সাজিন আহমেদ বাবু সত্যি একজন উচ্চ মানের লেখক ও পরিচালক আমি উনিশ বার নাটকটি দেখেও তৃপ্তি মেটেনি, ওনার কাহিনির সাথে অভিনেত্রী, অভিনেতা অর্থাৎ শবনম ফারিয়া ও মোশাররফ করিম তাদের নিখুঁত অভিনয়ের মাধ্যমে নাটকটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছে, তাই লেখক ও পরিচালকের কাছে অনুরোধ নাটকটি আরও কয়েকটি পর্বে দেখিয়ে সুন্দর একটা সমাপ্তি এনে দিন।
এগুলো কি প্রমোট করছে আমাদের সামনে বুঝতে পারতেছেন? একটা অবৈধ বিষয়কে কিভাবে উপস্থাপনার মাধ্যমে বৈধ করার চেষ্টা চলছে? এগুলো বাস্তবে ঘটতেছেনা তা বলছি না। কিন্তু এইসব কেন ভাল বলে প্রমোট করতে হবে?
@@nazmulhuda2527 এদের বোঝার ক্ষমতা থাকলে তো বুঝবে, কাদের বলেন? বলে লাভ নেই। তা নাহলে ক্লাস ৫ থেকেই শুধু অবৈধ সম্পর্কে জাড়াচ্ছে না বরং অবৈধ শারিরীক সম্পর্কে জরিয়ে যাচ্ছে আমাদের সমাজ। কি জন্য একটা আন্ডার মেট্রিক ছেলে মেয়েকে স্মার্ট ফোন, বাইক ও হিসেব ছাড়া অর্থ দিতে হবে? কেউ কি মানে এইসব?
এই গল্পের শুরুটা এমন ছিল একান্ত জীবনের শূন্য স্থানে বসন্তের স্নিগ্ধ ভেসে আসা সুভাষের মতন ভরিয়ে দিল হৃদয় , এক মুঠো সুখ যেন হাতছানি দিয়ে ডেকেছে আমায়, ক্ষণিকের ভালোবাসায় ভরিয়ে দিলে হৃদয় আমার তুমি নেই আজ এই শূন্য হৃদয়ে করে হাহাকার পেয়েও হারানোর বেদনায় বিভোর হয়ে ভাবি যে তোমায়, গল্পের শুরুটা এমনই ছিল এ হৃদয় আজও খুঁজে বেড়ায় তোমায়।
এরকম নাটক দরকার যেখানে চাহিদার থেকে মূল্যবোধ থাকে বেশি রেশ রয়ে যায় চিরক্ষণ | জীবনে চলার পথে কত গল্পই না আড়াল থেকে যায়। বাস্তবতা বড়ই কঠিন, এতটাই কঠিন যে ভাষায় প্রকাশ করা যায় না। প্রকাশ করলেও মনের মত মানুষ পাওয়া যায় না। এমন জীবনের হাজার ঘটনা হাজার মানুষের সাথে রয়েছে বা আছে। দেওয়ালেরই এক পাশ থেকে এক রকম দেখা গেলেও দেওয়ালের অন্য পাশে অন্যটা রয়ে যায়। নাটকটা সত্যই এমন হাজার ঘটনার একটি ঘটনা নিয়ে নির্মিত। শেষে নাটকের পরিচালক Sajin Ahmed Babu ভাইকে ধন্যবাদ জানাই, এমন একটি নাটক তৈরি করার জন্য। সেই সাথে বিখ্যাত নাট্যকার গুরু Mosharraf Karim ও Sabnam Faria আপুকে ধন্যবাদ জানাই। নাটকের দ্বিতীয় পার্ট এর জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
মোশাররফ করিম ও শবনম ফারিয়ার জুটি নিয়ে আমার দেখা সেরা নাটক, রচনা ও পরিচালনা যিনি করেছেন, উনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য!! ❤❤
জীবনে চলার পথে কত গল্পই না আড়াল থেকে যায়। বাস্তবতা বড়ই কঠিন, এতটাই কঠিন যে ভাষায় প্রকাশ করা যায় না। প্রকাশ করলেও মনের মত মানুষ পাওয়া যায় না। এমন জীবনের হাজার ঘটনা হাজার মানুষের সাথে রয়েছে বা আছে। দেওয়ালেরই এক পাশ থেকে এক রকম দেখা গেলেও দেওয়ালের অন্য পাশে অন্যটা রয়ে যায়। নাটকটা সত্যই এমন হাজার ঘটনার একটি ঘটনা নিয়ে নির্মিত। শেষে নাটকের পরিচালককে ধন্যবাদ জানাই, এমন একটি নাটক তৈরি করেছেন। সেই সাথে বিখ্যাত নাট্যকার মোশারফ করিম ভাই ও শাবনম ফারিয়া আপুকে ধন্যবাদ জানাই। নাটকের দ্বিতীয় পার্ট এর জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
