Hajar Bochor Dhore || হাজার বছর ধরে | Bangla Full Movie | Riaz | Shoshi | Shahnur | ATM Shamsuzzaman

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 14 тис.

  • @MdSalauddin-fp6tk
    @MdSalauddin-fp6tk 5 місяців тому +1275

    যারা ২০২৪ সালে এসে এই মুভিটি দেখিতেছেন আসলে তাদের রুচির সম্পর্কে আমার কোন কিছু বলার ভাষা নেই সত্যিই আপনাদের রুচির প্রশংসা করতে হয় যারা ২০২৪ সালে এই মুভিটি দেখতেছেন তারা একটি লাইক দিয়ে যান❤❤❤

  • @jiaurrahman2715
    @jiaurrahman2715 4 роки тому +6071

    কাদের সিলেবাসে এই কালজয়ী উপন্যাস ছিলো হাত তুলেন তো??

  • @FahimKhondokar270
    @FahimKhondokar270 4 місяці тому +232

    এটা সিনেমা না। এটা একটা ইমোশন।ভদ্র রুচিসম্মত মানুষজন এই মুভিটা দেখে।২৪সালে যারা দেখছেন লাইক করে যাবেন। যাতে করে আমি আবার দেখতে আসতে পারি।

  • @vectplus
    @vectplus 6 місяців тому +41

    আমার খুব প্রিয় একজন মানুষ এর আর আমার দুজনেরই খুব প্রিয় একটা সিনেমা ছিল এটা, প্রথম যখন ভালবেসেছিলাম তখন দুজন একসাথে দেখেছিলাম মুভিটা, সে আজ আমার নেই, পরের ঘর করছে,
    আর আমি?
    আমি পথ পানে চেয়ে আছি, থাকব, হাজার বছর ধরে থাকব 😢
    কেও লাইক দিয়ে একটি বার হলেও তার স্রিতি টুকু মনে করে দিয়েন

  • @NETFormula
    @NETFormula 4 роки тому +450

    কিভাবে সম্ভব একটা মানুষের পক্ষে এতো সুন্দর একটা উপন্যাস লেখতে। ।সত্যিই জহির রায়হান একজন সেরা লেখক, ,❤❤💜

  • @sabbirmahmud1339
    @sabbirmahmud1339 7 місяців тому +103

    সবাই শুধু সিনেমার প্রশংসা করছে কিন্তু জহির রায়হানের কথা কেউ বলছে না। জহির রায়হানের এই অমর সৃষ্টিটা না হলে হয়তো আমরা এত সুন্দর সিনেমা হয়তো দেখতে পেতাম না। মকবুল,মন্তু,টুনি,আম্বিয়া প্রত্যেকটি চরিত্র জহির রায়হানের কালজয়ী সৃষ্টি। শ্রদ্ধাভরে স্মরণ করি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ এ লেখককে❤️

  • @sayemlaskor276
    @sayemlaskor276 5 місяців тому +110

    রিয়াজ ভাই এর আর কোন মুভি না করলেও হবে,এত অসাধারণ অভিনেতা। 2024 এসে যারা দেখেছেন তারা লাইক দেন।

    • @user-ashik007
      @user-ashik007 2 місяці тому

      রিয়াজ ভালো একজন অভিনেতা সুপারস্টার ছিলো কিন্তু রিয়াজ হাসিনার ভোদায় তেল মারতে গিয়ে নিজের সম্মান নষ্ট করছে ধন্যবাদ

  • @MdSaddam-mf6zk
    @MdSaddam-mf6zk 4 місяці тому +155

    এই মুবি ২০২৪ সালে যারা যারা দেখেছেন তারা লাইক দিন

  • @mohinbappi7270
    @mohinbappi7270 4 роки тому +123

    মুভি দেখতে দেখতে কয়েকশো কমেন্ট পড়লাম। সবাই কত সুন্দর সুন্দর প্রশংসা করে কমেন্ট করছে। 😍
    সবাই দারুণ অভিনয় করেছে। বিশেষ করে রিয়াজ ভাই। একদম লা জওয়াব।

    • @sportslover8298
      @sportslover8298 4 роки тому

      বালের প্রশংসা করতেসে

    • @sportslover8298
      @sportslover8298 4 роки тому

      রিয়াজ একটা বালের নায়ক

  • @mithilamishti1880
    @mithilamishti1880 3 роки тому +892

    কেনো যে এত সুন্দর একটা উপন্যাস নবম-দশম এর সিলেবাস থেকে বাদ দিয়ে দিলো!!!উপন্যাসের সবগুলো লাইন যেনো এক একটা আবেগ।।।কি মায়া!

    • @daylight1288
      @daylight1288 3 роки тому +29

      Ek jaygay dekhlam ei legendary upponash ta k criticised kortese j ekhany naki extra martial affair dekhano hoise sei jonno naki baad dichey... Criticism ta wrong...upponash accordingly ekta 50 bochorer buira duita boyshko boyshko bou thaktey nizer meyer boyeshi ekta meye k biye korey oita kew criticise kortese na but montu r tunir innocent affair ta k extra martial hisibey wrongly criticised kortese.

    • @greenhoodedvigilante458
      @greenhoodedvigilante458 3 роки тому +1

      @@daylight1288 ঠিক বলেছেন।

    • @user-xt4yh5yg7y
      @user-xt4yh5yg7y 3 роки тому +16

      পরক্রিয়া প্রেম না থাকায় ভালো

    • @daylight1288
      @daylight1288 3 роки тому +24

      @@user-xt4yh5yg7y ei upponash ta bojhar moto mentality or khomota jader nei teder kachy emni mony hoby...eita johir raihan sir er kaljoi upponash emni emni kaljoi hoy nai... 50 bochorer buira 3/4 biye korey last e abr meyer boyeshi meye k biye seitao tw dekhano uchit na...

    • @ummehabiba5696
      @ummehabiba5696 3 роки тому

      Uff

  • @rakib7584
    @rakib7584 5 місяців тому +62

    ২০২৪ সালে এসেও পরবর্তী প্রজন্মের জন্য আমার কমেন্ট টা রেখে গেলাম। একসময় তারা অনুধাবন করতে পারবে কতটা
    সমৃদ্ধ ছিলো আমাদের গ্রাম-বাংলার ইতিহাস ঐতিহ্য।
    এ যে আমার দেখা সেরা কোনো কোনো চলচ্চিত্র। প্রতি বছর একবার হলেও মুভিটা দেখি। কালজয়ী এই দৃশ্য যতই দেখি ততই মুগ্ধ হই ❤
    ভাবতেই অবাক লাগে, একসময়ের লোকে লোকারণ্য শিকদার বাড়ি আজ যেন বিরাণভূমি। কোথায় গেল শিকদারবাড়ির সেই মকবুল ,
    আমেনা ,ফাতেমা ,টুনি ,মন্তু ,আম্বিয়া ,ফকিরের মা ,আবুল ,হালিমা ,গনু মোল্লারা..? এ যেন ঠিক আমাদের গ্রাম বাংলার সেই চিরায়িত চরিত। ঠিক আমাদের প্রত্যকের পরিবারের মতো। সময়ের পরিক্রমায় সবাই কালের গর্ভে হারিয়ে যায়।
    শেষে চোখের পানি ধরে রাখতে পারলাম না।

