কি অভিনয়। তুলসী বাবুর কি অভিনয় । এরকম অভিনেতা হাজার বছরে জন্মে না। অথচ কি সম্মানই পেলেন তিনি। অনাহারে অর্ধাহারে মারা গেলেন শেষ বয়সে। আমরা আমাদের শ্রেষ্ঠ মানুষগুলোকে কখনোই সম্মান করতে পারিনি
ওনার স্ত্রী খুব আর্থিক অনটন দুর্ভোগের জীবন কাটিয়েছে একটা বড় দুঃখের বিষয় এত বড় একটা গুণী শিল্পীর স্ত্রী তার এরকম করুন অবস্থা হয় শুনেছি ভিক্ষে করে খেতে হয়েছিল যদিও শেষে বুম্বাদা নিয়ে গিয়েছিল
Two legendary persons are my idol One is Late Shibram Chakraborty and other one is Late Thulushi Chakraborty. My hat is off for them ! May God bless them and they have the best place on next world for their contribution to human society.
অনীক দত্ত তাঁর সদ্যনির্মিত অপরাজিত ছবিটিতে অনেক চরিত্রই এনেছেন বটে, কিন্তু তুলসী চক্রবর্তীর চরিত্রটি আনেন নি। তার কারণ হয়তো তিনি বুঝেছিলেন যে ওই চরিত্রের জন্য করার লোক খুঁজে পাওয়া যাবে না চট করে।
Ke boleche pawa jabe na 'Harkipte' natok UA-cam e search kore dekhun okhane jini main character onake dekhe asun.. Obboso eta amr personal ovimot janalam..
@@chhotandutta5859 kichu ta thik bolechen , tobe puro ta hobe na. Ar ekta যতদূর জানি অপরাজিত তে তুলসী চক্রবর্তীর ক্যারেক্টার নেই। অপরাজিত শুরু কখন অপু বড় হয়ে গেছে।
চিনতে পেরেছি তুলসী বাবুর সঙ্গে যাত্রাপালা নিয়ে যিনি কথা বলছিলেন তাঁকে বরযাত্রী সিনেমায় নেউগি নামের হোটেল ওয়ালার অভিনয় করেছিলেন।আমি থানায় যাবো দেখাচ্ছি মজা।খুব ভালো লেগেছিল।
একজন সত্যিকারের লিজেন্ড, অভিনয় করছেন বলে মনে হয়না একদম স্বাভাবিক, একটা বহুমুখী কাজ যখন একত্রে এক ব্যক্তি একসময়ে করেন তখন ঠিক এমনটাই হওয়া উচিত। ধন্য মানিক বাবু, ধন্য তুলসী চক্রবর্তী।
পথের পাঁচালী ছবির এই দৃশ্যটি জীবনে কতবার দেখেছি বলতে পারব না মরনের সময় যেন এই দৃশ্যটি দেখেই আমার মৃত্যু হয়; তুলসী চক্রবর্তীর অভিনয় শৈলী কোন মাপকাঠিতে বিচার সম্ভব নয়;
আমার নিজ সত্তার উপলব্ধি বোধের প্রথম ধাপ ছিল, এই পথের পাচালি,, ২য় শ্রেনীতে পড়ার সময় প্রথম পড়েছিল, যদিও কিছু বুঝি নাই, তার পর থেকে না হলেও ২ মাস পড় পড় আমি পথের পাচালী পড়ি, প্রতিবার পড়ার সময় নতুন মানে হয়, আর মনে হয় এ আমার কাহিনি
তুলসী চক্রবর্তী এক জন মহান অভিনেতা ওনার তুলনা নেই,,,
প্রত্যেক টা চরিত্র দেখার মতো,,,,
Yes❤
ঠিক বলেছেন ❤
তুলসী চক্রবর্তী কে আমরা ভুলিনি একাধিক ছবিতে তার অনবদ্য অভিনয়। তখন কার প্রানবন্ত ছবি এখন মনকে নাড়া দেয়।🙏
উনি শেষ বয়েসে না খেতে পেয়ে মারা গেছেন 😭
অসাধারণ নির্দেশনা ও অভিনয় কাকে বলে এই বাংলা ক্লাসিক সিনেমা গুলো না দেখলে বিশ্বাস করা যায় না।
আজো তুলসী চক্রবর্তী প্রাপ্ত সম্মান আমরা দিতে পারিনি
প্রাপ্য
তুলসী চক্রবর্তী অতুলনীয়। প্রণাম জানাই।
তুলসী চক্রবর্তী সম্ভন্ধে সত্যজিৎ রায় বলেছিলেন উনি যদি hollywood এ অভিনয় করতেন উনি Oscar অব্যসই পেতেন।🙏
অবশ্যই
সেরা দের মধ্যে সেরা
ওনার নামে একটি দ্বীপ নামকরণ করা হতো।
Bhai kothae kothae Oscar er naam nio na, amader iifa award oder Oscar r tachara heavily politicised
Llll
অসাধারণ দৃশ্য। এই পরিবেশ প্রকৃতি অভিনয় দারুণ।মনে হচ্ছে সেই আগের সময়ে ফিরে যাই
কি অভিনয়। তুলসী বাবুর কি অভিনয় । এরকম অভিনেতা হাজার বছরে জন্মে না। অথচ কি সম্মানই পেলেন তিনি। অনাহারে অর্ধাহারে মারা গেলেন শেষ বয়সে। আমরা আমাদের শ্রেষ্ঠ মানুষগুলোকে কখনোই সম্মান করতে পারিনি
1 Dom sotti khota.
ওনার স্ত্রী খুব আর্থিক অনটন দুর্ভোগের জীবন কাটিয়েছে একটা বড় দুঃখের বিষয় এত বড় একটা গুণী শিল্পীর স্ত্রী তার এরকম করুন অবস্থা হয় শুনেছি ভিক্ষে করে খেতে হয়েছিল যদিও শেষে বুম্বাদা নিয়ে গিয়েছিল
I cant get enough of Tulsi Chakraborty. His expressions are unforgettable and inimitable. Legend!
He is like Kanhaialalji of Bollywood.
@@pankajgupta6678 I can't recollect कन्हैयालाल by name. Pls leave fee links of him to know him well.
@@mnbvzxcv1 Mother India Movie তে উনি এক Important roleএ ছিলেন ।
নৃপেন চ্যাটার্জি , মণি শ্রীমাণি এরাও কম ছিলেন না ।
An Absolute Genius
তুলসী চক্রবর্তী ;
প্রানবন্ত এক অভিনয় শিল্পী।
আমি ছোটবেলা থেকে কতবার দেখেছি নিজেই জানিনা আজও নতুনত্ব প্রাণবন্ত সিনেমা টা দেখলে শুকনো হৃদয় জল ভরা নদী বয়ে যায়।
Two legendary persons are my idol One is Late Shibram Chakraborty and other one is Late Thulushi Chakraborty. My hat is off for them ! May God bless them and they have the best place on next world for their contribution to human society.
Tulsi Chakraburty was best for acting in role of SIBRAM in any picture relating to SIBRAM.
আদি অকৃত্রিম, অনবদ্য, তুলনা শব্দটাই অনর্থক, শত সহস্র প্রণাম 🙏🙏🙏🙏🙏
Satyajit Ray is incredible 🙌 😍. Tulsi Chakroborty also is unforgettable, all his acting touches heart ❤ of Bangali viewers. Love ❤ 😍 💖 ❣ 💕
শ্রদ্ধেয় তুলসী বাবু মনে হয় Hollywood-এ প্রতিদিন অভিনয় করার মতো অভিনেতা,,,
🙏🙏🙏
আ হা! কি আবহ সঙ্গীত।সত্যজিৎ ও রবিশঙ্করের মেলবন্ধন।
অনীক দত্ত তাঁর সদ্যনির্মিত অপরাজিত ছবিটিতে অনেক চরিত্রই এনেছেন বটে, কিন্তু তুলসী চক্রবর্তীর চরিত্রটি আনেন নি। তার কারণ হয়তো তিনি বুঝেছিলেন যে ওই চরিত্রের জন্য করার লোক খুঁজে পাওয়া যাবে না চট করে।
আপনার এই নিবিড় দুর darshita জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি
Absolutely.
