সত্যি মানুষ কাউকে ভালোবেসে যে এত সুন্দর গান বানাতে পারে... সেটা হয়তো এই গান না বানালে জানতাম না। ভালোবাসা তো এই রকম হয়, সারা জীবন একটা অনুভূতি নিয়ে থাকবো আর তাকে সম্মান জানানো।
তিন বছর আগে কমেন্ট করেছিলাম। আজকে আবার করছি। অর্নব থাকুক না থাকুক, ভালোবাসুক না বাসুক, আমরা আপনাকে এখনো ভালোবাসি। যতোবার ইচ্ছা আসুন আমাদের দেশে। এই দেশ একবার যখন আপনার হয়েছিলো, সবসময় এদেশ আপনার। আর আপনি এদেশের। আমাদের উপর অভিমান রাখবেন না, আমরা আপনাকে অনেক মিস করি।
আহ কি চমৎকার কথা! " বন পাহাড়ী ঝর্ণা বৃষ্টি ফেলে আমায় বাসল ভালো সেই ছেলে " পুরো গানটিকে শ্রোতারা বারংবার শুনবেন শুধু এই দুটি লাইনের অপেক্ষায়। ভালেবাসা নাও দিদি💙
সত্যি বলতে এগুলো একেকটা স্মৃতি আসলে।যেগুলো আপনার শেষ বয়সেও একটু মন ভালোর খুরাক জোগাবে।। এই যে আমরা ছেলেরা কিছু মেয়েদের সবসময়ই বিরক্ত করে থাকি,,যদি খারাপ কিছু না মনে করেন তাহলে ভেবে দেখুন একবার.... এখন আমাদের বয়েস এটা।আমাদের এটা সঠিক পথে ইনজয় করা দরকার, তবেই না আমাদের কৈশোরের স্মৃতি গুলো বয়েসের ক্যানভাসে টাঙিয়ে রাখতে পারবো।।তারপর আমরা যখন আমাদের জীবনের বিকেল বেলায় উপস্থিত হবো,,তখন আমরাও ঠিক এরকমই ভাবে গাইবো যে...."একটা ছেলে/মেয়ে এক্কাদোক্কা করে..... ভাই/আপু,,,একটু ডিপলি চিন্তা কইরা দেখেন❣️
It is so amazing seeing you sing - such a happiness, such passion, such alacrity! Also seeing the guy in pink lipsync to this perfectly is just giving me life. ❤
The guy in the pink is a towering figure in current Bangla music scene. It's Rasheed Sharif Shoaib, lead guitarist of Meghdol. Also a brilliant singer and composer
@@Moonstruck89 so true.. I did so for several times.. Though I became successful in gaining good marks, but I feel now that I could have attend those events that I missed due to exams😔
A boy sluggishly plays hop scotch at his courtyard advertently he looking for mountain springs and nature beauty having soaked in the rain all alone that boy touched my soul long before I was quietly pretty well pretending to be a little girl in one corner of the house lighting up the blue light in the green forest putting his leg on wet ground dream suddenly that boy came to my mind suddenly that boy came to my mind I pretend being little and naughty someway I become shrink to see the sky full of twinkling stars putting the leg on rain soaked ground covering up the chest full of emotions suddenly I grew up That boy loved me Leaving behind mountain springs and nature beauty…
Fantastic ! This is a totally different genre from your usual platform but you were equally comfortable and your rendition was excellent.. keep it up.. best wishes
এই গান টা প্রথম শুনি তখন ক্লাস সিক্সে পড়তাম! মার মোটোরোলা ফোল্ডিং ফোনে স্টোরেজ এতো কম সেখানে শুধু একটা দু/তিনটে গান আটতো। "একটা ছেলে" ফিক্সড থাকতো আর অন্য গুলা ডিলিট করে করে বদলাতাম। একসময় জায়গা আরও কমে গেল।তখন আমার প্রতিদিনকার গান হয়ে রইলো "একটা ছেলে"। একটা ছেলে শুনতে শুনতেই হঠাৎ করে হয়ে গেলাম বড়!!! কিংবা এখনো হই নি। জানি না! দিদি, আমার আজন্ম সাধ থেকে যাবে কোন একদিন সামনে থেকে এই গান তোমার কণ্ঠে শুনবার। I might cry that day! ভালোবাসা নিরন্তর!