    • @riadahsankhan4007
      @riadahsankhan4007 4 місяці тому

      আমি এজন্যই আমাদের গ্রামীন জ্বীবনের নাটক সিনেমাগুলো খুজে খুজে দেখি, অনেক ভালো লাগে 😍

    • @MdshafikulAlamFiroj-mn5jl
      @MdshafikulAlamFiroj-mn5jl 3 місяці тому

      জীবন অনেক সুন্দর এইসব মুভি দেখে উপলব্ধি করা যায়।

  • @Mrmosadeek
    @Mrmosadeek 3 місяці тому +10

    রিয়াজের গোসল করে ভাত খাওয়ার দৃশ্য টা এত ভালো লাগে।শিক্ষা ব্যবস্থা টা কেনো যে চেঞ্জ করলো। সেই একটা উপন্যাস ২০১০ সালে পড়েছিলাম।

  • @SaifulIslam-sc4rf
    @SaifulIslam-sc4rf 3 роки тому +6170

    ২০২৪ সালে এসেও যারা দেখেছেন তারা লাইক দিন।👍👍

  • @Apitaf999
    @Apitaf999 3 роки тому +219

    ভাবলে অবাক হই, কি অসাধারন একটা উপন্যাস আমাদের পাঠ্য ছিল SSC তে! আমি মুগ্ধ হয়ে পড়তাম বইটা- রাত বাড়ছে...হাজার বছরের পুরোনো সেই রাত! ভাগ্যিস, একজন জহির রায়হান ছিল আমাদের।

    • @md.emranhasan7425
      @md.emranhasan7425 3 роки тому +2

      আমি ২০১০ এসএসসি দিয়েছি তখন পড়েছিলাম আজও প্রতিটা কথা কলিজায় গাথা রয়েছে

    • @mssiyam281
      @mssiyam281 2 роки тому

      আমি ও ২০১১ তে s.s.c দিলাম তখন আমি এই উপন্যাস পড়লাম অসাধারণ যতপড়তাম ততই ভালো লাগতো জহির রায়হানের লেখা এই উপন্যাস টি সত্যি মুগ্ধ করা

    • @skjannat3201
      @skjannat3201 4 дні тому

      Same ami o​@@md.emranhasan7425

  • @tajul53366
    @tajul53366 3 місяці тому +20

    এমন মুভি বুঝি আর হবার নয়। কতো না মুভি দেখেছি বাট এই মুভির মতো মুভি কখনো দেখি নাই ❤ আবার দেখলাম ২০২৪ এ ❤

  • @travelwithhasib706
    @travelwithhasib706 Місяць тому +6

    দিন যাবে মাস যাবে বছরও যাবে কিন্তু তারপরেও এই ছবির জনপ্রিয়তা বিন্দুমাত্র কমবে না। ধন্যবাদ জহির রায়হান স্যারকে এতো সুন্দর উপন্যাস আমাদের মাঝে রেখে যাওয়ার জন্য।। এই ছবিতে সকলের অভিনয় অতুলনীয়। রিয়াজ ও এটিএম শামসুজ্জামান এর অভিনয়ের কথা আর নতুন করে কি বলবো।।
    12/07/2024
    Hasib

  • @nayonkumarsarkar6686
    @nayonkumarsarkar6686 3 роки тому +842

    এই উপন্যাসের সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। অনেক মিস করি হাইস্কুল জীবনকে।।❤️❤️❤️

  • @TorukMakto733
    @TorukMakto733 3 роки тому +447

    "রাত বাড়ছে। হাজার বছরের পুরোনো সেই রাত।"
    উপন্যাসটার শেষ লাইন। সেই ক্লাস নাইন টেনে পড়েছিলাম।
    তখনো গায়ে কাঁটা দিতো, এখনো গায়ে কাঁটা দেয়।

    • @mohammedtayub2989
      @mohammedtayub2989 3 роки тому +4

      amader chilona tai ami amar boro vaiyer boii theke porechi.

    • @ml3246
      @ml3246 2 роки тому +3

      রাত বাড়ছে,,, এখানে আসলেই খুব কষ্ট লাগে।

    • @Ouractivityandvlogs
      @Ouractivityandvlogs 2 роки тому +3

      আসলেই, দুই দিনে কাজের ফাকে ফাকে পুরোটা দেখে শেষ করলাম।মনে হচ্ছে যেন ক্লাসেই বসে আছি।কি সুন্দর দিন ছিলো আমাদের🥺

    • @mithunahmed4988
      @mithunahmed4988 2 роки тому

      ua-cam.com/video/bcvV8NMdBEI/v-deo.html

    • @jannatulferdoustamanna6991
      @jannatulferdoustamanna6991 2 роки тому +1

      Last ei DUI line porar somoy chokhe Pani ese Porto janina kno

  • @ashiqahmed-xh5he
    @ashiqahmed-xh5he 4 місяці тому +28

    যে যাই বলুক, টুনির জন্য খুব খারাপ লাগতাছে, টুনির জন্য আগেও খারাপ লাগছে যখন ক্লাস অষ্টম শ্রেণিতে লেখা পড়া করতাম, আজ সেই ২০০৮ সালের কথা মনে পড়ে গেলো,
    সবাই খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন, সবাইকে রোজার ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক !
    ০৭-০৪-২০২৪ " কুয়েত 🇰🇼🦋

    • @raishaaktershikha7672
      @raishaaktershikha7672 10 днів тому

      আসলেই খুব সুন্দর ছিল আগের দিন গুলো সব যেনএক সাথে বন্দি রয়েছে স্মৃতিতে ২০২৪

    • @user-malaaktar233
      @user-malaaktar233 7 днів тому

      Onek din por ajk dekhte Ashlam Amar onek onek favorite akta movie 😊😊

  • @arifhossen7968
    @arifhossen7968 3 місяці тому +20

    হাজার বছর ধরে উপন্যাস সকল উপন্যাসের চেয়ে এগিয়ে রাখলাম।
    কতোই না সুন্দর ছিল আমারদের দেশের গ্রামগন্জ।
    মানুষের সাথে মানুষের ভালোবাসা বন্ধন।
    আমার জীবনে যতো উপন্যাস পরেছি তার মাঝে সেরা হলো হাজার বছর ধরে।
    বার বার দেখি তবুও দেখার ইচ্চা শেষ হয়না।
    সকল অভিনয় শিল্পি রা খুব সুন্দর করে উপস্থাপন করেছে।
    যারা এখকার যুগে এমন সিনেমা /উপন্যাস তাদের রুচি অনেক উচ্চমানের।

  • @sanjidabegam606
    @sanjidabegam606 4 роки тому +746

    আমাদের স্কুলের সিলেবাসে এমন সুন্দর একটা উপন্যাস ছিল ভাবলেই গর্ব হয় ।

  • @Ahshaniqbal88800
    @Ahshaniqbal88800 9 місяців тому +206

    90 দশকের ছেলেমেয়েরা ই বুঝবে এই উপন্যাসের মূল্য , কি সুন্দর বাস্তব জীবনের সাথে মিল রেখেই উপন্যাসের প্রতিটি কথা গুলো লেখছেন আমাদের প্রিয় উপন্যাসিক ' জহির রায়হান ' স্যার

