আমি এই মাদ্রাসায় দীর্ঘ 10 বছর পড়ালেখা করার সুযোগ হয়েছে এক কথায় মাদ্রাসার বোর্ডিং খানা ও মাদ্রাসার পরিবেশ অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন, পড়ালেখার মান ও খুবই ভালো, আল্লাহ পাক যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন।
Mashaalloh... এরকম আধুনিক রান্নাবান্নার সিস্টেম তো ভার্সিটি গুলোতেও নেই। যাদের সাদাকাহ/ খরচে/ বুদ্ধিতে/ পরিশ্রমে এই কিচেন তৈরী তাদেরও কতইনা সাওয়াব হচ্ছে মাশা-আল্লাহ। এর নামই সাদাকায়ে জারিয়াহ।
ভার্সিটির হল গুলোতে খাবার নিয়ে কত অভিযোগ, এদের কত শুকরিয়া। Mashaalloh... এরকম আধুনিক রান্নাবান্নার সিস্টেম তো ভার্সিটি গুলোতেও নেই। যাদের সাদাকাহ/ খরচে/ বুদ্ধিতে/ পরিশ্রমে এই কিচেন তৈরী তাদেরও কতইনা সাওয়াব হচ্ছে মাশা-আল্লাহ। এর নামই সাদাকায়ে জারিয়াহ।
এই মসজিদে জিবনের বহু জুম্মার নামাজ আদায় করেছি। আলহামদুলিল্লাহ। প্রিন্সিপাল সাহেব এই মসজিদের খতিবও। খুতবার আগে ওনার ৪৫ মিনিটের মত বয়ান খুবই শিক্ষনীয়। আমি ওনার বয়ান শুনার জন্য ১১.৪৫ মধ্যে মসজিদে উপস্থিত হতাম। আহা সেই সময় গুলি কতইনা বরকতময় ছিলো। আমার মাও (আমার নিকট আল্লাহ তালার আমানত জীবন্ত রহমত) তখন বেচেছিলেন। এখন সুদুর কেনিয়া থেকে হুজুরকে এবং উনার মাদ্রাসা মসজিদ দেখে মনের মধ্যে একটা প্রশান্তি পেলাম। ইনশাল্লাহ এবার ছুটিতে এসে ওনার খুতবা শুনবো।
@foysal8163 ভার্সিটিতে সরকার যে বাজেট দেয়, সেই টাকা মাদ্রাসাতে দিলে এরা তিন বেলা গরু খাইতে পারতো। বরং বলেন ভার্সিটিতে ডায়নিং খরচের সিংহ ভাগ চামচিকাতে মেরে দেয় কারনে সেই অবস্থ্যা, দুর্নিতির আখরা প্রতিটা ভার্সিটির ডাইনিং...
@@foysal8163 ভার্সিটিতে যে দুর্নীতি হয় তা কেন বললেন না ভাই!! আর মাদ্রাসাতেও ছাত্ররা বেশিরভাগ টাকা দিয়ে খায়, হয়তো আপনি অনেক পুরোনো নিউজ নিয়ে চলতেছেন
মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ আল্লাহতালা হজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন আমীন এবং ছাত্ররা যেন বড় আলেম হতে পারে হাফেজ মাওলানা হতে পারে দোয়া করি আল্লাহ পাক ছাত্রদেরকে কবুল করুন আমিন ❤️❤️❤️❤️❤️
আলহামদুলিল্লাহ , আমি, ২০০৭/২০১০ পর্যন্ত অত্র জামেয়ায় পড়াশোনা করেছি,/❤জামেউল উলূম কওমিয়া মাদ্রাসা, পুরন করে ইলেম শেখার সব ধরনের প্রত্যাশা, মাদ্রাসাটি ফুল বাগিচা, শিক্ষক হলেন ফুল,আমরা হলাম সেই বাগিচার মৌমাছি বুলবুল। সকল শিক্ষকদের সালাম,
মাশাআল্লাহ কি সুন্দর মনোরম পরিবেশে খাবার রান্না করতেছে ও ছাত্রদের খাবার পরিবেশন করা হচ্ছে। আমার মনে হয় বাংলাদেশের কোথাও এতো সুন্দর রান্না ও খাওয়ার পরিবেশ নাই।😊❤
আলহামদুলিল্লাহ আমি নিজে এই রাইস কুকার দেখে দুইটা রাইস কুকার তৈরি করেছি চরমোনাই মাদ্রাসায় দিয়েছি দুইটা আলু ভর্তার মেশিন দুইটা সবজি কাটার মেশিন দুইটা আলু শিলার মেশিন আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ হয়েছে
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার রিজিকের মালিক একমাত্র আল্লাহ তা'আলা আল্লাহই উত্তম রিজিকদাতা হে আল্লাহ আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে উত্তম রিজিকের ফায়সালা করে দিন আমিন।
