@@GhurteFirte Betab Valley Agee naam chilo Huggen Valley jeta Betab cinermar par change kora hai,just like Sangister Lake in Arunachal now called Madhuri Lake....video darun ,pahelgam a sideseen er je garite Aru,betab & chandanwari ghora jai segulor time limit ta ki janen dada? Mane gari book proti spot ekta fixed time diye dai tar maddhey astei habe seta jante chaichi
@@jaybanerjee7383 betab vally আর চন্দনওয়াড়ির জন্য গাড়ি আলাদা এবং আরু ভ্যালি যাবার জন্য আলাদা গাড়ি কারণ দুটো দুদিকে। তবে বুকিং দুটোই একসাথে করে নেওয়া যায়। আর সময়সীমা অবশ্যই নির্দিষ্ট।
সত্যি অসাধারণ লাগলো এই পর্বের পহেলগাও এর বেতাব ভ্যালি।এত বরফ দেখে মনে হচ্ছিলো বরফের দেশে গিয়ে বরফ নিয়ে খেলা করি আপনি সত্যি ভাগ্যবান। দু'হাজার বাইশে কাশ্মীর যাবার ইচ্ছে আছে । কাশ্মীর সত্যি ভূস্বর্গ। আর আপনার ভিডিও নিয়ে কোন কথা হবে না। ভালো থাকবেন সুস্থ থাকবেন।আর ভালো ভালো ভিডিও উপহার দেবেন। ধন্যবাদ আপনাকে।
অনেকদিন পর আবার দেখার সৌভাগ্য হোলো pohelgaon সমেত পারিপার্শ্বিক দৃশ্য, বিশেষত বরফ থাকা অবস্থায়। আমাদের অমরনাথ যাত্রায় তো এতো বরফ পাইনি, যেহেতু জুলাই এর শেষে ছিল । অসাধারণ ভিডিও উপহার দেবার জন্যে ধন্যবাদ । ভালো থাকবেন আর এইভাবেই এগিয়ে চলুন, শুভেচ্ছা রইলো।
স্বপ্ন পুরী, মর্ত্যের স্বর্গ এরকম কত যে আখ্যা দেওয়া যায় এই কাশ্মীরকে । আপনার প্রত্যেকটি ভিডিওর মান আর সৌন্দর্যের নমুনা বজায় থাকে। এটার ক্ষেত্রে বলবো মাত্রাতিরিক্ত। আপনার একটা কথা মন ছুঁয়ে গেছে, "বরফময়"। যা দেখলাম, কোথাও বরফ দেখলে আপনার এই ভিডিওটা অবশ্যই মনে পড়বে। ভালো থাকবেন দাদা আর অবশ্যই সুস্থ থাকবেন । ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Onek din por abar #Pahelgam dekhe khub valo laglo...amra 2015 te jkhn amarnath ge6ilam tkhn pahalgam a ato ice chilo na...thank you dada amder k ato sundor video upohar dewar jonno...kashmiri vai der kew onek dhonnobad...and a big salute to our #jawan....#indian_army....#jai_hind...