    • @SharminAkter-fy5ye
      @SharminAkter-fy5ye 8 місяців тому

      কবি না উনি লেখক উপন্যাসিক

    • @Ahshaniqbal88800
      @Ahshaniqbal88800 8 місяців тому

      @@SharminAkter-fy5ye tnx

    • @SkSakib-vn9ko
      @SkSakib-vn9ko 6 місяців тому +1

      অভিনয়ের কোন জবাব নায়

    • @taherhossain2027
      @taherhossain2027 6 місяців тому

      ক্লাস টেন উপন্যাসের পড়ে সবাই পরোকিয়া কিভাবে করতে হয় সবাই শিখছে

  • @syedranashah
    @syedranashah 4 місяці тому +11

    পরিপূর্ণ মানসিক শান্তি🥰✌️
    একমাত্র আল্লাহর দিকেই রয়েছে😱🕋
    __ [সূরা:রাদ আয়াত :২৮]📖🕌💝

  • @nilmonsadakahoj4471
    @nilmonsadakahoj4471 6 місяців тому +38

    ২০২৪ সালে এসেও ভালো লাগে🙂
    গ্রাম বাংলা দেখলেই মনটা ভরে যায়

  • @bindasbindas3107
    @bindasbindas3107 3 роки тому +102

    ভারত থেকে এই ছবিটি ৫৫ বার দেখেছি তবুও মন ভরে না কী অনবদ্য সৃষ্টি🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏🙏

    • @suchanaislam74
      @suchanaislam74 2 роки тому

      Bangal bhasa bujte paren? 😀

    • @bindasbindas3107
      @bindasbindas3107 2 роки тому +1

      @@suchanaislam74 বুঝতে পারি

    • @suchanaislam74
      @suchanaislam74 2 роки тому

      @@bindasbindas3107 😀😀😀

    • @bindasbindas3107
      @bindasbindas3107 2 роки тому

      @@suchanaislam74 আপনার বাড়ি কোথায়?

    • @Mithila_BL
      @Mithila_BL Рік тому

      @@suchanaislam74 bujte na parle Bangla te comment korche kivabe? 🙂 ar india te o onek Bangali ache

  • @nilymaakthar2785
    @nilymaakthar2785 3 роки тому +658

    জহির রায়হান স্যারকে এই উপন্যাসের জন্য নোবেল পুরষ্কার দেওয়া উচিত ছিল। আমার জীবনের সেরা ছবি।যা আমি কম করে হলেও ১০০ বার দেখেছি। তবুও মন ভরে না।

    • @imamhossain9313
      @imamhossain9313 2 роки тому +13

      এটি আমার জীবনের সেরা সিনেমা। আমার জীবন যখন অনেক জটিল লাগে তখন দেখলে অনেক শান্তি বিরাজ করে। তাই প্রতিটা লাইন আমার মুখস্ত।

    • @mdshohidhossain6645
      @mdshohidhossain6645 2 роки тому +2

      ami o jibone onekbar dakhsi vai

    • @sahariyarriyal2399
      @sahariyarriyal2399 2 роки тому +1

      আমিও

    • @sahariyarriyal2399
      @sahariyarriyal2399 2 роки тому +2

      @@imamhossain9313 আমি এখোনোদেখি

    • @imamhossain9313
      @imamhossain9313 2 роки тому +4

      @@mdshohidhossain6645 তোমারও কি আমার মত কষ্ট আছে বুঝি শহিদ ভাই।

  • @AliHasan-xm2wo
    @AliHasan-xm2wo 4 місяці тому +5

    এই উপন্যাসটি অনেক পড়ছি বাট কখনো মুভিতে দেখি নাই আজকে প্রথম দেখলাম অনেক ভালো লাগলো,গ্রাম বাংলার যে সুন্দর চিত্র ফুটে উঠেছে,অসাধারণ

  • @TorukMakto733
    @TorukMakto733 6 місяців тому +5

    মন্তু আর টুনির মনের মধ্যে সুপ্ত ভালোবাসাটা যে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সত্যিই অসাধারণ। দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসতো, কিন্তু কেউ কখনো একে অপরকে বলতে পারে নি 💔
    দুজনের অভিনয় অসাধারণ ছিলো (সবারই অভিনয় সেরা ছিলো)। উপন্যাসটা পড়ে যেমনটা উপভোগ করেছি, মুভিটা দেখেও সেইম😊 ❤

  • @duronto2990
    @duronto2990 4 роки тому +379

    রাত বাড়ছে, হাজার বছরের পুরোনো সেই রাত!!
    জহির রায়হান একজন জীবন্ত কিংবদন্তী ❤

    • @rupanila9688
      @rupanila9688 3 роки тому

      Sothik,puru golper moddhe nijeke khuje pawa kothin

    • @jewelrana9910
      @jewelrana9910 3 роки тому +3

      কিংবদন্তি।। কিন্তু জীবন্ত না।।

  • @kolimullah4901
    @kolimullah4901 3 роки тому +166

    আহ কত সহজ সরল ছিলো মানুষের জীবন,,শেষের ২০ মিনিট কান্না ধরে রাখা অসম্ভব 😢 হাজার বছর ধরে ইতিহাস হয়ে থাকবে আরো অনেক হাজার বছর

    • @obaidulhaque3215
      @obaidulhaque3215 3 роки тому +3

      ২০১১ সালে টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ে,
      কাপাসিয়া, গাজীপুর।
      ৯ম শ্রেণীতে সবাই মিলে শ্রদ্ধেয়া মিনারা ম্যাডাম এবং লুতফর রহমান স্যারের সহযোগিতায় সবাই মিলে ছবিটা দেখতেছিলাম,,,,,
      কিছুক্ষণ পর দেখি সবার চোখের কোণায় পানি জমে আছে,,,,,,,,,,,,,,,,,,,,

    • @user-jc6zq4fw5y
      @user-jc6zq4fw5y 3 місяці тому

  • @kartikroydk8844
    @kartikroydk8844 2 місяці тому +2

    কমেন্ট করে গেলাম,,২০৫০ সালের পরেও এই উপন্যাস মানুষের মন জয় কররে।।।।

  • @urmichowdhury8393
    @urmichowdhury8393 5 місяців тому +8

    অসাধারণ ❤ কি সুন্দর স্নিগ্ধ একটা অনুভূতি হলো ফিল্ম টা দেখে।
    গ্রাম বাংলার অসাধারণ দৃশ্য যেনো শৈশব মনে করিয়ে দিলো ❤️ কি পবিত্র ছিলো আগের সংস্কৃতি। ২০২৪ এ এসে ফিল্ম টা দেখে একটুও বোরিং লাগেনি।
    এমন কালজয়ী উপন্যাস সৃষ্টির জন্য জহির রায়হান স্যারকে আজীবন সকলের মনে থাকবে।

  • @masud6923
    @masud6923 5 років тому +1020

    কতবার যে দেখছি বলার বাহিরে, আর উপন্যাসটা ও পড়েছি বহুবার।
    যারাযারা ছবিটার প্রতি এখনো ভালোবাসা লুকিয়ে রয়েছে তারাই লাইক দিন দেখি কতজন আছে।
    তারিখ ৩০/০৭/২০১৯

