বারী দাদার কথা অল্পতেই শেষ করা যাবে না । কারন আমি ও এক জন শীল্পী ছিলাম , খুব কাছ থেকে আমি তাঁকে দেখেছি , উনি আমার ওস্তাদও ছিলেন মাঝে মাঝে অনেক সবক উনার কাছ থেকে নিয়েছি , এক জন শীল্পী ই হিসাবে নয় উনি ছিলেন মানুষ হীশেবেও অতুলনীয় । জীবনের অনেক চড়াই উৎরাই দিয়ে জীবন পরিচালনা করা একজন মানুষ ছিলেন তিনি । এতো বড়ো মাপের মন মানুষিকটার মানুষ খুব কম হয় দুনিয়াতে । আজো তাঁর অনেক উপদেশ আমার কানে গানের মতো বাজে । উনাকে ভোলা এতো সহজ না , বুকের মধ্যে কোন জাগায় জানি উনি ঢুঁকে বশে আছেন জানি না , শুধু জানি আজ তিনি নেই তবু আছে তাঁর গান । যে গান থাকবে চিরকাল । আল্লাহ্ জেনো তাঁকে ভালো রাখেন -আমিন ।
আজ মধ্যবিত্ত বলে ভালো বাসার মানুষকে তিলি তিলে হারায় তেছে 😢সে অনেক চেষ্টা করতাছে আমার সাথে থাকার জন্য কিন্তু তার বাবা মা হাজার চেষ্টা করতাছে তার মন থেকে আমাকে সরানোর কিন্তু পারতেছে না তার উপর নানান যুলুম করতাছে 😢হয়তো তার সুখের জন্য আমার তাকে সারতে হবে 😢আমরা বিয়েও করেছি তাও মানতেছে না 😢
হুমায়ুন আহমেদ এর কালজয়ী গান সমুহের একটি হলো এই গান। আর গানটি সুর করে গেয়েছেন আমাদের বাংলার কালজয়ী শিল্পী বারী সিদ্ধিকী। এই দুই কালজয়ী মানুষের জন্য গানটি পুর্নতা পেয়েছে।
আল্লাহ্ তুমি মহান,, আল্লাহ্ তুমি সর্বশক্তিমান,, আল্লাহ্ তুমি দয়াবান, দয়ালু, আল্লাহ্ তুমি ক্ষমাশীল,, আল্লাহ্ তুমি সব কিছু ক্ষমা করতে পারো,, তুমি ক্ষমা করলে কাওকে জবাব দিতে হয়না,,,তুমি বারী সিদ্দিকীর জীবনের সব গুনাহ্ গুলোকে মাফ করে তাকে জান্নাতবাসী করো,, আল্লাহ্ তুমি সকল মুসলমানকে হেফাযত করো,,,,,,
যতটা শব্দ ব্যবহার করলে মানুষ বুঝবে, মানুষ তার জীবণের মানে খুজবে, ঠিক ততটাই ব্যবহার করেছেন প্রিয় কবি হুমায়ুন আহমেদ এবং তা প্রকাশ করেছেন প্রিয় শিল্পী বারী সিদ্দিক স্যার💛💛💛 আল্লাহ দুজনকেই বেহেশত দান কর🙏🏻🙏🏻
শিল্পী এত বিশ্বস্থ ও আন্তরীক হয় তা শ্রদ্ধেয় বারী সিদ্দিকীকে না পেলে বুঝতে পারতাম না। উনি আত্মার সমস্থ অনুভুতি দিয়ে ভক্ত শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য গান । মনে হয় এর থেকে আর অনুভুতি দিয়ে গাওয়ার ছিলোনা। যেখানে থাকুন, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ভালো থাকবেন ।
হুমায়ুন স্যার আর বারী সিদ্দিকী সাবকে হাজারও বার ধন্যবাদ জানাই এ ধরনের গান উপহার করার জন্য , ওনারা দুজনে সৃষ্টিকর্তা পরপারে ভালো রাখুক এই কামনা দুজনের জন্য
আল্লাহ সুবহানুতালা, বারি সিদ্দিকি স্যারকে , জান্নাতের সম্মানিত স্থান দান করুন (আমিন)। আমার অতি আপন মানুষ বারি সিদ্দিকি স্যার। আলহামদুলিল্লাহ স্যারের প্রতিটি গানের মাঝে, খুবই সুন্দর চিরো সত্ত কথা লুকিয়ে আছে যা শুধু জ্ঞানীরাই বুজতে পারে।আলহামদুলিল্লাহ আমি অনেক ছোট থাকতেই, স্যারের জ্ঞান গভির কথা গুলো শুনার সৌভাগ্য হয়েছিল।আমি প্রথম স্যারের গান শুনেছি ২০০৬ সালে।সেই থেকেই আমি, এই মহান জ্ঞানী মানুষটিকে স্যার / শিক্ষক হিসেবে গ্রহন করেছি আলহামদুলিল্লাহ।জীবনের অনাকাঙ্ক্ষিত শখ/আশা গুলোর ভিড়ে, স্যারের সাথে দেখা করবো,বুকে জুড়িয়ে ধরবো এবং স্যারের সাথে কথা বলবো, সরল দেশে হারিয়ে যেতাম ইত্যাদি, এটা আমার মনের অনেক রাশ ছিল।