গীতা দত্তের কিছু মন কারা গান | Best of Geeta dutta hit songs | Bangla old is gold songs

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • গীতা দত্তের কিছু মন কারা গান | Best of Geeta dutta hit songs | Bangla old is gold songs
    নিশী রাত বাকা চাঁদ,
    এই সুন্দর স্বর্নালী সন্ধ্যায়,
    বাঁশি বুজি সেই সুর,
    তুমি যে আমার ওগো,
    আকাশ জুরে সপ্ন,
    কত গান হারালাম,
    Nishi rat baka chad,
    Ei sundor sornali sondhay,
    Bashi buji sei sur,
    tumi je amar ogo,
    akash jure sopno,
    koto gan haralam,

КОМЕНТАРІ • 884

  • @dhananjoybhattacherya2555
    @dhananjoybhattacherya2555 Рік тому +179

    আমার শৈশব, বাল্যকাল, যৌবন ও এখন এই বৃদ্ধাবস্হায় একমাত্র সঙ্গী এইসব পুরনো দিনের গান। স্মৃতিতে জ্বলজ্বল করে ফেলে আসা সেই দিনগুলি। শনিবার হাফডে স্কুল ছুটির পর ও রবিবার দুপুরে "অনুরোধের আসর"........ কত শিল্পী আর কত অসংখ্য গানের স্বর্ণসম্ভার দিয়ে সাজনো সেই গানের ডালি!!! হায়, কতকিছু দেখলাম ও কত কিছু শুনলাম এ জীবনে, আর আজ???......লতাজীর শ্রেষ্ঠত্ব(কোন দ্বিমত নেই) মেনে নিয়েও বলতে পারি গীতা দত্ত তাঁর স্বল্প আয়ুষ্কালে যা দিয়ে গেছেন, বেশিদিন বাঁচলে বা লতাজীর মতো আয়ু পেলে, শ্রেষ্ঠত্বের আসনে উনি-ই আসীন হতেন(অবশ্য্ই এটা আমার ব্যক্তিগত অভিমত, কাউকে অসম্মান করা বা ছোট করা আমার উদ্দেশ্য নয় বা অভিধানে নেই)।

  • @manoranjankundu8006
    @manoranjankundu8006 Рік тому +14

    অসাধারণ এই শিল্পীকে আমার অন্তরের শুভেচ্ছা ভালোবাসা জানাই। সুমধুর কন্ঠস্বর ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়ে থাকবেন।

  • @abdulalimakhan661
    @abdulalimakhan661 2 роки тому +44

    অসাধারণ, মায়াবী সুরেলা কন্ঠ। ততবার শুনি না কেন, মনে হয় আবার শুনি।তাই ওই মহান শিল্পী যেখানেই থাকুন,চির শান্তিতে থাকুক।

  • @joytoshghosh9974
    @joytoshghosh9974 2 роки тому +25

    গীতা দত্ত.....simply mazmarizing voice.... এতো মিষ্টি গলা আর হবে না....

  • @kanaujbhowmik7419
    @kanaujbhowmik7419 2 роки тому +14

    ভাষা নেই। শুধু শুনতে জীবন ধন্য হয়ে যাবে। মনে হয় আবার এই শিল্পী জন্ম নিয়ে আসবে।

  • @samareshgoswamy9684
    @samareshgoswamy9684 2 роки тому +51

    আমি অটাত্তর বছরের মানুষ তবুও যখনই গীতাদত্তের গান শুনি মনটা হাল্কা হয়

    • @swapanguha2559
      @swapanguha2559 Рік тому

      এখনো শুনছি,যত দিন পারবো শুনেই যাব !

    • @biplabghosh351
      @biplabghosh351 Рік тому

      An immortal singer a God gifted voice but had a very unhappy life. May God grant her soul eternal peace in the other world.

