অসম্ভব সুন্দর নাটকটি। সজল নূর এর অভিনয় দুর্দান্ত ছিলো, সজল নূরের অভিনয়ের কথা নতুন করে বলার কিছু নেই। তার পাশাপাশি আয়েশা খান খুবই সুন্দর অভিনয় করেছেন। দুজনকে ভীষন ভালো মানিয়েছে। ভবিষ্যতে আরও দুজনের জুটি দেখবো আশা রাখলাম। ঋতুপর্ণা কলকাতা থেকে।
Past romantic memories can't be forgotten totally , they often appear in our present. Our lives run as usual with all past memories which illuminates our heart forever. A beautiful drama following Rabindranath's short story is highly enjoyable. Shajal and Ayesha both are outstanding and totally Rabindrik in nature. Shajal speaks in a beautiful voice. His expressions of unfulfilled, non- demanding love is poetic in nature. Ayesha with painful eyes is still very charming, Thank you Bangladesh for remembering Rabindranath in such a beautiful way.
অরনী জীবনের কিছু অতীত বিস্মৃতির অন্ধকারে তলিয়ে যায় না। জীবনের বাঁকে তার সাথে যখন নতুন করে পরিচয় ঘটে, তখন মনে হয় সেই সব অতীত কতখানি সুখের, কতখানি সুন্দর। রবীন্দ্রনাথের লিপিকা কাব্যগ্রন্থের "অস্পষ্ট " আখ্যানকে কেন্দ্র করে তৈরি অরনী নাটকটি একটি অতীত অনুরাগের অপূর্ব এক স্মৃতিচারণ, যেখানে অয়ন এবং অরনী দুজনের দেখা হয়েছিল বহু বছর পর, এবং দুজনের জীবন থেকে কিশোর বয়সে হারিয়ে যাওয়া একটি অসম্পূর্ণ প্রেমের অধ্যায় নতুন করে উন্মোচিত হয়েছিল। লিপিকা কাব্যগ্রন্থের, মূল গল্পে বনমালী এবং পার্শ্ববর্তী বাড়ির মেয়েটির কোনোদিন সাক্ষাৎ ঘটেনি , শুধু বহুবছর পর বনমালী সেই জনৈকা কিশোরীর লেখা কিছু পত্র পেয়েছিল যেগুলো সে কোনোরূপ পাঠ না করে সযত্নে রেখে দিয়েছিল, ফলে তাদের কৈশোরের অনুরাগের উপসংহারটি অসম্পূর্ণ রয়ে গেছিল। উক্ত নাটকে নতুন করে পরিচিত, অয়ন এবং অরনীর দেখা হলেও, তাদের বর্তমান এবং সুখময় এক অতীতের দোলাচলে দুজনেই তখন দ্বিধান্বিত এবং উৎকন্ঠিত। যখন এক সুখময় সময় তাদের সামনে আগত, তখন উভয়ের ভিন্নতর দুটি বর্তমান জীবনবোধের প্রাসঙ্গিকতায় , অতীতের উপাখ্যানটি তাদের সুখস্মৃতি হয়েই রয়ে গেলো। নাটকের সংলাপ, পরিবেশনা, অত্যন্ত সুন্দর এবং মার্জিত। সজলের স্নিগ্ধ, সৌম্যকান্তি রূপ এবং সংলাপ বলার এক অপূর্ব বাচনভঙ্গি ভারী চমৎকার। প্রতিটি কলাকুশলীদের ছিমছাম অভিনয় সত্যি প্রশংসনীয়। পরিচালক নাহিদ আহমেদ পিয়াল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর উপাখ্যানটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শুভেচ্ছা এবং শুভকামনা। শুভদীপ রায়, শঙ্খ, কলকাতা।
Aishar dheer gambhir abhinay khub bhalo. SHE IS THE MOST GRACEFUL LADY IN BD NATOK FAMILY. RABI THAKUR SAMPARKITO KONO KAJ AISHA KORECHHE ETA KHUB BHALO LAGLO.
