Phire Dekha Nazrul | Manomay Bhattacharya | Pandit Debojyoti Bose | Audio Jukebox | Nazrul Geeti

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 513

  • @ManzoorulAlam
    @ManzoorulAlam 3 роки тому +57

    অপূর্ব । প্রত্যেকটি গানই অপূর্ব- তারউপর সরোদ সঙ্গত এক কথায় অসাধারণ।
    এরকম আরও কিছু উপহার দিন।
    ভয় নেই এই ডামাডোলের দিনেও এখনও নজরুল ভক্ত এত আছে যে আপনাদের অবদান স্মরণ রাখবে।
    প্রচুর পরিমানে দরকার এমন উদ্যোগ। নজরুলের গান যে কতখানী কালোত্তীর্ণ তা তো এমনিতেই প্রমানিত। তাই গেয়ে যান।
    অনেক সুন্দর গাইছেন আপনি। আপনার প্রতি রইল অনন্ত শুভেচ্ছা।

    • @tauhidchowdhury5029
      @tauhidchowdhury5029 3 роки тому +7

      একদম ঠিক বলেছেন ভাই । নজরুলের গান গাইলেই হয় না । আঁটঘাট বাঁধা, বিশেষ একটি গায়কি আছে । তার বাইরে গিয়ে গাওয়া যাবে না । যে কাজটা ফিরোজা বেগম করতেন । তবে অতিরিক্ত কারুকার্য্যের কারণে অনেক সময় মূল সুরের বিকৃতি ঘটে । পশ্চিম বঙ্গের শিল্পীদের উচ্চাঙ্গ সঙ্গীতের উপর দখল বেশী থাকার কারনে, উনাদের কন্ঠে নজরুলের গান অনেক বেশী শ্রুতিমধুর মনে হয় । আপনি যেমন বললেন নজরুলের গান কালোত্তীর্ণ । এরকম কাজ আর বেশ কয়েকটি হলে খুব ভাল হতো । মনোময় ভট্টাচার্য্য ও পন্ডিত দেবজোত্যি বোসকে অসংখ্য ধন্যবাদ (ও বিনম্র শ্রদ্ধা) এমন একটি অসাধারণ কাজের জন্য ।

    • @bulbulghosh8543
      @bulbulghosh8543 2 роки тому

      এক কথায় অপূর্ব।

  • @suklamukherjee9678
    @suklamukherjee9678 10 місяців тому +3

    অসাধারণ বলার কিছু নেই

  • @tauhidchowdhury5029
    @tauhidchowdhury5029 3 роки тому +41

    নজরুলের গান গাইলেই হয় না । আঁটঘাট বাঁধা, বিশেষ একটি গায়কি আছে । তার বাইরে গিয়ে গাওয়া যাবে না । যে কাজটা ফিরেজা বেগম করতেন । তবে অতিরিক্ত কারুকার্য্যের কারণে অনেক সময় মূল সুরের বিকৃতি ঘটে । পশ্চিম বঙ্গের শিল্পীদের উচ্চাঙ্গ সঙ্গীতের উপর দখল বেশী থাকার কারনে, উনাদের কন্ঠের নজরুলের গান অনেক বেশী শ্রুতিমধুর মনে হয় । কমেন্টস-এ Manzoorul Alam ভাই বলেছেন নজরুলের গান কালোত্তীর্ণ । সত্যিই তাই । এরকম কাজ আর বেশ কয়েকটি হলে খুব ভাল হতো । মনোময় ভট্টাচার্য্য ও পন্ডিত দেবজোত্যি বোসকে অসংখ্য ধন্যবাদ (ও বিনম্র শ্রদ্ধা) এমন একটি অসাধারণ কাজের জন্য ।

    • @F.M.J.U
      @F.M.J.U 4 місяці тому +1

      নজরুল সঙ্গীত সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ সংগীত। বিশেষ করে খেয়াল, ঠুমরি,দাদরা ও গজল ঢংয়ের গান গুলি। যে কোন শিল্পীর উচ্চাংগ সংগীতে ভালো দখল না থাকলে বা কন্ঠ ক্লাসিক্যাল বেইজ কন্ঠ ছাড়া নজরুল সঙ্গীত গাওয়া একেবারে অসম্ভব।

    • @tauhidchowdhury5029
      @tauhidchowdhury5029 4 місяці тому

      @@F.M.J.Uএকদম সঠিক বলেছেন ❤

    • @bandanasinha27
      @bandanasinha27 2 місяці тому

      অপূর্ব। যতবার শুনছি তত ভাল লাগছে

  • @mandirabanerjee6829
    @mandirabanerjee6829 10 місяців тому +1

    অপূর্ব - অপূর্ব ...চোখ বন্ধ করে অন্য এক জগতে হারিয়ে গেলাম!! একরাশ ধন্যবাদ আপনাদের !

