ট্রাম এক অদ্ভুত অনুভূতির নাম। যতোই মন্থর হোক, যতোই সময়ের সঙ্গে তাল মেলাতে না পারুক, এই ঐতিহ্য হারিয়ে যেতে বসলে কষ্ট হয় বটে। আমি জানি, আমার মতো অনেকেই আছেন, যাদের সঙ্গে ট্রামের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে... ❤
@@Sujoyneel ami tmr big fan bole choto korte chai na... Tmk khub khub khub valo lage amr .. ur the best youtuber in west bengal.. ❤️❤️. Tmr vdo & tmk dekhe mon vore na, mone hoi aro dekhi aro jani
ভাই সুজয়নীল, আপনি তো নিছকই আরও একজন উপস্থাপকমাত্র নন, অত্যন্ত শক্তিশালী অন্যতম একজন Social Influencerও বটে! তাই অনেক আশা নিয়েই আপনাকে অনুরোধ জানাচ্ছি, একটু "খতিয়ে" দেখতে যে - ঠিক এই সময়টাকেই বেছে নেওয়া হলো কেন এই পুরোনো, প্রায় তামাদি হয়ে আসা ব্যাপারটাকে হঠাৎই এতো জরুরী ভিত্তিতে (!!!) সামনে টেনে আনবার...কেমন যেন আঁশটে গন্ধ পাচ্ছি, অধিকতর অন্য কোনো গুরুতর ঘটনার থেকে পাবলিকের নজর ঘোরানোর জন্য নয় তো...?!!
অসাধারণ তথ্য সমৃদ্ধ একটি ভিডিও। কলকাতার ট্রাম বন্ধ হওয়া আমাদের কাছে এক মন খারাপ করা খবর। এখনো সুযোগ পেলেই ট্রামে উঠে পরি। কলকাতার ট্রাম তোমায় জানাই আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা। সুজয় নীল, তোমার উপস্থাপনা বড়ই সুন্দর বড়ই আন্তরিক। এগিয়ে চলুক তোমার চ্যানেল, শুভেচ্ছা রইলো।
সুজয় ভাই, আপনার প্রতিটা ভিডিও আমার কাছে গল্পের বই আর আপনি সেই গল্পের নির্মল পাঠক, কি অদ্ভুত সুন্দর আপনার উচ্চারণ। আপনি একজন শিল্পী। শিল্পীর কোনো দেশ কালের সীমানা থাকে না। বাংলাদেশ থেকে ভালোবাসা পাঠালাম। ভালো থাকবেন সুজয় ভাই। ট্রামে চেপে তিলোত্তমা দেখা হলো না। এই একটা না পাওয়া থেকে গেলো।
ওফ্ফ্, বংগালীলোগ-এর এই এক ব্যামো, যেকোন উপলক্ষ্য পেলেই গান আর কবিতার উদ্রেক হয়! ভাই রে, এখন কাব্যি না করে, রুখে দাঁড়ানোর সময়! Sorry, একটু কাঠখোট্টা লাগলেও উপায় নেই - क्युंकि...लाथों का भुत बातोंसे नही मानता ✊✊✊
আমি সত্যিই বাংলার বুকে জন্মে গর্ব করি এত সুন্দর স্মৃতি আর কোথাও নেই 🥹 সত্যি খুব কষ্ট লাগছে কিন্তু সময়ের সাথে আমাদের ও এগোতে হবে তোমাকে বিদায় জানালাম ট্রাম আমাদের পরের জেনারেশন তোমাকে হয়তো আর দেখতে পাবে না কিন্তু তুমি বাংলার বুকে চিরকাল থেকে যাবে 🙂♥️
সুজয়নীল দাদা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। কলকাতার মেট্রো নিয়ে একটা ভিডিও বানানোর অনুরোধ রইলো। আর একটা ভিডিও বানানোর অনুরোধ রইলো কলকাতার ডবল ডেকার বাস নিয়ে।
Juger sathe tal melanor jonno amader tram proyojon, ota electric e chole, green energy. Sarkar porisrom korbe na tai roger treatment na kore, rogi k mere felar siddhanta noyeche.
