পাসপোর্ট এর আবেদনে বাবা ও মায়ের নাম কিভাবে দিবেন // বাবা ও মায়ের NID এর সাথে নামের মিল নাই

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 290

  • @KAWSERAHMED-tc3en
    @KAWSERAHMED-tc3en 10 місяців тому

    ধন্যবাদ ভাই
    চিন্তামুক্ত হলাম❤

  • @rayhan_Nr_vlog890
    @rayhan_Nr_vlog890 Рік тому +1

    apne onek helpful ekta chanel khulchen bhaiya onek onek dhonnobad bhaia

  • @sksalman6186
    @sksalman6186 Рік тому +2

    আসসালামু আলাইকুম, ভাই শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি শ্রদ্ধাভরে। শুধু আপনার পরামর্শে কারণে সাত মাস পরে হলেও পাসপোর্ট হাতে পেয়েছি ৫বছরের বেশি বয়স সংশোধন করার পরও। backen verification AD স্যার এ-র সাথে কথা বলে সমাধান করতে পারছি একসপ্তাহের মধ্যে।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      আলহামদুলিল্লাহ

    • @tahmidsiddiki1798
      @tahmidsiddiki1798 Рік тому

      ভাই backen verification ad স্যার মানে বুজলাম না

  • @shahintalukder8401
    @shahintalukder8401 Рік тому +2

    Pending for assistants/deputy director approval ভাই আমার পাসপোর্টে এই টা দেখতে পারছি এই টার মানে কি দয়াকরে বলেন

  • @mdshazan5652
    @mdshazan5652 9 місяців тому

    vaiya ami baba mar nam poriborton kore passport kore chilam... mane onno nam e..akhon jodi amar NID onujaye korte jy tahole ki thik kora sombob..onk e bolche onk cost porbe plus onk hoyrani hobe..sothik inform ta diben pls

  • @kawsarahmed5155
    @kawsarahmed5155 Рік тому +1

    Vhaiya ami student Visa jayte chacci amar kono problem hobe??

  • @Mithonexpress
    @Mithonexpress 5 місяців тому

    ধন্যবাদ ভাই ভালো লাগলো ভিডিও

  • @rashedularif3719
    @rashedularif3719 Рік тому +1

    ধন্যবাদ ভাইয়া, চিন্তামুক্ত হলাম

  • @JahidulIslam-tp6hf
    @JahidulIslam-tp6hf 2 місяці тому

    ভাই বর্তমানে এনআইডি সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগে এবং কতদিন সময় লাগে। কিভাবে এপ্লিকেশন করতে হয় বলেন পিলিজ।

  • @ibrahimsubho5081
    @ibrahimsubho5081 Рік тому +2

    => ভাই উত্তরে অপেক্ষায় আছি, উত্তর টি দিলে আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো।
    ১/ আমি পাসপোর্ট করেছি এক জন্ম নিবন্ধন দিয়ে,
    ২। এনআইডি করেছি অন্য আরেকটি জন্ম নিবন্ধন দিয়ে, দুইটা জন্ম নিবন্ধন দিয়ে দুইটা করেছি, এক জন্ম নিবন্ধনের সাথে আরেকটির মিল নেই।
    ৩/ এখন আমার কথা হলো, আমি কি সংশোধন করতে পারবো এনআইডি কার্ডের এর মাধ্যমে দিয়ে।

  • @arifuzzamansheshir5281
    @arifuzzamansheshir5281 11 місяців тому

    Vaiya ami jormoni bondhon deha passport korcilam..kintu amr passport a 1yr boios beshi certificate ar chai ta...akon ami sonsondon korta charci...amr boios 18 boshor ar beshi....akon ki ami ai boios sonsodon korta parbo??

  • @sabbirmadbor941
    @sabbirmadbor941 Рік тому +1

    আমার বাবার নাম: "MD LITON MADBAR" ( আমার সার্টিফিকেটে)
    কিন্তু আমার নাম : "MD SABBIR MADBOR"
    এখন আমার বাবার নামের পদবী Madbar, কিন্তু আমার নামের পদবী Madbor দেওয়া। এখানে a এবং o এই দুই অক্ষরের Difference এর জন্য কী Future a problem হবে বা ভিসা পেতে কোনো problem hobe❓

  • @npniongaming3389
    @npniongaming3389 3 місяці тому

    Students visay gele hobe ki na eta bollen na to vai

  • @patadas5354
    @patadas5354 Рік тому +1

    Sir Amar NID card passport 8m pass certificate sob thik ace.but Amar agulor Sathe Baba mar name NID ar Sathe mele na.agamite bidese akbare thakbo oydesh government Jodi Baba mar name mil na pay tahole ki korbo please janaben aktu sir please

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      ফ্যামিলির হিসাবে যদি সকলে বিদেশ যেতে চান তাহলে ঝামেলা হতে পারে এ ক্ষেত্রে আপনার বাবা-মার এনআইডি কার্ডটা সংশোধন করে নেয়া ভালো হবে ।

  • @mharman55
    @mharman55 26 днів тому

    জন্ম নিবন্ধনে ইংরেজি নাম সব বড় হাতের অক্ষরের এন আইডি কার্ডে প্রথম অক্ষর বড় হাতের দিয়ে পরের গুলা ছোট হাতের হলে কি সমস্যা হবে?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  26 днів тому +1

      পাসপোর্ট এর অ্যাপ্লিকেশনের সবকিছু এগুলা ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে

  • @santomondolmondol4142
    @santomondolmondol4142 Рік тому

    Amer nid কাডে মায়ের নাম( মায়া রানী মন্ডল) বাংলাতে কিন্ত certificate a english a maya mondol রানী অংশ টা নাই আমি কি certificate r name টা passport a us korte parbu?

  • @rayhan_Nr_vlog890
    @rayhan_Nr_vlog890 Рік тому +1

    thank you so much bhaiya apnar video ami follow kori bhaiya

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      Always welcome vaiya

    • @junayadthegamer7367
      @junayadthegamer7367 Рік тому

      Help plz 🙏
      আমার সার্টিফিকেট এবং আমার এনআইডি সব জায়গায় আমার বাবার নামের শেষের টাইটেল HAQUE
      দেওয়া আছে কিন্তু পাসপোর্টে আসছে HAQ
      এর ফলে স্টুডেন্ট ভিসা প্রবলেম ফেস করতে হবে

    • @alaminsabbir3814
      @alaminsabbir3814 6 місяців тому

      সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসায় ক্ষেত্রে কোনো প্রবলেম হবে?ব্যাংক স্টেটমেন্ট বে বাবা মায়ের কোনো ডকুমেন্টস লাগে?

