়েখ, যদি কোনোভাবে একটু সাহায্য করতে পারতেন তবে আমাদের পরিবারটা হয়তো আল্লাহর রহমতে বেঁচে যেত 🙁
Apnader Madrasar location janale onek valo hoto...please amader shathe share korben apnader protishthaner location ti...
যাজাকাল্লাহ ❤
আসসালামু আলাইকুম হুজুর আমার একটি কথা জানার ছিল কথাটা কি বলা ইসলামকে ছোট করা হবে কিনা জানিনা কিন্তু আমি ইসলামকে ছোট করে কথা বলা কোনদিনই মেনে নেব না আমার প্রশ্নটা হল সমাজে অনেকে কথায় কথায় এই বলে যে এতকিছু ভাবার প্রয়োজন নেই আল্লাহ চালাচ্ছে আল্লাহ চালাবে আজ খাচ্ছি কালকের টা বেঁচে থাকলে কাল দেখা যাবে এ ধরনের কথার কতটা যুক্তি আছে হ্যাঁ আমি বিশ্বাস করি আল্লাহ এক আল্লাহ সবাইকে রোজি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে কিন্তু আমি ঘরে বসে থেকে কর্ম না করে আমি কর্ম করে বাড়ি ফিরে আল্লাহর কাছে বিশ্বাসের একটি তৃপ্তি নিয়ে শুকরিয়া আদায় করে এটা বলাটা কি উচিত না আজ কর্ম করেছি কাল ইনশাআল্লাহ বেঁচে থাকলে আল্লাহ পাকের রহমতে সে ফল আসবে ঘরে আমি মনে করি এ ধরনের কথা যারা বলে তারা অলস এক ধরনের ভাদাইমা বলা যায় তাকে কথাটা আমার ভুল না সঠিক জানাবেন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
Natore ba Rajshahi te ki Valo madrasa ase ki na please janaben
Assalamualaikum hujur Ami Amar celyky àpnader potistany poraty cai insoallah.amar celer boyos 8 bocor.ki baby borti korbo Jodi janaten upokar hoto.
3:20 এখানে মূল বিষয়ে আলোচনা
Assalamu alaikum. Hujur Sylhet akta Madrasah den
আসসালামু আলাইকুম, আস সুন্নাহ ফাউন্ডেশন কি চালু করা হয়েছে এবং এটা কোথায় জানালে আমি খুব উপকৃত হবো।
Jazaka Allahu khairan...
Alhamdulillah 🤲💞 good for this
হুজুরের সাথে কথা বলতে চাই আমার খুব ইচ্ছা এটা কি কোনদিন সম্ভব হবে?
আমার ভাগিনা এখনো ছোট হওয়ায় বাড়ির পাশে নুরানী মাদ্রাসায় পড়ছে। এই বছর ক্লাস থ্রি (তৃতীয় জামাত) আছে। একটু বড় হওয়ায় এই জানুয়ারি থেকে তাকে ভবিষ্যতে ভালো উচ্চ শিক্ষিত করে মানুষের মতো মানুষ করার জন্য কোথায় ভর্তি করাবো?সরকারি/ বেসরকারি স্কুল /মাদ্রাসা /ক্যাডেট স্কুল/ ক্যাডেট মাদ্রাসা /ইংলিশ মিডিয়াম ইত্যাদি। তার বাবা কুয়েত থাকে।তার বাবার স্বপ্ন তাকে ডাক্তার, ইন্জিনিয়ার কিংবা বড় মাপের একজন মানুষ হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষ বানানো। আমি দেশে থাকি বলে মামা হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে তাকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে এখন যেকোনো ভালো প্রতিষ্ঠানে দিতে।আমি সীদ্ধান্তহীনতায় ভুগছি।কোথায় ভর্তি করাবো বুজতে পারছি না।
মহাবিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী আল্লাহ, অামার মতে সন্তানকে বিজ্ঞান শিক্ষা দেওয়া উচিত। কুরআনকে মাতৃৃভাষাতে পড়া উচিত। কুরআন না বুঝে পড়া উচিত নয়।
আসসালামু আলাইকুম। আল্লাহুর ওয়াস্তে শুনবেন আমি ইন্টারে পড়া লেখা করি। আস সুন্নাহ ফাউন্ডেশনে আমি পড়তে চাই। আমি কোন লাইনে পড়তে পাব আস সুন্নাহ ফাউন্ডেশনে
Ami habjo koranor por alia madrashai bassak dite cai a obostai se ki koran vole jabe.
Assalamu alaikum
Hujur akta kotha jante chai
Apni bolle upokar hobe
Amar boyos 18 Ami hifz Porte chai
Amake ki hifz khana madrasha te vorti nebe
শায়েখ, বাচ্চাদের ঈমান শিক্ষা নিয়ে একটা ভিডিও করলে ভালো হতো।
মাদরাসায় পড়লে কী কী চাকরি পাওয়া যায়, জানুন-
ua-cam.com/video/Y9qHlwGNnPU/v-deo.html
সুবহানাল্লাহ
হুজুর আপনার দেয়া বহু প্রশ্নের উত্তর আমার পছন্দ হলেও,এই বিষয়ের উপর আপনার বক্তব্য আমার পছদ হয়নি।কারণ পর্দা হল ফরজ,আর আলিয়া মাদ্রাসাগুলোতে স্কুল কলেজের মত ছেলে মেয়েদের অবাধে দেখা সাক্ষাতের সূযোগের রয়েছে।
ami amar cele k madrasay porate cay? amar asa j oke hafej + Alem banabo. kothay porabo, jante cay.r koto boys a dibo?4 year 8 month colche.