    • @adwitiyamahato5417
      @adwitiyamahato5417 Рік тому

    • @amalkumarmaiti4775
      @amalkumarmaiti4775 Рік тому

      ​@@biplabghosh351 gsqhî c dwa4❤😅cxz3a

  • @muhammadaminurrahman8618
    @muhammadaminurrahman8618 3 роки тому +54

    গীতা দওের জীবন কাহিনি শুনে চোখ দিয়া পানি বেরিয়ে এসেছিল-
    বাঁশি বুজি সেই সুরে আর ডাকবে না।

    • @parthasarathiroychoudhury1013
      @parthasarathiroychoudhury1013 3 роки тому

      Dada tomi thik bolacho,a e kantho saar ar ha ba ki ?

    • @swapanguha2559
      @swapanguha2559 3 роки тому

      😥

    • @snehaghosh3066
      @snehaghosh3066 2 роки тому

      @@swapanguha2559 ,😫

    • @romankhan8108
      @romankhan8108 2 роки тому

      @@swapanguha2559 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
      ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,___________,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,____________________________________________________________________________________,,,,,,,,,,,,,,,,,,,,,

    • @biswanathdas2191
      @biswanathdas2191 Рік тому

      বুজি নয় বুঝি।

  • @SyedHasanSarwar
    @SyedHasanSarwar 10 місяців тому +27

    এই অভিমানী শিল্পী বড় অভিমান নিয়ে চলে গেলেন,যেখানেই থাকুন ভালো থাকুন।

  • @kaminskidas6650
    @kaminskidas6650 3 роки тому +60

    অপূর্ব অপূর্ব অসম্ভব দরদী কন্ঠস্বর কোনদিন পূরাতন হবে না উনি না থেকেও আমাদের মাঝে জীবিত থাকবেন। 👌👏👏🌹🌹🙏❤️❤️❤️

    • @sovasadhu7897
      @sovasadhu7897 3 роки тому +1

      Àto sundor. Gun bar bar. Sunte. Etcche kore .

    • @Oviispro
      @Oviispro 2 роки тому

      অপুর্ব বলার অপেক্ষা রাখেনা।

    • @Anirban-qs2ll
      @Anirban-qs2ll Рік тому

      🙏

    • @drnandadulaltikader2475
      @drnandadulaltikader2475 8 місяців тому

      ua-cam.com/video/qaNMiL3Gqjs/v-deo.htmlsi=NCQvoRuoFrwDsE0w

  • @sangitapal9183
    @sangitapal9183 2 роки тому +27

    ছোটবেলা থেকে শুনছি , ভালো লাগত
    এমন মিষ্টি কন্ঠ আর অসাধারণ গানের কথা ও সুর সত্যিই চিরকালের ...
    🙏🙏🙏🙏

  • @TUHI-x9k
    @TUHI-x9k 3 роки тому +42

    তখন খুবই ছোট, বাবা ও কাকা দের সাথে ওনার গান শুনতাম! তখন থেকেই ওনার গান মনে গাঁথা হয়ে গিয়েছিল ! আর এখনও শুনি, সঙ্গে আমার ছয় বছরের কন্যাও শুনে। আমার বিশ্বাস এই ভাবেই ওনার গান ও উনি আমাদের মধ্যে চিরকাল অমর হয়ে থাকবেন।

  • @mr.sarajitmistry113
    @mr.sarajitmistry113 3 роки тому +19

    এ সব গান চিরদিনের ।

  • @jagabandhumondal608
    @jagabandhumondal608 3 роки тому +45

    কত যুগ ধরে কত মানুষকে যে গান গুলি সুর মুর্ছনায় ডুবিয়ে রাখবে তা ভেবে শেষ করা যায় না।

    • @simasarkar6756
      @simasarkar6756 2 роки тому

      Qqqqqq1q000qqqq0qqQP+aaaaàqqqqqqqqqqqqq11qqqqqqqq1qq11111111qq11

  • @jayantabhaduri2296
    @jayantabhaduri2296 Рік тому +15

    আমাদের দূভাগ্য এই প্রতিভাময়ী শিল্পী কে তাড়াতাড়ি হারানোর জন্য। ❤❤❤❤

  • @swapankumarguha1299
    @swapankumarguha1299 4 роки тому +195

    আগামী কাল আমি তিহাত্তর বছরে পা দেবো! গীতা দেবীর হিন্দি বা বাংলা গান যখনি শুনি , তখন আমার বয়স কুড়ি হয়ে যায় ,আবেগ ধোরে রাখতে পারিনা, আমার এক মাত্র কন্যা যে সাভাবিক নয়, ডাউন সিনড্রম বেবি এই গান সম্পূর্ণ গাইতে পারেনা, কিন্তু যতটুকু গায় তার সুর একদম ঠিক ঠাক থাকে, অসাধারণ সৃষ্টি অসাধারণ কন্ঠের অধিকারি ছিলেন।

