এযাবৎ বাংলা ভাষায় big bang বা মহাজাগতিক মহাবিস্ফোরন বিষয়ে আকর্ষণীয় তথ্য ও গ্রাফিক্স সমন্বয়ে, এত স্বল্প পরিসরে এবং এত সহজবোধ্য ও সুন্দর পরিবেশনা নজরে পড়েনি। নিশ্চিতভাবেই এটা বিজ্ঞান চেতনা বাড়াতে সাহায্য করবে, ধন্যবাদ আপনাদেরকে।
আরও কিছু বিষয়ে জানতে চাই আপনাদের চমৎকার উপস্থাপনার মাধ্যমে। যেমন, জীবনের উৎপত্তি, বিবর্তনবাদ, নদী ও সমুদ্রের উৎপত্তি, শ্রেনী বৈষম্যের কারন এবং প্রতিকার ইত্যাদি। ধন্যবাদ।
Didi apnake dhonnobad diyee chuto korte chayna.... bd te je ayrokom akta channel pabo vabinay.... Sotti osadharon.. sottiy amader mto student ter jonno khub ey upokari.... Okrittim vhalobasa niben didi💝💝💝
এইটা শুনে একটা বিখ্যাত উক্তি মনে পড় গেল। বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর যিনি বলেন বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষা দেওয়া যায় না তিনি না জানেন বিজ্ঞান না জানেন বাংলা। আপনার ব্যাখ্যাগুলো শুনে ভালো লাগলো।
১৪০০+ (চৌদ্দশ+) বছর আগে আল্লাহ পবিত্র কোরআনে বিগ ব্যাং ব্যাপারে কোরানে বলেনঃ- “অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে, আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রােতভাবে মিশে ছিল; অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম; এবং জীবন্ত সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম; তবুও কি তারা বিশ্বাস করবে না?” (সূরা আল আম্বিয়া, ২১:৩০)
@@tintin6455 একটা কথা আছে - ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। কিন্তু এখানে বক না মরলেও তাকে ধরে খেয়ে ফেলে বলা হবে না না, ফকিরের কেরামতিতেই বক মরছে। - আয়াতে লিখা আছে আকাশ- তফসিরে লিখা আছে আকাশ- ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে অনুবাদ লিখা আছে আকাশ আরবী ডিকশনারীতে السماء অর্থ লিখা আছে আকাশ- আর জনাব আল্লামা খুঁজে পাইলো মহাবিশ্ব।। হাইস্যকর। - আমরা ২০২১ সালে বুঝি আকাশ মানে শুধু আকাশ নয়- এর অর্থ স্পেস বা মহাকাশ পর্যন্ত যাওয়া যায়- আগের দিনের মানুষ চোখ তুলে দিনের আকাশে খালি চোখে মহাবিশ্ব দেখতে পেতো নাকি নীল রঙের পর্দা দেখতে পেতো? যারা বিশ্বাস করে গেছে- আকাশ শক্ত, মাথায় ভেঙ্গে পরতে পারে আপনি সেই প্রেক্ষাপটে আজকের দিনে অর্থ খুঁজে পাচ্ছেন মহাবিশ্বের!! হতাশাজনক। - যাই হোক - ধরে নিলাম- সব মিলে গেছে। তবুও মুখে মুখে শুধু বলে দিলাম আর কাজ হয়ে যাবে এমন তো আর না। এটা প্রমাণের কাজটাই তো আসল কাজ। সবাই বললো ভ্যাক্সিন বানানো হোক আর ভ্যাক্সিন তৈরী হয়ে যাবে?? - এরকম ফাঁপা স্বরে বলে দেয়া অসংখ্য নিদর্শন অন্য ধর্মগ্রন্থ থেকে মিলিয়ে দেয়া সম্ভব। আবার অসংখ্য ভুল তথ্যও দেখিয়ে দেয়া সম্ভব। - সূর্য অস্ত হয়ে কোথায় যায়? সূর্যের কি ডানা আছে উড়ে উড়ে যায়? চাঁদ কি বাতি? আকাশ কি খন্ড খন্ড হয়ে মাথায় ভেঙ্গে পরে? - আর বিজ্ঞান পরিবর্তনশীল - আজকে যা প্রতিষ্ঠিত ক'দিন পর সেটা চেঞ্জ হয়ে যায়, অন্য থিউরি জায়গা করে নেয়। তখন আবার দৌড়ের উপর থাকতে হবে।
