"চলে যেতে দিয়ো" ... সত্যিই কি চলে যেতে দেওয়া যায়?চলে যেতে দিলেও কোথাও না কোথাও কোনো এক চেনা গন্ধে , বা কোনো এক বৃষ্টি ভেজা রাতে,স্মৃতি গুলো চোখের কোনে ঠিক এসে বালিশ ভিজিয়ে দেয়।।
Jayna...abar dosh jaygay dhakka kheye ghure ashe tokhoni shomoshya hoy..ashole je ache take to useless mone hoy ar je thakle bhalo hoto take pawar por kichudin bade bojha jay she aro useless..tai abar fire asha..ashol katha holo jader bhalobashar akta karon lage tara shantusti pay na kono shomporko thekei...bhalobasha baparta joto unconditional hoy totoi khati....ar ajkal to shobetei bhejal..kichu korar nei
হাত পা ধরে কেঁদে বলেছিলাম "প্লিজ, ছেড়ে যেওনা। তোমাকে ছেড়ে বেঁচে থাকতে কষ্ট হবে"! কিন্তু সবকিছু পেছনে ফেলে সে চলে ই গেলো। যেতে দিও বলাটা যত সহজ ঠিক ততটা ই কঠিন তাকে ছেড়ে থাকা!! যেখানে থাকো, ভাল থেকো।
গানটি রীতম সেনের লেখা যে আমার স্কুল এর সিনিয়র ছিল ! মনে পড়ে রিতাম দা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন এর অ্যাসেম্বলি তে দাঁড়িয়ে মাঝে সাঝে নিজের লেখা পড়ত! তখনি মনে হয়েছিল শুধু একটা মুহূর্ত দরকার, অনেক দূর পথ হাঁটবে !
যে যেতে চায় তাকে আটকানো যায় না। যেখানে ভালোবাসা,সম্মান নেই সেখান থাকার মানে হয় না। তবুও নিজের প্রিয় মানুষটাকে যেতে দেওয়া ভুলে যাওয়া কি এতই সহজ? 🥺তাকে ভুলে থাকা অসম্ভব তবুও তাকে আটকে কোনোই লাভ নেই।😔
একটা মানুষ যে গভীর রাত অব্দি কথা বলবে, সময়ে খেয়েছ কিনা জানতে চাইবে, মন খারাপের পাশে থাকবে, দেখা হলে খিল খিল করে হাসবে, আঙ্গুল ছুঁয়ে দেখার এবং বুকের ভিতর জড়িয়ে রাখার মত মানুষ, একসাথে অনেকটা পথ হাটার মানুষ, তারপর একদিন সবটুকু মিথ্যে করে দিয়ে চলে যাবে এমন মানুষ.......! ✨
গানটা আমার বুকের ভেতর থেকে যন্ত্রনা বের করে আনে। কি একটা স্মৃতি। তার গলায় প্রথম শুনেছিলাম। আজ 1টা বৎসর পর আবার শুনতে এলাম। একদিন ওর সাথএ শুনেছি... আজ একা
13 বছর আগে একটা বিয়েবাড়ি র অনুষ্ঠানে পরিচয় হয়েছিল, শুধু নাম ছাড়া কিছুই জানতাম না। এখন এই অনলাইন এর যুগে দাঁড়িয়ে ও তাকে খুঁজে পাই নি,, একটু খোঁজ নিলে হয়তো সব জানতে পারবো, তবুও কোথাও যেন একটা আটকায়।। খুব ভালো থেকো, তুমি.. 🌻
ঋতম সেনের লেখনী অত্যন্ত তীক্ষ্ণ , তার লেখা গানে একটা রেশ থেকে যায় প্রতিবার এবারও তার অন্যথা হয়নি, এরকম গানই তো বাংলায় চাই , আর যেটুকু সংস্কৃতি আছে বাংলায় তা ধরে রাখার জন্য।
Ki apurbo Kotha ar ashadharon chokhe jol ana shur ... Monali geyechen o bhishon dorod diye (Y) ID Sir er music arrangement er kono tulona nei - Just Brilliant !!! Hats Off Anupam, Ritam & Prasen (Y) (Y) (Y)
এই কথা গুলো অন্তর আত্মার। কেউ চাই না নিজের প্রিয়জনকে হারাতে।।কিন্তু পরিস্থিতি কখনো কখনো তার নিকৃষ্ট রুপটাকে ধারণ করে।যার ফলে সে ব্যাথাটা আর সামলানো যায়না কোনদিন।