মাশা’আল্লাহ! মসজিদের খাবার তৈরির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি শুধুমাত্র পেটের ক্ষুধা মেটানো নয়, বরং মানবতার সেবা ও ইসলামের শিক্ষা অনুসরণ করার একটি উদাহরণ। যারা এই কাজে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন এবং তাদের জীবনে বারাকাহ দান করুন। 🤲❤️
সালটা ১৯৯৬, তখন অনেক ছোট ছিলাম আর এই জামেউল উলুম মাদ্রাসায় বাবা তখন ভর্তি করে দেয় আমাকে। তখন এত কিছু ছিলনা, দোতলার ডান দিকটা ছিল,বাকি অর্ধেকের কাজ চলছিল। ডান দিকের ওখানে মুহতামিম মানে প্রিন্সিপাল সাহেব বসত। সারা মাদ্রাসায় হয়ত ১০০/১৫০ ছাত্র ছিল। মসজিদ ছিল এক তলা,সামনে ছিল ইটের রাস্তা। তখন এই এলাকায় এত মানুষ ছিলনা,আশে পাশে এত দোকান /বিল্ডিং ছিল না,শুধু কলোনির হলুদ বিল্ডিং গুলি ছিল।গ্রামের মত নিরব থাকত এলাকাটা,সকালে এলাকার বাচ্ছা গুলি মসজিদে পড়তে আসত। মাদ্রাসার সামনে ছিল মাটির মাঠ,এখন যেটা ঢালাই দেওয়া,এখানে আমরা বিকালে খেলতাম। কিছু শৈশবের বন্ধুর কথা আজও মনে পড়ে,এনামুল,আমিনুল,আবুল ভাই,মতলব ভাই,শাহাদাত ভাই,তাঞ্জিল,জাহিদ,সজিব,আবু সাইদ,মোক্তার ভাই সহ আরো কত জন। মাদ্রাসার পূর্ব পাশে বিশাল মাঠ,যেটা এখন বাউন্ডারি দেওয়া,তখন এটায় বাউন্ডারি ছিলনা,সবাই ইচ্ছা মত সারা দিন ক্রিকেট খেলত,তখন ছিল ক্রিকেটের নও জোয়ার। রমজানে চলত ক্রিকেট টুর্নামেন্ট, মাদ্রাসার ছাত্রদের একটা টিমও এলাকার ছেলেদের সাথে চোখে চোখ রেখে ফাইট করত,সেই কি উত্তেজনা। মাদ্রাসার উল্টো পাশে দেশের বৃহৎ পুলিশ ব্যাটালিয়ন, ওখানে তখন কোনো বাউন্ডারি ছিলনা,ইচ্ছা মত ওখানে আসা যাওয়া করা যেত,জায়গাটা অনেক খালি ছিল,ইচ্ছা মত আমরা দল বেধে ঘুরতাম, ক্রিকেট খেলতাম। পুলিশ ক্যান্টিনে মাদ্রাসা ফাকি দিয়ে টিভি দেখতে যেতাম। বাসা ছিল মাদ্রাসা থেকে কিছুটা দূরে। ছোট্ট ছোট্ট পায়ে আসতে দেরি হয়ে যেত,হুজুর মারবে বলে অদূরে পুরাতন বিমানবন্দরে চলে যেতাম, বিমান উঠা নামা দেখতাম,এভাবে অনেক ক্লাস ফাকি দিয়েছিলাম। মক্তবটা ছিল সামনের নিচ তলাতে।তিন বছর মক্তবে পড়ে ছিলাম,এখানেই আমার মাদ্রাসা যাত্রা শুরু,১৯৯৬ থেকে ২০০২,ছয়টা বছর ছিলাম,কত্ত স্মৃতি। মনে হয় এইতো সেদিনের কথা,কত মন চায় একবার শৈশবের স্মৃতিময় জায়গাটায় ঘুরে আসি,কিন্তু আজ কত দূরে জীবিকার তাগিদে। আহ আবার যদি ফিরে যেতে পারতাম সেই শৈশবে, কিন্তু আফসোস নব্বইয়ের দশক আর ফিরে আসবেনা।
শৃংখলা ও একটা ইমানের অংশ, ঠিক এই শৃংখলাটা সিংগাপুর দেখেছি একটা কফি খেতে গেলেও লাইন ফলো করে খেতে হয়। শৃংখলা এবং পরিবেশন দেখে খুবুই ভালো লাগলো। ধন্যবাদ ।
আলহমদুলিল্লাহ আমি এই মাদ্রাসার পড়েছি!!এই মদ্রাসার খাবারের মান খুবই ভালো! পড়ালেখার মান আরো ভালো আদব আখলাক সবকিছুই আলহামদুলিল্লাহ খুব ভালো❤❤❤ আমার প্রিয় মাদ্রাসা❤❤❤
আমি এই মাদ্রাসায় দীর্ঘ 10 বছর পড়ালেখা করার সুযোগ হয়েছে এক কথায় মাদ্রাসার বোর্ডিং খানা ও মাদ্রাসার পরিবেশ অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন, পড়ালেখার মান ও খুবই ভালো, আল্লাহ পাক যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন।
আসসালামু আলাইকুম,, মাদ্রাসার নাম ও ঠিকানা দিলে খুব উপকৃত হবো,,আমার বাচ্চাকে দিতে চাচ্ছি
ভাই আপনি অনেক ভাগ্গোবান@@roktoprobal9505
@@roktoprobal9505 তুমি কতবার খেয়েছ, বল দেখি !