অসাধারণ ।।। মিউজিক আর প্রেসেন্টেশন দারুন। তবে 6:30 তে তাপমাত্রা কেলভিন একক কথাটা বললে অনেকের বুঝতে সুবিধা হতো। পরবর্তী ভিডিও এর অপেক্ষাতে থাকলাম দিদিভাই। আশা করছি পরবর্তী ভিডিও আপনি বিগ রিপ, বিগ ফ্রিজ আর বিগ বাউন্স এর উপর করবেন। আর অনুরোধ করবো যখন প্লাঙ্ক , গ্র্যান্ড উনিফাইড, Electroweak , Quark, Hadron , lepton, photon epoch আলোচনা করবেন তখন দয়া করে antimatter কি কারণে তখন তৈরি হলো না সেটা আলোচনা করেন তা হলে ভালো হয়। আর যদি নতুন হাইপোথিসিস , যেখানে মনে করা হচ্ছে বিগ বাং এ দুটো উনিভার্স তৈরি হয়ে ছিল যেখানে matter বা পদার্থ তৈরি হয়ে ছিল, আর একটা আন্টি উনিভার্স যেটা সম্পুর্ন antimatter দিয়ে তৈরি । সেই বিষয়ে ও একটু আলোচনা করেন তা হলে ভালো হয়। আর একটা অনুরোধ , যখন উনিভার্স ক্ষুদ্র আকারের ছিল তখন তা একটা কোয়ান্টাম পার্টিক্যাল এর মত ব্যাবহার করতে। ফলে তখন কোয়ান্টাম থিওরি মতে এরকম ক্ষুদ্র উনিভার্স বা ভার্চুয়াল উনিভার্স তৈরি হতে পারতো। এই ভাবে আরো উনিভার্স তখন তৈরি হওয়া সম্ভব। এই বিষয়ে যদি বিস্তারিত ভিডিও বানান তাহলে অনেকের সুবিধা হয় বিগ বাং সম্পর্কে জানতে। কারণ এতো ছোটো উনিভার্স তখন ক্লাসিকাল ফিজিক্স সেখানে apply হতো না, শুধু কোয়ান্টাম ফিজিক্স ই কাজ করতো।
খুব ভালো লেগেছে। অত্যন্ত ষ্পষ্ট উচ্চারন। বোধগম্য ভাষান্তর। দোয়া ও শুভ কামনা রইলো।
এযাবৎ বাংলা ভাষায় big bang বা মহাজাগতিক মহাবিস্ফোরন বিষয়ে আকর্ষণীয় তথ্য ও গ্রাফিক্স সমন্বয়ে, এত স্বল্প পরিসরে এবং
এত সহজবোধ্য ও সুন্দর পরিবেশনা নজরে পড়েনি। নিশ্চিতভাবেই এটা বিজ্ঞান চেতনা বাড়াতে সাহায্য করবে, ধন্যবাদ আপনাদেরকে।
বাংলা ভাষায় এত ভাল একটা চ্যানেল খোলার জন্য আন্তরিক অভিনন্দন জানাই।
আর এ জন্যই মহান আল্লাহ পাক কোরআনুল কারিমে উল্লেখ করেছেন "শপথ সম্প্রসারণশীল মহাবিশ্বের"
👋
বিগ ব্যাং থিওরি এতো সহজ করে উপস্থাপন করার জন্য থিংক বাংলা কে ধন্যবাদ।
বন্যা আপার উপস্থাপনা এতোটা সুন্দর ও সাবলীল যে খুব সহজেই কঠিন কথা গুলোও খুব সহজে বুঝতে পারা যায়।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এর পক্ষ থেকে শুভ কামনা।
আরও কিছু বিষয়ে জানতে চাই আপনাদের চমৎকার উপস্থাপনার মাধ্যমে। যেমন, জীবনের উৎপত্তি, বিবর্তনবাদ, নদী ও সমুদ্রের উৎপত্তি, শ্রেনী বৈষম্যের কারন এবং প্রতিকার ইত্যাদি। ধন্যবাদ।
ধন্যবাদ এইরকম তথ্যবহুল ভিডিওর জন্য!