অনেক স্বপ্ন ছিল ট্রামে চড়ার তবে খবর টা শোনার পরে খুব দুঃখ পেলাম.কারণ কলকাতা গিয়েছি 3থেকে 4 বার হবে তবে ট্রামে চড়া হয়নি এটা আমার দুর্ভাগ্য 😢ভেবে ছিলাম পরের বার যখন আসবো তখন ট্রামে চড়বো .সরকারের উচিত কলকাতার ঐতিহ্য 🚃 ট্রামকে বাঁচিয়ে রাখা
Ami sorkar hole ai kolkata jaan ta ke aro sundor kore sajatam ato purano jinis take Kolkata old jinis take new vabe update kortam - ai jinis tar jonno aj Kolkata naam 😢
এক দুবার আমি নিজে ট্রামে চড়েছি, তাই সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ট্রামের গতি যথেষ্ট ভালো ছিল এবং অনেক কম খরচের ছিল। তাই ট্রামের কারণে মানুষের দেরি হয়ে এটা পুরোপুরি ভুল কথা। ট্রামের লাইনের ওপর অন্য গাড়ি যদি দাঁড়িয়ে থাকে তাহলে ট্রামকেও দাঁড়িয়ে থাকতে হবে, এতে ট্রামের দোষ কোথায়। ট্রাম নিজের লাইনেই চলে, তাই ট্রামের কারণে যানজট আর দুর্ঘটনা হয়, একথাও মিথ্যে। এখন অনেক লোকাল ট্রেন আছে যেগুলোকে AC লোকাল হিসাবে বানানো হয়েছে, যদিও AC ব্যবহারের কোনো ব্যবস্থা করা হয়নি। ঠিক এইভাবে যদি ট্রামগুলোকে আর একটু হালকা এবং কম আওয়াজ হবে এইভাবে যদি modify করা হতো, আর ট্রামের জন্য রুট clear রাখা হত, তাহলে কলকাতায় মানুষ বাসের থেকে বেশি ট্রামকেই প্রাধান্য দিত। কোনো কিছু গড়তে অনেক সময় লাগে, ধংস করতে একটা মুহূর্ত যথেষ্ট। ট্রাম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটা অসভ্যতা এবং নির্বুদ্ধিতার পরিচয়।
দাদা আমি বাংলাদেশী। কিন্তু ছোট থেকেই আমার খুব সখ ছিলো শহর কোলকাতার এই ট্টামে উঠার। হলুদ ট্যাক্সি, ট্রাম, আর ঠ্যালা রিক্সা এগুলোতে উঠার। কিন্তু বয়সে ছোট আর দুই দেশের দূরত্বের কারনে যাওয়া হয়ে উঠেনি 😢
ট্রামে ওঠার স্বপ্নটা আর পূরণ হলো না। একদিন দুজনে ট্রামে উঠতে গিয়েও সময়ের অভাবে কোথাও যাবো ঠিক করতে না পারায় আর ইচ্ছে পূরণ হয়নি। সে কথা মনে পরলে এখনো অনুশোচনা হয়😔
আমি বোলপুর শান্তিনিকেতনে থাকি। ছোটবেলায় আমি আর বাবা মিলে কলকাতায় ট্রামে যাতায়াত করতাম, কিন্তু বড়ো হয়ে আর কোনোদিনও ট্রামে চড়িনি। ইচ্ছে ছিল, একদিন আবার ট্রামে চড়ে কলকাতা দেখবো, কিন্তু আজ সেটা শেষ হয়ে গেল। আমার সেই ইচ্ছাটা পূর্ণ হলো না।
না... তিলোত্তমা কলকাতার ১৫০ বছরের প্রাচীন ঐতিহ্য ক্যালকাটা ট্রাম ওয়েজ, তার স্বমহিমায় কল্লোলিনী কলকাতার রাস্তার বুকে ছুটে বেড়াবে এ প্রান্ত থেকে ও প্রান্ত..! স্মৃতির অতলে তলিয়ে যাবে না... ❤ বহু আলোচনার পর এটাই সিদ্ধান্ত নেয়া হয়েছে... 🤗😍🤩
সত্যি খুব খারাপ লাগছে । আমার দূর্ভাগ্য যে কলকাতা জন্ম নিয়েও কখনো ট্রাম চড়া হয়ে ওঠেনি ।কিন্তু বন্ধ হয়ে যাবে শুনে অনেক খারাপ লাগছে ।আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে 😢😢
Ami howrah bridge e tram e chore gechilam . Darun lagche sedin R ekhane new technology diye bideshe'r moto tram chalano jai , sotti ichha thakle upay hoi . Kolkatay no parking zone e gari parking control korle tram er jonno kono traffic zam hobena.
