জমির মাটিতে কেন চুন প্রয়োগ করবেন? কখন কিভাবে কি পরিমাণে প্রয়োগ করবেন?

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • এই চুনটি বাগানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাটি উন্নত এবং pH বাড়াতে। এটি করার মাধ্যমে, এটি অর্জন করা যায় যে গাছগুলি পুষ্টিগুলিকে আরও ভালভাবে সংযুক্ত করতে পারে এবং এটি ক্যালসিয়াম সরবরাহ করে তা উল্লেখ করার দরকার নেই। এটি এর জন্যও ব্যবহৃত হয় ছত্রাক নিয়ন্ত্রণ সাধারণ অ্যাসিড মাটি। এটি ক্ষারযুক্ত উপাদান ছাড়া আর কিছুই নয় যা মাটির অম্লতা এবং পিএইচ সংশোধক হিসাবে একটি দুর্দান্ত নিরপেক্ষ হিসাবে বিবেচিত হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মাটিতে বেশিরভাগ সময় অ্যাসিডিটির সমস্যা থাকে। এটিও ঘটতে পারে যেহেতু আমরা অত্যধিক ব্যবহার করি তাই মাটি আরও অ্যাসিডিক হতে শুরু করে অম্ল সার সার, আমরা ফসলের অবশিষ্টাংশগুলিকে পচন করতে এবং ফসলে জৈব সার প্রয়োগ করতে পারি।
    যে পরিমাণ চুন ব্যবহার করা দরকার তা হ'ল মাটির প্রয়োজনীয়তা। মাটির পিএইচ এবং তার ধারাবাহিকতার উপর নির্ভর করে মাটির জন্য প্রচুর পরিমাণে চুনের প্রয়োজন হবে। সর্বাধিক পরামর্শজনক বিষয় হ'ল একটি পেশাদার পরীক্ষাগার মাটি বিশ্লেষণ করে যা কতটা ব্যবহার করতে হবে তা জানতে সক্ষম হয়। ঘাস 5.5 থেকে 7.5 এর মধ্যে একটি পিএইচ সহ্য করতে পারেঅতএব, প্রায় 10-25 বর্গমিটার পৃষ্ঠের জন্য প্রায় 300-30 কিলো চুনাপাথর প্রয়োজন হয় যাতে সামান্য অম্লীয় পিএইচ থাকে এমন একটি লন সংশোধন করতে হয়। আমরা যদি 3 বর্গমিটার বেলে দোআঁশ মাটির পিএইচ বাড়াতে চাই তবে আপনার প্রয়োজন 4 কিলো, মাঝারি লোমযুক্ত মাটির জন্য 5 কেজি |
    সাধারণ ডোজ প্রতি কেজি মাটিতে 1 থেকে 2 গ্রাম হয়, বছরে একবার। তবে আপনাকে একটি করতে হবে রাসায়নিক বিশ্লেষণ পূর্বের মাটির সঠিক পরিমাণ নির্ধারণ করতে। একবার আপনি মাটিতে চুন যুক্ত করলে, আপনি পরিবর্তনগুলি লক্ষ্য করবেন, যদিও এটি পুরোপুরি দ্রবীভূত হতে অর্ধ বছর থেকে পুরো বছর সময় নিতে পারে। অর্থাৎ এটি দ্রবীভূত না হওয়া পর্যন্ত আপনি সম্পূর্ণ প্রভাব দেখতে পারবেন না।
    আমি আশা করি যে এই তথ্যের সাহায্যে আপনি চুনের ব্যবহার এবং এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আরও শিখতে পারবেন।
    কম দামে যদি আপনারা এই প্রোডাক্টটাকে কিনতে চান নিচের লিংকে ক্লিক করবেন
    Utkarsh Calcium Nitrate - Ca(NO3) 2 (100% Water Soluble Fertilizer)
    amzn.to/3Suvy0l
    #lime #calcium #চুন #savesoil
    P.G.R পরিচিতি: • P.G.R পরিচিতি
    ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠: • ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠
    কীটনাশক পরিচিতি: • কীটনাশক পরিচিতি
    কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋: • কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷...
    কীটনাশক, ফাংগিসাইড, বীজ এবং সার কিনতে নিচের লিংকে ক্লিক করুন।
    www.krishibikashkendro.com
    জীবাণু সার কি ও তার ব্যবহার 🌱🌱
    • জীবাণু সার কি ও তার ব্...
    গাছের খাবারের অভাব জনিত লক্ষণ|
    Plant nutrients deficiency
    • গাছের খাবারের অভাব জনি...
    আমাদের ফেসবুক গ্রুপ
    www.facebook.c...
    Instagram
    @agritechshanto. www.instagram....
    Twitter🐦
    Ag...
    আমাদের ফেসবুক
    Facebook page / agri-tech-shanto-39703...