  • @fatimaferdous9009
    @fatimaferdous9009 3 роки тому +42

    যখন অরুণকান্তি গানটি শুনছিলাম, মনে হচ্ছিল একদম ভিতর থেকে একটা শান্তির পরশ পাচ্ছি! কি অসাধারণ সুর মাধুর্য!
    বিনম্র শ্রদ্ধা আপনার প্রতি_ মনোময় স্যার
    বাংলাদেশ থেকে

  • @kajalchakrabortty4689
    @kajalchakrabortty4689 4 роки тому +20

    অপূর্ব ,, অপূর্ব ,, combination ,,,
    মনোময় ভাই এর সুরেলা যাদু কন্ঠে গাওয়া নজরুল গীতি ,,ও দেবজ্যোতি ভাই এর অতুলনীয় স্বরোদ বাজনা একটি অন্য মাত্রা এনে দিয়েছে 👍👍👍👍👍👍
    আমি মানবেন্দ্র মুখোপাধ্যায়, ফিরোজা বেগম,ড: অঞ্জলী মুখোপাধ্যায় , ধীরেন্দ্র চন্দ্র মিত্র ও অন্যান্য শিল্পী দের নজরুল গীতি ই বেশী শুনি ,,, কিন্তু ভাই ❓ তোমাদের এই অপূর্ব ‌যুগলবন্দী শুনে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম 💜
    সত্যি আমি প্রশংসা করার মত ভাষা হারিয়ে ফেলেছি 🙏🙏🙏
    তোমরা ভালো থেকো আর এইভাবে ই আমাদের গান শুনিয়ে আনন্দে ভরিয়ে রাখো 👍🌹💝👍🌹💝

    • @suklabanerjee2559
      @suklabanerjee2559 3 роки тому

      মন ভরে গেল। অপূর্ব।

  • @sayantanchakraborty9923
    @sayantanchakraborty9923 4 роки тому +43

    প্রাণ, মন, কান ভরে গেলো। অসাধারণ গায়কী। এরকম কন্ঠই প্রকৃত নজরুলগীতির জন্য চাই!😍❤❤

    • @chitraray6337
      @chitraray6337 2 роки тому +2

      😊🎂👌

    • @chandrikachowdhury805
      @chandrikachowdhury805 2 роки тому +1

      Chandrika.chowdhury
      Iam,agreat,fan of monomoychakrabarty

    • @ashishmukherjee1031
      @ashishmukherjee1031 2 роки тому +1

      @@chandrikachowdhury805 qààààaààaààààààààaààaààààààààaaàààààaàaàaaaàaààààààaàààààààààààaaààààaaàaaàààaàààaàaàaà

    • @momotamukhoty3949
      @momotamukhoty3949 2 роки тому +2

      কোন গানকে খুব ভাল বলবো ভেবে পাচ্ছি না।সব গান অপূর্ব। আরো শুনতে চাই। ধন্যবাদ

    • @suhanasafar5669
      @suhanasafar5669 2 роки тому

      @@chitraray6337 111111

  • @tanujingles6041
    @tanujingles6041 3 роки тому +1

    Ahaaa ki apurbo gailen sab gan......... Mon bhore gelo

  • @narugopalgoswami9405
    @narugopalgoswami9405 2 роки тому +6

    মনোময়বাবু হলেন সার্থকনামা কন্ঠশিল্পী। সুরের মাধূর্য্যে সর্বদাই মনের গভীরে থাকেন। নমস্কার।

  • @madhumitamallick7431
    @madhumitamallick7431 3 роки тому +1

    Asadharan, mon vore gelo। Khub chotobela theke Najrul geeti valobasi। Aj jeno sotti mon ta akdom byathay vore gelo। Apurva।

  • @angshumandevnath2958
    @angshumandevnath2958 Рік тому +2

    আহা! কী বলবো! এমন ভালো গাইতে কীভাবে পারে একজন! ময়োময় দা, নমস্তে❤

  • @Npbiker181
    @Npbiker181 3 роки тому +17

    যেমন কন্ঠ তেমন সুর, বাদ্যযন্ত্র ও চমৎকার বাজিয়েছে,এক কথায় অসাধারণ, মন ভরে গেল। ❣️❣️❣️

    • @ykroy5642
      @ykroy5642 3 роки тому

      Suvo Panchami dada. Mon bhore jachche. NOTUN KORE PELAM.

