আমিরাতে সেলুন ব্যবসায় ব্যাপক সফলতা পাচ্ছে বাংলাদেশিরা | UAE | Bangladeshi Salon | Jamuna TV
Вставка
- Опубліковано 14 гру 2024
- #JamunaTelevision #JTV #current_affairs #daily_news_update #jamuna_tv_live #যমুনাটিভি #দেশের_খবর #যমুনাটিভিলাইভ
সংযুক্ত আরব আমিরাতে সেলুনের ব্যবসায় ব্যাপক সফলতা পাচ্ছে বাংলাদেশিরা। দেশটিতে এরইমধ্যে গড়ে উঠেছে কয়েক হাজার বাংলাদেশি সেলুন। এসব সেলুনের বেশিরভাগ কর্মীও বাংলাদেশি। দক্ষতা ও নিখুঁত কাজের কারণে স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় বাংলাদেশি কারিগররা। ফলে, দেশটিতে এই খাতে বাংলাদেশি কর্মীর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে বিস্তারিত।
আমিরাতে সেলুন ব্যবসায় ব্যাপক সফলতা পাচ্ছে বাংলাদেশিরা | UAE | Saloon | Jamuna TV
Subscribe to our channel: / jamunatvbd
Follow us on Twitter: / jamunatv
Follow us on TikTok: / jamuna_television
Find us on Facebook:
Check our website: www.jamuna.tv
ভালোই
আমিরাতে না, ভেবেছিলাম আমিরিকাতে 😅😅😅😅😅 আরব, না লেখার কারণ বুঝতে পারছি। 🤬🤬
আসসালামুয়ালাইকুম ভাই নিউজগুলো দিচ্ছেন ঠিক আছে সবাই কিন্তু ভালো নাই আপনাদের নিউজ শুনে সবাই আসতে চাইবে আমি রাতে আসলে সেলুনের মালিকের ফায়দা আছে কিন্তু যারা কর্মী কমিশনের ওপর বেতন হয় তার নিজের রুম নিজের খাওয়া এমনকি অনেক আছে ভিসা লাগানোর জন্য টাকা দিতে হয় দয়া করে নিউজ বলবেন আরেকজনকে উৎসাহী করবেন না যে ভাবে বলছেন এত সহজ না বাংলাদেশের নাম শুনলেই আমিরাতে ভিসা দিতে যাচ্ছেন বাংলাদেশের ভিসা এখন আপাতত বন্ধ আছে শুধু লেবার ভিসা আমাদের কূটনৈতিক তৎপরতা কী করছে ইন্টার ডুবাই কাউন্সিল তো ফোন করলেও রিসিভ করেননা
আপনার কমেন্ট আমি পড়েছি বাংলাদেশ থেকে জানিনা আপনি আপনি এখন কোথায় আছেন তারপরও বলতে চাই হয়তোআপনার কমেন্ট সঠিক হতে পারে খবরে যতটা সহজ ভাবে বলা হয়েছে ততটা কর্ম করা এত সহজ না
আমি দুবাইতে আছি ভাইয়া
@@abdulmutaleb2092 ভাই আপনি কি করেন
সুখবর!!!
খুব ভালো ও প্রশংসনীয় কাজ।
সিলেট শহর থেকে দেখছি।
অনেক সুন্দর এগিয়ে যাক বাংলাদেশ🥰
ভালো আছেন ভাই
ভাই আমি জাব কত টাকা লাগবে
সাদা ড্রেস পরা উনার বাড়ি আমাদের গ্রামে।
শীলপাড়া, হাইলধর, আনোয়ারা, চট্টগ্রাম
আমি জাব
নাহ ঠিক আছে করেন করেন খারাপ নাতো
মালিকের লাভ।কর্মচারী গুলো দশ থেকে পনের হাজারের বেশি ইনকাম করতে পারে না।অনেকে গিয়ে কান্না করে কাজ নাই।
ভিসা নাই
সম্পূর্ণ সত্যি নিউজ না এটা।
আর কোনো নিউজ পাইলি না
Gorib desh Bangladesh ki korbe
আর জাই করুক তোমাদের মতো চুরি, ডাকাতি, ছিনতাই করে খায়না। ইন্ডিয়ারা বাহির দেশে বিশেষ করে মালয়েশিয়াতে বেশিরভাগ ইন্ডিয়া কি করে খায় খবর নিয়ে দেখো। ঈদের ২ দিন আগে আমার ই ১ লাখ ৩০ হাজার টাকা মাইরা খাইছে।
শেষে হাজামতের কাজে??😂
ভুয়া খবর