এক গরু থেকে শুরুঃ বর্তমানে দশ গরুর ছোট খামার।

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2020
  • ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রাম। এ গ্রামেরই প্রান্তিক কৃষক আলাউদ্দিন ও মমতা দম্পতি। তাদের বাড়িতে এখন ৮টি গাভি আছে। আরো দুটি ষাঁড় তারা বিক্রি করেছেন। একটি থেকে দুটি, দূটি থেকে চারটি, এর পর একে একে মোট ১0 টি গরু জন্মেছে এ বাড়িতে। ৮টি গাভি রেখে বাকি দুটি ষাঁড় বিক্রি করে পেয়েছেণ দু লক্ষাধিক টাকাও। বর্তমানে ৮টি গাভীর পাঁচটিতেই বীজ দেয়া হয়েছে বাকী ৩টিতেও অল্প দিনের মধ্যে বীজ দেয়ার সময় হয়ে যাবে। দেড় থেকে দুই বছরের মধ্যে এ দম্পতির খামারের গরুর সংখ্যা হবে বর্তমানের চেয়ে দিগুন। ২০১৩ সাল থেকে শুরু করে মাত্র সাত বছরে সত্যি এটা চোখে পড়ার মত সফলতা। আলাউদ্দিন খামারের পাশাপাশি কৃষি কাজ করেন। তাদের নিজের মাঠে চাষ করা ঘাস আর ধানের খড় গরুর প্রধান খাদ্য। নতুন করে শুরু করতে চাওয়া খামারিদের জন্য তারা হতে পারেন সফল অনুপ্রেরনা । #cow #Dairy #agriculture #farm #peasant #Srabon #Ishwardi #pabna #lokkhikunda

КОМЕНТАРІ • 1