আপনি 10 বছর পড়াশোনা করে এখন কি করেন 🤔
তোর জন্ম ঠিক নেই একজন হুজুর নিয়ে বাজে কথা বলিস
এতো চমৎকার একটা প্রতিবেদন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে প্রতিদিন নিত্যনতুন জিনিস সম্পর্কে জানতে পারি।
Ai madrasata kothay?
মাশা-আল্লাহ
ত্র্যড়্য্য৫৫৪৬য়্রস্যতস্তে৫তেতে😂
Mashaalloh... এরকম আধুনিক রান্নাবান্নার সিস্টেম তো ভার্সিটি গুলোতেও নেই। যাদের সাদাকাহ/ খরচে/ বুদ্ধিতে/ পরিশ্রমে এই কিচেন তৈরী তাদেরও কতইনা সাওয়াব হচ্ছে মাশা-আল্লাহ। এর নামই সাদাকায়ে জারিয়াহ।
❤
ভার্সিটির হল গুলোতে খাবার নিয়ে কত অভিযোগ,
এদের কত শুকরিয়া।
Mashaalloh... এরকম আধুনিক রান্নাবান্নার সিস্টেম তো ভার্সিটি গুলোতেও নেই। যাদের সাদাকাহ/ খরচে/ বুদ্ধিতে/ পরিশ্রমে এই কিচেন তৈরী তাদেরও কতইনা সাওয়াব হচ্ছে মাশা-আল্লাহ। এর নামই সাদাকায়ে জারিয়াহ।
মন জুড়ানোর মতো একটা প্রতিবেদন আলহামদুলিল্লাহ
অসাধারন ব্যবস্থাপনা। হুজুরের উপস্থাপনা এত চমৎকার লাগলো, ওনার বয়ান জানি কত সুন্দর হবে।
মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ কোরআনের পাখিদের খাবার, বরকতময় খাবার।❤❤
❤
মাশাল্লাহ
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এভাবেই আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ
এমন পরিবেশ তৈরি করতে, সুন্দর একটা মন মানসিকতা প্রয়োজন,,,, আল্লহামদুলিল্লাহ।।।
মুফতি সাহেব অনেক আধুনিক। সর্ব গুণে গুণান্বিত। আল্লাহ উনার এবং প্রতিষ্ঠানের সকলের নেক হায়াত দান করুন।
বাহ এতো সুন্দর সিস্টেম দেখার মতো ।এই হুজুর ফুড ইন্ডাস্ট্রি শুরু করলে দারুন করবে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে
ভাই আমি হুজুর কাছে পড়ছি
হুজুরের যেই মেধা
তিনি মন্ত্রী হওয়ার ক্ষমতা রাখেন
@@arafat0047এই হুজুরের নাম কি??
