বিকেলের একপ্রান্তে তুমি দাঁড়িয়ে আমার ছায়া একদিন ছোঁবে তোমায়। নির্বাসনে চুবিয়ে নিয়ে মাথা ক্রমশ যেন যাচ্ছি চলে কোমায়। মনখারাপকে দূরত্ব ভাগ করে আংটির মতো সাজায় মধ্যমায় এই গান তার মানে খুঁজে পাবে তোমার আমার নিজস্ব তর্জমায়। নিজেকে কুড়িয়ে ঝিনুকের মতো শুনি সমুদ্রধ্বনি কোথাও বাজছে কি না নির্জনতার মাঠটাকে কোনাকুনি পেরোচ্ছি তবু ছায়া খুঁজে পাচ্ছি না। ছায়াটি আমার একটু তফাতে হাঁটো যাও পেরিয়ে কোল্যাপসিবল্ টেনে বিষণ্ণতার প্রহর করেছ ফিরি কেউ দরদামে বসন্ত যদি কেনে বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায় এ শহরে জাহাজেরা ঘুমে যায় উদাসী হাওয়ায় এ শহরে।
Anupom da ami Bangladesh thk bolchi..ami apnar onk boro vokto..apnar gan gula amr mon valo mon kharap shob shmyer shongi..eto heart touching lyrics shudhu apnar ganei khuje pawa shomvob❤❤❤❤
প্রত্যেকটা গানের অপেক্ষায় থাকি।। এই গানটিও সেই সব গানের মতো এতোই বাস্তবতায় মেশানো। যার কথা ও সুরের তালে আমায় নিয়ে গেল এক বাস্তব- কল্পনা জগতে।আর পেয়েছি অদ্ভুত এক স্বাদ। অনেক ধন্যবাদ অনুপম দা, সঙ্গে এই গানের সাথে যুক্ত সবাইকে। এখন সারা দিনে একটিই গান---নির্বাসনের গান।।
এই গান টা শুনে আমার আর কিছু বলার নাই, পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম বর্তমান সময়ের জন্য উপযুক্ত গান আমি কমকরে 20 বার শুনে ফেললাম গান টা । ধন্যবাদ অনুপম স্যার এরকম গান আমাদের উপহার দেওয়ার জন্য 🌹🌹
এক মন'খারাপের একাকী সন্ধ্যার নিরিবিলি নদীর তীরে বসে এই অসাধারণ গানটি অন্তহীন সন্ধ্যায় সঙ্গ দিয়েই যাচ্ছে . আর আমার জীবনের পুরোনো দিনের স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে"'
বিকেলের একপ্রান্তে তুমি দাঁড়িয়ে আমার ছায়া একদিন ছোঁবে তোমায়। নির্বাসনে চুবিয়ে নিয়ে মাথা ক্রমশ যেন যাচ্ছি চলে কোমায়। মনখারাপকে দূরত্ব ভাগ করে আংটির মতো সাজায় মধ্যমায় এই গান তার মানে খুঁজে পাবে তোমার আমার নিজস্ব তর্জমায়। বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায়, এ শহরে জাহাজেরা ঘুমে যায়, উদাসী হাওয়ায়, এ শহরে। বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায়, এ শহরে জাহাজেরা ঘুমে যায়, উদাসী হাওয়ায়, এ শহরে। নিজেকে কুড়িয়ে ঝিনুকের মতো শুনি সমুদ্রধ্বনি কোথাও বাজছে কি না নির্জনতার মাঠটাকে কোনাকুনি পেরোচ্ছি তবু ছায়া খুঁজে পাচ্ছি না। ছায়াটি আমার একটু তফাতে হাঁটো যাও পেরিয়ে কোল্যাপসিবল্ টেনে বিষণ্ণতার প্রহর করেছি ফিরি কেউ দরদামে বসন্ত যদি কেনে। বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায়, এ শহরে জাহাজেরা ঘুমে যায়, উদাসী হাওয়ায়, এ শহরে। বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায়, এ শহরে জাহাজেরা ঘুমে যায়, উদাসী হাওয়ায়, এ শহরে।
ভালো লাগলো, চারজন প্রিয় মানুষের লেখা, অনুপমের কন্ঠে উপমাহীন গান এবং বাকিদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। একদিন মহামারী শেষ হবে, সেই শান্ত দিনে এসব গান ইতিহাস হয়ে রইবে
নিউ ইয়রক থেকে শুনছি !নির্বাসনের বিষন্ন বেলা এখানে বয়ে যাচ্ছে কিন্তু গানটা শুনে মনটা ভালো হয়ে গেলো ।অসাধারন অনুপম রায় বিষণ্নতার গান শুনিয়েও মন ভালো করার জাদুকর❤️
Darun laglo...mon chowa gaan...ganer sathe video ta khub e manasoi...ei season e mon to vese thakei tar darun vabe prokash.....sottie durdanto laglo...