Ke boleche pawa jabe na
'Harkipte' natok UA-cam e search kore dekhun okhane jini main character onake dekhe asun..
Obboso eta amr personal ovimot janalam..
@@chhotandutta5859 kichu ta thik bolechen , tobe puro ta hobe na.
Ar ekta যতদূর জানি অপরাজিত তে তুলসী চক্রবর্তীর ক্যারেক্টার নেই। অপরাজিত শুরু কখন অপু বড় হয়ে গেছে।
@@chhotandutta5859 যথাযথ মূল্যায়ন ।
ধন্যবাদ । শিল্পীর নামটা জানাবেন । হারকিপ্টে দেখে ভালো লেগেছে ।
Ufff...acting..bangla black n white cinema gulo jano ak akta bibhinno Moni mukto..❤
Ager din er movies gulo ekta alada moja 6ilo.......👍👍👍♥️♥️♥️
যেকোনো চরিত্রেই তিনি (তুলসী চক্রবর্তী ) অনবদ্য। তিনি অস্কার পাওয়ার যোগ্য।
হাওড়ায় স্ব'গীয় 'তুলসী চক্রবর্তী" উদ্যানের পাশ দিয়ে যেতে যেতে মনে পড়ে ওনার কথা, সেই দিন আর কোনদিন ফিরে আসবে না, ওনার অভিনয় কেউ কোনদিন ভুলবে না।
বাংলা চিত্র জগতে আর কি এমন শিল্পী আসবে? মনে হয় না।
অসাধারণ অভিনেতা ছিলেন তুলসী চক্রবর্তী। আর এই চলচ্চিত্রে প্রতিটি অভিনেতা অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছিলেন। 👌👌
দূর্গা, অপু আর মা! মনে হয় নিজের একান্ত আপন!
কি ভালোবাসার!
কী চোখ ছলছল করিয়ে দেয়া মায়া!
Direction king 👑 manik sir hatts off 🙏🙏 apni na takle hoito director jinishta ki seta ei diner director ra bujdo na
আমি শুধু ভাবি এই গ্রাম আজ আধুনিকতায় কতটা রূপান্তরিত হয়েছে।।
Great question
Do you know the location
@@joyeetaghosh2209 এই জায়গা টা বর্তমানে দক্ষিণ ২৪ পরগনা এর একটা জায়গা গড়িয়া তে পথের পাঁচালি এর শুটিং হয়েছিল.
শুধুমাত্র নায়ক পর্দা জুড়ে আঙুল দিয়ে চুল ফাঁপিয়ে দর্শক মহল মন দাগ কাটা সহজ কিন্তু তুলসি চক্রবর্তী কেশহীন আদুল গায়ে এমন চরিত্র নিখুঁত অভিনয় দাপটে
মন জয় করা কঠিন 🙏
নিখুঁত পর্যবেক্ষণ । Class .
He was very much capable of wining OSCAR if he could have born in any European country.
He did won Oscar.
One min, are you talking about Satyajit Ray or Tulsi Chakraboty?