  • @dulalpanji9608
    @dulalpanji9608 2 роки тому +28

    অজস্র অনিশ্চয়তা অস্থিরতার মধ্য দিয়ে চলতে থাকা সময়ে যখনই এই সব গান শুনি অন্তত সায়য়িকভাবে সব কিছুকে ভুলিয়ে দেয়।

  • @samarpathak8999
    @samarpathak8999 8 місяців тому +17

    গীতা দও স্বমহিমায় থাকলে অনেকের কিংবদন্তি হওয়া যেতনা

  • @debasishmukherjee4979
    @debasishmukherjee4979 Рік тому +3

    আমার শৈশবের সাথী ছিল এই গানগুলো। এই বৃদ্ধ বয়সে এখনও এই গানগুলো শুনি। এসব গানের তুলনা হয় না। গীতা দত্ত এক কিংবদন্তি সঙ্গীতশিল্পী !!!

  • @parthobiswas9128
    @parthobiswas9128 3 роки тому +6

    কি অদ্ভুত মিষ্টি গলা গাইবার ভঙ্গীমা হৃদয়ে গেঁথে থাকবে চিরটাকাল দুঃখ কষ্ট পেয়ে অকালে চলে না গেলে এখনকার বড় শিল্পী দের চিন্তার ব্যপার হোত মোনোপলি টা থাকতো না

    • @somnathmitra2448
      @somnathmitra2448 Рік тому

      ঠিক বলেছেন বম্বে-বাঙলা দুটোই ওনার দখলে ছিল। কিংবদন্তী শিল্পী অকালে চলে যাওয়াএ অনেকের সুবিধে হয়ে ছিল। কোন্নগর।

  • @debjanibanerjee5412
    @debjanibanerjee5412 2 роки тому +2

    E gaan mone dola deye. E gaan mon pran voriye deye. E gaan pran juriye deye, mon shanto kore. Khub shundor Gaan. 😊

  • @shyamalkumarrong6764
    @shyamalkumarrong6764 2 роки тому +13

    গীতা দত্ত না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কিন্তু তাঁর কণ্ঠের গান চিরদিনই অমর অনন্য অনবদ্য। প্রতি টি গান হ্নদয় স্পর্শ করে। আগামী প্রজন্মের কাছে চিরস্বরণী হয়ে থাকবে।

  • @Gaane_kobitay_adday_uma
    @Gaane_kobitay_adday_uma 3 роки тому +30

    গীতা দত্তের মরমিয়া গান,অসাধারণ অনবদ্য অতুলনীয়.....

    • @sammomoypathak5791
      @sammomoypathak5791 2 роки тому

      শুধু মন চায় শুনতেই থাকি।

  • @ankithalder6075
    @ankithalder6075 4 роки тому +24

    গীতা দত্ত মতো আর একটা অমনি গায়িকা পাওয়া মুশকিল এই সব গান আমাদের মনে মাঝে হৃদয় চিরকাল অমর হয়ে বেঁচে থাকবে।

  • @antareepbasak9037
    @antareepbasak9037 3 роки тому +5

    Excellent অসাধারণ অসাধারণ এবং অসামান্য উপস্থাপন করা হল দাদা

  • @jyotikrishnaroy6817
    @jyotikrishnaroy6817 Місяць тому +1

    অপূর্ব এই সব স্বর্ণযুগের গান❤

  • @samirthakur3465
    @samirthakur3465 3 роки тому +49

    এই সব গান কোনো দিন পুরানো হবে না চিরন্তন হয়ে মানুষ এর হৃদয়ে থাকবে

    • @subhankardasgupta4693
      @subhankardasgupta4693 2 роки тому +2

      অবিস্মরণীয় গান । ওনার পরে অনেক শিল্পী এরপর অনেক ভালো ভালো গান গেয়েছেন, কিন্তু গীতা দত্ত আর হয়নি, আর হবেও না ।