গানের শব্দ গুলোর মতো তোর আর আমার জীবন টাও বেশ গম্ভীর আর কঠিন রে বাবি।।। জীবনে সুখের ছায়া আর রইলো না।। আমার জীবনে বেলা আর বয়ে যাচ্ছে না।। রোদ পুড়িয়ে দিয়েছে ভালোবাসার অনুভূতি কে।। ভালো থাকিস। খুব miss করছি তোকে।।
Valobasis ki adou...ato taratari sab furea jai ki tahole..nah.ato salposthayi kono kichui valobasa hote pare na..valo laga chilo hoito ja sarther chaya dheke die6e..
অনুপম স্যার আমি আপনার একজন ভক্ত, আমি খুবই ছোট্ট একটি মেয়ে ।আমি হয়তো গানের ব্যাপারে বেশি কিছু জানিনা কিন্তু যতটুকু জানি তাতে আপনার গানগুলি আমার জীবনে সবচেয়ে প্রিয় ।যেটা আমার ঘুমিয়েও মনে হয় শুনছি ।😌😌😌😌😌😌
Sir that Classical guitar player is wonderful. I've heard all of your songs and trust me that classical guitar tune fits most to your sweet voice. Lots of love sir, make songs good like this as always..💖
This music in itself is healing. It’s an explosive expression of humanity.This creation can name the unnameable and communicate the unknowable.When we are struggling for our existence in this pandemic, its absolutely a pleasure to hear this "literature of the heart",and kudos to Anupam Roy,Chandril Bhattacharya,Anindya Chatterjee,Srijato Bandopadhyay and definitely Maithan Knabach for creating this masterpiece.
দাদা সংগীত কি জিনিস আবেগ কে কোথায় নিয়ে যায়! দাদা তুমি শিল্পী, গায়ক নও। কথাটা দাদা বললাম আজকের জগৎ এ আমরা শিল্পী আর গায়ক এক করে ফেলি। তোমার জন্য অনেক শুভ কামনা রইলো দাদা❤
Maithan Knabach has such soulful fingers...! And such a lyrical creation amidst this depression is astonishingly praiseworthy. Cheers to the four lyricists. Best wishes to the entire team and especially 'behind the camera' associates. This was a great job 😊
The isolation has brought a wave of melancholy and sadness to our words, our thoughts and our tunes. Songs like these help us to externalize these waves and make us feel better through catharsis.
বাংলা গানের নতুন এক অধ্যায়ের সূচনা। সুদূর ব্রাজিল এবং ভারতীয় মিউজিক এখন এক সুতোয়। অসংখ্য ধন্যবাদ অনুপম দা 💝 ইউনিভার্সাল মিউজিকে বাংলা গানকে আবার নতুন প্রাণ দেওয়ার জন্য।
Your choice of words and metaphors and making the analogous relationship between familiar objects. It's just fascinating.... You know it can't be fathomable in words.
Four of my most favourite persons together.... Eta je erokom osadharon hobe ta to janai chhilo... Love u and always support u anupam da(a very very lunatic fan of urs)... Bhalo theko tomra sobai...