কিন্তু স্যারের সাথে দেখা করার সৌভাগ্য আমার হয় নি। মহান সূষ্টকরতার নিকট মন থেকে চাই,,,আমাদের কলিজা, মহান আল্লাহ সুবহানুতালা যাকে সমস্ত সূষ্টিকুলের ঈমাম/শিক্ষক হিসেবে ও পূথিবীতে শেষ বারতা বাহক হিসেবে পাঠিয়েছেন এবং সর্বশেষ নবী ও রসূল (সাঃ)।মহান পালনকর্তা আমাদের প্রতি দয়া করে তার প্রিয় দোস্ত/বন্ধুর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের খুশির ব্যাপার হল, পরকালে শেষ বিচারের দিনে, আমরা শেষ নবী (সাঃ) এর উম্মত, যারা হতে পারবো, তারা হবো সাক্ষী দাতা (কিতাবে আল্লাহ সুবহানুতালা বলেছে)।মহান পালনকর্তার অফুরন্ত নেয়ামতের দিকে তাকিয়ে আশা করতেছি এই যে, আমি সহ যারা আল্লাহর মহান ছবি দেখার চেষ্টা করতেছি এবং শ্রদ্ধেয় বারি সিদ্দিকি স্যার সহ যে সমস্ত জ্ঞান, গুনি মানুষ, আজ এই সুন্দর দুনিয়াতে নেই,ক কিন্তু তাদের জ্ঞানময় কথা গুলো আজও জ্ঞানীরাই শুনে এবং জ্ঞান আহন করে।এছাও জ্ঞানসাধন কারি গন আত্তার প্রশান্তির জন্য এই জ্ঞানময় কথা গুলো শুনেন।আল্লাহ তোমার কাছে প্রান ভরে চাওয়া তুমি আমাদের সবাইকে, শেষ নবী/রসূল (সাঃ) এর উম্মত হিসেবে কবুল করুন।আমিন
শ্রদ্ধার সাথে আপনাকে স্বরণ করছি, প্রয়াত হুমায়ূন আহমেদ স্যার কে / তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। সাথে শ্রদ্ধার সাথে স্বরণ করছি বারী স্যার কে। মহান আল্লাহতালা উনাদের কে জান্নাতুল ফেরদৌসের সু- উচ্চ মাকাম দান করুক আমিন। আমি কুমিল্লার লাকসাম বিপুলাসার থেকে শুনছিলাম ভালো লাগছে ।
আজ যখন গানটা শুনছি, তার ঠিক এক বছর চার দিন আগে উনি আমাদের ছেড়ে চলে গেছেন !! প্রথমে কমেন্টগুলো পড়ে বিশ্বাস হয়নি।পরে উইকিপিডিয়া পড়ে সত্যতা জানলাম।আল্লাহ উনার গুনা মাফ করুন এবং জান্নাতে নসিব করুন।
কি লিখবো বারী ভাই সম্পর্কে। জীবনের কতগুলো বছর এক সাথে রেডিও বিটিভি ও অন্যান্য অনুষ্ঠানে, স্টুডিও তে । খুব কস্ট পাই যখন বঙ্গবন্ধু স্বরনে "মুক্তির গান" নামক আমার এলবামে ১৯৯০ সালে তিনি মিউজিক করেছিলেন, গান শুনলেই গানের মধ্যভাগে খুজি বারি ভাইয়ের বাঁশি। শেষ কথা হয়েছিল মোবাইলে মালদ্বীপ থেকে। তাকে মালদ্বীপ নেবো। আর দেখাও হয়নি, বারি ভাইয়ের মালদ্বীপও যাওয়া হয়নি। আমাদের দুর্ভাগ্য যে আমরা গুনি প্রতিভাবান শিল্পী কবি সাহিত্যিক বা যন্ত্রশিল্পীদের মূল্যায়ণ করি মৃত্যুর পরে। গোটা পল্লী সঙ্গীতকে পরিবর্তন করে দিয়ে চলে গেলেন বারি ভাই। আগে ভাবতাম পল্লীগীতি খুব সহজ কিন্তু বারী ভাই সে ধারনা বদলে দিয়ে বাঙ্গালী শিল্পী শ্রোতাদের শিখিয়ে গেলেন যে, পল্লীগীতি এত সহজ নয়, ইচ্ছে করলেই বারী সিদ্দিকী হওয়াও যায়না আর তাঁর গাওয়া গান সহজে রপ্ত করে গাওয়া যায়না। আল্লাহ্ তাকে বেহেশত নসীব দান করুন। আমিন
এই প্রাবাসের মাটিতে যে কত রাত কেটে গেল.!😅💔এই এই বারী সিদ্দিকীর স্যার গান শুনতে শুনতে! জানি নাহ আরো কত রাত কাটবে.! 📖🖋️💜 বয়স টা আলাদা হলেও কষ্ট টা একই স্যার.!! এইসব গানের মর্ম সব মানুষ বুঝবে না!🙂 20:08:2024 স্মৃতি রেখে গেলাম! 📖🖋️
এই গানটি এমন একটি গান যা কোন দ্বিতীয় গানের সাথে তুলনা হয় না । এক কথায় অসাধারন একটি গান যতই ভালাে লাগুক না কেন সেটা কয়েক বার শুনলে আর ভালাে লাগে না । কিন্তু এই গানটি আমি কয়েক হাজার বার শুনেছি । গানটি যত বারেই । শুনি মন চায় আরাে শুনি । অসাধারন একটি গান । গানের সাথে কন্ঠ , সুর সব কিছু যেন একে অপরকে জড়িয়ে রেখেছে । আমার সব চেয়ে প্রিয় গান।
