বন্ধু বিনে প্রাণ বাঁচে না - দিতি দাসের ধামাইল গান Dithi Das Dhamail Bondhu Bine Pran Bachena 2023
Вставка
- Опубліковано 27 січ 2025
- Ami Robona Robona Grihe Bondhu Bine Pran Bachena আমি রবনা রবনা গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচেনা
Singer: Dithi Das (দিতি দাস)
Lyrics & Tune: Radharaman Datta (রাধারমন দত্ত)
Dancer: Mou , Jerin, Prithi , Anjona , Soniya (জেরিন , মৌ , প্রীতি , অঞ্জনা , সনিয়া)
DOP: Juwel Islam & Kayesh (জুয়েল ইসলাম , কায়েস আহম্মদ)
Edit & Color: Tuhin Islam (তুহিন ইসলাম)
Light: Team MB Gallery (টিম এমবি গ্যালারি)
Direction: Mostaque Bahar (মোস্তাক বাহার)
Production: MB Gallery Production House - এমবি গ্যালারি প্রোডাকশন হাউজ। MB Gallery Official Song
আমি রবনা রবনা ঘরে বন্ধু বিনে প্রাণ বাঁচে না লিরিক্স গানের কথাঃ
আমি রবনা রবনা ঘরে বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা ঘরে বন্ধু বিনে প্রাণ বাঁচে না
না না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না ll
বন্ধু আমার চিকন কালা নয়নে লাইগাছে ভালা
বিষম কালা ধুইলে ছাড়ে না ll
ঘরে আছে কূলবধূ হস্তে লইয়া স্বরমধু
কি মধু খাওয়াইলা জানি না ll
ভাইবে রাধারমন বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
জ্বলছে আগুন আর তো নিভে না ll
Ami Robona Robona Grihe Bondhu Bine Pran Bachena Lyrics:
Ami Robona Robona Grihe Bondhu Bine Pran Bachena
Na Na Na Go Bondhu Bine Pran Baachena ll
Bondhu Amar Chikon Kala Noyone Laigache Bhala
Bhishom Kala Dhuile Charena ll
Ghore Aache kulobodhu Hoste Loiya Shoro Modhu
Ki Modhu Khawailo Janina ll
Vaibe Radharaman Bole Premanole Ongo Jole
Jolche Agun Arto Nivena ll
#Dhamail #DithiDas
Any Query:
Cell: 01767 661288
Email: mbgallerylink@gmail.com
In Association With:
** Helios Holding Co. Ltd. Japan Bangladesh (হেলিওস হোল্ডিং কো. লি. জাপান বাংলাদেশ)
by Abdul Malek Japani, Managing Director (আব্দুল মালেক জাপানি, ব্যবস্থাপনা পরিচালক),
** Seba Diagnostic Center, Chunarughat, Habiganj (সেবা ডায়াগনস্টিক সেন্টার, চুনারুঘাট, হবিগঞ্জ)
** Grameen Unnayan Foundation, Narapati, Chunarughat, Habiganj and (গ্রামীণ উন্নয়ন ফা্উন্ডেশন, নরপতি, চুনারুঘাট, হবিগঞ্জ)
** Dhamali Chunarughat (UA-cam Channel: Dhamali BD / dhamalibd (ধামালি চুনারুঘাট)।
*** ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। "ধামা" শব্দটি থেকে “ধামালি” বা "ধামাইল" শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান - নাচের আয়োজন করা হয় বলে একে "ধামাইল গান / নাচ" বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরা এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।
এই গান / নাচের কিছু বিশেষত্ব রয়েছে; যেমন:
এটি নৃত্য সম্বলিত গান; অর্থ্যাৎ, এতে গানের তালে তালে নাচও হয়।
এটি কাহিনীমুলক পরিবেশনা; অর্থ্যাৎ, এতে এক একটি বিষয় / কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয়।
মঙ্গলিক আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়।
পুরুষ বর্জিত আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র স্ত্রী-সমাজেই সীমাবদ্ধ।