সালেহা - ইকবাল হত্যাকাণ্ড | টিনা কিবরিয়া | Saleha - Iqbal Hottayakando | Tina Kibria

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • This video is about the famed murderer Iqbal and the murder of Saleha in Bangladesh. I hope you enjoy my video and leave a like, comment and subscribe if you enjoyed!
    #TinaKibria #BanglaCrimeStory #Saleha

КОМЕНТАРІ • 606

  • @tinakibria9583
    @tinakibria9583  Рік тому +46

    @Shahida Ahmed.. Amar shongshodhon comment ta delete korate Apnar kora bhishon Mulloban comment tao muche giyeche. Apnake fb te khuje pelam na Amonki Apnar Channel eo kono bhabe contact korte parlam na . Please apni jodi arekbar comment ta korten onek shommanito hotam. Again I’m sorry for mistakenly deleting your valuable comment.

    • @jesminakter3367
      @jesminakter3367 Рік тому +2

      মেম আপনাকে আমার অনেক ভাল লেগেছে

    • @samimjahan1497
      @samimjahan1497 Рік тому +2

      এই ঘটনা আমি খবরের কাগজে পড়েছি। ১৯৭৮সালের ঘটনা।

    • @hasinaparvin9241
      @hasinaparvin9241 Рік тому

      @@jesminakter3367 sam:wq

    • @MohammedShohidullah-wg8gy
      @MohammedShohidullah-wg8gy Рік тому

      ​@@samimjahan1497❤a❤
      By see

    • @HamidaYasmin-xd4gr
      @HamidaYasmin-xd4gr 9 місяців тому

      ❤❤❤

  • @DrMekhalaSarkar
    @DrMekhalaSarkar Рік тому +47

    অনেক ধন্যবাদ। এই সালেহা হত্যার ২য় পোস্টমর্টেমটি করেন আমার বাবা ডা: বিভূতি ভূষণ সরকার যার কথা আপনি উল্লেখ করলেন। তিনি ঐ সময়ে স্যার সলিমুল্লাহ মেডিকেলে বাবা ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। উনার রিপোর্টের উপর ভিত্তি করেই মূলত প্রমাণ হয় এটি হত্যা ছিলো। তদন্তের সময় আমাদের বাড়িতে তখন কয়েকদিন পুলিশ পাহারা দিতেন। কারন বাবার উপর অনেক হুমকি ছিলো।
    ঘটনাটা যখন ঘটে তখন আমি খুব ছোট ছিলাম। আপনি অনেক ডিটেইলে জানালেন। ধন্যবাদ আবারো।❤
    ডা: মেখলা সরকার।

    • @tinakibria9583
      @tinakibria9583  Рік тому +7

      আপনার কমেন্ট আমাকে অনেক সাহস এবং প্রশান্তি দিলো যে আমার তথ্যগুলো সঠিক আছে। আমি খুব কন্সার্ন থাকি এ ব্যাপারে।অনেক ভালোলাগলো আপনার কমেন্ট পেয়ে। আপনার বাবাকে আমার প্রনাম জানাবেন। অনেক দোয়া রইলো আপনাদের পরিবারের জন্য।🙏

    • @studywithme1864
      @studywithme1864 11 місяців тому +6

      Wow! Mam, Your father was such an honest person. You must be proud of him..

    • @tinakibria9583
      @tinakibria9583  11 місяців тому +1

      @@studywithme1864 true,,,, I’m very proud of him… he has many stories like this which I will share momentarily. Thanks so very much for your nice words. Stay blessed ❤️❤️❤️

    • @meftahuljannat4724
      @meftahuljannat4724 9 місяців тому +4

      আপনার বাবার প্রতি অনেক শ্রদ্ধা। ❤

    • @tinakibria9583
      @tinakibria9583  9 місяців тому

      @@meftahuljannat4724 🙏🙏🙏

  • @user-qg8xy9sf4g
    @user-qg8xy9sf4g Рік тому +20

    খুব সুন্দর করে বলেন আপনি, শুদ্ধ পরিষ্কার উচ্চারন , শুনতে ভাল লাগে

  • @teroparbon5585
    @teroparbon5585 Рік тому +19

    আপনার গল্প বলা খুবই সন্দর হয়।আমি খুব মনযোগ দিয়ে শুনি।আপনাকে অনেক ধন্যবাদ সত্য ঘটনা গুলো শেয়ার করার জন্য। শুভেচ্ছা।

  • @nazninbegum4581
    @nazninbegum4581 Рік тому +21

    আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ,এই ঘটনাটি শেয়ার করার জন্য। আমি খুব ছোট বেলায় এই ঘটনাটি ঘটেছিল। বিস্তারিত জানতাম না, শুধু সালেহা,খুন, যৌতুক, ইকবাল, ফাঁসি এসব ই জানাছিল। তবে ঘটনাটি খুবই আলোচিত ছিল।আজ বিস্তারিত জানলাম। ধন্যবাদ। সালাম।