দাদা ট্রাম আর বন্ধ হচ্ছে না , WBTC থেকে CTC এর হাতে ট্রামকে তুলে দেওয়া হয়েছে। ট্রাম আছে ছিল আর থাকবে! আর এবার চলবে যুগের সাথে তাল মিলিয়ে !! ❤❤❤ ভিডিওটা অনেক ভালো লাগলো, তোমাকে ফেসবুক থেকে ফলো করছি !!❤❤
বাঙালির স্বভাবই হলো এই.... যা থাকে তখন তা ব্যবহার করা হয় না আর চলে গেলে.. দুঃখ উঠলে ওঠে... ট্রামে সপ্তাহে অন্তত দু তিনবার প্রয়োজনে যখনই উঠেছি ... প্রায় সময়ই কমজন বা খালি থাকতো... এখন দেখছি প্রচুর ট্রাম প্রেমী আছে... মরার পর লোকের মুখে গঙ্গাজল দিয়ে ভালো সাজার চেষ্টা আর কী!
প্রথম যখন ট্রাম চড়েছিলাম তখন ক্লাস ৮ এ পড়তাম এই বছর উচ্চমাধ্যমিক পাস করি এবং শেষ পরীক্ষার দিন দেশপ্রিয় পার্ক থেকে বালিগঞ্জ পর্যন্ত শেষ বারের মত ট্রামে চড়েছিলাম ........ প্রায় রোজই দেশপ্রিয় পার্ক যাই কিন্তু ট্রামের ওই ঢং ঢং শব্দ আর শুনতে পাব না😢😢😢😢😢😢
Dada microphone er quality ektu improve korte hobe.. Voice puropuri clear asche na ,, ektu chapa asche.. Ar video r moddhe photo gulo swipe er somoi "huuss" je sound ta .. khub bitkel lagche sunte... (Eta amar bektigoto montobyo,, baki tomar iccha)
ট্রাম এক অদ্ভুত অনুভূতির নাম। যতোই মন্থর হোক, যতোই সময়ের সঙ্গে তাল মেলাতে না পারুক, এই ঐতিহ্য হারিয়ে যেতে বসলে কষ্ট হয় বটে। আমি জানি, আমার মতো অনেকেই আছেন, যাদের সঙ্গে ট্রামের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে... ❤
@@Sujoyneel ami tmr big fan bole choto korte chai na... Tmk khub khub khub valo lage amr .. ur the best youtuber in west bengal.. ❤️❤️. Tmr vdo & tmk dekhe mon vore na, mone hoi aro dekhi aro jani
ভাই সুজয়নীল, আপনি তো নিছকই আরও একজন উপস্থাপকমাত্র নন, অত্যন্ত শক্তিশালী অন্যতম একজন Social Influencerও বটে! তাই অনেক আশা নিয়েই আপনাকে অনুরোধ জানাচ্ছি, একটু "খতিয়ে" দেখতে যে - ঠিক এই সময়টাকেই বেছে নেওয়া হলো কেন এই পুরোনো, প্রায় তামাদি হয়ে আসা ব্যাপারটাকে হঠাৎই এতো জরুরী ভিত্তিতে (!!!) সামনে টেনে আনবার...কেমন যেন আঁশটে গন্ধ পাচ্ছি, অধিকতর অন্য কোনো গুরুতর ঘটনার থেকে পাবলিকের নজর ঘোরানোর জন্য নয় তো...?!!