এই মেয়ের মত মানুষগুলোর প্রতি সবাই সাময়িক করুনা দেখায়। বাস্তব জীবনে হয়তো এই মেয়েগুলোকে কেউ সংসারী করার দ্বায়িত্ব নিবে না। নাটকটি দেখে খুব ভালো লেগেছে। বিশেষ করে নাটকটির গল্প হ্নদয় ছুয়েছে।
নাটকটি ভালো লাগলো। কাহিনী আরো বাড়ানো উচিৎ ছিল। অনেক কিছুই অসম্পূর্ণ থাকলো। আশা করি আরেকটি পার্ট করে পূর্ণতা দিবেন। ধন্যবাদ মোশাররফ করিম ও শবনম ফারিয়া কে, সেইসাথে নাট্যকার ও পরিচালককেও।
মোশাররফ করিম এর চরিত্র টা ভালো ছিলো। বাট ওভার এক্ট করে, স্লো এক্ট করেচেন। যেখানে যা দেবার তা তিনি পারেন নাই। পারবেন ও না। কারণ তিনি জোকার। একটু জোকার ভাব চলে আসে। আপনে নাম শুনে দেখতে আসছেন। মোশাররফ করিম ভালো অভিনয় করে। হা করে। সব না। 😢😢
কলকাতা থেকে বলছি, যথেষ্ট সুন্দর একটা Concept. বিশেষত,প্রত্যেকের সাবলীল অভিনয় চরিত্রগুলোকে অনেক জীবন্ত ক'রে তুলেছে। নাট্যকার ও পরিচালক থেকে শুরু করে সব কলাকুশলীরাই ধন্যবাদার্হ। ভালো থাকবেন সবাই...🎉🎉🎉
শ্রদেয় বড় ভাই, সাজিন আহমেদ বাবু আপনাকে অনেক ধন্যবাদ এধরনের বাস্তবধর্মী নাটক তৈরি করার জন্য। আমরা এই নাটকের ২য় পাট দেখতে চাই। আমরা আশা করি আপনি তা তৈরি করে দর্শকদের জন্য উপস্থাপন করবেন।
বাস্তব ধর্মী একটা ব্যাতিক্রম কাহিনির নাটক নাটকটির রচয়িতা নির্দেশন দাতা ও অভিনেতা অভিনেত্রীরা সবাই অত্যান্ত যোগ্যতার সাথে তাদের যোগ্যতার পরিচয় দিয়েছ।আমি চাই নাটকটি ধারাবাহিক ভাবে দেখতে, অন্তত আরও দুই তিনটি পর্ব!
এই নাটকা আমার জীবনের দেখা সেরা নাটক,, জীবনে অনেক অনেকে নাটক দেখেছি কিন্তু এই নাটকটা দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না,, আমি পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি এর পার্ট টু করার জন্য,, দ্বিতীয় পর্বে যেন দুজনকে মিলিয়ে দেয়া হয়,, বুড়ো শশুরের ভালোবাসার দিক তাকিয়ে,, আশায় রইলেন বৃদ্ধ শশুর ছেলে ছেলের বউ বাড়ি যাবে বুক ভরা কত স্বপ্ন,, দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় থাকবো আমরা।।
মাঝে মাঝে আমরা কিছু নাকট দেখে এতটা আবেগ প্রবন,এতটা অন্য মনস্ক হয়ে যায় যেনো মনে হয় অন্য কোনো কল্পনার জগতে হাড়িয়ে গিয়েছিলাম।সত্যিই নাটকটা অনেক অনেক ভালো লাগলো,শেষটা যে ভাবে আশা করেছি সর্ট ফ্লিম হিসাবে সেটা দেখানো হয় নাই,সেটা হলে দর্শকের হতাশা কমলেও টুইস্ট কমলেও দর্শকের মনটা আরো ভরে যেতো।
প্রিয় পরিচালক পছন্দের প্রিয় মানুষ সাজিন আহমেদ বাবু ভাই আপনার ভালোবাসা মুগ্ধ হলাম প্রিয় অভিনেতা মোশাররফ করিম ভাই দ্বারা ভারপ্রাপ্ত বউ চমৎকার অভিনয় শবনম ফারিয়া আপু দ্বারা নির্মিত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই 🖤🇧🇩🤎