বুকের মদ্য থেকে কে জেনো বলে দাদা তুমি কোথায় ? কোথায় হারিয়ে গেলে এই বীশাল পৃথিবী থেকে ? তোমাকে আমরা ভুলীনি , আর ভুলবও না কোন দিন । যেখানেই থাকো ভালো থেকো ।
কি বলবো বলার কোনো ভাষা নেই সত্যিই অসাধারণ একটি গান। যা কিছু দিয়েছো তুমি কি দেবো তার প্রতিদান সত্যি তুমি যা দিয়েছো তার প্রতিদান দেওয়া কোনদিন সম্ভব নয়। শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যার আপনার আত্মার মাগফেরাত কামনা করি।
এখনো গান শুনতে মন চাইলে ইউটিউবে বারী সিদ্দিকীর নাম সার্চ করে মন ভরে গান শুনি আমার মতো হয়তো আরও অনেকেই দোয়া চারা কিছুই করার নেই আমাদের আল্লাহ আপনার ভুল ত্রোটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নচিব করুক 🤲
আমি আর বারি স্যার একই সময় মারা যাই প্রায়।(আমার ওপেন হার্ট সার্জারি হয়)আমার হাসপাতালে জ্ঞান ফেরার পর শুনি, নার্সরা আস্তে আস্তে বলছে বারি সিদ্দিকি মারা গেছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন।
দ্বিতীয় হুমায়ন আহম্মেদ স্যার আর বাংলা সাহিত্যে আর আসবে না।।হুমায়ন স্যার প্রতিটা লেখায় যেন হিরার টুকরো।।আমি দূভার্গ তার মতন এক জন লেখকে বাস্তবে দেখতে পারিনি।।তবে বারেক সিদ্দিক স্যারকে দেখিছি।।
বারী দাদার কথা অল্পতেই শেষ করা যাবে না । কারন আমি ও এক জন শীল্পী ছিলাম , খুব কাছ থেকে আমি তাঁকে দেখেছি , উনি আমার ওস্তাদও ছিলেন মাঝে মাঝে অনেক সবক উনার কাছ থেকে নিয়েছি , এক জন শীল্পী ই হিসাবে নয় উনি ছিলেন মানুষ হীশেবেও অতুলনীয় । জীবনের অনেক চড়াই উৎরাই দিয়ে জীবন পরিচালনা করা একজন মানুষ ছিলেন তিনি । এতো বড়ো মাপের মন মানুষিকটার মানুষ খুব কম হয় দুনিয়াতে । আজো তাঁর অনেক উপদেশ আমার কানে গানের মতো বাজে । উনাকে ভোলা এতো সহজ না , বুকের মধ্যে কোন জাগায় জানি উনি ঢুঁকে বশে আছেন জানি না , শুধু জানি আজ তিনি নেই তবু আছে তাঁর গান । যে গান থাকবে চিরকাল । আল্লাহ্ জেনো তাঁকে ভালো রাখেন -আমিন ।
হুমায়ুন আহম্মেদ স্যারের লেখা আর বারী সিদ্দিকী কন্ঠ গানটাকে পূনতা দিয়েছে।💗
দুইজনই নেত্রকোনার লিজেন্ড 😍
thanks
আমি ২০২৩ জুন এর ৭ তারিখে গানটা সুনলাম যত বার আমার ফোনে নোটিফিকেশনে যাবে তত বার শুনবো
আজ মধ্যবিত্ত বলে ভালো বাসার মানুষকে তিলি তিলে হারায় তেছে 😢সে অনেক চেষ্টা করতাছে আমার সাথে থাকার জন্য কিন্তু তার বাবা মা হাজার চেষ্টা করতাছে তার মন থেকে আমাকে সরানোর কিন্তু পারতেছে না তার উপর নানান যুলুম করতাছে 😢হয়তো তার সুখের জন্য আমার তাকে সারতে হবে 😢আমরা বিয়েও করেছি তাও মানতেছে না 😢
গুনি লোকেরা পৃথিবীতে এত অল্প সময়ের জন্য আসে কেন।
@@nayemislam209😢😢😢😢
হুমায়ুন আহমেদ এর কালজয়ী গান সমুহের একটি হলো এই গান। আর গানটি সুর করে গেয়েছেন আমাদের বাংলার কালজয়ী শিল্পী বারী সিদ্ধিকী। এই দুই কালজয়ী মানুষের জন্য গানটি পুর্নতা পেয়েছে।
আহা, গানের একটা কথাও মিথ্যা না......
আল্লাহ্ তুমি বারী স্যারকে বেহেস্ত নসীব করো...... বাংলাদেশের এই বারী সিদ্দিকি এক বারই জন্মায়....... ❤❤❤❤
R8 apu
Kotha shotto.