Sir ami tomar big fan ami apnar video পছন্দ করি আর কারোর নয়
Thank you sir ☺️
অসাধারণ তথ্য সমৃদ্ধ একটি ভিডিও। কলকাতার ট্রাম বন্ধ হওয়া আমাদের কাছে এক মন খারাপ করা খবর। এখনো সুযোগ পেলেই ট্রামে উঠে পরি। কলকাতার ট্রাম তোমায় জানাই আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা।
সুজয় নীল, তোমার উপস্থাপনা বড়ই সুন্দর বড়ই আন্তরিক। এগিয়ে চলুক তোমার চ্যানেল, শুভেচ্ছা রইলো।
ট্রামে ওঠার সপ্ন টা সুধু সপ্ন ই থেকে গেল 🥹🥹।
Same😢
Same😢
Usss moment
Maidan a chole Heritage Trum hisebe
Same 😢
এক জীবনে কত কিছুই আমাদের অজানা রয়ে যায়।এই ভিডিও না দেখলে হয়তো এই ইতিহাস জানাই হতো না।😌
Love from Santipur,Nadia❤
জীবনানন্দ দাস এই ভাবে মারা গিয়েছেন স্যতিই জানতাম না 😢 খুব কষ্ট লাগলো শুনে। সুজয় দাভাই তোমার ভিডিও না দেখলে জানতেই পারতাম না। Sorry We love you sir😢
আমি অনেক আগে বইতে পড়েছিলাম।কিন্তু তখন বুঝতাম না যে ট্রাম কি।পরে আমি কোন এক টিভি চ্যানেলে দেখেছি ট্রাম কি❤️
জীবনে কতকিছুই তো অজানা থেকে যায় আমাদের। তাই না...
আমিও jantam না
সুজয় ভাই, আপনার প্রতিটা ভিডিও আমার কাছে গল্পের বই আর আপনি সেই গল্পের নির্মল পাঠক, কি অদ্ভুত সুন্দর আপনার উচ্চারণ। আপনি একজন শিল্পী। শিল্পীর কোনো দেশ কালের সীমানা থাকে না। বাংলাদেশ থেকে ভালোবাসা পাঠালাম। ভালো থাকবেন সুজয় ভাই।
ট্রামে চেপে তিলোত্তমা দেখা হলো না। এই একটা না পাওয়া থেকে গেলো।
এই ভিডিওটির ই অপেক্ষায় ছিলাম 😊
দাদা ভুত প্রেত নিয়ে একটা ভিডিও বানান❤ 3:28
সিনেমা ও মন বন্দী হয়েই রয়ে গেল ট্রাম ।। অন্তত একবার হলেও ট্রামে ওঠার ইচ্ছে ছিল কিন্তু হলো না।। যাতায়াত ব্যাবস্থার উন্নতি ঘটল আর ট্রাম ঐতিহ্য হয়েই রয়ে গেল।।
পুরো কলকাতার বুক জুড়ে ট্রাম চলুক | ❤
গতকাল খবর পেয়েছিলাম যে ট্রাম আবার চলবে। শুনে খুব ভালো লাগলো।
This is not true sadly.
দাদা কলকাতার পুজো গুলোর রুট ম্যাপ নিয়ে যদি একটা ভিডিও বানাতেন খুব ভালো লাগতো😊
**ট্রামের শহর, স্মৃতির গান**
ট্রামের চাকার টুংটাং শব্দ,
ভোরের আলোয়, কলকাতা জাগে,
ধুলো জমা রাস্তায় ধীরে ধীরে,
চলে যায় ট্রাম, হারিয়ে ফেলে রাগে।
পুরনো দিনের গল্প শোনায়,
গুমোট বিকেল, বৃষ্টি ভেজা সন্ধ্যা,
জীর্ণ জানালায় মুখ রেখে চেয়ে,
দেখি সেই পথ, ছুঁয়ে ফেলে কল্পনা।
স্কুলের ব্যাগ, ছোট্ট বেলায়,
সেই প্রথম ট্রামের সফর,
হাতের পয়সা, টিকিট কেটে,
ভেতরে বসে দেখেছি শহর।
দোল খেয়ে যায় ট্রাম, ধীর তালে,
জীবনের মতো তার নেই কোন তাড়া,
আলতো হাওয়া, চেনা কলকাতা,
সবটাই যেন স্মৃতির কারুকাজে গাঁথা।
আজও ট্রামের ধ্বনি বাজে দূর থেকে,
শহর জুড়ে বয়ে যায় ইতিহাস,
কলকাতার বুকের সেই ট্রামগুলো,
হৃদয়ে বাজায় শৈশবের প্রশ্বাস।
ওফ্ফ্, বংগালীলোগ-এর এই এক ব্যামো, যেকোন উপলক্ষ্য পেলেই গান আর কবিতার উদ্রেক হয়! ভাই রে, এখন কাব্যি না করে, রুখে দাঁড়ানোর সময়! Sorry, একটু কাঠখোট্টা লাগলেও উপায় নেই - क्युंकि...लाथों का भुत बातोंसे नही मानता ✊✊✊
