পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির ২১ টি টোটকা 21 Astrological Tips To Increase Your concentration in studies

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • ‪@astrosolution3309‬
    Mr Sukriti Dan Whats App 9804836994
    মেধা শক্তি বৃদ্ধি এবং পরীক্ষার ফল ভাল করার কিছু প্রয়োজনীয় টোটকা
    Remedies for Education
    Remedies for Good Result
    Remedies for Concentration power
    Find out some ways to increase your concentration in studies according to astrology
    21 Astrological tips to increase your concentration in studies
    How can I increase my concentration in astrology?
    How can I study according to astrology?
    Which Dasha is good for education?
    Which Pooja is good for education?
    Lal Kitab remedies for students
    21 Vastu tips for students
    totka for concentration in studies
    astrological remedies for concentration in studies
    remedies for obstacles in education
    vastu tips for students for better performance
    lal kitab remedies to control a person
    lal kitab remedies for success in competitive exams
    lal kitab remedies for male child
    totka for good education
    Astro tips on how to improve students' focus while studying
    Astrology Tips To Improve Your Concentration | Vedic Astrology
    7 Astro tips for students to focus on study
    Totka
    পড়াশোনায় মনোযোগ বাড়ানোর কিছু উপায় জেনে নিন
    পড়াশোনা করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে’। ছোটবেলায় এই প্রবাদ শুনিয়ে বাবা-মা আমদের পড়তে বসাত। কিন্তু, পরবর্তীকালে দেখা যায় পড়তে বসলেই আমাদের মাথায় আসে বিভিন্ন ধরণের চিন্তা। মনোযোগ যে কোথায় গায়েব হয়ে যায় কে জানে! পড়ায় মনোযোগ থাকলে যেটা একবার পড়লেই হয়, মনোযোগ না থাকলে সারাদিন পড়েও লাভ নেই। জ্যোতিষ শাস্ত্র মতে পড়াশোনায় মনোযোগ আনার কিছু উপায় নিম্নে দেওয়া হল। এই পদ্ধতি গুলি অবলম্বন করলে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য লাভ করা সম্ভব।
    ১) বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করতে হবে। ‘ওঁ ঐং ক্লীম সরস্বতৈ নম’ এই মন্ত্রটি ১০৮বার পদ্মাসনে ঈশান কোনে মুখ করে বসে পাঠ করতে হবে।
    ২) ছাত্র-ছাত্রীরা যেন লেখাপড়ার সময় উত্তরদিকে মুখ করে বসে, তাহলে একাগ্রতা বৃদ্ধি পাবে।
    ৩) পঞ্চমুখী হনুমানের পূজো করতে হবে।
    ৪) প্রতিদিন পাঁচটি করে তুলসীপাতা ভক্ষণ করতে হবে।
    ৫) পড়তে বসার সময় কাঠের চেয়ার টেবিল ব্যবহার করতে হবে, এবং টেবিলে যেন কাঁচ পাতা না থাকে।
    ৬) লোহার স্কেল বর্জন করতে হবে।
    ৭) প্রতি রবিবার রুটি, চিনি এবং একটি গোলাপ ফুল একসঙ্গে তামার পাত্রতে রেখে সূর্যদেবকে অর্পণ করুন।
    ৮) পড়ার টেবিলে সবুজ রঙের চাদর পাততে হবে।