বিবর্তন নিয়ে ভিডিও চাই!
Didi apnake dhonnobad diyee chuto korte chayna.... bd te je ayrokom akta channel pabo vabinay.... Sotti osadharon.. sottiy amader mto student ter jonno khub ey upokari.... Okrittim vhalobasa niben didi💝💝💝
সুবহানাল্লাহ! আল্লাহু আকবার! আল্লাহর সৃষ্টি কত বড়!!!
বন্যা আহমেদ এর উপস্থাপনা চমৎকার
মৌলিক বল নিয়ে একটি ভিডিও বানালে ভালো হতো!
আপনার পরামর্শটি আমাদের রিসার্চ টিম কে জানিয়ে দেয়া হল ।
অসাধারণ! অনেক ধন্যবাদ!
এইটা শুনে একটা বিখ্যাত উক্তি মনে পড় গেল। বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর যিনি বলেন বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষা দেওয়া যায় না তিনি না জানেন বিজ্ঞান না জানেন বাংলা। আপনার ব্যাখ্যাগুলো শুনে ভালো লাগলো।
আমরাও মনে করি মাতৃভাষায় শুধু বিজ্ঞান চর্চাই নয়, সব ধরণের জ্ঞান-বিজ্ঞান-দর্শনের চর্চা শুধু সম্ভবই নয় অত্যন্ত জরুরীও। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
অসাধারণ। গোটা মহাবিশ্বের তাপ আর আলো ফুরিয়ে গেলে সব শেষ। শেষের পরে কী হতে পারে??
অসাধারণ একটি ভিডিও। আসা করি এমন ভিডিও নিয়মিত পাব।
অসাধারণ, তথ্যগুলো ভাল লাগল, আশা করি আরও অনেক তথ্য পাব এবিষয়ে। ধন্যবাদ
অবিশ্বাস্য ঘটনা আমি অনেক কিছু জানলাম ধন্যবাদ 😊😊😊😊😊
প্রত্যেকটা এপিসোড খুবই ভালো লাগে এবং গতানুগতিক ধারা থেকে বের হয়ে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় নতুন আসার আলো দেখায়।
Besh valo chhilo video khana ❤️
আপু আপনার কথাগুলো খুব মিষ্টি।
আপনাদের (থিংক বাংলা টিম) মনের অন্তর স্থল থেকে ধন্যবাদ 🌹🌹🌹🌹🌹
আমি আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতাবলে এবং আমি অবশ্যই মহা-সম্প্রসারণকারী।
সূরা নম্বরঃ ৫১, আয়াত নম্বরঃ ৪৭
মাশাল্লাহ!
allahhuakbar
বাংলা ভাষার একটি ভালো চ্যানেল।
বিগ ব্যাং নিয়ে বাংলায় এমন তথ্যবহুল উপস্থাপনা করার জন্য ধন্যবাদ...
একেবারে শুরু থেকেই থিং বাংলার সাথে আছি। আজ থিং বাংলা ২০ হাজার+ সদস্যের পরিবার ✌✌
সাথে থাকার জন্য ধন্যবাদ ।
@@ThinkBangla মাল্টিভার্স থিউরি নিয়ে বাংলায় এমন বিজ্ঞানসম্মত একটি উপস্থাপনা দেখতে চাই...😊😊
খুব সুন্দর উপস্থাপনা ❤
এই চ্যানেলটা অনেক এগিয়ে যাক। খুব ভালো উদ্যোগ।
অসাধারণ তথ্যবহুল ভিডিও😍
গায়ের লোম দাঁড়িয়ে যায় এগুলো শুনতে শুনতে... 😲
দারুণ দারুণ দারুণ । বাঙালির বিজ্ঞান জ্ঞান বারুক ।
১৪০০+ (চৌদ্দশ+) বছর আগে আল্লাহ পবিত্র কোরআনে বিগ ব্যাং ব্যাপারে কোরানে বলেনঃ-
“অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে, আকাশমণ্ডলী ও পৃথিবী
ওতপ্রােতভাবে মিশে ছিল; অতঃপর আমি উভয়কে পৃথক করে
দিলাম; এবং জীবন্ত সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম; তবুও
কি তারা বিশ্বাস করবে না?” (সূরা আল আম্বিয়া, ২১:৩০)
কিসের মধ্যে কি? কোথায় আকাশ আর পৃথিবী এক সাথে ছিল? পৃথিবী বিং এর অনেক পরে সৃষ্টি।
As a student of class 12 , Can I work with the "Think বাংলা" Team?