আমি সত্যিই বাংলার বুকে জন্মে গর্ব করি এত সুন্দর স্মৃতি আর কোথাও নেই 🥹 সত্যি খুব কষ্ট লাগছে কিন্তু সময়ের সাথে আমাদের ও এগোতে হবে তোমাকে বিদায় জানালাম ট্রাম আমাদের পরের জেনারেশন তোমাকে হয়তো আর দেখতে পাবে না কিন্তু তুমি বাংলার বুকে চিরকাল থেকে যাবে 🙂♥️
Khub sundor Dada❤❤❤❤❤
Anek kichu janlam khub valo laglo. Tram bondho hoye gelo mon ta kharap .
ভেবে ছিলাম কলকাতা ঘুরতে গেলে ট্রাম এ উঠবো, স্বপ্ন টা থেকেই গেলো 🥺🥺🥺
Akhono cholche , Esplanet theke moidan obdi, chore nin, Highcourt order dilei bandho hoye jabe..swapno ta puron kore nin.
আপনার ভিডিও অনেক ভালো লাগে। Love from Bangladesh dada❤️
আমি তো এখনো ট্রামে চড়িনি। আমার দূর্ভাগ্য😅😅
Uss uss
😭
Darun informative video,akhane dheklam onekai Bolche tram otha ta swapno roye gelo,ami boli tara atodin ki korchilen,tobe chinta nei tram uthte prben alpo solpo …
সুজয়নীল দাদা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। কলকাতার মেট্রো নিয়ে একটা ভিডিও বানানোর অনুরোধ রইলো। আর একটা ভিডিও বানানোর অনুরোধ রইলো কলকাতার ডবল ডেকার বাস নিয়ে।
যুগের সাথে তাল মেলাতে গিয়ে এভাবেই কি আমাদের সবকিছু হারাতে হবে ভাবতে খারাপ লাগছে
Juger sathe tal melanor jonno amader tram proyojon, ota electric e chole, green energy. Sarkar porisrom korbe na tai roger treatment na kore, rogi k mere felar siddhanta noyeche.
19 শতক বলতে 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত সময় বোঝায়। এই ত্রুটি ছাড়া খুব ভাল হয়েছে ভিডিও টি
O my God! কলকাতা বললেই তো আগে ট্রামের কথা মনে হয়! আয় হায়! 1981 এ প্রথম বার ট্রাম দেখি যখন ঢাকা থেকে বেড়াতে আসি। মন টা খারাপ লাগছে। 😢😢😢
আমি সঙ্গে সঙ্গে হাজির তোমার নোটিফিকেশন পেয়ে 😊❤
Sujoyneel mane ak alada onobhuti❤❤
Ei video tar opekkha te chilam dada❤❤❤❤❤
অনেক স্বপ্ন ছিল ট্রামে চড়ার তবে খবর টা শোনার পরে খুব দুঃখ পেলাম.কারণ কলকাতা গিয়েছি 3থেকে 4 বার হবে তবে ট্রামে চড়া হয়নি এটা আমার দুর্ভাগ্য 😢ভেবে ছিলাম পরের বার যখন আসবো তখন ট্রামে চড়বো .সরকারের উচিত কলকাতার ঐতিহ্য 🚃 ট্রামকে বাঁচিয়ে রাখা
Osadharon Dada osadharon ❤
Dada apner video gulo osadharon hoi❤👏
সুজয় নীলদা আপনি রানাঘাট থেকে কলকাতা ট্রাম জার্নিরকথা বললেন আমি খুব গর্বিত হলাম যে আমি রানাঘাটে থাকি ❤❤
First comment❤🎉 bankura theke
দাদা খেজুরির ইতিহাস নিয়ে একটা ভিডিও বানান। ঠিকানা :- কাঁথি ও নন্দীগ্রাম এর পাশে, এখানে ভারতের সবচেয়ে প্রথম ডাকঘর এখনও আছে।
Apnar video gulo amar khub valo lage ❤❤❤
দাদা সুশান্ত সিং রাজপূত আমার খুব প্রিয় নায়ক ছিলো। আপনি প্লিজ ওনার মৃত্যু রহস্য নিয়ে একটা ভিডিও দিন 🙏🙏🙏🙏🙏🙏
Congratulations Silver Play Button 🎉❤
কবি জীবনানন্দ দাস এভাবে মারা গিয়ে ছিলো ,,এটা আমি আজকে জানতে পারলাম😢
❤darun bollen sujoy da ...