    • @sampatadhya1404
      @sampatadhya1404 2 роки тому +1

      Ok

    • @sampatadhya1404
      @sampatadhya1404 2 роки тому

      Ok

  • @SohelRana-mt9mq
    @SohelRana-mt9mq 2 роки тому +3

    মনের গহীন থেকে গাওয়া এ গান,অপুরনীয় এক গান গেয়েছেন, ভাবনার আকাশকে আরও ভাবিয়ে দিয়েছে

  • @hbasumata
    @hbasumata 3 місяці тому

    ছেলেবেলা থেকে শুনছি গীতা দত্তের গান​। আজ ৭৫ বছর চলছে। যতবার শুনি, প্রতিবারই নতুন প্রাণের সঞ্চার অনুভব করি।

  • @atanumukhopadhyay5544
    @atanumukhopadhyay5544 2 роки тому +1

    এক অমর সৃষ্টি। এর কোনো ক্ষয় নেই। গীতা দত্ত তাঁর চির সৃষ্টির জন্য অমর থাকবেন

  • @subratasubrata6510
    @subratasubrata6510 5 місяців тому +1

    এমন সুরেলা কন্ঠের শিল্পী কে আর কোনো দিন ফিরে পাওয়া যাবে না। তার প্রতি বিণম্র শ্যদ্দ্বাঞ্জলি রইলো

  • @khalilnabi9229
    @khalilnabi9229 3 роки тому +13

    Evergreen rare golden voice .

  • @azizuldulal7612
    @azizuldulal7612 3 роки тому +3

    bangla songs studio কে ধন্যবাদ। গীতার গান মন ছুয়ে গেল।

    • @manjughosh4443
      @manjughosh4443 3 роки тому +2

      Ai gan kono.din.purono habe na.amr mone hay.Jakhan suni natun.mane hay.bar bar jane suni

    • @alokdhar4280
      @alokdhar4280 3 роки тому +1

      @ MANJU MADAM : AS IF PLAYING THE VIOLINS IN THÈ HEART BOX .......

  • @purabibhattacharji3289
    @purabibhattacharji3289 3 роки тому +2

    Ei voice r....2 to elona. Matal kara, Abegi kantho swar...❤️

  • @gautamsaha1612
    @gautamsaha1612 4 місяці тому

    Legend singer Geeta Dutta and her epic songs mesmerize us whenever we listen it.These songs purify the mind and enthuse to be a good person pushing the evils behind.

  • @mohd.aliahsanbabu6153
    @mohd.aliahsanbabu6153 4 роки тому +13

    The songs are awesome, has made me nostalgic. Great singer Geeta Dutta.

  • @snpaul8526
    @snpaul8526 Рік тому +2

    খুব সুন্দর গান ও সুমধুর কণ্ঠের সুর। গভীর শ্রদ্ধা রইল ।

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 3 роки тому +18

    কি লিখব আমার মনে কোন ভাষা নেই।,,❤️❤️❤️💕💕💕

  • @jababhattacharjee8808
    @jababhattacharjee8808 9 місяців тому +1

    Geeta Dutta r Voice Is Different from Other Singers, Very Romantic, Mon Touch kore jae 🙏

  • @STKUMAR-lg6sj
    @STKUMAR-lg6sj 8 місяців тому +2

    Our Current Secular Mother India Must Be Blessed With More Daughters With The Likes Of Ever Green Late :- Madam Geeta Dutt's Overall Formal Contribution/s To The Indian Cinema World (Growth And Development )
    👪💑🙏🇮🇳🇮🇳🇮🇳🙏💑👪

  • @apurbabhattacharya8439
    @apurbabhattacharya8439 3 роки тому +6

    চিরো সুন্দর শ্রুতি মধুর।

  • @manobendrasarker2112
    @manobendrasarker2112 2 роки тому +6

    Matchless. Sweetly sung. One of the greatest singers in the realm of music. 🙏

  • @MuhammadFeroze-j3p
    @MuhammadFeroze-j3p Рік тому +2

    Actually the songs of Geeta Dutta are not only beatiful but also surprisingly wonderful & when it is sung by our beloved Sucitra Sen in film. Both are from Bangladesh.We are proud of them.