All time favourite ❤️ when I didn't know you so well and wasn't so much fanatic to you; my friend anuska first told me to listen to this song and the rest is history... ❤️
🌧️ বাহিরে বৃষ্টি, এক কাপ গরম চা☕ আর এই গান।।🎶 আর কী লাগে🥀? গান টা শুনলে পুরনো দিনের কথা মনে পড়ে!🥀🖤 আগে এই গান গুলো বুঝতাম না।। আর এখন,,, গানটা যত বারই শুনি না কেন,,, খালি শুনতেই ইচ্ছে করে। 🤍 You Know,,, Old is Gold?👑
যাকে প্রথম বার খুব করে ভালোবাসি তারাই কি ছেড়ে যায় 😢 কেন যায়, ভাবে না , মনেও কি পরে না পুরোনো স্মিতি গুলো। তার মনে পড়ে না কিন্তু আমি কেনো ভুলতে পারি না এখনও 😢
can u sing the song at your concert or a program that some people can enjoy. big fan apu💜 love from puran dhaka💘 also love for ''akta chele'' addicted with the song😇
সত্যি মানুষ কাউকে ভালোবেসে যে এত সুন্দর গান বানাতে পারে... সেটা হয়তো এই গান না বানালে জানতাম না। ভালোবাসা তো এই রকম হয়, সারা জীবন একটা অনুভূতি নিয়ে থাকবো আর তাকে সম্মান জানানো।
আসলেই ভাই, কতটা ভালোবাসলে মানুষ এমন গান লিখতে পারে, সেটা আমার কল্পনার বাহিরে ❤
তিন বছর আগে কমেন্ট করেছিলাম। আজকে আবার করছি। অর্নব থাকুক না থাকুক, ভালোবাসুক না বাসুক, আমরা আপনাকে এখনো ভালোবাসি। যতোবার ইচ্ছা আসুন আমাদের দেশে। এই দেশ একবার যখন আপনার হয়েছিলো, সবসময় এদেশ আপনার। আর আপনি এদেশের। আমাদের উপর অভিমান রাখবেন না, আমরা আপনাকে অনেক মিস করি।
এক পলকে বয়সটাকে ১৪-১৫ তে নিয়ে যায়।।।। This is the victory of a true artist... I've almost never heard her songs.....
গানটি শাহানা বাজপেয়ী 16 বছর বয়সে অর্ণব এর জন্য লিখেছিল ♥️
আহ কি চমৎকার কথা!
" বন পাহাড়ী ঝর্ণা বৃষ্টি ফেলে
আমায় বাসল ভালো সেই ছেলে "
পুরো গানটিকে শ্রোতারা বারংবার শুনবেন শুধু এই দুটি লাইনের অপেক্ষায়।
ভালেবাসা নাও দিদি💙
এ-ই কথা টা এখন আমার জন্য হয়ে গেলো 🤩
সাহানা অর্ণবকে কতটুকু ভালোবাসতো এই গান তার একটা বহিপ্রকাশ
💯💯
Ektu bolben story ta please??
অর্নব এর বৌ ছিলো
আপু আমি এখন বড় হয়ে গিয়েছি,আগে যখন এরকম গান শুনতাম তখন কিছু বঝতাম না আর, এখন এরকম গান শুনলে মনটা শান্ত হয়ে যায় আর অতীতের কথাগুলো মনে পড়ে 🙂
আবার ফিরে আসুন দিদি। সেদিন ('বেঙ্গল বই') এর ওই সন্ধ্যাটার মতো করে আরো বহুবার আপনার সুরে মাতাল হতে চাই। শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন ❤
সত্যি বলতে এগুলো একেকটা স্মৃতি আসলে।যেগুলো আপনার শেষ বয়সেও একটু মন ভালোর খুরাক জোগাবে।।
এই যে আমরা ছেলেরা কিছু মেয়েদের সবসময়ই বিরক্ত করে থাকি,,যদি খারাপ কিছু না মনে করেন তাহলে ভেবে দেখুন একবার.... এখন আমাদের বয়েস এটা।আমাদের এটা সঠিক পথে ইনজয় করা দরকার, তবেই না আমাদের কৈশোরের স্মৃতি গুলো বয়েসের ক্যানভাসে টাঙিয়ে রাখতে পারবো।।তারপর আমরা যখন আমাদের জীবনের বিকেল বেলায় উপস্থিত হবো,,তখন আমরাও ঠিক এরকমই ভাবে গাইবো যে...."একটা ছেলে/মেয়ে এক্কাদোক্কা করে.....
