আব্দুল আলিমের এই ভাটিয়ালি গান টি জীবনের একসময় আমার খুব প্রিয় গান ছিল। বহুবছর নিজে বহু মঞ্চে গেয়েছি। যে গুরুদেব আমাকে শিখিয়েছিলেন তিনিও আজ প্রয়াত। জীবনের প্রায় সায়াহ্নে এসে বাঁশির সুরে সেই গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। পাগল করা বাঁশির সুরের সঙ্গে মৌমিতা ও সুমনের দোতারার সংগত আরও মুগ্ধ করেছে। এক কথায় অসাধারণ। নিখিল বাবু আপনি দেবী সরস্বতীর বরপুত্র।
আবহমান বাংলার পল্লী গানের সুর যা মানব হৃদয়ে ব্যাকুলতায় ভরিয়ে দেয় । আব্দুল আলীম আমার অত্যন্ত প্রিয় শিল্পী যাকে গানের পাখি খ্যাতি দেয়া হয়েছে । মন ভরে গেল ।
🙏গুরুজী, ৭৫ বছর বয়সে আমেরিকায় বসবাস করেও আপনার জন্য বাংলাদেশকে ভুলতে পারছিনা, পাগল করা বাঁশীর সুরের সাথে আপনার ছাত্রদের দোতারার কম্বিনেশন সর্বদা বাংলাদেশকে মনে করিয়ে দেয়।বাঁশীতো অনেকেরই শুনি , কিন্তু এমন হৃদয়গ্রাহী সুর বিরল। পরম করুণাময় আপনাকে দীর্ঘজীবি করুন এ প্রার্থনা করি।
অসাধারণ সুন্দর আপনার বাশীর সুর, মাটি ও মানুষের হ্নদয় ছুয়েছে । কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম গ্রাম বাংলার সেই অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য লীলাভুৃৃমি নদীর তীর থেকে জোছনা রাতে ভেসে আসা হ্নদয়ে সাড়া জাগানো বাশীর সুর ।।
ষাটের দশকের মাঝামাঝিতে মা এই গানটি করতেন কখনও কখনও। আমরা সেই ছোটবেলায় জানতাম পূর্ববঙ্গের ভাটিয়ালি গান। আপনার বাঁশির সুর নতুন করে যেন হারিয়ে যাওয়া শৈশবের দিনে ফিরিয়ে নিয়ে গেল।
কি বলবো আপনাকে বলার ভাষা খুজে পাচ্ছিনা, সারাদিন শুধু আপনার এই মধুর বাশিঁর ধনি শুনছি, আর ভাবছি একটা মানুষের পক্ষে কি করে সম্ভব এই ভাবে বাশিঁ বাজানো, এইটা আপনি নাকি সয়ং কৃষ্ণ বাজাচ্ছে বুঝতে পারছিনা, ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনাকে অসংখ ধন্যবাদ, ভালো থাকবেন।
রাত ১:০৭, কানে হেডফোন লাগিয়ে একা একা নিরবে শুনি, এতো ভালো লাগে যা, বলার মতো না অসাধারণ,,,। কমেন্ট রেখে গেলাম ২০২৩ জুন মাস, আজ থেকে ৩০ বছর পরে আমার নাতি নাতনি এসে দেখবে,,,
i have listen so many many times your bashir sur but stil my heart wanted to listen what a magic on you bashir sur dada i hope god give you long life but i am from uk london people dream city than u
আমি শৈশব ও কিশোর বয়সে ফরিদপুর জিলার এক গ্রামে কাটিয়েছি৷ আমাদের গ্রামের উত্তর পাশ দিয়ে প্রবাহিত কুমার নদী, ওপারে জোছনা রাতে এমন করে নাম না জানা এক রাখাল বাশের বাশী বাজাতো৷ আমি মুগ্ধতার সাথে সে বাশীর সুর শুনতাম আর দূর থেকে রাখালকে ভালো লাগুতো৷
ওস্তাদ জি জিবনে অনেক কিংবা শিখেছি অনেক কিছু বলেছি কিন্তুু কি বললে আপনার তারিফ করা হবে সেটা হয়তোবা এখনো শিখি নাই বা আমি ভুলে গেছি আপনাকে কি বলবো অপরুপ সুন্দর হইছে ই তি হাশ হয়ে থাকবে ধন্যবাদ