আমি এটা শুনেছি বেতাব ভ্যালির আগে নাম ছিলো হাগুন ভ্যালি। বেতাব সিনেমর শুটিং এর পর থেকেই এর নাম বেতাব ভ্যালি নাম হয়। অপূর্ব সুন্দর আপনার উপস্থাপনা দারুন।
আঙ্কেল, আপনার ভিডিও দেখতে বসলেই যেনো মনটা আনন্দে ভরে যায় এই ভেবে যে কোথাও এই মুহূর্তে ঘুরে আসবো নতুন কোনো জায়গায়, অসাধারণ 🙏❤💐, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা আপনাকে ও আপনার পরিবারকে
আমার কাশ্মীরের ব্লক প্রায় শেষের পথে আবার যখন ভবিষ্যতে কোনদিন যাব তখন আরও কাশ্মীর পাবেন। সঙ্গে থাকুন না নতুন নতুন জায়গা আরো আসতে চলেছে আশা করি ভালো লাগাতে পারবো।
দাদা বলেই সম্ভোধন করলাম! আমি বাংলাদেশ থেকে আপনার প্রতিটি ভিডিও দেখি । আপনার কথা মাঝে আমি এক অন্য রকম মাদকতা খুজে পাই। সত্যই বলছি দাদা এক অদ্ভুত মাদকতা। পৃথিবীর ভু-স্বর্গ কাশমীরের সুন্দর্যের চেয়ে বেশি মাধূর্যময় আপনার কন্ঠ তথা কাব্য উচ্চারণ.............।
অসাধারণ একটা ভিডিও দেখলাম খুব ভালো লাগলো। এই জায়গা গুলো আমার দেখা সেই জন্য আবার দেখে খুব ভালো লাগলো । আরো ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম দাদা। ভাল থাকবেন সুস্থ থাকবেন।
This channel should grow by leaps and bounds. So many glimpses we can see from our home and they make us sense about the destinations. I feel this gentleman's voice is more reassemble with Sunday suspense. Thank you for uploading this video beautifully..I wish I would visit kashmir in my life atleast once. Outrageous activities have been diminished from Kashmir since NDA Govt. came in 2014
আপনার কমেন্টটা পেয়ে আমার খুবই ভাল লাগল ।অনুপ্রাণিত হলাম। একবার গিয়ে আপনার স্বপ্ন পূরণ হবে না মন চাইবে বারবার যেতে ,এমনই জায়গা এই কাশ্মীর। তবে বিচ্ছিন্নতাবাদীদের কিছু কাজ কারবার এখানে হয়েই থাকে, অত ভয় পাওয়ার কিছু নেই ওরা ট্যুরিস্টদের কিছু বলে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
As soon Modiji stops the so called 'family' business, the Kashmir enter into peace. Proxy war of Pakistan at Kashmir almost finished. Kashmir starts stand on its foot. Salute to our security forces.
বেতাব ভ্যালির পূর্ব নাম পেলাম গুগলে হগুন ভ্যালি। আমি দেখেছিলাম মখমলের মতো সবুজ ঘাসে মোড়া বেতাব ভ্যালি আজ থেকে প্রায় দশ বছর আগে। এই ভিডিওতে দেখলাম সম্পূর্ণ আলাদা রূপ। এতো ঠান্ডায় যে ছবি তুলেছেন তা এক কথায় অতুলনীয়। পড়েছিলাম অবন ঠাকুর ছবি লিখতেন , আঁকতেন না। ছবির মধ্যেই কথা থাকতো অন্তরালে। আপনার ক্যামেরাও ছবির মধ্যে কথা ফুটিয়ে তুলছে প্রতিটি পর্বে।
আপনাকে আমার খুব ভালো লাগে ফার্স্ট টাইম কমেন্ট করলাম । আর আমি খুব ট্রাভেল প্রেমী । আমি ভাবছি এব দার্জিলিং যাবো সেই সম্পর্কে একটা ভিডিও দিন । কম খরচে ভালো টুর জল যেনো হয় ।
তাই তো দেখছি তোমার কমেন্ট আমি আগে কোনদিনও পাই নি। কিন্তু দার্জিলিং নিয়ে আমার কোন ভিডিও এখনো নেই... অনেক ভাল ভাল ব্লগার দার্জিলিংয়ের ভিডিও করেছে তাদের মধ্যে থেকে দুই তিনটে দেখে নাও কাজে দেবে।
চমৎকার দৃশ্যের সাথে চমৎকার ভিডিও❤এই বরফ সাদা দৃশ্য যতই দেখি না কেন Yeh Dil Maange More Betaab Valley-র আগের নাম ছিলো Hagan Valley....Betaab সিনেমার পর betaab নামটা প্রচলিত....আগের নাম কে দিয়েছিলো জানি না তবে বাদ গিয়ে ভালোই হয়েছে 😂 ভালো থাকবেন দাদা...সুস্থ থাকবেন
কাশ্মীরের উপরে আগেও ভিডিও হয়েছে তবে এরকম চমৎকার ভিডিও আমাদের উপহার দিলেন আপনাকে অনুরোধ এইরকম অসাধারণ ভিডিও বানান যা হবে আমাদের মত মানুষ যারা পয়সার অভাবে বেরাতে যেতে পারি না তাদের কাছে এইসব ভিডিও বেঁচে থাকার অক্সিজেন
If i mention awesome and mesmerizing, perhaps beauty of Pahalgam is still not well defined enough ! It's simple mind-blowing and out of the world when draped in snow ! I visited long back while going to Amarnath Ji in Jul-Aug.2006, saw variety of roses in Nehru Garden and Lidder River in Monsoon !