  • @arifurrahman3313
    @arifurrahman3313 Рік тому +19

    খুব ছোট বেলায় শুনেছি, তখনকার সময়ে এটি ছিল একটি আলোচিত ঘটনা। আমার মতে, এজন্য ছালেহার পরিবারের বিয়ে সংক্রান্ত চুলকানি দায়ী। পুরান ঢাকায় এখনো দেখা যায় পয়সা আছে কিন্তু লেখাপড়া নাই। ছালেহার পরিবার মনে করেছিল লেখাপড়া জানা সুদর্শন ছেলে এচিভ করে ফেলেছে। কিন্তু তারা এটা জানতো না যে, যার ভূগোল ভাল তার ইতিহাস খারাপ থাকে।

  • @sl3670
    @sl3670 Рік тому +16

    What a Beautiful way of telling the true story ! You are very gifted and have a nice voice . 👏My father Late advocate Amjad Ali saheb ( Supreme Court er lawyer ) was the lawyer for the Saleha murder case . Such an interesting case . My mom used to tell us about this case and how successfully my dear late father handled this case . May Allah bless my father in jannah .
    Dr Suhani ( MD ) from 🇺🇸

    • @tinakibria9583
      @tinakibria9583  Рік тому +1

      It’s an honour for me to hear such a an amazing comment from you…. Salute and my respect for your father. They were the pillars of our country. Humble thanks to you .please stay tuned to my channel. ❤️❤️❤️🙏🙏🙏

    • @sl3670
      @sl3670 Рік тому +2

      @@tinakibria9583 oh the pleasure is simply mine . Thank you so much for your kind words Tina apu ❤️❤️💖
      I agree those were the golden times and my father was among one of the amazing ppl ! They were working tirelessly for this country . And I respect and salute each one of them . 👏👏😇😇
      I will definitely keep in touch and listen to your Channel.
      Wishing you all the best for its success .
      My Salam , regards and best wishes to you and your family 🙏🙏!

    • @tinakibria9583
      @tinakibria9583  Рік тому +2

      @@sl3670 ❤️❤️❤️

  • @inayatahmed6154
    @inayatahmed6154 Рік тому +14

    You have described the incident very realistically . Your Bangla pronunciation & body language is very fantastic....
    Inayat Ahmed (Guwahati) Assam. India

  • @shaheenyakub1507
    @shaheenyakub1507 Рік тому +11

    তোমার লেখা আগে কখনো পড়া হয়নি । ইকবাল'এর এপিসোডটা পড়ে দারুন লাগলো । সাথে সাথে ঐ ঘটনাটি নুতন করে সালেহার জন্য মনটা গুমরে উঠলো ।
    ভালো না থাকা সম্পর্কগুলো টিকিয়ে না রেখে সেখান থেকে বেরিয়ে আসাটাই সকলের জন্য মঙ্গল ।
    আল্লাহ পাক সব বৈবাহিক সম্পর্কগুলোকে শান্তি সাথে চলার রহমত দান করুন আমীন ।
    তোমাকে অসংখ্য ধন্যবাদ , ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরার জন্য !

  • @mohammadkader5078
    @mohammadkader5078 Рік тому +5

    You are a gifted storyteller. I appreciate your wisdom reflected in your suggestive comment on better ways to handle this kind of situation.

    • @tinakibria9583
      @tinakibria9583  Рік тому +2

      Humble thanks. Please stay tuned to my channel ❤️❤️🙏🙏

  • @kaosarmostafa6354
    @kaosarmostafa6354 Рік тому +13

    আসসালামু আলাইকুম, আমি এই সালেহা ষটনা newspaper পড়েছি।সত্যি খুবই মর্মান্তিক, আজ আপনি অনেক নিখুঁত ভাবে ঘটনা explain করলেন আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ভিডিও দেখার জন্য আমি অধির হয়ে অপেক্ষা করি,খুব ভালো লাগে আপনার কথা বলার Style, ভালো থাকবেন, আললাহ্ হাফেজ।

  • @MuslimBhai-pl8jm
    @MuslimBhai-pl8jm 2 місяці тому +1

    খুবই হৃদয়গ্রাহী এবং তথ্য সমৃদ্ধ একটি পোস্ট। পোস্ট দাতাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই।

  • @shamimara7586
    @shamimara7586 Рік тому +30

    ১৯৭৮ সালের ঘটনা। আমি তখন খুব ছোট কিন্তু ঘটনাটি মনে আছে। সালেহার মর্মান্তিক মৃত্যুর এ ঘটনাটি সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল।

  • @rabeyatahmin666
    @rabeyatahmin666 Рік тому +14

    ঠিকই বলেছেন। রাগ মানুষ কে ধ্বংস করে।

    • @advocatemunirulislam8658
      @advocatemunirulislam8658 3 місяці тому

      রাগ কতটা ভয়ংন্কর,,,তাহা হা‌রে হা‌রে টের পাই....😢😢

  • @mdalmamunhossain8743
    @mdalmamunhossain8743 Рік тому +9

    আপনি এই ঘটনা গুলো কি ভাবে তুলে আনেন ভেবে বিস্মিত না হয়ে পারি না, , এত সুন্দর উপস্হাপনা , চমৎকার বলার ভঙ্গি, পুরো ঘটনাটিকেই জীবন্ত করে তোলে।
    চলতে থাকুক আপনার সুন্দর কথোপকথন।
    শুভ কামনা ।