  • @rahijaafsana7045
    @rahijaafsana7045 6 років тому +40

    প্রথমে শোনার খুব একটা ইচ্ছে হয়নি, শুধু নজরুল বলেই 'শুনে দেখি' ভাব নিয়ে শুনে তো থ' মেরে গেলাম ! বিমোহিত আমি ! দারুণ কাজ ! 💜💜

  • @jahirulislam1580
    @jahirulislam1580 6 років тому +22

    অরুণকান্তি কে গো যোগী ভিখারী
    নীরবে হেসে দাঁড়াইলে এসে
    প্রখর তেজ তব নেহারিতে নারি ৷৷
    রাস বিলাসিনী আমি আহিরিণী
    শ্যামল কিশোর রূপ শুধু চিনি ,
    অম্বরে হেরি আজ একি জ্যোতিঃপুঞ্জ
    হে গিরিজাপতি ! কোথা গিরিধারী
    সম্বর সম্বর মহিমা তব , হে ব্রজেশ ভৈরব , আমি ব্রজবালা ,
    হে শিব সুন্দর ,বাঘছাল পরিহর , ধর নটবর-বেশ পর নীপ-মালা ৷৷
    নব মেঘ-চন্দনে ঢাকি অঙ্গজ্যোতিঃ
    প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন-পতি
    পার্ব্বতী নহি আমি শ্রীমতী ,
    বিষাণ ফেলিয়া হও বাঁশরী-ধারী ৷৷

    • @sudhachatterjee8191
      @sudhachatterjee8191 3 роки тому

      qqqqppqpplqpqpq
      pq
      p
      qpq
      pq
      pqp
      ppplp₩p

    • @sudhachatterjee8191
      @sudhachatterjee8191 3 роки тому

      qqqqppqpplqpqpq
      pq
      p
      qpq
      pq
      pqp
      ppplp₩p

    • @sudhachatterjee8191
      @sudhachatterjee8191 3 роки тому

      qqqqppqpplqpqpq
      pq
      p
      qpq
      pq
      pqp
      ppplp₩p

    • @wazich
      @wazich 3 роки тому

      এই গানগুলি অনেক বছর আগে TaraMuzik এ শুনেছিলাম!দুজনের যুগলবন্দী আসলেই অন্য মাত্রা এনে দিয়েছে! মনোময় ভট্টাচার্য কে মাঝে মাঝে টি.ভি'র পর্দায় দেখা যায়- যেমন সা রে গা মা পা'র অনুষ্ঠানে! অনেক দিন শ্রী দেবজ্যোতি বোস-কে কোথাও দেখছি না! আশা করি তিনি ভাল আছেন!

  • @মানবসন্তানশ্বাস

    অরুন কান্তি গানটা শুনলে কেন যেন চোখের জল ধরে রাখতে পারিনা।

    • @nasiruddinahmed9116
      @nasiruddinahmed9116 Рік тому +1

      কেন আপনার এত কষ্ট কিসের ?

    • @মানবসন্তানশ্বাস
      @মানবসন্তানশ্বাস Рік тому +2

      ​@@nasiruddinahmed9116 গানটি আপনি ঠিকমত শুনেছেন কিনা জানিনা। আপনার উপর শ্রদ্ধা রেখেই বলছি গানটি আসলে সাধারান মানুষকে নিয়ে নয়। এখানে ঈশ্বরের একটি রুপ হতে আরেকটি রুপে দেখার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। আর বেশিকিছু বললাম না। ইচ্ছা হলে পড়তে পারেন বা আমাকে বললে আমি আপনাকে জানাতে পারি। নজরুলের গান খুব সহজ নয়। ভালথাকবেন।

    • @bidishabanerjee194
      @bidishabanerjee194 Рік тому

      🙏🙏 আহিরী ভৈরব... বড্ডই মায়াময় সুরের প্রকাশ। মনের ভিতর শ্রদ্ধা ও প্রণাম কে নিয়ে আসে। আমার খুব প্রিয় গান 🙏🙏