Ei valley tar asol naam "Hungan Waadi". Betaab movie ta shoot hoye hit hoar por thekei Betaab Valley Naam ta popular hoye jay . Ami jokhon giyechi tokhon ei rokom borofmoy rup dekhte paini.. Apnar video'r jonyo ei rup ta dekhte parlam. Abar shit e jaoar icche ta bariye dilo apnar video.. Darun Video 👌
ভাগ্যবানের বোঝা ভূতেও বয় ।।। আপনার পহেলগাঁও ভ্রমণ সেটাই প্রমাণ করল। আপনার কারণে আমরাও ভাগ্যবান, আপনি একদম আমাদের ঘরের মধ্যে বরফ সহ কাশ্মীর ঢুকিয়ে দিয়েছেন।।। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
এতো ঠান্ডাতেও (-৪০°) তাপমাত্রাতেও আমাদের বীর জওয়ানরা দেশের নিরাপত্তা নিশ্চিত করছেন , সেইসব মহান সৈনিকদের আমার স্যালুট । জয় হিন্দ
একদম ঠিক
H go nchnnb
P😉😉🥶🤐🍬
বাল
ভাষায় প্রকাশ করা যায় না।এ এক অনন্য সাধারণ। আপনার কাশ্মীরের ট্যুর নিঃসন্দেহে এক স্মৃতি হয়ে থাকবে নিশ্চয়ই। খুউব সুন্দর বর্ণনা করেছেন। শুভকামনা রইলো।
চেষ্টা করেছি মাত্র
@@GhurteFirte Betab Valley Agee naam chilo Huggen Valley jeta Betab cinermar par change kora hai,just like Sangister Lake in Arunachal now called Madhuri Lake....video darun ,pahelgam a sideseen er je garite Aru,betab & chandanwari ghora jai segulor time limit ta ki janen dada? Mane gari book proti spot ekta fixed time diye dai tar maddhey astei habe seta jante chaichi
@@jaybanerjee7383 betab vally আর চন্দনওয়াড়ির জন্য গাড়ি আলাদা এবং আরু ভ্যালি যাবার জন্য আলাদা গাড়ি কারণ দুটো দুদিকে। তবে বুকিং দুটোই একসাথে করে নেওয়া যায়। আর সময়সীমা অবশ্যই নির্দিষ্ট।
আপনার অদেখা সিলেট বাংলাদেশ 🇧🇩 থেকে দাদা। যত ভালো কিছু আছে তা যেনো আপনাকে ছুয়ে যায় ❤
ভালো থাকবেন
সত্যি খুবই
অসাধারন উপস্থাপনা, এবং খুব ভাল জায়গা।
সঙ্গে থাকবেন
দারুণ চোখ জুড়ানো বরফের প্রাকৃতিক দৃশ্য। দেখেই শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রকৃতি কত সুন্দর।
দেখলেই ঠাণ্ডা
সত্যি অসাধারণ লাগলো এই পর্বের পহেলগাও এর বেতাব ভ্যালি।এত বরফ দেখে মনে হচ্ছিলো বরফের দেশে গিয়ে বরফ নিয়ে খেলা করি আপনি সত্যি ভাগ্যবান। দু'হাজার বাইশে কাশ্মীর যাবার ইচ্ছে আছে । কাশ্মীর সত্যি ভূস্বর্গ। আর আপনার ভিডিও নিয়ে কোন কথা হবে না। ভালো থাকবেন সুস্থ থাকবেন।আর ভালো ভালো ভিডিও উপহার দেবেন। ধন্যবাদ আপনাকে।
ঘুরে আসুন অবশ্যই ভালো লাগবে
অসাধারণ, খুব সুন্দর ।আমি কাশ্মীর গিয়েছি ৩বার।বিভিন্ন সময়।বরফও পেয়েছি।কিন্তু আপনার ভিডিওটি দেখে আবার যেতে ইচ্ছে করছে ।
মনে যখন হয়েছে... তখন আরও একবার সময় করে চলে আসুন।
অনেকদিন পর আবার দেখার সৌভাগ্য হোলো pohelgaon সমেত পারিপার্শ্বিক দৃশ্য, বিশেষত বরফ থাকা অবস্থায়। আমাদের অমরনাথ যাত্রায় তো এতো বরফ পাইনি, যেহেতু জুলাই এর শেষে ছিল । অসাধারণ ভিডিও উপহার দেবার জন্যে ধন্যবাদ । ভালো থাকবেন আর এইভাবেই এগিয়ে চলুন, শুভেচ্ছা রইলো।