Accident তো সব গাড়িতেই হয়, সেটার সঠিক সমাধান খুঁজতে পরিশ্রম হবে, তাই হাতে চোট পাওয়ার সমস্যায় পুরো হাত কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
খুব খুব সুন্দর হয়েছে ধন্যবাদ
Ami sorkar hole ai kolkata jaan ta ke aro sundor kore sajatam ato purano jinis take Kolkata old jinis take new vabe update kortam - ai jinis tar jonno aj Kolkata naam 😢
এক দুবার আমি নিজে ট্রামে চড়েছি, তাই সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ট্রামের গতি যথেষ্ট ভালো ছিল এবং অনেক কম খরচের ছিল। তাই ট্রামের কারণে মানুষের দেরি হয়ে এটা পুরোপুরি ভুল কথা। ট্রামের লাইনের ওপর অন্য গাড়ি যদি দাঁড়িয়ে থাকে তাহলে ট্রামকেও দাঁড়িয়ে থাকতে হবে, এতে ট্রামের দোষ কোথায়। ট্রাম নিজের লাইনেই চলে, তাই ট্রামের কারণে যানজট আর দুর্ঘটনা হয়, একথাও মিথ্যে।
এখন অনেক লোকাল ট্রেন আছে যেগুলোকে AC লোকাল হিসাবে বানানো হয়েছে, যদিও AC ব্যবহারের কোনো ব্যবস্থা করা হয়নি। ঠিক এইভাবে যদি ট্রামগুলোকে আর একটু হালকা এবং কম আওয়াজ হবে এইভাবে যদি modify করা হতো, আর ট্রামের জন্য রুট clear রাখা হত, তাহলে কলকাতায় মানুষ বাসের থেকে বেশি ট্রামকেই প্রাধান্য দিত। কোনো কিছু গড়তে অনেক সময় লাগে, ধংস করতে একটা মুহূর্ত যথেষ্ট। ট্রাম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটা অসভ্যতা এবং নির্বুদ্ধিতার পরিচয়।
Congratulations for Silver Play Button
dada ei khobor ta tule dhorbar jonno donnobad
খুব সাম্প্রতিক লক্ষ্য করছি,,রাজাবাজার থেকে শ্যামবাজার রুটে নতুন করে ইলেকট্রিক ওভারহেড তার লাগানো হয়েছে.......