  • @shilpekhan7584
    @shilpekhan7584 Рік тому +7

    আসসালামুআলাইকুম আপু ।কেমন আছেন ?
    আপু আপনার গল্পের জন্য অনেক অপেক্ষায় থাকি।আপনার গল্প শুনলে মনটা ভাল হয়ে যায় ।

  • @user-zk3vp2pc7n
    @user-zk3vp2pc7n Рік тому +4

    আপনার বলার স্টাইল খুবই ভালো লাগলো। সেই পুরনো ঘটনা নতুন করে আবার শুনে সালেহার জন্য আবারো কষ্ট পেলাম। আল্লাহ্ তাকে নিশ্চই বেহেশত নসিব করবেন। আমিন।

  • @khalidayasmin6980
    @khalidayasmin6980 Рік тому +7

    আপু অপেক্ষা করছিলাম কবে আবার আসবেন গল্প শুনাতে । অনেক ধন্যবাদ গল্প এবং সত্য কাহিনী বলার জন্যে ।

  • @SalmaSultana-ig5np
    @SalmaSultana-ig5np Рік тому +45

    নিঁখুত ভাবে ঘটনাটি বলার জন্য ধন্যবাদ। তারকা তিন্নি হত্যার রহস্য জানানোর জন্য অনুরোধ করছি।

    • @mahfuzurrahman974
      @mahfuzurrahman974 Рік тому

      এটা খুলে বলা যাবে বা।কারণ এই ঘটনায় যে নারীর একটা সম্পৃক্ততা ছিল তিনি গত সংসদের সাংসদ ছিলেন সম্ভবতঃ এবং "চেতনার লোক"-মানে তো বোঝেনই।
      জা.পার অভি নায়ক হলেও সেই এক্স সাংসদের নামও চলে আসে।
      রিসেন্টলি তিনি আবার জামাইও বদলেছেন।

    • @DrTahia
      @DrTahia Рік тому +1

      Yes,we want that.

  • @mahfuzurrahman974
    @mahfuzurrahman974 Рік тому +11

    আহ্ শেষের ঘটনাটা....
    আপনার আব্বু....
    অসাধারণ ধীমান মানুষদের একজন।
    শ্রদ্ধা ও ভালোবাসা।
    অনেক শিক্ষণীয় বিষয়।

    • @tinakibria9583
      @tinakibria9583  Рік тому +3

      Onek dhonnobad abong kritoggota.. Abbu ke janabo Apnar kotha . ❤️🙏

    • @aureenaurin2242
      @aureenaurin2242 Рік тому +2

      @@tinakibria9583 I too am surprised... Oi moment a raag control kora, it’s like too difficult... May Allah keep rewarding ur father for his patience... And may He grant us to be responsible like him in critical moments...

  • @taiubullah8975
    @taiubullah8975 Рік тому +2

    টিনা কিবরিয়া ধন্যবাদ। আপনার সত্য গল্পগুলোর উপস্থাপনা সত্যিই উপভোগ্য।

  • @fahmidahamid
    @fahmidahamid Рік тому +32

    If one can sense such issues, it is better and safer to walk out from a miserable relationship like that asap. At least the life would have been saved!

    • @tinakibria9583
      @tinakibria9583  Рік тому +1

      Exactly ❤️❤️

    • @inayatahmed6154
      @inayatahmed6154 Рік тому +2

      Well said str. I appreciate about your concern

    • @mexicandream8027
      @mexicandream8027 3 місяці тому

      Tokhon to meyeder oto rights chilo na. Jehetu Saleha to oto porashuna o korenai tai idea gula kom chilo. Strategic howar moto intelligence chilona.

  • @mahabubaahmad44
    @mahabubaahmad44 Рік тому +4

    Just came across to your vlog and enjoyed listening to this true story. You have illustrated beautifully. Looking forward to more like this.

  • @hazerakhatun426
    @hazerakhatun426 Рік тому +75

    সুপ্রিয় টিনা কিবরিয়া আপনার গল্প বলা অনুষ্ঠান ভীষন লাগে। কিন্তু একটা কথা ভাল লাগা থেকে বলতে চাই আপনার চেহারাটা অনেক মিষ্টি আপনি যদি একটু কম মেকআপ করেন তাহলে আপনাকে আরও বেশী Gorgeous লাগবে। বিনীত অনুরোধ।

    • @nasrinakter2675
      @nasrinakter2675 10 місяців тому

      দাউস নারীরা জান্নাতের ঘ্রাণও পাবে না যদিও তা বহুদূর থেকে পাওয়া যাবে।

    • @user-hy3sp2zf4n
      @user-hy3sp2zf4n 5 місяців тому +3

      স্তনের সাইজ অনেক বড় কিন্তু এভাবে দেখানো টা কি ঠিক?