    • @tahminaislam3495
      @tahminaislam3495 4 роки тому +6

      Mk Media ami dekhchi 17. 3.2020

    • @ruthirahman1662
      @ruthirahman1662 4 роки тому +2

      Same

    • @zamalsalanddin9693
      @zamalsalanddin9693 4 роки тому +2

      Ami o

    • @alaminbarguna3728
      @alaminbarguna3728 4 роки тому +2

      আমি ও

    • @tazuddin7567
      @tazuddin7567 4 роки тому +6

      বাসায় গল্পের বই এলাও ছিলনা, তাই অবসরে শুধু এটাই পড়তাম, মনে হয় হাজারবার পড়েছি

  • @imrannazirivan5489
    @imrannazirivan5489 3 роки тому +409

    "উঠোনের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে
    রাত বাড়ছে
    হাজার বছরের পুরোনো সেই রাত"💗💗💗

  • @mdreajulislammdreajulislam5313
    @mdreajulislammdreajulislam5313 6 місяців тому +6

    "" হাজার বছর ধরে "" উপন্যাসের মন্তব্যের কোন ভাষা আমার জানা নাই, তবে শুধু মাত্র এতটুকু বলতে পারি,,কবি যেন গ্রাম বাংলার বাস্তব চিত্র নিখুত ভাবে তুলে ধরেছেন লিখনির মাধ্যমে,, সবকিছু যেন ফুটে উঠেছে সাবলীলভাবে মার্জিত আকারে,,,

  • @syedranashah
    @syedranashah 4 місяці тому +8

    ২০২৪ সালে মনে পড়লো হাজার ধরে🇧🇩
    হৃদয়ে গাঁথা গল্প🌺
    ২৪ সালে কে কে দেখতেছো ✌️🙋‍♂️

  • @tuhinparvez9567
    @tuhinparvez9567 2 роки тому +266

    হাইরে স্কুল জীবন! ১৩ বছর আগে পড়েছিলাম তার স্বাদ আজও পাই। আজ হঠাৎ করে আবার ১৩ বছর আগের জীবনে ফিরে এলাম। স্কুল জীবনের কথা মনে পড়লে বুকের ভেতরে হুহু করে কেঁদে ওঠে 😰❤️লাভ ইউ শৈশব ❤️

    • @ilmahabibi9099
      @ilmahabibi9099 2 роки тому +1

      Same to u...

    • @mahmudaakter3188
      @mahmudaakter3188 Рік тому

      আমি ও

    • @Abid97
      @Abid97 Рік тому

      Amio

    • @arhamhossain7043
      @arhamhossain7043 Рік тому

      Same to u

    • @mdrofiqulislam2309
      @mdrofiqulislam2309 Рік тому +1

      যার কথা ভেবে এই উপন্যাস পড়েছিলাম তারে আমি ৭ বছর দেখি না আজ এই সিনেমা দেখে বেলকনিতে বসে অনেক কাদলাম হায়রে জীবন।

  • @bristyhelal
    @bristyhelal 3 роки тому +280

    এখনও মনে পড়ে সেই ১৫ বছর আগেকার কথা। চৌকিতে বসে বসে পড়তাম হাজার বছর ধরে।😢 পড়তাম আর হারিয়ে যেতাম হাজার বছর আগের এক গ্রামে।

  • @abidreaz5020
    @abidreaz5020 3 місяці тому +3

    হাজার বছর ধরে উপন্যাসের মতো এমন মহা মূলবান সাহিত্য আরও হাজার বছর পরে ও সৃষ্টি হবে না। শত শত গল্প,উপন্যাস পড়ার মাঝে এটাই আমার জীবনে পড়া সেরা উপন্যাস।

  • @nazmulhossain9946
    @nazmulhossain9946 4 місяці тому +5

    আমার সবচেয়ে পছন্দের একটা মুভি, অসাধারণ একটা কালজয়ী উপন্যাস, সবগুলো ক্যারেক্টার পারফেক্ট শশী নবাগত তারপরও ভালো করেছে,আমার সব সময় মনে হয়েছিল শাবনূর থাকলে কিন্তু চরিত্রটা অনেক অনেক ভালো করতো,আমি অনেক ভাগ্যবান যে আমাদের সময় উপন্যাসটা ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ

    • @user-jc6zq4fw5y
      @user-jc6zq4fw5y 3 місяці тому

    • @AjijulislamShuhan
      @AjijulislamShuhan 12 днів тому

      শাবনূর থাকলে তার আর একটি কালজয়ী মুভি সৃষ্টি হতো।

  • @s.mshithi7463
    @s.mshithi7463 4 роки тому +139

    নতুন চাইলের ভাত,,মুলা দিয়ে পুঁটি মাছের ঝুল,,আর মাসকেলায়ের ডাইল।👌👌👌👌

  • @rashedulislamsumon6963
    @rashedulislamsumon6963 Рік тому +217

    ২০৬০ সালের জন্য কমেন্ট টা করে গেলাম এর মধৈ হয়তো মরে যাব। যার যার কাছে মু্ভিটা ভাল লাগবে তারা লাইক দিবেন প্লিজ। যতদিন বাঁচবো মাঝে মাঝে দেখব ছবিটা কেমন হিট আছে এখনও।

  • @raselmiya1995
    @raselmiya1995 22 дні тому +1

    আমরা সৌভাগ্যবান যে",হাজার বছর ধরে" ও " পদ্মা নদীর মাঝি" র মতো কালজয়ী উপন্যাস আমাদের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত ছিল।❤২০১১/২০১৩ ব্যাচ টাংগাইল ❤

  • @jakarulislam2013
    @jakarulislam2013 4 роки тому +173

    তা আর হয় না মিয়া
    তা আর হয় না 😭😭😭
    যতবার উপন্যাসটি পড়েছি বা দেখেছি ততোবার বুকটা ফেটে যায় এই দুই লাইন কথাটা শুনে😞

    • @babulhasan3746
      @babulhasan3746 4 роки тому +5

      আমার ও ভাই খুব কষ্ট লাগে লাইন দুটি পরে

    • @sopnadas8940
      @sopnadas8940 4 роки тому +2

      Amr o onk kosto hoy

    • @rangakhan7760
      @rangakhan7760 4 роки тому +2

      ভাই এই দুই লাইন শুনলে চোখের কোণে কখন পানি চলে আসে বুঝতে পারি না

    • @user-mi5qn6mw3i
      @user-mi5qn6mw3i 4 роки тому

      ভাই এটা কতো মিনিটে বলে

    • @rangakhan7760
      @rangakhan7760 4 роки тому

      একদম শেষে বলে #মায়াজাল

  • @rajibroy6167
    @rajibroy6167 4 роки тому +149

    রাত বাড়ছে, হাজার বছরের পুরনো সেই রাত।একটা উপন্যাস এত জীবন্ত হয় কিভাবে???