এ কথা একদম সত্যি।কারন আল্লাহ তায়ালা ১৪৫০ বছর আগে কোরআনুল কারিমে এই কথা বলে দিয়েছেন।
এল্লা তালা সব জানে. তিনি মহান সাত আসমানের উপর আরসে বসে এল্লা সব দেখছে 🤣
@@palashkar9051 tui amader religion somporke ki janos murkher baccha
অনেক ধন্যবাদ ...। এমন কিছুই খুজছিলাম...।
অসংখ্য ধন্যবাদ এমন তথ্য বহুল ভিডিওর জন্য
Thanks your nice Video
আপনার চ্যানেল থেকে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু বুঝতে পারি ধন্যবাদ আপনাকে আপু
অসাধারণ আর্টিকেল 😊
অনেক ধন্যবাদ বিগব্যাঙ্ক সম্পর্কে আরো একটু ভালো ধারণা পেলাম
অদ্ভুত এক বিষয়। কোরআন এর একটি আয়াত আছে " আমি মহাবিশ্ব কে করিয়াছি সম্প্রসারনশীল".
Koto number ayat Vai??
@@emtikamal2080 51:47
Bujlam na Vai..51:47 mane?
একদম ঠিক বলেছেন।তবে যে গাধা গুলো ফালতু কমেন্ট বা জিজ্ঞেসা করছে এদের এড়িয়ে চলুন।গরু কে ঘাস না দিয়ে মাখন দিলে কি সে খাবে বলেন।
@@tintin6455 একটা কথা আছে - ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। কিন্তু এখানে বক না মরলেও তাকে ধরে খেয়ে ফেলে বলা হবে না না, ফকিরের কেরামতিতেই বক মরছে।
-
আয়াতে লিখা আছে আকাশ- তফসিরে লিখা আছে আকাশ- ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে অনুবাদ লিখা আছে আকাশ আরবী ডিকশনারীতে السماء অর্থ লিখা আছে আকাশ- আর জনাব আল্লামা খুঁজে পাইলো মহাবিশ্ব।। হাইস্যকর।
-
আমরা ২০২১ সালে বুঝি আকাশ মানে শুধু আকাশ নয়- এর অর্থ স্পেস বা মহাকাশ পর্যন্ত যাওয়া যায়- আগের দিনের মানুষ চোখ তুলে দিনের আকাশে খালি চোখে মহাবিশ্ব দেখতে পেতো নাকি নীল রঙের পর্দা দেখতে পেতো? যারা বিশ্বাস করে গেছে- আকাশ শক্ত, মাথায় ভেঙ্গে পরতে পারে আপনি সেই প্রেক্ষাপটে আজকের দিনে অর্থ খুঁজে পাচ্ছেন মহাবিশ্বের!! হতাশাজনক।
-
যাই হোক - ধরে নিলাম- সব মিলে গেছে। তবুও মুখে মুখে শুধু বলে দিলাম আর কাজ হয়ে যাবে এমন তো আর না। এটা প্রমাণের কাজটাই তো আসল কাজ। সবাই বললো ভ্যাক্সিন বানানো হোক আর ভ্যাক্সিন তৈরী হয়ে যাবে?? - এরকম ফাঁপা স্বরে বলে দেয়া অসংখ্য নিদর্শন অন্য ধর্মগ্রন্থ থেকে মিলিয়ে দেয়া সম্ভব। আবার অসংখ্য ভুল তথ্যও দেখিয়ে দেয়া সম্ভব।
-
সূর্য অস্ত হয়ে কোথায় যায়? সূর্যের কি ডানা আছে উড়ে উড়ে যায়?