আপনার কমেন্ট পড়ে বেশ উৎসাহিত বোধ করলাম
স্বপ্ন পুরী, মর্ত্যের স্বর্গ এরকম কত যে আখ্যা দেওয়া যায় এই কাশ্মীরকে । আপনার প্রত্যেকটি ভিডিওর মান আর সৌন্দর্যের নমুনা বজায় থাকে। এটার ক্ষেত্রে বলবো মাত্রাতিরিক্ত। আপনার একটা কথা মন ছুঁয়ে গেছে, "বরফময়"। যা দেখলাম, কোথাও বরফ দেখলে আপনার এই ভিডিওটা অবশ্যই মনে পড়বে। ভালো থাকবেন দাদা আর অবশ্যই সুস্থ থাকবেন । ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
যাই হোক আপনার জীবনে আমি একটা নতুন শব্দবন্ধ তৈরি করলাম। আপনাদের এই কমেন্টগুলো আমাকে উৎসাহিত করে।
❤️
💗 💝 💗
আপনার ব্লগের কথা আলাদা করে আর কিছু বলছি না দাদা
তবে সমগ্র কাশ্মীরি #ভাইদের জন্য আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রেখে গেলাম...
দারুণ
Onek din por abar #Pahelgam dekhe khub valo laglo...amra 2015 te jkhn amarnath ge6ilam tkhn pahalgam a ato ice chilo na...thank you dada amder k ato sundor video upohar dewar jonno...kashmiri vai der kew onek dhonnobad...and a big salute to our #jawan....#indian_army....#jai_hind...
Thanks for your valuable support
আমি এটা শুনেছি বেতাব ভ্যালির আগে নাম ছিলো হাগুন ভ্যালি। বেতাব সিনেমর শুটিং এর পর থেকেই এর নাম বেতাব ভ্যালি নাম হয়। অপূর্ব সুন্দর আপনার উপস্থাপনা দারুন।
একদম ঠিক শুনেছেন
কাশ্মীরের ভিডিওগুলো খুব ভালো লাগলো আমার যখন সময় পাব এই ভিডিওগুলো আবার দেখবো খুব সুন্দর ভিডিও আপনার কাশ্মীরের ভিডিও দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম
আপনাদের এই ভালোবাসাই আমার অনুপ্রেরণা
অনেক ভ্লগ দেখেছি এই পর্যন্ত। কিন্তু এটি সবচেয়ে সুন্দর। অপূর্ব!
Thanks
দাদা আপনার সব ভিডিও গুলো আমি
দেখি। খুব ভালো লাগে।
ফ্রম বাংলাদেশ।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
সত্যি দাদা মনটা ভরে গেছে ☺এক কথায় অসাধারণ 👌👌পরের ভিডিও জন্য অপেক্ষায় আছি 💛👍
দিল্লী চলুন
Khub bhalo laglo dadabhai.. Video ta dakha monta bhora galo. Jata hoy to kondin parbo na. Khub sondor...
অবশ্যই পারবেন
আঙ্কেল, আপনার ভিডিও দেখতে বসলেই যেনো মনটা আনন্দে ভরে যায় এই ভেবে যে কোথাও এই মুহূর্তে ঘুরে আসবো নতুন কোনো জায়গায়, অসাধারণ 🙏❤💐, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা আপনাকে ও আপনার পরিবারকে
আর তোমার জন্য রইল পরীক্ষার আগাম শুভেচ্ছা।।
@@GhurteFirte আমার পরীক্ষা গতকাল শুরু হয়ে গিয়েছে, আজ ছুটি আবার কাল, পরশু আর তার পরের দিন আছে
@@SHREYA-bs5ld best of luck
@@GhurteFirte thank you so much
দাদা আমি বাংলাদেশী তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে। আমি সৌদি আরব থেকে দেখি।
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনার ভিডিও গুলো অসাধারণ!