"""কিছু না বলা কথা আজও অনন্তে আঘাত করে দিনের প্রতি মূহুর্তে ""...!!! সেদিনের তুমি"" হঠাৎ করে কেন যে"" অন্যের হয়ে গেলে """আজ ও বুঝতেই পারলাম না প্রিয় "" ....!! ""ভালো থেকো তুমি অন্যের ঘরে"" আমি আজ শহরের একা রাজপথে.......😢😢
Incredible song.Great soulful composition and Lyrics is wonderful Hatsoff to the four 👏👏👏👏 Anindya Chatterjee, Chandril Bhatthacharaya, Anupam Roy,Srijato And the guitarist also did a commendable job. Piya Chakrabarty also add her melodious voice in back vocals👌
The lady who sang alongside Anupam is not upto the mark,her voice quality is not good,but the overall song is very impressive.Heart touching.Good job Anupam.
বিকেলের একপ্রান্তে তুমি দাঁড়িয়ে, আমার ছায়া একদিন ছোঁবে তোমায় 🌼❤️.... একদিন ফেসবুকে জানতে চেয়েছিলেন কবিতার কোন অংশটা কার লেখা অনুমান করতে 😊... অনুমান কিছুটা ঠিক হলেও.. এখন গানের ভিডিও দেখে পুরোটা স্পষ্ট ❤️❤️❤️চারজনের মিলিত সৃষ্টির কোনো তুলনা হয়না....❤️❤️
বিকেলের একপ্রান্তে তুমি দাঁড়িয়ে
আমার ছায়া একদিন ছোঁবে তোমায়।
নির্বাসনে চুবিয়ে নিয়ে মাথা
ক্রমশ যেন যাচ্ছি চলে কোমায়।
মনখারাপকে দূরত্ব ভাগ করে
আংটির মতো সাজায় মধ্যমায়
এই গান তার মানে খুঁজে পাবে
তোমার আমার নিজস্ব তর্জমায়।
নিজেকে কুড়িয়ে ঝিনুকের মতো শুনি
সমুদ্রধ্বনি কোথাও বাজছে কি না
নির্জনতার মাঠটাকে কোনাকুনি
পেরোচ্ছি তবু ছায়া খুঁজে পাচ্ছি না।
ছায়াটি আমার একটু তফাতে হাঁটো
যাও পেরিয়ে কোল্যাপসিবল্ টেনে
বিষণ্ণতার প্রহর করেছ ফিরি
কেউ দরদামে বসন্ত যদি কেনে
বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায় এ শহরে
জাহাজেরা ঘুমে যায় উদাসী হাওয়ায় এ শহরে।
I want to give you my lyrics plz
গানটা সত্যিই সমুদ্রধ্বনি।।।
অনুপম ভাই, গানটা অস্থির :')
😍👌🏻👌🏻
Monta bhora galo
ব্রাজিলের একটা সুর যে বাংলা গানের সঙ্গে এরকম মানানসই হতে পারবে, এই গানটা না শুনলে বিশ্বাসই করা যায় না...অসম্ভব ভালো হয়েছে
thanks Nilarpan
ব্রাজিলের সুরটা কি দাদা,দেয়া যাবে?
I mtoo eager too listen brazilian one
মেইন টিউন টা তো অনুপম দার করা। ব্রাজিলিয়ান উনি তো গিটারের টিউনটা দিয়েছেন।
সুর কিন্তু সেই সুরই হয় সে ব্রাজিল হোক বা বাংলা.....এই সংযোগ চিরন্তন।🙂
Anupom da ami Bangladesh thk bolchi..ami apnar onk boro vokto..apnar gan gula amr mon valo mon kharap shob shmyer shongi..eto heart touching lyrics shudhu apnar ganei khuje pawa shomvob❤❤❤❤
প্রত্যেকটা গানের অপেক্ষায় থাকি।। এই গানটিও সেই সব গানের মতো এতোই বাস্তবতায় মেশানো। যার কথা ও সুরের তালে আমায় নিয়ে গেল এক বাস্তব- কল্পনা জগতে।আর পেয়েছি অদ্ভুত এক স্বাদ।
অনেক ধন্যবাদ অনুপম দা, সঙ্গে এই গানের সাথে যুক্ত সবাইকে। এখন সারা দিনে একটিই গান---নির্বাসনের গান।।
এই গান টা শুনে আমার আর কিছু বলার নাই, পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম
বর্তমান সময়ের জন্য উপযুক্ত গান
আমি কমকরে 20 বার শুনে ফেললাম গান টা । ধন্যবাদ অনুপম স্যার এরকম গান আমাদের উপহার দেওয়ার জন্য 🌹🌹
অসাধারণ গান ..অনবদ্য শব্দের ব্যবহার.. এককথায়,Supercalifragilisticexpialidocious......