চাঁদ কি বাতি?
আকাশ কি খন্ড খন্ড হয়ে মাথায় ভেঙ্গে পরে?
-
আর বিজ্ঞান পরিবর্তনশীল - আজকে যা প্রতিষ্ঠিত ক'দিন পর সেটা চেঞ্জ হয়ে যায়, অন্য থিউরি জায়গা করে নেয়। তখন আবার দৌড়ের উপর থাকতে হবে।
অসাধারণ অনেক ভালো লাগলো।
এ সব বোঝা খুব কঠিন সুন্দর
Thanks for these nice clips!
❤️ Think Bangla❤️
দিদি ডার্ক matter এবং dark energy নিয়ে একটা ভিডিও বানান
সহজ,সরল,সাবলীল ভাবে এতো জটিল বিষয় ব্যাখা করলেন ভালো লাগছে, ধন্যবাদ আপনাদের,কেরি অন।
এই ভিডিয়োটা অসাধারণ হয়েছে। এটার খুবই প্রয়োজন ছিলো। বড় বড় ভুল ধারণার মধ্যে এটা একটা। সত্যিই অসাধারণ।
Awesome!!!!!!!!!
এত সুন্দর ভাবে বিগ ব্যাং থিওরি বোঝালেন ভাবাই যায়না। সুন্দর আপনার বাচন ভুঙি।ধন্যবাদ জানাই আপনাদের থিং চ্যানেল কর্তৃপক্ষ কে।
Osadharon
এই বিগ ব্যাং নিয়ে অনেক বিষয়ে কোরআন মধ্যে আছে আগে থেকেই আপনি যে সব কিছু মিল আছে বিজ্ঞানের সাথে প্রমানিত
অসাধারণ বিশ্লেষণ। আমি মুগ্ধ।
অসাধারণ উপস্থাপনা
অসাধারণ
অসাধারণ কিছু তথ্য জানলাম, ধন্যবাদ।
দারুণ
অনেক দিনপর একটি ভিডিও ধন্যবাদ।
আমরা প্রতি সপ্তাহে একটি ভিডিও উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি অতি শীঘ্রই আপনারা প্রতি সপ্তাহে একটি নতুন ভিডিও দেখতে পাবেন ।
আল্লাহ পবিত্র কুরআনে ১৪০০ বছর আগে বলেছে মহাবিশ্বের সৃশ্টি সমন্দে
অসাধারণ ।।।
মিউজিক আর প্রেসেন্টেশন দারুন।
তবে 6:30 তে তাপমাত্রা কেলভিন একক কথাটা বললে অনেকের বুঝতে সুবিধা হতো। পরবর্তী ভিডিও এর অপেক্ষাতে থাকলাম দিদিভাই। আশা করছি পরবর্তী ভিডিও আপনি বিগ রিপ, বিগ ফ্রিজ আর বিগ বাউন্স এর উপর করবেন। আর অনুরোধ করবো যখন প্লাঙ্ক , গ্র্যান্ড উনিফাইড, Electroweak , Quark, Hadron , lepton, photon epoch আলোচনা করবেন তখন দয়া করে antimatter কি কারণে তখন তৈরি হলো না সেটা আলোচনা করেন তা হলে ভালো হয়। আর যদি নতুন হাইপোথিসিস , যেখানে মনে করা হচ্ছে বিগ বাং এ দুটো উনিভার্স তৈরি হয়ে ছিল যেখানে matter বা পদার্থ তৈরি হয়ে ছিল, আর একটা আন্টি উনিভার্স যেটা সম্পুর্ন antimatter দিয়ে তৈরি । সেই বিষয়ে ও একটু আলোচনা করেন তা হলে ভালো হয়।
আর একটা অনুরোধ , যখন উনিভার্স ক্ষুদ্র আকারের ছিল তখন তা একটা কোয়ান্টাম পার্টিক্যাল এর মত ব্যাবহার করতে। ফলে তখন কোয়ান্টাম থিওরি মতে এরকম ক্ষুদ্র উনিভার্স বা ভার্চুয়াল উনিভার্স তৈরি হতে পারতো। এই ভাবে আরো উনিভার্স তখন তৈরি হওয়া সম্ভব। এই বিষয়ে যদি বিস্তারিত ভিডিও বানান তাহলে অনেকের সুবিধা হয় বিগ বাং সম্পর্কে জানতে। কারণ এতো ছোটো উনিভার্স তখন ক্লাসিকাল ফিজিক্স সেখানে apply হতো না, শুধু কোয়ান্টাম ফিজিক্স ই কাজ করতো।
Nice video....
