বাবলুদার সাথে Yelbong এ এডভেঞ্চার | Camping & Trekking | First Part

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 751

  • @soumiroychowdhury8193
    @soumiroychowdhury8193 Рік тому +1

    Darun darun, ar kichu Boler nei.apner r prithider friendship chemistry oshadharon .

  • @dorabanerjee2636
    @dorabanerjee2636 Рік тому +28

    অনবদ্য... বাঁশের তৈরি গ্লাস, চামচ ...রাতে টর্চ জ্বালিয়ে নদীতে মাছ ধরা..দুর্দান্ত অ্যাডভেঞ্চার..এককথায় অসাধারণ

    • @sumanbhattacharyya7107
      @sumanbhattacharyya7107 Рік тому +1

      Apnake akta kotha boli plz don't mind banser toiri glass kikore hoi ??? Bolte paren j ota akta patro , glass Mane holo kanch ,

    • @susmitamondal3500
      @susmitamondal3500 Рік тому +2

      Sotti choto choto bapar gulo nie apnara ato pore thaken, asol mojatai nite paren na, ato kotar modhye banser toiri glass kothtai Kane bajlo,amra cholti kotha i steel er jol kaoar apnar kothai pattro keo glass I boli,

    • @goutamchoudhary6545
      @goutamchoudhary6545 Рік тому

      ASLE KI PAN THEKE EKTU CHUN KHOSLEI MAHA BIPAD. GLASS SABDATA AMRA CHALTI KOTHAY BOLI. SABDATA ASALE BIDESHI SABDA. AMRA PRAYI OTA KE GLASS ENG DER MOTO UCHHARAN KORI. KINTU BANGLAY ER ETO BAKHYA DEI NA. ABAR ANEKE GELAS O BOLE. TAI JAI UNI BALUK TATE KHATI KI. KTU NA HOY MISRA SABDA PRAYOG HOYECHHE. TATE KI ASE JAY.

    • @sumanbhattacharyya7107
      @sumanbhattacharyya7107 Рік тому

      Valo thakun jate porer prajonma Babu na hoye jai najor din , ashol moja apnara katota nen janina kintu ami to dibbi nei , sibaji da prithhijit da amar khub e moner manush seta ami jani valo korei ,

  • @joyetaghosh5555
    @joyetaghosh5555 Рік тому +66

    দাদা তোমাদের ভিডিও দেখলে মনে হয় বাড়িতে বসে পুরোটা এক্সপ্লোর করছি এত সুন্দর বল এত সুন্দর ভিডিওগ্রাফি আর পৃথ্বী জিৎদার সাথে তোমার নিখাদ বন্ধুত্ব মন ছুঁয়ে দেয় ধীরে ধীরে মনে হয় আমরাও তোমাদেরই একজন হয়ে গেছি সারাদিনে কাজের শেষে তোমাদের একটা ভিডিও না দেখলে রাতের ঘুমটা ঠিকঠাক হয় না

    • @kalyanbhattacharya6787
      @kalyanbhattacharya6787 Рік тому +2

      আমিও একমত।

    • @rajbiswas2203
      @rajbiswas2203 Рік тому +1

      আমিও একমত✌️👍☺️♥️

    • @sanjibchatterjee9541
      @sanjibchatterjee9541 Рік тому

      @@kalyanbhattacharya6787 ii

    • @rajumakhal370
      @rajumakhal370 Рік тому

      একদমই তাই মনের কথাটা বলে দিলেন 👍🙂❤️🙏🇮🇳

    • @sonjoyroy5925
      @sonjoyroy5925 Рік тому +1

      অসাধারন বললেন, খুব ভাল মন ছূয়ে যাওয়া কথা।

  • @debashischakravorty4993
    @debashischakravorty4993 Рік тому +1

    Ami ekjon travel agent, apnar ei video amar kachhe khub mulyaban, jodio ami nijeo trek kori. Ami 57 years e ese khub utsaho pelam. Chitrokutdham e thik erokom canion achhe.dekhechhi last year e.