এক মন'খারাপের একাকী সন্ধ্যার নিরিবিলি নদীর তীরে বসে এই অসাধারণ গানটি অন্তহীন সন্ধ্যায় সঙ্গ দিয়েই যাচ্ছে .
আর আমার জীবনের পুরোনো দিনের স্মৃতি
চোখের সামনে ভেসে উঠছে"'
এই গানটির লিরিক্স শ্রীজাত বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলেন। তখন থেকেই গানটির অপেক্ষা করছিলাম। অসাধারণ লিরিক্স, অপূর্ব সুর।
These are not only lyrics but also medicines of hearts!!!!
Neuro medicine to be precise.
বিকেলের একপ্রান্তে তুমি দাঁড়িয়ে
আমার ছায়া একদিন ছোঁবে তোমায়।
নির্বাসনে চুবিয়ে নিয়ে মাথা
ক্রমশ যেন যাচ্ছি চলে কোমায়।
মনখারাপকে দূরত্ব ভাগ করে
আংটির মতো সাজায় মধ্যমায়
এই গান তার মানে খুঁজে পাবে
তোমার আমার নিজস্ব তর্জমায়।
বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায়, এ শহরে
জাহাজেরা ঘুমে যায়, উদাসী হাওয়ায়, এ শহরে।
বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায়, এ শহরে
জাহাজেরা ঘুমে যায়, উদাসী হাওয়ায়, এ শহরে।
নিজেকে কুড়িয়ে ঝিনুকের মতো শুনি
সমুদ্রধ্বনি কোথাও বাজছে কি না
নির্জনতার মাঠটাকে কোনাকুনি
পেরোচ্ছি তবু ছায়া খুঁজে পাচ্ছি না।
ছায়াটি আমার একটু তফাতে হাঁটো
যাও পেরিয়ে কোল্যাপসিবল্ টেনে
বিষণ্ণতার প্রহর করেছি ফিরি
কেউ দরদামে বসন্ত যদি কেনে।
বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায়, এ শহরে
জাহাজেরা ঘুমে যায়, উদাসী হাওয়ায়, এ শহরে।
বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায়, এ শহরে
জাহাজেরা ঘুমে যায়, উদাসী হাওয়ায়, এ শহরে।
শান্ত ও স্নিগ্ধ করে দিল অনুপমদা । এরকম দুর্দান্ত একটি কম্পোজিশন মেডিটেশনের মতো কাজ করে । প্রত্যেক শ্রদ্ধেয় শিল্পীকে অনেক অনেক অভিনন্দন ।
অনুপমদা তোমার গান গুলো শুনতে শুনতে কয়েক মুহূর্তের জন্য যেন এক অন্য জগতে ভেসে যাই, যেখানে না আছে কোনো হিংসা, না আছে কোনো ভয়।
- Big fan from Bankura
ভালো লাগলো, চারজন প্রিয় মানুষের লেখা, অনুপমের কন্ঠে উপমাহীন গান এবং বাকিদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। একদিন মহামারী শেষ হবে, সেই শান্ত দিনে এসব গান ইতিহাস হয়ে রইবে
স্যর, গানটি হৃদয় ছুঁয়ে গেল। সমস্ত অশনিসঙ্কেতের মেঘ কাটিয়ে নতুন আলোর পথের দিশা দেখানোর প্রতীক এই গানটি।
গানটা তো অসাধারণ বটেই , আবার তার সাথে ব্যাকগ্রাউন্ডে কলকাতা । ধন্যবাদ অনুপম দা , এরকম একটা গান আমাদের উপহার দেওয়ার জন্য । ❤️❤️
নিউ ইয়রক থেকে শুনছি !নির্বাসনের বিষন্ন বেলা এখানে বয়ে যাচ্ছে কিন্তু গানটা শুনে মনটা ভালো হয়ে গেলো ।অসাধারন অনুপম রায় বিষণ্নতার গান শুনিয়েও মন ভালো করার জাদুকর❤️
ধন্যবাদ :)
আমার সব প্রিয় মানুষদের একসাথে কাজ, ভীষণ ভালো লাগলো। দাদা তোমাকে ভীষণ ভালো লাগে। প্রতিটা অস্থির,ঘুম না আসা রাতে তুমি প্লে লিস্টে থাক। আরো এরকম কিছু সুন্দর কাজের অপেক্ষায়....ভাল থেকো সবসময়,তোমার ওই শান্ত হাসিটা দেখলেই সব মনখারাপ সরে যায়💖
Darun laglo...mon chowa gaan...ganer sathe video ta khub e manasoi...ei season e mon to vese thakei tar darun vabe prokash.....sottie durdanto laglo...