আমার প্রিয় বাঁশির সুর ছোট বেলা থেকেই আমার চাচা তার বন্ধুদের সাথে চাদনী রাতে বাঁশি বাজাতো কানে সুর আসলে ঘরে থাকতে পারতাম না তাদের সাথে আড্ডার দিতাম।আমার প্রিয় মানুষটির ও প্রান যেন এই বাঁশির সুর ২০০৩ প্রেম কোটি প্রতির মেয়ে অর্থের অভাবে মিল হলোনা।আজ তার ঘরে একটা মেয়ে কিছু দিন আগে আমাকে ফোন করে দোয়া চাইছে তার দ্বিতীয়টা ছেলে হবে বলে।তার সাথে কান্নার কন্ঠের বলেছে তুমি বাঁশির বাজাবো আমি শুনবো।আমি অস্ট্রেলিয়ার আল্লাহ অনেক কিছুই দিছে টাকা বাড়ি কোনও অভাব নেই কিন্তু সেই দিন সময় আর এই বাঁশির সুর নেই।চাপা কষ্ট নিয়ে দিন পার হচ্ছে।
""Excellent ""bashi""and""dotara music ""ustad jee. Sumon baiya. ""And ""sister""well done""both of you playing ""Fantastic dotara .after lock down i will coming to join with all inshaallah. Go a head good luck.
আমি যখন প্রাইমারী স্কুলে পড়ি তখন ওই স্কুলে স্পোর্ট হইছিলো সম্ভাবত 04সালে আমি এই গানটা গেয়ে সেকেন্ট প্রাইজ পাইছিলাম খুব মিস করি এই দিন গুলির কথা নাইয়ে রে নাইয়ের বাদাম তুইলা কোন দুরে জাও চইলা
নিখিল দাদার অনুপম বাঁশির সুর হৃদয় হরণ করে।
দীর্ঘদিন বেঁচে থাকুক নিখিল দাদা!
আব্দুল আলিমের এই ভাটিয়ালি গান টি জীবনের একসময় আমার খুব প্রিয় গান ছিল। বহুবছর নিজে বহু মঞ্চে গেয়েছি। যে গুরুদেব আমাকে শিখিয়েছিলেন তিনিও আজ প্রয়াত। জীবনের প্রায় সায়াহ্নে এসে বাঁশির সুরে সেই গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। পাগল করা বাঁশির সুরের সঙ্গে মৌমিতা ও সুমনের দোতারার সংগত আরও মুগ্ধ করেছে। এক কথায় অসাধারণ। নিখিল বাবু আপনি দেবী সরস্বতীর বরপুত্র।
অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন।
আমাকে আশির্বাদে রাখবেন?
আবহমান বাংলার পল্লী গানের সুর যা মানব হৃদয়ে ব্যাকুলতায় ভরিয়ে দেয় । আব্দুল আলীম আমার অত্যন্ত প্রিয় শিল্পী যাকে গানের পাখি খ্যাতি দেয়া হয়েছে । মন ভরে গেল ।
অতি সুন্দর সুর যে সুরে গেরামের অতিতের স্মৃতি মনে করিয়ে দেয়। দেশের গান কে না ভালোবাসে। বাঁশির সঠিক সুর কার না ভালো লাগে। ধন্যবাদ জানাই বাবুকে
🙏গুরুজী, ৭৫ বছর বয়সে আমেরিকায় বসবাস করেও আপনার জন্য বাংলাদেশকে ভুলতে পারছিনা, পাগল করা বাঁশীর সুরের সাথে আপনার ছাত্রদের দোতারার কম্বিনেশন সর্বদা বাংলাদেশকে মনে করিয়ে দেয়।বাঁশীতো অনেকেরই শুনি , কিন্তু এমন হৃদয়গ্রাহী সুর বিরল। পরম করুণাময় আপনাকে দীর্ঘজীবি করুন এ প্রার্থনা করি।
ঈশ্বর আপনাকেও ভালো রাখবেন এই কামনা করি। ভালো থাকবেন।
Nikhilda , প্রায় সময়ই আপনার সুমধুর সুরে বাশী বাজানো শোনা হচ্ছে! কারণ ছুটির দিনে হাতে কাজ তুলনামূলক কম থাকে তাই ! আপনার মোবাইল নং টা দিয়েন please ! বিস্তারিত পরিচয় পাইলে আপনি আমাকে চিনবেন, আশা করি!