  • @amalsaha4611
    @amalsaha4611 Рік тому +6

    আমি 60 বছর বয়সে কার্তিক স্বামী আর দেওরিয়া তাল ট্রেক করলাম গত নভেম্বর মাসে। বয়স টা বড় কথা নয়, উৎসাহ টাই আসল। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ভাল লাগল।

  • @anuradhaghosh800
    @anuradhaghosh800 Рік тому +13

    পড়ছে ঝড়ে বালির মতো এক মুঠো এই জীবন কয়েকটা দিন ভালো মন্দে আলগোছে দিন যাপন.. ভিডিওটা দেখে বারবার তাই মনে হচ্ছে.. প্রকৃতির মাঝে এতো সুন্দর অ্যাডভেঞ্চার মুগ্ধ হলাম..অনেক ধন্যবাদ আপনাদের..খুব ভালো থাকুন সবসময়

    • @Monisha-f7w
      @Monisha-f7w 6 місяців тому

      খুব সুন্দর কবিতা

  • @maladasgupta2247
    @maladasgupta2247 Рік тому +11

    কি সুন্দর জীবন আপনারা বেছে নিয়েছেন !!! কি দারুণ !
    অনেক সৌভাগ্যের অধিকারী আপনারা অসংখ্য ধন্যবাদ, যারা কোনোদিন যেতেই পারবোনা তাদের মনে মনে যাওয়া 🙏❤️❤️🙏

    • @kalyanimajumdar9898
      @kalyanimajumdar9898 Рік тому

      অসাধারণ , প্রকৃতি মন ছয়ে যায় , মন উদাস হয়ে যায় , তোমাদের চোখ আর মন দিয়ে অনুভব করি , আনন্দে আপ্লুত হয়ে পড়ি !

  • @alokebandyopadhyay6048
    @alokebandyopadhyay6048 Рік тому +1

    সত্যি, মনে হচ্ছে যেন একটা সিনেমা দেখছি। দারুণ দারুণ দারুণ।

  • @saikatkghose8501
    @saikatkghose8501 Рік тому +3

    দাদা সত্যি কথা বলতে কি মানুষের মত মানুষ তোমাদের গ্রুপ তাই তোমাদের সব কিছুই এত সুন্দর।। বাবলু দা, আপনি, পৃথিজীত দাদা।।

  • @pcbjobssearchconsultant1333
    @pcbjobssearchconsultant1333 Рік тому +1

    Durdanto Shibaji Prthijeet and Bablu Da…
    Jibone onek kichu shekhar ache apnader theke…
    Khub bhalo lagche… Bangali Jindabad

  • @sriparnabanerjee3140
    @sriparnabanerjee3140 Рік тому +1

    এতো সুন্দর এতো অপূর্ব ভিডিও যেন মন ছুঁয়ে যায়।না দেখলে যেন জীবন বৃথা।তোমাদের সজ্ঞে যদি কোথাও টুর করতে যাই, তবে আমার জীবন সার্থক হবে।তোমরা ভাল থাকো।অনেক আনন্দ করো।

  • @sharminrahman4679
    @sharminrahman4679 Рік тому +1

    অপূর্ব লাগলো। পরবর্তি ভিডিও টির জন্য অপেক্ষায় রইলাম।

  • @Shri_creation13
    @Shri_creation13 Рік тому +3

    না হেঁটেই হাঁটার অভিঙ্গতা,দুরন্ত লাগল।🌻🌻🌻🌻🌻👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🌻🌻🌻🌻🌻

  • @chinmoyghoshal1772
    @chinmoyghoshal1772 Рік тому +1

    explorer shibaji r video suru korei like button ta press kore di.......... osadharan jayga......jani na kono din erakam experience korte parbo kina? bablu da keo thanks..........one of the best video in explorer shibaji channel...........

  • @jhjh7330
    @jhjh7330 Рік тому +1

    Shibaji da..darun..jaiga..commentry..tomar bandhur gaan ta miss kor che..Thank you..ei America te ei sob pawa jai na..Bablu da Zindabad

  • @ruchiritaroy7446
    @ruchiritaroy7446 Рік тому +1

    অপূর্ব অসাধারণ খুব ভালো লাগলো আপনার এই পোস্ট ভিষন ভালো থাকবেন আপনারা সবাই শুভেচ্ছা রইলো সবার জন্য।