অসাধারণ কথা, অসাধারণ সুর, অসাধারণ গায়কী ও গিটার। মনখারাপকে দূরত্ব সত্যিই ভাগ করে দিল, নইলে হয়তো এই গানটা পেতাম না। খারাপ থাকা মনটা ভালো হয়ে গেল।
গানের শব্দ গুলোর মতো তোর আর আমার জীবন টাও বেশ গম্ভীর আর কঠিন রে বাবি।।। জীবনে সুখের ছায়া আর রইলো না।। আমার জীবনে বেলা আর বয়ে যাচ্ছে না।। রোদ পুড়িয়ে দিয়েছে ভালোবাসার অনুভূতি কে।। ভালো থাকিস। খুব miss করছি তোকে।।
Valobasis ki adou...ato taratari sab furea jai ki tahole..nah.ato salposthayi kono kichui valobasa hote pare na..valo laga chilo hoito ja sarther chaya dheke die6e..
বেলা বয়ে গিয়েছে সত্যি। এই গান আমারা খুঁজে পেয়েছি অনুপম দার ভেতর।
অনুপমদা তুমি সত্যিই সেরা, কখনো সময় পেলে বাড়িয়ে দিও তোমার হাত সেই অপেক্ষায় রইলাম। খুব সুন্দর লেগেছে গানটা। সুস্থ থেকো, ভালো থেকো।
এই দুপুরে গানটা শুনে,গ্রামের বিকেলকে মনে আঁকে নিলাম,অনুপমদা ছায়াটি কি ছুঁতে পারবে ভালোবাসার লোকটিকে,অপেক্ষায় থাকলাম...
এই বিষণ্ণতার দিনগুলোতে ভাললাগার রসদ পাওয়া বড়ই দুস্কর হয়ে উঠছে দিন দিন । এমন সময়ে আপনার এই গানটা সত্যি মনটা ভাল করে দিল ।
অসংখ্য ধন্যবাদ।❤
অনুপম স্যার আমি আপনার একজন ভক্ত, আমি খুবই ছোট্ট একটি মেয়ে ।আমি হয়তো গানের ব্যাপারে বেশি কিছু জানিনা কিন্তু যতটুকু জানি তাতে আপনার গানগুলি আমার জীবনে সবচেয়ে প্রিয় ।যেটা আমার ঘুমিয়েও মনে হয় শুনছি ।😌😌😌😌😌😌
Thank you dada ai ghor bondi din gulor bishnnota katanor jhnno.
R amar moto Probasi der tomar gan gulo bari feria neya jai.
গানের জীবন্ত পটভূমি-
শেষ প্রান্তের সেই তুমি........
♥অনুপম দা, From Bangladesh.
এই লকডাউনের একঘেয়েমিতার মধ্যে একটা সুন্দর মুহুর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া😍
love from Bangladesh 🇧🇩
Sir that Classical guitar player is wonderful.
I've heard all of your songs and trust me that classical guitar tune fits most to your sweet voice.