আমার প্রচণ্ড ভালো লাগে আপনার চানেল দেখতে। খুব ভালো লাগে। যেখানেই থাকবেন দাদা ভালো থাকবেন।
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনার কঠোর পরিশ্রমে জন্য সুন্দর একটি ভিডিও দেখতে পেলাম। ধন্যবাদ।
চেষ্টা করলাম
সত্যিই অপূর্ব।ভাষায় প্রকাশ করা যায়না।
সত্যি অসাধারণ
আপনার ভিডিও খুব ভালো। অনেকে অনেক শুভেচ্ছা রইলো।আমরা 5এপ্রিল কাশ্মীর যাচ্ছি। ধন্যবাদ দাদা ভালো থাকবেন।
ভালো ভাবে ঘুরুন...
Ei jaegae ami gechilam.. Septembere 1980 sale h.s.exm die babar sathe eto bachor pare abar tomar sathe barate ese darun darun laglo.
Tomar Hindi bhasàr kono tulona nei ..anek derite dekhlam darun prokriti ei jonno kasmirke vusawrgo bale noditao darun. Amra barof painit tomar dhara biboroni apurbo mon pran bhore galo..anek dhonnobad tomake bhalo theko susto theko
নস্টালজিক হয়ে গেলেন
দারুন ভাই। আমার ভাগ্যে জোটেনি। আপনি ভাগ্যবান। প্রকৃতই ভাগ্যবান।
আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে।😊😊😊😊
Khub enjoy krlm ai tour ta...#from_home...#Kashmir amr khub e pochonder jaiga...thank you dada ato sundor sundor video gulor jonno...😊😊😊😊
Thanks a lot
অসাধারণ সুন্দর ভিডিও।উপভোগ করলাম।মনে রাখার মতো ভিডিও টি।
Thanks for watching
অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি 🙏🙏🙏
(Pranab traveller's)
দাদl দারুন লাগল আপনার video asadaron লাগল pahelgao না গিয়ে ও ঐ জায়গা feeling পেলাম
Thanks
খুব উপোভোগ করেছেন দেখে ভালো লাগল, আমরা গিয়ে কুয়াশা পেয়ে ছিলাম বরফ পাইনি। ধন্যবাদ
কিছুটা ভাগ্যের ব্যাপার বলতে পারেন
Khoob bhalo lage ghurte phirte dekhte. khoobii informative aapnar vediogulo.kashmir er opor ro vedio dekhte chai.
আমার কাশ্মীরের ব্লক প্রায় শেষের পথে আবার যখন ভবিষ্যতে কোনদিন যাব তখন আরও কাশ্মীর পাবেন। সঙ্গে থাকুন না নতুন নতুন জায়গা আরো আসতে চলেছে আশা করি ভালো লাগাতে পারবো।
অসাধারণ দাদা..... খুব ভালো
অসম্ভব সুন্দর। ঢাকা থেকে ওখানে যেতে হলে, কি ভাবে যাবো?
From Kolkata
দাদা বলেই সম্ভোধন করলাম! আমি বাংলাদেশ থেকে আপনার প্রতিটি ভিডিও দেখি । আপনার কথা মাঝে আমি এক অন্য রকম মাদকতা খুজে পাই। সত্যই বলছি দাদা এক অদ্ভুত মাদকতা। পৃথিবীর ভু-স্বর্গ কাশমীরের সুন্দর্যের চেয়ে বেশি মাধূর্যময় আপনার কন্ঠ তথা কাব্য উচ্চারণ.............।
উরি বাবা ... এতো আমাকে অনেক ওপরে তুলে দিলেন... সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
অসাধারণ সুন্দর ভিডিও। অসাধারণ অভিজ্ঞতার প্রাপ্তি। ❤❤
Thanks for watching
সত্যিই ভাই শুধু সাদা ,আর সাদা বরফ দেখে মনটা ভরে গেলো ।এরপর যেখানে যাবে আমি গেছি ।তবুও আমি ভিডিও টা দেখবো ভাই
অবশ্যই দেখবেন। চেষ্টা করব নতুনভাবে জায়গাটা তুলে আনার।
Oh my god kothay gavho ki sundar vedio r tomar voice so attractive lot of thanks
Inspired
অসাধারণ একটা ভিডিও দেখলাম খুব ভালো লাগলো। এই জায়গা গুলো আমার দেখা সেই জন্য আবার দেখে খুব ভালো লাগলো । আরো ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম দাদা। ভাল থাকবেন সুস্থ থাকবেন।