সব কিছু ব্যবসা করে হয়না। আপনাকে দায়িত্ব দিলে ১দিন পরেই দৌউউর দিবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি হুজুরের নাম্বারটা চাচ্ছি যদি কারো কাছে থাকে দয়া করে আমাকে দিবেন প্লিজ
কোন মাদ্রাসা ভাই@@arafat0047
এই মসজিদে জিবনের বহু জুম্মার নামাজ আদায় করেছি। আলহামদুলিল্লাহ। প্রিন্সিপাল সাহেব এই মসজিদের খতিবও। খুতবার আগে ওনার ৪৫ মিনিটের মত বয়ান খুবই শিক্ষনীয়। আমি ওনার বয়ান শুনার জন্য ১১.৪৫ মধ্যে মসজিদে উপস্থিত হতাম। আহা সেই সময় গুলি কতইনা বরকতময় ছিলো। আমার মাও (আমার নিকট আল্লাহ তালার আমানত জীবন্ত রহমত) তখন বেচেছিলেন। এখন সুদুর কেনিয়া থেকে হুজুরকে এবং উনার মাদ্রাসা মসজিদ দেখে মনের মধ্যে একটা প্রশান্তি পেলাম। ইনশাল্লাহ এবার ছুটিতে এসে ওনার খুতবা শুনবো।
ঠিকানা
এটা কোথায়, ঠিকানা একটু বলবেন।
ঠিকানা টা বললে উপকার হত
@muhaimenulrahat3901 জামেউল উলুম মাদ্রাসা, বউ বাজার রোড৷ মিরপুর-১৪, ঢাকা
বউ বাজার, মিরপুর ১৪ ঢাকা
ভার্সিটির হল গুলোতে খাবার নিয়ে কত অভিযোগ,
এদের কত শুকরিয়া।
আলহামদুলিল্লাহ
ইউনিভার্সিটি তে কি কেউ লিল্লাহ খাবার এর টাকা দেয়? মাদ্রাসায় আন লিমিটেড সদকা আসে, ভার্সিটি তে নিজের টাকা+ ভার্সিটির বাজেট থেকে সরকার কিছুটা ভর্তকি দেয়
@foysal8163 ভার্সিটিতে সরকার যে বাজেট দেয়,
সেই টাকা মাদ্রাসাতে দিলে এরা তিন বেলা গরু খাইতে পারতো।
বরং বলেন ভার্সিটিতে ডায়নিং খরচের সিংহ ভাগ চামচিকাতে মেরে দেয় কারনে সেই অবস্থ্যা,
দুর্নিতির আখরা প্রতিটা ভার্সিটির ডাইনিং...
@@foysal8163 ভার্সিটিতে যে দুর্নীতি হয় তা কেন বললেন না ভাই!! আর মাদ্রাসাতেও ছাত্ররা বেশিরভাগ টাকা দিয়ে খায়, হয়তো আপনি অনেক পুরোনো নিউজ নিয়ে চলতেছেন
ভার্সিটি গুলির জনগণের টাকাতে চলে বেশিরভাগ
আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ সুন্দর একটি প্রতিবেদন দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ
আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো। যেমন আধুনিক তেমন পরিষ্কার পরিচ্ছন্ন।
আল্লাহ বারাকাহ দান করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো ধন্যবাদ,, এভাবেই সমাজের মানুষ কে সুন্দর পরিবেশ টা কে তুলে ধরে সমাজের চিত্র তুলে ধরে আনুন
❤
হুজুর কথা বলার স্পট অনেক আলহামদুলিল্লাহ
আমার উস্তাদ
@@IslamicMedia-y8nউনার নাম কি?
আবুল বাশার নোমানী@@roktoprobal9505
আল-হা'মদু-লিল্লাহ।
আল-হা'মদু-লিল্লাহ, এত সুন্দর চমৎকার ব্যবস্থাপনা শুধুমাত্র কওমী মাদ্রাসাতেই সম্ভব।
মাদ্রাসা টির নাম হচ্ছে জামেউল উলুম মাদ্রাসা,মাদ্রাসা টি মিরপুরে অবস্থিত
@@didarulalam9826মিরপুর কোথায়
মাননীয় ওস্তাদ জী মুফতি সাহেব কে অসংখ্য ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ তিনি যোগ্য শিক্ষক ও ব্যবস্থাপক।
Allah taala take duniya o akhirat kolan dan koren
মাশাআল্লাহ,,, সুন্দর ব্যাবস্থা দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ,, আল্লাহ সবাইকে সুস্থ ও নেক হায়াত দান করুন আমিন,,,
মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ আল্লাহতালা হজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন আমীন এবং ছাত্ররা যেন বড় আলেম হতে পারে হাফেজ মাওলানা হতে পারে দোয়া করি আল্লাহ পাক ছাত্রদেরকে কবুল করুন আমিন ❤️❤️❤️❤️❤️
আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ খুবই সুন্দর একটি ভিডিও । এরকম আরো নতুন নতুন ভিডিও জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। ধন্যবাদ।
Please avoid plastic buckets it's not good for health,
আলহামদুলিল্লাহ , আমি, ২০০৭/২০১০ পর্যন্ত অত্র জামেয়ায় পড়াশোনা করেছি,/❤জামেউল উলূম কওমিয়া মাদ্রাসা, পুরন করে ইলেম শেখার সব ধরনের প্রত্যাশা, মাদ্রাসাটি ফুল বাগিচা, শিক্ষক হলেন ফুল,আমরা হলাম সেই বাগিচার মৌমাছি বুলবুল। সকল শিক্ষকদের সালাম,
💌
মাদ্রাসার ঠিকানা দিলে খুব উপকৃত হবো
@@rezwanahossain6187মিরপুরে ১৪, ঢাকা বৌবাজার.