একটা সময় ভাবতাম আমাদের প্রেমের গল্পটাই সেরা। সবসময় আমরা এভাবেই থাকবো কোনো কিছু আমাদেরকে আলাদা করতে পারবে না অনেক বিশ্বাস ছিলো সত্যিকারের ভালোবাসা কখনো বৃথা যায় না। কিন্তু আমার সেই বিশ্বাসটা একদিন ভেঙেচুরে ছারখার হয়ে গেলো চোখের সামনে নিজেকেই তখন বোঝাতে পারছিলাম না কি হলো কেনো হলো কোথায় কমতি ছিলো কেনো আমার সাথেই এমনটা হতে হলো একের পর এক প্রশ্ন আমার মনের ভেতর ভেসে উঠছিল। হঠাৎ করেই চুপ হয়ে যাই কাঁদতেও পারছিলাম না ভেতর থেকে কোনো অনুভূতি প্রকাশ করতে পারছিলাম না শুধু চুপচাপ হয়ে গেলাম 🙂
বোলোনা রাধিকা তাকে, যেও না, যেও না প্রিয়। চলে যেতে চায় সে যদি, চলে যেতে চায় সে যদি চলে তাকে যেতে দিও। বোলোনা রাধিকা তাকে, যেও না, যেও না প্রিয়। যেমনও বনেরও লতা বসন্ত চলে গেলে, যেন বা মনেরও কথা, বধূয়া গিয়েছে ভুলে। যতটুকু মনে আছে ততটুকু সাথে নিও, যতটুকু মনে আছে ততটুকু সাথে নিও, বোলো না রাধিকা তাকে, যেও না, যেও না প্রিয়। অযথা দুরাশা যদি খুঁজে ফেরে হারানিধি, খুঁজে ফেরে হারানিধি গো অযথা দুরাশা যদি খুঁজে ফেরে হারানিধি, ছলনারও গতিবিধি ভাঙে হৃদি তা জানিও, ছলনারও গতিবিধি ভাঙে হৃদি তা জানিও। বোলোনা রাধিকা তাকে, যেও না, যেও না প্রিয়। চলে যেতে চায় সে যদি, চলে যেতে চায় সে যদি, চলে তাকে যেতে দিও। বোলোনা রাধিকা তাকে, যেও না, যেও না প্রিয়। বোলোনা রাধিকা..
প্রত্যেক টা দিন এক অসহ্য ব্যথা বেদনা নিয়ে বিরহ নিয়ে আমরা এগিয়ে চলেছি, যারা ছেড়ে চলে যায় শত স্মৃতি শত অনুরোধ উপেক্ষা করেও তাদের সত্যি যেতে দিতে হয় অনেক কষ্টে সত্যি টা মেনে নিতে বাধ্য হলাম, প্রিয় ভালো থেকো ❤ প্রিয়
যেউ যেতে চাইলে আটকানো চেষ্টা বৃথা, তারচেয়ে স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকা ভালো। কথা বলো স্মৃতির সাথে, তাকে শুনতে চাইলে তার মেসেজ পড়ো। সুর কানে বাজবে.... ভালো থাকুক, জীবন থেকে চলে যাওয়া আমার সেই ভালোবাসা। আর ফুরসত পেলেই ফিরে আসুক, আর বলুক ভালোবাসি...
Bhishon sundor. Great work Indradip Dasgupta and monali. R Specially Ritam sen. Bangla gaan e erokom lyrics onek din por sunlam. Khub fresh yet khub classy.
আমরা যখন কাউকে ভালোবাসি তখন তাকে স্নেহ ও শাসনে বেঁধে রাখতে চাই,মানুষের ধরনভেদে একেকজন মানুষের বেঁধে রাখার ধরন একেক রকম কেউ জোর করে বেঁধে রাখতে চায় আর কেউ বা শাসন করে কেউ বা মাত্রারিক্ত ভালোবেসে,কখনো এমনও হয় আমরা যদি কাউকে যদি ভালোবেসে বেঁধে রাখতে চাই তাহলে সেই ভালোবাসার মানুষটি ভালোবাসার বাঁধন আলগা করার চেষ্টা করেন সেই ভালোবাসার মানুষটি যেই হোক না কেন,কখনো কখনো আমাদেরই ভুলের কারনে এমনটা হয়, ভুল মানুষটিকে বেছে নিলে এমনটা হয় অথবা সম্পর্কে যদি দম বন্ধ করার মতো অবস্থা হলে অথবা অকারনে সে যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিও।Comments From Bangladesh.