Lots of love sir, make songs good like this as always..💖
Dada, khub bhalo laaglo.. ekta shanti... ebong triptir shur...
Chiroporichito dhaancher theke beriye onek onekdin baade ekta gaan shune mone holo soul ta ferot esheche. 4jon onoboddo lyricist er best Collab ever.
অনুপম দা আমি আপনার অন্ধ ভক্ত বলতে পারেন, আপনি যখন মেজিয়া বইমেলাতে এসেছিলেন আমি প্রোগ্রামের দুই ঘন্টা আগের থেকে গিয়ে অপেক্ষা করেছিলাম😌
দাদা শুধু তুমি নই হাজার হাজার মানুষ অনুপম-দার পাগল ভক্ত... যেমন আমি 😊😊😊
Ami o aci...
Me too
Osadharon. Moner ogochore thakbe chirokal. Osthir ei mon kharap kora somoye kichuta oxygen pelam
Dada lyrics ta ki chilo!!! Etota mon chuye jay... Etota depressed hye valo hye galammm..... Osadharan
অনেক বেলা বয়ে যাবে এ গান শুনতে শুনতে। তা যাক। 💓😍
Atai ho66e music er sokti ai lockdown er moddhe o Brazil r Kolkatar moddhe kar durotto take komiye diye6e Osadharon sundor hoye6e....
Asadharon mejaj jagalo. Diosphora novel er moto lyrics gulo durdanto effect fello
This music in itself is healing. It’s an explosive expression of humanity.This creation can name the unnameable and communicate the unknowable.When we are struggling for our existence in this pandemic, its absolutely a pleasure to hear this "literature of the heart",and kudos to Anupam Roy,Chandril Bhattacharya,Anindya Chatterjee,Srijato Bandopadhyay and definitely Maithan Knabach for creating this masterpiece.
দাদা সংগীত কি জিনিস আবেগ কে কোথায় নিয়ে যায়!
দাদা তুমি শিল্পী, গায়ক নও।
কথাটা দাদা বললাম আজকের জগৎ এ আমরা শিল্পী আর গায়ক এক করে ফেলি।
তোমার জন্য অনেক শুভ কামনা রইলো দাদা❤
মন থেকে অনেক বোঝা নেমে গেলো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের
Osadharon osadharon r kichu bolar nei
Ki sur r ki lyrics uffff..
Maithan Knabach has such soulful fingers...! And such a lyrical creation amidst this depression is astonishingly praiseworthy. Cheers to the four lyricists. Best wishes to the entire team and especially 'behind the camera' associates. This was a great job 😊
thanks Amartya. Lots of love.
Anupam da manei akta alada baper..sera hyeche dada..khub sundor
darun dada... apni manei kotha r surer opurbo melbondhon
khub khub khubei valolage apnar sb gan guloi
lots of love from katwa❤️❤️❤️❤️❤️❤️
Osadharan, hridoy chuaye galo... (amr life er sathe song tar onek mil a6e)... Jaihok thank u ANUPAM Da... 🙏
The isolation has brought a wave of melancholy and sadness to our words, our thoughts and our tunes.
Songs like these help us to externalize these waves and make us feel better through catharsis.
বাংলা গানের নতুন এক অধ্যায়ের সূচনা। সুদূর ব্রাজিল এবং ভারতীয় মিউজিক এখন এক সুতোয়। অসংখ্য ধন্যবাদ অনুপম দা 💝 ইউনিভার্সাল মিউজিকে বাংলা গানকে আবার নতুন প্রাণ দেওয়ার জন্য।
Facebook e prothom lekha ta porar porei j onobodyo legechhilo, ta to vishoni swavabik! Ebar gan hisebeo osadharon laglo! ♥️ For all team members!
শব্দ শব্দ !!!! আরেকটা milestone.... some times it heals my soul .. thank you Anupam Da
Your choice of words and metaphors and making the analogous relationship between familiar objects. It's just fascinating.... You know it can't be fathomable in words.
গানটা খুবই এই সময়ের জন্য তাৎপর্যমূল্য , এটি মনের ঔষধ ও বলা যেতে পারে ...... খুব ভালো লাগল
oshadharon gaan oshadharon lyrics osadharon r magical ei voice.. uffff.. just loved it..