КОМЕНТАРІ • 108

  • @RohitMondal-mv5du
    @RohitMondal-mv5du 9 днів тому

    খুব সুন্দর ভিডিও দাদা প্রচুর উপকার লাগলো আমার দাদা একটা কথা বলবো তোমাকে পিএইচডিটা ওটা অনলাইনে মাখাবো মাপার যন্ত্রটা বুঝতে পারবো

  • @tinkubiswas9971
    @tinkubiswas9971 Рік тому +2

    অনেক সাহায্য পেলাম 2 টি ভিডিও দেখে ।ধন্যবাদ 🙏🏻

  • @m.k.s4993
    @m.k.s4993 Рік тому +2

    উপকারী বক্তব্য।

  • @gourishankarlodh3970
    @gourishankarlodh3970 Рік тому +1

    অতি মূল্যবান বিশ্লেষ❤ণ।
    ধন্যবাদ ।

  • @gourishankarlodh3970
    @gourishankarlodh3970 Рік тому +1

    সায়ন্তবাবু,
    এই বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণী ক্ষমতা অবাক করার মত। সর্বজন গ্রহণীয় বলে আমার বিশ্বাস।
    অসংখ্য ধন্যবাদ ।।

  • @ashokeghosh2424
    @ashokeghosh2424 2 роки тому

    বিস্তারিত চুনের ব্যাবহার জানতে পারলাম বিশেষ
    উপকৃত হলাম।

  • @Obaidullah-f4e
    @Obaidullah-f4e 2 місяці тому

    Thanks a lot for the valuable speech.

  • @goldenagrofarm.4313
    @goldenagrofarm.4313 2 роки тому +5

    চমৎকার একটি প্রতিবেদন। অসংখ্য ধন্যবাদ দাদা। 🇧🇩🇧🇩🇧🇩

  • @TapasGhosh-uy9gc
    @TapasGhosh-uy9gc Місяць тому

    Mango, gowva other tree chun oct a dewa jabe

  • @manishabardhan6540
    @manishabardhan6540 2 роки тому

    Khub sundor alochona. Onk kichu shikte parlam.Thank you sir.

  • @chandrashekhardas3716
    @chandrashekhardas3716 2 роки тому +1

    Bazar j krisi chun pawa jai seta ki valo hobe?

  • @Shorts_Viral_Tube-b6m
    @Shorts_Viral_Tube-b6m Рік тому

    দারুন ভিডিও

  • @dhalimohim4279
    @dhalimohim4279 9 місяців тому

    দাদ ভাই তরমুজের জমির জন্য কি চুন দেওয়া যাবে, পানি না দিলে কোনো সমস্যা হবে কি, পানি দিতে গেলে তো তরমুজের চাষ করা যাবে না।

  • @pramanikleton2626
    @pramanikleton2626 2 роки тому

    অনেক কিছু জানলাম ধন‍্যবাদ বস।

  • @bishnusarkar2324
    @bishnusarkar2324 2 роки тому

    Dada begun gacher saide dhosa dhore gach mara jacha ar jonno ki osud bebohar korbo
    R begun gacher gorai ki chun spry korty pari aktu bolben plz

  • @ibrahimmolla8441
    @ibrahimmolla8441 2 роки тому +1

    অসাধারণ বস।আমি বাংলাদেশ থেকে। আমি কঠিন ভক্ত তোমার।

  • @aranyamondal4571
    @aranyamondal4571 2 роки тому +1

    ধান এর paskati কিভাবে বাড়ানো যায় সেই নিয়ে আলোচনা করলে ভালো হয়

  • @tunearoma899
    @tunearoma899 Рік тому

    খুবি ভালো লাগলো💞💞🇧🇩🇧🇩

  • @jahirulislam9140
    @jahirulislam9140 2 місяці тому

    pHমান ৬ থেকে কম হলে ১বিঘা মাটিতে কত কেজি চূণ দিতে হবে

  • @nurabsar7351
    @nurabsar7351 Рік тому

    Masha Allah ❤❤

  • @pravatmaity7038
    @pravatmaity7038 8 місяців тому

    Tomator phule jhara kibhabe bandha Kara jabe

  • @pinakiprasadray
    @pinakiprasadray 2 роки тому +4

    সহজে মাটির Ph পরীক্ষা করার বিষয়ে বললে ভাল হতো।

  • @ajitsaha4275
    @ajitsaha4275 2 місяці тому

    টবের মাটিতে কতদিন পর পর , টবের সাইজ অনুপাতে কত পরিমাণ , এবং কি ভাবে ও কোন সময়ে চুন প্রয়োগ করবো ??