ভাই/আপু,,,একটু ডিপলি চিন্তা কইরা দেখেন❣️
তোমার এই গান শুনে প্রেমে পড়েছিলাম, আজ সে চলে গেছে বহুদূর শুধু রয়ে গেছে তোমার গানটা।।😊❤️
মন খারাপের ঔষধ রয়েছে এ গানে...!
মন ছুঁয়ে যায় প্রতিটা লাইন...❤️
It is so amazing seeing you sing - such a happiness, such passion, such alacrity!
Also seeing the guy in pink lipsync to this perfectly is just giving me life. ❤
Ohhh! You here love tour channel 🥺❤️
Ah bro. Felt so good seeing you here. Unexpected happiness, i don't even know why.
Ooooo who's here🤗
The guy in pink shirt is Shoiab bhai the guitarist of a band name "Meghdol". You will like their taste of music i bet🤠
The guy in the pink is a towering figure in current Bangla music scene. It's Rasheed Sharif Shoaib, lead guitarist of Meghdol. Also a brilliant singer and composer
Still can't believe couldn't attend this due to my finals. It was just next to my house. You are amazing ❤️❤️❤️
That’s the right of passage that leads to Bengali young adulthood: missing life changing experiences for a few extra marks in exams :(
Final will come once again, sahana di wont 😉🤣🤣🤣
@@Moonstruck89 so true.. I did so for several times.. Though I became successful in gaining good marks, but I feel now that I could have attend those events that I missed due to exams😔
কথা, সুর আর কন্ঠে এক অন্যরকম ভালোলাগা রয়েছে এ গানটাতে।
যে বোঝার ঠিকই বোঝে- filing to hart.
GOOD SONG.
A boy sluggishly plays hop scotch
at his courtyard advertently
he looking for mountain springs and nature beauty
having soaked in the rain all alone
that boy touched my soul long before
I was quietly pretty well
pretending to be a little girl
in one corner of the house
lighting up the blue light
in the green forest
putting his leg on wet ground dream
suddenly that boy came to my mind
suddenly that boy came to my mind
I pretend being little and naughty
someway I become shrink
to see the sky full of twinkling stars
putting the leg on rain soaked ground
covering up the chest full of emotions
suddenly I grew up
That boy loved me
Leaving behind mountain springs and nature beauty…
Lovely ❤️
lovellly
এই গানটা শুনলে অর্ণব আর ওনার পুরোনো দিনের কথা মনে পড়ে,, একই সাথে গানটা ভালো খারাপ দুটোই লাগায় 😥
Why these songs never gets old. Such a soulful voice. Such blissful lyrics. Pure magic.
-একটা ছেলে মনের আঙিনাতে,
ধীর পায়েতে এক্কা-দোক্কা খেলে 🍁🖤
এই গানে নিশ্চিত কোনো যাদু আছে😍😍
এই গান শোনা মাত্র আমি আবেগ প্রবণ হয়ে যাই 🥺🥺 খুব ভালো লাগে এই গানটা, বিশেষ করে মধ্য রাতে একা থাকা কালিন🥰😍
Fantastic ! This is a totally different genre from your usual platform but you were equally comfortable and your rendition was excellent.. keep it up.. best wishes
অসম্ভব ভালোবাসি এই সুন্দর মনের মানুষ টা কে।🙏🙏🙏😍😍😍😍😘😘😘😘😘😘😘
One of my favourites Sahana Di...Kotobar je dekhechi ei video ta aage :)
এই গান টা প্রথম শুনি তখন ক্লাস সিক্সে পড়তাম! মার মোটোরোলা ফোল্ডিং ফোনে স্টোরেজ এতো কম সেখানে শুধু একটা দু/তিনটে গান আটতো। "একটা ছেলে" ফিক্সড থাকতো আর অন্য গুলা ডিলিট করে করে বদলাতাম। একসময় জায়গা আরও কমে গেল।তখন আমার প্রতিদিনকার গান হয়ে রইলো "একটা ছেলে"। একটা ছেলে শুনতে শুনতেই হঠাৎ করে হয়ে গেলাম বড়!!! কিংবা এখনো হই নি। জানি না! দিদি, আমার আজন্ম সাধ থেকে যাবে কোন একদিন সামনে থেকে এই গান তোমার কণ্ঠে শুনবার। I might cry that day! ভালোবাসা নিরন্তর!