অনেকদিন বাদ দিয়ে আপনার কমেন্ট পেলাম। পেয়ে বেশ লাগলো। ভালো থাকবেন।
Fantastic, Superb and beautiful also.খুব ভালো লাগল।
এতো বিশেষণ... আসলে জায়গাটাই এরকম
বাংলাদেশ থেকে দেখছি কাশ্মীর যাওয়ার ইচ্ছা আছে
অবশ্যই আসুন
হ্যাঁ যাবো একদিন
সত্যি খুব শীত অনুভব করলাম ধন্যবাদ
এই গরমে
Amra gechi December a 2021 darun legeche apnar video khub bhalo laglo osadhdron
ভবিষ্যতে একইভাবে সঙ্গে থাকবেন
Darun baraf dekhlam,valo laglo
Asadharon laglo apnar vedio ta. Kichu bolar nai. Sargha bole jadi kichu theke thake ta holo Kashmir. Darun. Best of luck 🤞🤞🤞🤞
আমিও এটাই মনে করি
Osadaron video bhai love from Bangladesh love kashmir ladhak himachal pradesh utharakhand megalaya sikkim
দারুণ... দারুণ ্সঙ্গে থাকবেন
কাশ্মীর অনেক সুন্দর আমার ইচ্ছা আছে আগামীতে ভ্রমনে জাবো ভাইয়া আপনার ভিডিও তে অনেক ইনফরমেশন পেলাম আপনাকে অনেক ধন্যবাদ
সঙ্গে থাকবেন
আপনি খুব সুন্দর বলেন মন ছুয়ে যায়
Thanks
This channel should grow by leaps and bounds. So many glimpses we can see from our home and they make us sense about the destinations. I feel this gentleman's voice is more reassemble with Sunday suspense. Thank you for uploading this video beautifully..I wish I would visit kashmir in my life atleast once. Outrageous activities have been diminished from Kashmir since NDA Govt. came in 2014
ষ্টঃষ্ট, to TV
, X
আপনার কমেন্টটা পেয়ে আমার খুবই ভাল লাগল ।অনুপ্রাণিত হলাম। একবার গিয়ে আপনার স্বপ্ন পূরণ হবে না মন চাইবে বারবার যেতে ,এমনই জায়গা এই কাশ্মীর। তবে বিচ্ছিন্নতাবাদীদের কিছু কাজ কারবার এখানে হয়েই থাকে, অত ভয় পাওয়ার কিছু নেই ওরা ট্যুরিস্টদের কিছু বলে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
As soon Modiji stops the so called 'family' business, the Kashmir enter into peace. Proxy war of Pakistan at Kashmir almost finished. Kashmir starts stand on its foot. Salute to our security forces.
Dear brother, khub valo laglo.
সঙ্গে থাকবেন
Asadharon apurba sundar drishya.
সত্যিই অসাধারণ
বেতাব ভ্যালির পূর্ব নাম পেলাম গুগলে হগুন ভ্যালি। আমি দেখেছিলাম মখমলের মতো সবুজ ঘাসে মোড়া বেতাব ভ্যালি আজ থেকে প্রায় দশ বছর আগে। এই ভিডিওতে দেখলাম সম্পূর্ণ আলাদা রূপ। এতো ঠান্ডায় যে ছবি তুলেছেন তা এক কথায় অতুলনীয়। পড়েছিলাম অবন ঠাকুর ছবি লিখতেন , আঁকতেন না। ছবির মধ্যেই কথা থাকতো অন্তরালে। আপনার ক্যামেরাও ছবির মধ্যে কথা ফুটিয়ে তুলছে প্রতিটি পর্বে।
কোথায় নিয়ে গিয়ে যে আমাকে ফেলছেন কে জানে! ভালো থাকবেন
সত্যি কোনো ভাষা নেই। অসাধারণ। এত বরফ ৪দিক সাদা হয়ে আছে।
একটু দেরী হয়ে গেলো উত্তরটা দিতে । পাহেলগাম সবথেকে সুন্দর।
@@GhurteFirte hmm ager video r answer o ekhono paini😝😝😝
@@gargimukherjee2716 চেষ্টা করি কিন্তু একটু আধটু ভুলে গেলে ক্ষমা ঘেন্না করে দেবেন
@@GhurteFirte ha ha ha.just joking.