Satyajit Ray said once that Tulsi Chakraborty would have won an oscar if he was born in an european country
Tulsi Chakraborty is simply unforgettable 🙏
এরকম অভিনেতা আর কখনও জন্মাবে না ।🙏
জানি না কেন বার বার দেখতে ইচ্ছে করে।কি যাদু আছে কে জানে🙏
বাংলা সিনেমায় আমার প্রিয় অভিনেতা তুলসী বাবু। প্রণাম জানাই আন্তরিক ভাবে
মানিক বাবুর সিনেমায় এক অলীক সুখানুভূতি আছে
অলীক কথাটায় একটু আপত্তি। মানিক দার ছবি মূলতঃ শৈল্পিক ও বাস্তবতা পূর্ণ । যেমন চারুলতা তার বিপরীতে অশনি সঙ্কেত, প্রতিদ্বন্দ্বী ইত্যাদি।
এক অনবদ্য সৃষ্টি,সত্যজিৎ রায়ের,,
এমন অভূতপূর্ব অভিনয় দেখলে চোখে আনন্দে জল আসে। আহ্ কি অভিনয়!!!
নোটে!!!!!
অসাধারণ দৃশ্য, অপূর্ব অভিনয়।
তুলসী চক্রবর্তী হলেন একজন মহাপুরুষ 🙏🙏🙏🙏
Thanks for your comment
Tulsi Chakraborty was one of the finest actors of the country.
অস্কার পেলে বা না পেলে কিছু আসে যায় না ।তুলসী বাবু বাঙালীর অন্তরে পাকাপোক্ত ঠাঁই করে নিয়েছেন ॥
OH GOD ! GOLDEN ERA ! GOLDEN PEOPLE ! IZAZ RASOOL MOHAN FROM BARIDHARA GULSHAN DHAKA BANGLADESH.
এতো বড়ো একজন অভিনেতা , তার কোনো সৃতি নেই এই বাংলায় । অন্তত একটা স্ট্যাচু থাকা প্রয়োজন ছিল , কিছু না কিছু তো একটা শৃতি রাখা উচিত ওনার জন্য
স্ট্যাচু হবে অনুব্রত মণ্ডলের, সায়নী ঘোষ বা পার্থ বাবুর। ওনাদের হতে যাবে কেন ?
দুর্গার মৃত্যু আমি মেনে নিতে পারিনি।
এখনো কোথায় যেন যন্ত্রণাটা ...
চিনতে পেরেছি তুলসী বাবুর সঙ্গে যাত্রাপালা নিয়ে যিনি কথা বলছিলেন তাঁকে বরযাত্রী সিনেমায় নেউগি নামের হোটেল ওয়ালার অভিনয় করেছিলেন।আমি থানায় যাবো দেখাচ্ছি মজা।খুব ভালো লেগেছিল।
বিদেশে জন্মালে তুলসী স্যার অনেকগুলি অস্কার পেতেন -SRoy.
তুলসী বাবু মহান অভিনেতা ছিলেন।
দারুন সিনেমা সত্যজিৎ রায়ের দূর্দান্ত সৃষ্টি ।ও তুলসী বাবু দূর্দান্ত অভিনয় করেছেন।
Legendary Tulsi Chakraborty ❤️
ক্ষনজন্মা পুরুষ ছিলেন মশাই। ওঃ কি অভিনয়, ❤
Ki onoboddo realistic ovinoy
একজন সত্যিকারের লিজেন্ড, অভিনয় করছেন বলে মনে হয়না একদম স্বাভাবিক, একটা বহুমুখী কাজ যখন একত্রে এক ব্যক্তি একসময়ে করেন তখন ঠিক এমনটাই হওয়া উচিত। ধন্য মানিক বাবু, ধন্য তুলসী চক্রবর্তী।
Ki asadharan abhinoy ❤️❤️
The best actor in the whole world, Tulsi Chakraborty.
Amader ankush er ovinoi sera. Amai hebbi lakchhe
Hebbi lakchhe
🤣
Tulsi Chakraborty My Favourite ♥️
তুলসী বাবু Hollywood জন্মনিলে নিশ্চিত Oscar পেতেন ❤️
শ্রুতিলিখন। ❤❤
তুলসী চক্রবর্তী কে আমার প্রণাম । উনার মত অভিনেতা ভারতবর্ষ কেনো সারা পৃথিবীতে বিরল । উনার অভিনয় দেখলে অভিনয় মনে হয় না মনে হয় জীবন্ত। কিংবদনতীতুল্য
The Immortal Inimitable Tulsi Babu. 🙏🙏🙏
Jemon flim ta sundor and sob artist er avinoi o puro jibonto vabe futiye tuleche ...Dekhe avinoi kono samoy mn a hoi ni..