    • @patwarymazed80
      @patwarymazed80 4 місяці тому

      টিনা কিবরিয়া একটি ঘটে যাওয়া
      ঐতিহাসিক সত্য এবং হৃদয় বিদারক, তীব্র ভালোবাসার একটি আদুরে মেয়ে, ভাইদের একমাত্র কলিজার টুকরো বোনটির অস্বাভাবিক খুনের বর্ণনায় -খুনী ,খুনের আগের এবং পরের যে কর্মকাণ্ড গুলো করেছিলেন,তার মূল কথাগুলো গুছিয়ে বলছিলেন-
      মিসেস টিনা কিবরিয়া।
      ঠিক তখনই এমন একজন বিনয়ী, শৈল্পিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা টিনা কিবরিয়ার গল্প না শুনে না বুঝে,
      আপনি টিনার বুকের দিকে তাকিয়ে,
      বুকের বর্ননা অত্যন্ত অশোভন,লাজহীন কিংবা অসভ্য ভাবে প্রকাশ করেছেন।
      একজন সামাজ বদ্ধ জীব, মানুষ হিসেবে নিজের দৃষ্টি এবং অনুভূতির প্রকাশ এভাবে উপস্থাপন করে
      নিজেকে আপনি অত্যন্ত নিম্ন রুচির একজন মানুষ হিসেবে তুলে ধরেছেন।
      সচেতন থাকুন।
      দৃষ্টিভঙ্গিতে যদি পরিবর্তনের প্রয়োজন বোধ করেন,তা করুন। এতে নিজেকে নিজের কাছে সৎ এবং সামাজিক মানুষ হিসেবে নিজেকে গ্রহণ যোগ্য বোধ করবেন।
      এই বিশ্বাস আপনার পথ চলা নির্বিঘ্ন করবেই।

    • @anc.express1779
      @anc.express1779 2 місяці тому +1

      বুকের উপর একটি চাদর জড়িয়ে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। খুবই ভালো উপস্থাপনা। ভালো থাকবেন।

  • @saimasamia993
    @saimasamia993 4 місяці тому +1

    গল্পের শেষের কথা গুলো খুবই শিক্ষনীয়। মন ছুয়ে গেল। ❤️❤️❤️

  • @zebunnaharshimul1099
    @zebunnaharshimul1099 Рік тому +11

    সালেহা হত্যাকান্ড সম্বন্ধে খুব ছোটবেলায় শুনেছিলাম। আজ খুব মনোযোগ দিয়ে আপনার গল্পে পুরো ঘটনাটা জানলাম।আপনার গল্প বলার স্টাইল খুব সুন্দর। আমার সবসময় ভালো লাগে।এত বিভৎস একটা ঘটনা জেনে এত বছর পরও মনটা খুব খারাপ হয়ে গেল। তবে গল্পের শেষ অংশে আপনার observation আমার ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

  • @syadajamilakhatunreshma7447
    @syadajamilakhatunreshma7447 Рік тому +15

    পোষ্টমর্টেম করা ডাঃ কে ছাড় দেওয়া উচিত হইনি।

    • @qamrulialam7214
      @qamrulialam7214 Рік тому +5

      ছাড় দেয়া হয় নাই ۔ চাকুরী ও লাইছেন্স বাতিল হয়

  • @user-gp1jq3pw5c
    @user-gp1jq3pw5c 12 днів тому

    It's 2024/08/27
    I am watching your all the videos even story's before my birth
    I love the way you tell stories
    Very well said and very demur😊😊😊

  • @ninabadrummonir5202
    @ninabadrummonir5202 Рік тому +3

    অসাধারণ একটি ভিডিও ধন্যবাদ আপনাকে।

  • @MsLazeena
    @MsLazeena 11 місяців тому +5

    সালেহার বয়স, শিক্ষা এবং অভিজ্ঞতা অনেক কম ছিল। তাই সেই মুহূর্তে আবেগ আর উত্তেজনা বেশী কাজ করেছিল। তবে আমার মনে হয় সালেহার ইকবালের বদ অভ্যাস এবং সেচছাচারিতার কথা তার পরিবারের লোকজনকে জানানো উচিত ছিল। আপনার উপস্হাপনা অনেক ভালো লেগেছে। শুভ কামনা

    • @mohidkhan787
      @mohidkhan787 5 місяців тому

      আপনার মন্তব্য শতভাগ সঠিক। সহমত।

  • @mahfuzurrahman974
    @mahfuzurrahman974 Рік тому +5

    আসসালামু আলাইকুম।
    ভাবীজান,
    আপনার এপিসোড গুলো আজই পেয়ে দেখা শুরু করে দিলাম।
    টুলু ভাই আমার আইডল।
    আপনি চমৎকার সব ইতিহাস গুলো তুলে এনে নতুন প্রজন্মকে জানাচ্ছেন।
    আমরা খুব ছোটো বেলায় এটা শুনেছিলাম।
    ভালো থাকবেন।
    অজস্র ধন্যবাদ ও শুভ কামনা।।