  • @Life-with-us
    @Life-with-us Рік тому +1

    ডুয়ার্সের প্রতি আমার ভালবাসা জেগে উঠে সমরেশের বই পড়ে।। উনি কালবেলা, উত্তরাধিকার গল্পে দারুণ ভাবে ডুয়ার্সের পাহাড়ের সেই সৌন্দর্যের কথা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন মনে মনে শুধু ভাবতাম, কবে যাব সেই ডুয়ার্স শহর দেখতে! যদিও আমার যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু আপনাদের ভিডিও দেখে তা অনেকটাই পূরণ হয়েছে।। আর, পৃথ্বীজিৎ দা আর আপনার বন্ধুত্ব দেখলে মনে হয়, কেন এই শব্দের গভীরতা এতটা বেশি।। আর উনার গানগুলো সত্যিই খুব ভাল লাগে। আমি, রুমি আর আমার স্বামী, রাকেশ দু'জনে বাংলাদেশী। কিন্তু পড়াশোনা আর চাকরির কারণে আমরা সুদূর আমেরিকায় বসে এই সুন্দর জায়গাগুলোর অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে পারি, তার জন্য অনেক ধন্যবাদ। বাবলুদা কি সুন্দর জায়গায় রিসোর্ট বানিয়েছে, সত্যি অসাধারণ।। আমাদের একটা চ্যানেল আছে, আমাদের সাতকাহন। যদিও খুব অল্পদিন হয়েছে আমাদের চ্যানেলের। এখানে আমরা বাংলাদেশ ও আমেরিকার সুন্দর জায়গাগুলো, প্রকৃতি তুলে ধরি।। দেখার অনুরোধ রইল।। আর আমেরিকায় আসার আমন্ত্রণ রইল।।🙏🙏

  • @krrahul2335
    @krrahul2335 Рік тому +2

    বন্ধুত্ব আছে, এডভেঞ্চার আছে, মনকাড়া ফটোগ্রাফি আছে, ডুয়ার্সয়ের সৌন্দর্য আছে, দুই পঞ্চাশের খুনসুটি আছে, ব্যাম্বু গ্লাস, স্পুন, দুই অসম বয়সী গাইড আছে এবং সর্বপরি বাবলুদা আছেন
    এতগুলি আছের সমাহার যখন থাকে, তখন ভিডিও বরাবরের মত সুপারহিট হবে এতে আশ্চর্যের কিছু নেই
    সবার জন্য ভালোবাসা রইল

  • @abhishekchakraborty3389
    @abhishekchakraborty3389 Рік тому +3

    অনবদ্য.... বাঙালীর ভ্রমণ পথপ্রদর্শক.... শিবাজী the boss.... অজানাকে জানার - অচেনাকে চেনার জন্য আপনিই সেরা গাইড। আপনারা দীর্ঘজীবী হোন।

  • @daliabanerjee8335
    @daliabanerjee8335 Рік тому +1

    অসাধারণ লাগলো, বেরিয়ে পড়ার ইচ্ছেটা ই বড় কথা ,শুনে খুব ভাল লাগলো

  • @linaroychowdhury2333
    @linaroychowdhury2333 Рік тому +2

    কী অসামান্য! আপনাদের মন আর চোখ দিয়েই খোঁজ মেলে সেই রত্নভান্ডারের--আমরা অঞ্জলি ভরে গ্রহণ করি সেই মণিমুক্তো। সমৃদ্ধ হই মননে। বেঁচে থাকার জন্য আপনাদের ঐ কথাগুলো সঞ্জীবনী সুধা। আজ লুটেপুটে নিয়েছি প্রকৃতিকে।মেখে নিয়েছি প্রকৃতির আদর---
    ঋণী হয়ে রইলাম।

  • @amitghosh5170
    @amitghosh5170 Рік тому +1

    ❤❤যথারীতি আকর্ষণীয় ব্লগ | খুব ভালো লাগলো বিশেষ করে আপনাদের অসাধারণ উপস্থাপনার জন্য। ভালো থাকবেন। ❤❤

  • @prantikbhandari1411
    @prantikbhandari1411 Рік тому +1

    Osadharon laglo 😍😍😍 amar dekhai bhalo lege gelo...