    • @bablichakraborty5598
      @bablichakraborty5598 Рік тому

      ​@@মানবসন্তানশ্বাসllllllllllllllllllllllllllllll

  • @swapankumarpal-hn1ch
    @swapankumarpal-hn1ch Рік тому

    এ যে পরম ব্রহ্মের দ্বারে কবি নজরুল মনকে শুভময় ক্ষণে দাঁড় করিয়ে দিয়েছেন ৷ এ পরম পাওয়ার স্বাদ পেলাম মাননীয় মনোময় ভট্টাচার্যের মনোময় কন্ঠে ৷ মুগ্ধ হলাম ৷

  • @naheednabilena8861
    @naheednabilena8861 9 місяців тому +1

    আপনার গায়কী খুবই সুন্দর, মন ছুয়ে যায়

  • @sudiptamukherjee7960
    @sudiptamukherjee7960 4 роки тому +4

    Eto sundor golar aoaj mone hoy gaangulo sunei jao thak pore sob kaj .e ek onnojogot.endless thanks.

  • @drsarmishthaniyogi8159
    @drsarmishthaniyogi8159 3 роки тому +1

    আহা খুব সুন্দর এই এল্বামটা ! অপূর্ব অনবদ্য সুন্দর সুন্দর !!!!!!! আমার সশ্রদ্ধ প্রণাম --

  • @keyaraha2794
    @keyaraha2794 Рік тому +1

    অসাধারণ, ঠাকুর আপনার গলা আর এই রকম গায়কি বজায় রাখুন, আর আমাদের এই রকমই সুন্দর গান শোনান।খুব ভাল থাকবেন।

  • @santanutripathy2809
    @santanutripathy2809 3 місяці тому

    মনোময় দা অত্যন্ত প্রিয় শিল্পী। অরুণ কান্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম।

  • @dipanwitabanarjee1105
    @dipanwitabanarjee1105 3 роки тому +12

    we are blessed to have singer like u manomay sir. u have lot more to contribute. regards

  • @arijit0602
    @arijit0602 5 років тому +4

    অসাধারণ যুগলবন্দি... মনটা ভরে গ্যালো... অবাক হয়ে যাই গানের কবি ও সুরকার এর কথা ভেবে... আবার সশ্রদ্ধ প্রণাম জানাই তাঁকে

  • @mitabhattacherjee3125
    @mitabhattacherjee3125 Рік тому +1

    ভগবান প্রদত্ত কন্ঠ আহা !

  • @Muhib_recitation
    @Muhib_recitation 2 роки тому +2

    অপূর্ব । প্রত্যেকটি গানই অপূর্ব

  • @sreyasi82
    @sreyasi82 8 років тому +6

    Monomoy-da apni onek uchudorer shilpi....erokom aro bhalo bhalo gan sonar opekkhay roilam apnar theke.....osadharon triptimoy sristi....dujonei onobodyo....

  • @shefalinath2313
    @shefalinath2313 2 роки тому +1

    খুব সুন্দর!শিল্পীর গায়কী এত প্রাণবন্ত! ঠাকুর ওঁর সর্বাঙগীন মঙ্গল করুন।

  • @মানবসন্তানশ্বাস

    অভিমানী নজরুলকে বুঝতে না পারলে এমন গায়কি কখনও সম্ভব নয় বলে মনে হয়। আমি গানের কিছুই বুঝিনা তবে আমি নিজে নজরুলের মত ভালবাসার কাঙাল ও অভিমানী সেটা মানি। অশেষ সাধুবাদ ও শুভকামনা গায়ক, সরোদ বাদক ও পেছনের সবাইকে।

  • @moupriyaroy4243
    @moupriyaroy4243 3 роки тому +3

    আমি মৌপ্রিয়া আপনার পা ধরে একবার প্রণাম করতে চাই। বাংলাদেশ থেকে ভালোবাসা আপনার জন্য। এতো চমৎকার, ভেতরকে যেনো অন্য কোথাও নিয়ে যায়!! আপনার জন্য ভালোবাসা ও শুভ কামনা❤

  • @ishanibanerjee605
    @ishanibanerjee605 2 місяці тому

    Khub sundar majhe majhe batikram , fusion bhalo lage noile Najruler gangulo te ak gheyemi chole asche 👍

  • @ashimkumarchattopadhya7212
    @ashimkumarchattopadhya7212 2 роки тому +1

    খুব ভালো গেয়েছেন, আপনি বাংলা গানের একজন উল্লেখযোগ্য ধারক, বারাহ নন্দনরা যাই বলুক আমরা পাশে আছি।

  • @spdas6731
    @spdas6731 4 роки тому +12

    Smooth like butter. I am speechless. What a rendition!