@@mokteruzzamankhan5977 01712515305
ৃদহধদশনত ন@@nikhilkrishnamajumder8439
মন টা শীতল হয়ে গেলো ,,,❤
India থেকে দেখছি আলিপুর distric
❤অবিস্বাস এক বাশীর সুর শুনে হৃদয় জুড়ে যায় ❤️
শুনে প্রাণ মন ভরে গেল।আর কিছু বলার থাকে না। আপনার আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। দোতারা বাদকদের প্রতি শুভকামনা রইল।
আমার অতিপ্রিয় একটি গানের বাঁশীর সুরে মনমুগ্ধ হয়ে গেল। অতুলনীয়
অসাধারণ, নিখিল বাবুর জন্য অনেক অনেক ভালো বাসা, খুলনা বিভাগের জন্য এটি গর্ব,
কি দারুন বাঁশির সুর| মুগ্ধ হয়ে গেলাম গুরু , মনপ্রাণ ভরে গেল | হাজারো সালাম|
অসাধারণ সুন্দর আপনার বাশীর সুর, মাটি ও মানুষের হ্নদয় ছুয়েছে । কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম গ্রাম বাংলার সেই অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য লীলাভুৃৃমি নদীর তীর থেকে জোছনা রাতে ভেসে আসা হ্নদয়ে সাড়া জাগানো বাশীর সুর ।।
কিছু বলার নেই, অসাধারণ বললেও ভুল হবে। অনেক দিন পর মনটা ভরে গেল।
খুব সুন্দর, খুব সুন্দর। মন কাড়া সুর তুলেছেন।
আমি বাঁশি বাজাতে ভালোবাসি, বাঁশির সুর ভালোবাসি। ❤
পৃথিবীতে এর চেয়ে মনোমুগ্ধকর বাদ্য আছে কি? প্রাণের মাঝে এমন ঝড় তুলে যাতে আবেগগুলো পেজা তুলোর মত উড়তে থাকে।
এই বাসির সুরটা আমি বার বার শুনি। কিযে ভালো লাগে।
মন জুড়িয়ে যায়। সেরা বংশীবাদক আপনি।
আঃ মনমনোহর সুর।অসাধারণ ।
দুর্ভাগ্য আমার প্রিয় আব্দুল আলীম ভাই কে সুভাগ্যবান তার পরও আলীম মধুরতম গান শুনলে আলীম ভাই না পাওয়ার স্বাদ উপভোগ শুখ পাই.....
অসম্ভব সুন্দর বংশীধ্বনি মনপ্রাণ হরণ করে নেয়। নমস্কার দাদা ভালো থাকবেন। থাকবেন ।
এ তো একদম মন কেড়ে নেওয়া সুরের জাদু।শিল্পীকে জানাই অন্তরের শ্রদ্ধা।
বাঁশির সুর শুনে ,,, ক্ষনিকের জন্যে কোথায় যেন হারিয়ে গেলাম ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ! শৈশবকে মনে করিয়ে দেয়ার জন্য ৷ ভালো থাকবেন ৷
একদম ঠিক বলেছেন
❤❤❤🌷🌷🌷❤❤❤সুরের সাথে ফিরে পেলাম বাংলাদেশের সবুজ গাছ গাছালি। অপূর্ব সমন্বয়।
গ্রাম বাংলার মনমাতানো গানের প্রাণ কেড়ে নেয়া ও পাগল করা বাঁশীর সুরে ও বাদ্যযন্ত্রে আমি সম্মোহিত হয়ে মন্তব্য না করে উপায় ছিলো না।
অতুলনীয়,ভগবান আপনার মঙ্গল করুন।আপনার নিরোগ শতায়ু কামনা করি।
অবিস্বাস এক বাশীর সুর শুনে হৃদয় জুড়ে যায়
অসাধারণ।
দোতারা, বাঁশী.. সবেতেই আপনি সমান ওস্তাদ। অনেক ধন্যবাদ।
চমৎকার পরিবেশনা!