  • @s7pffisback
    @s7pffisback 3 місяці тому +6

    পুরনো দিনের কথা মনে পরে সেই দিন গুলা যদি ফিরা পাইতাম 😢

    • @fencykhatun9999
      @fencykhatun9999 Місяць тому

      akdum thik moner kotha koisen kb fira pate essa kra dingola😭😭

  • @mdnahidhasan5664
    @mdnahidhasan5664 5 місяців тому +3

    যদিও উপন্যাস টা আমরা আমাদের পাঠ্যবই তে পাইনি। এক ভাই এর কাছ থেকে এই উপন্যাসের কথা শুনে দেখেছিলাম। তার পর থেকে কতবার যে দেখেছি উপন্যাসটি। জহির রায়হান স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা ২০০০ সালের পর জন্মেছি তাদের জন্য আগেকার দিনগুলো কেমন ছিল তার ও একটা ভাবধারা পাওয়া যায় উপন্যাসটিতে।

  • @millarhossain9876
    @millarhossain9876 4 роки тому +134

    আমি ভারত থেকে।। এই সিনেমাটি অস্কার পাওয়া উচিত
    ছিল।। এত সুন্দর সিনেমা উপন্যাস
    নিয়ে আগে কখনো হয়নি।।। TNX
    রিয়াজ।।

    • @mdrofiqulislam1153
      @mdrofiqulislam1153 3 роки тому +4

      I agree with you

    • @sadiyaakter4348
      @sadiyaakter4348 3 роки тому +3

      আমার কাছে এই সিনেমা পথের পাঁচালির চেয়ে better মনে হয়েছে

    • @rownakferdous105
      @rownakferdous105 2 роки тому

      Th

  • @hasanfokir2165
    @hasanfokir2165 3 роки тому +211

    এইটা কোন উপন্যাস নয় বাস্তব চিত্র।এমন উপন্যাস দেখলে ,পড়লে বুকটা যেন ফেটে যায়।যদিও তিনি আজ নেই তবুও হাজার বছর ধরে হাজারো সালাম রইল জহির রায়হান স্যারকে।

  • @mdmahfuz467
    @mdmahfuz467 6 місяців тому +6

    নাইন-টেনে থাকতে কত বার যে উপন্যাস টা পড়েছি। আহ সেই স্কুল জীবন। সেই ২০০৭-০৮ সাল 😢
    মান্নান স্যার পড়াতেন কি সুন্দর করে ❤️

  • @RurtdIffjfdur
    @RurtdIffjfdur 2 місяці тому +1

    এত সুন্দর একটা উপন্যাস কেন জানি বাদ দেয়া হল নবম দশম শ্রেণী থেকে আমার জীবনের সবচেয়ে সেরা উপন্যাস। ধন্যবাদ জানাই জহির রায়হান কে আমাদের এই প্রিয় উপন্যাস টি উপহার দেয়ার জন্য। Shobnam Hadi Anupam 2024

  • @rezwanshowkat633
    @rezwanshowkat633 4 роки тому +601

    জহির রায়হানের কি ক্রিয়েশন ❤
    ২০২০ সালের মার্চ মাসের পর কে কে দেখছেন,লাইক করেন।

  • @bonysarker8667
    @bonysarker8667 3 місяці тому +4

    ২০২৪শে এসে ছবিটা দেখে খুব ভালো লাগলো, আর খুব কান্না পাইছে,প্রিয় মানুষ গুলো হারিয়ে যায়, ভরা বাড়ি খালি হয় আবার নতুন করে ভরে যায়,যত বড় হচ্ছি প্রিয় মানুষ গুলো হারিয়ে যাচ্ছে। ছোটো বেলা দিন খুব ভালো ছিলো। কে কে আমার মত ছোট বেলা মিছ কর।

  • @MdNishat-rs1gw
    @MdNishat-rs1gw 4 місяці тому +2

    প্রথমে গল্পের বই পরছিলাম তার পর ও কয়েকবার পরছি এবার মুভিটাও দেখতাছি কিন্তুু তবুও অনিচ্ছুক হই নাই অনেক ভালো লাগে এরকম একটা গল্প বার বার আমি কখনো পরি নাই সত্যি জহির রায়হান এর এই গল্পটা খুবই ভালো লাগে☺️☺️

  • @limakaji6885
    @limakaji6885 5 років тому +248

    তুমি আর আমি কাহিনী হবো,বাংলার ঘরে ঘরে,
    মিলনে বিরহে পাশাপাশি রবো,
    হাজার বছর ধরে,,,,,,,সত্যিই অসাধারণ

    • @chandanmojumdar5601
      @chandanmojumdar5601 5 років тому

      Hm

    • @RockJibon
      @RockJibon 5 років тому +1

      Tumi r ami kahink hobo banglar ghore ghore...
      Milone..birohe pasa pasi robo hajar bosor dhore......
      Stti osadharon❤

    • @AbdulLatif-nl7hg
      @AbdulLatif-nl7hg 5 років тому +1

      ভাই কাহিনি টা আর হলো কই???

    • @raselrasel6291
      @raselrasel6291 5 років тому

      hmm

    • @raselrasel6291
      @raselrasel6291 5 років тому

      hmmmm

  • @sajeebearth9925
    @sajeebearth9925 3 роки тому +248

    কী অসাধারণ আবিষ্কার,
    ভাগ্যিস এরকম অসাধারণ একটি সাহিত্য আমার সিলেবাসে ছিল।
    নয়ত অনেক কিছু মিস করতাম।
    অক্টোবর ২০২০ এ কে কে দেখছেন

    • @sukuna...7942
      @sukuna...7942 3 роки тому +1

      Ish amader belay neiii..

    • @SalmaBegum-qr6tj
      @SalmaBegum-qr6tj 3 роки тому +1

      Ami achi

    • @habibrahman-zd6og
      @habibrahman-zd6og 3 роки тому +1

      ami

    • @al-amin5971
      @al-amin5971 3 роки тому +4

      কি সুন্দর লাগলো, আসলেই অসাধারণ, ভাগ্য ভালো আমার সিলেবাসে এই রকম সুন্দর উপন্যাস ছিলো,, শসী এবং রিয়াজ ভাই খুবই ভালো একজন অভিনেতা... …....
      কে কে দেখছেন এই উপন্যাস ২০২১ এসে.…..

    • @JaberUJisan
      @JaberUJisan 3 роки тому

      আর এখন সিলেবাসে কি কতগুলো উপন্যাস দিল!!!