  • @indranilchakraborty33
    @indranilchakraborty33 Рік тому +4

    Evergreen. Such a talent. She passed away too young. Your songs will always be in our heart

  • @kpbiswas3238
    @kpbiswas3238 Рік тому +1

    হারানো সুর উত্তম সুচিত্রা আমার কৈশোর কি বলবো বলার কিছু নেই আমি চলে গেলাম সেই স্বপ্নের দেশে। অরোরা টকিজ ফরিদপুর ।

  • @parnasarkar2951
    @parnasarkar2951 3 роки тому +3

    Mukdho hoye gaan gulo shuni
    Excellent song
    Kono din purono hobe na ??

  • @UttamKumarSaha-sy2xz
    @UttamKumarSaha-sy2xz 3 місяці тому

    Excellent 👍👍 thanks so much for the programme ❤❤❤❤

  • @krishnatalukdar5871
    @krishnatalukdar5871 Рік тому +1

    কালজয়ী কণ্ঠস্বর এবং গায়কী. চিরকাল সকল কে আনন্দ দেবে.

  • @biplabghosh351
    @biplabghosh351 Рік тому +2

    An extraordinary beautiful lady with such a melodious voice.But alas! what a painful life she had to bear.May the Almighty grant her departed soul eternal peace in the other world ❤😢🎉😢

    • @Arupkant
      @Arupkant Рік тому

      Guru Dutt destroyed Her life.....

  • @mon-srijan-allaboutcreativ685
    @mon-srijan-allaboutcreativ685 3 роки тому +3

    Amar kaisosar prio song .mon vore gelo.many thanks.

  • @kamalguha949
    @kamalguha949 Рік тому +2

    বহুজনের মতামত পড়ে একটাই মনে হয় আর কোনো প্রশংসা বাকি নেই আমার জন্য।তবে আমি নিজেকে ভাগ্যবান ভাবি এই সব গুণী লোকের রেখে যাওয়া শিল্পকর্মের নমুনার স্বাদ পাচ্ছি।

  • @kamalikamondal.8803
    @kamalikamondal.8803 3 роки тому +5

    এই সব গান শুনে মন ভরে যায়

  • @livenaturallywithtrisa8761
    @livenaturallywithtrisa8761 3 роки тому +14

    এই প্রতিভা কেনো অভিমানে শেষ করলেন?

  • @shinobipoweredix
    @shinobipoweredix 2 роки тому +1

    খুব ভালো লাগলো এত দিন পর এই গানটি শুনে। মন প্রাণ জুড়িয়ে গেল, আরো অনেক সুন্দর সুন্দর গান আপনার চ্যানেলে ছাড়ুন।আমি আমার মেয়ের সাথে শুনছি। ওরো খুব ভাল লাগল

  • @kanchanmiah8812
    @kanchanmiah8812 Рік тому +6

    Deep respect for the melody queen. We feel proud as this legend singer Gita dautta were born in Bangladesh.

  • @melodioussongs1805
    @melodioussongs1805 2 роки тому +8

    Respected Geeta ji had a fantastic singing style with a very sweet melodious voice and her each and every song touches the heart . Thanks to the uploader for gifting us beautiful songs of Geeta ji

  • @alokchowdhury3671
    @alokchowdhury3671 2 роки тому +2

    Tthese are beautifully composed Bangla songs & sung even better by an extraordinary singer who died an untimely & painful death. She had deserved better in life but fate denied her that comfort. Feel so sorry for her.

    • @lgopalakrishnan3181
      @lgopalakrishnan3181 2 роки тому

      A sad and unfortunate fact of this world - the good and deserving suffer and the manipulative and wicked flourish.