  • @shahanajbegum706
    @shahanajbegum706 Рік тому +10

    কিছু খারাপ মানুষের শাস্তির জন্য ভালো মানুষকে শাস্তি পেতে হয় 🥲

  • @stsumatareq8955
    @stsumatareq8955 11 місяців тому +1

    কাল রাত ১ টা দিকে তোমার ভিডিও দেখলাম❤খুব ভালো লাগছে

  • @RizwanaHussain-hk8pp
    @RizwanaHussain-hk8pp Місяць тому

    বিশ্বের বিভিন্ন দেশের স্টোরি টেলারদের গল্প অনেকদিন ধরে শুনছি। হুট করে আপনাকে পেয়ে, আপনার গল্প শুনে বেশ ভালো লাগলো। বাংলাদেশের এত গল্প আছে এটা আপনার চ্যানেল এ না আসলে জানতামই না। ধন্যবাদ আপনাকে।

  • @samimparves6562
    @samimparves6562 Рік тому +6

    আপু আপনি এতো সুন্দর করে কথা বলেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ

  • @classone-gj5oi
    @classone-gj5oi Рік тому +1

    চমৎকার বিশ্লেষণ। ধন্যবাদ।

  • @mehedihassan1375
    @mehedihassan1375 Рік тому +2

    Excellent critique apu !
    I tried to recall those names which was in my parent’s gossiping that time, when i was 3 around😟

  • @mohammadarshan1052
    @mohammadarshan1052 Рік тому +2

    Ma sha' Allah khub sundor kore kotha bolen.

  • @smshahidulislam1483
    @smshahidulislam1483 5 місяців тому +2

    In 1979 I was a first year student of BUET. Iqbal Saleh issue was a talk of the country for a long time!

  • @sharminchowdhury1400
    @sharminchowdhury1400 Рік тому +5

    খুবই ভালো লাগে আপনার এই প্রোগ্রাম টা। আমি অপেক্ষা থাকি নতুন কি গল্প নিয়ে আসবেন তা শোনার জন্য যদি ও এসোব আলোচিত ঘটনা পেপারে পড়েছি তবে আপনি যখন বলেন তা চোখের সামনে ভাসে। আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর পরিবেশনা জন্য । যদি সম্ভব হয় চাপা হত্যা মামলা আর এক টা মহাখালী জোড়া খুন চাচা ওভাতিজা কে মেরে বালতি তে ভরে রেখে ছিল যার বিচার আজো ও হয়নি আামার জানা মতে। এই ঘটনা হয়েছিল ১৯৯২ তে আর একটা সম্ভবোতো ১৯৯৫/১৯৯৬ হয়েছে। সগ্রহ করতে পারলে শুনাবেন বেশি পরিশ্রম করার কোনো দরকার নাই । ধন্যবাদ আবার ও ভালো কিছু উপহার দেওয়ার জন্য ❤

    • @tinakibria9583
      @tinakibria9583  Рік тому +2

      Onek dhonnobad Ato shundor kore amake onupranito korar jonno. Apnar request Oboshshoi rakhbar cheshta korbo. Kono koshto na borong jokhon Ato shundor kore bolen tokhon digun pran shokti pai Kaj korbar. Onek bhalobasha roilo apnar jonne❤️❤️❤️🙏🙏🙏

    • @sharminchowdhury1400
      @sharminchowdhury1400 Рік тому

      @@tinakibria9583 ❤️

    • @shamimsultana4191
      @shamimsultana4191 Рік тому

      Aro kichu sottyo ghotona janar jonnyo opekkhay roilam, shubheccha apnake.

  • @user-kf3cn5ei7v
    @user-kf3cn5ei7v Рік тому +1

    Bistarito alochonar jonno dhonnobad.

  • @user-im3wz6ye9h
    @user-im3wz6ye9h Рік тому +3

    আপনার শেষে বলা আব্বুর গল্পটা খুবই শিক্ষনীয়,মনে রাখা দরকার সবারই,ভাল থাকবেন !!!

  • @khalilurrahman7161
    @khalilurrahman7161 4 місяці тому

    নরম কন্ঠ, সাবলীল-শুদ্ধ উচ্চারণ, ঘটনার নাটকীয়তার ধারাবাহিক অনুপম উপস্থাপন; কী নেই আপনার চ্যানেলে!! বাংলাদেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনার আরও বেশী বেশী উপস্থাপন চাই। প্রতীক্ষায় রইলাম।

  • @anikaesha1332
    @anikaesha1332 Рік тому +4

    Your voice is so soft.. I like the way you explain stories ☺️

  • @mirzamirzashopon9183
    @mirzamirzashopon9183 Рік тому +3

    উপসংহারটা দারুণ লেগেছে।

  • @tasnas1283
    @tasnas1283 Рік тому +2

    Thank you so much for uploading new content...plz do upload more as we love to hear stories from you ❤️❤️❤️

  • @abulhossaindewan3545
    @abulhossaindewan3545 2 місяці тому +1

    চিত্রালী ম্যাগাজিনে ধারাবাহিক ভাবে প্রকাশ করেছিল,ধন্যবাদ আপাকে

  • @user-im3wz6ye9h
    @user-im3wz6ye9h Рік тому +2

    অনেক আগের আলোড়ন সৃষ্টি কারী ঘটনা আপনার মুখে শুনে খুবই ভাল লাগল!! আরও এরকম ঘটনা শোনার অপেক্ষায় রইলাম আপু,শুভকামনা আপনাকে !!