খুবই সুন্দর মার্জিত অভিনয় দেখলাম বহুদিন পরে ! ভালো লাগলো বেশ ভালো লাগলো !! কিন্তু এই ধরনের নাটকে দর্শক কম হয় ,, তারপর আবার বাংলাদেশের মাটিতে , যেখানে নিলয় আলমগীরের মতো অভিনেতা নায়িকা হিমির সাথে প্রায় ১০০ নাটকে অভিনয় করেন অবাস্তব কাহিনীর উপর নির্ভর করে এবং বলতে খারাপ লাগে ওর নিজের প্রোডাকশনে যেই নাটক গুলো তৈরি হয় সেগুলো ও ততধিক ............. । আমি কলকাতার মানুষ ,, শুধু বাংলাদেশের নাটক দেখি রোজ ৩ ঘন্টা করে ! ভালো নাটক গুলো থেকে আনন্দ পাবো বলে ।। ধন্যবাদ
দুই বাংলার ক্ষেত্রেই এই কথা প্রযজ্য। ভালো নাটক দেখা, ভালো লেখা পড়া, ভালো গান শোনার লোক কম। শুধু নিলয়ের মতো অভিনেতা, অভিনেত্রী দের দোষ দিয়ে লাভ নেই, তাদের ও তো উপার্জন করতে হবে নইলে তারাই বা চলবেন কি করে। নাটক বা সিনেমার ভাষায় নিলয়, হিমি যে ধরনের গল্পে অভিনয় করেন তা পাবলিক খাই বেশি করে। অথচ বাংলা সাহিত্যে ভালো গল্পের অভাব নেই, সেই গল্প নিয়ে নাটক করার মত সাহসী প্রযোজক ও তো চাই। আপনাকে ধন্যবাদ জানাই।
নাটক: অরণী পরিচালনা ও চিত্রনাট্য : নাহিদ আহমেদ পিয়াল সাহিত্যের গল্প যুগে, যুগে, কালে,কালে রচিত হয়েছে জীবন বোধের মধ্যে দিয়ে। কিছু মহর্ষি দের লেখনীর মধ্যে দিয়ে প্রকাশ পায় কিছু মানুষের না বলা কথার বাস্তবায়ন। জীবন প্রতি বার রঙে,বর্ণে, গন্ধে সুন্দর হয়ে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মধ্যে দিয়ে । রবি ঠাকুরের "অরণী" প্রাণ পায় বর্তমানের অরণী আর অয়নের জীবনের অতীত ও বর্তমানের ক্ষণিকের দেখার মধ্যে দিয়ে। ছোটবেলার ভালো লাগা, একজন অপর জনের অসহায়তাকে ভাগ করে নেওয়ার তৃপ্তির রেশ রয়ে যায় বর্তমানে তাদের হৃদয়ের মণিকোঠায়। না বলা কথা কত কথাই না বলে!! পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দু'জন চলতি হাওয়ার পন্থী। নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। আমরা চকিত অভাবনীয়ের ক্বচিৎ কিরণে দীপ্ত। অয়নের ভাবনা,আবেগ, অনুভূতি, আত্মবিশ্লেষণ সজলের অভিনয়,অভিব্যক্তি ও বুদ্ধিদৃপ্ত উপস্থাপনার মধ্যে দিয়ে স্পষ্ট। সজলের অভিনয় আঙ্গিক,গভীরতা, যে কোনো গল্পে র চরিত্রে প্রাণ প্রতিষ্ঠার সুনিপুণ কর্ম ক্ষমতা, এর উল্লেখ পাওয়া যায় রবিঠাকুরের নানান লেখা,রচনা,কবিতায়। প্রাণের ঠাকুর যেন বার্তা পেয়েছিলেন আগামীর এমন প্রাণের অভিনেতার আগমনের। অবশেষে সমগ্র টিম তথা পরিচালককে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কবির লেখা এমন এক সূক্ষ্য জীবন বোধকে তাঁর জন্ম তিথিতে আমাদের সামনে এমন সাবলীল ভাবে উপস্থাপন করার জন্য। সুদেষ্ণা শূর, কলকাতা পশ্চিমবঙ্গ।
আয়েশা খানের মোট ১৭টি নাটক রয়েছে তোমার ভালোবাসা, তোমাতে হারাই, চারুলতার নিখুজ খবর, গল্পের ভিতরে গল্প থাকে, অভিশাপ, আরনি, প্রেম করব না, প্রিয়, গল্প আমাদের: সুপার শপ প্রেম, Love me too, একটা তুমি লাগবে, তোমার কাছেই যাবো, হইনি কখোনো বলা, Best friend এর প্রেমি, আমি আছি তোমারই, উরুচিঠি ও মায়াবিনী।
বিশ্বের নাটকের মাত্র ১৫ মেগাস্টার আছেন এবং এই ১৫ মেগাস্টার হলেন মৌনিতা খান ঈশানা, সামিরা খান মাহি, আফ্রিবা খান মুমু, ফারিন খান, আয়েশা খান, ঈশিকা খান, এ্যানি খান, লিটা খান, সাথী খান, আনিশা খান, আনিকা খান, রত্না খান, সাদিয়া খান, মৌ খান ও রুমানা খান।
অসম্ভব সুন্দর নাটকটি।
সজল নূর এর অভিনয় দুর্দান্ত ছিলো, সজল নূরের অভিনয়ের কথা নতুন করে বলার কিছু নেই। তার পাশাপাশি আয়েশা খান খুবই সুন্দর অভিনয় করেছেন। দুজনকে ভীষন ভালো মানিয়েছে। ভবিষ্যতে আরও দুজনের জুটি দেখবো আশা রাখলাম।
ঋতুপর্ণা কলকাতা থেকে।
অসম্ভব সুন্দর নাটক যেখানে কোন ইংরেজি কিংবা অশ্লীল বাক্য বা ভাষা ব্যাবহার করা হয় নি
সত্যি প্রশংসনীয়
Past romantic memories can't be forgotten totally , they often appear in our present. Our lives run as usual with all past memories which illuminates our heart forever.
A beautiful drama following Rabindranath's short story is highly enjoyable.
Shajal and Ayesha both are outstanding and totally Rabindrik in nature.
Shajal speaks in a beautiful voice. His expressions of unfulfilled, non- demanding love is poetic in nature.
Ayesha with painful eyes is still very charming,
Thank you Bangladesh for remembering Rabindranath in such a beautiful way.
অসাধারণ... এই নাটকের ভিউজ সংখ্যা বলে দেয় দিন দিন মানুষের রুচি কতটা নিম্নগামী হচ্ছে। ইট ডিজার্ভ মিলিয়ন ভিউজ। খুবই ভাল লেগেছে প্রত্যেকটা চরিত্র 💙
দারুন গল্প....
অন্যরকম এক সৌন্দর্য ছড়ানো নাটক...বেশি সৌন্দর্য সজলের কন্ঠে... শুনলে প্রান জুড়িয়ে যায়...
সজলের সংলাপগুলো এত সুন্দর করে ধারন করে নাটকের সৌন্দর্য দিগুন থেকে দিগুণ হয়ে যায়....
😊😊😊😊
কি জানি কণ্ঠ কেমন!
Observation is really nice and true.
দীপা আপু শাহেদ ভাই সজল ভাই আয়েশা আপু একসাথে অরনী নাটকটা খুবই চমৎকার লাগলো।
খুব সুন্দর একটা নাটক। অর্থাত অসাধারণ ....... প্রকৃতির মনোরম পরিবেশে র সৌন্দর্য স্নিগ্ধতা ও নির্মলতায় পরিপূর্ণ।আর সজল ভাইয়ের অসাধারণ অভিনয়..... ছুঁয়ে গেল হৃদয় , ভরে গেল মন। অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো। খুব ভালো থেকো সুস্থ থেকো। ভগবান তোমার সহায় থাকুন 🙏🏻
❤❤❤❤anita (Kolkata )
অনেক সুন্দর একটা নাটক।আমরা শুধু ফারহান,জোভান,নিশোদের নিয়ে পড়ে আছি,
সজল ভাইয়ের অসাধারণ অভিনয়ের মুগ্ধ আমি।
The story blew me away. Outstanding performance by Abdun Noor Shajal and Ayesha khan. Thanks to all.