  • @anik283
    @anik283 6 місяців тому +4

    তুমি কেন এত ভয় ভয় করো আসো না আমার কাছে তুমি তো জানোনা কত কথা এই অন্তরে জমা আছে
    তুমি আর আমি কাহিনি হবো বাংলার ঘরে ঘরে মিলনে বিরহে পাশাপাশি রবো হাজার বছর ধরে

  • @kanizrima8785
    @kanizrima8785 8 днів тому

    যখন আমি ৯ম-১০ম শ্রেণীতে উপন্যাস টি পড়তাম তখন ওই জগতে চলে যেতাম। যতবারই পড়তাম, ততবার ই আরো পড়তে ইচ্ছে করতো। আমার মনের গভীরে জায়গা করে নিয়েছে এটি। তাই তো আজ ১৭ বছর পরে আবারো এর টানে ফিরে এসেছি। সার্থক এই উপন্যাসের নাম। হাজার বছর ধরে ই এটি মানুষের মনে ভালোবাসার জায়গা করে নেবে। যারা যারা এই উপন্যাস টি পড়েছেন এবং যারা এটি দেখছেন সবাই কে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। শুভ কামনা সবার জন্য।

  • @bappyfaysal8633
    @bappyfaysal8633 5 років тому +236

    জীবনে এই হাজার বছর ধরে যতবার পড়েছি অন্য কোন বই এতোবার পড়ি নাই। নবম শ্রেণীতে অধ্যয়ন রত (2002) অবস্থায় বৃষ্টির রাতে রাত জেগে হেরিকেন জ্বালায়ে এই উপন্যাস পরেছি আর নিজেকে মন্তুর মিঞার চরিত্রে হারিয়ে ফেলেছি।

  • @HasibJP
    @HasibJP Рік тому +205

    "হাজার বছর ধরে "নাম শুনলেই আবেগ প্রবন হয়ে পড়ি। মনে হয় কতই না অজানা স্মৃতি জড়িয়ে আছে আমার সাথে। উপন্যাসের শেষের অংশ বুক ফেটে কান্না আসে,সময়ের সাথে আমরাও একদিন হারিয়ে যাবো😢

    • @smmahbubalom7406
      @smmahbubalom7406 Рік тому +2

      ঠিক ভাই 😢😢

    • @jolydas6101
      @jolydas6101 Рік тому +3

      Hmm, choke pani dhore rakhte pari na

    • @You-would-be-cry
      @You-would-be-cry 10 місяців тому

      Vai last er dik diye amader ki bijayte chaice eta valo kore bujte parlam na...

    • @sarkarrazon2407
      @sarkarrazon2407 9 місяців тому

      ​@@You-would-be-cryপরিষ্কার ভাবেই বোঝানো হয়েছে তারপরও বুঝতে পারেননি

    • @mdshahin-bi7gh
      @mdshahin-bi7gh 9 місяців тому

      ​@@You-would-be-cry❤❤

  • @milonkhan7714
    @milonkhan7714 5 місяців тому +8

    ২০২৪ সালে এসে যারা দেখছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ❤️🫶

  • @shibbiralam1032
    @shibbiralam1032 5 місяців тому +5

    ২০০৯ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম,এই উপন্যাস ছিল আমাদের সিলেবাসে।

  • @rezwanpranto2856
    @rezwanpranto2856 Рік тому +555

    যারা এসব মুভিগুলো এই যুগে এসেও দেখে তারা নিশ্চয়ই অত্যন্ত রুচিশীল মানুষ। কে কে একমত

    • @HridoyKhan-oo6oc
      @HridoyKhan-oo6oc Рік тому +8

      ভাই এগুলো হইসে ছবি আর এখনকার ছবি দেখলে বুমি আসে

    • @nayanbiswas692
      @nayanbiswas692 Рік тому

      ❤❤❤

    • @YounusIslamicmedia454
      @YounusIslamicmedia454 Рік тому +2

      আমি দেখি কারন আমি ২০০৭ সালে নবম দশম শ্রেনীতে এই উপন্যাসটা পড়ছিলাম তাই আমার ভালো লাগে 🥰🥰🥰

    • @mdfaruque5240
      @mdfaruque5240 Рік тому

      ঠিক বলছেন ভাই, এই মুভিটা যে কতবার দেখছি তার কোন হিসাব নাই।।

    • @zngaming3178
      @zngaming3178 Рік тому +1

  • @adnanjihad1164
    @adnanjihad1164 5 місяців тому +3

    জীবন যেখান যেমন...হাজার বছর ধরে উপন্যাসের মত হাইস্কুল জীবনের হাজারো স্মৃতি জরিয়ে আছে এই উপন্যাসের সাথে❤

  • @jamilahamedfulbari1
    @jamilahamedfulbari1 6 днів тому +1

    বাংলা সিনেমার সব থেকে বেশি বার দেখা দর্শক আমি এবং আমার এক বন্ধু। এইটা একটা মাষ্টার পিস সিনেমা।। আধুনিকতা নেই কিন্তু বাস্তবতায় পরিপূর্ণ।। ❤❤❤❤

  • @smsumonmahmud1364
    @smsumonmahmud1364 5 років тому +144

    আমি তো কয়দিন পরপরই দেখি।
    কিসের ১৯ আর কিসের ১৮,১৭,১৬....
    আমার প্রিয় মুভি।

  • @mraadil2453
    @mraadil2453 5 років тому +54

    'হাজার বছর ধরে' মুভিটা আমার দেখা বাংলা সিনেমা জগতের সেরা মুভি। এই মুভির মতো বিলাসী উপন্যাসও দেখতে চাই।

    • @mdjewel2542
      @mdjewel2542 4 роки тому

      আমার অনেক পছন্দের নাটক গ্রাম্য নাটক গুলা

  • @abdunnurmasud
    @abdunnurmasud 4 дні тому

    কি সুন্দর সাবলীল ফিনিশিং।। আবহমান গ্রামবাংলার প্রকৃতি এবং মানুষের জীবন চরিত্র আমাদের সকলকে মুগ্ধ করে।। মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে এ একাকার হয়ে যায় গ্রামীন চিরায়ত প্রাচীন সৌন্দর্য। । এই উপন্যাসটি তারই প্রমান বহন করে চলেছে।। অনেকবার দেখেছি তারপরও 2024 এসে আবার দেখলাম এবং যারা পরবর্তী প্রজন্ম আছেন তারা আশা করি দেখবেন এবং পরিতৃপ্ত হবেন।।।

  • @sufianislam7776
    @sufianislam7776 Місяць тому +1

    তৃতীয়বার দেখা অসম্ভব ভালো লাগা একটি মুভি, দেখতে দেখতে কখন জানি চোখের কোণে এm বিন্দু কনা পানি জমেছে ❤❤❤❤❤

  • @saanzida100
    @saanzida100 Рік тому +375

    2024 সালে এসেও যদি কেউ দেখেন তাহলে like দিবেন তাহলে বুঝবো আপনার এখনো বাংলাদেশের ছবিতে রুচি আছে।
    কোনো গুম ঢুম শব্দ নেই
    কত সুন্দর ছিল আগের ছবি গুলো

  • @ashrafulhaque5416
    @ashrafulhaque5416 4 роки тому +73

    আমি যখন উপন্যাস টা পড়তাম, তখন আমার দাদী, চাচি,চাচাতবোনরা বসে বসে শুনত। আমি ও খুব সুন্দর করে পড়তাম।। ওই দিন গুলি মনে পড়লে অনেক হাসি পাই।আবার চুখের কোনে এক ফোটা পানি ও চলে আসে।

    • @fatematuzjenia1391
      @fatematuzjenia1391 3 роки тому

      কোন ক্লাস এ ছিল এই উপন্যাসটি?

