কোরান আল্লার রচিত কোনো গ্রন্থ নয় l সূরা তাহরীমের ৮নং আয়াতে আল্লাহ বলেন "মুমীনগন, তোমরা আল্লার কাছে তওবা কর, আন্তরিক তওবা, সম্ভবতঃ তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে", এই আয়াতটা যদি আল্লাহ রচনা করতেন তাহলে "সম্ভবতঃ" শব্দটা থাকতো না, কারণ আল্লার কাছে "সম্ভবতঃ" বলে কিছু নাই !! 😎💝
একজন বান্দা তাওবা করার পর তার আগের পাপগুলো ক্ষমা করার বিষয়ে সম্ভবত শব্দটি ব্যবহার করা হয়েছে। মানে আল্লাহ চাইলে তার পাপ মোচন করে দিতে পারেন অথবা পাপ মোচন করবেন না এটার কারণেই সম্ভবত বলা হয়েছে
@@K-han , সুরা সাজদার ১৩নং আয়াতে আল্লাহ বলেন "আমি ইচ্ছা করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতাম; কিন্তু আমার এ উক্তি অবধারিত সত্য যে, আমি জিন ও মানব সকলকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব" l তার মানে হলো আল্লাই ইচ্ছা করে মানুষদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানাচ্ছেন !! 💖😎
Mashallah
মাশাআল্লাহ
Allah jujur k nek hayat daras korun
❤
💔🥰আল্লাহর জন্য আপনাকে💔 ভালোবাসি 💔হুজুর 🌹💔🌹
God give
যত শুনি ততোই ভাল লাগে।
🌹 ওয়াজ মাহফিলেও হাজির 🌹
কোরান আল্লার রচিত কোনো গ্রন্থ নয় l সূরা তাহরীমের ৮নং আয়াতে আল্লাহ বলেন "মুমীনগন, তোমরা আল্লার কাছে তওবা কর, আন্তরিক তওবা, সম্ভবতঃ তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে", এই আয়াতটা যদি আল্লাহ রচনা করতেন তাহলে "সম্ভবতঃ" শব্দটা থাকতো না, কারণ আল্লার কাছে "সম্ভবতঃ" বলে কিছু নাই !! 😎💝
সঠিক অনুবাদ পড়ে তারপর মন্তব্য করেন
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا تُوۡبُوۡۤا اِلَی اللّٰہِ تَوۡبَۃً نَّصُوۡحًا ؕ عَسٰی رَبُّکُمۡ اَنۡ یُّکَفِّرَ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَ یُدۡخِلَکُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۙ یَوۡمَ لَا یُخۡزِی اللّٰہُ النَّبِیَّ وَ الَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ ۚ نُوۡرُہُمۡ یَسۡعٰی بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَ بِاَیۡمَانِہِمۡ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اَتۡمِمۡ لَنَا نُوۡرَنَا وَ اغۡفِرۡ لَنَا ۚ اِنَّکَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۸﴾
হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমরা আল্লাহর নিকট তাওবাহ কর, বিশুদ্ধ তাওবাহ; সম্ভবতঃ তোমাদের রাব্ব তোমাদের মন্দ কাজগুলি মোচন করে দিবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। সেই দিন নাবী এবং তাঁর বিশ্বাসী বান্দাদেরকে আল্লাহ অপদস্ত করবেননা। তাদের জ্যোতি তাদের সম্মুখে এবং দক্ষিণ পার্শ্বে ধাবিত হবে। তারা বলবেঃ হে আমাদের রাব্ব! আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আপনি সর্ব বিষয়ে ক্ষমতাবান।
একজন বান্দা তাওবা করার পর তার আগের পাপগুলো ক্ষমা করার বিষয়ে সম্ভবত শব্দটি ব্যবহার করা হয়েছে। মানে আল্লাহ চাইলে তার পাপ মোচন করে দিতে পারেন অথবা পাপ মোচন করবেন না এটার কারণেই সম্ভবত বলা হয়েছে
@@K-han , সুরা সাজদার ১৩নং আয়াতে আল্লাহ বলেন "আমি ইচ্ছা করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতাম; কিন্তু আমার এ উক্তি অবধারিত সত্য যে, আমি জিন ও মানব সকলকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব" l তার মানে হলো আল্লাই ইচ্ছা করে মানুষদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানাচ্ছেন !! 💖😎
যত শুনি ততোই ভালো লাগে