  • @sankarghosh2528
    @sankarghosh2528 7 місяців тому

    গীতা দত্তের কন্ঠ মাধুর্য মন ছুঁয়েছে বারংবার । খুব অল্প সময়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে গীতা দত্তের গান । আমাদের পাড়ায় হেমন্ত মুখোপাধ্যায় বাড়ির চত্ত্বরে বধূবরণ ছবির শুটিং -- এর সময় খুব কাছ থেকে সুন্দরী গীতা দত্তকে দেখার সুযোগ হয়েছিল ।
    (South Calcutta)

  • @swarupsamaddar3897
    @swarupsamaddar3897 3 роки тому +12

    Geeta Dutt will live forever in our hearts ihrough her melodious voice

  • @harihar1232000
    @harihar1232000 3 роки тому +3

    Really wonderful thanks heartily.

  • @DarpankumarBiswas-br4ty
    @DarpankumarBiswas-br4ty 6 місяців тому

    Salute to Smt. Gita Dutta. What a singer! What a Voice!
    I had cassettes of Smt. Gita Dutta, with other female Singer Lata-Di, Ashha-di, Aroti-di, Sandhya-di.

  • @lgopalakrishnan3181
    @lgopalakrishnan3181 2 роки тому +19

    It is not just her voice although that is incomparable. It is the range of emotions her voice can express. She can lift you right into the emotional heights of the song and the sentiments that song conveys. And all this mind you, from a person who was too poor to afford any classical training in music. Her voice and her singing can only be described as Divine gifts.

    • @SukumarDas-un1uz
      @SukumarDas-un1uz Рік тому

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😢😮cv c. C vc ccc ccccv v ccc. C vc c v. Ccc c.

    • @pradipsengupta5744
      @pradipsengupta5744 Рік тому

      😮

  • @JAGADISHCHANDRARAY-x1m
    @JAGADISHCHANDRARAY-x1m 3 місяці тому

    Retirement niyechhi , 62 years age , akhon mahan silpi Gita Dutta er aei ganguli sunei time pass kari , khub valo lage .

  • @gorachandbiswas9818
    @gorachandbiswas9818 3 роки тому +5

    I thank the persons who preserve these songs and serve us to satisfy our hunger for melodius sweet songs.

  • @chandanaroytalukdar4437
    @chandanaroytalukdar4437 2 роки тому +2

    So nice. Time immemorial. Remembered by generation after generation.

  • @dhirabose7592
    @dhirabose7592 28 днів тому

    গীতা দত্তের গান চিরকালের গান, চিরন্তন গান। হে শিল্পী, তুমি বারে এসো আমাদের গান শোনাতে, তোমার গানে গানে আমাদের মন প্রাণ ভরিয়ে দাও। চোখের জল যে শুকোতে চায় না তোমার গানের পর। তোমায় নমস্কার।

  • @dipanroy472
    @dipanroy472 6 місяців тому

    অনবদ্য গান, কি অপূর্ব কন্ঠস্বর। ছোটবেলা থেকেই শুনছি, কিন্ত কখনও পুরানো হয় না!! এঁরা চিরকালিন!

  • @FatikMondal-d7w
    @FatikMondal-d7w 10 місяців тому +2

    স্মৃতি, তুমি কেন জ্বালাময়?

  • @DiptiPaul-h1v
    @DiptiPaul-h1v 8 місяців тому +2

    Prabhuji tumi dau daroson gantir lirik with music

  • @sudeshnakundu8510
    @sudeshnakundu8510 2 роки тому +1

    বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না... is my most favorite.

  • @sagarsarkar2350
    @sagarsarkar2350 3 місяці тому

    পুরানো দিনগুলি সামনে চলে আসে ।এই গান গুলি শুনলে।

  • @kazihoque3289
    @kazihoque3289 3 роки тому +6

    The most soft & melodious voice. There will be Lata, Rafi & others. But a second Geeta Dutta will never born. An all time favourite, immortal voice. Who is responsible for her tragic end?? Guru Dutta, Wahida Rahman? None. That was her destiny.

