একটি বিষণ্ণ চিঠি, মাকে • মহাদেব সাহা (Mahadev Saha) • কবিতা আবৃত্তি • Shamsuzzoha

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Ekti Bishonno Chithi, Ma Ke- Bangla poem by Mahadev Saha, Spoken Word Rendition by Shamsuzzoha (কবিতা: একটি বিষণ্ণ চিঠি, মাকে (মহাদেব সাহা), আবৃত্তি: শামসউজজোহা)
    Graphics & Edit: Trisha
    © Kobita Concert Series
    All rights reserved
    FOLLOW MY VOICE 👇
    👉 Spotify: open.spotify.c...
    👉 Official Artist Channel: / @shzoha
    👉 Facebook: / kobitaconcert
    👉 Instagram: / kobitaconcert
    👉 Profile: / withshamsuzzoha
    👉 Facebook Group: / 187264348594895
    একটি বিষণ্ণ চিঠি, মাকে
    মহাদেব সাহা
    -----
    তোমাকে ডাকার মাগো বড়ো ইচ্ছা করে
    বড় সাধ জাগে আজ, মা, তোমাকে একবার ডেকে কথা বলি
    কিন্তু কেন উত্তর মেলে না, নৈঃশব্দ আমাকে বিদ্ধ করে?
    আমি তো করিনি কোনো দোষ, না বলে যাইনি কোনোখানে
    তোমার অবাধ্য হয়ে একাকী নদীতে নেমে কাটিনি সাঁতার
    তবু কেন অযথা এমন ক্ষমাহীন ক্রোধে তুমি ফিরিয়েছো মুখ?
    এমন তো হয়নি কখনও ঘরে ফিরে তোমাকে ডেকেও আমি পাই নাই সাড়া
    বাড়ির উঠোনে আমি পা দিয়েই যতবার তোমাকে ডেকেছি
    যেখানেই থাকো তুমি আমার একটি ডাকে
    ঝরেছে তোমার কন্ঠে অপার করুণাধারা যেন
    সেই তুমি আজ কেন পাষাণের স্তব্ধতা এমন?
    মন চায় আজ শুধু তোমাকেই প্রাণ ভরে ডাকি
    কিন্তু দেখো, মানুষের এতোই সময় কম,
    মাকেও ডাকার তার সময় মেলে না।
    তোমাকে ডাকার পালা শেষ হয়ে গেলো,
    আর আজও আমি ভালো করে কথাই শিখিনি!
    তুমি কি ভেবেছো আমি বড়সড় হয়ে গেছি খুবই,
    তোমাকে এখন আর ব্যাকুল শিশুর মতো ডাকবো না আমি?
    কিন্তু মা এখনো আমি তোমার কোলের সেই শিশু রয়ে গেছি।
    আজো তো তেমনি মাগো ভয় পায়, ক্ষুধা তৃষ্ণা পায়
    কেউ একবিন্দু জলও দেয় না;
    তুমি তো জানোই মাগো
    একলা আঁধার ঘরে কী ভীষণ ভয়ে জড়সড়
    তোমারই বুকে লুকাতাম মুখ
    আজ আঁধারের চেয়েও আঁধার চারদিকে
    সামান্য মেঘের ডাকে যার ঘুম ভেঙে যেতো
    আজ তারই মাথায় মাগো ভেঙে পড়ে বাজ,
    তবু কারো এতোটুকু সরে না আঙুল;
    ইঁদুরের শব্দে পাছে ভয় পাই তাই ঘুম পাড়িয়েছো তোমার কোলেই
    আজ শ্বাপদসঙ্কুল এই অরণ্যে বাস করি;
    মাগো, তুমি নেই, তাই কেউ নেই
    ভয়ার্ত শিশুর মতো আজও আমি সবটুকু শক্তি দিয়ে
    যতই তোমাকে শুধু ডাকি,
    দেখি, এই শব্দময় পৃথিবীতে
    বিশাল মৌনতা এসে গ্রাস করে
    কেবল আমাকে।
    #kobita #abritti #recitation

КОМЕНТАРІ • 18

  • @badrulahsankhan4248
    @badrulahsankhan4248 Місяць тому

    অসাধারণ আবৃত্তি হয়েছে।❤

  • @abrahamsheikh
    @abrahamsheikh 2 місяці тому

    So heart touching!

  • @chyafrin
    @chyafrin 2 місяці тому +1

    খুব খুব খুব সুন্দর কবিতা,
    সৃষ্টির অপরুপ, সুন্দর, এই,,
    কবিতা, আবেগের মধ্যে, সব,
    সময়, বিবেক বসবাস করে,
    তাই তো,, অপারগ জীবন,, ও
    খাচার প্রাচীর ভেঙ্গে, কোথাও
    যেতে পারে না,

  • @user-hh2ju6vm3k
    @user-hh2ju6vm3k 19 днів тому

    Nice❤❤❤

  • @mdshohayebhossainsaif3034
    @mdshohayebhossainsaif3034 Місяць тому

    অসাধারণ কন্ঠ।
    কীভাবে আমরা এভাবে করতে পারি টিউটোরিয়াল চাই

  • @shamsularefin9592
    @shamsularefin9592 2 місяці тому +1

    Excellent

  • @chyafrin
    @chyafrin 2 місяці тому

    আমি এমনি একটি ফুল, ফুটে
    আছি,সুউচ্চ, পাহাড়ের চুড়ায়,
    দেখতে পায় সবাই, কিন্তু কারো স্পর্শে নেই,,

  • @chyafrin
    @chyafrin 2 місяці тому

    কি আর বলিবো জীবনের, শুরু থেকেই,, সেই একক বাণী
    চতুর দিকে ঘিরে রয়েছে আমায়,আর লিখতে পারিনা
    আমি নতুন কোন বাণী,,,,,

  • @nusratkamal9884
    @nusratkamal9884 2 місяці тому

    অ সা ধা র ণ !!!
    অ ন ব দ্য !!!
    দু র্দা ন্ত !!!

  • @On-the-way-ib3hx
    @On-the-way-ib3hx 2 місяці тому

    চমৎকার আবৃত্তি

  • @Nusratjahan-ho9om
    @Nusratjahan-ho9om 2 місяці тому

    কান্না চলে এলো

  • @debasishpal5001
    @debasishpal5001 18 днів тому

    আবৃত্তি ভালো মায়ের বিকল্প নেই

  • @kalyanbiswas7280
    @kalyanbiswas7280 2 місяці тому

    ❤️❤️❤️💚💚💚

  • @hoshneyara495
    @hoshneyara495 2 місяці тому

    পাষানের বুকে লিখ না আমার নাম!
    আমি চলে গেলাম 😢😢

  • @MD.Futanto
    @MD.Futanto 2 місяці тому +1

    আমার একটি কবিতা আবৃত্তি করে দিবেন ?