"এভাবে কেউ আসে কেউ চলে যায় মনের ঘুড়ি উড়ে মনের জানালায়..... মোশাররফ করিম নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা আর সময়ের সাথে সাথে শবনম ফারিয়া বেশ ভালোই অভিনয় করেছে। তবে শেষের টুকু অপ্রাপ্ত থেকে গেল.........💐
মোশাররফ করিম ও শবনম ফারিয়ার জুটি নিয়ে আমার দেখা সেরা নাটক, রচনা ও পরিচালনা যিনি করেছেন, উনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য!! ভারপ্রাপ্ত বউ পার্ট টু দেখতে চাই ধন্যবাদ
মধুরেনু সমাপয়েৎ এর জন্য এই নাটকের পার্ট-২ এমন হতে পারে, জাস্ট আমার আইডিয়া। গত কয়েকদিনের কাটানো কিছু সময় দুজনকেই স্মৃতির তাড়নায় নাড়া দিবে, একে অপরকে প্রচণ্ড মিস করবে। উপায় না দেখে ঢাকা শহরে যে সকল হাসপাতালে কেমো দেয়া হয় সেগুলো জায়গায় খুঁজে খুঁজে ঘটনাক্রমে হঠাৎ শবনম ফারিয়া কে খুজে পাবে মোশাররফ করিম। তারপর কিছু আবেগঘন মুহূর্তের মধ্যে দিয়ে মধুরেনু সমাপয়েৎ।
ঈদুল আজহার আরও নাটক দেখুন 👇
আহা মজিদ👉 ua-cam.com/video/1jE_rAYlEFg/v-deo.html
মিস্টার মোতালেব👉 ua-cam.com/video/zQn9jhypQUs/v-deo.html
ভারপ্রাপ্ত বউ👉 ua-cam.com/video/v9kGHIu_W7U/v-deo.html
অলয়👉 ua-cam.com/video/ArYoioZ8sR4/v-deo.html
ভারপ্রাপ্ত বউ ২ চাই আমরা সবাই চাই দেখতে
achi
ভারপ্রাপ্ত ২ চাই
পার্ট ২ চাই সবাই
ভারপরাপ্ত ২ চাই
যারা ইউটিউব কিংবা ফেসবুকে এসে আল্লাহ ও রাসূল সাঃ এবং ইসলামের দোহাই দিয়ে লাইক কমেন্ট চায় আল্লাহর লানত তাদের ওপর
100percent agree
Ura musolmaner katarei nai
Right vai
আমি ও এক মত
R8 vai❤
সাজিন আহমেদ বাবু সত্যি একজন উচ্চ মানের লেখক ও পরিচালক আমি উনিশ বার নাটকটি দেখেও তৃপ্তি মেটেনি, ওনার কাহিনির সাথে অভিনেত্রী, অভিনেতা অর্থাৎ শবনম ফারিয়া ও মোশাররফ করিম তাদের নিখুঁত অভিনয়ের মাধ্যমে নাটকটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছে, তাই লেখক ও পরিচালকের কাছে অনুরোধ নাটকটি আরও কয়েকটি পর্বে দেখিয়ে সুন্দর একটা সমাপ্তি এনে দিন।
ভারপ্রাপ্ত বউ পার্ট ২ বানানো উচিত। নাটকটি খুব ভালো লেগেছে।
👍👍👍👍
ঠিক
ঠিক
সহমত পোষণ করলাম ❤
❤
এই নাটকের পরিচালকের দ্রষ্টি আকর্ষন করছি ৷ এই নাটকের ২য় পর্ব চাই ৷ কে কে আমার সাথে একমত ৷
আমি একমত☺️
আমি একমত 😊
Also me
অবশ্যই আমরা ভারপ্রাপ্ত বউ ২ চাই।কে কে আমার সাথে একমত??জাতি জানতে চায়??
এগুলো কি প্রমোট করছে আমাদের সামনে বুঝতে পারতেছেন?
একটা অবৈধ বিষয়কে কিভাবে উপস্থাপনার মাধ্যমে বৈধ করার চেষ্টা চলছে?
এগুলো বাস্তবে ঘটতেছেনা তা বলছি না। কিন্তু এইসব কেন ভাল বলে প্রমোট করতে হবে?
@@nazmulhuda2527 এদের বোঝার ক্ষমতা থাকলে তো বুঝবে, কাদের বলেন? বলে লাভ নেই। তা নাহলে ক্লাস ৫ থেকেই শুধু অবৈধ সম্পর্কে জাড়াচ্ছে না বরং অবৈধ শারিরীক সম্পর্কে জরিয়ে যাচ্ছে আমাদের সমাজ। কি জন্য একটা আন্ডার মেট্রিক ছেলে মেয়েকে স্মার্ট ফোন, বাইক ও হিসেব ছাড়া অর্থ দিতে হবে? কেউ কি মানে এইসব?