  • @swapanchowdhury7341
    @swapanchowdhury7341 Рік тому

    দাদা গাছে লেদার মিল প্রয়োগ করা যায়?, করা গেলে 8ইঞ্চি আর 10 ইঞ্চি টবে কত টা দেয়া যাবে, কত দিন অন্তর?। দযা করে জানালে খুব উপকার হ্য়।
    ধন্যবাদ ।

  • @saikatmondal1322
    @saikatmondal1322 Рік тому +3

    বাগানে আম গাছ বসাবো। তাই 2' × 2' গর্ত করেছি। তারপর সেই মাটির সাথে উনুনের ছাই মিশিয়েছি 5 বাটি পরিমাণ এবং সেই ছাই মিশ্রিত মাটি দিয়ে পুনরায় ওই গর্ত ভরাট করে 4 / 5 দিন ফেলে রেখেছি, যেটা 2 দিন বৃষ্টির জল পেয়েছে। এখন সবাই বলছে যে, ওই ছাই মিশ্রিত মাটিতে আম গাছটি বসালে মারা যাবে। তাই আপনার পরামর্শ চাইছি। দয়াকরে সাহায্য করুন।

  • @syedsahidulla7122
    @syedsahidulla7122 Рік тому

    আমার 1/2 বছরের বিভিন্ন ধরনের ফল গাছ আছে তার pH মান ছিল 1/3 মধ্যে। 10/20 গ্ৰাম চুন দেওয়ার পর এখন pH লেবেল 2/4 মধ্যে আছে। এর পর কি করনীয়।

  • @MdAbuKarim-l1g
    @MdAbuKarim-l1g Місяць тому

    এক বিঘা জমিতে কি পরিমান চুন দিতে হবে।

  • @KR-by3es
    @KR-by3es 2 роки тому

    Chuner aro bisesh gun holo, chun prayoge phaler mistotha briddhi hoi..Lichu gache experiment kore darun result peyechi..Komola,mosambi ,Peyara gacheo khub kaje ase .

  • @das9449
    @das9449 Рік тому

    বলছি দাদা , জমিতে পাথর চুন ডাইরেক্ত জমিতে দিয়ে জল দিব না আলাদা ভাবে পাথর চুনকে জল দিয়ে গুঁড়ো করে ওই গুঁড়ো চুন জমিতে দিয়ে জল দিব'
    রিপ্লাই দিবেন প্লিজ, আমি খুব কনফিউজ আছি আপনার উত্তর আমার কাছে খুব জরুরি ও কার্যকর ,

  • @krishnendubiswas5246
    @krishnendubiswas5246 2 роки тому

    Dada Ai Agriculture er 1ta Valo Book Sujjest Koro
    Jetate Crop er jonno sob rokomer Ki Roger jonno ki new Technical use korte hobe thakbe...
    Main Insecticide Fungicide

  • @achintyamondal8481
    @achintyamondal8481 5 місяців тому

    ধান জমিতে কি পরিমাণ চুন দিতে হবে যদি বলেন।

  • @nikhilbiswas4249
    @nikhilbiswas4249 Рік тому

    Pl. let me know, Measurement of P. H in the soil what type of machine have to be used???

  • @Exceptionaltube13458
    @Exceptionaltube13458 Рік тому

    5" টবের মাটিতে ( টবে গাছ বিদ্যমান) কি পরিমাণ চুন দেওয়া যাবে? পান খাবার চুন কি গাছে প্রয়োগ করা যায়? চুন শুকনো না ভিজা কোনটা বেশি কার্যকর?

  • @Muhammad-tq4cn
    @Muhammad-tq4cn 3 місяці тому

    আচ্ছা কোন চুন ব্যবহার করবো? কেননা দেশে তো একটাই চুন পাওয়া যায়?