এই গান তার মানে খুঁজে পাবে
তোমার আমার নিজস্ব তর্জমায়।
আহা, প্রাণ জুড়িয়ে গ্যালো।😍😍
ভালোবাসা নিও দাদা।♥️♥️
হৃদয় এই শব্দ গুলোই যেনো চাইছিলো এতদিন ।। উফ
অনেক ভালোবাসা সবাইকে এতভালো উপহারের জন্য।।❤️❤️
কেউ দরদামে বসন্ত যদি কেনে ❤️🔥...অনবদ্য দাদা, তোমাদের যুগলবন্দী সর্বদা অসাধারণ 😍
Joto bar Tomar gaan suni Mon ro sunte cay. Tumi r Tomar gaan Sotti osadharon .
গানটা যেন মনের মধ্যে সারাক্ষণ ভেসে বেড়াচ্ছে। ❤️❤️❤️
বারবার শুনছি তবুও আরপারের অপেক্ষায়।
Ei gan ta bangla gan er jogote akta milestone hoye thakbe.Hridoysporsi gan.
দাদা,অসাধারণ লেগেছে,সত্যি।
বাংলাদেশ থেকে।
চারজন মিলে শেষমেশ এই গান, এই কথা! না শুধু ভিডিও দেখানোর জন্য এই গান...
সব সময় নিজেকে খুব একা ভাবি,,
কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই ।
মাঝে- মাঝে কাউকে খুব আপন ভাবি,,
পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা ।
Bangla gaaner preme pora notun kore tomar hat dhore evabei bangla gaanke agiye niye jau sathe achi sobsomoy... anupam sir thank you❤❤❤
Saradin shune jai.
❤️
গানটা দুবার শুনলাম,আরও যে কতবার শুনবো তার ঠিক নেই, জাস্ট ফাটাফাটি 💕💕💕💕❤️❤️❤️💕💕💕💕
চমৎকার একটি লেখা আর গান শুনলাম।
Thanks ANUPAM DA Song🎶 ta sonanor jonno.
Asadharan ....
Four of my most favourite persons together.... Eta je erokom osadharon hobe ta to janai chhilo... Love u and always support u anupam da(a very very lunatic fan of urs)... Bhalo theko tomra sobai...
প্রথমেই অনুপম দার সেই গিটার
যেটা সবসময় কাছে রাখেন উনি।
"""কিছু না বলা কথা আজও অনন্তে আঘাত করে দিনের প্রতি মূহুর্তে ""...!!! সেদিনের তুমি"" হঠাৎ করে কেন যে"" অন্যের হয়ে গেলে """আজ ও বুঝতেই পারলাম না প্রিয় "" ....!! ""ভালো থেকো তুমি অন্যের ঘরে"" আমি আজ শহরের একা রাজপথে.......😢😢
Apnar gaan er sotti kono tuluna hoina..
Love you from Bangladesh 🇧🇩
Incredible song.Great soulful composition and Lyrics is wonderful
Hatsoff to the four 👏👏👏👏
Anindya Chatterjee, Chandril Bhatthacharaya, Anupam Roy,Srijato
And the guitarist also did a commendable job.
Piya Chakrabarty also add her melodious voice in back vocals👌
নতুন করে কিছু বলার নেই ,,, অপেক্ষায় ছিলাম এমন একটা গানের ,,, বাঙালির মনে প্রাণে #ROY
"মন খারাপ কি দূরত্ব ভাগ করে?
আংটির মতো সাজায় মধ্যমা'য়!
এইগান তার'ই মানে খুঁজে পাবে,
তোমার আমার নিজস্ব তর্জমা'য়।"
👌👌👌
মুক্ত,খোলা আকাশের নীচে
নির্জন,একাকী সবুজ ঘেরা মাঠে
একমনে দিগন্তে তাকিয়ে থেকে গানটি শুনতে অসাধারন লাগছে👌
খুঁজেনিচ্ছি গানের মানে,বিভিন্ন ভাবে...