    • @gmarif9302
      @gmarif9302 3 роки тому +1

      @@fatematuzjenia1391 SSC

    • @saifmashfiq4474
      @saifmashfiq4474 2 роки тому +1

      @@fatematuzjenia1391 inter

  • @Deluxeconsultantbd.
    @Deluxeconsultantbd. 5 місяців тому +4

    এই উপন‍্যাসটা আমার সিলেবাসেও ছিলো। তখন পড়েই এই উপন‍্যাসটা ভীষণ ভালো লেগেছিলো। আজ সময় করে ছবিটা দেখলাম।

  • @mdlimonhassan-lg7br
    @mdlimonhassan-lg7br 2 місяці тому +1

    এই সিনেমা টা যতটাই আনন্দ, হাসি, মজা দেয় তার ১০ গুন কষ্ট লাগে,
    টুনির শেষের সেই কান্না দেখে।
    আমার সারা জিবনের শ্রেষ্ট ছবি এইটা।
    এত কান্না লাগে পুরা সিনেমা দেখলে।
    এই ভয়ে এই সিনেমা দেখতে পারি না।
    এইটা একটা বাস্তব জীবনমুখী সিনেমা,
    অনেক কিছু নেওয়ার আছে এই সিনেমা থেকে।
    দেখতে দেখতে জীবন কি ভাবে শেষ হয়ে যায়। হারিয়ে যায় সোনালি অতিত,
    চলে আসে মরনের ডাক,
    ছোটরা বড় হয়ে চলে আসে বড়দের স্থানে, বড়রা হয় বৃদ্ধ, বৃদ্ধরা করে মৃত্যুবরণ, হায়রে জীবন।
    সত্যি কার অর্থে এই ইমোশন গুলা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অল্প কথায়।
    জহির রায়হান কিভাবে যে এইটা লিখছিলো
    কল্পনা মনে হয় না মনে হয় খুব বাস্তব।

  • @muhammadroni3127
    @muhammadroni3127 2 роки тому +546

    ৬৩ বছরের একটাও মিথ্যা বলেননি তিনি হলের আমার প্রিয় নবি

    • @riponhalder9595
      @riponhalder9595 2 роки тому +5

      কয়টা মাইয়ারে করছে এর হিসাব আছে?

    • @musakhan3433
      @musakhan3433 2 роки тому +1

      @@riponhalder9595 vodro vabe kotha bolun

    • @thedestroyer7326
      @thedestroyer7326 2 роки тому +1

      তোমার নবী একজন ধর্ষক ছিলেন। পৃথিবীর মুখের সবচেয়ে বড় কেলেঙ্কারি। তিনি একজন গান্ডু ছিলেন।

    • @musakhan3433
      @musakhan3433 2 роки тому +1

      @@thedestroyer7326 tomar jonme vejal ase

    • @musakhan3433
      @musakhan3433 2 роки тому +1

      @@thedestroyer7326 Tomar ki jaroj shontan?

  • @royalfire1983
    @royalfire1983 6 років тому +147

    এটা কি মুভি না আর কিছু?রিয়াজের কি এটা অভিনয় নাকি বাস্তব?মুগ্ধ হয়ে গেলাম।

    • @antiquesofbengal3053
      @antiquesofbengal3053 4 роки тому +1

      যে ভাবে বললেন,আমি তো ভেবে ছিলাম বেটকমেন্ট করবেন,আমি তো পুরায় অভাগ

    • @priyadey6343
      @priyadey6343 3 роки тому

      Thik bolchen..sbyr Acting Just woww..

  • @balaibiswas514
    @balaibiswas514 Місяць тому +1

    আমি 2009 সালে এই সিনেমা মূল উপনাস পড়েছি,এবং কবর।পৃথিবী যত দিন থাকবে তাতদিন কালবিজয়ী এ গুলো ও থাকবে।আমি যে কতবার হাজার বছর ধরে এই সিনেমা দেখেছি তা আমি বলতে পারবোনা।আর এখনো দেখি এবং দেখবো যতদিন না মন না ভরে ।হয়তো যখন বয়স হবে তখন আরো বেশি দেখা হবে।🎋🌴💐🫒🔍🖊️✒️🇮🇳🇧🇩

  • @mdwayeskurniwayeskurni8869
    @mdwayeskurniwayeskurni8869 3 місяці тому +3

    আমার প্রিয় একটি উপন্যাস.. এই উপন্যাস আমার আপুর সিলেবাসে ছিল,, আপু যখন পড়তো তখন মনোযোগ দিয়ে শুনতাম,, ২০২৪ সালে এসে আজকে মুভিটা আবার একবার দেখলাম,, সত্যি অসাধারণ ছিল

  • @mdmonsurbeg
    @mdmonsurbeg Рік тому +57

    'রাত বাড়ছে, হাজার বছরের পুরনো সেই রাত'
    হৃদয়ে সমস্ত আবেগ ও অনুভূতিগুলো যেন কান্না হয়ে ঝড়ে এই বাক্যের মাঝে।। ২০০৫ থেকে আজও সর্বকালের সেরা ছবিগুলোর মাঝে অন্যতম, গ্রামীণ মানুষের জীবনযাপনের আসল সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে যা এখনকার অনেকের জন্য স্বপ্নের মতো, তবেঁ একটা শিক্ষণীয় বিষয় প্রমাণিত
    একজন মানুষের ভুলে কিভাবে একটা পরিবার ধ্বংস হয়ে যায়

  • @MdRehan-jn2xt
    @MdRehan-jn2xt 5 років тому +62

    বাংলার মুভির ইতিহাসে এর থেকে সুন্দর মভি আর কখনো দেখি নাই। এত সুন্দর অভিনয় এত সুন্দর লোকেশন মন কাড়া মিউজিক আর কোন মুভিতে নাই।

  • @rakibali9210
    @rakibali9210 Місяць тому +1

    2024 এসে ও যারা দেখছেন জানাবেন। সেই ক্লাস অষ্টম শ্রণীতে প্রথম পরছিলাম কথা মনে পড়ে গেল। কি দারুণ অভিনয় সবার জবাব নেই ❤

  • @md.khairulislam1488
    @md.khairulislam1488 4 місяці тому +2

    আমার জীবনের দাগকাটা সিনেমার একটি এই সিনেমা!!! যত দেখি তত ভালো লাগে!

  • @tanvirmahamud6431
    @tanvirmahamud6431 4 роки тому +2068

    2020 সালে যারা দেখছেন শুধু মাত্র তারাই লাইক দিন
    👍👍

  • @foysalahmed3290
    @foysalahmed3290 3 роки тому +83

    S.S.C 2012------- উপন্যাস-হাজার বছর ধরে।
    H.S.C 2014------- উপন্যাস- পদ্মা নদীর মাঝি।
    দুইটা উপন্যাসি মর্মান্তিক ছিল।

  • @mdhamidur6089
    @mdhamidur6089 5 місяців тому +4

    আমার মতে ছবিটার মূল নায়ক, নায়িকা ছিলো।মন্টু ও টুনি,ওদের মিলনে ইতি টানলে ছবিটা শেষটা ভালো হতো❤❤

  • @ShofiqulIslam-es6mv
    @ShofiqulIslam-es6mv 6 місяців тому +4

    ১০ বার দেখেছি।
    এটাই আমাদের ঐতিহ্য, সমাজ।
    পাঠ্যক্রমের মধ্যে এগুলু আরও যুক্ত করা উচিত। ❤❤❤❤❤❤❤❤❤