Behesto bari siddiki...bah
@@shimulmia71544:21
এক লিজেন্ড হুমায়ূন আহমেদ গানটা লিখেছেন আরেক লিজেন্ড বারী সিদ্দিকী গানটা গেয়েছেন। আমরাও লিজেন্ড যারা এই গানগুলো শুনি।
ভালো লাগলো ভাই
গানের সুর শুনে গা শিউরে উঠলো
আমরা লিজেন্টরা তাই এই গানটি বারবার শুনি।।
Correct 🧘🏼♀️
👌💞🇧🇩...........
আজ দুজনের কেউই বেঁচে নেই।
তাহারা থাকবেন মানুষের অন্তরে।
আল্লাহ্ তুমি মহান,, আল্লাহ্ তুমি সর্বশক্তিমান,, আল্লাহ্ তুমি দয়াবান, দয়ালু, আল্লাহ্ তুমি ক্ষমাশীল,, আল্লাহ্ তুমি সব কিছু ক্ষমা করতে পারো,, তুমি ক্ষমা করলে কাওকে জবাব দিতে হয়না,,,তুমি বারী সিদ্দিকীর জীবনের সব গুনাহ্ গুলোকে মাফ করে তাকে জান্নাতবাসী করো,, আল্লাহ্ তুমি সকল মুসলমানকে হেফাযত করো,,,,,,
যতটা শব্দ ব্যবহার করলে মানুষ বুঝবে,
মানুষ তার জীবণের মানে খুজবে,
ঠিক ততটাই ব্যবহার করেছেন প্রিয় কবি হুমায়ুন আহমেদ এবং তা প্রকাশ করেছেন প্রিয় শিল্পী বারী সিদ্দিক স্যার💛💛💛
আল্লাহ দুজনকেই বেহেশত দান কর🙏🏻🙏🏻
আমিন
আহ কি গান লিখেছেন❤️❤️ আর গাওয়ার কথা কি বলবো অন্তর ঠান্ডা হয়ে গেলো ❤️❤️
শিল্পী এত বিশ্বস্থ ও আন্তরীক হয় তা শ্রদ্ধেয় বারী সিদ্দিকীকে না পেলে বুঝতে পারতাম না। উনি আত্মার সমস্থ অনুভুতি দিয়ে ভক্ত শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য গান । মনে হয় এর থেকে আর অনুভুতি দিয়ে গাওয়ার ছিলোনা। যেখানে থাকুন, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ভালো থাকবেন ।
শ্রাবণ মেঘের দিনে, গানের অংশ শুনে কেঁদেছিলাম। পুরো গান শুনতে ইচ্ছে হয়েছিলো। হুমায়ূন আহমেদ মৃত্যুর আগে দর্শক শ্রোতা পাঠকদের এই ইচ্ছেটা পূর্ণ করে গেছেন।
তাই
. nnnjnjn n. Kn. N
১০০% রাইট
হুমায়ুন আহমেদ বেঁচে নাই,কিন্তু
হুমায়ুন আহমেদের লেখা গুলা আজীবন মানুষের কাছে প্রিয় থাকবে ✌️✌️✌️
দোয়া করি আল্লাহ যেন হুমায়ুন আহমেদকে জান্নাতুল ফেরদৌস নচিব করেন,,,
আমিন,,,
Very nice
হুমায়ুন স্যার আর বারী সিদ্দিকী সাবকে হাজারও বার ধন্যবাদ জানাই এ ধরনের গান উপহার করার জন্য , ওনারা দুজনে সৃষ্টিকর্তা পরপারে ভালো রাখুক এই কামনা দুজনের জন্য
আহ্ মনের মধ্যে কেমন যেন একটা হাহাকার করে উঠলো,,, দুই জন প্রিয় ব্যক্তি আজ আর নেই শুধু রেখে গেছে সুন্দর সৃষ্টি
আহ,,,, যেমন লেখক তেমনি গায়ক,,,সব মিলিয়ে অসাধারণ,,,
২০২২ এর শেষের দিকে এসেও আবার শুনলাম! আল্লাহ বারী সিদ্দিকী স্যারকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক আমীন
আজ মনে পড়ে সেই দিন গুলো যে ২০০৬ সালে কয়েক দিন সাধক শিলপী সাহেব এর সাথে অনেক কিছু শিখছিলাম,,,আললাহ ওনাকে জাননাত বাসি করুন, আমিন
বারি সদ্দিকী স্যার বেচেঁ থাকবেন তার কোটি ভক্তের হৃদয়ে তার সৃষ্টির মাধ্যমে । আপনাকে আল্লাহ জান্নাত দান করুন । আমিন ।
বারী সিদ্দীক হয়ে যদি আবার কেউ আসতো এই বাংলায়....আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিও....আমিন
একটা কমেন্ট রেখে গেলাম যদি কখন আমার প্রিয় মানুষ গান টা শুনে আর কমেন্ট দেখে তাই রেখে গেলাম.. Adnan ❤️Alifa
হুমায়ূন স্যার,সত্যি লিখেছেন, যার যার রাজ্যে আমরা সবাই গরীব।
আসলেই
রাইট ভাইজান
@@যাযাবরেরমুক্তি পরে ওজ
Writter never die...... Absolutely right
মিস করি আপনার বাশিঁ্রর সুর....