গ্রাম বাংলার প্রানকাড়া সুরের ভাটিয়ালি গান।
বাঁশীতে এ সুর হৃদয় স্পর্শ করে যায়!!!❤
Pranam Guru ji....Maine Aaj Tak Aapke jaisa flute player Kabhi nahi dekha 🙏🙏🙏
ষাটের দশকের মাঝামাঝিতে মা এই গানটি করতেন কখনও কখনও। আমরা সেই ছোটবেলায় জানতাম পূর্ববঙ্গের ভাটিয়ালি গান। আপনার বাঁশির সুর নতুন করে যেন হারিয়ে যাওয়া শৈশবের দিনে ফিরিয়ে নিয়ে গেল।
খুব সুন্দর হয়েছে।
কতবার য়ে শুনলাম বলতে পারবো না।
কিন্তু ভালো লাগা তো শেষ হয় না....
আঃ কি মধুর, কি সুন্দর, যে কোন মানুষের মন পাগল হতে বাধ্য ।
গুরুদেব আপনাকে দেবার মত কিছু নেই এই গরীবের তাই ভালবাসা দিলাম❤️❤️❤️❤️এই জীবনে কত মানুষ কত মানুষের শএু হয় কিন্তু গুরুদেব আমি আপনাকে ভালবাসি ❤️❤️।
আহা, শামসু স্যারের কথা খব মনে পড়ে।
সংগে নিখিল ভাই বাশি বাজাতেন 🌷🙏
স কি দারুন বাঁশির সুর| মুগ্ধ হয়ে গেলাম গুরু ,প্রনাম |
Dada osadoran. Onek modor sur. I ❤ur porono diner ganer sur . Wishing you all the best.
প্রতিদিনের ক্লান্তি দুর করে আপনার মধুর বাসির সুরে ❤❤❤ কলকাতা থেকে
হৃদয় ছুয়ে যাওয়া এক বাশির সুর
কি বলবো আপনাকে বলার ভাষা খুজে পাচ্ছিনা, সারাদিন শুধু আপনার এই মধুর বাশিঁর ধনি শুনছি, আর ভাবছি একটা মানুষের পক্ষে কি করে সম্ভব এই ভাবে বাশিঁ বাজানো, এইটা আপনি নাকি সয়ং কৃষ্ণ বাজাচ্ছে বুঝতে পারছিনা, ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনাকে অসংখ ধন্যবাদ, ভালো থাকবেন।
আপনি ও ভালো থাকবেন, নমস্কার জানাচ্ছি।
কিছু বলার নেই। অসাধারণ বলেও অসম্মান হবে
রাত ১:০৭, কানে হেডফোন লাগিয়ে একা একা নিরবে শুনি, এতো ভালো লাগে যা, বলার মতো না অসাধারণ,,,। কমেন্ট রেখে গেলাম ২০২৩ জুন মাস, আজ থেকে ৩০ বছর পরে আমার নাতি নাতনি এসে দেখবে,,,
খুব খুবই সুন্দর,,,, জয় গুরু জয় হোক মেহনতী মানুষের।।।
Telug
বাহ, পাগল করা বাঁশীর সুর। আহা।
মরমী সুর কখনো হারাবার নয়।
অসাধারণ বাশি. 2024
Excellent ! How Heart touching tune, alongwith I returned back to my greenery village.