  • @abuthuhamahmuhammedadnan.4045

    Vai. Ami apnr sob vedio deki..onk blo lage

  • @abuthuhamahmuhammedadnan.4045
    @abuthuhamahmuhammedadnan.4045 Рік тому +1

    Vai.ami amr passport.tik koreci..iatly,, 11 bosor different cilo..Alhamdulillah,,

  • @akilashomprity7224
    @akilashomprity7224 23 дні тому

    Vaia amar abbur passport er epassport er application e dadir nam er moddhe MRS. (.) Diye disi eita ki somossa hbe?

  • @nomad-7303
    @nomad-7303 5 місяців тому

    nid card e মায়ের নামে মোছাঃ থাকলে পাসপোর্টে কি Mst likhbo?

  • @junayadthegamer7367
    @junayadthegamer7367 Рік тому +2

    Help plz 🙏
    আমার সার্টিফিকেট এবং আমার এনআইডি সব জায়গায় আমার বাবার নামের শেষের টাইটেল HAQUE
    দেওয়া আছে কিন্তু পাসপোর্টে আসছে HAQ
    এর ফলে স্টুডেন্ট ভিসা প্রবলেম ফেস করতে হবে

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      একদম গ্যারান্টি দিয়ে বলতে পারব না তারপর প্রবলেম হওয়ার একটা চান্স আছে

  • @mdsohan6696
    @mdsohan6696 Рік тому

    Student visay geke ki kuno problem hobe?....plz bhi janaben

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      আপনার টাকা পয়সার গ্যারান্টুল যদি আপনার বাবা হয় সে ক্ষেত্রে বাবা ন্যাশনাল আইডি কার্ড চেক করতে পারে তখন যদি না মিলে তাহলে ঝামেলা হতে পারে ।

  • @arifuzzamansheshir5281
    @arifuzzamansheshir5281 11 місяців тому

    ভাইয়া আমার আইডি কার্ড বাবার নাম উদ্দিন kintu babar nid card a দীঘি কর আর জাইগাই হরশি কর আস kintu amr English spling tik asa...akon ki ar tar jorno pblm hobe

  • @mrgentle_men
    @mrgentle_men 9 місяців тому

    Jodi Kew family visa niye baire jete chay tokon embassy dekbe Babar namer Sathe Amar passport a nam mil nai sei ketre ki kora?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  9 місяців тому

      সেক্ষেত্রে প্রথমে এনআইডি কার্ড সংশোধন করে তারপরে পাসপোর্ট সংশোধন করতে হবে মিল রাখতে হবে না হলে ফ্যামিলির সাথে ঝামেলা হবে ।

    • @mrgentle_men
      @mrgentle_men 9 місяців тому

      @@TechProSOHRAB akon Amar j passport ase setar Sathe miliye baki member Der passport banale to Hobe?

  • @adnanabir2719
    @adnanabir2719 Місяць тому

    Bhaiya amar SSC certificate e ammur name Aklima ashche but amar Birth certificate e ammur name Aklima Begum ashche..Passport form e ammur name konta dibo?

  • @jahidhasan5552
    @jahidhasan5552 7 днів тому

    ভাই আমার জন্ম নিবন্ধনে পিতার নাম ভুল কিন্তু এনআইডি কার্ডের সঠিক এখন পাসপোর্ট করতে কোনো সমস্যা হবে

  • @tanveerenayetsvlog1515
    @tanveerenayetsvlog1515 Рік тому +1

    বাবা মার নাম সম্পূর্ণ পরিবর্তন হলে তা কি সংশোধন যোগ্য mrp রি ইস্যুর ক্ষেত্রে। দয়া করে জানাবেন। যেমন আগে বাবার নাম Mohammed Karim এখন Robin Ahmed।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      এগুলো সাধারণত approved করতে চায়না তারপরেও আপনি এপ্লাই করতে পারেন যদি আপনি এনআইডিতে সঠিক নামটা থাকে ।

  • @alamgirhossain8500
    @alamgirhossain8500 Рік тому +1

    অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @dubaiborkamart2730
    @dubaiborkamart2730 Рік тому

    Amr id card ma baba name vul ace but tadar taa thik ace. ! Amr SSC certificate ace. Passport korte hole ki korbo...??

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому +1

      পাসপোর্ট করতে গেলে আপনার এনআইডি কার্ডে যেভাবে আপনার নাম আছে সেভাবে দিন এবং আপনার ssc সার্টিফিকেটে যেভাবে ওনাদের নামটা আছে সেভাবে দিন সাথে অবশ্যই সার্টিফিকেটের ফটোকপি জমা দিবেন ।

  • @MdRasel-qf3cx
    @MdRasel-qf3cx Рік тому +1

    আমার এ কথাটা জানা অনেক দরকার

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      কি জানা দরকার সেটাই তো লিখলেন না ।

  • @SharminIslam-t1w
    @SharminIslam-t1w Рік тому

    ফ্যামিলি ভিসায় বিদেশে যাওয়ার জন্য বাচ্চার পাসপোর্ট করা দরকার কিন্তু বাচ্চার বাবার পাসপোর্ট এ শুধু নাম দেওয়া আর আইডি কার্ডে নামের আগে মোঃ দেয়া।পাসপোর্ট করতে গেলে বাচ্চার বাবার পাসপোর্ট অনুযায়ী কি পাসপোর্ট করা যাবে বা শুধু মায়ের আইডি কার্ড দিয়ে বাচ্চার পাসপোর্ট করা যাবে কি?? জানাবেন প্লিজ

  • @shamimsuma2170
    @shamimsuma2170 Рік тому

    ভাইয়া আমার জন্মনিবন্ধন এ বয়স ২৫/১২/১৯৯১ কিন্তু NID card এ বয়স ১৫/১০/১৯৯৪ এখন সমস্যা হলো যে আমার মা আমেরিকা থাকেন উনি এপ্ল্যাই করেছেন জন্মনিবন্ধন দিয়ে। এখন পাসপোর্ট করতে NID দিয়ে করতে হচ্ছে। এতে আমার কি কি সমস্যা হবে।

  • @aslishuvo
    @aslishuvo 9 місяців тому

    ভাইয়া আমার সার্টিফিকেট এর সাথে বাবা মায়ের নামের e এবং a শব্দ গড়মিল আছে ওনাদের NiD number (optional) না দিলে কি কোনো সমস্যা হবে?

  • @QueensFashionZone
    @QueensFashionZone Рік тому +1

    আমি এপ্লিকেশন করেছি ১৫ দিন হল।কিন্তু মা বাবার এনাইডির সাথে মিল রাখতে আবার আক্ষরিক সংশোধন করতে দিলাম জন্ম সনদ।এখন ফিংগার দিতে গেলে জানালে কি ঠিক করে দিবে

  • @anikahmed3848
    @anikahmed3848 Рік тому

    আমার এনআইডি কার্ডের সাথে আমার বাবা মায়ের এনআইডি কার্ডে নামের বানানগত অমিল আছি।আমি পাসপোর্ট আবেদন ফরম পুরন করার সময় কি।আমার বাবা-মায়ের আইডি নাম্বার দিবো। দিলে কোন সমস্যা হবে কি না? পাসপোর্ট অফিসে কি কি সমস্যা হতে পারে?

  • @mehedivai2798
    @mehedivai2798 Рік тому +1

    ভাই আমার আইডি কার্ড সার্টিফিকেট সহ সকল ডকুমেন্টে বাবার নাম দেয়া মোঃ আব্দুর রহমান
    কিন্তু আমার বাবার আইডি কার্ডে মোঃ আব্দুর রহমান ছককু দেয়া। এখন আমি আমার ডকুমেন্ট অনুযায়ী পাসপোর্ট আবেদন করলে কি কোনো সমস্যা হতে পারে? আপনার ভিডিও দেখে বুঝলাম বাবার আইডিকার্ডে যাই থাকুক নিজের আইডি ডকুমেন্ট অনুযায়ী তথ্য সাবমিট করতে হবে।

  • @mohammedhridoy6939
    @mohammedhridoy6939 Рік тому +1

    thanks for your good information 🥰

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      Always welcome

    • @tanverahmedrahat2425
      @tanverahmedrahat2425 7 місяців тому

      Amr nid sathe amr baba name total e mile na amr sob documents e father name md Mujibur Rahman deya kintu amr baba nid te md Abdul mojid deya. Tho akhon jodi ami amr nid onujai passport er jonne apply kori tahole ki kono problem hobe ki? Kindly aktu janaben pls pls​@@TechProSOHRAB

  • @jhfiroz_1977
    @jhfiroz_1977 Рік тому +1

    আসসালামু আলাইকুম
    আমার SSC সার্টিফিকেটি অনলাইনে নাই
    ১৯৯৩ সালের এটা কি গ্রহণযোগ্য হবে ?
    ধন্যবাদ

  • @Shyro9
    @Shyro9 Рік тому +2

    ভাইয়া আসসালামু আলাইকুম আমার ভোটার আইডি কার্ডের মায়ের নামের mst আছে কিন্তু আমার এসএসসি সার্টিফিকেটে mst নেই যেহেতু আমি স্টুডেন্ট ভিসায় বাইরে যেতে চাই তাই পাসপোর্ট আবেদনে mst দেয়নি সার্টিফিকেট এর সাথে মিল রেখেছি এখন এটা কি আমার পাসপোর্ট করতে কোন সমস্যা হবে প্লিজ দয়া করে আন্সারটা দিবেন

  • @mdakramhossain3329
    @mdakramhossain3329 Рік тому +1

    ভাই পাসপোর্ট সংশোধন করতে আফিদেফিড করতে হয়? সেটা নিয়ে কিছু বলেন

  • @Ahsan105
    @Ahsan105 Рік тому +1

    ভাই আপনার ভিডিও দেখে অংগীকারনামা দিয়ে পাসপোর্ট সংশোধন করিয়েছি। অন্য কোন জায়গার ব্যাপারে জানিনা,কিন্তু ঢাকায় কোন প্রকার সমস্যা হয়না করাতে। দালালরা টাকা নেয়ার জন্য জনমনে একটা মিথ্যা ভীতি তৈরি করে রেখেছে।

    • @sohidulislam15
      @sohidulislam15 Рік тому

      আগের পাসপোর্টে আমার আম্মুর নামের সাথে আমার এন আই ডিতে নামে একটু বেশকম রি-নিউ করতে কোনো প্রবলেম হবে?

    • @Ahsan105
      @Ahsan105 Рік тому

      @@sohidulislam15 হবে। ভাইয়ের ভিডিওগুলো দেখে সংশোধনের কাজগুলো কিভাবে করতে হয় দেখে নিন

  • @Esagaming95
    @Esagaming95 Рік тому +1

    ভাই আমার এন আই ডি কার্ডে নাম এবং বয়স সংশোধন করা যাবে একটু জানাবেন প্লিজ

  • @cartoonhouse8258
    @cartoonhouse8258 Рік тому +1

    ধন্যবাদ ভাই

  • @Storie240
    @Storie240 Рік тому

    আমার মায়ের জন্মনিবন্ধন ও এন আইডি তে নামের আগে MST আছে যা আমার সকল কাগজ পত্রে নেই, এ ক্ষেত্রে আমি কি পাসপোর্ট পাবো?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      আপনার এসএসসি সার্টিফিকেটে যেভাবে মায়ের নাম আছে সেভাবে লিখুন ।

  • @-NizamulIslam-B
    @-NizamulIslam-B Рік тому +1

    amar mayer nid te unar nam er spelling "SAHANAJ" & amr certificate a spelling "SHAHANAJ" akn ami amr passport a mayer spelling a amr mayer NID te jeta chilo "SAHANAJ " seta diyechi..akn ki future a aita niye kono pblm hbe vhy aktu janale upokar hoto..basically student visay..

    • @shakibshaan3300
      @shakibshaan3300 Рік тому

      Amaro similar problem apni ki passport peyechen?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      স্টুডেন্ট ভিসায় যদি আপনার টাকা পয়সার গ্যারান্টি আপনার মা হয় তাহলে প্রবলেম হতে পারে সে ক্ষেত্রে মায়ের এনআইডি কার্ড চাইবে তখন নাম আপনার সার্টিফিকেটের সাথে না মিললে ঝামেলা পারে তবে মা যদি টাকা পয়সার গ্যারান্টি না হয় তাহলে ঝামেলা হওয়ার কথা না ।

    • @-NizamulIslam-B
      @-NizamulIslam-B Рік тому

      @@TechProSOHRAB ধন্যবাদ ভাইয়া।আচ্ছা ভাইয়া আমি কি এইটা সংশোধন করতে পারবো?কারণ আমি আমার মায়ের এনআউডি নাম টা সংশোধন করে ফেলবো আমার সাটিফিকেটের মতো।

  • @MdRajib-hf5qd
    @MdRajib-hf5qd Рік тому

    আমি গতকাল বায়োমেট্রিক সম্পন্ন করে আসছি।
    পাসপোর্ট অফিসে ওরা আমাকে হয়রানি করেছে। আমার কে জোর করে আমার মা-বাবার এই আইডি কার্ডের নাম্বার দিতে বলছে।
    আমার সমস্যা হচ্ছে।
    আমার আইডিতে বাবার নাম Abdul Salam আর মায়ের নাম Shahana Akter
    আর মা-বাবার আইডিতে Md Salam আর Shahna Begum.
    এখন আমি কি কোনো ভোগান্তি তে পড়তে পারি? আর পড়লে এর সমাধান কি?
    যারা অভিজ্ঞ অথবা আমার মতো সমস্যায় পড়েছিলেন তারা কিভাবে সমাধান পেয়েছেন?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому +1

      Police verification e police jhamela korte pare, aponar jodi SSC certificate thake and certificate e ok thake taile certificate dekhaben

  • @mdmazharulislammasud656
    @mdmazharulislammasud656 Рік тому +1

    ভাইয়া আমার nid card এ বাবার নাম হোসেন কিন্তু সার্টিফিকেটে Hossain কোনো সমস্যা হবে কি? ভাইয়া দয়া করে জানাবেন

    • @asadulnobin7997
      @asadulnobin7997 Рік тому

      আমার ও সেইম সমস্যা

  • @shovonmahir8858
    @shovonmahir8858 Рік тому +2

    ভাইয়া পাসপোর্ট এভাবে করে ফেললাম কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে ভিসা অফিসার যখন দেখবে আমার সার্টিফিকেট সাথে আমার বাবা-মায়ের নামের মিল নেই তখন তো এইক্ষেত্রে বাবার ফাইনান্সিয়াল স্টেটমেন্ট দেখাতে সমস্যা হবে তাই না? এক্ষেত্রে কি করনীয়???
    প্লিজ এই উত্তরটা দিন

  • @MrsTaniaAkter-n5k
    @MrsTaniaAkter-n5k 8 місяців тому

    আমি ই-পাসপোর্টের জন্য আবেদন করেছি আজকে তিনদিন, এখন আবেদন করার পর দেখলাম আমার বাবার নামের অক্ষরে ইংরেজিতে Eএর জায়গায় I হয়েছে এখন কি কোনো সমস্যা হবে। প্লিজ ভাইয়া রিপ্লাই দিয়েন।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  8 місяців тому

      সমস্যা তো হবেই ওইটা ভুল ধরবে আপনি পারলে পাসপোর্ট অফিসে যান যে এটা সংশোধনের জন্য একটা অ্যাপ্লিকেশন করে আসুন সংশোধন করে আসুন ।
      না হলে পুলিশ ভেরিফিকেশনের সময় পুলিশকে দিয়ে নেগেটিভ করাবেন তারপরে সংশোধন করবেন তারপরে আবার পুলিশ ভেরিফিকেশন হবে

  • @Maikdevit
    @Maikdevit Рік тому

    ভাই পেরেন্টস ইনফরমেশন এ মায়ের এনআইডি নাম্বার দেওয়া লাগে।তখন কী সমস্যা হবেনা।কারন কারন সার্টিফিকেট ও এনআইডি ২ রকমের।

  • @mkjoyonto3700
    @mkjoyonto3700 Рік тому

    ভাইয়া, মনে করেন আমার আইডি এবং মাতার আইডি তে সমস্যা, আমার আইডি তে মায়ের নাম সুমা আর মায়ের আইডি তে মিতা, পরা নাম উল্টো, সেক্ষেত্রে কি আবেদন হবে??

  • @GanerChowa11
    @GanerChowa11 Рік тому

    Tourist visa te ki problem hbe jdi baba ma er nam mil na thake..

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      টুরিস্ট ভিসাতে এজন্য প্রবলেম করার কথা না।

  • @sarajhossainjoy1127
    @sarajhossainjoy1127 11 місяців тому

    ভাই জান মা কে স্পন ডি দেওয়া যাবে কি নামে ভুল আছে

  • @MonirulMoniOfficial
    @MonirulMoniOfficial Рік тому +1

    আচ্ছা ভাই, পাসপোর্টে আমি যদি আমার পেশা বিজনেস দেই তাহলে এর জন্যে কি ডকুমেন্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রদান করতে হবে?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      ট্রেড লাইসেন্স চাইতে পারে ।

  • @alommolla6548
    @alommolla6548 Рік тому

    স্টুডেন্ট ভিসা পেতে হবে না ভাইয়া?... যখন বাবা স্পন্সর করা হবে?.

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      বাবা স্পন্সর করলে বাবার নাম সঠিক থাকা লাগবে

  • @AJShakil55
    @AJShakil55 Рік тому

    ভাইয়া,আমাকে একটু হেল্প করেন,আমার আর আমার বোনের সবকিছুতে বাবার নাম ফলিক চৌধুরী আর মা'য়ের নাম রেহেনা বেগম।কিন্তু বাবার আইডি কার্ডে জিতু মিয়া চৌধুরী আর মা'র আইডি কার্ডে রাহেনা বেগম।
    এখন কি করতে পারি,যদি আমি নিজে নিজে পার্সপোর্ট বানাই তাহলে কি আমি পার্সপোর্ট হাতে পাবো কি।
    Plzz vaiya..any solution🥺🥺

  • @childrenstv3560
    @childrenstv3560 Рік тому

    আমার ভোটার আইডি কার্ডে আমার বাবার নাম দেয়া আছে মোঃ কোরবান আলী কিন্তু আমার পাসপোর্টে শুধু কোরবান দেওয়া আমার কি ভিসা পেতে কোন সমস্যা হবে?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      এটা ভাই একেক দেশের একেক নিয়ম অনেক দেশে বাবার এন আইডি কার্ড দেখে অনেক দেশের এম্বাসি এগুলো দেখে না ।

  • @2mgamrr436
    @2mgamrr436 Місяць тому

    ই পাসপোর্টে বাবা মার নামে md mst এর পরে কি ডট(.) দিতে হবে?

  • @mdtahamidulislam1899
    @mdtahamidulislam1899 2 місяці тому

    আসসালামু আলাইকুম প্রিয় ভাই। আমার পাসপোর্টে নাম হচ্ছে (মোহাম্মদ বাদশা)আর এন আইডি কার্ডের নাম হচ্ছে। (আনোয়ার হোসেন) বয়সেও এন আইডির সাথে পাসপোর্টে ৮ বছরের ডিফারেন্স।আমার এই ভুলগুলো কি সংশোধন হবে দয়া করে জানাবেন।আমার কাছে দালালরা 35 হাজার টাকা চাইতেছে ভাই এখন আমি কি ভাবে আমার পাসপোর্টটা সংশোধন করব।

  • @sazin9525
    @sazin9525 Рік тому

    via. Amar permanent adress village e
    But ami town e teke pora sona kori...
    Kintu ami adress 2 tai village die disi..ete ki police verification e prblm hote pare

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому +1

      কলম হবে না পুলিশ আপনাকে কল দিলে আপনি বাড়ি চলে যাবেন যে পুলিশ হতে দেখা করে আসবেন তাহলেই হলো পুলিশকে বলার দরকার নেই আপনি ঢাকাতে আছেন আপনি বলবেন আপনি বাড়িতে থাকেন, ঝামেলা শেষ আর ঠিকানায় একটা দেয়াই ভালো তাইলে একটা জায়গায় ভেরিফিকেশন হয় ।

  • @Itsmylife-1
    @Itsmylife-1 11 місяців тому

    স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যদি বাবার NID আর আমার সার্টিফিকেটে সম্পূর্ণ মিল না থাকে তাহলে কি করবো?
    জানাবেন প্লিজ

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  11 місяців тому +1

      কপাল খারাপ না থাকলে সাধারণত স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বাবার এনআইডি কার্ড দেখতে চায় না ।
      আপনি চাইলে একটা কাজই করতে পারেন যদি মিলাইতে চান সেক্ষেত্রে বাবার এনআইডি কার্ডে তার নামটা সংশোধন করতে হবে আপনার সার্টিফিকেটের সাথে মিল রেখে ।

    • @Itsmylife-1
      @Itsmylife-1 11 місяців тому

      @@TechProSOHRAB ওকে ভাইয়া ধন্যবাদ 🥰

  • @reload2724
    @reload2724 Рік тому +1

    আসসালামু আলাইকুম
    আমি একটি জটিল সমস্যা তে পরেছি।
    আমি student visa te বাইরে যেতে চাই।
    এখন আমি নতুন Passport এর আবেদন করব, কিন্তু
    আমার certificate এ আব্বা আম্মার নামের বানান এর সাথে
    আব্বা আম্মার nid card এর ইংরেজি বানান এর মিল নেই।
    আম্মার nid তে আছে Selina
    আমার Certi.. আছে Salina
    আব্বার Nid তে আছে Ebadot
    আমার Certificate এ Ebadat
    আমি passports করতে চাচ্ছি বাইরে যাবার জন্ন্যে
    এখন আমি কোন পদ্দতিতে passport এর এপ্লাই করলে ঝামেলা থেকে রেহাই পাব।
    অগ্রিম ধন্নবাদ Sabbir_vai

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      যেহেতু আপনার এন আইডি কার্ড এবং আপনার সার্টিফিকেটে আপনার বাবার নামটা এবং আপনার নামটা সেইম আছে সেহেতু আপনি আপনার এন আইডি কার্ড এবং আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে পাসপোর্টটা করেন ।
      তারপরে হচ্ছে আপনাকে আপনার বাবা-মার এনআইডি কার্ডে ওনাদের নাম গুলো সংশোধন করিয়ে নিতে হবে নাইলে আবার পরে ঝামেলা করবেন পাসপোর্ট তো পেয়ে যাবেন কিন্তু স্টুডেন্ট ভিসা পেতে সমস্যা হতে পারে ।

  • @sofickjs6062
    @sofickjs6062 Рік тому

    আসসালামু আলাইকুম
    ভাই আমার ssc সার্টিফিকেট নাই আমার ছোট ভাইয়ের আছে ওই টা দিয়ে কি হবে

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      নিয়ম হচ্ছে নিজের এসএসসি সার্টিফিকেট এখন ছোট বোনেরটা ওনারা এক্সেপ্ট করবে কিনা আমি শিওর না

  • @mdsazzadhossainhridoy
    @mdsazzadhossainhridoy Рік тому +1

    ভাইয়া আমার এম আরপি পাসপোর্টের বর্তমা ও স্থায়ী ঠিকানা একই(। এখন আমি ই পাসপোর্ট করবো। কিন্তু আমার এনআইডি কার্ডের বর্তমান ও স্থায়ি ঠিকানা এম আরপি পাসপোর্টের সাথে মিল নাই। এখন যদি আমি এম আরপি পাসপোর্টের হুবাহু ঠিকানা দিয়ে ই পাসপোর্টে কনবার্ট করি তাহলে ভোটার আইডি কার্ডের ঠিকানার সাথে পাসপোর্ট এর ঠিকানার কনো মিল থাকবে না। এখন আমি কি ভোটার আইডি কার্ড এর সাথে মিল রেখে পাসপোর্ট এর ঠিকানা পরিবর্তন করবো?নাকি পাসপোর্ট যে ঠিকানা দেওয়া আছে সেটাই দিব। । এতে আমি কি ভিসা পাবো? জানালে উপকার হবে। যেহেতু আমি যদি এমআরপি পাসপোর্ট ঠিকানাই দেই তাহলে ভোটার আইডি কাডের সাথে পাসপোর্ট এর ঠিকানর কোন মিল থাাবে না। আমি চাইতেছি পুলিশ বেরিফিকিশনের জামেলা এরাতে আমি mrp পাসপোর্ট এর ঠিকানার অনুযায়ি ই পাসপোর্ট করতে। ( এতে পাসপোর্ট ও nid card ঠিকার কোন মিল থাকেনা। এতে আমার পাসপোর্ট পেতে কোন সমস্যা হবে? আমি কি পাসপোট সংসদন করতে পারবো? যদি পাসপোর্ট পেয়েও যাই আমি কি ভিসা পাবো??

  • @TarikulSarkra63
    @TarikulSarkra63 2 місяці тому

    Amar id card a babar nam md.azadul islam r babar id card a lekha ache tuku mia
    Ekhon amar pasport korte koronio ki

  • @dipankarchakma8393
    @dipankarchakma8393 Рік тому

    Thanks good solution

  • @arp554
    @arp554 Рік тому

    আমার জন্ম নিবন্ধন ইংলিশ যেটি যেটি অনলাইনে দেখায় না কিন্ত সেটে হাতের লেখা নয়, কম্পিউটার দিয়ে লেখা কি করব

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      তাহলে আপনারটা অনলাইন করা নাই আপনি আপনার পৌরসভা তে বা ইউনিয়ন পরিষদের যে ওইটা অনলাইন করে নিন

  • @jahidhasan2408
    @jahidhasan2408 Рік тому +1

    ভাই আমি পাসপোর্ট সংশোধন করতে দিছি ,,,, Express Delivery দিছি তিন দিন হইছে কিন্তু এখন Enlonment Status দেখাছে ভাই,,,

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      তিনদিন মানে কিন্তু তিনটা কর্মদিবস শুক্র শনি হবে না সরকারি ছুটির দিন থাকলে হবে না

    • @jahidhasan2408
      @jahidhasan2408 Рік тому

      @@TechProSOHRAB ভাই আমি সোমবার ২৬ তারিখে জমা দিছি।

    • @kawserkonna7212
      @kawserkonna7212 Рік тому

      ভাইয়া সার্টিফিকেট কি সত্তায়িত করে দিতে হবে??

  • @ashishkumardeb4645
    @ashishkumardeb4645 Рік тому

    আমার NID কার্ড এ বাবার নামের আগে মৃত লিখা আছে।
    কিন্তু আমার সকল একাডেমিক সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন সনদে বাবার নমের আগে কোথাও মৃত বা Late লিখা নেই। সেক্ষেত্রে আমার ই-পাসপোর্ট এপ্লিকেশনে বাবার নামের Late না লিখলে প্রবলেম হবে?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      আপনার এন আইডি কার্ড এ ও যদি মৃত লেখা থাকে আপনার মৃত লিখতে হবে না টেনশন নাই ।

    • @ashishkumardeb4645
      @ashishkumardeb4645 Рік тому

      ধন্যবাদ ভাইয়া❤️

  • @shiponSheel
    @shiponSheel Рік тому

    ভাই আমি ই পাসপোটরে জন্য আবদেন করছি এনআইডি দিয়ে কিন্তু আমার এনআইডিতে বাবা মায়ের নাম বাংলায় ঠিক আছে কিন্তু বাবা মায়ের এনআইডিতে বাংলায় ঠিক আছে কিন্তু ইংরেজিতে এক স্পেলিং ঠিক নাই ই পাসপোর্ট আবেদন করার সময় আমার MRP পাসপোর্ট অনুসারে দিচি এই কোন সামসা হবে কি না ভাই

  • @mdaktaruzzaman3919
    @mdaktaruzzaman3919 Рік тому +2

    ভাই আমার ভাই আমার পাসপোর্ট এর একটা সমস্যার সমাধান চাচ্ছিলাম আপনার কাছে যদি কন্টাক্ট নাম্বারে কথা বলতাম হয়তোবা ভালো হতো।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому +1

      Sorry vaiya, contact number deya jabe na …

    • @mdaktaruzzaman3919
      @mdaktaruzzaman3919 Рік тому

      @@TechProSOHRAB ঠিক আছে ভাই তাহলে আমি বলি আমার পাসপোর্টে সেন্ট ফর রিওয়ার্ক লেখাটা আসছিল পরে আমি ওখানে তাদের সাথে কথা বলে আবার সমাধান করে দিয়ে আসছি কিন্তু আমার স্ট্যাটাস এখনো সেন্ড ফর রিওয়ার্ড দেখাচ্ছে সেক্ষেত্রে কি করা যায়।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      এটা কিছুদিন সময় লাগবে ভাই আপনি যে সংশোধন টা করে আসেন তাই এপ্রুভ হয়ে গেলে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে ...

  • @md.tapuahmmed-cq7gq
    @md.tapuahmmed-cq7gq Рік тому

    আমার ভোটার আইডি কার্ড ও অন্যান্য ডকুমেন্ট এ মায়ের নাম( মৃত তহমিনা) আছে আমি পাসপোর্ট এ কি দিবো। দয়া করে একটু জানাবেন

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому +1

      মৃত লেখা দরকার নাই বাকি যেই নামটা আছে সেটা লিখুন ।

    • @md.tapuahmmed-cq7gq
      @md.tapuahmmed-cq7gq Рік тому

      @@TechProSOHRAB 😓 আমি অলরেডি অনলাইন আবেদন করেই ফেলেছি এবং সাবমিট দিয়েছি এখন আমার করনীয় কি 😢😥

  • @ieazkhan9800
    @ieazkhan9800 Рік тому

    বেসরকারি চাকুরীজীবী মহিলা হলে পাসপোর্ট এ প্রফেশন কোন অপশন সিলেক্ট করব এবং এন আইডি তে স্বামীর নাম থাকলে পিতার নাম কি দেব?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      প্রাইভেট সার্ভিস
      জি পিতার নাম তো অবশ্যই দিতে হবে সেক্ষেত্রে আপনি আপনার এসএসসি সার্টিফিকেটের কপিটা দিয়ে দেয়া ভালো ।

  • @MdMizan-x7y
    @MdMizan-x7y Рік тому

    পাসপোর্টে এ ভুল হলে কী আমি বিদেশে যেতে কোন সমস্যা হবে কী

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      এগুলো ভাই একুরেটলি বলা যাবে না কপাল খারাপ থাকলে ঝামেলা হয়ে যায় আবার অনেক সময় এগুলো দেখেন া

  • @moynulhassan-mp4ww
    @moynulhassan-mp4ww 9 місяців тому +1

    ভাই আমার এসএসসির সার্টিফিকেটে বাবার নাম লেখা আছে zahidul, কিন্তু আমি এনআইডি কার্ড অনুযায়ী আমার পাসপোর্টে বাবার নাম zahedul hoyache এখানে ইংরেজিতে i er জায়গায় e hoyache. চাকরি করার ক্ষেত্রে বিদেশে গেলে এই অক্ষর নিয়ে কি কোন সমস্যা হবে।

  • @mdsazzadhossainhridoy
    @mdsazzadhossainhridoy Рік тому

    ভাইয়া আমার এম আরপি পাসপোর্টের বর্তমা ও স্থায়ী ঠিকানা একই(। এখন আমি ই পাসপোর্ট করবো। কিন্তু আমার এনআইডি কার্ডের বর্তমান ও স্থায়ি ঠিকানা এম আরপি পাসপোর্টের সাথে মিল নাই। এখন যদি আমি এম আরপি পাসপোর্টের হুবাহু ঠিকানা দিয়ে ই পাসপোর্টে কনবার্ট করি তাহলে ভোটার আইডি কার্ডের ঠিকানার সাথে পাসপোর্ট এর ঠিকানার কনো মিল থাকবে না। এতে আমি কি ভিসা পাবো? জানালে উপকার হবে

    • @mdnayan4250
      @mdnayan4250 Рік тому

      Vaiya apni apnr national id card er jei address ache oi address er ekta chairman certificate dilei jhamela clear hoye jbe

  • @Abu_Sufian2
    @Abu_Sufian2 Рік тому

    আসসালামু আলাইকুম,
    আমার এনআইডিতে মায়ের নাম মোছা: সেলিনা খাতুন আছে, কিন্তু আমার সার্টিফিকেট এ আছে Salina khatun.
    আমি অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেছি Mst selina khatun দিয়ে।
    এখন আমি কি মায়ের নাম সংশোধন করে সার্টিফিকেট অনুযায়ী দিবো?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      সার্টিফিকেটের সাথে মিল রেখে দেয় ভালো সেক্ষেত্রে সার্টিফিকেটের একটা ফটোকপিওর সাথে জমা দিবেন ।

  • @meherinrahman1650
    @meherinrahman1650 Рік тому

    Application a md dite vhule gesi kono somossha hobe?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      অবশ্যই সমস্যা হবে যদি আপনার এনআইডি কার্ডের সাথে নামের বানান না মিলে

  • @MdKhairul-n6f
    @MdKhairul-n6f Рік тому

    ভাইয়া আমার nid মাতার নামের সাথে পাসপোর্ট মাতার নাম মিল নেই তাহলে আমি কি করব কোন কি সমস্যা হবে?

  • @nnrfamouscomputer9318
    @nnrfamouscomputer9318 Рік тому

    আস্সালামু আলাইকুম, নিজের এন আই ডি কার্ডে পিতার মৃত উল্লেখ আছে, এখন পাসপোর্ট আবেদনে কি late লিখতে হবে। আর যদি মৃত লিখি তাহলে কি মৃত্যু সনদ দেখাতে হবে। আর পিতার প্রপেশন টা কিভাবে উল্লেখ করব? জানালে উপকৃত হব।

  • @sheikhsaadichannel6464
    @sheikhsaadichannel6464 Рік тому

    vaiya ami passport er nam er word...
    and 6 bchr 9 months correction korechi...
    puro process share korte chaii

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      ধন্যবাদ ভাইয়া আপনি আমার ইমেইল এড্রেস এ চাইলে শেয়ার করতে পারেন ।
      techprosohrab@yahoo.com

  • @apuarafat5014
    @apuarafat5014 Рік тому

    Name, address ki capital latter a likhte hobe?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      নেইম আপনি small লিখলেও ক্যাপিটাল হয়ে যাবে এড্রেস নিয়ে ঝামেলা নাই ।

  • @jichowdhury3290
    @jichowdhury3290 Рік тому

    ভাই পাসপোর্ট এ পেশা প্রাইভেট সার্ভিস দিয়েছি। তারা এখন ডকুমেন্ট চাচ্ছে এর জন্য কি ডকুমেন্ট দিতে হয় কোথা থেকে আনব। প্লিজ জানাবেন।
    উল্লেখ্য আমি কিছু করি(পশা) না।

    • @NazrulIslam-qj3bb
      @NazrulIslam-qj3bb Рік тому

      আপনার উচিত ছিল Others দেওয়া ।

  • @sardarshanto6425
    @sardarshanto6425 Рік тому +1

    ভাই আমার বাবার NID কাডে বাবার নাম অজয় কুমার সরদার আছে। কিন্তুু আমার NID কাডে বাবার নাম অজয় সরদার আছে। কিন্তুু আমার সার্টিফিকেটে বাবার নাম অজয় সরদার আছে। মধ্য খানে কুমার নিয়ে সমস্যায় পড়েছি ভাই। এই সমস্যা কিভাবে সমাধান করতে হবে ভাই।
    ভাই আমার বয়স 25 বছর । ভাই আপনি পরামর্শ দেন ভাই।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      সে ক্ষেত্রে আপনার যদি সার্টিফিকেট থাকে আপনার সার্টিফিকেটে যেভাবে আছে বাবা মার নামটা সেভাবে দিন এবং সার্টিফিকেটের কপিটাও জমা নেন তাইলে আর ঝামেলা হবে না

    • @Abirkumar-p5v
      @Abirkumar-p5v Місяць тому

      ​@@TechProSOHRAB onek somoy police bole certificate diye hobe na id card ew tik korte hobe? Aitar karon ki?

  • @krishnobiswas9838
    @krishnobiswas9838 Рік тому

    Thnx vaiya love you❤

  • @oishy99
    @oishy99 Рік тому

    ভাইয়া আমার nid + সব ডকুমেন্টে আম্মুর নাম ফরিদা পারভীন পলি .কিন্তু আম্মুর nid তে ফরিদা পারভীন ।এখন এইটার জন্য কি কোনো প্রবেলম হবে।plz জানাবেন

    • @mariner-cg3xx
      @mariner-cg3xx Рік тому

      No

    • @oishy99
      @oishy99 Рік тому

      @@mariner-cg3xx sure?

    • @mariner-cg3xx
      @mariner-cg3xx Рік тому +1

      @@oishy99 ইনশাল্লাহ 100% সিউর। ।।আমি ও করছি কয়েকদিন আগে

  • @MdOsmanGoni-ru4pf
    @MdOsmanGoni-ru4pf Рік тому +1

    বাবা মৃত.
    মা জীবিত আছে
    বৃদ্ধ মায়ের প্রফেশন কি দিলে ভালো হয়!