  • @rwittikbhattacharya9753
    @rwittikbhattacharya9753 Рік тому +1

    এক কথায় অসাধারণ। এরকম সিরিজ দেখে মন টা ভরে যায়। তার সাথে আপনাদের পরিবেশনা। অনবদ্য।

  • @debarghachatterjee687
    @debarghachatterjee687 Рік тому +1

    বাবলুদা একজন গ্রেট পার্সন, এতো ভালোবাসা পেয়েছিলাম, সাথে তোমাদের মতোন মানুষ, হ্যাটস অফ

  • @sumanrudra8954
    @sumanrudra8954 Рік тому +14

    প্রকৃতি কে ভালোবাসলে সেটা দশ গুন ফিরিয়ে দেয় প্রকৃতি মা,, দারুন অ্যাডভেঞ্চার পরের ভিডিওর অপেক্ষায় রইলাম স্যার ♥️♥️

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 Рік тому +31

    এটাকেই বলে Raw অ্যাডভেঞ্চার ❤️। বাবলুদার প্রতি আমিও সমান ভাবে কৃতজ্ঞ ভালো থাকবেন দাদারা ❤️🙏।

    • @BONGVOYAGER
      @BONGVOYAGER Рік тому

      sottie tai

    • @dr.sayandutta
      @dr.sayandutta Рік тому

      Erai Asol traveller dada, actually tourist sobaii, kintu traveller ar kojon e ba hote pare, bengali travelvlog kora youtuber er modhe sudhu shivaji sir kei dekhi jini ekjon more traveller than tourist

  • @debtanumukherjee
    @debtanumukherjee Рік тому +2

    অপূর্ব উপস্থাপনা দাদা, আপনার প্রতিটা ভিডিও দেখি, আজ কমেন্ট করতে বাধ্য হলাম। তার প্রধান কারণ হলো যেখানে আপনি আমাদের সবাইকে বেড়িয়ে পড়ার উৎসাহ দিলেন , সত্যি কাজের মধ্যে আমরা যেভাবে হারিয়ে যাচ্ছি তাতে প্রত্যেকে নিজের কথা ভুলে শুধু দৌড়েই চলেছি। আপনার( আপনাদের) মত এরম
    প্রাণশক্তি নিয়ে কজন-ই বা বেঁচে আছে।
    আপনি আরো এগিয়ে চলুন 🙏

  • @sudipdutta6352
    @sudipdutta6352 Рік тому +1

    Dada apnader video osadharn..khub valo..keep it up..power video r opekhay thaklam

  • @sougatabose7481
    @sougatabose7481 Рік тому +1

    Ohh shivaji da osadharon vlog complitly new flavour ,ar Shivajida,Babluda , Prithvijeet Da teen kingbodonti eksathey jekhane thakbe sei vlog valo na hoye pare darun onuvuti.

  • @arijitdey719
    @arijitdey719 Рік тому +1

    আপনাদের দেখে খুব হিংসা হচ্ছে। এই রকম একটা সুন্দর অচেনা জায়গাতে trekking করতে কার না ভালো লাগে। সঙ্গে আপনি এবং পৃথ্বিজিৎ দা এবং উপরি পাওনা বাবলু বাবু। অসাধারণ, লোভনীয়, সুন্দর জায়গা। অপেক্ষায় থাকলাম একদিন explore করবো।

  • @subratadas6654
    @subratadas6654 Рік тому +1

    অসাধারণ, অসাধারণ, "মাথার ঘাম পায়ে ফেলে youtuber দের যে রোজগার করতে হয়" এটা কিন্তু আমাদের কাছে অবশ্যই শিক্ষণীয়। আর River Bed এ দাড়িয়ে যেটা বললেন যে জীবনে দায়িত্ব, রোজগার, ভ্রমণ, বিলাসিতা তো অনেক হলো, নিজের মতন করে প্রকৃতির মাঝে মুঠোফোন ছাড়া adventure করার স্বাদ আস্বাদণের জন্য বয়স কোনো বেড়া নয়। কথাটা আমার খুব মনে ধরল। আমি এখন 57। 😊❣❣

  • @shikhachakraborty6467
    @shikhachakraborty6467 Рік тому +1

    Asadharon adventure. Aktu bhay hocchilo . Bhagawan amar bhaider bhalo rakhun.

  • @chandanasingha5906
    @chandanasingha5906 Рік тому +1

    আরিব্বাস ! দারুন এই অভিযান| পরের পর্বের অপেক্ষায় রইলাম |

  • @nirmalchandraaich2056
    @nirmalchandraaich2056 Рік тому +1

    Splendid! Khub sundar hoechhe. Mone holo amio ghure elam ei group er sange. Dhanyabad

  • @sharmilaghosh8005
    @sharmilaghosh8005 Рік тому +1

    Shibaji da Ptithwijit da 1st of all hats off to you two 🙏 kal blog dekhlum with husband aj abar nije dekhechi plus meyeder dekhiyechi… mesmerised mesmerised. Kotha bolar prosongsa korbar vasha kom porche .. ar osonkhyo dhonyobad Bablu da ke erokom jayga r sathe porichoy korano r jonyo . Duto part I eknishwas e dekhe gelum barbar.
    Sudhu bolar egiye cholun onek egiye cholun 🙏

  • @krishnendubiswas9078
    @krishnendubiswas9078 Рік тому +1

    Akta osadharon presentation!
    Encouraging o.Ami 50+,apnader video dekhle sotti money hoy age is only a number.Thanks!

  • @ashimkumarchakraborty185
    @ashimkumarchakraborty185 Рік тому +1

    দাদা তুমি আমার টনিক।তোমরা দুজনে ভালো থেকো👍ঠিকই বলেছো বয়স একটা সঙ্কা মাত্র ইচ্ছা ও মনের জোর আসল।শুভেচ্ছা রইল।।

  • @bhromonindia
    @bhromonindia Рік тому +1

    দারুণ শিবাজী দা ৫০ এ এমন! আর ভিডিওটাও দারুণ। আনন্দ লাগল ভিডিওটা দেখে।
    তবে আমার কাছে আরও একজন আছে যে কিনা ৬২/৬৩ তে ভার্সে তে প্রায় ১০/১১ কিলোমিটার সিকিমে পাহাড় - জঙ্গলের মধ্যে ট্রেক করেছিল। জায়গাটা মনে হয় এই জায়গার আশেপাশেই হবে। কারণ যে হোমস্টে তে ছিলাম তার একটা মেয়ের নাম ছিল রিনচেন। ভিডিও টা আপলোড করেছিলাম।

  • @sumitromajumdar4843
    @sumitromajumdar4843 Рік тому +1

    Brilliant....I am lucky je ami apnader extended family er ak jon...

  • @sauravscoreheart
    @sauravscoreheart Рік тому

    অসাধারণ লাগলো...অসাধারণ আপনার উপস্থাপনা... রিনচেঙ এর মুখে খুব মায়া...কেমন যেনো মন ভারী হলো ওদের দেখে...ওর গায়ে একটা গরম জামাও নেই অথচ কি প্রচন্ড এক্টিভ... পরের adventurous ভিডিওটির অপেক্ষায় থাকলাম

  • @titlybhattacharjee1879
    @titlybhattacharjee1879 Рік тому

    Ajker video ta just onno leveler... Ki bolbo setai Ami vebe pachhina just asadharan laglo... Ak apurbo shanti bichoron korte laglo mone... Ki marattok sundor jaega r oi pahari pothe hete jaoa just asadharan laglo... Bablu dake jotoi dekhi totoi valo lage... Porer porber apekkha te thaklam 😊♥️♥️♥️

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar Рік тому +1

    Darun video kingshuk dar nokhodorpone puro dooars jantam e na ei jaga ta awesome video 👍👍👍❤️❤️

  • @shelleydasgupta8554
    @shelleydasgupta8554 Рік тому +1

    Anabadya.. Sundar upasthapana.. Adventure vorpur.. You are the best✌

  • @anubhabchakraborty5861
    @anubhabchakraborty5861 Рік тому +1

    Sotti e Bablu da ke dekhe onek beshi inspired hoye gache!!!

  • @screwharanosankar6574
    @screwharanosankar6574 Рік тому +1

    অসাধারণ বিশ্লেষণ, অপূর্ব দৃশ্যের উপস্থাপন। 👍👍👍🥰

  • @hihlw157
    @hihlw157 Рік тому

    Osadharon sundor SARTHOK jibon chaliye jan R amra du chok bhore dekhi❤️❤️❤️❤️❤️🙏

  • @sonalimodak8237
    @sonalimodak8237 Рік тому +1

    যাওয়ার ইচ্ছা থাকল। আপনার ভিডিও দেখি, খুবই ভালো লাগে। ভালো থাকবেন দুজনেই। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য।

  • @Bangalihinduchandan
    @Bangalihinduchandan Рік тому +1

    খুব সুন্দর ✌️❤️❤️✌️
    ঘোরার ভিডিও দেখলেই
    মন ভরে যায় ✌️❤️❤️✌️

  • @RhythmRoop31
    @RhythmRoop31 Рік тому +1

    Daarun… shotti e lobh hocche jawar… ❤️❤️

  • @dolanchapasarkar9542
    @dolanchapasarkar9542 Рік тому +1

    দারুণ ভিডিও শিবাজীদা ও পৃথীজিৎদা অসাধারন অভিযান পরের পর্বের অপেক্ষায়
    র ইলাম।

  • @rahulnag3387
    @rahulnag3387 Рік тому

    Osadharon ekti video.....opurbo.....