  • @nimaighosh6639
    @nimaighosh6639 2 роки тому +1

    Gita Dutta mahan Silpi er kono tulona nay ai silpike soto coty pronam janay from murshidabad

  • @abdurrashid5425
    @abdurrashid5425 2 роки тому +14

    These immortal songs will never be effaced from our minds even after thousand years they will remain appealing equally as before whenever 😅I listen to any of those I am lost in those golden days swimming in the emotional sea rythm and lyrics and in mirth and merriment

    • @sampatadhya1404
      @sampatadhya1404 2 роки тому

      Ok

    • @MONIRAJAHAN-xt2ed
      @MONIRAJAHAN-xt2ed Рік тому

    • @swapnapaul7784
      @swapnapaul7784 Рік тому

      ​@@sampatadhya1404ঈছোঢণঙোওওওঐওঙোওওওওওোওওওওডোঔঘোওওছোওওফোওঐওণণণণপচণডততণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণঙঙঙঙঙঙচঙঙঘচঙঙঙচঘঙঙঙঙঙঙঘঙঙ এই উঃ ছোট্ট এই ঊঊ এই উঃ এই এই উচ্চ উচ্চ উচ্চ এ কে উঁচু এই এই উঃ এই উউউএউউএউউঈএউঊউউউউউউউউউউউউ😊উউউ উচ্চ উউ কি উউউ উউউউউউ উউউ উউউউউউ বছর ঘ এক টা কী খ এক এক কি উউউ ইইউ উউউ উ কি ঈঈঊঊউ এই উই ইইউ ইইউ ইইউ ইইইইইইই আজ আমি চাই ইইআ

    • @swapnapaul7784
      @swapnapaul7784 Рік тому

      ​😢

    • @swapnapaul7784
      @swapnapaul7784 Рік тому

      ​😢

  • @monojitdas7664
    @monojitdas7664 2 роки тому +1

    We regale in your talent even today! Stay BLESSED in the house of GOD! He too would never like to miss your lovely voice!

  • @biswanathdas2191
    @biswanathdas2191 2 роки тому +1

    এই সুন্দর সুরের বন্যায়, একি বন্ধনে
    জড়ালে গো বন্ধু।

  • @Rasibanerjee5
    @Rasibanerjee5 3 місяці тому

    অসাধারণ গান। সব বয়সে শোনার মতো 👌👌👌

  • @dhirensarkar222
    @dhirensarkar222 9 місяців тому +18

    আজ জীবন সায়ান্যে এসে গীতা দত্তের গান শুনে চখে জল আসে।এই সব মানুষ আর কখন ও আসবে না।কি সুন্দর দিন আমরা পেরিয়ে এসেছি।ঈশ্বর যেন গীতা দত্ত কে অমৃত লোকে চীর শান্তিতে রাখেন।

  • @anupkumarghosh6680
    @anupkumarghosh6680 3 роки тому +4

    অপূর্ব কণ্ঠ

  • @anjalidutta5553
    @anjalidutta5553 3 роки тому +4

    সব সময় sunta রাজি

  • @s.c.karmakershibu1574
    @s.c.karmakershibu1574 3 місяці тому

    Simply unmatched and unparalleled voice

  • @SimaBanerjee-e4c
    @SimaBanerjee-e4c 4 місяці тому

    Ami Bhishma Deb Banerjee 73 boyoseo Gita Gutta .r Gan suntey Sunday kon AK nostalgic home pari

  • @kaiserahmed4301
    @kaiserahmed4301 Рік тому +3

    উনার বার বার শুনতে ইচ্ছা করে।

  • @tinadas1309
    @tinadas1309 4 роки тому +4

    দারুন হয়েছে।

  • @MdNazirhossian-bl1fe
    @MdNazirhossian-bl1fe 4 місяці тому

    আজকালকার পপ্ আর ব‍্যান্ডওয়ালাদের দৌরাত্বে গানের সেই মাধুর্য‍্য আর নেই।তাই পুরানো গানেই আবিষ্ট শ্রোতামন্ডলী।গীতা দত্তের প্রানস্পর্শ করা গানগুলো আজ ও জীবন্ত।তার কন্ঠটি এতই অভিনব যে কোন শিল্পীই ইচ্ছা করলেও নকল করতে পারে না।শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করি।

  • @MdAnowar-i4q
    @MdAnowar-i4q 4 місяці тому

    অমর সৃষ্টি, তা কখনও ম্লান হয়না। দিন যতই যাক না কেন,স্বরণীয় হয়ে থাকবে। চির শান্তি লাভ করুক তার বিদায়ী আত্মা। ❤❤