দাদা আমি বাংলাদেশী। কিন্তু ছোট থেকেই আমার খুব সখ ছিলো শহর কোলকাতার এই ট্টামে উঠার। হলুদ ট্যাক্সি, ট্রাম, আর ঠ্যালা রিক্সা এগুলোতে উঠার। কিন্তু বয়সে ছোট আর দুই দেশের দূরত্বের কারনে যাওয়া হয়ে উঠেনি 😢
ট্রামে ওঠার স্বপ্নটা আর পূরণ হলো না। একদিন দুজনে ট্রামে উঠতে গিয়েও সময়ের অভাবে কোথাও যাবো ঠিক করতে না পারায় আর ইচ্ছে পূরণ হয়নি। সে কথা মনে পরলে এখনো অনুশোচনা হয়😔
আমি বোলপুর শান্তিনিকেতনে থাকি। ছোটবেলায় আমি আর বাবা মিলে কলকাতায় ট্রামে যাতায়াত করতাম, কিন্তু বড়ো হয়ে আর কোনোদিনও ট্রামে চড়িনি। ইচ্ছে ছিল, একদিন আবার ট্রামে চড়ে কলকাতা দেখবো, কিন্তু আজ সেটা শেষ হয়ে গেল। আমার সেই ইচ্ছাটা পূর্ণ হলো না।
মায়াপুরের কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে একটি ভিডিও বানাও দাদা❤। নদীয়া থেকে।
Ami akbar trame chore chilam durga pujoy 2018 te...😢
এইভাবে সব একদিন ইতিহাস এ পরিণত হবে 🙃
khub sundor dada ❤❤
না... তিলোত্তমা কলকাতার ১৫০ বছরের প্রাচীন ঐতিহ্য ক্যালকাটা ট্রাম ওয়েজ, তার স্বমহিমায় কল্লোলিনী কলকাতার রাস্তার বুকে ছুটে বেড়াবে এ প্রান্ত থেকে ও প্রান্ত..! স্মৃতির অতলে তলিয়ে যাবে না... ❤
বহু আলোচনার পর এটাই সিদ্ধান্ত নেয়া হয়েছে... 🤗😍🤩
সত্যি খুব খারাপ লাগছে । আমার দূর্ভাগ্য যে কলকাতা জন্ম নিয়েও কখনো ট্রাম চড়া হয়ে ওঠেনি ।কিন্তু বন্ধ হয়ে যাবে শুনে অনেক খারাপ লাগছে ।আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে 😢😢
Sir apnaak ank dhonnobad 🎉🎉🎉
মনটা খারাপ হয়ে গেল..খুব ইচ্ছা ছিল কলকাতার ট্রাম চড়ার..যদিও কলকাতা গেছিলাম কয়েকবার..তবে সময় হয়নি ট্রামে চড়ার..ভেবেছিলাম এবার গেলে উঠব..কিন্তু ভারত তো বাংলাদেশকে ভিসা দিচ্ছে না..তাই কবে যেতে পারব জানিনা..এটা নিশ্চিত ট্রামে চড়তে পারব না..কেননা ভিসা পাব কবে জানিনা..তার আগের তো বিদায় নিচ্ছে ট্রাম..
Very nostalgic moment
অসংখ্য ধন্যবাদ দাদা
Saudi Arabia থেকে 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🇸🇦🇸🇦 Miss you ট্রাম
Dada tomar voice ta mind-blowing
Kolkatar emotions gulo jano aste aste hariye ja6e🥺
You are a live Legend
Cold war er upor akta details video chai ❤
ট্রাম আমাদের heritage.... ঐতিহ্য হারিয়ে যাওয়া অতীব দুঃখজনক
Victoria memorial nie ekta video dekhte chai ...ami Aronno from Bangladesh. ..plz dada video ta dien
1:34 কলকাতায় গিয়ে ট্রামে ওঠার স্বপ্ন্ টা থেকেই গেলো 😢
Love you dada from Bangladesh ❤️❤️
Apner video gulo khub bhalo lage. Bhalo thakun r anak video din amder janya. ❤
Darun ❤
Dada
Talvar case ta niye
Akta video diben plz
Dada ranaghater maa durgar murti toirir kaj ki abar suru hoyeche? জানাবেন প্লীজ 🙏
Ami howrah bridge e tram e chore gechilam . Darun lagche sedin R ekhane new technology diye bideshe'r moto tram chalano jai , sotti ichha thakle upay hoi . Kolkatay no parking zone e gari parking control korle tram er jonno kono traffic zam hobena.