Agreed🖐🖐
আমি সহমত 🙋♂️
Yes
এই গল্পের শুরুটা এমন ছিল একান্ত জীবনের শূন্য স্থানে বসন্তের স্নিগ্ধ ভেসে আসা সুভাষের মতন ভরিয়ে দিল হৃদয় , এক মুঠো সুখ যেন হাতছানি দিয়ে ডেকেছে আমায়, ক্ষণিকের ভালোবাসায় ভরিয়ে দিলে হৃদয় আমার তুমি নেই আজ এই শূন্য হৃদয়ে করে হাহাকার পেয়েও হারানোর বেদনায় বিভোর হয়ে ভাবি যে তোমায়, গল্পের শুরুটা এমনই ছিল এ হৃদয় আজও খুঁজে বেড়ায় তোমায়।
এই নাটকের সেকেন্ড পার্ট চাই,,আমার সাথে কে কে একমত প্লিজ লাইক দিয়ে জানাবেন প্লিজ।
পার্ট টু চাই।কে কে আমার সাথে একমত। লাইক দেন
_সময় ভের করে যারা বস মোশারফের নাটক খুজো তাদের দেখতে চাই✊🥰_
এরকম নাটক দরকার যেখানে চাহিদার থেকে মূল্যবোধ থাকে বেশি
রেশ রয়ে যায় চিরক্ষণ | জীবনে চলার পথে কত গল্পই না আড়াল থেকে যায়। বাস্তবতা বড়ই কঠিন, এতটাই কঠিন যে ভাষায় প্রকাশ করা যায় না।
প্রকাশ করলেও মনের মত মানুষ পাওয়া যায় না। এমন জীবনের হাজার ঘটনা হাজার মানুষের সাথে রয়েছে বা আছে। দেওয়ালেরই এক পাশ থেকে এক রকম দেখা গেলেও দেওয়ালের অন্য পাশে অন্যটা রয়ে যায়।
নাটকটা সত্যই এমন হাজার ঘটনার একটি ঘটনা নিয়ে নির্মিত। শেষে নাটকের পরিচালক Sajin Ahmed Babu ভাইকে ধন্যবাদ জানাই, এমন একটি নাটক তৈরি করার জন্য। সেই সাথে বিখ্যাত নাট্যকার গুরু Mosharraf Karim ও Sabnam Faria আপুকে ধন্যবাদ জানাই।
নাটকের দ্বিতীয় পার্ট এর জন্য অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ।
মোশাররফ করিম ও শবনম ফারিয়ার জুটি নিয়ে আমার দেখা সেরা নাটক, রচনা ও পরিচালনা যিনি করেছেন, উনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য!! ❤❤
নাটকটিতে পূর্ণতা পায়নি।
সহমত পোষণ করছি।
মোশাররফ করিম ভাইয়ের নাটকের ফ্যান গুলারে দেখতে চাই ❤
❤❤❤
আছি গো
Hi
hi
আছি তো আপনার জন্য
42:55 সেকেন্ডের গল্পে আমি হারিয়ে গেলাম, মোশারফ করিম হচ্ছে আমার প্রিয় অভিনেতা ও শবনম ফারিয়া হচ্ছে আমার ক্রাশ, আর নাটকের গল্পটা ছিল অস্থির ❤❤
ভালো গল্প। অনেকেই এর পার্ট-২ চাইছেন, আমার মতে এই এক খণ্ড নাটক যতখানি তাৎপর্যপূর্ণ হয়েছে, পার্ট-২ করলে তা ক্ষুণ্ণ হয়ে যাবে।
অভিনয় ভালো লেগেছে ৩ জনেরই।
জীবনে চলার পথে কত গল্পই না আড়াল থেকে যায়। বাস্তবতা বড়ই কঠিন, এতটাই কঠিন যে ভাষায় প্রকাশ করা যায় না। প্রকাশ করলেও মনের মত মানুষ পাওয়া যায় না। এমন জীবনের হাজার ঘটনা হাজার মানুষের সাথে রয়েছে বা আছে। দেওয়ালেরই এক পাশ থেকে এক রকম দেখা গেলেও দেওয়ালের অন্য পাশে অন্যটা রয়ে যায়। নাটকটা সত্যই এমন হাজার ঘটনার একটি ঘটনা নিয়ে নির্মিত। শেষে নাটকের পরিচালককে ধন্যবাদ জানাই, এমন একটি নাটক তৈরি করেছেন। সেই সাথে বিখ্যাত নাট্যকার মোশারফ করিম ভাই ও শাবনম ফারিয়া আপুকে ধন্যবাদ জানাই।
নাটকের দ্বিতীয় পার্ট এর জন্য অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ।
Onek shundor likheche. Vhalo laglo.