..ঐপারে ভাল থাকেন গুরু.....
আল্লাহ আপনাকে জান্নাত বাসি করুক।
আল্লাহ সুবহানুতালা, বারি সিদ্দিকি স্যারকে , জান্নাতের সম্মানিত স্থান দান করুন (আমিন)। আমার অতি আপন মানুষ বারি সিদ্দিকি স্যার। আলহামদুলিল্লাহ স্যারের প্রতিটি গানের মাঝে, খুবই সুন্দর চিরো সত্ত কথা লুকিয়ে আছে যা শুধু জ্ঞানীরাই বুজতে পারে।আলহামদুলিল্লাহ আমি অনেক ছোট থাকতেই, স্যারের জ্ঞান গভির কথা গুলো শুনার সৌভাগ্য হয়েছিল।আমি প্রথম স্যারের গান শুনেছি ২০০৬ সালে।সেই থেকেই আমি, এই মহান জ্ঞানী মানুষটিকে স্যার / শিক্ষক হিসেবে গ্রহন করেছি আলহামদুলিল্লাহ।জীবনের অনাকাঙ্ক্ষিত শখ/আশা গুলোর ভিড়ে, স্যারের সাথে দেখা করবো,বুকে জুড়িয়ে ধরবো এবং স্যারের সাথে কথা বলবো, সরল দেশে হারিয়ে যেতাম ইত্যাদি, এটা আমার মনের অনেক রাশ ছিল।কিন্তু স্যারের সাথে দেখা করার সৌভাগ্য আমার হয় নি। মহান সূষ্টকরতার নিকট মন থেকে চাই,,,আমাদের কলিজা, মহান আল্লাহ সুবহানুতালা যাকে সমস্ত সূষ্টিকুলের ঈমাম/শিক্ষক হিসেবে ও পূথিবীতে শেষ বারতা বাহক হিসেবে পাঠিয়েছেন এবং সর্বশেষ নবী ও রসূল (সাঃ)।মহান পালনকর্তা আমাদের প্রতি দয়া করে তার প্রিয় দোস্ত/বন্ধুর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের খুশির ব্যাপার হল, পরকালে শেষ বিচারের দিনে, আমরা শেষ নবী (সাঃ) এর উম্মত, যারা হতে পারবো, তারা হবো সাক্ষী দাতা (কিতাবে আল্লাহ সুবহানুতালা বলেছে)।মহান পালনকর্তার অফুরন্ত নেয়ামতের দিকে তাকিয়ে আশা করতেছি এই যে, আমি সহ যারা আল্লাহর মহান ছবি দেখার চেষ্টা করতেছি এবং শ্রদ্ধেয় বারি সিদ্দিকি স্যার সহ যে সমস্ত জ্ঞান, গুনি মানুষ, আজ এই সুন্দর দুনিয়াতে নেই,ক কিন্তু তাদের জ্ঞানময় কথা গুলো আজও জ্ঞানীরাই শুনে এবং জ্ঞান আহন করে।এছাও জ্ঞানসাধন কারি গন আত্তার প্রশান্তির জন্য এই জ্ঞানময় কথা গুলো শুনেন।আল্লাহ তোমার কাছে প্রান ভরে চাওয়া তুমি আমাদের সবাইকে, শেষ নবী/রসূল (সাঃ) এর উম্মত হিসেবে কবুল করুন।আমিন
কোথায় যে হারিয়ে গেল এই গুণী শিল্পীনণ লেখক। গানগুলো শুনলে মনটা মনে হয় যে কোথায় হারিয়ে যায়
মনের ভিতরের কষ্টটাকে নিংড়ে বেরকরে আনার যাদুকর বরী সিদ্দিকির মৃত্যুতে আমরা কষ্ট পাচ্ছি।
ধন আছে--জ্ঞান নাই--জ্ঞানের অভাব।
অসাধার কথা,,ভালো থাকুন স্যার সবসময়
হুমায়ুন আহমেদ স্যার
২০৫১ সালের জন্য রেখে দিলাম এ গানটা। সত্যিই আমরা গরীব আইছি একা যাব একা।এ গান মানুষের হৃদয়ে বেঁচে থাকবে যুগ যুগ ধরে।
4:20 4:22
আহা একজন হুমায়ুন আহমেদ, একজন বারি সিদ্দিকী। আমাদের সম্পদ।আফুরান শ্রদ্ধা।
. . ,
শ্রদ্ধার সাথে আপনাকে স্বরণ করছি, প্রয়াত হুমায়ূন আহমেদ স্যার কে / তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি।
সাথে শ্রদ্ধার সাথে স্বরণ করছি বারী স্যার কে।
মহান আল্লাহতালা উনাদের কে জান্নাতুল ফেরদৌসের সু- উচ্চ মাকাম দান করুক আমিন। আমি কুমিল্লার লাকসাম বিপুলাসার থেকে শুনছিলাম ভালো লাগছে ।
অসাধারণ শত বছর বেঁচে থাকুক বাড়ি সিদ্দিক আর হুমায়ুন আহমেদ এর গান কাব্য কবিতা