আল্লাহু আকবার
হুজুর আসসালামু আলাইকুম
হুজুর আমি আমার ছেলেকে হেফজ পড়ার জন্য "মারকাযু ফয়জিল কুরআন আল ইসলাম " মিরপুর ১ ঢাকা। এই মাদ্রাসায় দিয়েছি কিন্তু ও একটু বেশি দুষ্টমি করে
এজন্য হুজুররাও একটু বেশি শাসন করে হয়তো এমতাবস্থায় আমার কি সিদ্ধান্ত নেয়া উচিত
একটু মতামত দিয়ে সাহায্য করবেন
dustomi. kono somossa nai.. Takuk
Kintu. Jodi Hafeji.Na porte.pare.
otoba. Na portr cay..
Tahole..khub tara tara tari..
Kitab kanay. diye den..
Tahole onk balo hobe
R madrss carte bolbena
আসসালামু আলাইকুম হুজুর মাহবুবা নাম রাখা কি ভালো এই নাম টা কি মুসলিম মেয়েদের জন্য
Sir, amar dui sontan k hafez banate chai, apnar protisthan a kobe class chalu hobe?
কওমী মাদ্রাসাই বেস্ট।সঠিক ইসলাম সেখানেই শেখানো হয়।
মে বাচ্চাদের জন্য কি ব্যাবস্থা আপনাদের জানাবেন দয়া করে…!
আপনাদের ফাউন্ডেশন কোথায় প্লিজ বলবেন
আমি হুজুরের কাছে একটি প্রশ্ন উত্তর জানতে চাই কিভাবে জানতে পারবো যদি কেউ বলে দেণ
সন্তান যদি পাপ না করে
বাবা মায়ের বদদোয়ো কুবুল হবে
না। তবে বদদোয়া দেয়ার জন্য মা বাবার পাপ হবে এটা নিশ্চিত।
clear buza jassena
বর্তমানে আলিয়া মাদ্রাসা আর স্কুলের মধ্যে কোন পার্থক্য নেই।
কওমি মাদ্রাসা জিন্দাবাদ
কওমী আর ভালো কই??ওস্তাদের সম্মান বুঝে না।ছোট ছোট বাচ্চাদের বলৎকারের রিপোর্ট আসছে।সিসি ক্যামেরা দরকার।মাদ্রাসায় জিনার স্বীকার হলে তো ভার্সিটিতে পড়াই ভালো
এটা আপনার আমার সবার ব্যাথতার ফসল, আমরা জাফর ইকবাল দের মতো নাস্তিক কে সরাতে পারিনাই, মাদরাসা বোডে থেকে হিন্দু দের সরাতে পারিনাই,,, দুর থেকে খারাপ বলাই যায় কিন্তু খারাপ কেন হচ্ছে,, এ থেকে বাচার উপায় আমরা জানিনা
Right
কেন স্কুলে কি আরবী...আরবী ব্যাকরণ... হাদিস...ফিকাহ....কুরআন..... এসব পড়ানো হয়?.
আসসালামু আলাইকুম শায়েখ। আমার মেয়ের বয়স ৭ বছর। আমি শ্রীমঙ্গল থাকি। মৌলভীবাজার অথবা সিলেটের কোন মাদ্রাসা দ্বীনি শিক্ষার জন্য ভালো হবে ?
Amar meye ssc te 4.94 peyece science theke akhon se kon madrashate porle vallo hobe
শায়েখ মাদ্রাসা নির্মানে শরিক হতে চাই।কি করনীয়?? দয়া করে জানাবেন
আপনি উনার ফেসবুক পেজটি দেখতে পারেন। এইখানে নজর রাখলে আপনি জানতে পারবেন।
এটা কোন জায়গায় একটু বলবেন
আসসালামু আলাইকুম
আমার একটা প্রশ্ন ছিল
কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাচ্চাদের ড্রেস তৈরির ৬০ + অর্ডার আসে, আমরা ড্রেস সুলভ মূল্যে তাদের কে ডেলিভারি দিয়েছি। এখন প্রতিষ্ঠান কর্তৃক আমাদের বলা হচ্ছে " আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা ব্যাবসা করবেন আমাদের কিছু তো দিবেন "।
এই অবস্থায় এটা কি ঘুস এর আওতায় পরে কিনা? কি করনীয় দয়া করে যদি জানাতেন
সুন্দর উত্তর
ভালবাসা।
Amar chele 16 parar hafej or jonno doa korben
হুজুর আমি আমার সন্তান আপনাদের মাদরাসায় পড়াতে চাই. অনুগ্রহ করে যোগাযোগের ঠিকানা বলবেন.
Obossoi school e.
হুজুর আপ্ নার মাদ্রাসার স্থথান দেন
আসসালামু আলাইকুম হুজুর আমার বাবুর ৬ বছর হতে আরো ৮ মাস বাকি, ইনশাআল্লাহ ইচ্ছে আছে ৭ বছরে মাদ্রাসায় রেখে পড়াবো, এখনো মাদ্রাসা পড়াশোনা করাচ্ছি আলহামদুলিল্লাহ ইসলামি কিছুটা গেন বুকের ভিতরে ধারন করতে পেরেছে, তবে কাছে রেখে ভালো করে বড় করাতে পারবো না, তাই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ভালো একটা মাদ্রাসায় রেখে পড়াবো পৃথিবীতে আসার আগেই নিয়ত করে রেখেছি আলেম বানাবো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। সারে ৪ বছরে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ২ বেলায় নিয়ে যাওয়া আসা করি । আপনার মাদ্রাসা রেডি হলে ঠিকানা দিবেন অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ।