তারা বাইম মাছের কৃত্রিম প্রজনন এবং চাষ পদ্ধতি | Tarabaim fish farming system

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2024
  • তারা বাইম মাছের কৃত্রিম প্রজনন এবং চাষ পদ্ধতি | Tarabaim fish farming system #fishing
    তারা বাইম মাছের কৃত্রিম প্রজনন এবং চাষ পদ্ধতি।
    পুকুর প্রস্তুতি: আলো বাতাস পর্যাপ্ত আছে এরূপ স্থানে পুকুর নির্বাচন করতে হবে। পুকুর হতে হবে কাদামুক্ত। পুকুরের উপর কোন গাছপালা না থাকাই ভাল। মাছ যাতে বেরিয়ে যেতে না পারে যে জন্য পুকুরের ভিতরের চারিদিক ঘন বাঁশের বানা দিয়ে বেড়া দিতে হবে। পুকুরের পাড়ে যেন কোন গর্ত বা ছিদ্র না থাকে সে দিকে দৃষ্টি রাখতে হবে। পুকুর পুরাতন হলে তলদেশ কমপক্ষে ১৫ দিন শুকনা অবস্থায় রৌদ্র লাগাতে হবে। প্রতি শতাংশে ১ কেজি হারে চুন গুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে।
    মজুদ পুকুর ব্যবস্থাপনা👇
    তারাবাইম ছোট বড় সব ধরনের পুকুরে চাষ করা যায়। তবে ১০-২০ শতাংশ পুকুরেই চাষের জন্য ভাল। পানির গভীরতা হবে ৪-৫ ফুট। পুকুর প্রস্তুতি ও ব্যবস্থাপনা নার্সারী এবং ব্রুড মাছের পুকুরের মতই। তবে খেয়াল রাখতে হবে পুকুরের পাড়ে যেন ইদুরের বা কাঁকড়ার কোন গর্ত না থাকে। তারাবাইম মাছ পুকুরে একক ও মিশ্র পদ্ধতিতে চাষ করা যায়।
    একক চাষ পদ্ধতিতে শতাংশ প্রতি ৭০০-৮০০টি ও মিশ্র চাষ পদ্ধতিতে ৮০-১০০টি ১.১/২-২ সাইজের পোনা মজুদ করা যেতে পারে। সার হিসাবে গোবর, মুরগির বিষ্ঠা ও খাদ্য হিসাবে ৩০% আমিষযুক্ত সম্পুরক খাদ্য ব্যবহার করতে হবে। উপযুক্ত ব্যবস্থাপনায় মাছ ৬ মাসে বাজারে বিক্রি উপযোগী হয়।
    শেষ কথা: যতদুর জানা যায় তারাবাইম মাছের পোনা প্রতিপালন ও চাষ ব্যবস্থাপনা নিয়ে কোন গবেষণা হয়েছে বলে কোন তথ্য নেই। মাছটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষাকল্পে এবং প্রকৃতিতে জলজ পরিবেশে মাছটিকে ধরে রাখতে ও জীববৈচিত্র ঠিক রাখার জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে বিজ্ঞানী, গবেষক, উদ্যোক্তা ও গবেষণা সেলকে এগিয়ে আসতে হবে।
    আমাদের ফ্রেন্ডশিপ মৎস্য হ্যাচারী এন্ড ফিসারী থেকে তারাবাইম এর পোনা নিতে পারবেন। আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনা বিক্রি ও সরবরাহ করে থাকি।
    প্রয়োজনে হোম ডেলিভারীর সুবিধা রয়েছে।
    আমাদের হ্যাচারির লোকেশন: ময়মনসিংহ, তারাকান্দা
    মোবাইল নম্বর~+8801734725532
    Facebook: / friendshiphachery2
    #artificialbreedingofsnakeheadfish #farmingmethodofsnakeheadfish #snakeheadfish #fishfarming #fishbreeding #aquaculture #fish #agriculture #environment #conservation #sustainabledevelopment #climatechange #foodsecurity #nutrition #foodsafety #waterquality #watermanagement #sustainableaquaculture
    tara baim fish farming,fish farming,artificial breeding and cultivation bay fish,simple method of fish farming মাছ চাষের সহজ পদ্ধতি,tara baim fish farming in pond,tara baim fish farming in bangladesh,baim fish farming,fish farming in bangladesh,fish breeding,artificial breeding,tara baim fish breeding,fish farming at home,tara baim fish farming in biofloc,fish farming tips and tricks,fish farming tanks,biofloc fish farming,baim fish firming,catfish farming
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 4

  • @friendshiphachery09
    @friendshiphachery09  Місяць тому

    আমাদের হ্যাচারির লোকেশন: ময়মনসিংহ, তারাকান্দা
    মোবাইল নম্বর~0 1 6 4 3 5 3 9 5 3 1
    আপনারা আমাদের কাছে বর্তমানে যে সকল মাছের পোনা পাবেন:
    পাবদা,গোলশা,শিং,মাগুর,তারাবাইম,টেংরা
    সহ সকল দরনের মাছের ধানী পোনা রেণু পাবেন।

  • @friendshiphachery09
    @friendshiphachery09  Місяць тому

    More:ua-cam.com/video/gNMSmim-2wE/v-deo.html

  • @farhadmiah8507
    @farhadmiah8507 Місяць тому +1

    💘💯🫶❤️💔