"চলে যেতে দিয়ো" ... সত্যিই কি চলে যেতে দেওয়া যায়?চলে যেতে দিলেও কোথাও না কোথাও কোনো এক চেনা গন্ধে , বা কোনো এক বৃষ্টি ভেজা রাতে,স্মৃতি গুলো চোখের কোনে ঠিক এসে বালিশ ভিজিয়ে দেয়।।
Jayna...abar dosh jaygay dhakka kheye ghure ashe tokhoni shomoshya hoy..ashole je ache take to useless mone hoy ar je thakle bhalo hoto take pawar por kichudin bade bojha jay she aro useless..tai abar fire asha..ashol katha holo jader bhalobashar akta karon lage tara shantusti pay na kono shomporko thekei...bhalobasha baparta joto unconditional hoy totoi khati....ar ajkal to shobetei bhejal..kichu korar nei
Deoa jayna...kintu jokhon atke rekhe lav hoyna...kosto ta nijer e hoy...tokhon mukti die duto jibon ke sundor vabe bachte deoa tai sreyo ❤️
@@sushreyasen9654 right 😔🥺😥😢
bal thake
Besi vebo na nato zindagi jhand
হাত পা ধরে কেঁদে বলেছিলাম "প্লিজ, ছেড়ে যেওনা। তোমাকে ছেড়ে বেঁচে থাকতে কষ্ট হবে"! কিন্তু সবকিছু পেছনে ফেলে সে চলে ই গেলো। যেতে দিও বলাটা যত সহজ ঠিক ততটা ই কঠিন তাকে ছেড়ে থাকা!! যেখানে থাকো, ভাল থেকো।
বিরহ নেই,বিচ্ছেদ নেই,ভালোবাসা নেই,,
তবু কেন জানিনা একটা অন্যরকম অনুভূতি কাজ করে অবচেতন মনে,,
সত্যিই অসাধারণ!!!
প্রতিটি গানের comment box গুলো এক একটা পরিবারের মতো ❤️
গান গুলো যত না মনের কথা বলে..... তার চেয়ে comments গুলো আরো বেশি মন ছুঁয়ে যায় ❤️❤️
একদম ঠিক বলেছেন। এই ধরনের কিছু মন ছুঁয়ে যাওয়া গানের কমেন্ট বক্স গুলো পরিবারের মতো।
দারুন বলেছেন... সত্যিই পরিবার...
আহা 'পরিবার '! ভালো বলেছেন। দুঃখের মিলনের পরিবার 🍁
Strangers often can give more comfort than most people we know in real life. So yea......we're a family ❤
@@lovesomebodyudontknow5582 turely yes
চলে যেতে চায় যদি তাকে কি আটকানো যায় কিন্তু মনের কুঠুরিতে এক চিলতে রোদের মতো সে ঠিকই থেকে যায়.... ভুলে থাকার অভিনয়টা আমরা সকলেই দিব্যি করে যাচ্ছি
" চলে তাকে যেতে দিও " কথাটার মধ্যে চলে যাওয়া নয় শুধুই " থেকে যাওয়ার আকুলতা " 🖤🌻
একটা সময় আমরা সবাই ঠিকই বুঝি - তাকে ছাড়া থাকা বড্ড বেশি কঠিন , কিন্তু আটকে রেখে আদতে কোনো লাভ নেই !
Khub vastob, Jake char te echae na thakleu jete dite hoi
@@kdey5159 Akdom e tai..
Gaan ta onek kichu mone koria dai
@@kdey5159 Chere deoatei aro mone badha pore jai...hai !!
তবুও চলে যায়।
যতবারই শুনি না কেন...পুরোনো হয় না...
যেতে দেওয়াতেও যেন এক প্রশান্তি আছে..🖤🍂....আটকে রেখে লাভ নেই যখন,মুক্তি দেওয়াই শ্রেয়।।💕
কিন্তু মুক্তি দিয়েও তো শান্তি মিলে না। এক ভয়ানক অশান্তি তখন কাজ করে!
