Silk Route Tour Guide | Ganek,Thambi View Point | Old Baba Mandir | Tsongmo Lake |Mandakini Falls

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #travel #silkroute #changulake #thambi #babamandir
    Thambi View Point- It is a high altitude (11200ft) viewpoint from where we could see the spectacular view of the loops of Old Silk Route and as well as the Majestic Kanchenzongha. just mesmerized with the duo. But even in bright sunny day, it will just hide in veil of fog after 9-9:30,
    Nathang Valley View Point
    Ganek View Point
    KUPUP LAKE
    Kupup Lake is also known as Hati Lake for its Elephant like shape. This lake is encompassed by high hills. Beside Kupup Lake you will discover an Ice Hockey field and a golf course at a height of 13020 feet.
    Baba Mandir in Sikkim: সিকিম গেলে বাবা মন্দির মাস্ট! কিসের টানে পর্যটকদের ভিড় জমে এখানে?
    প্রথমবার সিকিম বেড়াতে গেলে বাকেটলিস্টে থাকে নাথুলা, চাঙ্গু লেক। সেই তালিকা থেকে বাদ যায় না বাবা মন্দিরও। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে, নিঃশ্বাস নিতে সমস্যা হলেও কোনওভাবেই বাদ দেওয়া যাবে না বাবা মন্দির। সিকিমের এই রুটে বেড়াতে গেলে বাবা মন্দিরে বারো মাস পর্যটকদের ভিড় লেগে থাকে। মন্দির ঠিকই কিন্তু সেখানে কোনও ঈশ্বরের বাস নেই। তিনি না থেকেও রয়েছেন। তিনি এখনও পাহারা দিয়ে চলেছেন দেশের সীমান্ত। এমনটাই বিশ্বাস করেন ভারতীয় সেনারা। তিনি হলেন বাবা হরভজন সিংহ। তাঁর স্মরণে যে মন্দির সিকিমে গড়ে উঠেছে, যা পর্যটকদের কাছে জনপ্রিয় হলেও, ভারতীয় সেনাদের কাছে এর আলাদা গুরুত্ব রয়েছে।
    সিকিম রাজ্যে দুটো বাবা মন্দির রয়েছে। একটি পুরোনো সিল্ক রুটে এবং অন্যটি নাথুলার কাছে। দু’জায়গাতেই বিরাজ করেন হরভজন সিংহ। মূলত হরভজন সিংহের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই মন্দির। হরভজন সিংহের জন্ম ১৯৪৬ সালের ৩০ অগস্ট। ১৯৬৫ সালে মাত্র ১৯ বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর পঞ্জাব রেজিমেন্টে যোগ দেন তিনি। ১৯৬৮ সালে ২২ বছর বয়সি হরভজন কর্মরত ছিলেন নাথুলায়। তার বছরখানেক আগে এই অঞ্চল সাক্ষী ছিল ইন্দো-চিন যুদ্ধের। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় যুদ্ধ পরিস্থিতি না থাকলেও নাথুলা সবসময় স্পর্শকাতর। তাছাড়া এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ১৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত হওয়ার মারাত্মক ঠান্ডা, দুর্গম ও সঙ্কীর্ণ।
    ১৯৬৮ সালের অক্টোবর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিংহ রওনা দিয়েছিলেন আউটপোস্টের পথে। কিন্তু শেষ অবধি তিনি তাঁর গন্তব্যে পৌঁছাননি। টানা তিন-চার দিন ধরে খোঁজ চালানোর পরও হরভজনের কোনও সন্ধান পাওয়া যায়নি। তারপর শোনা যায়, তিনি এক সেনা জওয়ান প্রীতম সিংহের স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন তাঁর দেহ কোথায় পাওয়া যাবে। শোনা যায়, হরভজনের বলে দেওয়া জায়গাতেই তাঁর নিথর দেহ পাওয়া যায়। তারপর পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
    যদিও এখানেই শেষ নয়। শোনা যায়, মৃত্যুর পরও নিজের কর্তব্য পালন করেছেন হরভজন সিংহ। নাইট ডিউটি থাকা কোনও সেনা জওয়ান ঘুমিয়ে পড়লে তাঁকে চড় মেরে জাগিয়ে দেন তিনি। এমনকী শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সম্পর্কে সেনাদের সতর্ক করে দেন। তাঁর এই অবদানের কারণে তাঁর মাসিক বেতন বাড়িতে পাঠানো হত, বার্ষিক ছুটিও পেতেন তিনি। তাঁর জন্য আলাদা করে ট্রেনে সিট বুক করা হত। তাঁর ব্যাগ গোছানো হত এবং তিনজন সেনা জওয়ান তাঁর বাড়িতে সেটা পৌঁছে দিতেন। ১৪ বছর পর আগেও এই রীতি পালন করা হত।
    বাবা মন্দিরে হরভজন সিংহের সামরিক উর্দি, জুতো সযত্নে সংরক্ষণ করা আছে। তাঁর জন্য বিছানাও তৈরি করা রয়েছে। নাথুলায় কর্মরত সেনা জওয়ানদের দাবি, সেখানে মাঝে মাঝে হরভজন সিংহ বিশ্রাম নেন এবং বিছানা এলোমেলো হয়ে যায়। একই জিনিস দেখা যায়, তাঁর জুতোর ক্ষেত্রেও। জুতোতেও মাঝে মাঝে কাদা, ধুলো লেগে থাকে। অথচ হরভজনের কোনও জিনিস একচুল এদিক-ওদিক করা হয় না। এই বিশ্বাস থেকেই ভারতীয় সেনা জওয়ান থেকে শুরু করে পর্যটকেরা সিকিম গেলেই ঘুরে আসেন বাবা মন্দির।
    Tsongmo Lake
    some 40 kilometres (25 mi) from the capital Gangtok. Located at an elevation of 3,753 m (12,313 ft), the lake remains frozen during the winter season.
    চাঙ্গু লেক বিখ্যাত হওয়ার আরেকটি কারণ হল বৌদ্ধ ও হিন্দুদের মধ্যে এর উচ্চ শ্রদ্ধা । স্থানীয় সিকিমি জনগণের জন্য এটি গভীর ধর্মীয় গুরুত্ব বহন করে। ভুটিয়াতে সোমগো মানে "জলের উৎস"। এবং, হাস্যকরভাবে, হ্রদের জলের উত্স এখনও একটি রহস্য।
    Mandakini Falls.
    আমি ভবঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন . My name is Dibyendu Samai and i like to travel and roam around different places and try to present this places to my viewers. Travel and is my hobby and my oxizen. I am representing my observation and opinion in Bengali language on my mother tongue . পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা.

КОМЕНТАРІ •