Yes part -2
ভারপ্রাপ্ত বউ ২ পার্ট লিরিক্স করছেন না কেন??? প্লিজ প্লিজ প্লিজ লিরিক্স করুন 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
শেষ হয়েও হইলো না শেষ
গল্পতো এমনই হওয়া উচিত ❤❤❤
এরকম নাটক দরকার যেখানে চাহিদার থেকে মূল্যবোধ থাকে বেশি
রেশ রয়ে যায় চিরক্ষণ ❤❤❤
নাটকের শেষে সংলাপে চোখ দুটি অশ্রুসজল হয়ে গেছে আমার। ধন্যবাদ নির্মাতা এবং অভিনয় শিল্পীদের
এই মেয়ের মত মানুষগুলোর প্রতি সবাই সাময়িক করুনা দেখায়। বাস্তব জীবনে হয়তো এই মেয়েগুলোকে কেউ সংসারী করার দ্বায়িত্ব নিবে না। নাটকটি দেখে খুব ভালো লেগেছে। বিশেষ করে নাটকটির গল্প হ্নদয় ছুয়েছে।
অসম্ভব সুন্দর গল্পের একটা নাটক। পরিচালকের প্রতি অনুরোধ,ভারপ্রাপ্ত বউ পার্ট ২ চাই।
নাটকটি ভালো লাগলো। কাহিনী আরো বাড়ানো উচিৎ ছিল। অনেক কিছুই অসম্পূর্ণ থাকলো। আশা করি আরেকটি পার্ট করে পূর্ণতা দিবেন। ধন্যবাদ মোশাররফ করিম ও শবনম ফারিয়া কে, সেইসাথে নাট্যকার ও পরিচালককেও।
সহমত
Mosaraf mane chomok
❤করিম মাল এক পিছ হয়
সেই ধরনের অভিনেতা
❤
একটা কমেন্ট করি ধয় দেখ কায় কায় লাইক দেয়
শবনম ফারিয়া আর মোশাররফ করিম স্যারের জুটি ফাটাফাটি লাগে আমার,কার কার ভালো লাগে সাড়া দেও প্লিজ
কোন ক্লাসে পড়িয়েছেন আপনাকে?
@@shamimhossain4721 স্যার, আপনি কি স্যার শব্দের অর্থ জানেন?
Juti mannai naii
ওনি আপনার কিসের স্যার।। নাকি নেকামি
ভালো সবসময়ই ভালো শবনম ফারিয়ার অভিনয় চমৎকার হয়েছে আর মোশাররফ করিম সেতো জাত অভিনেতা 😊
এর পার্ট 2 চাই কে কে আমার সাথে সহমত বলুন ,ভারতের মেদিনী পুর থেকে বলছি।❤
হাই
😢বলে
ভারপ্রাপ্ত বউ চরিত্রে বাকি সবার রুচিসম্পন্ন অভিনয় মোশাররফ করিম ভাই এবং শবনম ফারিয়া আপু সাথে অসাধারণ অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
তুই ছালা সব জায়গায় বলস
ভাই রে ভাই এতো সময় পান কোথা থেকে??একটা নাটক ও বাদ দেন না..
আমি ভারতবাসী। মোশারফ করিম সাহেব আমার প্রিয় অভিনেতা। অসাধারণ নাটক দেখলাম। আমি বাংলাদেশের নাটকের নিয়মিত দর্শক।
মোশারফ করিম ভাইয়ার নাটক দেখতে কার কার ভালো লাগে। ❤🎉❤🎉❤
apnar apon vai
oshtir lage..
আমার
Bigg fan of mosharraf karim
Amer khub valo lage 😂❤❤❤❤
যারা ইউটিউব আর ফেসবুকে আল্লাহ রাসুলের নামে লাইক ভিক্ষা করে, তাদের উপর লালত 😢😢😢😢😮😢😢😢😢
মোশাররফ করিমই বাংলার সেরা অভিনেতা।
Yeah 🥰
মোশাররফ করিম এর চরিত্র টা ভালো ছিলো। বাট ওভার এক্ট করে, স্লো এক্ট করেচেন। যেখানে যা দেবার তা তিনি পারেন নাই। পারবেন ও না। কারণ তিনি জোকার। একটু জোকার ভাব চলে আসে। আপনে নাম শুনে দেখতে আসছেন। মোশাররফ করিম ভালো অভিনয় করে। হা করে। সব না। 😢😢
No doubt.