  • @Birdgardenflorida
    @Birdgardenflorida Рік тому

    Amar certificate to 1993 banglaw likha . Ata online o show kora na. Tahola Ami ki korbo

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      Taile Aponar Nid te banglay ja likha aace oe ta English e likhun

  • @WORLDSTUDIOS-nl3kk
    @WORLDSTUDIOS-nl3kk Рік тому +1

    Vaia valo vai

  • @tufanahmad1388
    @tufanahmad1388 5 місяців тому

    এভাবে যদি পাসপোর্ট করি আমার জন্ম নি বন্ধন এর সাথে মিল আছে কিন্তু মায়ের ভোটার আইডি কাডে বাপের নাম ভুল ইউরোপ কানটেরি ডুকলে কী সমেস্যা হবে

  • @setusheikh-p2u
    @setusheikh-p2u Рік тому

    আমার মায়ের nid তে তার নাম সুমি। এবং আমার জন্ম সনদ এ তার নাম সুমি এর কারনে আমার কি কোনো সম্যাসা হবে

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      দুই জায়গায় তো এক এখানে সমস্যার তো কিছু দেখি না ।

  • @md.delowarhossain682
    @md.delowarhossain682 Рік тому

    ভাই আমার NID কার্ড এ পোস্ট কোড ভুল আছে, এটা দিয়ে কি পাসপোর্ট করতে পারবো

  • @bokulroy8869
    @bokulroy8869 Рік тому

    ভাইয়া আমার পাসপোর্ট আছে । জন্মনিবন্ধন দিয়ে করেছিলাম কিন্তু আমার সার্টিফিকেট সাথে পিতার নাম এবং বয়সের মিল নাই এখন আমি সার্টিফিকেট অনুযায়ী করতে পারবো ।

    • @rabbihasan3466
      @rabbihasan3466 Рік тому

      Nid onujaye korte parben

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      যদি আপনারা এনআইডি কার্ড হয়ে যায় তাহলে এন আইডি কার্ডের সাথে মিল রেখে করতে পারেন আর যদি আপনার বয়স এখনো বিশের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে তো জন্ম নিবন্ধন ছাড়া আর কোন উপায় নাই ।

    • @bokulroy8869
      @bokulroy8869 Рік тому

      Nid আছে

  • @sabbirislam3882
    @sabbirislam3882 Рік тому

    আমার মায়ের nid বাবা নান ভুল এবং আমার বয়স ১৮বছর ৬মাস nid কাড নাই আমার আমি কি করবো plz vai bolben

    • @riyadmahmud4531
      @riyadmahmud4531 Рік тому

      কোনো সলিউশন পেলেন ?

  • @saifurrahman8607
    @saifurrahman8607 Рік тому

    ভাইয়া আমার আগের পাসপোর্টে বাবার নাম টা একটু ভিন্ন ভাবে দেওয়া যেটা আমার nid তে আলাদা তো নতুন পাসপোর্ট এপ্লিকেশনে কি আমার ভোটার আইডি তে যেভাবে আছে সেভাবে দিবো নাকি আগের পাসপোর্ট এ যেভাবে দেওয়া সেভাবে প্লিজ জানাবেন

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      আপনার এন আইডি কার্ডে যেভাবে আছে সেভাবেই দিতে হবে

    • @saifurrahman8607
      @saifurrahman8607 Рік тому

      @@TechProSOHRAB thank u vaia

    • @sohidulislam15
      @sohidulislam15 Рік тому

      আসসালামু আলাইকুম ভাই আপনার নতুন পাসপোর্ট করতে পারছেন? কোনো সমস্যা হইছে নাকি?? আর কোন পাসপোর্ট অফিস থেকে করছেন? জানাতে পারলে অনেক উপকার হতো

    • @sohidulislam15
      @sohidulislam15 Рік тому

      আমার আম্মুর নাম সমস্যা একটু

  • @juewlrana6542
    @juewlrana6542 Рік тому +1

    Thanks

  • @QueensFashionZone
    @QueensFashionZone Рік тому

    ভাইয়া চট্টগ্রামে সারটিফিকেট সংশোধন রিলেটেড ভিডিও টি দেখলাম আপনার।কিন্তু আমার কি প্রবেশপত্র,রেজিস্ট্রেশন কারড,ট্রান্সক্রিপ্ট,সনদ সব সাবমিট করতে হবে নাকি প্রবেশপত্র,রেজিস্ট্রেশন কারড দিলে হবে
    আমার কাগজপত্র কলেজ থেকে নিতে পারছিনা এখন অন্য জেলায় শিফট হওয়ার কারণে।তাই জানতে চাই।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      Dite parle valo … joto beahi documents diben toto beshi chance approved hobar

    • @QueensFashionZone
      @QueensFashionZone Рік тому

      @@TechProSOHRAB আমার শুধু এইচ এস সি এর ভুল সারটিফিকেট আর ট্রান্সক্রিপ্ট টা তুলা হয় নাই।কিন্তু মা বাবার এনাইডি,জন্ম সনদ,পাসপোর্ট সব আছে।

  • @ekramulhossain9019
    @ekramulhossain9019 Рік тому

    Vai amr nid te babar namMD HAMIDUL HAQUE, mother name Anjura khatun.. But babar id te Md Hamidul ase. Mar mst Anjura khatun ase ate ki passport korte parbo??

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      পারলে বাবার এবং মায়ের এনআইডি কার্ডে ওনাদের নামটা সংশোধন করে নিন ।
      আর যদি না পারেন সে ক্ষেত্রে আপনি আপনার এসএসসি সার্টিফিকেট থাকলে সেখানে বাবা মার নামটা যেভাবে আছে সেভাবে দিন ।

    • @ekramulhossain9019
      @ekramulhossain9019 Рік тому

      আমার বাবার আইডি অনুসারে ছোটভাই পাসপোর্ট করেছে এখন বাবার আইডি পরিবর্তন করলে পরে তার পাসপোর্ট রিনিউ করতে কি কোনো সমস্যা হবে??

  • @mdabunaim4466
    @mdabunaim4466 Рік тому

    ভাইয়া আমি অনলাইনে পাসপোর্ট এর আবেদন করতেছিলাম লাস্ট অপশন ডেট সিলেক্ট করা যায় না ডেট সিলেক্ট অপশন আসে না

    • @mdabunaim4466
      @mdabunaim4466 Рік тому

      পাসপোর্ট অফিসে যাওয়ার ডেট অপশন আসে না সিলেক্ট করা যায় না এক্ষেত্রে আমি কি করতে পারি

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому +1

      তার মানে হচ্ছে আপনি সিডিউল হিয়ার কথা বলতেছেন যদি আপনি ঢাকার জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে সিডিউল লাগবে ঢাকার বাইরে কিন্তু সিডিউল লাগে না যদি ঢাকার বাইরে হয় কোন প্রবলেম নাই আমার ঢাকা হলে এই শিডিউল আনতে পারলে এই অ্যাপ্লিকেশন টা ক্যানসেল করে নতুন করে আবার অ্যাপ্লিকেশন করে সিডিউল নিতে হবে

    • @mdabunaim4466
      @mdabunaim4466 Рік тому

      @@TechProSOHRAB তাহলে ভাইয়া সিডিউল ছাড়া আবেদন করে যে কোন একদিন পাসপোর্ট অফিসে নিয়ে গেলেই হবে। আমার জেলা বরিশাল আমি বরিশাল থেকে আবেদন করতে চাই