@@sorojkarmakaremon7768 mukti te akta osavabik anondo r kosto dutai thake setari moja onek
গানটি রীতম সেনের লেখা যে আমার স্কুল এর সিনিয়র ছিল ! মনে পড়ে রিতাম দা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন এর অ্যাসেম্বলি তে দাঁড়িয়ে মাঝে সাঝে নিজের লেখা পড়ত! তখনি মনে হয়েছিল শুধু একটা মুহূর্ত দরকার, অনেক দূর পথ হাঁটবে !
i am an ex student of RKMV Purulia. 😊
Abr dhop.. Anindya tui choto teke ak e roi gelo...
Ha to seta ekhane bolarki ache
@@ritakundu7374 tui boro ho bujbi...
ua-cam.com/video/I_jX-CS_X2Q/v-deo.html
যে যেতে চায় তাকে আটকানো যায় না। যেখানে ভালোবাসা,সম্মান নেই সেখান থাকার মানে হয় না। তবুও নিজের প্রিয় মানুষটাকে যেতে দেওয়া ভুলে যাওয়া কি এতই সহজ? 🥺তাকে ভুলে থাকা অসম্ভব তবুও তাকে আটকে কোনোই লাভ নেই।😔
একটা মানুষ যে গভীর রাত অব্দি কথা বলবে, সময়ে খেয়েছ কিনা জানতে চাইবে, মন খারাপের পাশে থাকবে, দেখা হলে খিল খিল করে হাসবে, আঙ্গুল ছুঁয়ে দেখার এবং বুকের ভিতর জড়িয়ে রাখার মত মানুষ, একসাথে অনেকটা পথ হাটার মানুষ, তারপর একদিন সবটুকু মিথ্যে করে দিয়ে চলে যাবে এমন মানুষ.......! ✨
গানটা আমার বুকের ভেতর থেকে যন্ত্রনা বের করে আনে। কি একটা স্মৃতি। তার গলায় প্রথম শুনেছিলাম। আজ 1টা বৎসর পর আবার শুনতে এলাম। একদিন ওর সাথএ শুনেছি... আজ একা
Samir sarkar tumi ki pratilipir writer dp ta dekhe mone hochhe 😊
@@rimpichakraborty6171 hya tumi cheno?
Monali Thakur is soooooo underrated. Fan from Kerala
বিরহের যন্ত্রণা, তবু কী অদ্ভুত ভাললাগা রয়েছে গানটাতে। ❤
Vlolaga thekei to ekdin biroher sristi hoe..
Paka paka kotha
@@neverever9737 lol🤣🤣
আচ্ছা, ভালোবাসা মানে কি শুধুই বিরহ?
Besh tobey tai hok.
When Monali Thakur said
"চলে যেতে চায় সে যদি, চলে তাকে যেতে দিও" I feel hard 💔☺️
13 বছর আগে একটা বিয়েবাড়ি র অনুষ্ঠানে পরিচয় হয়েছিল, শুধু নাম ছাড়া কিছুই জানতাম না। এখন এই অনলাইন এর যুগে দাঁড়িয়ে ও তাকে খুঁজে পাই নি,, একটু খোঁজ নিলে হয়তো সব জানতে পারবো, তবুও কোথাও যেন একটা আটকায়।।
খুব ভালো থেকো, তুমি.. 🌻
"যতটুকু মনে আছে ততটুকু সাথে নিও
বলো না রাধিকা তাকে ..... যেও না যেও না প্রিয়".......❤️ 🍂🍁🥀
জীবন এর শেষ অবলম্বন মানুষ টাও বুঝায় দেয় আমি ওত টাও গুরুত্বপূর্ণ কেউ না তখন বেঁচে থাকার আনন্দ টা অন্য রকম হয়ে যায়☺️
আমি মুগ্ধ।♥️এর থেকে বেশি কিছু বললে সেটাও কম বলা হবে।যেমন কথা তেমন সুর তেমন মোনালি দির কণ্ঠস্বর সব মিলিয়ে বিরহও যেন মধুর।♥️
আজ আমার বিরহ একদম এ মধুর নয়........ কি করি একটু বলবেন
এটা সত্যি। জোর করে রেখে লাভ নেই। যে থাকার এমনিই থাকবে 🥰
এই গানের কথা আর সুর যারা দিয়েছেন, তাদের জন্য একরাশ ভালোবাসা
Prasen unearthed !!
Ritam - Dipangshu unleashed !!