  • @arijitganguly6430
    @arijitganguly6430 Рік тому

    Amra December end e Bablu dar resort e giyechilam...tomar video dekhe...darun resort...tmn sundor service, food..okhan Kar chelera khb valo...r Bablu da darun manush...tomar prosongsa korlo...tkhn sunlam tomra ei tour tai giyechile...Bablu da dooars niye ja khatchen tar tulona hoi na...and selflessly ....eto knowledgeable person kom dekhechi...Amar baba Maa giyechilo...aged and heart patient..Bablu da bolchilen je onar room chere deben...baba Maa khb enjoy koreche...ferar din sabar mon ta kharap hoye giyechilo...
    Tomake onek thanks...west bengal er tourism explore korar jonyo... amader ekhane sob kichu ache...sudhu promotion dorkar...

  • @magicofmountains2937
    @magicofmountains2937 Рік тому +1

    অপূর্ব...2nd time দেখলাম আজকে আবার...ভীষণ ভালো লাগল👌❤

  • @sovanparia1384
    @sovanparia1384 Рік тому +1

    দারুণ লাগল স্যার.. 2021 এ গেছিলাম... স্মৃতি গুলো মনে পড়ে গেল.. ওখানের ফ্রান্সিস আর হেমন্ত ভাই-এর কথা মনে পড়ে গেল.....

  • @gitikabanerjee145
    @gitikabanerjee145 Рік тому +3

    অনবদ্য অ্যাডভেনচার, রোমান্টিক পরিবেশ , লা- জবাব বাবলুদার আন্তরিকতা ,সবমিলিয়ে জার্নি টাকে এক স্বপ্নময় জগতে ভাসিয়ে নিয়ে গেছে ।পরের পথের চলার ছন্দে কত রহস্যময় থ্রীলার অপেক্ষা করছে, সেই কৌতুহলের অপেক্ষায় রইলাম ।

  • @reetamitra2593
    @reetamitra2593 Рік тому

    ভীষন মন ছুয়ে যাওয়া ভিডিওটা। ভীষন ভাবে অনুপ্রাণিত হলাম। আপনাদের অন্য ভিডিও গুলোও খুবই উৎসাহের সঙ্গে উপভোগ করছি। কোথায় যেন একটু মিলও খুঁজে পাচ্ছি। এগিয়ে যান, সুস্থ থাকুন।

  • @kolkatacurry
    @kolkatacurry Рік тому

    Sotti I boyesh Ekta number. Khub sundor. Wait korchlm ei video er jonno 🥰

  • @patralikadeb5000
    @patralikadeb5000 Рік тому +2

    এত সুন্দর প্রকৃতির কোলে তাবু খাঁটিয়ে রাত কাটানো দুর্দান্ত অভিজ্ঞতা।👌👌👍👍

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 Рік тому +1

    Asaaadharon!!! 😍Explorer Shibaji Pritthhijeet Babluda Apnader sobar jonnyo 🙏😍🙏ar guidedawer jonnyo anek Suveccha janai 😍😍khub valo thakben apnara 🙏😍🙏

  • @jayantaguchait1541
    @jayantaguchait1541 Рік тому +1

    আহা কি দারুন জায়গা মনটা ভরে গেল প্রকূতির রূপ অসাধারণ ভিডিও দাদা অসাধারণ

  • @subrataghosh8170
    @subrataghosh8170 Рік тому +4

    Ami 53+... A bachelor. Kintu aponar protiti vlog dechi right from the beginning. The way you inspired middle class people like us is really inspiring. A great job indeed. May the Lord be always with you... Thank you

  • @jayantadebnathpapai2299
    @jayantadebnathpapai2299 Рік тому +1

    সুন্দর অ্যাডভেঞ্চার... পরের ভিডিওর অপেক্ষায় রইলাম দাদা...আপনার প্রতিটি ভিডিও এককথায় অসাধারণ...🙏🙏🙏