আপনাকে আমার খুব ভালো লাগে ফার্স্ট টাইম কমেন্ট করলাম । আর আমি খুব ট্রাভেল প্রেমী । আমি ভাবছি এব দার্জিলিং যাবো সেই সম্পর্কে একটা ভিডিও দিন । কম খরচে ভালো টুর জল যেনো হয় ।
তাই তো দেখছি তোমার কমেন্ট আমি আগে কোনদিনও পাই নি। কিন্তু দার্জিলিং নিয়ে আমার কোন ভিডিও এখনো নেই... অনেক ভাল ভাল ব্লগার দার্জিলিংয়ের ভিডিও করেছে তাদের মধ্যে থেকে দুই তিনটে দেখে নাও কাজে দেবে।
আপনি কখনো লাভপুর গেছেন । তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ??
anek din por noti peye thik somoye elam
khub bhalo laglo bondhu
opurbo
Noti কি পাচ্ছেন না? কোন প্রবলেম হচ্ছে... সঙ্গে আছেন জেনে বেশ লাগলো
@@GhurteFirte na temon noy anek purno bondhu ami ... sab somoy dekha hoy na ... anek shubhechchha roilo ... aro egiye cholun
খুব ভালো লাগলো👍
দাদা আপনার ভিডিও এর অপেক্ষায় ছিলাম, কখন আপনি সুন্দর বরফাবৃত পাহাড়ের ব্লগ দেবেন। খুবই ভালো লাগলো দাদা আপনার ভিডিও। আপনার উপস্থাপন করার কৌশল টা খুবই ভালো লাগে।
Thanks for watching
অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সহ বরফের দৃশ্য🌨🌨
অসংখ্য ধন্যবাদ🙏💕
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
ভাই গায়ে কম্বল জড়িয়ে দেখতেছি😅।বরাবরের মতই অসাধারন।আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই।
কথা রেখেছি তবে... কি বলেন ?
@@GhurteFirte akdom👍
@@GhurteFirte জ্বি দাদা কথা রেখেছেন।
বরফ দেখেই ঠান্ডা অনুভব করতে পারছি। তাই কম্বল গায়ে জড়িয়ে বসে আছি 😌😌😌
আজ থেকে ঠাণ্ডা আসছে
Dada chandanwari aru valley 2toi darun u v missed them
Right
👌👌👌💕💕💕, কিচ্ছু বলার নেই দাদা।
আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা
চমৎকার দৃশ্যের সাথে চমৎকার ভিডিও❤এই বরফ সাদা দৃশ্য যতই দেখি না কেন Yeh Dil Maange More
Betaab Valley-র আগের নাম ছিলো Hagan Valley....Betaab সিনেমার পর betaab নামটা প্রচলিত....আগের নাম কে দিয়েছিলো জানি না তবে বাদ গিয়ে ভালোই হয়েছে 😂
ভালো থাকবেন দাদা...সুস্থ থাকবেন
অসাধারণ... দারুণ বলেছেন
অসাধারণ অসাধারণ অসাধারণ।মন ছুঁয়ে গেল
তিনবার অসাধারণ। তারমানে সত্যি আপনার খুব ভালো লেগেছে।
মনে হচ্ছিল পহেলগাঁও ভ্রমণে আমিও তোমার সাথে রয়েছি।
জাহিদ, ঢাকা
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
ভারতে আছে সব রাষ্ট্রের অনুভূতি
দারুন বলেন দাদা৷ অসাধারন৷ কোনো কথা হবেনা৷
Thanks for your valuable feedback
Asadharan scenery dakhalan
Thinks.
Thanks for watching
KHUB VALO LAGLO DADA VIDEO TA
Thanks for watching
অসাধারণ ।👌👌👍👍👍👍
Thanks
কাশ্মীরের উপরে আগেও ভিডিও হয়েছে তবে এরকম চমৎকার ভিডিও আমাদের উপহার দিলেন আপনাকে অনুরোধ এইরকম অসাধারণ ভিডিও বানান যা হবে আমাদের মত মানুষ যারা পয়সার অভাবে বেরাতে যেতে পারি না তাদের কাছে এইসব ভিডিও বেঁচে থাকার অক্সিজেন
আপনারা হলেন আমার কাছে ভগবান। আপনাদের যা ইচ্ছা আমাকে তাই করতে হবে। অবশ্যই পাবেন আরো নতুন জায়গার সন্ধান
Shankaracharya মন্দিরের ভিডিওর কথাটা ভুলে যাবেন না
@@biswajitgoswami8866 হা ... হা
@@GhurteFirte আপনার হাসির কারন বুঝলাম না, আপনার দিল্লী ভিডিও দেখার আশায় রইলাম
@@biswajitgoswami8866 অবশ্যই...