Angel Arusha nice
গানটি অসাধারণ, আল্লাহ অভাবী দের অভাব দূর করে দাও।
আজ যখন গানটা শুনছি, তার ঠিক এক বছর চার দিন আগে উনি আমাদের ছেড়ে চলে গেছেন !! প্রথমে কমেন্টগুলো পড়ে বিশ্বাস হয়নি।পরে উইকিপিডিয়া পড়ে সত্যতা জানলাম।আল্লাহ উনার গুনা মাফ করুন এবং জান্নাতে নসিব করুন।
এতো গভীর কথা, সাবলীল সৃজনশীলতা। গায়কি লোভনীয়। সত্যিই অসাধারণ।
বারী, ভাই এর গান গুলো শুনি আর তার কথা মনে করে তাকে অনেক মিস করি অপারে ভালো থাকবেন দোয়া রইলো ♥♥♥
কি লিখবো বারী ভাই সম্পর্কে। জীবনের কতগুলো বছর এক সাথে রেডিও বিটিভি ও অন্যান্য অনুষ্ঠানে, স্টুডিও তে । খুব কস্ট পাই যখন বঙ্গবন্ধু স্বরনে "মুক্তির গান" নামক আমার এলবামে ১৯৯০ সালে তিনি মিউজিক করেছিলেন, গান শুনলেই গানের মধ্যভাগে খুজি বারি ভাইয়ের বাঁশি। শেষ কথা হয়েছিল মোবাইলে মালদ্বীপ থেকে। তাকে মালদ্বীপ নেবো। আর দেখাও হয়নি, বারি ভাইয়ের মালদ্বীপও যাওয়া হয়নি। আমাদের দুর্ভাগ্য যে আমরা গুনি প্রতিভাবান শিল্পী কবি সাহিত্যিক বা যন্ত্রশিল্পীদের মূল্যায়ণ করি মৃত্যুর পরে। গোটা পল্লী সঙ্গীতকে পরিবর্তন করে দিয়ে চলে গেলেন বারি ভাই। আগে ভাবতাম পল্লীগীতি খুব সহজ কিন্তু বারী ভাই সে ধারনা বদলে দিয়ে বাঙ্গালী শিল্পী শ্রোতাদের শিখিয়ে গেলেন যে, পল্লীগীতি এত সহজ নয়, ইচ্ছে করলেই বারী সিদ্দিকী হওয়াও যায়না আর তাঁর গাওয়া গান সহজে রপ্ত করে গাওয়া যায়না। আল্লাহ্ তাকে বেহেশত নসীব দান করুন। আমিন
অসম্ভব সত্যি একটা কথা গানের মাধ্যমে ফুটিয়ে তুললেন। ভাল থাকবেন পরপারে
💔❤❤
বারী সিদ্দিকী একজন অমর শিল্পী আমাদের মাঝে সারাজীবন বেচে থাকবে।।
আপনাকে আল্লাহ্তালা যেনো জানাতে জান্নাতে সব গুলো দরজা খুলে যেনো দেয়,,,আমিন
Amin
যারা এই গানগুলো শুনে তারাই প্রকৃত লিজেন্ড
আপনার গান আমাদের মাযে চির অমর হয়ে থাকবে
আসলে এই গান টি বাস্তব ভিত্তিক একটি গান।যতই শুনি ততই ভালো লাগে।
হুমায়ুন আহমেদ স্যার ও বারি সিদ্দিকি স্যার সারাজীবন বাঙালির মনে অমর হয়ে থাকবে।
আল্লাহ উনার সকল গুনাহ মাফ করে দিও, উনাকে বেহেস্ত নসিব করুন। যে বারি সিদ্দিকী কে আমরা হারিয়েছি , তার পূরন কখনো হবেনা।
কারণ বারি রা পৃথিবীতে একবারি আসে
চত
বারেক,,সিদিক,,আমার,,সবচে,,পিও,,সিলপি,,ছিলো,,আপনারা,,বারেক,,জনো,,দোয়া,,করবেন
nice gan
Right
Jashim Uddin বারি রা একবার ই আসে তুই কি দুই বার আসছ নাকি পাগল
আমার মনে হয় আমি আপনার গানের পাগল।আমার মত আর কেউ নাই।আপনি বেচে থাকবেন আমার মনে প্রানে।আল্লাহ্ আপনাকে বেহেস্ত নসিব করুক।আমিন।
AFjfkvbdk
👍👍
❤️❤️❤️❤️👍
জিবনে অনেক গান সুনেছি যে কোন মানুষের জিবনে আমি মনে করবো এটা একটা সেরা গান
সকল প্রাপ্যতা মানুষের জন্য নয়
তার বড় উদাহরণ হুমায়ুন আহমেদ এর এই গান।
২০২১ ও এসে বারি সিদ্দিকী কে স্বরন করলাম আবার😭আল্লাহ ওনাকে জান্নাতে রেখো🤲
আমরা সবাই গরীব কোন না কোন ভাবে
গায়ক এবং লেখক ভালো থাকবেন ওপারে দোয়া করি।❤️❤️
তাহার কন্ঠে সত্যিই যাদু ছিল কিছু বলার নেই। অসাধারণ গায়কী?