  • @chanchaladhikary3489
    @chanchaladhikary3489 Рік тому +1

    অনবদ্য, অসাধারণ লাগল শিবাজী দা।

  • @bapibosr1383
    @bapibosr1383 Рік тому +1

    দারুন অ্যাডভেঞ্চার, এইসব ভাষায় প্রকাশ করা যায় না। বাবলু দা সহ আপনাদের সবাই কে হ্যাটস অফ

  • @tapaskarmakar1078
    @tapaskarmakar1078 Рік тому +1

    আমি এই ধরনের ভিডিও খুব পছন্দ করি।সত্যি কথা বলতে কি আপনারা সবাই ভাগ্যবান।
    সবথেকে বেশি ভালো লাগত যদি আপনার ফোন নম্বর জানা থাকত কিন্তু আপনাদের মতো মানুষের সাথে ঘোরার মজাই আলাদা।

  • @sudiptamondal797
    @sudiptamondal797 Рік тому +1

    দুর্দান্ত, অসাধারণ । আপনারা সুস্থ থাকুন আর এভাবেই ঘুরতে থাকুন ।
    পরের ভিডিওটার অপেক্ষায় রইলাম ।

  • @debjanisarkar2631
    @debjanisarkar2631 Рік тому +1

    ভীষণ ভালো লাগলো। দারুণ adventure...দেখেই তো যেতে ইচ্ছে করছে।

  • @Souvick3810
    @Souvick3810 Рік тому +1

    Ei part tar jonno opekkhay chilam.thanks

  • @lakshmikantabasu1051
    @lakshmikantabasu1051 Рік тому +1

    আমার ক্লাবের চারজন এই ট্রেক টা করেছে। তাদের তোলা ছবি আর ভিডিও দেখে আর তাদের মুখে এই ট্রেকের বিবরণ শুনে এই ট্রেকএর জন্য উৎসাহ পেয়েছিলাম কিন্তু অন্যান্য জায়গায় যাওয়া হলেও এখানে যাওয়া হয়ে ওঠেনি।
    আপনাদের সাথে এখানে ভার্চুয়ালি বেড়িয়ে যাওয়ার জেড চেপে গেল।
    ধন্যবাদ দাদা।

  • @rahulray9323
    @rahulray9323 Рік тому +1

    Osadharon. Man vs wild. Au ki sombhob? Hat's off to the entire group.

  • @payelmukherjee1218
    @payelmukherjee1218 Рік тому +1

    Oshadharon laglo. Odhbhut experience holo apnader. Thanks to Shivaji and Prithwi sir. Special thanks to Bablu da.

  • @proloysarkar9450
    @proloysarkar9450 Рік тому

    Darun sibajida vdo ta boddo taratari sesh hoya gelo.

  • @shampabiswas7092
    @shampabiswas7092 Рік тому +1

    দাদা অসাধারণ ঘরে বসে অনেক কিছু দেখে নিলাম পাহাড় ঝর্ণা আমার খুব ভাল লাগে আপনারা ভাল থাকবেন💐💐💐

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 Рік тому +5

    শ্রদ্ধেয় বাবলুদার সঙ্গে আপনাদের বন্ধু জুটির অসাধারণ রোমাঞ্চকর ট্রেক দেখে সীমাহীন আনন্দে ভরে উঠলো মন!

  • @sanjitdiaries1974
    @sanjitdiaries1974 Рік тому +1

    অসাধারন ভিডিওগ্রাফি ও তার সাথে এডভেঞ্চার খুব ভালো লাগলো ।

  • @amitdutta8768
    @amitdutta8768 Рік тому

    Osadharon laglo. Yelbong e camping korar ichhe roilo. Oboshyoi Babludar saathe ... 👍

  • @rajachandra1593
    @rajachandra1593 Рік тому +1

    Dada apnar sob video dekhechi almost but eta unique & inspiring.. Amr darun legeche

  • @sudiptaghoshal4847
    @sudiptaghoshal4847 Рік тому

    Oshadharon editing. Thank you Babluda amra sobai ekhon duars

  • @nes_rm
    @nes_rm Рік тому +2

    Sei level er adventure.. ♥
    Jothariti pritthijit dar 500 strike rate cholche..
    R bablu dar bes akta Personality ache..