  • @musatalukdar8680
    @musatalukdar8680 2 роки тому

    দাদা অসাধারণ, একটি প্রশ্ন, বর্ষাকালে ধান চাষে জমি তৈরিতে চুন কিভাবে ব্যাবহার করা যায়। বাজারে অনেক রকমের চুন পাওয়া যায়, পানের সাথে যে চুন খাওয়া হয়,অথবা পাথুরে চুন ব্যাবহার করা যাবে কিনা ? কোন ধরনের চুন কতটুকু ব্যাবহার করা যাবে দয়া করে জানাবেন।

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому

      পাথর ভেঙে যে চুন পাওয়া যায় এবং জল দিলে যেটা টগবগ করে ফোটে এবং গরম হয়। যেটাকে পুকুরের জলে প্রয়োগ করে থাকি সেই চুন ব্যবহার করবেন।
      ভিডিও শেষের অংশটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই আপনাকে আরও একবার রিকোয়েস্ট করব ভিডিওটি পুরোপুরি দেখার জন্য 🙏🙏

  • @soniyabhakat8080
    @soniyabhakat8080 Рік тому

    Phosphate ki dana akaree paya jai

  • @AdityaExotics
    @AdityaExotics 2 роки тому

    Good presentation

  • @palashkundu8472
    @palashkundu8472 7 місяців тому

    ক্যালসিয়াম কার্বনেট নাকি ক্যালসিয়াম 4:41 অক্সাইড।

  • @niteshhazra1982
    @niteshhazra1982 2 роки тому

    Brother Amar matir pH balance 8 ki bhabe atike nitrul karbo aktu bolben please

  • @samsularifin3249
    @samsularifin3249 2 роки тому +1

    ১০ ইঞ্চি মাটির টবে কতটুকু ডলো চুন দিতে হবে?

  • @tutorialhome4103
    @tutorialhome4103 2 роки тому

    মাটিতে চুন প্রয়োগ সংক্রান্ত ভিডিওটি দেখে খুবই উপকৃত হয়েছি তবে একটা জিনিস বুঝতে পারছি না.পিএইচ এর মান পরীক্ষা করা হয়নি. আমন ধানের জমিতে পাকনা দেওয়া হয়েছে তিন দিন হল আর 4 দিন বাদ জমিতে কাদা করে রোয়া কাজ শুরু হবে তা এখন কি জমিতে চুন প্রয়োগ করা যেতে পারে?যদি দেওয়া যায় তাহলে কি পরিমাণে কখন দেব?

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому +1

      এখন আর দেয়া যাবে না।

  • @hridaymitra6418
    @hridaymitra6418 Рік тому

    You are great brother.love you ❤️❤️

  • @sibudatta8074
    @sibudatta8074 2 роки тому +1

    vai keep it up that Sprite.....

  • @syedsahidulla7122
    @syedsahidulla7122 Рік тому

    গাছের গোড়ায় চুন দেওয়ার কত দিন পরে ফল পাওয়া যাবে।

  • @ranijsk423
    @ranijsk423 Рік тому

    শান্তদা ঘর রং করা চুনটা 33 শতকে কত কেজি প্রয়োগ করব

  • @josimtarafder7568
    @josimtarafder7568 2 роки тому

    Sit kalin Tomato kon jat ta valo hoba dada ? ami Nadia Kalyani thaka

  • @tanbirchowdhury6224
    @tanbirchowdhury6224 2 роки тому

    Jomita dhan acha chun deta parbo ki

  • @chaadbagicha-3066
    @chaadbagicha-3066 Рік тому

    চুন এর বদলে জিপসাম ব্যাবহার কি করা যায়?জিপসাম এর ব্যাবহার নিয়ে একটা ভিডিও চাই।

  • @rokonahmed5341
    @rokonahmed5341 Рік тому

    আমার পুকুরের পারে গত বৎসর টমেটো চাষ করেসিলাম এ বৎসর ও টমেটো চাষ করবো
    প্রশ্ন হলো ১শতক জমিতে কতটুকু পরিমান চুন প্রয়োগ করবো

  • @mortozaahmed5243
    @mortozaahmed5243 Рік тому

    জৈব্য সার ও রাসায়নিক সারের সাথে চুন মিশিয়ে রেখে ১০ দিন পরে গাছের চারা রোপণ করা যাবে কি?