    ৯) প্রত্যেক বৃহস্পতিবার পাঁচ রকম মিষ্টি ও পাঁচটা এলাচ একসঙ্গে একটি প্লেটে রেখে অশ্বত্থ গাছের নিচে অর্পণ করতে হবে সন্ধ্যাবেলায়। পর পর তিনটি বৃহস্পতিবার করলে সুফল পাবেন।
    ১০) তামার আংটি এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত।
    ১১) বাগানের ঝরে পরা ফুল পড়ার টেবিলে রাখলে সুফল পাবেন।
    ১২) বিদ্যার্থীদের ঘর যেন সবুজ বা হলুদ বর্ণের হয়।
    ১৩) পড়ার ঘরকে সবসময় খোলামেলা রাখতে হবে।
    ১৪) ঘড়িতে অ্যালার্ম পূর্ণ সংখ্যায় দিতে হবে অর্থাৎ ভোর ৪টা বা ৫টা এরকম। ‘সাড়ে’ বা ‘সোয়া’ এগুলো বর্জনীয়।
    ১৫) লেখাপড়ার টেবিলে যে কোনও একজন মহাপুরুষের ধ্যান মগ্ন ছবি রাখুন।
    ১৬) হিংস্র কোনও জন্তুর ছবি রাখা উচিত নয়।
    ১৭) বিদ্যার্থীকে দিয়ে মাঝে মধ্যে দরিদ্র ছেলেমেয়েদের পড়াশোনার জিনিস দান করান।
    ১৮) বুধবার কালো কুকুরকে কিছু খাওয়ান।
    ১৯) কালো কালিতে লেখা বর্জন করতে হবে।
    ২০) যে খাতায় লিখবে তার মধ্যে একটি কচি অশ্বত্থ পাতা রাখুন।
    ২১) খালি গায়ে পড়তে বসতে নেই, কোনও পোশাক পড়ে বসুন।
    ২২) রাতে শয়নের আগে ‘হরে কৃষ্ণ- হরে কৃষ্ণ- কৃষ্ণ-কৃষ্ণ হরে-হরে /হরে রাম- হরে রাম- রাম-রাম হরে - হরে, এই মন্ত্রটি ১০বার পাঠ করলে পড়াশোনায় একাগ্রতা বাড়বে।
    মেধা বাড়াতে এবং পরীক্ষার ফল ভাল করার কিছু প্রয়োজনীয় টোটকা
    অনেক ছাত্রের বাবা, মায়েদের বিভিন্ন চিন্তার মধ্যে একটি প্রশ্ন থেকেই যায়। কেউ বলে, ছেলে মেয়ে একদম পড়াশোনা করছে না। কেউ বলে, সন্তান সারা দিন বই নিয়ে বসে থাকে, কিন্তু কিছু মনে রাখতে পারছে না। কেউ বলে, পরীক্ষা এলেই শরীর খারাপ হয়ে পড়ে। কারও আবার অভিযোগ, সন্তান পরীক্ষা ভাল দিচ্ছে কিন্তু রেজাল্ট মনমতো হচ্ছে না। এই রকম হাজারো সমস্যা নিয়ে বাবা, মা তাদের সন্তানদের নিয়ে চিন্তিত। এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধানে থাকল কয়েকটা টোটকা-
    ১। পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করতে হবে।
    ২। বাড়ির উত্তর-পূর্ব ঘরে এবং ঘরের উত্তর-পূর্ব কোণে বসে পড়াশোনা করলে রেজাল্ট ভাল হয়।
    ৩। পড়ার টেবিলের ওপর সবুজ কাপড় বা রেক্সিন বিছিয়ে তার ওপর কাচ দিয়ে দিলে ভাল।
    ৪। পড়ার টেবিলের ওপর ক্রিস্টাল বল ঝুলিয়ে দিন। বলটি রোজ একটু রোদে রাখতে পারলে ভাল।
    ৫। নীল সরস্বতী কবচ অথবা অষ্টবিনায়ক কবচ ধারণ করলে রেজাল্ট ভাল হয়।
    ৬। চারমুখী রুদ্রাক্ষ অথবা গণেশ রুদ্রাক্ষ ধারণে রেজাল্ট ভাল হয়।
    ৭। সরস্বতী যন্ত্রম এবং গণেশ যন্ত্রম স্থাপন করে নিত্য ধূপ দেখিয়ে পুজো করলে রেজাল্ট ভাল হয়।
    ৮। পড়ার টেবিলের ওপর কাচের গ্লাসে জল রেখে তার মধ্যে কয়েকটা মুক্তো রেখে দিলে ভাল রেজাল্ট হয় এবং পরীক্ষার্থীর টেনশন কাটে।
    ৯। কয়েকটা পেন্সিল ছুলে সূঁচালো মুখ উপর দিক করে রেখে দিন কাচের গ্লাসের মধ্যে। মেধার তীব্রতা বাড়বে।
    ১০। দশা-অন্তর্দশায় গ্রহদের জপ, যজ্ঞ ও গ্রহশান্তি করালে রেজাল্ট ভাল হয়।
    Concentration Study

КОМЕНТАРІ • 26