@@IzazHossain575 joker 🤡
১০০%ভালো লাগছে কিন্তু ২০০ % মনের আকাংখা থেকেই গেলো, আশা করি এই নাটক টার গল্প বাড়িয়ে আপনার ভক্তদের মনে প্রসান্তি আনবেন।এতে কে কে একমত। ❤❤❤❤❤❤❤
আমি সহমত পোষণ করছি ১০০%।
ফারিয়াকে খুব ভালো লাগে। অভিনয় চেহারা কোনো কিছু খারাপ না। বেশী বেশী চাই ফারিয়ার নাটক
নাটক দেখতে এসে কমেন্ট পড়া লোকগুলা কই??? 💜❤️🖐️🖐️👍👍
অসাধারণ গল্প মোশাররফ করিম এবং শবনম ফারিয়া দারুণ একটা জুটি । এই নাটকের পাট 2 চাই ভালো হবে। ভারপ্রাপ্ত বউ 2 অবশ্যই । ধন্যবাদ
অভিনয়ের সাথে রিয়েল স্টিক এক্সপ্রেশন দেখানো একমাত্র মোশাররফ করিমের কাছেই সম্ভব, আর রোমান্টিকতার জন্য সবনম ফারিয়াই বেস্ট.!!
আমরা ভারপ্রাপ্ত বউ ২ চাই। সহমত হলে আওয়াজ তুলুন।
সাজিন আহমেদ বাবু, আপনি এ ধরনের গল্পে আরো কাজ করা উচিত, মোশারফ করিম ও শবনম ফারিয়াকে নিয়ে এই ধরনের রোমান্টিক নাটক আমরা আরো চাই..!!
আমরা একাত্মতা প্রকাশ করছি।
কলকাতা থেকে বলছি,
যথেষ্ট সুন্দর একটা Concept.
বিশেষত,প্রত্যেকের সাবলীল অভিনয় চরিত্রগুলোকে অনেক জীবন্ত ক'রে তুলেছে।
নাট্যকার ও পরিচালক থেকে শুরু করে সব কলাকুশলীরাই ধন্যবাদার্হ।
ভালো থাকবেন সবাই...🎉🎉🎉
ভারপ্রাপ্ত বউ পার্ট টু দেখতে চাই অসাধারণ একটা নাটক
অবশ্যই আমরা ২য় পাট চাই
ভারপ্রাপ্ত বৌ
সত্যি সত্যিই অসাধারণ
মোশাররফ করিম এর নাটক বাংলাদেশের সেরা নাটক ❤❤❤❤❤❤
গল্পটা অসাধারণ ছিলো।গল্পের পুর্ণতা পেলে খব ভালো লাগতো।কে কে আমার মতো এই নাটকের পার্ট-২ চান???????
অপ্রাপ্ত পাট ২ চাই কে কে আমার মতো অপ্রাপ্ত নাটক ২ চান
শ্রদেয় বড় ভাই, সাজিন আহমেদ বাবু আপনাকে অনেক ধন্যবাদ এধরনের বাস্তবধর্মী নাটক তৈরি করার জন্য। আমরা এই নাটকের ২য় পাট দেখতে চাই। আমরা আশা করি আপনি তা তৈরি করে দর্শকদের জন্য উপস্থাপন করবেন।
বস মোশাররফ করিম এর সাথে শবনম ফারিয়া আফুর জুটি অসাধারণ সুন্দর লাগে, আর প্রিয় পরিচালক সাজিন আহমেদ ভাই ♥️♥️♥️
কিছূ কিছু নাটক ইসলামিক ভাল লাগে
অভিনেতাদের নিয়ে কোনো কথা বলবো না কারন তারা সেরা,,কিন্তু গানটা একান্তই আমার হৃদয় স্পর্শ করেছে,,❤️❤️❤️❤️❤️
Amma i love you ❤
Akta like hobe ammar jonno
ফইন্নির গোষ্ঠী
ফ্রামগেট এ বইসা খইরাতি কর গা।
মোশারফ করিমের নাটক দেখতে আমারও খুব ভালো লাগে আমি ইতালি থেকে দেখেছি
আমার মতো কে কে বাংলা নাটক দেখতে ভালো বাসেন🥰
মোশাররফ করিমকে সব ধরনের ক্যারেক্টর ফুটিয়ে তুলতে পারে শবনম ফারিয়া ভারপ্রাপ্ত বউ চরিত্রে সেইরকম ফেবারিট চমৎকার অভিনয় করেছে ২২/৬/২০২৪/❤❤❤❤❤
বাস্তব ধর্মী একটা ব্যাতিক্রম কাহিনির নাটক নাটকটির রচয়িতা নির্দেশন দাতা ও অভিনেতা অভিনেত্রীরা সবাই অত্যান্ত যোগ্যতার সাথে তাদের যোগ্যতার পরিচয় দিয়েছ।আমি চাই নাটকটি ধারাবাহিক ভাবে দেখতে, অন্তত আরও দুই তিনটি পর্ব!