  • @Mr.-Googly
    @Mr.-Googly 4 роки тому +115

    এমন সোনার দিন আর কখনো
    ফিরে আসবে না এই বাংলার বুকে,.....
    ভাবতেই বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে।😪

  • @mohammadikbal8440
    @mohammadikbal8440 3 роки тому +72

    রিয়াজ ভাইয়ের মতো নায়ক বাংলার জগতে আর আসবেনা কি সুন্দর ছবি কতো বার যে দেখছি তাতেও মন ভরেনা এইরকম ছবি এখন আর হয় না রিয়াজ ভাই একমাত্র বাংলাদেশের সেরা সুপারস্টার

  • @fhvvccvhgccc4743
    @fhvvccvhgccc4743 Місяць тому +1

    বলার ভাষা নেই এই মুভিটার জন এক কথায় অসাধারণ,প্রসংসা করছি মুভির পরিচালোক, ও ভালো অভিনয়ের জন্য সবাইকে,আমার মনটা জুড়ায় গেলো মুভিটা দেখে,অনেক বার দেখেছি মুভিটা,২০২৪ ও দেখলাম দয়া করে সবাই লাইক কমেন্ট করে যাবেন, আমার কমেন্ট,যাতে করে আবার পূর্ণরায় দেখতে পারি ইনশাআল্লাহ।

  • @maherulhasanakash2757
    @maherulhasanakash2757 5 місяців тому +2

    শুধু মাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক এর জন্য হলেও এই মুভিটা সর্বশ্রেষ্ট।।
    ইসস, আমাদের আহমেদ ইতিয়াজ বুলবুল❤❤

  • @alaminmia2002
    @alaminmia2002 3 роки тому +43

    এমন একটি ছবি আর কোন দিন
    বাংলাদেশে হবেনা
    এতো সুন্দর একটা ছবি বলে বুঝাতে পারবুনা
    সালমান শাহ এবং রিয়াজ
    এই দুই নায়কের কোন তুলনা হয়না
    ধন্যবাদ সবাইকে

  • @simulm7210
    @simulm7210 5 років тому +1162

    ২০২০ এসেও কি কেউ আছেন আমার মতো?
    ২০/০২/২০ ,,,, আজ আবার আসলাম দেখার জন্য,,,কেনো যে আজকাল এমন সিনেমা আর নির্মান করেনা,,,,আর করবেই বা কিভাবে স্যার জহির রায়হানের মতন সিনেমা নির্মানকারীরাতো আর চলচিত্র নির্মাতা না।

    • @MDSOHAG-zf7nb
      @MDSOHAG-zf7nb 5 років тому

      Achi vai .

    • @simulm7210
      @simulm7210 5 років тому

      @@MDSOHAG-zf7nb এই নিয়ে কতবার দেখলেন?

    • @MDSOHAG-zf7nb
      @MDSOHAG-zf7nb 5 років тому +3

      @@simulm7210 2007 theke dekhsi. Mone nei kotobar dekhesi

    • @marjanmunni5349
      @marjanmunni5349 5 років тому +2

      ami gotokal o dekhlam abar..♥

    • @simulm7210
      @simulm7210 5 років тому

      @@marjanmunni5349 শ্রাবন মেঘের দিন,জয়যাত্রা এই দুটো দেখছেন?

  • @riyadahmed2339
    @riyadahmed2339 4 місяці тому +1

    গ্রাম সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই তাই ফেইসবুক থেকে দেখে ইউটিউব এ আসলাম আসলেই অসাধারণ একটি চলচ্চিত্র ,৬ এপ্রিল ২০২৪❤

  • @JoySumonta
    @JoySumonta 2 роки тому +164

    হাজার বছর ধরে ছায়াছবির চাইতেও বেশি ভালো লাগে যখন উপন্যাসটি পড়ি। কারণ মনের মতো করে কল্পনা করা যায়। নবম-দশম শ্রেণিতে পাঠ্য ছিল উপন্যাস হাজার বছর ধরে ও নাটক- কবর।
    স্কুল লাইফ অনেক মিস করি❤️❤️❤️

    • @mdmostofa4550
      @mdmostofa4550 2 роки тому +1

      Right

    • @06.taniyaakter36
      @06.taniyaakter36 2 роки тому +1

      উপন্যাস পড়ে মনের মতো যা কল্পনা করবেন, ছবিটা তার থেকে ও বেশি সুন্দর 😍

    • @sumaiahappi3050
      @sumaiahappi3050 2 роки тому

      একদম মনের কথা বলেছেন।

    • @ensanasazzad5763
      @ensanasazzad5763 2 роки тому

      একদম ঠিক বলেছেন

    • @md.abuharrahman8397
      @md.abuharrahman8397 2 роки тому

      SSC 2013 batch

  • @robelrobel6080
    @robelrobel6080 3 роки тому +249

    উপন্যাস দেখে আজ আমার দাদীর কথা মনে পরে গেল কথোনা সুন্দর করে উপন্যাসটি পড়ে শুনাতাম 😭 আল্লাহ তুমি আমার দাদীকে বেহেশত নসীব করো আমিন

  • @msmonira4171
    @msmonira4171 5 місяців тому +2

    যখন ছিল তখন যদি এই মুভি টা তৈরি হত তাহলে এত কস্ট করে আর মুখস্ত করা লাগত না,মুভি দেখে সব লিখতে পারতাম

  • @MustafijurBadhon
    @MustafijurBadhon 3 місяці тому +1

    এই মুভিটা আমি নিজেকে 20 বার দেখেছি তাও এটা তাও এটা ভালো লাগে অপূর্ব একটা মুভি এই মুভিটা যাই দেখুক না কেন অতৃপ্তি আসবে না তার ভালো লেগে যাবে ভালো লেগে যাবে এটা আমি অনেক আগেই দেখেছি মুভি এখনো দেখব এই মুভিটা সম্পর্কে আমার কিছু বলার নাই অস্থির একটা মুভি❤

  • @farjanajaman1118
    @farjanajaman1118 2 роки тому +347

    মনে পড়ে গেল ছেলে বেলা❤️ইশ কি রঙিন ছিল সেই দিনগুলো, আহা যদি আবার ফিরে পেতাম সেই সোনালি সময় 😥😥

  • @Lamia-Muntaha8o
    @Lamia-Muntaha8o Рік тому +749

    2023 সালেও দেখছি।২০০৭ সালে নবম দশম শ্রেণিতে পরেছি এই কালজয়ী উপন্যাস। এখনো ভুলতে পারি না ❤️❤️

  • @AimerD
    @AimerD 3 місяці тому +2

    riyaz ER whole career er sob theke Sera master piece 💝

  • @RaSeL-1971
    @RaSeL-1971 3 місяці тому +2

    অশ্লীল ভাষা, অঙ্গভঙ্গি কিংবা আইটেম গান ছাড়াও একটি ঐতিহাসিক সিনেমা বানানো সম্ভব।এগুলো তারই প্রমাণ বহন করে ❤️
    সেলুট রইলো কিংবদন্তী জহির রায়হান ও পরিচালক সূচন্দা ম্যাডামের প্রতি 🙏