২০২৪ এসেও এখনো কে কে গনটি শুনেন
আপনি বেঁচে থাকবেন আজীবন সত্য সুন্দর গানের মধ্যে যুগ যুগ ধরে
এই প্রাবাসের মাটিতে যে কত রাত কেটে গেল.!😅💔এই এই বারী সিদ্দিকীর স্যার গান শুনতে শুনতে! জানি নাহ আরো কত রাত কাটবে.! 📖🖋️💜
বয়স টা আলাদা হলেও কষ্ট টা একই স্যার.!! এইসব গানের মর্ম সব মানুষ বুঝবে না!🙂
20:08:2024 স্মৃতি রেখে গেলাম! 📖🖋️
ভুল করে গানটাতে ভিউ পরে গেল,প্রথম লাইনটা শুনে সম্পূর্ণ গান অভাক হয়ে শুনে গেলাম,আর জীবনের মানেটা কতটুকু জানলাম আমি জানিনা❤❤❤❤
আমি মনে করি এই গানের প্রতিটা কথা সবার জীবনের সাথে মিল আছে খুব দরদ দিয়ে গান গেয়েছেন দোয়া করি ওপারে ভালো থাকেন
আল্লাহ্ আপনাকে বেহেস্ত নসীব দান করুন।আমিন
বারি ভাই আপনি সবার মাঝে অমর হয়ে থাকবেন
আমি বড় একা ...proyojone..bondo....01871495246.....ami....
আমার কথা বিশ্বাস করি
আমি ভারীসিদদীঘির.জন্য দোয়া করি আল্লাহ পাক উনাকেজাননাত.ভাসি.করুন
@@mithumitomithu4116 +8801716916215 -
আহারে হুমায়ুন আহমেদ, আমার মনের কথা তিনি কি করে বল্লেন???????
আসলে পৃথিবীতে মানুষ থাকেনা কিন্তু তার স্মৃতিগুলো রয়ে যায়
এই গানটি এমন একটি গান যা কোন দ্বিতীয় গানের সাথে তুলনা হয় না । এক কথায় অসাধারন একটি গান যতই ভালাে লাগুক না কেন সেটা কয়েক বার শুনলে আর ভালাে লাগে না । কিন্তু এই গানটি আমি কয়েক হাজার বার শুনেছি । গানটি যত বারেই । শুনি মন চায় আরাে শুনি । অসাধারন একটি গান । গানের সাথে কন্ঠ , সুর সব কিছু যেন একে অপরকে জড়িয়ে রেখেছে । আমার সব চেয়ে প্রিয় গান।
গানের কথা গুলো চমৎকার ।
আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন । যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের কে ও আপনি মাফ করে দিয়ে জান্নাত নসিব করুন ।
গুরু তোমার গানের প্রতি আসক্ত হওয়ার পড় জানতে পারি এই দুনিয়াতে তুমি নেই 😢😢😢
বুকের মদ্য থেকে কে জেনো বলে দাদা তুমি কোথায় ? কোথায় হারিয়ে গেলে এই বীশাল পৃথিবী থেকে ? তোমাকে আমরা ভুলীনি , আর ভুলবও না কোন দিন । যেখানেই থাকো ভালো থেকো ।
অসাধারণ গায়কী এবং হুমায়ুন আহমেদ স্যারের অসাধারণ লিখনী ❤
আর আসবেনা বাংলার বুকে কিন্তু তাদের দুজনের কথা সব সময় মানুষ মনে রাখবে..
মামা মা এখনো আপনার গান শুনে কান্না করেন। আমরা সবাই আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনি ভালো থাকেন পরপারে এই দোয়া করি🤲🤲😭😭😭
আমি ভালো বাসার গরিব জীবনে কাওকে পেলাম না কত খুঁজলাম ভবে কেওরে পেলাম না সারাজীবন এই ভাবেই কেটে জাবে আল্লাহ কথা সরনকরে
তার গান শুনে জীবনে মানে খুঁজে পাওয়া যায় সেটাই তো গান এবং জ্ঞান যা সবাইকে শূনার তৌফিক দেন
এরাই হচ্ছে আসল কিংবদন্তি❤️❤️
বারি স্যার একজন সত্যি কারের শিল্পি,,,, বারি স্যার কে আল্লাহ জান্নাত বাসি করেন,,আমিন
গানটি যেদিন প্রথম রাতে শুনি তার পর দিন সকালে শুনতে পাই বারী ভাই মারা গেছেন।
amin
😭😭😭😭
😢😢😢😢😢 amin
আমরা সত্যি সবাই গরিব...
Ahare ,kub kosto hoyse re vay
যতবারই শুনি মনের ভেতর থেকে ততবারই আমি তোমার প্রেমে পড়ে যায়।।।।। special 💝 for uuuu from my Heart,,,,may Allah give uuuu..Jannat 👌👍
আল্লাহ আপনি বারি সিদ্দিকের সমস্ত গুনাহ মাফ করে দেন.আমিন
Mahmudul hasan Nice
Mahmudul hasan আমীন
Summa amin
Bhai ami ai parer lok oct 21 prothom bari saheber gan shunlam, tar por thekai dhudhu oner gani shunchi.
