একটা ভালো জাতের নারকেল গাছ কিভাবে লাগাতে হবে যাতে তিন থেকে চার বছরের মধ্যে নারকেল ধরে Gangabardhan

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • একটা উন্নত জাতের নারকেল গাছ লাগানোর সঠিক পদ্ধতি বন্ধুরা একটা উন্নত জাতের নারকেল গাছ লাগানোর জন্য প্রথম বাজার থেকে একটা উন্নত জায়গায় নারকেল গাছ কিনে আনতে হবে l এরপর গাছটাকে কিছুদিন বাড়িতে রেখে দিতে হবে এবং নিয়মিত দুবেলা তিন বেলা কাস্টার পাঠাতে জল স্প্রে করে কিংবা হাতে করে ছিটিয়ে দিতে হবে l এই গাছটাকে ৫ থেকে ১০ দিন রেখে দেওয়া অবস্থায় একটা গর্ত করে নিতে হবে।গাছ লাগানোর গর্তটা ৪ ফুট বাই 4 ফুট করলে খুবই ভালো হয় তবে যদি না পারা যায় তাহলে দু ফুট বাই দু ফুট করা উচিত lএবার গর্ত করে নেওয়ার পর গর্তে তোমরা দেওয়া ভিডিও এর মত তারগুলো গর্তে ছিটিয়ে নিতে হবে এর সঙ্গে কিছু দানা বিশ ও চিঠিয়ে দিতে হবে এবং গর্তটাকে ১০ থেকে ১৫ দিন কিংবা একমাস ফেলে রাখতে হবে। গর্ত করার একইসঙ্গে কিছু মাটি তোমাদেরকে তৈরি করে নিতে হবে মাটি দু ভাগ গার্ডেন সোহেল একভাগ গোবর সার এবং কিছু পরিমাণ বালি এবং লবণ দিয়ে নিতে হবে l এবার ঠিক ১০ থেকে ১৫ দিন পর গাছটাকে গর্তের মধ্যে নিয়ে আসতে হবে এবং ভালো হবে গ্রুপ এক কিম্বা পলিব্যাগটাকে কেটে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে গাছের শিকড়ে কোনরকম অসুবিধা বা চোট না পায় l এবার গাছটাকে গর্তের মধ্যে রেখে দিতে হবে এবং 10 থেকে 15 দিন আগে যে মাটিটা তোমরা তৈরি করে রেখেছিলে সেটা তার গোরা চারিধারে ছিটিয়ে দিতে হবে l ব্যাস গাছ লাগানো কমপ্লিট l এবার বন্ধুরা, ছয় মাস থেকে এক বছর পর তোমাদেরকে কিছু খাবার দিতে হবে গাছের গোড়ায়, সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বলে দেব l
    গণবর্ধন নারকেল গাছ থাইরিন থাইগ্রিন মালেশিয়ান ড্রপ মালেশিয়ান ইয়েলো
    Ganavardhan Coconut Tree Thai Thaigreen Malaysian Drop Malaysian Yellow
    গঙ্গাবর্ধন নারকেল গাছ কোথায় পাব কত দাম
    কোন নারকেল গাছের জাত সবথেকে ভালো হবে?
    দুই থেকে তিন বছরের মধ্যে ধরা নারকেল গাছের নাম এবং দাম
    নারকেল গাছে ফল আসছে না, কি কি সার দিতে হবে
    গঙ্গাবর্ধন নারকেল গাছ মালয়েশিয়ান নারকেল গাছ অরিজিনাল কিনা সেটা কিভাবে জানব
    Kōna nārakēla gāchēra jāta sabathēkē bhālō habē?
    Du'i thēkē tina bacharēra madhyē dharā nārakēla gāchēra nāma ēbaṁ dāma
    nārakēla gāchē phala āsachē nā, ki ki sāra ditē habē
    gaṅgābardhana nārakēla gācha mālaẏēśiẏāna nārakēla gācha arijināla kinā sēṭā kibhābē jānaba

КОМЕНТАРІ • 26

  • @fujdhmxhjshh4662
    @fujdhmxhjshh4662 3 місяці тому +4

    ভাই আমি শেরপুর থেকে বলতেছি আমার চারা লাগবে নাম্বার দেন প্লিজ

  • @madhusudhandas9400
    @madhusudhandas9400 2 місяці тому

    ধন্যবাদ

  • @dysn007
    @dysn007 Рік тому +1

    Background ALAN WALKER sound ta amar favorite 😊😊

  • @user-bk4em3so9z
    @user-bk4em3so9z 5 місяців тому +2

    ওখানে কি কি মেডিসিন দিছেন সেগুলো একটু লেইখা পাঠাইলে ভালো হয়

  • @MdNaeemulislam30
    @MdNaeemulislam30 11 місяців тому +1

    নারিকেল এর নিচের দিকে কোন রকম ভাবে কেটে কি পানিতে রেখে দিলে কি পাতা বেড় হবে নাকি জানাবেন

    • @sankhomondal4178
      @sankhomondal4178  11 місяців тому

      sorry dada reply deri te dauar jono. apnar prosno ta thik bujte parlam na

  • @SongramIslam-ii2pw
    @SongramIslam-ii2pw 4 місяці тому

    Dada ami gas laganor somoy gobor shar cara kicui dei ni kono pblm hbe nki😊

  • @ncdasn2666
    @ncdasn2666 11 місяців тому +1

    দুটো নারকেল গাছ এর মধ্যে দূরত্ব কত রাখতে হবে

  • @LucySoren-un5on
    @LucySoren-un5on 7 місяців тому

    Bigha proti kotota lagate pari

  • @mdyounuskhan8940
    @mdyounuskhan8940 6 місяців тому

    ধানা বলেছেন সে টা বুঝতে পারি নাই। একটু কিলিয়ার করে বলবেন

  • @delowarhossaindh0015
    @delowarhossaindh0015 10 місяців тому

    ভাই নতুন মাটি তোলা হয়েছে কিছু না দিলে সমস্যা হবে

  • @mustafijurrahaman2961
    @mustafijurrahaman2961 11 місяців тому

    দাদাভাই দানা বিষ খেলে কি হয়। একটু জানাবেন।

    • @harahali6106
      @harahali6106 11 місяців тому +1

      কিছু হবে না খেয়ে দেখতে পারেন

    • @sankhomondal4178
      @sankhomondal4178  11 місяців тому +1

      ​@@harahali6106😂

    • @sadekulislam9116
      @sadekulislam9116 Місяць тому

      ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

  • @user-nn5wg4cc1u
    @user-nn5wg4cc1u 11 місяців тому +2

    দাম কত ভাই

  • @priyankamondal4091
    @priyankamondal4091 4 місяці тому

    দাদা দনি হবে না 😂 দিন হবে