  • @dnag02
    @dnag02 4 роки тому +2

    Apurbo!! Monomoy er voice plus rendition plus music arrangement plus Sarod - Apurbo!!

  • @ARPANBHATTACHARJEE-rs5fw
    @ARPANBHATTACHARJEE-rs5fw 9 місяців тому

    আহাঃ! কি ভালো সঙ্গীত পরিবেশন। অসাধারণ! মন ভরে গেল।

  • @Ahsansa
    @Ahsansa 3 роки тому +2

    Beautiful music...beautiful soulful rendition....speechless....!! Particularly songs 2, 3, 4, 7 & 8 are superexcellent.....

  • @nurmohammod6731
    @nurmohammod6731 8 років тому +18

    সত্যি অসাধারণ!!!!!!!!! অপূর্ব ,চমৎকার -----------------------

  • @somapodder198
    @somapodder198 2 роки тому +1

    ভোর বেলায় এমন গায়ক এর সুর শুনে আকাশের পাখিরা ডানা মেলে উড়বে।আমার নমস্কার দাদা।(যূগলে)।

  • @tusharsarkar821
    @tusharsarkar821 3 роки тому +4

    I liked the selection of the Nazrul songs & both the Sarod and Singing style of Manomaya & Pt Debajyoti Bose. May God bless them with long lives.

    • @momotamukhoty3949
      @momotamukhoty3949 2 роки тому

      গান ও বাজনা কি যে ভাল লাগল ভাষায় প্রকাশ করতে পারছি না।

  • @alpanabanerjee4810
    @alpanabanerjee4810 3 роки тому +5

    ফিরে দেখা-- অ্যালবামের গান গুলি মনোময়বাবু খুব দরদে গেয়েছেন। সঙ্গে টোনির সরোদ বাদন অসাধারণ!

  • @aniktbhattacharjee7916
    @aniktbhattacharjee7916 4 роки тому +7

    এক কথায় অসাধারণ... বাদ্যযন্ত্র ও অসাধারণ...

  • @ferdouwsixolly4237
    @ferdouwsixolly4237 6 років тому +4

    কানে যেন শান্তি পেলাম।কি কণ্ঠ,কি গায়কী?

  • @bidishabanerjee194
    @bidishabanerjee194 Рік тому

    🙏🙏 আবহসংগীত ও গান ও গায়কের অসাধারণ গানের প্রকাশ.... শ্রদ্ধা জানাই 🙏🙏🙏
    মুগ্ধ মুগ্ধ মুগ্ধ 🙏🙏

  • @sumitabasu3783
    @sumitabasu3783 3 роки тому +4

    অসাধারণ গায়কী...বাদ্যযন্ত্র ও অপূর্ব।

  • @KartickMaity-ju7lj
    @KartickMaity-ju7lj Рік тому

    অনাস্বাদিত অশ্রুতপূর্ব মনোময় দেবজ্যোতি, অকৃত্রিম ভালোবাসা

  • @quamrulzia764
    @quamrulzia764 2 роки тому +2

    god bless monomoy & devjyoti for their enormous mastery and devotion to indian music as well as tribute to great lyricist najrul! i belive MAHADEV & Uma are giving relentless blessings to india !

  • @AsimRaychoudhury-vy5to
    @AsimRaychoudhury-vy5to Рік тому

    দারুণ গেয়েছেন, আর সরোদ শিল্পী কে অনেক অনেক অভিনন্দন❤❤❤

  • @parthaaditya5225
    @parthaaditya5225 3 роки тому +8

    New concept and very beautiful blending of both artists. Worth listening.

  • @subratadey9052
    @subratadey9052 4 роки тому +8

    beautiful!!!!! today my morning became happy by these songs. excellent presentation. i love it.

    • @sandhyadas851
      @sandhyadas851 4 роки тому

      Darun sundar arokm gan sunle mon ta valo hoe jai.

  • @tahminasultana2829
    @tahminasultana2829 Рік тому

    Beautiful,heart touching,mind blowing presentation.immortal collection.thanks asha audio.