Bahut hi madhur dhun dada aap ko bahut bahut sadhuwad
অসাধারণ দাদা, যাহা প্রকাশ করার ভাষা নেই
Excellent !! You are an asset and living legend of Bangladesh. Salute you hundred times.
শোনার আগেই কমেন্ট করে পেললাম
Oh! How sweet! sweet!. Filled heart with unprecedented joy and pleasure. Best wishes for all.
কিছু বলার ভাষা নেই, এত সুর
অসাধারণ বাজিয়েছেন স্যার? ধন্যবাদ স্যার আপনাকে । আপনি আপনার নিজের তুলনা। আশীর্বাদ রইল আপনার প্রতি।
কত ভাগ্যবান ব্যক্তি তারা, যে আপনার গ্রামে জন্ম নিয়েছে,
সমধুর বাঁশির সুর মোহিত করে সবাইকে। আমিও তার ব্যতিক্রম নই।ছোট বেলা থেকেই বাঁশির সুর আমাকে খুব কাছে টানত।কিন্তু পরিপূর্ণভাবে শেখা হয়ে ওঠেনি।দাদা খুব সুন্দর বাঁশি বাজান।আমি আপনার টিউটোরিয়াল গুলো ফলো করছি।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রতিভা আমাদের মাঝে ছড়িয়ে দেবার গন্য।
নজরুল,বাংলাদেশ।
আঃ হা অসাধারণ দাদা। খুব ভালো লাগছে।
Excellent presentation Bengali folk music thanks for all musician.
I got just impressed by the tune of the Banshi,Uncle!! So soothing So Amazing!!!
আহা
কি দারুন ❤
অসাধারন সুরে মুগ্ধ হলাম।ধন্যবাদ শিল্পীদের।❤❤
খুব সুন্দর হইছে 😊❤
Very interesting tune..
Please carry on..
আমার ইচ্ছা করে সব সময় এই সুর শুনতে পারতাম ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
যে বাঁশী মন কে কাঁদায়
সেই বাঁশী ঘর বাধায়।
মন ছুয়ে যাওয়া সুর,উস্তাদ আমি আপনার ছাত্র হতে চাই❤
সত্যি অসাধারণ, বাঁশির, সুর দাদা ধন্যবাদ আপনাকে
i have listen so many many times your bashir sur but stil my heart wanted to listen what a magic on you bashir sur dada i hope god give you long life but i am from uk london people dream city than u
অসম্ভব সুন্দর,যখন শুনি
গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায় ❣️❣️❣️
খুব সুন্দর ❤️❤️
খুব ভালো লাগলো মনটা জুড়িয়ে গেলো
অসাধারণ বাশির সুর অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ
অসাধারণ সুন্দর - আপনার সুর গুলো বার বার শুনতে ইচ্ছা করে
অসাধারণ সুর ধন্যবাদ শিল্পীকে
Really nice
হ্রদয় ছোঁয়ে গেল ।অসাধারণ
আমি শৈশব ও কিশোর বয়সে ফরিদপুর জিলার এক গ্রামে কাটিয়েছি৷ আমাদের গ্রামের উত্তর পাশ দিয়ে প্রবাহিত কুমার নদী, ওপারে জোছনা রাতে এমন করে নাম না জানা এক রাখাল বাশের বাশী বাজাতো৷ আমি মুগ্ধতার সাথে সে বাশীর সুর শুনতাম আর দূর থেকে রাখালকে ভালো লাগুতো৷
পপফফফপপপপোপপফপফপোপপপপোপপোপপফপপোপপপফপোোপোপপফোপপপোপপোপপপোপপোপপপোপোপফফফপপ
কুমার নদ , নদী নয় ভাইয়া ।
faridpur jelar kon grame,ami shovarumpur a cilam,kumar nodir pasai
@@sowdyeatelecom6071 o9pl
Faridpur home district ❤️❤️❤️
বাহ অসাধারণ
চমৎকার বাঁশীর সূর।
অসাধারণ মিষ্টি সুর,
ধন্যবাদ আপনাকে।
মন পাগল কড়া বাঁশির সুর ধন্যবাদ ❤ ভাই
ওহ্ প্রান জুড়ানো সুর। সঙ্গীত যেন ঈশ্বরের ভাষা।
Excellent Brothers.