Shundor besh... But title pore mone hocche apni space er video dekhen space suit porar por.
আপনার ভালো লেগেছে ...এটাই আমার কাছে যথেষ্ট
খুব ভালো লাগলো,আর ভালো লাগলো আপনার বলার ধরন ও গলার আওয়াজ
Thanks
Very nice, khub valolagea
Thanks for watching
Asadharon video 👍👌 beautiful video 👍👌. Thank you 🙏🙏.
Thanks for watching
দারুণ লাগল
Pehalgawer vd ja dekhalen mom vore gelo apner sathe amrao ghurlam save it journey
Thanks a lot
Darun lag lo. Khub sundar.
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
Khub sundor vision. Kon time e giyechilam?
Oct
দাদা সত্যিই অসাধারন লাগছে জায়গাটা 👌👌👌👌👌
আপনি অন্য সৌন্দর্য উপভোগ করেছেন আমি সেটা পাইনি
@@GhurteFirte কেনো ... ঠান্ডার জন্য
Darrun Darrun.....👌👌👌👌
Excellent Dada, excellent.
Thanks
KHUB SUNDAR DADA BUT DIL MANGA MORE.
আমি যতখানি পারি চেষ্টা করছি আপনাদের সার্পোট প্রয়োজন।
দাদা দারুন জিনিস দেখালেন
সঙ্গে থাকবেন
Mon akebare chuye galo
Thanks for your valuable feedback
If i mention awesome and mesmerizing, perhaps beauty of Pahalgam is still not well defined enough ! It's simple mind-blowing and out of the world when draped in snow ! I visited long back while going to Amarnath Ji in Jul-Aug.2006, saw variety of roses in Nehru Garden and Lidder River in Monsoon !
Nostalgic..
তুমি অনেক সুন্দর করে ভিডিও বানাও
চেষ্টা করে যাচ্ছি
Dadar voice ta darun ❤️
Thanks for your valuable feedback
Ei valley tar asol naam "Hungan Waadi". Betaab movie ta shoot hoye hit hoar por thekei Betaab Valley Naam ta popular hoye jay .
Ami jokhon giyechi tokhon ei rokom borofmoy rup dekhte paini..
Apnar video'r jonyo ei rup ta dekhte parlam. Abar shit e jaoar icche ta bariye dilo apnar video..
Darun Video 👌
Thanks for your valuable support ❤️
@@GhurteFirte
❤️
Kintu siteo anek somoye ai rokom sundar borof dekhte payoa jay na kichuta vaggyer anukulata proyojon ache jeta amra ai videor madhyame pelam.
Darun👍👍
Nice video and Good job and Good news
Thank you so much 😀
Darun dada darun
Thanks
আমৱা ছয় বন্ধু লোকাল বাসে পহেলগঁও দুপুর 12টায় পৌঁছাইয়া ছিলাম ঐবাসেই ফেৱা 5.20তে ঘোঁড়ায় চড়ে কেবলমাত্ৰ দেখা বাইসৱন ,আপনাৱ ক্যামেৱাৱ চোখে আমাদের দেখা বেতাবভ্যালি , আপনি ভালো থাকুন
অসাধারন
ভাগ্যবানের বোঝা ভূতেও বয় ।।। আপনার পহেলগাঁও ভ্রমণ সেটাই প্রমাণ করল। আপনার কারণে আমরাও ভাগ্যবান, আপনি একদম আমাদের ঘরের মধ্যে বরফ সহ কাশ্মীর ঢুকিয়ে দিয়েছেন।।।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
"ঘরের মধ্যে বরফসহ কাশ্মীর"- দারুন লেগেছে কথাটা
২০১০ সালে গিয়েছিলাম৷
অসাধারন😍
Thanks for watching
Just incredible, as well as unthinkable.... And awesome too.
উপাধিতে ভরিয়ে দিলেন
Khub sundor video
1st view and 1st comments and 1st like
Super
Khub sundor