আমাদের next generation দের জন্য তোলা থাক গানটা
আহা..😌💛🌻
Didi apnar gaan er kotha gulo amr eto valo lage ar apnar kontho toh oshadharon.Please never... ever... ever... stop making music.
Iss,,,ganta jotobar e shuni na kno,,,, mon bhore na,,,,asolei, Joss
All time favourite ❤️ when I didn't know you so well and wasn't so much fanatic to you; my friend anuska first told me to listen to this song and the rest is history... ❤️
শোয়েব ভাই ও কি সুন্দর উপভোগ করছেন। কি অসাধারণ মুহুর্ত।
আহা, সময়! এই গান কখনই পুরানো হতে পারে না।
এই গানগুলোর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা সাহানা দিদি। 🖤🌻
Shedin office e boshe online e live ei onushtan ta dekhechilam. Valobasha roilo.❤❤❤
emon ekta gaan aamader upohar deyar jonno onek onek dhonnobad, khub valo laage sunte.
আপ্নার voice এত সুন্দর এত মধুর কেম্নে হয় কারো voice. কারও গলা এত sweet soft লাগে. আহা কি গান... আমি সেই অনেক বছর dhore আপ্নার গলার ফ্যান
Mam i just love ur voice didi..🥰.. you look real banglai beauty.. isss jodi ami apner ganer oi akta sele hoite partam .. ♥️♥️
Gaan ta joto bari suni prottek bar jeno sonar eccha aro bere jai😌❣️
Just Awesome song Forever fav.....
I really wanna listen to this masterpiece live with you....♡
Jibone ai gan ta jato bar e sunbo akta meye a mone asbe seta tui toma ❤️
এই গানটা ইতিহাসের এক মহাকাব্য হয়ে থাকবে সারাজীবন
As a Cricket fan when we saw in Soumya Sarkar's wedding video this song I became a song of this song.Wish Soumya makes a speedy recovery
One of my favourite songs!!
তারা ছেড়ে যায়নি, আল্লাহ সরিয়ে দিয়েছেন! কারণ আমাদের জন্য এর চেয়ে উওম কেউ প্রাপ্য!" 🖤
Audience ra thik tale gaite deinai Apu k, she's awesome, awesome tal chondo❤️❤️
Cannot believe this feels as fresh as a brand new song
mood🔥
It's a dream to sing with you like this. ❤
Ato shundor voice 😍 my favorite song
Khub khub sundor gan ta...
R tomar gola ta Sahana di moner vitor obdi chhuye jay❤️ prano bonto
অসাধারণ।। একদম মন ছুঁয়ে যায় 💕🖤
খুব ইচ্ছে একদিন সামনে থেকে ছুঁয়ে দেখার।প্রণাম জানানোর।🙏🙏🙏🙏😍😍😍😍😍
Same
Mone vore gelo,
My sweetest singer♥️
Just wow.... 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🍑🍒🍅🍅🍅🍉🍎🍌🍏🍈🌰🌮🍗🌭🍕🌮🍖💛💜💚💙💛💜🌹💜💜💜💜💜🌹🌹💚💚💙
প্রিয় মানুষটার প্রিয় সুর!
প্রিয় গান!
সারাদিন ই শুনতে পারবো।
এই গান পুরান হওয়ার নয়🖤🖤🖤🖤🖤🖤
গানটা শুনলে নিজের অজান্তে ভাবনার জগতে ২ বছর আগে ফিরে যায়🥀
আবার কবে আসবে ঢাকা??? ঐদিন তার সাথে ঝগড়া হয়ে আর যাই নি.... পরে ভাবলাম এই রকম অভিমান করা উচিত হয় নাই...... আবার ঢাকাতে দেখতে চাই আপনাকে❤❤❤❤
এই গানটা আমি ৫ বছর ধরে শুনছি, আজকে প্রথম দেখলাম আপনাকে🥹🥹
শুধু অসাধারণ আর কিছু না
💞
wow so much love and life. you belong to that place.
