ছাদ বাগানে। টবে শিম চাষ পদ্ধতি। শিম চাষ পদ্ধতি Bean cultivation A to। আগাম শিম চাষ পদ্ধতি। শিম চাষ।

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • ছাদ বাগানে। টবে শিম চাষ পদ্ধতি। শিম চাষ পদ্ধতি Bean cultivation A to। আগাম শিম চাষ পদ্ধতি। শিম চাষ।
    আসসালামু আলাইকুম আশা করি, আপনারা সবাই অনেক ভাল আছেন। যারা ছাদবাগানে টবে শিম চাষ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে চারা তৈরি করবেন, জাত নির্বাচন, চারা রোপন পদ্ধতিসহ বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ
    পরিচর্যা গাছের:যখন চারা ফোটবে তার পরে টবের কিনারা দিয়ে প্রায় ৪-৫ ফুট তিনটি খুঁটি পুঁতে দিতে হবে। শিম গাছ খুবই নরম তাই খুঁটির সাথে গাছটি ২ থেকে ২.৫ ফুট কাঠি দিয়ে বেঁধে দিতে হবে। এরপর ফ্রেমের নিচে থেকে উপরে সুতা অথবা রশি দিয়ে মুড়িয়ে দিতে হবে। এরপর গাছ ৪-৫ ফুট লম্বা হলে ডগা কেটে ফেলে দিতে হবে।
    _____________
    ছাদে শিম চাষের জন্য মাত্র একটি টবই যথেষ্ট। এর জন্য মাত্র ২ বর্গফুট জায়গার দরকার। প্রথমে টবে প্রাকৃতিক সারযুক্ত মাটিতে ভরাট করতে হবে। এরপর এতে বীজ বপন করতে হবে। বিকেলের দিকে বীজ করা ভালো। বপনের পর হালকা পানি ছিটিয়ে দিতে হবে।
    চারা ফোটার পরে টবের কিনারা দিয়ে প্রায় ৪-৫ ফুট তিনটি খুঁটি পুঁতে দিতে হবে। খুঁটির মাথাগুলো ১.৫ থেকে ২.০ ফুট কাঠি দিয়ে বেঁধে দিতে হবে। এরপর ফ্রেমের নিচে থেকে উপরে সুতা অথবা রশি দিয়ে মুড়িয়ে দিতে হবে।
    তারপর গাছ ৪-৫ ফুট লম্বা হলে ডগা কেটে দিতে হবে। কোনোভাবেই গাছকে ফ্রেমের বাইরে যেতে দেওয়া যাবে না। আমার গবেষণায় দেখেছি মাত্র ১৫-২০ কেজি মাটি হলেই ভালো ফলন পাওয়া যায়। একটি টবে মাত্র দুটো গাছ থাকবে।
    #ছাদ_বাগানে_টবে_শিম_চাষ_পদ্ধতি
    #শিম_চাষ_পদ্ধতি
    #আগাম_শিম_চাষ_পদ্ধতি
    #শিম_চাষ
    #মালচিং_পদ্ধতিতে_শিম_চাষ

КОМЕНТАРІ • 8