  • @shamimaakter1726
    @shamimaakter1726 Рік тому +3

    আপু এই ঘটনাটি আমার মায়ের কাছ থেকে বহুবার শুনেছি। খুবই হৃদয়বিদারক ঘটনা। আজ আবার নতুন করে আপনার কাছ থেকে শুনলাম আপনি খুব সুন্দর গুছিয়ে কথা বলেছেন। আরেকটি ঘটনা হত্যাকাণ্ডের কথা ভদ্র মহিলার নাম জানিনা বেকার দুইটা মেয়ে ছিল রুনা এবং সাবিনা নামে। যদি এই ঘটনা সম্পর্কে কিছু বলতেন। আপনার ভক্ত হয়ে গেলাম।

  • @kamrunnahar7196
    @kamrunnahar7196 Рік тому +3

    আপনাকে ধন্যবাদ ।

  • @mirzapolly6658
    @mirzapolly6658 Рік тому +15

    এধরণের ঘটনায় উচিৎ বিষয়টি পরিবারের সবার সাথে আলোচনা করা এবং প্রয়োজনে আলাদা হয়ে যাওয়া। তহলে হয়তো সালেহার মতো অকাল মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যায়।

  • @nrah8899
    @nrah8899 Рік тому +4

    I am listening your story while working night shift . Love from Uk❤

    • @milihussain5785
      @milihussain5785 Рік тому

      Apu apnaka onak donnobad sundor kora bolor jonno toba apni aktu porda hoya asla hoyto aro bashe sundor lagba apnaka.keshu mona korbanna amio apnar proggrm dakhe.

  • @rawshanaramullicksantona1750
    @rawshanaramullicksantona1750 Рік тому +1

    আপু আপনি অসম্ভব সুন্দর করে গল্প গুলো বলেন। অনেক ভাল লাগে॥❤

  • @tarzansagar
    @tarzansagar Рік тому +2

    Your presentation is very intelligent and stylish. I will follow you from now on that is a promise.

  • @radharanimukherjee2697
    @radharanimukherjee2697 Рік тому +3

    Your presentation is veryintelligent and stylish.I will follow you from now on that is a promise.

  • @mdadelkhan6814
    @mdadelkhan6814 Рік тому +3

    Mashallah mashallah........
    You are so beautiful ....Apu.....

  • @nusratandmaa8071
    @nusratandmaa8071 Рік тому +6

    আমি খুব ছোট ছিলাম।মনে আছে, সাড়া জাগানো একটা হত্যাকান্ড ছিল।এটা আমার আম্মার কাছ থেকে শুনেছি,আম্মা পেপার পড়ে, দেখেতাম খুবই ভরাক্রান্ত।

  • @shailamannan6825
    @shailamannan6825 10 місяців тому

    ছোট বেলার এই ঘটনা টি র কথা মনে পড়লো। তবে আপনার কাছে বিস্তারিত জানতে পারলাম।আপনার সাবলীল উপস্থাপনা খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে !!

  • @nazmulkarim4650
    @nazmulkarim4650 Рік тому +16

    মঞ্জু মিয়া নন উনার নাম শেখ মোমতাজুল করিম(মজু মিয়া) উনার ২ ছেলে তখন ঢাকায় ছিল ৫ ছেলে যশোর ছিল মজু মিয়া নামেই যশোরে সবাই উনাকে এখনো এক নামে চিনে ,১৯৮০সালে ইকবালের ফাঁসি কার্যকর হয়

    • @Visible-k1c
      @Visible-k1c Рік тому

      আপনি উনার মরহুম মজুমিয়ার ছেলে নিশ্চয়!!

    • @ozifakhan3083
      @ozifakhan3083 8 місяців тому

      Right

  • @MrAbid-yb7ix
    @MrAbid-yb7ix Рік тому +8

    সালাহা আমাদের যশোরের মেয়ে।এটা সত্যি ঘটনা। আমরা ছোটবেলা থেকে শুনছি।

    • @AbdusSamad-ng8lg
      @AbdusSamad-ng8lg 9 місяців тому

      অবশ্যই যশোরের আজিজ ইঞ্জিনিয়ারিং এর মালিক ছিল

  • @anuarhossenvlog
    @anuarhossenvlog 17 днів тому

    বিউটিফুল।

  • @Guruji897
    @Guruji897 2 місяці тому

    beautiful shearing 🌺

  • @asmirakhanam373
    @asmirakhanam373 3 місяці тому

    খুব ভাল লাগল।

  • @zakiasobhan6964
    @zakiasobhan6964 Рік тому +1

    এত বছর পরে ঘটনাটা শুনে গায়ে কাটা দিয়ে উঠলো আবার। আপনাকে ধন্যবাদ।

  • @ramisarono2489
    @ramisarono2489 11 місяців тому +1

    হ্যালো টিনা আপু। কিছুদিন আগেই আপনার ইউটউব চ্যানেল এ আপনার একটা গল্প শুনি। তখন ই আপনার উপস্থাপনা ভালো লেগেছে। আমি তখনি আপনার আরো অনেক গুলো গল্প শুনি। আপনার থ্রীলার গল্প গুলো আমার বেশি ভালো লাগে। আমি রান্না করি আর আপনার গল্প শুনি। আপু কে অনেক ধন্যবাদ। এভাবেই সুন্দর সুন্দর উপস্থাপনা উপহার দিবেন আমাদের এই প্রত্যাশা।