অসংখ ধন্যবাদ সৃজিত মুখার্জী ।। 💐
সময় থাকতে মূল্য বুঝতে শেখো প্রিয়...🙂
এর পর যখন বুঝবে তখন সে অন্যকারো......!!🙃❤️🌸
Hoye geche
@@anubhabchatterjee664 otai hy🙂
@@shreyadas2796kintu ekhane ami sdhui darshanarthi
@@anubhabchatterjee664 ki r kora jbe...chokh ache dkhe jao🙂
@@shreyadas2796 besh blle....tbe tmi paro
যে যেতে চাই তাকে যেতে দাও....
তাই বলোনা রাধিকা তাকে যেওনা যেওনা প্রিয়
চলে যেতে চাইছে সে যদি চলে তাকে যেতে দিও।
অপূর্ব একটা গান। আমার খুব ভালো লাগে
চলে যেতে চায় সে যদি...
চলে তাকে যেতে দিও !
যতটুকু মনে আছে...
ততটুকু সাথে নিও.!
♥♠♥
can we be friends???
Tumar line deikkha ami prem a poira gelam
I love you
এক শান্ত সন্ধ্যায় খুজেঁ পেয়েছিলাম জীবনের শেষ শান্তি ❤😊
Valobasa konodino jor kore pawa jaina.. mitha atke rekhe kono lav nei take.. gaan ta je kotobar sunlam !!! Protibar e hridoy chuye jai gaan ta
One of the underrated songs of present ethos of Bengali Music.
Geyo jogi vik pay na dada 🖤
@@koustavnandy5212 thik☺️
আটকে রাখতে গিয়ে হারিয়ে ফেলতে হয়।
প্রিয় তোমার জন্য অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই কিছু🖤।
Absolutely mam.... only those who have experienced such a scenario can understand it....
You are more than correct!!!
আসল কথাটা হোলো .....মনের ক্ষত টা কতটা গভীর সেটা একমাত্র বোঝা তাদের পক্ষে ই সম্ভব,..... যারা সেই ক্ষত তে বিদ্ধমান..... এটাই তো জীবন
তোমায় নিয়ে জীবনের প্রতিটা মূহুর্ত উপভোগ করার ইচ্ছে..আর সাথে থাকবে এই গান❤️
এরকম আরো অনেক স্বপ্ন,স্বপ্নই থেকে গেলো...
ঋতম সেনের লেখনী অত্যন্ত তীক্ষ্ণ , তার লেখা গানে একটা রেশ থেকে যায় প্রতিবার এবারও তার অন্যথা হয়নি, এরকম গানই তো বাংলায় চাই , আর যেটুকু সংস্কৃতি আছে বাংলায় তা ধরে রাখার জন্য।
Ki apurbo Kotha ar ashadharon chokhe jol ana shur ... Monali geyechen o bhishon dorod diye (Y) ID Sir er music arrangement er kono tulona nei - Just Brilliant !!! Hats Off Anupam, Ritam & Prasen (Y) (Y) (Y)
এই কথা গুলো অন্তর আত্মার। কেউ চাই না নিজের প্রিয়জনকে হারাতে।।কিন্তু পরিস্থিতি কখনো কখনো তার নিকৃষ্ট রুপটাকে ধারণ করে।যার ফলে সে ব্যাথাটা আর সামলানো যায়না কোনদিন।
অসাধারণ সুর ও সঙ্গীত
আবার নতুন করে প্রেমে পড়ে গেলাম মোনালি ঠাকুরের ❤️
সৃজিত স্যার কে ধন্যবাদ 🙏
Sovan whatsapp koro bondhu?