2024 a eshe gaan ta shunte ashlam..sei koishurer abeg❤️🫶
🌧️ বাহিরে বৃষ্টি, এক কাপ গরম চা☕ আর এই গান।।🎶
আর কী লাগে🥀? গান টা শুনলে পুরনো দিনের কথা মনে পড়ে!🥀🖤 আগে এই গান গুলো বুঝতাম না।। আর এখন,,, গানটা যত বারই শুনি না কেন,,, খালি শুনতেই ইচ্ছে করে। 🤍
You Know,,, Old is Gold?👑
গানটা শোনা মাত্রই তাকে কল্পনা করার শক্তিটা সর্বোচ্চ হয়ে যায় 🌼
Best live song by sahana
Apu abar esho please Gotobar miss korechilam. Ebar asho jebhabe hok jabo ami 🥺❤️
You are my favorite singer. Amazing voice
তুমি সত্যিই অনবদ্য দিদি।প্রণাম নিও 🙏আর গানটির জন্য ভালোবাসা তো কোনোদিনই শেষ হবে না ❤
Well said.. Depth art of true artist
যখন তার প্রেমিক এর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায় তখন লিখেছিলো...কত কষ্টের মধ্যে দিয়ে ..এখন দেখে বলতে পারবে তার মনে কত টা কষ্ট লিকিয়ে আছে!?
Ei gaan ta shunar por theke apnar diehard fan hoye gesi
মেঘদলের গিটারিস্ট শোয়েব ভাই ও আছেন দর্শক হিসাবে।
আমি এই অনুষ্ঠানে আপনার সম্মুখে ডান পাশে বসে দেখবার সুযোগ পেয়েছিলাম। ফেলা আসা অতীত ।
some songs never gets old❤❤❤
সেইদিন কবে আসবে যখন সামনা সামনি এই গানটা শুনবো !!! ❤️❤️❤️
মনে হয় বার বার তোমার(ভালোবেসে)গানের প্রেমে পড়ে যায় 😍😍😍
হঠাৎ গানটার কথা মনে পড়ে গেল।এখানে চলে আসলাম।
Pls come to Bangladesh again! Would love to hear your songs once more in live!
Wait, where does she live?
@@Naw_shine she lives in West Bengal ,India
@@RafidRahim Oh she's indian
awesome. best live performance
আমার কৈশরের গান। মাসে অন্তত একবার শুনার চেস্টা করি।
*Beautiful Song,Always Want To Hear* 👍
How charming she is!😌
Yes,she is🧡💛💚💙💜
Tomar shantoniketoner lal surkir garibaranda khub nostalgic
অসাধারণ 🎶🎶💖💖
Shei gaan ta. ❤🙏🥰
Lots of love didi.
টুকুস করে চুমু দিলাম।তুমি আমার হৃদয়ের সকল ভালোবাসা নাও দিদি...
আমার চোখে ভাসছে সেই সন্ধ্যা...
হৃদয়টা শান্ত হয়ে যায় গান টা শুনলে
যাকে প্রথম বার খুব করে ভালোবাসি তারাই কি ছেড়ে যায় 😢
কেন যায়, ভাবে না , মনেও কি পরে না পুরোনো স্মিতি গুলো। তার মনে পড়ে না কিন্তু আমি কেনো ভুলতে পারি না এখনও 😢
Love you didi❤
From Bangladesh
শত শত বছর শুনলেও মন ভরে না
Am i the only one who is thinking the pink guy on the background trying to sing is cute?
Woahhh thank you so muchhhh
🤚🤚🤚🤚🤚
Rasheed Sharif Shoaib from Meghdol.
thank you so much for this song.
Anyone here? Its 2024. Still m i young. ❤ akta chele ❤.
Pls come Bangladesh Again!!
not me crying on every line
আমরা সবাই ভাবি আমাদের কল্পনায়, বাস্তবটা যদি এমন সুন্দর সফল হতো!❤️🌼
একদম❤️
গানটা কতবার শুনেছি হিসেব নাই।🥰
আমি একজন ছেলে ঠিক ৬ বছর আগে আমাকে কেউ ছেড়ে চলে গেছে 💔আমি তার হয়ে নিজেকে গানটি উৎসর্গ করলাম 🤍
recently my favorite song❤️❤️🥺🥺💖💖
can u sing the song at your concert or a program that some people can enjoy. big fan apu💜 love from puran dhaka💘 also love for ''akta chele'' addicted with the song😇
One of my fav
Evergreen
With love.
Mon sueay gelo..
Just imagine someone has given her relationship status with you using this line "বন পাহাড়ী ঝর্না বৃষ্টি ফেলে, আমায় বাসলো ভালো সেই ছেলে" 🙈
আমি নতুন যুগের সাহানা দিদির ফ্যান।আফসোস হচ্ছে বয়স ২৫ হয়ে গেলো এতদিন কেনো শুনিনি।