  • @rawshanaramullicksantona1750
    @rawshanaramullicksantona1750 Рік тому +1

    জ্বী আমি আপনার এই কাহিনীটার কথাই এর আগের এপিসোডে কমেন্টে লিখেছিলাম । অনেক ধন্যবাদ , কাহিনীটা আবার শুনলাম
    আপনার ভিডিও তে। অনেক অনেক ধন্যবাদ ।অনেক ভালো লাগল ।আর অনেক ছোটো ছিলাম , তাই আমি মনোয়ারার নামের পরিবর্তে খুকু লিখেছিলাম ।

  • @rose-xv9st
    @rose-xv9st Рік тому +1

    Apu tomake onek din pore dekhlam.khub bhalo lagche.apu ami tomar moto hote chai.❤❤❤❤❤

  • @astelecom3957
    @astelecom3957 Рік тому

    অনেক অনেক ধন্যবাদ নতুন করে ঘটনা তুলে ধরার জন্য

  • @rafiqbacchubacchu5387
    @rafiqbacchubacchu5387 4 місяці тому

    আমি তখন ১০ম শ্রেণির ছাএ । সম্পূণ' ঘটনার বিবরণ আপু আপনার মাধ্যমে আজ আবার শুনলাম । মুনির -খকুর এবং সালেহার ঘটনাটি একদম হুবহু বণ'নার জন্য আপনাকে আন্তরিক ধনয়বাদ।

  • @minabegum9065
    @minabegum9065 Рік тому

    ছোট ছিলাম এতো বিস্তারিত জানা ছিলো না! খুবই কস্টদায়ক ঘটনা! অনেক সুন্দর করে ঘটনা গুলো উপাস্থাপন করেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনি!

  • @rokeyatalukder4228
    @rokeyatalukder4228 Рік тому +2

    Love listen to you. Keep up the good work. Love ❤️ NJ.

  • @sahm5464
    @sahm5464 Рік тому +4

    Whatever is your weakness should never compromise any kind of disloyalty from

  • @habibabegum3550
    @habibabegum3550 Рік тому

    Apnake onek onek thanks, e gotonata onek alorn hoysilo notun kore sune salehar jonne koshto hosse

  • @mdbiplob4725
    @mdbiplob4725 Рік тому +2

    I want more,,,, with Tina kibrya.

  • @ummekulsum7297
    @ummekulsum7297 Рік тому

    খুব সুন্দর সহজ সাবলীল ভাবে উপস্থাপন করেন ❤️ ধন্যবাদ।

  • @farhanasdiary322
    @farhanasdiary322 Рік тому

    Attoh valo laglo j ami monmugho hoye shunsilam. Thank a lot.

  • @nn3768
    @nn3768 Рік тому +6

    আপু আমার মনে হয়, এটা যশোরের ঘটনা । খুব ধনী লোক, ছিলেন মজু মিঞা, তার মেয়ে সালেহা ।আমাদের এলাকায় বাড়ি ।

    • @FTSC4
      @FTSC4 Рік тому

      না, এটা ঢাকার ঘটনা। যাওয়া আসার পথে আমার মা আমাকে সালেহার বাবার বাড়িটা দেখিয়েছেন, যদিও ওই ঘটনাটা আমার জন্মের অনেক আগের।

  • @zahangir57
    @zahangir57 Рік тому

    I’m from New York. আপু আপনার বলা real life গল্প গুলু শুনতে আমার খুব ভাল লাগে. Thank you very much. Please continue.

    • @tinakibria9583
      @tinakibria9583  Рік тому

      Thanks so much dear…. Many more to come.. pls stay tuned ❤️❤️❤️

  • @farhanamohid1118
    @farhanamohid1118 5 місяців тому

    চমৎকার ....স্যালুট মেম

  • @BMElias
    @BMElias 5 місяців тому

    অসাধারণ সুন্দর বর্ণনা ।

  • @shamimhabib1017
    @shamimhabib1017 4 місяці тому +1

    গল্প শুনতে গিয়ে পুরোনো সেই ঘটনাটি মনে পড়ে যায়। ১৯৭৭ সালে সালেহার হত্যাকাণ্ডটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। আমি তখন বাংলাদেশ বিমান বাহিনীতে চাকুরী করতাম। আমার চাকুরীর বয়স তখন ৯ বছর। ১৯৬৮ সালে আমি পাকিস্তান বিমান বাহিনীর চাকুরীতে যোগদান করি।
    ইকবাল তাঁর উচিত শাস্তি পেয়েছে।
    🇧🇩

  • @papiasangita1924
    @papiasangita1924 Рік тому +1

    আপনি এত সুন্দর করে,,সব কিছু তুলে ধরেন,,,সৃষ্টি কর্তা আপনাকে আরও সাহসী করে তুলুক।

  • @AshfiaNaheed
    @AshfiaNaheed Рік тому +7

    Kind and humble correction: then president was Justice Abu Sayem when this murder took place. I heard about Saleha-Iqbal case. Also, there was another murder of a young girl named Shumi. Do you have any details to share of that event? I would be grateful if you do. My mom named me the same and got to meet her mom after her murder. Her mother wrote down on a piece of paper not to name me Shumi. I wish I had a hold of that note after my mom passed away.