"চলে যেতে চায় সে যদি চলে তাকে যেতে দিও " কথাটার মধ্যে চলে যাওয়া নয় থেকে যাওয়ার আকুলতা🍂🥀
বড্ড প্রিয় একটা গান 🍂😌♥️
এই গানটি এই কয়েকটি বছরে বহুবার শুনেছি এবং আরও বেশি করে শোনার ইচ্ছা বেড়েছে।। যেমন কথা, তেমনই সুর আর মোনালি এতো দরদ দিয়ে গেয়েছে😊❤
হৃদয়ছোয়া লিরিক্স, সাথে মোনালির কন্ঠ... মুগ্ধ হলাম❤
একটা সময় ভাবতাম আমাদের প্রেমের গল্পটাই সেরা।
সবসময় আমরা এভাবেই থাকবো কোনো কিছু আমাদেরকে আলাদা করতে পারবে না অনেক বিশ্বাস ছিলো সত্যিকারের ভালোবাসা কখনো বৃথা যায় না।
কিন্তু আমার সেই বিশ্বাসটা একদিন ভেঙেচুরে ছারখার হয়ে গেলো চোখের সামনে
নিজেকেই তখন বোঝাতে পারছিলাম না কি হলো কেনো হলো কোথায় কমতি ছিলো কেনো আমার সাথেই এমনটা হতে হলো একের পর এক প্রশ্ন আমার মনের ভেতর ভেসে উঠছিল।
হঠাৎ করেই চুপ হয়ে যাই কাঁদতেও পারছিলাম না ভেতর থেকে কোনো অনুভূতি প্রকাশ করতে পারছিলাম না শুধু চুপচাপ হয়ে গেলাম 🙂
জান কি মোনালি ঠাকুর? তোমার কন্ঠে একটা নেশা আছে! আরও গানের লিরিক্স গুলো যেন তোমার কন্ঠে মাতাল করছে,,,,,, 💞💞 অসাধারন এক কথায়,,, 😍
চলে যেতে সে যদি.... চলে তাকে যেতে দিও
কেমন দুঃখের একটা লাইন কিন্তু ভীষণ সুন্দর
এরকম গান আরো দরকার । বাংলা গান এখনও ধ্বংস হয়নি।
বাংলা গান কোনোদিনও ধ্বংস হয়নি বাস বাংলা film industry ডুবেছে।
Right
Sotti tai.. ei rakhom gan sunle.. notun asha jage banglar proti
এত সুন্দর lyrics দিয়ে গান বানাতে সক্ষম বাঙালি।
✌️🖤🖤🖤
Prasen da অনেক সুন্দর কম্পোজিশন আর Monali Thakur এর গলা অসাধারণ, সত্যিই ঈর্শ্বনীয়।
What a mesmerising voice ❤❤ magic of bengali genes❤
Song tar moddhey Emotion royechey. Song ti jojobar shuni emotion kaj kore.
বোলোনা রাধিকা তাকে,
যেও না, যেও না প্রিয়।
চলে যেতে চায় সে যদি,
চলে যেতে চায় সে যদি
চলে তাকে যেতে দিও।
বোলোনা রাধিকা তাকে,
যেও না, যেও না প্রিয়।
যেমনও বনেরও লতা
বসন্ত চলে গেলে,
যেন বা মনেরও কথা,
বধূয়া গিয়েছে ভুলে।
যতটুকু মনে আছে
ততটুকু সাথে নিও,
যতটুকু মনে আছে
ততটুকু সাথে নিও,
বোলো না রাধিকা তাকে,
যেও না, যেও না প্রিয়।
অযথা দুরাশা যদি
খুঁজে ফেরে হারানিধি,
খুঁজে ফেরে হারানিধি গো
অযথা দুরাশা যদি
খুঁজে ফেরে হারানিধি,
ছলনারও গতিবিধি
ভাঙে হৃদি তা জানিও,
ছলনারও গতিবিধি
ভাঙে হৃদি তা জানিও।
বোলোনা রাধিকা তাকে,
যেও না, যেও না প্রিয়।
চলে যেতে চায় সে যদি,
চলে যেতে চায় সে যদি,
চলে তাকে যেতে দিও।
বোলোনা রাধিকা তাকে,
যেও না, যেও না প্রিয়।
বোলোনা রাধিকা..
tnx
Thanks
যখন নিজের অজান্তে কাউকে অনেকখানি ভালোবেসে ফেলা, সবটা বুঝেও অবুঝের মত পাগলামি , প্রতি পলকে হারিয়ে ফেলার ভয়ে তাকে আঁকরে জড়িয়ে ধরা🤍🌼
যে থাকার সে এমনিতে থাকবে ,আর যে যাওয়ার তাকে হাজার চেষ্টা করেও আটকে রাখা যায় না,সবশেষে হাত ছেড়ে চলেই যায় 🥀🥀
যা পাওনি সেটাই প্রেম । jo na mile wohi prem hai ❤
একটা সময়ের পর আমাদের বুঝতে হয়, যেতে দেওয়াটা বড্ড কঠিন,কিন্তু জোর করে আটকে রাখাও যায়না।
হৃদয়ের মাঝে একটু আলতো করে ব্যথা জেগে উঠলো মিষ্টি যন্ত্রণা, সত্যিই অসাধারণ।
After a long time, hearing MONALI THAKUR in bangla songs.... Thanks to the music director....