Asadharan anoboddo ekti natak. Purotai RabindraNath e r moroke. Avinoy protyeker apurbo. From kolkata❤❤
নাটক টা দেখে ৯০ দশকের নাটকের ছোঁয়া পেলাম ভালো লাগলো এইরকম নাটক তো আজকাল দেখাই হয় না ধন্যবাদ চ্যানেল আই ও নাটকের সকল কলাকৌশলিকে..?
আয়েশা খানের জন্ম ১৯৮৯ সালে, তাই এটি একটি নতুন নাটক, পুরনো নাটক নয়।
অসাধারণ একটা নাটক..... সত্যি সত্যিই মন টা ভরে গেল।
অরনী
জীবনের কিছু অতীত বিস্মৃতির অন্ধকারে তলিয়ে যায় না। জীবনের বাঁকে তার সাথে যখন নতুন করে পরিচয় ঘটে, তখন মনে হয় সেই সব অতীত কতখানি সুখের, কতখানি সুন্দর।
রবীন্দ্রনাথের লিপিকা কাব্যগ্রন্থের "অস্পষ্ট " আখ্যানকে কেন্দ্র করে তৈরি অরনী নাটকটি একটি অতীত অনুরাগের অপূর্ব এক স্মৃতিচারণ, যেখানে অয়ন এবং অরনী দুজনের দেখা হয়েছিল বহু বছর পর, এবং দুজনের জীবন থেকে কিশোর বয়সে হারিয়ে যাওয়া একটি অসম্পূর্ণ প্রেমের অধ্যায় নতুন করে উন্মোচিত হয়েছিল।
লিপিকা কাব্যগ্রন্থের, মূল গল্পে বনমালী এবং পার্শ্ববর্তী বাড়ির মেয়েটির কোনোদিন সাক্ষাৎ ঘটেনি , শুধু বহুবছর পর বনমালী সেই জনৈকা কিশোরীর লেখা কিছু পত্র পেয়েছিল যেগুলো সে কোনোরূপ পাঠ না করে সযত্নে রেখে দিয়েছিল, ফলে তাদের কৈশোরের অনুরাগের উপসংহারটি অসম্পূর্ণ রয়ে গেছিল।
উক্ত নাটকে নতুন করে পরিচিত, অয়ন এবং অরনীর দেখা হলেও, তাদের বর্তমান এবং সুখময় এক অতীতের দোলাচলে দুজনেই তখন দ্বিধান্বিত এবং উৎকন্ঠিত। যখন এক সুখময় সময় তাদের সামনে আগত,
তখন উভয়ের ভিন্নতর দুটি বর্তমান জীবনবোধের প্রাসঙ্গিকতায় , অতীতের উপাখ্যানটি তাদের সুখস্মৃতি হয়েই রয়ে গেলো।
নাটকের সংলাপ, পরিবেশনা, অত্যন্ত সুন্দর এবং মার্জিত। সজলের স্নিগ্ধ, সৌম্যকান্তি রূপ এবং সংলাপ বলার এক অপূর্ব বাচনভঙ্গি ভারী চমৎকার। প্রতিটি কলাকুশলীদের ছিমছাম অভিনয় সত্যি প্রশংসনীয়। পরিচালক নাহিদ আহমেদ পিয়াল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর উপাখ্যানটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
শুভেচ্ছা এবং শুভকামনা।
শুভদীপ রায়, শঙ্খ, কলকাতা।
অনেক সুন্দর লাগলো নাটকটা,,,সজল তো আরও বেশি প্রিয় ❤❤❤
খুবই সুন্দর নাটক, সকলেরই অভিনয় সাবলীল। এই ধরণের নাটক আরো অনেক দেখতে চাই। প্রত্যেক কে ধন্যবাদ।
এত ভালো একটা কাজ, আর ভিউ নাই, এতে বোঝা যাচ্ছে, আমরা বাঙালিরা ভালো জিনিস নিতে পারি না, সজল ভাইয়ের নাটকগুলো বরাবরই সেরা❤❤
Aishar dheer gambhir abhinay khub bhalo. SHE IS THE MOST GRACEFUL LADY IN BD NATOK FAMILY.
RABI THAKUR SAMPARKITO KONO KAJ AISHA KORECHHE ETA KHUB BHALO LAGLO.
Love Does Not Need Powerfull Eyes, Cute Voice And Lovely Face, It Always Needs A Beautiful Responsible Heart With Affection Forever..!!
আসাধারণ দুই জনের অভিনয় অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে অরনি চরিত্রটি। শুভকামনা আয়েশা খান।
অনেক ভালো লাগলো নাটক টা ভিষণ রকম ভালো খুবই সুন্দর 👌👌👌
প্রিয় অভিনেতা সজল ভাই ❤❤❤
কে কে ইন্ডিয়া 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳থেকে দেখছেন জানাবেন। প্রিয় অভিনেতা সজল নূর ও আয়শা খান। অসাধারণ নাটক। ❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
বলার ভাষা হয় না এতো সুন্দর নাটকটি❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
সজল ভাই আর আয়শা আপুর আরো নতুন নাটক করা উচিত অনেক সুন্দর জুটি হয়েছে।
Onek din por moner moto akta natok deklam ❤
কি অসাধারণ, কি অনবদ্য
এত ভালো লাগলো। ❤️
নাটকটা অসাধারণ হইছে ভাই
নাটক টি অসাধারন এবং সজল ভাইয়ে সব নাটক গুলা অনেক পছন্দের
নাটকের সবার অভিনয় আসলে অনেক সুন্দর হয়েছে
Aisa-❤️❤️❤️❤️
●∙──༅༎﷽༎༅──∙●
𝄞⋆⃝আল্লাহ নসিবে অনেক কিছু রেখেছেন😊
⋆⃝⋆প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাব🤲🦋
😊🦋_𝐈𝐧’𝐬𝐡𝐚’𝐀𝐥𝐥𝐚𝐡 _🦋😊
Natoker sobteke sundor & misty hasir nayika amader sobar ayesa apu
অসাধারণ ❤❤
খুবই সুন্দর মার্জিত অভিনয় দেখলাম বহুদিন পরে ! ভালো লাগলো বেশ ভালো লাগলো !! কিন্তু এই ধরনের নাটকে দর্শক কম হয় ,, তারপর আবার বাংলাদেশের মাটিতে , যেখানে নিলয় আলমগীরের মতো অভিনেতা নায়িকা হিমির সাথে প্রায় ১০০ নাটকে অভিনয় করেন অবাস্তব কাহিনীর উপর নির্ভর করে এবং বলতে খারাপ লাগে ওর নিজের প্রোডাকশনে যেই নাটক গুলো তৈরি হয় সেগুলো ও ততধিক ............. ।
আমি কলকাতার মানুষ ,, শুধু বাংলাদেশের নাটক দেখি রোজ ৩ ঘন্টা করে ! ভালো নাটক গুলো থেকে আনন্দ পাবো বলে ।।
ধন্যবাদ
দুই বাংলার ক্ষেত্রেই এই কথা প্রযজ্য। ভালো নাটক দেখা, ভালো লেখা পড়া, ভালো গান শোনার লোক কম। শুধু নিলয়ের মতো অভিনেতা, অভিনেত্রী দের দোষ দিয়ে লাভ নেই, তাদের ও তো উপার্জন করতে হবে নইলে তারাই বা চলবেন কি করে। নাটক বা সিনেমার ভাষায় নিলয়, হিমি যে ধরনের গল্পে অভিনয় করেন তা পাবলিক খাই বেশি করে। অথচ বাংলা সাহিত্যে ভালো গল্পের অভাব নেই, সেই গল্প নিয়ে নাটক করার মত সাহসী প্রযোজক ও তো চাই।
আপনাকে ধন্যবাদ জানাই।
আয়শা খানের সব গুলো নাটক দেখা শেষ এটাই বাকি ছিল তাও দেখে ফেল্লাম 🥰😊
Khub valo laglo...
Wonderful , Excellent ❤️❤️❤️🧡😍🥰😮💪👍🇧🇩
বহু বছর পর মন প্রাণ ভরে গেল নাটকটি দেখে।
আয়েশা ভাইয়ার অভিনয় কার কার কাছে ভালো লাগে। 🎉🎉🎉🎉🎉🎉🎉
আমি তো জানতাম আয়েশা খান মেয়ে ছেলে না 😮😮😮
Beautiful natok ❤
Hiii .. from India ...
নাটক: অরণী
পরিচালনা ও চিত্রনাট্য : নাহিদ আহমেদ পিয়াল
সাহিত্যের গল্প যুগে, যুগে, কালে,কালে রচিত হয়েছে জীবন বোধের মধ্যে দিয়ে।
কিছু মহর্ষি দের লেখনীর মধ্যে দিয়ে প্রকাশ পায় কিছু মানুষের না বলা কথার বাস্তবায়ন।
জীবন প্রতি বার রঙে,বর্ণে, গন্ধে সুন্দর হয়ে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মধ্যে দিয়ে ।
রবি ঠাকুরের "অরণী" প্রাণ পায় বর্তমানের অরণী আর অয়নের জীবনের অতীত ও বর্তমানের ক্ষণিকের দেখার মধ্যে দিয়ে।
ছোটবেলার ভালো লাগা, একজন অপর জনের অসহায়তাকে ভাগ করে নেওয়ার তৃপ্তির রেশ রয়ে যায় বর্তমানে তাদের হৃদয়ের মণিকোঠায়।
না বলা কথা কত কথাই না বলে!!
পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি
আমরা দু'জন চলতি হাওয়ার পন্থী।
নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ,
বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ।
আমরা চকিত অভাবনীয়ের ক্বচিৎ কিরণে দীপ্ত।
অয়নের ভাবনা,আবেগ, অনুভূতি, আত্মবিশ্লেষণ সজলের অভিনয়,অভিব্যক্তি ও বুদ্ধিদৃপ্ত উপস্থাপনার মধ্যে দিয়ে স্পষ্ট।
সজলের অভিনয় আঙ্গিক,গভীরতা, যে কোনো গল্পে র চরিত্রে প্রাণ প্রতিষ্ঠার সুনিপুণ কর্ম ক্ষমতা, এর উল্লেখ পাওয়া যায় রবিঠাকুরের নানান লেখা,রচনা,কবিতায়।
প্রাণের ঠাকুর যেন বার্তা পেয়েছিলেন আগামীর এমন প্রাণের অভিনেতার আগমনের।
অবশেষে সমগ্র টিম তথা পরিচালককে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কবির লেখা এমন এক সূক্ষ্য জীবন বোধকে তাঁর জন্ম তিথিতে আমাদের সামনে এমন সাবলীল ভাবে উপস্থাপন করার জন্য।
সুদেষ্ণা শূর, কলকাতা পশ্চিমবঙ্গ।
আয়েশা খানের মোট ১৭টি নাটক রয়েছে তোমার ভালোবাসা, তোমাতে হারাই, চারুলতার নিখুজ খবর, গল্পের ভিতরে গল্প থাকে, অভিশাপ, আরনি, প্রেম করব না, প্রিয়, গল্প আমাদের: সুপার শপ প্রেম, Love me too, একটা তুমি লাগবে, তোমার কাছেই যাবো, হইনি কখোনো বলা, Best friend এর প্রেমি, আমি আছি তোমারই, উরুচিঠি ও মায়াবিনী।
❤❤❤
❤❤❤
সজল নূরের নাটক মানেই অসাধারণ,,
ভালো লাগার মতো গল্প।
দীপা আপুর নাটক আমার অনেক ভালো লাগে,ফিরে গেছি আমার সেই শৈশবে,
Simply Asadharan
আমাদের কুমিল্লার আয়শা খান❤❤❤
Thanks
অসম্ভব সুন্দর,
Love This❤
বাহ বেশ লাগলো নাটকটা ❤
সজল ভাইয়ের সাথে নায়িকা গুলো ভালো হওয়া তরকার।যেমন তিশা,সাদিয়া আয়মান,তাসনিয়া ফারিন,সাবিলা এদের সাথে নাটক করা উচিত, তাহলে ভিউ বাড়বে।অভিনয় অসাধারণ করে।।
রবীন্দ্রনাথের শৈলী পূর্ন হৃদয় নিংরানো লিখা আমি অনেক পূর্বেই পড়েছি তবে দেখার বিষয় অভিনয় টা কেমন করলো।
❤️❤️
অসাধারণ একটা নাটক।
সজলের নাটক আরও চাই 💪
খুবেই সুন্দর একটা নাটক
অসাধারণ সুন্দর একটি নাটক!