  • @svenkatrao1970
    @svenkatrao1970 4 роки тому +6

    What a soulful voice its early morning this Sandhi Prakash Rag Ahirbhairav aha...i m in heaven

  • @thebongoloop5218
    @thebongoloop5218 3 роки тому +4

    হৃদয় কেড়ে নিয়েছেন দাদা।

  • @sarmisthadas401
    @sarmisthadas401 11 місяців тому

    Outstanding Presentation🎉🎉
    PRANAM Nazrul Islam ji🙏🙏 🎉🎉
    Excellent Voice Quality 🎉🎉
    Excellent Instroment 🎉🎉
    Aritra Das. X-Administrative Officer
    India. Kolkata. Khardaha. 🎉
    Sarmistha Das. ThankYou 🎉

  • @namonitamukherjee464
    @namonitamukherjee464 4 роки тому +11

    Jemon sorod temon sangit.apurbo bonding.i love it.♥️

    • @munnasarkar6019
      @munnasarkar6019 3 роки тому

      Aparajita basu ami avivuto,, the selection of songs are marvalas . Long live . God bless you . Carry on . I also blased you that your success goes on the highest range of music concern .

  • @karmaispujaa2.0
    @karmaispujaa2.0 27 днів тому

    Sambe sada Shiva ♥️ Bhairava ♥️ Maa Adi Shakti ❤

  • @parnaghosh
    @parnaghosh 3 роки тому

    দুর্দান্ত হয়েছে। অসাধারণ rendition, music arrangement, অনবদ্য সরোদ।

  • @ranjitamajumder8084
    @ranjitamajumder8084 6 років тому +3

    I bow down to Pandit Debojyoti Bose to initially create an ambience with the melodious flow of music by his Sarod , to feel afloated in the space where the significant glow of Shiva could be seen . It seems so Radha the most profound devotee has come in search of her Lord Krishna , but pleading Lord Shiva to move in the clouds, give away the Singa and take Lord Krishna's flute and appear in front of her as she cannot find her Lord . Sri Monomoy Bhattacharya has done a great job of bringing forth my feelings ,as he has sung this song in his male voice.
    Last , but not the least , the background score and chorus , struck to me ,as holy chants were repeated on and on which enriched my vision of divinity towards the piece of art.
    Kazi Nazrul Islam ,who has written the beautiful song ,being a Muslim by birth shows such an awesome justice to the prayer of Radha towards Lord Shiva , the Lord of perrenial sustenance of this Creation to see her devoted friend or Sakha !

    • @manashworkout737
      @manashworkout737 6 років тому

      Radha is not at all a profound devotee ........... rather there is only one person who had made lord krishna to realize the meaning of love and sacrifice. she is Meera.......... the great lady !! Radha doesn't deserve to be the love of lord krishna.

  • @sudippalodhi8215
    @sudippalodhi8215 5 років тому +4

    নীরবে হেসে দাঁড়াইলে এসে
    প্রখর তেজ তব নেহারিতে নারি ৷৷❤️❤️❤️
    এই জন্যেই বোধ হয় রবীন্দ্রসঙ্গীত এর আগে রাখি...

    • @soumyadeepdutta3726
      @soumyadeepdutta3726 5 років тому

      Dutor tulona ta ektu onuchit hoye gelo na??

    • @sudippalodhi8215
      @sudippalodhi8215 5 років тому +1

      @@soumyadeepdutta3726 তুলনা টানছি না সেই ধৃষ্টতা আমার নেই।আমার পছন্দের নিরিখে কে আগে কে পরে সেটাই বললাম। আমার পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি তার মানে এই নয় আমি সচিন তেন্ডুলকর কে অপমান করছি বা ওদের তুলনা করছি....

    • @turjo4932
      @turjo4932 3 роки тому

      দুজনের লেখার ধরণ দুই ধরণের তাই তুলনা করা ঠিক নয়

    • @sabirh5046
      @sabirh5046 3 роки тому

      শিল্প এমন একটা জিনিস
      যার মধ্যে প্রতিযোগিতা হয়না
      শিল্প ব্যাপারটাই এমন হোক
      মহাকবি বা গ্রাম্য বাউল কাউকেই
      আপনি খাট করতে পারবেন না

  • @maitrabiplab5177
    @maitrabiplab5177 2 роки тому +1

    রাধাতুলসী গানটি কৃষ্ণকে নিয়ে কাজী নজরুল ইসলামের লেখা এক অনবদ্য সঙ্গীত । তেমনি শিল্পী মনোময় ভট্টাচার্যের নিবেদন । অসাধারণ । মন ভরে গেল ।❤❤

  • @suvasischakraborty2504
    @suvasischakraborty2504 2 роки тому

    দাদাভাই, অসাধারণ, মনোমুগ্ধকর, হৃদয়বিদারক আপনার গায়কীএবং প্রতিস্থাপন। প্রতিটি গান শুনতে শুনতে মনপ্রাণ ভরে গেল। ভালো থাকবেন💐💐💐