Dekhel choke jol pore❤😢😢😢😢
তুলসী চক্রবর্তী অসাধারণ ❤❤
অনবদ্য চরিত্রায়ন 👌👌👌🙏🙏🙏
অভিনয়ের কোন জবাব নেই । 💖💖💖💖📢📢📢📢📢📢
উনি ছিলেন কমেডি মুভির উত্তম কুমার।
The super talent...tulsi chakrovorty...
ওনার তুলনা উনি নিজেই। না আগে না পরে।
The Genius The Legend 💖💖💖🙏🙏🙏🔥🔥🔥
This is called acting,❤
শরীরের রোম খাড়া হয়ে গেলো আর সব negetivevity দুর হয়ে গেলো
এত হিচককের আর্ মানিক দার ছবি দেখার মিশ্রিত অভিজ্ঞতা হয়ে গেল!!!!!
He acted in several hindi films also .famous actor. Had he born in Europe or USA he was sure to win an OSKAR.
Ai Mahan byakti der Chorone Pranam janay
এগুলোকে অভিনয় বলার সাহস কার আছে!
একদম ঠিক বলেছেন। সত্যজিৎ রায়ের ছবিতে " অভিনয় " করা যায়না। কেননা উনি " অভিনয়" করতে দিতেনই না।
Aha Kalojoyee actor, ini pranamya 🙏🙏. Proshonno guruthakur ke jeebonto kore tulechhen ekebare.
Just oshadharon...what a scene
Legend ❤❤
3:42
Osadharon ❤️
Woh v kiy din tha
What a magnificent actor he was 🙏🏻
অনবদ্য ফটো ফ্রেম ❤️
পথের পাঁচালী ছবির এই দৃশ্যটি জীবনে কতবার দেখেছি বলতে পারব না মরনের সময় যেন এই দৃশ্যটি দেখেই আমার মৃত্যু হয়; তুলসী চক্রবর্তীর অভিনয় শৈলী কোন মাপকাঠিতে বিচার সম্ভব নয়;
Sotti, maya momota vora jibon konodino thambe na.🙏🏽
Asadharon 🙏🙏🙏
তুলসী চক্রবর্তী মতো অভিনেতা আর আমরা পাইনি।
❤❤❤তুলসী চক্রবর্তী❤❤❤
One of the grest actor of film industry.
Sakalkai Namasker... Bibhutibhusan, Satyajit, Tulsi babus..are konodin hobe na.
কথাগুলো সম্ভবত কালিদাসের "মেঘদূত" এ পড়েছিলাম।
প্রসন্ন গুরুমশাই, আপনাকে প্রণাম।
দুষ্টরাম...
আমার নিজ সত্তার উপলব্ধি বোধের প্রথম ধাপ ছিল, এই পথের পাচালি,, ২য় শ্রেনীতে পড়ার সময় প্রথম পড়েছিল, যদিও কিছু বুঝি নাই, তার পর থেকে না হলেও ২ মাস পড় পড় আমি পথের পাচালী পড়ি, প্রতিবার পড়ার সময় নতুন মানে হয়, আর মনে হয় এ আমার কাহিনি
কোথায় থাকতেন ছোটবেলায় ? কোন্ গ্রামে ?
@@sauravbasu8805 দাদা আমার বাড়ি গোপালগঞ্জে জেলায়
He Never Ever Act. That's His USP.... 🙏🙏
The music is still very haunting
Outstanding
sathe year ta likhe dele valo hoy
অফুরন্ত হাসির উৎস। সহজ সরল অথচ হৃদয়ের গভীরে নাড়া দেই।
আসাধারন।
God may make mistake but tulsi babu never
World class actor.
The great👍👏👏👏