দাদা তাজমহল নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ প্লিজ প্লিজ
দাদা ট্রাম আর বন্ধ হচ্ছে না , WBTC থেকে CTC এর হাতে ট্রামকে তুলে দেওয়া হয়েছে। ট্রাম আছে ছিল আর থাকবে! আর এবার চলবে যুগের সাথে তাল মিলিয়ে !! ❤❤❤ ভিডিওটা অনেক ভালো লাগলো, তোমাকে ফেসবুক থেকে ফলো করছি !!❤❤
This is false news
দাদা পুলক বন্ধপাধঅ্যায় ভিডিও বানালে খুব উপকৃত হব।
বাঙালির স্বভাবই হলো এই.... যা থাকে তখন তা ব্যবহার করা হয় না আর চলে গেলে.. দুঃখ উঠলে ওঠে... ট্রামে সপ্তাহে অন্তত দু তিনবার প্রয়োজনে যখনই উঠেছি ... প্রায় সময়ই কমজন বা খালি থাকতো... এখন দেখছি প্রচুর ট্রাম প্রেমী আছে... মরার পর লোকের মুখে গঙ্গাজল দিয়ে ভালো সাজার চেষ্টা আর কী!
দাদা তাজমহল নিয়ে একটি ভিডিও বানাবেন ☺️
সুজয় দা আপনি সুস্থ ও স্বাভাবিক থাকুন এই কামনা করি
ফুরফুরা শরীফের ইতিহাস নিয়ে একটি ভিডিও আনুন
Sujoyda please make a video about double decker Bus on Kolkata.
ট্রাম কে একটা সুস্থ এবং গণপরিবহণ হিসেবে আবার আধুনিক ভাবে ফিরিয়ে আনা উচিত। শুধু মাত্র heritage আর nostalgia র খাঁচায় ভরে রাখবেন না 🙏🙏🙏
সম্পূর্ণ সহমত👍
তোমাকে দেখলে অবাক হোই একদিকে বিভিন্ন ঘটনার ইতিহাস বলছো আর একদিকে সনচালক তোমার দুই রুপি আমার কাছে প্রিয়ো দাদা
দাদা great 👍
১৫০ বছরের ঐতহ্যবাহী এই ট্রাম তুলে দেওয়া একদমই ঠিক হয়নি সরকারের😢
প্রথম যখন ট্রাম চড়েছিলাম তখন ক্লাস ৮ এ পড়তাম এই বছর উচ্চমাধ্যমিক পাস করি এবং শেষ পরীক্ষার দিন দেশপ্রিয় পার্ক থেকে বালিগঞ্জ পর্যন্ত শেষ বারের মত ট্রামে চড়েছিলাম ........ প্রায় রোজই দেশপ্রিয় পার্ক যাই কিন্তু ট্রামের ওই ঢং ঢং শব্দ আর শুনতে পাব না😢😢😢😢😢😢
দাদা তোমার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে
Very nice video ❤❤❤
আধুনিক যানবাহনের সঙ্গে সঙ্গে পুরোনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।
তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে
Ki kosto pelam news ta sune..😢
তোমার উপস্থানা অসাধারণ nice and lovly।।👍👍👍👍
তোমাদের ভালোবাসায় 2k Subscriber পূরণ হয়েছে আর Monitize ও হয়েছে সবাই সাপোর্ট করলে আরো এগিয়ে যেতে পারবো 🙏🙏
যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে যেন অতীতের এক একটা জিনিস আজ হারিয়ে যাচ্ছে 😢😢😢😢❤❤❤❤❤
যুগের সাথে তাল মিলিয়ে ট্রামের আধুনিকরন করা উচিত, তাকে ভুলে যাওয়া উচিত নয়
দাদা সুন্দরবন নিয়ে ভিডিও বানাও, আমি সুন্দরবন এর বাসিন্দা❤
দাদা কলকাতার দুতলা বাস নিয়ে একটা ভিডিও হবে
Dada apner bari ki tahole ranaghat a chilo??
Dada microphone er quality ektu improve korte hobe..
Voice puropuri clear asche na ,, ektu chapa asche..
Ar video r moddhe photo gulo swipe er somoi "huuss" je sound ta .. khub bitkel lagche sunte...
(Eta amar bektigoto montobyo,, baki tomar iccha)
Awesome ☺️ 👌 👏 ❤❤😮😊😊sir.
দাদা আপনি জোতিষ সম্পর্কে কিছু বলুন
Netaji sompor ke jodi kono video banate paren tahole khub bhalo hoy.
Nice video ❤