  • @swatiacharya4852
    @swatiacharya4852 Рік тому

    Ashadharon lage apnader sob vedio... Eta to darun adventures... Khub bhalo laglo

  • @kaushikbanerjee5399
    @kaushikbanerjee5399 Рік тому +1

    Kono kotha hobey na - Darun laglo👌

  • @sankhasen3954
    @sankhasen3954 Рік тому

    Mone hochhilo, Ekta world class adventure movie dekhchhi. Hats off to Bablu da.

  • @ashimkumarghosal2549
    @ashimkumarghosal2549 Рік тому +1

    অসাধারণ অভিজ্ঞতা, দুর্দান্ত জায়গা। অনির্বচনীয় নৈসর্গিক সৌন্দর্য। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

  • @rumapalit9872
    @rumapalit9872 Рік тому +2

    সত্যি দারুণ অভিজ্ঞতা 👍

  • @somnathpal2109
    @somnathpal2109 Рік тому +1

    চরম সুন্দর লাগলো

  • @majumdersoma458
    @majumdersoma458 Рік тому

    Ki apurbo.... Dada ami apnar just fan hoye gechi.... Darun darun❤

  • @amitava.kitchen
    @amitava.kitchen Рік тому +1

    Dada vai apnader dujoner voice gulo ato sundor lage tai apnader proti ta video ato monojog dea dekhe 😊😊🙏🏻🙏🏻😍👍🏻

  • @bapisarkar1381
    @bapisarkar1381 Рік тому

    অসাধারণ একটা সুন্দর ভিডিও দেখলাম। বাবলুদাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏🙏

  • @arnabchakraborty6388
    @arnabchakraborty6388 Рік тому

    Ashamanyo Shibaji Da...just awesome hatsoff to you and team..!!!!

  • @pritamsaha3250
    @pritamsaha3250 Рік тому +6

    As usual অসাধারণ একটা ভিডিও।
    যেমন এডিট তেমনি presentation ❤️
    Big fan sir 😊

  • @binisutoygantha
    @binisutoygantha Рік тому +2

    আমি আপনাদের ডুয়ার্স এর আগের series দেখেছি, ভীষণ ভালো লেগেছে। এইবার টাও ভালো লাগবে, জানি। আপনাদের ভক্ত তো ছিলামই, বাবলুদারও ভক্ত হয়ে গিয়েছি। একবার নিশ্চই যাবো বাবলুদার ওখানে, থাকবো এবং ওনার পরামর্শ নিয়ে বেড়াবো। ধন্যবাদ এতো সুন্দর ভিডিও আমাদের উপহার দেবার জন্য। ভালো থাকবেন আপনারা 🙏🏻😊

  • @adityamukherjee2527
    @adityamukherjee2527 Рік тому

    Ki je osadharon adventure video ta dekhei feel korte parlam .... Aro onek je aste cholechey seta khub bhlokore bhujhte parchi ...... Thank u sibaji da tumi amader ghorar inspiration 👍👍

  • @devanshiduttaroy8840
    @devanshiduttaroy8840 Рік тому

    Ki darun laglo.. Mone hoche ekhuni pouche jai okhane... Bapok laglo...

  • @anupdas9263
    @anupdas9263 Рік тому +1

    এক কথায় অসাধারণ
    জিও জিও জিও.....

  • @subhra1851
    @subhra1851 Рік тому +1

    Pls dada besi wait koriona next episode r jnno..darun laglo episode ta..

  • @sonalisengupta3984
    @sonalisengupta3984 Рік тому

    Just fatafati,ki osadharon, excellent

  • @souravchowdhury080
    @souravchowdhury080 Рік тому +2

    শিবাজী দা সেই কমিউনিটি পোস্ট এ ছবিটার পর থেকে এই সিরিজ টার অপেক্ষায় ছিলাম। দাদা সবুরে মোয়া ফলেছে, কিন্ত পরবর্তী চিত্তাকর্ষক দৃশ্যাবলি গুলো তাড়াতাড়ি দাও। আর সবুর করা যাচ্ছে না।❤️❤️
    দাদা তোমরা ৬৫+ হলেও এই রকম সুস্থ ও সবল থাকো এই প্রার্থনা করি।

  • @udayshankargupta6597
    @udayshankargupta6597 Рік тому +1

    Sotty osadharon laglo....real raw adventure

  • @musicalvibeswithbarnali
    @musicalvibeswithbarnali Рік тому +1

    Tumi hole Banglaar Sherar Shera Travel Vlogger ete kono Dimot nei Fantastic as usual