পরিচালককে ধন্যবাদ জানাই নাটকটি দারুন হয়েছে দ্বিতীয় পাট চাই
এই ঈদে মোশারফের অনেক নাটক দেখি সবটা সুন্দর হয়েছে
নাটকটি বিচ্ছেদের হলেও, আমার কাছে দারুণ লেগেছে, এক সময় নিজের অজান্তে দু চোখ অশ্রু সজল হয়ে যায় 😭🫣 আরএকটু দীর্ঘ হলে ভালো লাগতো 👌🌹
মোশাররফ করিম ভাই ও শবনম আপু জুটি বেঁধে খুবই চমৎকার একটা নাটক দেখলাম।
এই নাটকা আমার জীবনের দেখা সেরা নাটক,,
জীবনে অনেক অনেকে নাটক দেখেছি কিন্তু এই নাটকটা দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না,,
আমি পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি এর পার্ট টু করার জন্য,, দ্বিতীয় পর্বে যেন দুজনকে মিলিয়ে দেয়া হয়,,
বুড়ো শশুরের ভালোবাসার দিক তাকিয়ে,,
আশায় রইলেন বৃদ্ধ শশুর ছেলে ছেলের বউ বাড়ি যাবে বুক ভরা কত স্বপ্ন,,
দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় থাকবো আমরা।।
এক কথায় অসাধারণ অসাধারণ অনেক শিক্ষনীয় একটা নাটক ❤❤❤❤❤
মাঝে মাঝে আমরা কিছু নাকট দেখে এতটা আবেগ প্রবন,এতটা অন্য মনস্ক হয়ে যায় যেনো মনে হয় অন্য কোনো কল্পনার জগতে হাড়িয়ে গিয়েছিলাম।সত্যিই নাটকটা অনেক অনেক ভালো লাগলো,শেষটা যে ভাবে আশা করেছি সর্ট ফ্লিম হিসাবে সেটা দেখানো হয় নাই,সেটা হলে দর্শকের হতাশা কমলেও টুইস্ট কমলেও দর্শকের মনটা আরো ভরে যেতো।
গ্রামের নাটক সবচেয়ে বেশি ভালো লাগে ❤❤❤
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ❤
অনেক ভালো লাগলো নাটকটা। শবনম ফারিয়ার এই নাটকের অভিনয় টা অনেক সুন্দর করেছে।
মোশারফ করিম নামটাই যথেষ্ট ❤
প্রিয় পরিচালক পছন্দের প্রিয় মানুষ সাজিন আহমেদ বাবু ভাই আপনার ভালোবাসা মুগ্ধ হলাম প্রিয় অভিনেতা মোশাররফ করিম ভাই দ্বারা ভারপ্রাপ্ত বউ চমৎকার অভিনয় শবনম ফারিয়া আপু দ্বারা নির্মিত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই 🖤🇧🇩🤎
মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ এমন একটা সুন্দর বাস্তব ধর্মী নাটক উপহার দেয়ার জন্য, আশা করি এই নাটকের পরবর্তী কয়েকটি পর্ব দেখতে পাবো।
ভারপ্রাপ্ত বউ চমৎকার গল্প এবং খুবই আনকমন দারুন অভিনয়।
মোশাররফ করিম ভাই এবং শবনম ফারিয়া আপু।
জুটি বেঁধে সত্যি অসাধারণ অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
"এভাবে কেউ আসে কেউ চলে যায়
মনের ঘুড়ি উড়ে মনের জানালায়.....
মোশাররফ করিম নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা আর সময়ের সাথে সাথে শবনম ফারিয়া বেশ ভালোই অভিনয় করেছে। তবে শেষের টুকু অপ্রাপ্ত থেকে গেল.........💐
মোশারফ করিম মানেই হিট ❤❤❤
মোশাররফ করিম ও শবনম ফারিয়ার জুটি নিয়ে আমার দেখা সেরা নাটক, রচনা ও পরিচালনা যিনি করেছেন, উনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য!! ভারপ্রাপ্ত বউ পার্ট টু দেখতে চাই ধন্যবাদ
নাটক চালিয়ে কমেন্ট পড়তে আসা লোকজন গুলো কই
🖐️🖐️
আছিতো@@Creations-77
❤
দ্বিতীয় পর্ব এর ফিনিশিং গেলে ভালো হতো
শবনম ফারিয়া আপুর বক্ত গুলো কোথায়। সারা দাও🥀