@@rezwanahossain6187মিরপুর -১৪ নাম্বার থেকে পশ্চিমে পুলিশ ফাঁড়ির বিপরীত সাইডে
কোথায় ঠিকানা দিন @@chalti
এতো দিন শুধু বাইরে থেকে দেখতাম। খুব ই সুন্দর গোছানো আলহামদুলিল্লাহ
আপনার ভিডিও ওনেক ভালো লাগল তাই আপনার আইডির ভিতরে গিয়ে গুরে আসলাম❤❤আমরা আশা করি আরু এমন সুন্দর সুন্দর ভিডিও পাব মন বরে গেল আপনার ভিডিও দেখে❤❤
মাশাআল্লাহ খুব সুন্দর আয়োজন। তোমাদের খাওয়া-দাওয়া দেখে আমারই তো খেতে ইচ্ছে করছে। মহান আল্লাহ তায়ালা এই আয়োজন কে বরকতময় করুন
❤
ভাল
আমি এই হুজুরের আলোচনা শুনেছি খুবই ভালো মানুষ, খুবই আল্লাহ ভিরু মানুষ
❤
এটা কোথায়
@@মিরাজহাওলাদার-য৫যমিরপুরে
প্রিন্সিপাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি , দয়া করে গরম খাবার প্লাস্টিকের পাত্রে ,মেলামাইনের পাত্রে রাখবেন না, সবকিছু উন্নতমানের স্টিলের তৈরি তৈজসপত্র ব্যবহার করুন
@@rose99. ami ei madrasai pori...
ei patro gulo 1 bochor use kora hoi... tarpor notun kore kinte hoi ... egula madrasai joma dite hoi
@@MusafirTubeগরম খাবার প্লাষ্টিক পাত্রে ব্যবহার করতে নেই এতে করে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তবে ব্যবস্থাপনা অনেক সুন্দর।
অসাধারন দৃশ্যের আলহামদুলিল্লাহ ভাই
Ma sha Allah 💖💝
Kotto sundor laglo
Avabe sob jaigai choluk allar icchai 💝💝
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া রইলো আপনাদের সকলের প্রতি।খুব সুন্দর❤
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা সকল কে হেফাজত করেন আমীন। খুব সুন্দর লাগলো।
❤
মাশাআল্লাহ সুন্দর পরিবেশ ও আধুনিকতার
ছোয়া সত্যিই অসাধারণ বিডিও বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ।।
মাশাল্লাহ অনেক সুন্দর ভাবে কোরআনের পাখিদের খাবার দেখলাম
আলহামদুলিল্লাহ প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, দেখে ভালো লাগলো ❤❤❤
এরকম যদি একজন সৎ ব্যক্তি থাকতো সকল প্রতিষ্ঠানে তাহলে বাংলাদেশে অনেক আগে এগিয়ে যেত। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করুক এই কর্মের জন্য।
আলহামদুলিল্লাহ আমি অত্র মাদরাসা থেকে ২০০৫ সালে ফারেগ হয়েছি্,,,।
মুফতি আবুল বাশার নো'মানি সাহেব হুজুরের কাছে মুসলিম শরীফ পড়েছি,,,,।
এটা কোন মাদরাসা ,নাম কি, কোথায় অবস্থিত ?
প্রতিবেদনে মাদ্রাসার নাম বলা উচিত ছিল।
হুজুরের ফোন নাম্বারটা দেওয়া যাবে কি?