Opekkhay royechhi Anupam da :)
The lady who sang alongside Anupam is not upto the mark,her voice quality is not good,but the overall song is very impressive.Heart touching.Good job Anupam.
অসাধারণ লিরিকস,,, অসাধারণ ভয়েস প্রতিবারের মতই।প্রিয় মানুষগুলোকে এক ভিডিওতে দেখে খুব ভালো লাগছে।ভালোবাসা নিবেন,,,রাজশাহী,বাংলাদেশ থেকে❤️।
Barbar suneu mughotar res theke jachhe.osadhron hoyeche
অসাধারণ। আপনার গান সবসময় ভালো লাগে। আর ভবিষ্যতেও ভালো লাগবে।
হৃদয় এই শব্দ গুলোই যেনো চাইছিলো এতদিন.... উফ
দারুন লাগলো।।❤️❤️
লিরিক, ভিডিও, গায়কী, গিটার সবটা মিলিয়ে অসাধারণ। জাস্ট ভাসিয়ে নিয়ে যাওয়ার মত। অনেকদিনের অপেক্ষা সার্থক। আরও গান আসুক এ'রম চারজনের... ভালোবাসা নিও... 💕
Darun dda ei lockdown e ekta pran pelm Gaan ta sune😊😊
গানটা শুনে একটা অদ্ভুত শান্তি পাচ্ছি, কেন জানি না।
Onek, onekdin por, erokom khub bhalo ekta kichhu pelam ❣️
এই লিরিক্স এর কাছে চুপচাপ দু-দন্ড বসে থাকতে হয় 😌😌 ...
বিকালের একপ্রান্তে তুমি দাড়িয়ে
আমার ছায়া একদিন ছোবে তোমায়।👌👌nice song...
Best of luck..Anupam Roy..da..👍👍
অনুপম স্যার, অসাধারণ হয়েছে। পরের টার জন্যে অপেক্ষায় থাকলাম, শ্রদ্ধা রইলো।
অসাধারণ গানটি ! খুবই ভালো লাগলো
আমার প্লে লিস্টে অনুপমদা ছাড়া অন্য কিছু থাকে না।আজ নতুন একটা যুক্ত হলো।ভালোবাসা 😍
Anupam Roy means something special, something new, something very different...love you Sir...❤❤❤
Osombhob sundar, shunei chole6i..
I am wordless.
অসাধারণ. অপূর্ব...ভাষা নেই কিছু বলার❤️❤️❤️❤️... আমি শুধু ভাবছি এখনো এত কম ভিউ কেনো.. এই গানটাতে..
অসাধারণ লিরিক আর মেদুর সুর...
বিকেলের একপ্রান্তে তুমি দাঁড়িয়ে, আমার ছায়া একদিন ছোঁবে তোমায় 🌼❤️....
একদিন ফেসবুকে জানতে চেয়েছিলেন কবিতার কোন অংশটা কার লেখা অনুমান করতে 😊... অনুমান কিছুটা ঠিক হলেও.. এখন গানের ভিডিও দেখে পুরোটা স্পষ্ট ❤️❤️❤️চারজনের মিলিত সৃষ্টির কোনো তুলনা হয়না....❤️❤️
এটা কোন গান নয় যেন নতুন জীবনের আলো।।দূর থেকে দেখা যাচ্ছে আলো কিন্তু কাছে গেলেই সে দেখি সে অনেক আলোকবর্ষ দূরে।।।
আপনার গানগুলো শুনে আমি যেন এক মুগ্ধতার জগতে হারিয়ে যাই❤❤
পছন্দের মানুষদের একসাথে দেখতে পাওয়া, অদ্ভুত সুন্দর লিরিক্স, এবং অসাধারণ একটা সুরের মেলবন্ধন । মন' টা ভরে গেলো দাদা ❤
So niceeeee dada... just excellent... mind blowingggggggggggg
Ufffff.... Anupam da just অসাধারণ♥️♥️♥️ আমি তোমার গানে মুগ্ধ
ভালোবাসার মানুষটির কন্ঠে আবারো এত সুন্দর লিরিক্স এর গান। 😍😍😍