দশ বছর পয়সা খরচ করার পরে তারপরও হয়তো যদি কৃপা করেন তবেই পাবেন।😆😆 অসাধু লোকেদের ব্যবসা মারার জন্যই আমার এই চ্যানেল।। এর থেকে খারাপ ভাষা আর মুখে এলো না
গুরু এই তাল রবিন্দ্র সংগীত যেমন আনন্দ ধারা বহিছে ভুবনে বা নজরুল গীতি যেমন অজ্ঞ্জলী লহ মোর সংগীতে বাজানো যাবে? অভিনন্দন । আর একটি বিষেশ অনুরোধ। অলংকার যুক্ত বিলম্বিত একতালের একটি টিউটোরিয়াল দেবেন কাইন্ডলি। অসংখ্য ধন্যবাদ।
যৎ উত্তর ভারতীয় একটি তাল। এই তালটি মাত্রাভেদে তিনটি প্রকার। রবীন্দ্রনাথ তাঁর গানে এই তিন প্রকার যৎ-এর সবগুলি ব্যবহার করেছেন। এই প্রকার তিনটি হলো। ১. যৎ (৮ মাত্রা) ২. যৎ (১৪ মাত্রা) ৩. যৎ (১৬ মাত্রা)
খুব সুন্দর সুন্দর হয়েছে স্যার।
অশেষ ধন্যবাদ আপনাকে
খুব ভালো লাগলো
অশেষ অভিনন্দন রইল ❤️❤️
Asadharon Tutorial 👌👌👌👌👌👌👌👌❤
ধন্যবাদ রে বোন। এভাবে সারা জীবন পাশে থাকিস অন্তত তোর বাবার উপস্থিতি অনুভব করব
খুব সুন্দর ❤
Excellence ,khub valo.
অশেষ ধন্যবাদ আপনাকে
খুব ভালো লাগলো ।
অশেষ ধন্যবাদ আপনাকে
অনেক উপকার হলো 🙏🏻
অভিনন্দন রইল
Khub bhalo kore bojhale
অশেষ ধন্যবাদ গো। এভাবে পাশে থেকো
অসাধারণ---!
❤️❤️🌹🌹
Sounds great sir!
Thanks a lot
🙏দাদা,
আপনি অত্যন্ত চমৎকার ভাবে দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ🙏🙏🙏
একরাশ অভিনন্দন রইল আপনার জন্য
খুবই সুন্দর একেবারে স্পস্টভাবে আপনার হাতে বোল গুলো ফোটে।
অশেষ ধন্যবাদ আপনাকে
বাহ! খুব অসাধারণ ভাবে বুঝিয়েছেন দাদা।
অশেষ ধন্যবাদ আপনাকে
অশেষ ধন্যবাদ আপনাকে
গুরুজী খুবই ভালো আশীর্বাদ করবেন প্রনাম
কি সুন্দর বোল বাণী গুলো সাজিয়ে দিচ্ছেন ওস্তাদজি! পয়সা খরচা করেও এই রকম গুরু পাইনি।
দশ বছর পয়সা খরচ করার পরে তারপরও হয়তো যদি কৃপা করেন তবেই পাবেন।😆😆 অসাধু লোকেদের ব্যবসা মারার জন্যই আমার এই চ্যানেল।। এর থেকে খারাপ ভাষা আর মুখে এলো না
দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি চমৎকার করে বুঝিয়ে দেখিয়েছেন এরচেয়ে ভাল বুঝাবার আর কিছুই নেই। ধন্যবাদ দাদা আল্লাহতায়ালা আপনাকে ভাল রাখেন এই কামানা করছি।
আপনার জন্য একরাশ শুভকামনা রইল
একেবারে অসাধারণ টিউটোরিয়াল দিয়েছেন স্যার ❤🙏🙏
গুরু এই তাল রবিন্দ্র সংগীত যেমন আনন্দ ধারা বহিছে ভুবনে বা নজরুল গীতি যেমন অজ্ঞ্জলী লহ মোর সংগীতে বাজানো যাবে? অভিনন্দন । আর একটি বিষেশ অনুরোধ। অলংকার যুক্ত বিলম্বিত একতালের একটি টিউটোরিয়াল দেবেন কাইন্ডলি। অসংখ্য ধন্যবাদ।
এই তাল বাজানো যাবে না
@@ChandraSekharTabla ঠিক আছে, ধন্যবাদ।
সরি দেখেছকি তাকে।
স্যার একটা অনুরোধ ছিল।ত্রিতালের একটি পেশকার শেখালে খুব উপকার হবে ।🙏🙏🙏🙏
আমার চ্যানেলের প্লেলিস্টে যান । পেয়ে যাবেন।।
"আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম " গানের তালটি বুঝিয়ে দিলে খুব উপকার হয়
গানটি আমার জানা নেই
@@ChandraSekharTablaএটি একটি নজরুল গীতি। ভিডিও দিচ্ছি। আমিও জানতে চাই, কী তালে চলছে গানটা।
দাদা ভাই অনুগ্রহ করে দেখেছি তাকে এই গানের টিউটোরিয়াল অনুগ্রহ করে দিলে ভালো হয়। নদিয়া থেকে রমেন্দ্র নাথবসু।
Sir kicho likbona vabi,ma jemon awti jatno kore santanke khaia den,tamni apner shikhadsn koren❤🙏
সবই আপনাদের ভালোবাসা
এরপর তিনতাল তার পর লগ্নি বাজিয়ে তেহাই দিয়ে শেষ করতে হয় আপনার যদি সময় হয় একবার দেখিয়ে দেবেন
কি বলতে চাইলেন বুঝতে পারলাম না
গুরুজী অপরাধ নেবেন না,অনান্য চ্যনেলে যৎ তাল বিভিন্ন মাত্রায় দেখাচ্ছে, বুঝে উঠতে পারিনা, কোনটা ঠিক।দয়া করে একটু বলবেন?
যৎ
উত্তর ভারতীয় একটি তাল। এই তালটি মাত্রাভেদে তিনটি প্রকার। রবীন্দ্রনাথ তাঁর গানে এই তিন প্রকার যৎ-এর সবগুলি ব্যবহার করেছেন। এই প্রকার তিনটি হলো।
১. যৎ (৮ মাত্রা)
২. যৎ (১৪ মাত্রা)
৩. যৎ (১৬ মাত্রা)
@@ChandraSekharTabla ধন্যবাদ প্রনাম নেবেন।
সময় পেলে সবগুলো নিয়ে একটা টিউটোরিয়াল দেবো
স্যার, এই কীর্তন তাতে কোন তাল apply হয়েছে যদি একটু দয়া করে বলেন্ তাহলে খুব উপকৃত যতম
ua-cam.com/video/X4WfOmKRdEU/v-deo.htmlsi=3p-XGx7uEKOlPqs5