একটু বলবেন এই মাদ্রাসা টা কোথায়
মাশাল্লাহ আল্লাহ কুরআনে পাখিগুলোকে নেক হায়াত দান করুন। অনেক অনেক ভালোবাসা রইলো ওদের জন্য।
মাশাআল্লাহ
কি সুন্দর মনোরম পরিবেশে খাবার রান্না করতেছে ও ছাত্রদের খাবার পরিবেশন করা হচ্ছে।
আমার মনে হয় বাংলাদেশের কোথাও এতো সুন্দর রান্না ও খাওয়ার পরিবেশ নাই।😊❤
আলহামদুলিল্লাহ।
রিজিকের মালিক আল্লাহ।
আলহামদুলিল্লাহ প্রিয় হুজুর, প্রিয় প্রতিষ্ঠান অনেক অনেক উন্নত হয়েছে অসাধারণ পরিবেশ দোয়া রইলো আগামীতে অনেক দূরে যাবে ইনশাআল্লাহ ❤😊
মাশাআল্লাহ এতো চমৎকার একটা প্রতিবেদন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে প্রতিদিন নিত্যনতুন জিনিস সম্পর্কে জানতে পারি। আলহামদুলিল্লাহ
❤
❤
আলহামদুলিল্লাহ আমি নিজে এই রাইস কুকার দেখে দুইটা রাইস কুকার তৈরি করেছি চরমোনাই মাদ্রাসায় দিয়েছি দুইটা আলু ভর্তার মেশিন দুইটা সবজি কাটার মেশিন দুইটা আলু শিলার মেশিন আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ হয়েছে
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার রিজিকের মালিক একমাত্র আল্লাহ তা'আলা আল্লাহই উত্তম রিজিকদাতা হে আল্লাহ আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে উত্তম রিজিকের ফায়সালা করে দিন আমিন।
মাশাল্লাহ অনেক সুন্দর কোরআনের পাখিদের খাবার বরকতময় ও কত শুকরিয়া আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
মাশাআল্লাহ, ছাত্রদের শৃঙ্খলা মাদ্রাসার পরিবেশ দেখে আমি আনন্দিত। আধুনিকতার ছোয়া। আলহামদুলিল্লাহ।
বাহ চমৎকার।সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য চলতি টিমকে ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ কোরআনের পাখিদের খাবার, বরকতময় খাবার।❤
❤
দারুণ তো একেবারেই আধুনিক প্রযুক্তি। 👍👍
হুজুর কথায় যথেষ্ট স্মার্ট। অহেতুক কোন কথা কেউ বলেন নাই। চমৎকার
মাশা-আল্লাহ।।
কোরআনের পাখি ও দ্বীনের মুজাহিদদের একত্রে দেখে খুব ভাল লাগলো।।
ধন্যবাদ চ্যানেলকে
মাশাআল্লাহ মাশাআল্লাহ
অসাধারণ যন্ত্রগুলো❤ আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করছে সব মাশাআল্লাহ।
❤
মাশা-আল্লাহ, দেখে অনেক ভালো লেগেছে।
আলহামদুলিল্লাহ, ভালো লাগলো।
যদিও আমি কলেজে❤❤
মাশা’আল্লাহ! মসজিদের খাবার তৈরির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি শুধুমাত্র পেটের ক্ষুধা মেটানো নয়, বরং মানবতার সেবা ও ইসলামের শিক্ষা অনুসরণ করার একটি উদাহরণ। যারা এই কাজে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন এবং তাদের জীবনে বারাকাহ দান করুন। 🤲❤️
❤❤❤মাসাআললাহ অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক ভালো লাগলো ❤❤❤
আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। অনেক ভালো লাগলো। ❤
আলহামদুলিল্লাহ পরিবেশটা দেখে অনেক ভালো লাগলো দোয়া করি আল্লাহ মাদ্রাসাটা কবুল করে নেক
❤
আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো।
মাশা আল্লাহ, আল্লাহ বারাকাহ দিন। বাকি মাদরাসাগুলোকেও কবুল করুন।
মাশাআল্লাহ আমার দেখা ভিডিও মধ্যে সেরা ভিডিও😊
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাওমী মাদরাসা গুলো এমনি।
❤
আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগলো
💌
প্রিয় জামেউল উলুম-কত কত স্মৃতি জমে আছে তোমার প্রতি আমার অন্তরে!
Kothai madrasa ta
Address?