    • @ProfessionalGoogolerson
      @ProfessionalGoogolerson 2 місяці тому

      President Ziaur Rahman outright denied the mercy petition of Dr Iqbal along with all doctors community of that time.Salute to President Zia for upholding justice, salute to profs. B B Sarkar hailing from Gopalgonj and my direct teacher who unearthed the hushed up homicidal signs.

  • @wahid.zaman6378
    @wahid.zaman6378 Рік тому +4

    আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনার কন্ঠ শুনতে পারলাম। অনেক সুন্দরভাবে আপনি উপস্হাপনা করে। আরো নতুন কোন ঘটনা শুনতে চাই। ওয়াহিদুজ্জামান বকুল।

  • @jesminhossain9861
    @jesminhossain9861 Місяць тому

    সত্য কখনো চেপে রাখা যায় না!
    ছোট বেলায় গল্পগুলো শুনে ভয়ে বুক কাঁপত! আজও কাঁপছে।
    এমন ঘটনা যেন কোনোদিন কারো জীবনে না ঘটে! 😭💔🖤

  • @nasrin8345
    @nasrin8345 Рік тому +13

    ছোট ছিলাম।আব্বা পেপারে ইকবাল সালেহার ঘটনা পড়তেন আর আমরা আগ্রহ নিয়ে শুনতাম। খুব কষ্ট লেগেছিল সালেহার জন্য।

  • @mhossain4929
    @mhossain4929 8 місяців тому

    সেদিন আপনার চ্যানেল আবিষ্কার করলাম। এরপর একটার পর একটা গল্প শুনছি মন্ত্রমুগ্ধের মতো।
    কী করে এত সুন্দর করে বলেন যেন আমরা শ্রোতা না, দর্শক!

  • @monirhossain-uk7rk
    @monirhossain-uk7rk Рік тому +14

    আপু এই ঘটনার সাথে ৯০ দশকের আলোচিত ঘটনা মনির খুকু শারমিন হত্যাকাণ্ড ঘটনা প্রায় মিলে গেছে,দুটি পরিবার আভিজাত্য পরিবার কিন্তু খুবই দুঃখজনক পরকীয়ার জন্য দুই পরিবারের শান্তি চলে গেল

  • @Grah_754
    @Grah_754 Рік тому +1

    thanks api fou your valuable advice 💗1 day i will meet with u inshAllah🥰

  • @parvinakter7578
    @parvinakter7578 2 місяці тому

    ধন্যবাদ আপু আপনাকে। ঘটনাটি আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার বাবার সাথে সালেহার ভাই সিরাজুল এবং এজাজুল এর সাথে শিপিং বিজনেস ছিল। ছোট থেকেই সালেহার ঘটনাটা শুনেছি বহুবার। আজকে আবার ইউটিউবে আপনার মাধ্যমে পুরো ঘটনাটা শুনে পুরনো কথা মনে পড়ে গেল। আমার বাবা সালেহার বিয়েতি উপস্থিত ছিল।

  • @sultanamarzia9013
    @sultanamarzia9013 5 місяців тому

    Very good story but really pathetic. And your expiration so nice keep it up 😊

  • @amindidar2126
    @amindidar2126 8 місяців тому

    আপনার উপস্থাপন অসাধারণ

  • @taslimabegum7832
    @taslimabegum7832 9 місяців тому +1

    Apu apnar kotha bolar dhoron onek shundor balo laglo thanks for your nice sharing

  • @rahmanfamily6077
    @rahmanfamily6077 Рік тому

    Oshadharon story telling

  • @mdhasan-kc5mw
    @mdhasan-kc5mw Рік тому +3

    খুলনার ডেইজি হত্যা নিয়ে একটা ভিডিও দিলে ভালো হতো সাল টা বোধহয় ১৯৯৬

  • @mahmudulanik4514
    @mahmudulanik4514 Рік тому +2

    apu please regular story upload korbeen
    we r really waiting for ur voice

  • @mannanmunshi9040
    @mannanmunshi9040 Рік тому

    ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এক মাসে মোটা মুটি পরিবর্তন পেয়েছি

  • @paromitajash9311
    @paromitajash9311 Рік тому +5

    She was so young, didn't have the necessary skills to keep her temper in control. Poor baby

  • @NasrinAkhi-
    @NasrinAkhi- 5 місяців тому

    আপনার বিশ্লেষণ টা খুব সুন্দর লাগলো

  • @rezaulchowdhury8254
    @rezaulchowdhury8254 Рік тому +1

    Thanks for remind old historical news in our time but most information you left behind, which is dr. Iqbal came to his girlfriend house early in the morning and told her he did it and need help so much so......