অনেক ভাল লাগলো,। অনেক সুন্দর, প্রথম থেকেই ভিডিওর মান খুব ভাল, এমন ভালই ভবিষ্যৎ এ থাকবে সেই কামনা করছি
অসাধারণ টপিক্স।
এখনি দেখতে ইচ্ছে হচ্ছে।
কিন্তু লোড হচ্ছে।
কখন পূর্ণ আপলোড হবে????
অ সাধারণ উদযোগ, বন্যা দি😍😍
বিবর্তন তত্ত্ব নিয়ে কিছু ভিডিও তৈরি করুন। kurzgesagt চ্যানেলের মত এনিমেশন দেওয়া যায় কিনা চিন্তা করে দেখবেন।
খরচ অনেক ভাই!
What is Space? Space বা মহাশূন্যে নিয়ে একটি ভিডিও তৈরি করুন plz plz
এক কথায় অসাধারণ বিজ্ঞান চিন্তা ও অনুসন্ধান ব্যাখ্যা।
পরের পর্বের জন্য অনেক বেশি উত্তেজিত।
Really appreciate this kind of work in Bengali
Darun mam ...love your work ...carry on
অসংখ্য ধন্যবাদ থিংক বাংলা
Apnar video gula onek valo lage....
Acca galaxy ki dure shorte shorte samner dike agiye jacche...?naki galaxy ghurtese....?
অসাধারণ বাচনভঙ্গি।
একটা প্রশ্ন- বিগব্যাং এর সময় বা এর আগে বা পরে এতো ম্যাটার কোথা থেকে এলো?
ভালো লেগেছে!
আপনাদের অনেক ধন্যবাদ। অনেক রিচার্জ করে, ভেবে চিন্তে তারপর আপনারা বিডিওগুলো তৈরি করেন।
Thanks
সুন্দর উপস্থাপনা
good video
চমৎকার উপস্থাপনা।
সব আল্লাহর সৃষ্টি। পুরাই অভাক কান্ড। আল্লাহর শক্তির শেষ নেই
খুব ছোট্ট ভিডিও, অনেককিছুই ক্লিয়ার হলো না... মহাবিশ্বের উৎপত্তি নিয়ে একটা সিরিজ করুন প্লিজ 🙁
অসাধারণ ভিডিও।।
খুব সহজ বিশ্লেষণ
আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন
ফার্স্ট ভিউ
টেলিপ্যাথি সম্পর্কে একটা ভিডিও চাই
স্টিং থিওরি নিয়ে একটা ভিডিও বানান প্লিজ।
Thanks didi for Everything ☺️
চমৎকার, চমৎকার
অসাধারণ ।
Good
অসাধারণ অসাধারণ অসাধারণ!
বাংলা ভাষায় অনেক ভালো একটা বিজ্ঞানের চ্যানেল
ধন্যবাদ পরের ভিডিও চাই
Thank you mam
ei CMB radiation er experiment er video ache!! eta darun laglo dekhe
Was lovely and amazingly informative.
অসাধারণ!
gps, gis,Google earth বিষয়ে জানান
ভালবাসা ভালবাসা এবং ভালবাসা নিরন্তর ❤❤💗💗🌷🌷🌿🌿
প্রথম ভাষার ব্যবহার নিয়ে একটা ভিডিও তৈরির জন্য অনুরোধ জানাচ্ছি। এমন একটি চ্যানেল থাকলে বিজ্ঞান আরো সহজ হয়ে যাবে বাঙালিদের কাছে। ধন্যবাদ বন্যা আপু।
l love this channel