jameul ulum madrasa .. mirpur 14 @@mohiuddinkhan5424
Vedio te address deya ace,vlo kore deke nin
এখানে এড্রেস বলে দিলে গুনাহ হবে।
মন ভরে গেছে এই ভিডিও দেখে। আল্লাহর রহমতে ভরে গেছে। আলহামদুলিল্লাহ।আল্লাহ সবসময় রহমতের মধ্যে ভরে রাখুক।
মাশাআল্লাহ।
অনেক সুন্দর পরিবেশ
মাশাল্লাহ খুব ভালো লেগেছে
আলহামদুলিল্লাহ ভালো লাগলো এমন ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। মাদ্রাসায় এমন পরিবেশ সৃষ্টি করার জন্য ধন্যবাদ জানাই
❤
মাশাল্লাহ সোবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান 😍😍😍😍😍😍😍
আলহামদুলিল্লাহ।। মাশাআল্লাহ।। আল্লাহু আকবর।।
সালটা ১৯৯৬, তখন অনেক ছোট ছিলাম আর এই জামেউল উলুম মাদ্রাসায় বাবা তখন ভর্তি করে দেয় আমাকে।
তখন এত কিছু ছিলনা, দোতলার ডান দিকটা ছিল,বাকি অর্ধেকের কাজ চলছিল। ডান দিকের ওখানে মুহতামিম মানে প্রিন্সিপাল সাহেব বসত। সারা মাদ্রাসায় হয়ত ১০০/১৫০ ছাত্র ছিল।
মসজিদ ছিল এক তলা,সামনে ছিল ইটের রাস্তা। তখন এই এলাকায় এত মানুষ ছিলনা,আশে পাশে এত দোকান /বিল্ডিং ছিল না,শুধু কলোনির হলুদ বিল্ডিং গুলি ছিল।গ্রামের মত নিরব থাকত এলাকাটা,সকালে এলাকার বাচ্ছা গুলি মসজিদে পড়তে আসত।
মাদ্রাসার সামনে ছিল মাটির মাঠ,এখন যেটা ঢালাই দেওয়া,এখানে আমরা বিকালে খেলতাম। কিছু শৈশবের বন্ধুর কথা আজও মনে পড়ে,এনামুল,আমিনুল,আবুল ভাই,মতলব ভাই,শাহাদাত ভাই,তাঞ্জিল,জাহিদ,সজিব,আবু সাইদ,মোক্তার ভাই সহ আরো কত জন।
মাদ্রাসার পূর্ব পাশে বিশাল মাঠ,যেটা এখন বাউন্ডারি দেওয়া,তখন এটায় বাউন্ডারি ছিলনা,সবাই ইচ্ছা মত সারা দিন ক্রিকেট খেলত,তখন ছিল ক্রিকেটের নও জোয়ার। রমজানে চলত ক্রিকেট টুর্নামেন্ট, মাদ্রাসার ছাত্রদের একটা টিমও এলাকার ছেলেদের সাথে চোখে চোখ রেখে ফাইট করত,সেই কি উত্তেজনা।
মাদ্রাসার উল্টো পাশে দেশের বৃহৎ পুলিশ ব্যাটালিয়ন, ওখানে তখন কোনো বাউন্ডারি ছিলনা,ইচ্ছা মত ওখানে আসা যাওয়া করা যেত,জায়গাটা অনেক খালি ছিল,ইচ্ছা মত আমরা দল বেধে ঘুরতাম, ক্রিকেট খেলতাম। পুলিশ ক্যান্টিনে মাদ্রাসা ফাকি দিয়ে টিভি দেখতে যেতাম।
বাসা ছিল মাদ্রাসা থেকে কিছুটা দূরে। ছোট্ট ছোট্ট পায়ে আসতে দেরি হয়ে যেত,হুজুর মারবে বলে অদূরে পুরাতন বিমানবন্দরে চলে যেতাম, বিমান উঠা নামা দেখতাম,এভাবে অনেক ক্লাস ফাকি দিয়েছিলাম।
মক্তবটা ছিল সামনের নিচ তলাতে।তিন বছর মক্তবে পড়ে ছিলাম,এখানেই আমার মাদ্রাসা যাত্রা শুরু,১৯৯৬ থেকে ২০০২,ছয়টা বছর ছিলাম,কত্ত স্মৃতি। মনে হয় এইতো সেদিনের কথা,কত মন চায় একবার শৈশবের স্মৃতিময় জায়গাটায় ঘুরে আসি,কিন্তু আজ কত দূরে জীবিকার তাগিদে।
আহ আবার যদি ফিরে যেতে পারতাম সেই শৈশবে, কিন্তু আফসোস নব্বইয়ের দশক আর ফিরে আসবেনা।
@@mohammadsaidurrahman5611এটির অবস্থান কোথায়।
@syedarojinasultana8872 মিরপুর ১৪, ঢাকা
কত সুন্দর উপস্থাপনা, একেবারে জীবন্ত 🌼
@@amirhussainbijoy2903 ❤️
ভাইয়া, জীবিকার তাগিদে এখন আপনি কোথায় থাকেন? আপনি মাদ্রাসায় কোন জামাত পর্যন্ত পড়েছেন?