  • @raindrops1546
    @raindrops1546 2 роки тому +2

    চাষের জমিতে চুন দেবার কত দিন পর বীজ বপন বা চারা রপন করতে হবে।

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому +2

      কমপক্ষে পাঁচ দিন পর।
      জমিতে জল থাকতে হবে।

  • @ajoypahari9817
    @ajoypahari9817 2 роки тому

    দাদা ট্রাসকো কোম্পানি বায়োটিক কৃষি চুন যেটা ১কিলো প্যাকেটে পাওয়া যায়,সেটার কাজ সম্পর্কে বলবেন প্লিজ।

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому +1

      ওটা প্রসেসিং চুন। জমিতে ফসল থাকা অবস্থায় জমিতে প্রয়োগ করা যায়।
      এই ভিডিও শেষের দিকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি ভিডিওটি আরেকবার দেখার অনুরোধ রইলো।

  • @kabirahmed3599
    @kabirahmed3599 2 роки тому

    ভাই গরতে গডতে বিলিচিং দিলে কিহবে

  • @haradhanadak6645
    @haradhanadak6645 Рік тому

    Koto sankha theka bujbo je mate khareo ba amlik

  • @habiburrahman5134
    @habiburrahman5134 Рік тому

    এটা কিসের চুন পানের খাবার চুন না রং চুন প্লিজ ভাই

  • @qaziarif2881
    @qaziarif2881 2 роки тому

    পলি মাটিতে কি চুন প্রয়োগ এর দরকার আছে? প্লিজ জানাবেন

  • @mdidrishalihoque1986
    @mdidrishalihoque1986 2 роки тому

    Thank you dada 😊

  • @ARTIYAPROSENJIT
    @ARTIYAPROSENJIT 2 роки тому

    বলছিলাম সিমেন্টের বস্তার ৫ বস্তা মাটির সাথে ২৫০-৩০০ গ্রাম চুন মিশিয়ে ফেলেছি, এখন কি করবো ?

  • @rameshdalui4552
    @rameshdalui4552 2 роки тому

    Lanka gachhe sadamachhi chhara r ki Karone Pata kokrai

  • @krishnasaren8791
    @krishnasaren8791 2 роки тому

    আমন ধান চাষে বিঘা প্রতি কত কেজি চুন প্রয়োগ করতে হবে

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому

      এর আগের ধান চাষের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

  • @aranyamondal4571
    @aranyamondal4571 2 роки тому

    Nice

  • @schikantapandit1688
    @schikantapandit1688 Рік тому

    What is this P H .

  • @Mickel1988
    @Mickel1988 2 роки тому +1

    চুন কী ভিজিয়ে বা জলে গুলে ব্যবহার করতে পারি??

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому

      অবশ্যই ব্যবহার করতে পারবেন।

  • @lakshmikantalohar9987
    @lakshmikantalohar9987 2 роки тому

    আলুর দাদ রোগের চিকিৎসা কি চুন দিয়ে হবে?

  • @tajul639
    @tajul639 2 роки тому +1

    👌🏽🌱

  • @SudhanyaSarkar-qv2ec
    @SudhanyaSarkar-qv2ec Рік тому

    Gach bagane bighate Kato kg chun pryog katbo

  • @barunmandal4279
    @barunmandal4279 2 роки тому

    Dada pan chaj video banan

  • @FarakkabadAgro
    @FarakkabadAgro 2 роки тому

    Thanks

  • @সোনারবাংলা-ঝ৪ঙ

    দাদা অন্যান্য রাসায়নিক সারের সাথে চুন দেয়া যাবে? নাকি রাসায়নিক বিক্রিয়ায় ক্ষতি হবে? কেউ বলে তাকেন টিএসপির সাথে চুন মিশিয়ে দিলে ক্ষতি হবে।একটু বলুন।

    • @সোনারবাংলা-ঝ৪ঙ
      @সোনারবাংলা-ঝ৪ঙ 2 роки тому

      দাদা,রাসায়নিক সার যেমন পটাশিয়াম,ক্যালসিয়াম,ম্যাগনেশিয়াম ও টিএসপি ইত্যাদি রাসায়নিক সার এর সাথে চুন দিতে পারবো? নাকি চুন গাছে একক ভাবে দিবো?

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому +2

      চুনকে আলাদাভাবে প্রয়োগ করতে হয়। প্রয়োগ করার কমপক্ষে পাঁচ দিন পর রাসায়নিক সার প্রয়োগ করতে হয়।
      বাজারে কিছু প্রসেসিং কৃষি চুন পাওয়া যায় যেগুলো স্যারের সঙ্গে ব্যবহার করা যায়।