Love you MONALI THAKUR
Just osadharon gaan ta.. Aaj prothom sunlam.. Gaan ta sune Moner bhitor ta jeno kemon kore uthlo bole bhojhano jabe na
এত সুন্দর গানটি এতদিন পরে শুনলাম! দারুণ
“ছলনার ও গতিবিধি
ভাঙে হৃদি তা জানিও” 😊❤
Hevvy ei line ta ❤️❤️❤️❤️
Great amalgamation of such a beautiful voice , heartfelt lyrics and such a soft soulful composition .... fantastic to listen time n again n again.
আমাদের জীবনে এক একটা সময়ে ভিন্ন মানুষ আসে, ভালোবাসে, আবার চলে যায় l তাদের যাত্রা আমাদের জীবনে ঠিক ততখানি l জীবন গতিময়.. সে যে এগিয়ে যাবেই l
কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে....... miss you too much ....❤. খুব সুন্দর, স্মৃতি গুলো জীবন্ত হয়ে উঠলো....
প্রত্যেক টা দিন এক অসহ্য ব্যথা বেদনা নিয়ে বিরহ নিয়ে আমরা এগিয়ে চলেছি, যারা ছেড়ে চলে যায় শত স্মৃতি শত অনুরোধ উপেক্ষা করেও তাদের সত্যি যেতে দিতে হয় অনেক কষ্টে সত্যি টা মেনে নিতে বাধ্য হলাম, প্রিয় ভালো থেকো ❤ প্রিয়
@monali thakur: you should have got a national award for this song
@Ishita Roy Absolutely!
So true.
I don't know why Monali Thakur is so underrated. She has such an amazing voice! Many overrated singers in bollywood can't sing like this!
Absolutely
Absolutely ❤️❤️❤️
Aii rokom gaan sotti majhe majhe mon a Asha jagay j sob kichhu ses hoi ni , ekhon o aii rokom osadharon kaj hoi...
Khub valo...!!!
যেউ যেতে চাইলে আটকানো চেষ্টা বৃথা, তারচেয়ে স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকা ভালো। কথা বলো স্মৃতির সাথে, তাকে শুনতে চাইলে তার মেসেজ পড়ো। সুর কানে বাজবে....
ভালো থাকুক, জীবন থেকে চলে যাওয়া আমার সেই ভালোবাসা। আর ফুরসত পেলেই ফিরে আসুক, আর বলুক ভালোবাসি...
তুমি গিয়েছ বলেই এত্ত সুন্দর গানটি শুনতে পেলাম😊
হুম সে চলে গিয়েছি বলেই আজ এই গানটির লাইন গুলো বুঝতে আজ আর কোনো অসুবিধা হয় না..🙂
কতটা কষ্ট আর কোনদিন ও বলতে না পারা কথা গুলো জমা হলে কেউ এই গান শোনে ।গানের কথা গুলো যেনো নিজেই নিজের মনকে সান্তনা দেওয়া।
আমার বোধয় ২০০ বার শোনা হয়ে গেছে কিন্তু পুরানো হয়না 🌺🌺🌸🌸
চলে যেতে চায় সে যদি চলে তাকে যেতে দিয়ো .....
লাইনটা খুব খুব সুন্দর ❤
Bhishon sundor. Great work Indradip Dasgupta and monali. R Specially Ritam sen. Bangla gaan e erokom lyrics onek din por sunlam. Khub fresh yet khub classy.
বিরহ নেই বিচ্ছেদ নেই, তবুও এই গান গুলো অদ্ভুত ভালো লাগে❤️❤️❤️
Shera gaan ta...!!😍❤
Ami shotti bolte bangla gaan shuni na but ata shune khub bhalo laglo..!!🥰❤
গান টায় এমন এক আকুতি আছে,উফফ ❣️
song tar modhey ek oshadaron mukhdhota khujhey peyechi . Thanks to Pritom.Tumi erokom oshadaron song aro likhbe.