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নেক বরকতময় করুন আরো এই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করছি আমিন
মাশাআল্লাহ সব শিক্ষা প্রতিষ্ঠান এ সরকারি ভাবে এমন করা হোক🎉❤
আলহামদুলিল্লাহ ভালো 😊😊
অসাধারণ ধন্যবাদ সবাইকে এতো সুন্দর করে পরিবেশনের জন্য। আমিন
Wow..great..MashAllah..Ittadi te dekhano uchit
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি এই মাদরাসায় রহমতুল্লাহ বরকতময় করুন আমিন
❤
আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তবে প্লাস্টিকের ব্যবহার পরিহার করে বিকল্প ব্যবস্থা থাকলেভালো হতো।কারণ প্লাস্টিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
❤
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগলো।♥️
মাশাআল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
8:50 খাবার খেতে খেতে ভিডিওটি দেখতেছিলাম।এখন বড় ভাইয়ের প্লেট দেখি আমারটার মতোই!!
আল্লাহর রহমতে ভরপুর খাবার কার নেই কোন অভিযোগ, আলহামদুলিল্লাহ।
প্লাস্টিক ব্যবহার বাদে ১০০% খাটি ননমেগনিটিক স্টিলের বাসন ব্যবহার করুন।
একদম ঠিক
আপনি এত জ্ঞানী ব্যক্তি সচেতন নাগরিক। বাড়িতে কয়টা ব্যবহার করেন অ্যালুমিনিয়ামের।
রাগ করেন না ভাই
Masa Allah...kob Valo laglo
❤
শৃংখলা ও একটা ইমানের অংশ, ঠিক এই শৃংখলাটা সিংগাপুর দেখেছি একটা কফি খেতে গেলেও লাইন ফলো করে খেতে হয়। শৃংখলা এবং পরিবেশন দেখে খুবুই ভালো লাগলো। ধন্যবাদ ।
মা শা আল্লাহ, অনেক সুন্দর
আল্লাহ রহমত ও বরকত দান করুন
আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আনজাম।
আর সরিষার তেল আমাদের নিজস্ব মিল থেকে সল্প দামে পাইকারি নিতে পারবেন আপনারা চাইলে ইনশাআল্লাহ!!
Number den
প্লাস্টিক পণ্য ব্যবহারের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, প্লাস্টিক পণ্য পরিহার করুন
আমি এ বিষয়ে লেখার জন্য ভাবতেছিলাম ধন্যবাদ ভাই আপনাকে
একদম ঠিক কথা, ছেলেকে বোডিংএ রেখে পড়াতে চাই কিন্তু এই প্লাস্টিকের বিষয়টি ভীষণ ভাবাচ্ছে!
@@rose99. aste aste hobe InsAllah
কিছু স্টিলের জিনিস দান করুন।
@@Iftekhar.007 ইন শা আল্লাহ
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
❤
মাশাআল্লাহ খুবই ভাল লাগল।
চলতি কে অসংখ্য ধন্যবাদ এই রকম দ্বীনের একটা মারকাজকে সুন্দর ভাবে তুলে ধরার জন্য।।
Mashallah amio emon madrasar khabar kheyechi❤
❤
আলহমদুলিল্লাহ আমি এই মাদ্রাসার পড়েছি!!এই মদ্রাসার খাবারের মান খুবই ভালো! পড়ালেখার মান আরো ভালো আদব আখলাক সবকিছুই আলহামদুলিল্লাহ খুব ভালো❤❤❤ আমার প্রিয় মাদ্রাসা❤❤❤
মাদ্রাসার ঠিকানা দিলে খুব উপকৃত হবো
@@rezwanahossain6187 ঢাকা মিরপুর ১৪
পুলিশফাড়ির সামনে! মাদ্রাসার নাম জামেউল উলুম
Madrasa Kothay
@@mdkayas2572 ঢাকা মিরপুর ১৪ নাম্বার পুলিশ ফাড়ির সামনে
Koi? Mymensingh?
আলহামদুলিল্লাহ আমি এই মাদ্রাসায় তাইসির জামাত পড়েছি
নাম কি এই মাদ্রসার?
@DilAfroja-r1i জামেউল উলুম মাদ্রাসা
এই মাদ্রাসাটা কোথায়
@@abdulfattah4260 মিরপুর নাকি
কোথায় এবং যোগাযোগ নম্বর পাওয়া যাবে কি⁉️🤔
মা শা~আল্লাহ, আইওএম এ হুজুরের বয়ান শুনেছি আলহামদুলিল্লাহ,আল্লাহ ওনাদের দুনিয়া ও আখিরাতকে অসীম কল্যানময় করুন, আমিন।
মাশাল্লাহ ❤❤❤❤
আলহামদুলিল্লাহ আমি এখানের পরিবেশ নিজ চোখে দেখেছি এক বছর
❤
Mashaallah🎉❤
আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা
মাশাল্লাহ,,, খুব সুন্দর আয়োজক কারীদের আল্লাহ নেক হায়াত দান করুন আমিন।❤