অসাধারণ নাটক❤
নাটকটি শেষ হয়েও মিল হলো না???ভারপ্রাপ্ত বউ 2 আমরা আবার দেখতে চাই...... 2:54
শবনব ফারিয়ার অভিনয় সত্যিই অসাধারণ সাথে মোশাররফ করিমও
অসম্ভব সুন্দর একটা নাটক, দ্বিতীয় পার্ট বানানোর জন্য অনুরোধ করা হচ্ছে, লাস্টের সীন তো নাটক না, এইটা লাইফের একটা অংশ। সত্যি ভালোবেসে ফেলেছি মেয়েটাকে।❤❤
মোশাররফ করিম মানেই বিনোদন বেষ্ট অভিনেতা
আমার মত কারা কারা এই নাটকের পার্ট টু চান হাত তুলেন ✌️
পর্ব ২ চাই
অসাধারণ একটা নাটক ❤️🩹
মধুরেনু সমাপয়েৎ এর জন্য এই নাটকের পার্ট-২ এমন হতে পারে, জাস্ট আমার আইডিয়া। গত কয়েকদিনের কাটানো কিছু সময় দুজনকেই স্মৃতির তাড়নায় নাড়া দিবে, একে অপরকে প্রচণ্ড মিস করবে। উপায় না দেখে ঢাকা শহরে যে সকল হাসপাতালে কেমো দেয়া হয় সেগুলো জায়গায় খুঁজে খুঁজে ঘটনাক্রমে হঠাৎ শবনম ফারিয়া কে খুজে পাবে মোশাররফ করিম। তারপর কিছু আবেগঘন মুহূর্তের মধ্যে দিয়ে মধুরেনু সমাপয়েৎ।
অসাধারণ একটি নাটক মোশারফ করিম বেস্ট...😊😊❤❤
অনেক দিন পরে মোশারফ করিমের সেই আগের মতো একটা নাটক দেখলাম। বর্তমান গল্পগুলো কেমন যেন ভাঁড়ামো, প্রাণহীন। এসবের মাঝে অনেক ভালো একটা গল্প।
নাটকের অসাধারন গল্প আর যারা অভিনয় করেছেন তারা অসাধারন অভিনয় করেছেন।
সকলকে জানাই অসংখক ধন্যবাদ
আমিই মনে হয় একমাত্র ব্যাক্তি যে খুঁজে খুঁজে মোশাররফ করিমের নাটক দেখি
বস তো সবসময়ই সব 😊
ফারিয়া মোশাররফ করিম জুটি আসলেই খুব ভালো লাগলো
মোশাররফ করিম ও শবনম ফারিয়া দুজনেই অভিনয়ের মাধুর্য ছড়িয়েছেন। নাটকের গল্প ও অসাধারন। পরিচালকের পরিচালনায় দুজন অভিনেতা অভিনেত্রি অভিনয়ের দ্যূতি ছড়িয়েছেন।পার্ট ২ চাই।
পরবর্তী পর্ব চাই
শবনম ফারিয়াকে অনেক মায়াবী লাগে, এমন একজনকে জীবনে বউ হিসাবে পেতে ভীষণ ইচ্ছা করে। ❤
শবনম ফারিয়া অসাধারণ অভিনয় সত্যি
নাটক ঠিক এই রকম ই হওয়া উচিত ।আসলে অসমাপ্ত নাটক দেখার অনুভতি অন্য রকম।যেমন ছিলো সাকিন সরিশুরি ,ছিলো আরো কবুলিয়াত নামা।❤
অনেক দিন পরে একটা সুন্দর নাটক উপহার দিলো মোশাররফ করিম
গল্প টা ভীষণ ভালো লেগেছে, পূর্ণতা পেলে পরিপূর্ণ মনে হতো। ফারিয়ার স্ট্যাটাস দেখে আসলাম দেখতে। এই নাটকের পার্ট+২ চাই।কে কে একমত?❤❤❤
সেরাদের সেরা মোশাররাফ ভাই,
শেষ প্রান্তে এসে খুব ইমোশনাল হয়ে গেলাম ! চমৎকার অভিনয় এবং গল্প !
❤❤❤❤সেরাদের সেরা
প্রিয় মোশাররফ করিম ❤❤❤❤❤❤❤
শেষ সময় টা হৃদয় কাপানো ছিল,গল্প টা অসাধারণ ভালো লেগেছে পার্ট ২ হবে কি? হলে বেশ হতো❤❤❤❤❤❤❤❤❤❤
মোশারফ করিম মানেই কিছুটা হালকা আর মন ভালো করার যন্ত্র।কি বলেন
সাজিন আহমেদ বাবু কি আমাদের এমন একটা সুন্দর বাস্তব ধর্মী নাটকের দ্বিতীয় তৃতীয় পর্ব দেখাবে না? আমরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম।
জাত অভিনেতা মোশারফ করিম❤❤
অনেক দিন পরে। অসাধারণ একটা গল্প। সত্যি নাটক টি অন্য রকম।
এক কথায় অসাধারণ
মোশারফ একটা মাল ❤
অনেক সুন্দর নাটকটি। পারিবারিকভাবে উপভোগ করারমতো নাটক। পার্ট-২ হলে ভালো হতো।