আমিন
কি বলবো বলার কোনো ভাষা নেই সত্যিই অসাধারণ একটি গান। যা কিছু দিয়েছো তুমি কি দেবো তার প্রতিদান সত্যি তুমি যা দিয়েছো তার প্রতিদান দেওয়া কোনদিন সম্ভব নয়। শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যার আপনার আত্মার মাগফেরাত কামনা করি।
আল্লাহ আপনাকে জান্নাত দান করুন আপনি আমার একজন প্রিয় মানুষ
অতৃপ্তি ও অপ্রাপ্তি মানব মনের চিরন্তন বৈশিষ্ট্য।। ❤❤❤❤❤
পৃথিবীর কেউ শুখে নেই এটাই বাস্তব.
বারবার শুনলেও অতৃপ্তি আসে না..💙 পরপারে ভালো থাকবেন লিজেন্ড.. 💔
হে রাব্বুল আলামীন উনাকে জান্নাত জায়গা করে দিন। আমীন
বাংলায় একজন বারী সিদ্দিকী ছিল❤️❤️❤️
এই বাংলায় আর বারী হবেনা 🥲🥲🥲
খুব ইচ্ছা ছিল একটা লাইভ কন্সার্ট দেখবো কিন্তু ইচ্ছে পুরন হলো না।।
আল্লাহতালা আপনাকে বেহেস্ত নসিব করুণ।। আমিন
তাইলে তুই এখন রাস্তায় গিয়ে পুটকি মারাদে
amaro chilo
vai
hm
এখনো গান শুনতে মন চাইলে ইউটিউবে বারী সিদ্দিকীর নাম সার্চ করে মন ভরে গান শুনি আমার মতো হয়তো আরও অনেকেই দোয়া চারা কিছুই করার নেই আমাদের আল্লাহ আপনার ভুল ত্রোটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নচিব করুক 🤲
যেমন কথা তেমন গায়কী, যেন সোনায় সোহাগা।
আমার সৌভাগ্য হয়েছিলো এই গুনি শিল্পির ধানমন্ডির বাসায় জাওয়ার সরাসরি কথা বলার আমি ওনার একজন অন্দো বক্ত ।
Bari siddique and Humayun ahmed both are legend , and legend never die
কথাগুলো চিরন্তন সত্য।আজীবন মানুষ এগুলো সুনবে। কারন গানগুলো শুনতে ভালো লাগে।
আল্লাহ তুমি মহান
titanboy Rony JsJowel+01611524866
@@mdrajon4796 zAaaa@aa a aaa a aa
@@mdrajon4796 all
সময় পেলে সবসময় গান টা সুনি
আল্লাহ যাতে বারি স্যার কে বেহেস্ত নছিব করে দোয়া রইল
বেহেশ্ত, তো হাতের মোয়া,, চাইলাম আর দিয়ে দিল
পরবর্তী প্রজন্মের জন্য কমেন্ট করে গেলাম আমার কমেন্ট যখন ওরা পড়বে হয়তোবা আমি থাকবো না এই পৃথিবীর মাঝে
অসাধারন সংগীত আমি মুগ্ধ।
/bangla/m
mosarfhossaihalil
oommmobiloe/ Al Masud
Md.Amanullah Al Masud
এক জন বিখ্যাত শিল্পী কে আমরা হারিয়েছি।দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাত বাসি করোক।আমিন
আল্লাহ্ আপনাকে বেহেশত নসীব করুক।আমিন।
আমি প্রেমিকার গরিব
যদি মনের মত একজন পাইতাম
ভালোবাসা দিয়ে যত্ন করে রাকতাম
আমি আর বারি স্যার একই সময় মারা যাই প্রায়।(আমার ওপেন হার্ট সার্জারি হয়)আমার হাসপাতালে জ্ঞান ফেরার পর শুনি, নার্সরা আস্তে আস্তে বলছে বারি সিদ্দিকি মারা গেছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন।
আপনে এখন কেমন আছেন
আশা করছি আল্লাহ্ র রহমতে আপনি এখন ভালোই আছেন । দোয়া রইলো ।।
😭
গানটি অসাধারণ 🥰
বার বার শুনি, যত শুনি ততই ভালো লাগে 😇
দ্বিতীয় হুমায়ন আহম্মেদ স্যার আর বাংলা সাহিত্যে আর আসবে না।।হুমায়ন স্যার প্রতিটা লেখায় যেন হিরার টুকরো।।আমি দূভার্গ তার মতন এক জন লেখকে বাস্তবে দেখতে পারিনি।।তবে বারেক সিদ্দিক স্যারকে দেখিছি।।
অসাধারণ খুব সুন্দর একটা গান..
কিংবদন্তি গায়ক স্যার বারী সিদ্দিকী
He was a good man, good singer, a renowned composer, a spiritual thinker as well.
Nice
আমি সৌদি আরব প্রবাসী
এই দুনিয়ায় সবাই গরিব
কানদে চুপে চুপে 😢😢😢
অাল্লাহ তাকে জন্নাত নসিব করুক
আমি কষ্ট পেলে বারী সিদ্দিকী স্যারের গান শুনি ।
অসাধারণ গানটির কথাও সুর