  • @monilalsaw6822
    @monilalsaw6822 3 роки тому +2

    নতুন আঙ্গিকে মনোময়ের নজরুল গীতি জাস্ট অসাধারণ।

  • @shraddharoy
    @shraddharoy 4 місяці тому

    0:00 Arunokanti ke go
    7:44 Srijano chande
    12:02 Mone pore aj
    18:17 Eso priyo mono
    21:44 Sahosha ki gol banghlo
    27:06 Radha Tulsi prem piyasi

  • @dilipdas1601
    @dilipdas1601 3 роки тому

    Joto sunleo triptir shesh hoyna.aaro aaro anek sunar aakanksha ei ashadharon kontha.

  • @bhaktidebnath1786
    @bhaktidebnath1786 3 роки тому +1

    Kub valo perform korecen, apner voice valo, najrul avaloei dakhol ache,good,

  • @shrutighatak8918
    @shrutighatak8918 6 років тому +1

    Amon sundor baani r sur akmatro kaji nazrul islamer pokkhei somvob. Osadharon.

  • @moushumimukherjee9521
    @moushumimukherjee9521 4 роки тому

    Ashadharon monomoy ,sur tal voice r sathe ponditjir ashadharon baddo.

  • @subhajitP1999
    @subhajitP1999 2 місяці тому

    আজকাল আমার এই বঙ্গে এইসব সুর আর উঠে না।।😢

  • @diptimoyghosh8569
    @diptimoyghosh8569 7 років тому +3

    I was browsing through the comments while listening to the beautiful album, I must say Listen to the songs and keep your mouth all of you in fact who were fighting with Sangeet & Geeti. We nobody has any authority to judge neither Qazi Nazrul Islam, nor Rabindranath Tagore, we can equally devote them only to show our respect towards both the Greatest.

  • @susmitasadhukhan436
    @susmitasadhukhan436 2 роки тому

    Sir apnar gaan sune mon vore jai , r o ei rokom gaan sunte chai 🙏🙏🙏sir apnar gaan sune sob vule jai ,sudhu mone hoy gaan sunei jai ❤

  • @enitabanerjee2628
    @enitabanerjee2628 2 роки тому

    অপূর্ব, অপরিসীম প্রশান্তি মনের ভিতরে ছড়িয়ে পড়েছে. অসাধারণ.

  • @rebamalakar5029
    @rebamalakar5029 6 років тому

    Asadharan sarod badoner sathey..
    Excellent..tomar sangeet poribesona. Akta..alada matra aney d a.chey..
    Awesome...mind..blowing...

  • @soumyadeepsarkarvlog
    @soumyadeepsarkarvlog 7 років тому +6

    অরুণকান্তি কে গো....... খুবই প্রিয় গান !
    এখন থেকে প্রায় দিনই শোনা হবে
    ধন্যবাদ !

  • @beedeegeecop271
    @beedeegeecop271 3 роки тому +3

    Awesome music arrangement and awesome Manomoy

  • @namonitamukherjee464
    @namonitamukherjee464 4 роки тому

    Asadharon .ei kotha r tune ja konodin purano hoyna.i love so much....

  • @radhasil8600
    @radhasil8600 2 роки тому

    অসাধারণ, ভালো থাকুন, প্রভু আপনাকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন।🙏

  • @suklachakraborty2797
    @suklachakraborty2797 2 роки тому

    অপূর্ব। খাদে সুরের মূর্ছনা অসাধারণ।

  • @sonaliroy8990
    @sonaliroy8990 3 роки тому

    Khub sundor Monomoy da. Aro anek sundor gan gao.

  • @soumitkanjilal268
    @soumitkanjilal268 5 років тому

    Kono hoichoi nei nei tamon publicity but ur voice is mesmerising..Mano da darun

  • @Bratin_Basu
    @Bratin_Basu 4 роки тому +10

    রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি - Identity of Bengal. ❤❤

    • @nababsiraj845
      @nababsiraj845 3 роки тому +1

      ❤️🌹🙏

    • @vishalchowdhry3165
      @vishalchowdhry3165 3 роки тому

      @@nababsiraj845 3r1

    • @ari345n
      @ari345n 2 роки тому +1

      Na Bhai these are heritages. Identity of Bengal is too unlimited to measure. ☺️☺️☺️☺️

  • @sridattachatterjee2711
    @sridattachatterjee2711 7 років тому +7

    Thank you Monomoy da, Debojyoti da. Brilliant work! And thanks to Asha Audio for making this album. Mon bhore galo!