    • @anasvlog44
      @anasvlog44 Рік тому

      ​@@সোনারবাংলা-ঝ৪ঙ

  • @khokonmandal7464
    @khokonmandal7464 2 роки тому

    দাদা বলছি যে 1 বিঘাতে কত kg চুন দিতে হবে

  • @pradippanchadhyai3521
    @pradippanchadhyai3521 Рік тому

    মাটি পরীক্ষা না করে ধানের জমিতে চুন প্রয়োগ করতে পারি কিনা
    প্রতি বিঘা জমি তে কত চুন দিতে পারি

  • @balaramnandi7378
    @balaramnandi7378 Рік тому

    মাটিতে ক্ষার বেশী থাকলে ,চুন প্রোয়োগ করলে কি ক্ষতি হতে পারে ? আমার প্রশনের বুঝার চেক্টা করুণ ,নমস্কার ।

  • @lakshmikantalohar9987
    @lakshmikantalohar9987 2 роки тому +2

    কৃষি চুন ব্যবহার করে কি লাভ হবে। জানাবেন

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому

      সাময়িকী লাভ পাবেন

  • @pintumurmu8357
    @pintumurmu8357 2 роки тому +1

    জমিতে চুন দেবার পরিমান টা বুঝতে পরলাম না ১ কাঠা জমির জন্য কতটা চুনের প্রয়োজন???

    • @somenthchaudhury8837
      @somenthchaudhury8837 2 роки тому

      খুব ভালো লাগলো চুনের গুরুত্ব ,পিএইচ মাপার জন্য সহজ উপায় কি জানাবেন

  • @raindrops1546
    @raindrops1546 2 роки тому

    চাষের জমিতে চুন দেবার পর যদি জল না দেওয়া হয় তবে কি উপকার হবে।

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому +1

      মাটির সাথে চুন তখনই মিশবে যখন মাটি উপযুক্ত জল পাবে।
      পুরো ভিডিওটি আরো একবার দেখার অনুরোধ রইলো আপনার কাছে।

  • @mdsafiqul1468
    @mdsafiqul1468 2 роки тому

    চুনের বদলি বিশ্লিং পাউডার দিলে হয় না

  • @sudiptakumar976
    @sudiptakumar976 2 роки тому

    দাদা জমিতে বিঘা প্রতি কত কেজি চুন প্রয়োগ করা যেতে পারে ? আল্মিক ও ক্ষারীয় মাটির জন্যে !!

  • @user-bj7fx6wv7q
    @user-bj7fx6wv7q 7 місяців тому

    মাছের চুন অথবা পুকুরে চুন

  • @anirudraadhikary7369
    @anirudraadhikary7369 Рік тому

    Dada apner namber debe aktu katha bolbo

  • @anachshaikh3178
    @anachshaikh3178 Рік тому

    Dada apnar phn no ta din na plz

  • @সোনারবাংলা-ঝ৪ঙ

    দাদা আপনি বল্লেন,
    ১-৫ বছরের গাছে ৫-১০ গ্রাম
    এবং ২-৩ বছরের গাছে ৪০-৫০গ্রাম? এটা কেমন কথা হলো?
    আর আপনার বিডিওগুলোতে প্রয়োজনে কমেন্ট করলে রিপলাই করেননা কেন?

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому +1

      হ্যাঁ আমি প্রথমে এক থেকে পাঁচ বছরের গাছের জন্য বলবো বলে ভেবেছিলাম কিন্তু পরে আমি বিষয়টাকে সহজ করে দিয়েছি। ভিডিওটার ওই অংশটা আর একবার একটু দেখে নেবেন মন দিয়ে তাহলে বুঝতে পেরে যাবেন।
      মানে এক বছরে গাছের জন্য পাঁচ থেকে ১০ গ্রাম ২ থেকে ৩ বছরের গাছের জন্য ৪০ থেকে ৫০ গ্রাম।
      কমেন্টের রিপ্লাই দেয়ার মত সময় করে উঠতে পারি না মাঝে মাঝে তো ভিডিওই করে উঠতে পারি না, আমার নিজস্ব কাজের জন্য।
      আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী 🙏🙏

    • @সোনারবাংলা-ঝ৪ঙ
      @সোনারবাংলা-ঝ৪ঙ 2 роки тому

      @@AgriTechShanto থ্যাংক্স।

  • @arrriyad8979
    @arrriyad8979 Рік тому

    আপনি যে বললেন ২ গ্রাম চুন দাও ১গ্রাম চুন দাও কিসের ভিত্তিতে সব মাটির পিএইচ মান কি এক একবারও তো মাতি পরীক্ষার কথা বললেন না আপনি যে পদ্ধতি শিখিয়েছেন এতে ক্ষতি হওয়ার চান্সই বেশি