ওস্তাদ জি জিবনে অনেক কিংবা শিখেছি অনেক কিছু বলেছি কিন্তুু কি বললে আপনার তারিফ করা হবে সেটা হয়তোবা এখনো শিখি নাই বা আমি ভুলে গেছি আপনাকে কি বলবো অপরুপ সুন্দর হইছে ই তি হাশ হয়ে থাকবে ধন্যবাদ
দাদা আমি বাশি বাজোনো সিখব
@@MdAlRafiKhan কথা বলবেন, +8801712515305
মহাশয় আপনাকে অশেষ ধন্যবান ।
এমন মনমুগ্ধকর বাঁশির সুর কার না ভাল লাগে? ইচ্ছে করছে এরকম বাঁশির সুরে নিজেকে ডুবিয়ে রাখতে।
আমার প্রিয় বাঁশির সুর ছোট বেলা থেকেই আমার চাচা তার বন্ধুদের সাথে চাদনী রাতে বাঁশি বাজাতো কানে সুর আসলে ঘরে থাকতে পারতাম না তাদের সাথে আড্ডার দিতাম।আমার প্রিয় মানুষটির ও প্রান যেন এই বাঁশির সুর ২০০৩ প্রেম কোটি প্রতির মেয়ে অর্থের অভাবে মিল হলোনা।আজ তার ঘরে একটা মেয়ে কিছু দিন আগে আমাকে ফোন করে দোয়া চাইছে তার দ্বিতীয়টা ছেলে হবে বলে।তার সাথে কান্নার কন্ঠের বলেছে তুমি বাঁশির বাজাবো আমি শুনবো।আমি অস্ট্রেলিয়ার আল্লাহ অনেক কিছুই দিছে টাকা বাড়ি কোনও অভাব নেই কিন্তু সেই দিন সময় আর এই বাঁশির সুর নেই।চাপা কষ্ট নিয়ে দিন পার হচ্ছে।
Superb Tune, Outstanding performance, Touches the heart. Incomparable. Soothes mind, so soft and melodious. Many many Tnx.
আব্দুল আলীমের এই গানের সুরে জীবনের ফেলে আসার দিন গুলি একে একে ভেসে উঠল।
Thank you Nikhil Babu
""Excellent ""bashi""and""dotara music ""ustad jee. Sumon baiya. ""And ""sister""well done""both of you playing ""Fantastic dotara .after lock down i will coming to join with all inshaallah. Go a head good luck.
দারুন
যেমন দোতারায় ওস্তাদ, ঠিক তেমনি বাঁশীতেও। দারুন ভাল লাগল। শুভেচ্ছা ও আশীর্বাদ রহিল। আপনার দীর্ঘ জীবন কামনা করছি।
অবিশ্বাস্য সুর লহরী। মন হরণ করে নেয়।
খুব ভালো লাগলো অসাধারণ ভারত থেকে
আমি যখন প্রাইমারী স্কুলে পড়ি তখন ওই স্কুলে স্পোর্ট হইছিলো সম্ভাবত 04সালে আমি এই গানটা গেয়ে সেকেন্ট প্রাইজ পাইছিলাম খুব মিস করি এই দিন গুলির কথা
নাইয়ে রে নাইয়ের বাদাম তুইলা কোন দুরে জাও চইলা
Beatiful song Touch in the depths of the heart Thank you master !
আমার প্রিয় একটি গান।ছোটবেলায় সব সময় গানটি আমার মুখে থাকত।
গানটার প্রথম লাইন কি ভাই
Ah ! heart touching. Thanks for such a nice gift.
Salaam Nikhil sir I am a Muslim but I have a lots of respect to you ❤️❤️🙏🇧🇩 FM Habigunj
আপনার বাঁশির সুর সত্যি সুন্দর ভারত থেকে শুনছি