৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং গ্রাফিক ডিজাইন ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ‼

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • 🔴 ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন ইঞ্জিনিয়ারিংঃ
    গ্রাফিক ডিজাইন কম্পিউটার সফ্টওয়্যার এর মাধ্যমে কল্পনা, তথ্য এবং গ্রাহকদের ধারণাগুলির সাথে যোগাযোগ করার জন্য, দৃশ্যমান ধারণা তৈরি করে। একজন গ্রফিক ডিজাইনেরের কাজ হল বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, পাওয়ার পয়েন্ট ইত্যাদির মাধ্যমে লোগো, ফ্লায়ার, পেজ-লেআউট, বিজ্ঞাপণ, ব্রোশার, ম্যাগাজিন এবং কর্পোরেট রিপোর্ট এবং নকশা তৈরি করা।
    🔴 গ্রাফিক ডিজাইন ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ারঃ
    এই বিষয় ডিপ্লোমা করার পর বেসিক দক্ষতা ও সৃজনশীলতা অর্জন করতে পারলে বর্তমানে প্রায় সব ক্ষেত্রে এ পেশার চাহিদা রয়েছে। একজন গ্রাফিক ডিজাইনার গ্রাহকের চাহিদা ও প্রজেক্টের ধরন অনুযায়ী বিভিন্ন ইমেজ, ডিজাইন বা ভিজুয়াল কন্টেন্ট তৈরির দায়িত্বে থাকেন। গ্রাফিক ডিজাইনারের কাজের ক্ষেত্রগুলো হলো,
    ✅ বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি গুলো তে।
    ✅ সকল ধরনের প্রতিষ্ঠানে ডিজাইনার হিসেবে (যেমন লোগো ডিজাইনার, ওয়েব এর লে-আউট ডিজাইনার ইত্যাদি)।
    ✅ ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে ।
    ✅ নিউজ পেপার, মেগাজিন, মিডিয়া পাবলিশিং ইত্যাদি কোম্পানিতে।
    ✅ ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার হিসেবে।
    ✅ ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, এনিমেশন ডিজাইনার হিসেবে।
    এবং, আরো অনেক কোম্পানি এবং ভাগ রয়েছে যেগুলোতে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন।
    🔴 উচ্চ শিক্ষার সুযোগঃ
    ডিপ্লোমা শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে মাল্টিমিডিয়া ডিজাইন এন্ড টেকনোলজিতে ব্যাচেলর এবং মাস্টার ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে । এছাড়াও দেশের বাইরেও রয়েছে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ।
    🔴 গ্রাফিক ডিজাইন ইঞ্জিনিয়ারদের আয়ঃ
    কাজ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী একজন গ্রাফিক ডিজাইনারের আয় বিভিন্ন অঙ্কের হতে পারে। এন্ট্রি লেভেলে এ পেশায় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে শুরু থেকেই ৳২০,০০০ - ৳২৫,০০০ আয়ের সুযোগ রয়েছে। কাজের পোর্টফোলিও যত ভালো হবে, আয় তত বেড়ে যাবে। বিশেষ করে প্রাতিষ্ঠানিক কাজের বাইরে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে রয়েছে ভালো অর্থ আয়ের সুযোগ।
    🔴 ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই) এ ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন ইঞ্জিনিয়ারিং এ ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।
    🔴 ভর্তির যোগ্যতাঃ
    🔷 এস.এস.সি/ দাখিল/ ভোকেশনাল/ উন্মুক্ত পাশ (পাশের সনঃ ২০১১-২০২০)। ন্যূনতম জিপিএ ২.০০।
    🔷 ইংলিশ মিডিয়াম থেকে ’ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ’সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে কমপক্ষে ’ডি’ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে।
    🔷 HSC (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
    🔷 HSC (বিজ্ঞান) উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ৩য় পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
    🔴 বিশেষ স্কলারশীপ পেতে অনলাইনে ভর্তির আবেদন লিংকঃ admission.dti.ac/
    🔸 আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃত ১ম ১০ জন পাবে টিউশন ফি’র উপর ১০০% স্কলারশীপ।
    🔸 বাছাইকৃত পরবর্তী ২৫ জন পাবে টিউশন ফি’র উপর ৭৫% স্কলারশীপ।
    🔸 বাছাইকৃত পরবর্তী ৩৫ জনের জন্য আছে টিউশন ফি’র উপর ৫০% স্কলারশীপ।
    🔸 এছাড়াও আরো ৫০ জনের জন্য আছে টিউশন ফি’র উপর ২৫% স্কলারশীপ।
    *আবেদনকারীদের মধ্য থেকে যাচাই বাছাই শেষে স্কলারশীপের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
    🔴 বিশেষ সুবিধাঃ
    🔷 শিক্ষার্থীদের ল্যাপটপ ফ্রি পাওয়ার সুযোগ।
    🔷 ছাত্রীদের জন্য ৫০% ছাড়।
    🔷 দরিদ্র ও মেধাবীদের জন্য ড্যাফোডিল ফাউন্ডেশনের শতভাগ পর্যন্ত বৃত্তি।
    🔴 বিশেষ বৈশিষ্ট্য সমূহঃ
    🔷 দেশের একমাত্র পূর্নাঙ্গ ডিজিটাল পলিটেকনিক।
    🔷 অনলাইনে সম্পূর্ণ ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায়।
    🔷 1Card/bKash/Online Banking এর মাধ্যমে সকল প্রকার ফি পরিশোধ করা যায়।
    🔷 নিজস্ব অনলাইন এডুকেশন প্লাটফর্ম এ শতভাগ ক্লাস/ পরীক্ষা / গ্রুপ অ্যাসাইনমেন্ট করার সুবিধা।
    🔴 অন্যান্য বৈশিষ্ট্য সমূহঃ
    🔷 রাজধানীর প্রাণকেন্দ্র পান্থপথে নিজস্ব স্থায়ী সুবিশাল ক্যাম্পাস।
    🔷 ড্যাফোডিল ইন্টা. ইউনিভার্সিটিতে আর্থিক সুবিধাসহ B.Sc পড়ার সুযোগ।
    🔷 ড্যাফোডিল গ্রুপসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ইন্টার্ণশিপ/ যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ।
    🔷 আন্তর্জাতিক মানের ল্যাব, পাঠাগার ও ওয়াই-ফাই যুক্ত ক্যাস্পাস।
    🔷 নিজস্ব হোস্টেলে নিরিবিলি পরিবেশে থাকা-খাওয়ার সুব্যবস্থা।
    ** শুক্রবার সহ প্রতিদিন ভর্তি অফিস খোলা। **
    স্থায়ী ক্যাম্পাসঃ ৪৩/আর/৫-বি, পান্থপথ, ঢাকা। Call/ WhatsApp: 01713493187, 01713493267, web: www.dti.ac
    কলাবাগান ক্যাম্পাসঃ ৬৪/৬, লেক সার্কাস, রাসেল স্কয়ার, কলাবাগান, ঢাকা। Call/ WhatsApp: 01713493233

КОМЕНТАРІ •