এবার কান দুটো যাক আমার।❤
এরকম গান আরো হওয়া দরকার 😍
Ei hocche bangla gan🔥the power of Bengalis ❤️ proud to be a bengali 😌❤️
বড্ড ভালো লাগলো যে😌 , monali maam after a long a days its superb 😌💕❤
" Chole Jete Chay Se Jodi
Chole Take Jete Dio " -- darun 👌👍
অদ্ভুত শান্তি খুঁজে পাই এই গানটায়❣️
রিতম দাদার এই অসাধারণ সুন্দর লিরিক আর মোনালি ঠাকুরের এই চমৎকার কন্ঠের জন্য রইলো অপার অভিবাদন আর কৃতজ্ঞতা। 🌹🙏💓
চলে যেতে চাইলে যদি চলে যেতে দিতে হয়, তাহলে কেউ মন থেকে থাকতে চাইলে থাকতে দেয়া হয় না কেন?....আজো উওর পেলাম না 🥲
Setai ❤
একটা সময় এমনি শুনতাম এখন জীবনের সাথে মিলে গেছে 😊
মোনালী আবার মুগ্ধ করলেন.... ♥️♥️
সৃজিত মুখার্জির মুভির প্রত্যেকটা গান এতো সুন্দর হয় কি করে!!❤️ Long live Srijit da.
"... চলে যেতে চায় সে যদি......কিন্তু, চলে তাকে যেতে দিও... বলাটা যে কতটুকু কষ্টের 😞😞
Abar notun kore Monali Thakurer preme pore gelam. This song is very amazing song.
Ai gan ta amr khub kacherjon er priyo chilo.. akhon ganta oke mne korte korte sune feli💔
Timmy -T
আজ নিয়ে পর পর নয় দিন গান টা শুনতে আসছি,কেন জানিনা গান টা যেন সময়ে অসময়ে শুধু টানছে আমাকে.....
এককথায় অসাধারন... শব্দ গুলো আগুন
Vision shundor gaan ta...mon ta valo hoye gelo...thank u Srijit Mukherjee and Monali Thakur for this wonderful tune ☺️
❤❤❤❤❤❤khub bhalo gaan memories ekdom fresh koreye dilo.....
আমরা যখন কাউকে ভালোবাসি তখন তাকে স্নেহ ও শাসনে বেঁধে রাখতে চাই,মানুষের ধরনভেদে একেকজন মানুষের বেঁধে রাখার ধরন একেক রকম কেউ জোর করে বেঁধে রাখতে চায় আর কেউ বা শাসন করে কেউ বা মাত্রারিক্ত ভালোবেসে,কখনো এমনও হয় আমরা যদি কাউকে যদি ভালোবেসে বেঁধে রাখতে চাই তাহলে সেই ভালোবাসার মানুষটি ভালোবাসার বাঁধন আলগা করার চেষ্টা করেন সেই ভালোবাসার মানুষটি যেই হোক না কেন,কখনো কখনো আমাদেরই ভুলের কারনে এমনটা হয়, ভুল মানুষটিকে বেছে নিলে এমনটা হয় অথবা সম্পর্কে যদি দম বন্ধ করার মতো অবস্থা হলে অথবা অকারনে সে যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিও।Comments From Bangladesh.
আহা... আহা। তিনজনেই দারুন। গাইতে পারলে শুধু মাত্র হারমোনিয়াম আর তবলা দিয়েই জমিয়ে দেওয়া যায়। ❤❤❤❤❤
সৃজিত যা সৃষ্টি করবে সেটা অনবদ্য হবেই হবে👌👍
যখনি মন খারাপ হয় এই গানটা শুনে কিছুটা শান্তি পাওয়া যায়, সত্যিই তো তাদের চলে যেতে দিতে হয় যারা থাকার জন্যে কাছে আসেনা।💔
We are learning the art of letting go ! & Such songs act like ointment on the wounds 😌
চলে যেতে চায় সে যদি,
চলে তাকে যেতে দিও।😢😢
কতটা অসহায়ত্ব এখানে উপস্থিত।😢😢😢
চাইলেও আটকে রাখা যায়না।
অজান্তেই চোখের কোণে জল গড়িয়ে এলো ❤️😌
ভুলে যেতে চাইলেই কি ভুলে যাওয়া যাই,,!!
চলে যেতে চাইলেই কি যেতে দেওয়া যাই,,!!🥀🍁
There are some movies which you just don't want to end....what a masterpiece...❤❤❤❤
যেতে দিয়েও তাকে নিজের মতো আগলে রেখেছি 🙂
নিরুপায় হয়ে দায়িত্বের কাছে হার মেনে।
Monali Thakur er sundor konthe aro bangla gaan chai....Her voice best for bengali songs after shreya ghoshal...
প্রিয় যদি চলে যেতে চাই ,চলে তাকে যেতে দিও।
যদি সে তোমার হয় আবার ফিরে আসবে।
মনের দরজাটা খুলে রেখ সারাজীবন।