  • @rajasreedhori4970
    @rajasreedhori4970 11 місяців тому

    Based on Which Raaga would be very appreciated. Beautiful rendition.

  • @tapashreebanerjee8844
    @tapashreebanerjee8844 6 років тому +1

    Osadharon....Nazrul geeti r erokom onoboddo proyash prodhonshoniyo.

  • @shardaghosh6707
    @shardaghosh6707 Рік тому

    মনোমুগ্ধকর । অসাধারণ ।

  • @sadhanachatterjee9158
    @sadhanachatterjee9158 5 місяців тому

    অসাধারণ মন ভরে গেল

  • @tanmoydey7471
    @tanmoydey7471 5 років тому +8

    Deep voice & very controled Approaching...

  • @anna-pr5fi
    @anna-pr5fi Рік тому

    That's why najrulgeeti is my favourite. Much harder than rabindra sangeet. And seriously once you feel najrul songs you never want to listen rabindra sangeet.

  • @sathihalder3033
    @sathihalder3033 2 роки тому +1

    এত সুন্দর!
    মন শান্ত হয়ে যায়

  • @sathiadhikari6916
    @sathiadhikari6916 4 роки тому +1

    অসাধারণ ! এই album টি আমার দারুন লাগে

  • @ARINDAMG1
    @ARINDAMG1 5 років тому

    Bha bha, ki asadharon, mone bhore galo, anando asru ene dilo !!!

  • @sidderthabiswas7313
    @sidderthabiswas7313 2 роки тому

    Ami 90's Kid Ami Amader Somoiyer Praner Gaan Sunte Vhulei giye Chilam Akhonkar Gaaner Amager Karoner Prithibite Jokhon Shanti Cole jete Suru Koreche Tokhon E Ami Bujte Perechi Ami Amr Pran Harate Colechi... Akhon Asechi Abar Praner Khoje Beche Thakar Asai...! ☺💖🌼💐

  • @bithakachowdhury4676
    @bithakachowdhury4676 2 роки тому

    Amar emnitei monomoyer gan bhison bhalo lage .proti barer moto Ei gan gulo ato bhalo koreche mon pran dhele udatto konthe . Aha mon pran bhore galo

  • @soravgoswami9299
    @soravgoswami9299 6 років тому +1

    অনন্য। অনেক ধন্যবাদ আপনাদের এই অসাধারণ একটা কাজকে প্রকাশ্যে আনার জন্যে।

  • @poulamibiswas3785
    @poulamibiswas3785 3 роки тому +6

    Such a soulful voice!! Felt so divine.
    & One more thing,those who have hit the thumbs down button,are no less than worthless scrappy haggards having nothing to do in life,so they go to every video & do this kind of things.

  • @kausikbhattacharya7857
    @kausikbhattacharya7857 6 років тому +1

    অনবদ্য, পরবর্তী প্রকাশনীর অপেক্ষায় রইলাম

  • @sharmilamitra5048
    @sharmilamitra5048 2 роки тому

    asadharon mon bhore galo

  • @paramitapramanik1010
    @paramitapramanik1010 2 роки тому +2

    Inscrutable song as well as voice has stolen the heart of me...

  • @BiprangshaBose
    @BiprangshaBose 3 роки тому +2

    অসাধারণ....
    মন ভরে গেলো..

  • @suvraroychowdhury6567
    @suvraroychowdhury6567 Рік тому

    অনবদ্য অসাধারণ অপূর্ব।

  • @dmukherjee4814
    @dmukherjee4814 3 роки тому +9

    Once you get the taste of Nazrul Geeta you get immersed in him specially if it is such a well conducted program with great artists.

  • @momotamukhoty3949
    @momotamukhoty3949 2 роки тому

    অনেক দিন পর পুরানো দিনের গান শুনে মন ভরে গেল।বার বার শুনতে চাই। দুইজনের গান খুব ভালো লাগলো। ধন্যবাদ

    • @momotamukhoty3949
      @momotamukhoty3949 2 роки тому

      এ সব গান হারিয়ে যাচ্ছে দেখে মন খারাপ লাগতো। নূতন করে শোনার জন্য অনেক ধন্যবাদ।

  • @mithuray9946
    @mithuray9946 2 роки тому

    Onar record shune onek gaan tulechi. Khub soft ,kajgulo osadharon koren