Shajal noor aoysha khan juti aro natok cai
Well done ✅
সজলের মতো অভিনেতা আমরা কোন দিন পাবো না
খুব ভালো লাগল গল্প টা
৫২৮৮.বাংলাদেশি নাটকের ভক্ত।
আয়েশা আপু বেশি করে নাটক করবেন
নাটক টা অনেক সুন্দর
সজলের নাটক পরিবারের সবাইকে নিয়ে দেখা যায়
Onek din por deklam vai
বিশ্বের নাটকের মাত্র ১৫ মেগাস্টার আছেন এবং এই ১৫ মেগাস্টার হলেন মৌনিতা খান ঈশানা, সামিরা খান মাহি, আফ্রিবা খান মুমু, ফারিন খান, আয়েশা খান, ঈশিকা খান, এ্যানি খান, লিটা খান, সাথী খান, আনিশা খান, আনিকা খান, রত্না খান, সাদিয়া খান, মৌ খান ও রুমানা খান।
So nice story
AISHAR MOM JHOCHHONA SOUNDARYER DHARAPATE AMI SNATA HOLAM.
Sajal one of legend..
Natok ta mone hoi onek purano
এখানে কে কে আছেন যে আশা আপুর ভয়েস পছন্দ করেন আমার কিন্ত খুব ভাল লাগে
Me
এত সুন্দর নাটক অতচ এত ভিউ কম এটাতো হতে পারেনা তাইনা
সজলকে কেন জানি ভিউ যোগে খায় না !? কিন্তু অনেকের চেয়ে সজল এর অভিনয় ভালো
Right
আসলে ঠিক বলছেন
Ovinoi oboshoi khub valo...Amar mone hoi or katha balar staler jonno vew kom hoi...India theke.
onekk aage shajal bhaiar voice tah Sweet silo
কলকাতা বারাসাত মধ্যমগ্রাম জুয়েল কুমার সাহা ❤❤❤
শাকিব খানের চাইতে ও সজলের অভিনয় সুন্দর।
স্লো চিত্রনাট্য, সময়ক্ষেপণ, চঞ্চল তাহিয়া তাজিন খান আইশা কে কেমন বেমানান লেগেছে। বেশি ভারিক্কি চরিত্র!
হঠাৎই বুঝতে ও অনভব করছি আমি পুকুর পারে নেই!
আমার গ্রামের নাটক এমন কি এমন পারিবারিক নাটক ও ভাল লাগে শুদু প্রেমের কাহীনি দেখতে ভাল লাগেনা
সজল অনেক কিটিকেল নাটক করে যা কোন অভিনেতায় করতে পারে না।
নৈপথ্যে পর্দার পেছনের ঊচ্চস্বরে বাজানোটা কি আজকাল ফ্যাশন হয়ে গেছে নাকি? বাক্যালাপ শুনতে বড্ড অসুবিধা হয়। পরিচালক ও নির্দেশক কি এটা বুঝতে পারেন না?
Analog juger natok chole na akhon.....!!
নাটকের সাথে যায়গা টি মানায় নি,,আরো অন্য কোন যায়গা হলে ভালো হত,আরেক টু নিরজনতা, পাশে বড় পুকুর, থাকলে ভালো হতো
ভাষাহীন
অসাধারন একটা গল্প দেখলাম ভাই।
অসাধারণ একটা নাইকা
ধন্যবাদ
Beautiful Drama ❤️
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
❤❤❤
❤❤❤
❤❤❤❤❤❤