  • @sayanibhattacharyya5854
    @sayanibhattacharyya5854 3 роки тому +5

    বিজ্ঞাপনগুলো দয়া করে সরিয়ে দিন। নয়তো ক্লিপিংস এর মত দেখান। অনুগ্রহ করে একটু নজর দিন।

  • @rilichanda6421
    @rilichanda6421 2 роки тому +2

    অপূর্ব কণ্ঠস্বর 👌🙏

  • @sushildhar291
    @sushildhar291 3 роки тому +8

    এই গান শুনলে মনে ভালবাসা জন্মায়।

    • @shyamalkumarrong6764
      @shyamalkumarrong6764 2 роки тому

      গীতা দত্তের গান শুনলে মনে আবেগ অনুভূতি আড়োলন তোলে, বাঁচার প্রেরণা যোগায়। হে মহান শিল্পী তোমারই প্রনাম।

  • @narayanchandraguria3452
    @narayanchandraguria3452 2 роки тому +1

    আজও মন হারিয়ে যায় কোন সুদূরে এ গানে

  • @tapanbanerjee1103
    @tapanbanerjee1103 Рік тому +1

    Ami tapan banerjeejee ganggulo purano dinar katha mona pora gai very very nice song

  • @gitabasu8251
    @gitabasu8251 2 роки тому

    গীতা দত্ত ও উনাদের সমসাময়িক শিল্পী যারা আছেন তাঁদের গানগুলো অমর হয়ে থাকবে চিরকাল।

  • @bishnupadabiswas6261
    @bishnupadabiswas6261 Рік тому

    কি অসাধারণ গান,না আছে কোনো ঝনঝনানি, শুধুমাত্র কন্ঠে বিশুদ্ধ গান শুরের মূর্ছনা।

  • @subratakumarbiswas7454
    @subratakumarbiswas7454 3 роки тому +24

    এ গান কোনো দিন পুরোনো হবে না 👌

  • @paritoshbaul2165
    @paritoshbaul2165 2 роки тому +2

    আরও তো অনেক দিন গান শোনাতে পারতেন।কিন্তু দুর্ভাগ্য আমাদের ও শিল্পীর, আর সৌভাগ্য আশার।

    • @movie_rateor
      @movie_rateor 2 роки тому

      শরীয়তপুরের গুশাইরহাট উপজেলায় টি এন ও অফিসের কাছেই তার পিতৃ পুরুষের ভিটা।সেখানে গিয়েছি।

  • @chandrakumardey2264
    @chandrakumardey2264 2 роки тому +3

    এঁর দরদী কন্ঠের সুরেলা আওয়াজ এক অন্য আকাশে ভাসিয়ে নিয়ে যায় !

  • @prabirkumargoon2580
    @prabirkumargoon2580 4 роки тому +5

    All are superb

  • @UttamJana-d5f
    @UttamJana-d5f 4 місяці тому +1

    আমি গান শুনে মোহিত হলাম

  • @rabiulanamkhan8711
    @rabiulanamkhan8711 Рік тому +1

    এসব গান অনেক শুনেছি। কিন্তু শিল্পী যে গীতা দত্ত তা আজ বুড়া বয়সে জানলাম

  • @manojbiswas9481
    @manojbiswas9481 10 місяців тому

    আমার বর্তমান বয়স 59 বছর । আমি গান ভালোবাসতে শিখলাম, তখন আশেপাশে চারিদিকে এই গানগুলোই শুনতে পেতাম ।
    সেই থেকে এই গানগুলো মনের ভেতরে এমন ভাবে জায়গা জায়গা করে বসে আছে । গানের সুর শুনতে পেলেই নিজেকে সেই 16 বছর বয়সে ফিরিয়ে নিয়ে যাই। কি যাদু এই গানে!

  • @rakibulsazzad3872
    @rakibulsazzad3872 7 місяців тому

    গানের কথা বাণী সুর তাল লয় উনার গলার আওয়াজে তা যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। তিনি ছিলেন একজন অসাধারণ শিল্পী। পরপারে আল্লাহ ওনার মঙ্গল করুন।