প্রবাসের ঈদ আনন্দহীন, পরিবার পরিজন ছেড়ে ঈদ যদিও কষ্টের তারপর হাসিমুখে ঈদ পালন॥ Eid-ul-Azha 2024

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2024
  • প্রবাসের ঈদ আনন্দহীন, পরিবার পরিজন ছেড়ে ঈদ যদিও কষ্টের তারপর হাসিমুখে ঈদ পালন॥ Eid-ul-Azha 2024
    ঈদের আনন্দ সত্যিই অন্যরকম।পরিবারের সবার সাথে ঈদ করার মজাই আলাদা।কিন্তু সেই সুযোগ বা সূবিধা বঞ্চিত প্রবাসীরা। দেশের ঈদ আনন্দ আর প্রবাসের ঈদ অনেকটাই ভিন্ন ধরনের। দেশের ঈদ হচ্ছে আনন্দ ভাগাভাগির, আর প্রবাসের ঈদ হচ্ছে একদিন ছুটি, এর্লাম বিহিন ঘুম। দেশের ঈদ আনন্দ প্রবাসীরা কি রকম মিস করে তা দেশের মানুষ কোন সময়ে অনুভব করতে পারবেনা, বা বুঝতে চায় ও না!
    ঈদের দিনে খুবই মনে পড়ে সেই সব সময়ের কথা যা জীবনে আর কখনো ফিরে আসবেনা, গ্রামের ঈদ আনন্দ, ফজরের নামাজের পর সেমাই খাওয়া, এক বাড়ী থেকে অন্য বাড়ীতে ঘুরে বেড়ানো । ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী।
    প্রবাসের ঈদ হচ্ছে কর্মব্যস্ত অন্যন্য দিনের মতই শুরু হবে। ভোর চারটায় গোসলের পর সালাতুল ফজরের নামাজ ও ঈদের নামাজের প্রস্তুতি। আর নামাজের পর'ই শুরু হ্য় প্রবাস জীবনের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ ঘুম, টানা ঘুম চলতে থাকে দুপুর ঘড়িয়ে বিকাল পর্যন্ত,অবশ্য অনেকে ঘুমের রাজ্যে পাড়ি না দিয়ে ছুটে যান কোনো নেট ক্যেফেতে অনেক দুরে থাকা আপনজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য, শুরু হয় ভাব বিনিময়ের এক মহাক্ষন, আলাপ শুরু হলে আর শেষ হয়না, আপন মনে লুকানো দুঃখ/কষ্ট কাউকে বুঝতে না দিয়ে মা, বাবা সহ আপন মানুষের সাথে ঈদের আনন্দ শেয়ার করে যান হাজারো প্রবাসী। কারন প্রবাসীর কষ্ট প্রবাসী ছাড়া কেউ বুঝবেনা।
    #arifurrahman #eid_mubarak #eid_ul_azha_2024 #আরিফুর_রহমান #আমেরিকা

КОМЕНТАРІ • 19

  • @md.abdulmotaleb3453
    @md.abdulmotaleb3453 23 дні тому +1

    আংকেল, গত ঈদ উল ফিতরের নামায পড়েছিল জ্যাকসন হাইটস্ এ। সেখানে বাঙ্গালী অধ্যুষিত হওয়ায় তার খুব ভাল লেগেছিল। ঈদ উল আযহার সময় সে বর্তমানে ফ্লোরিডার সেন্ট পিটার্সবাগ এলাকায় বসবাস করছে। সেখানে সামান্য বাংলাদেশী থাকায় নিরুত্তাপ ঈদ উদযাপিত হয়েছে। আপনার উপস্হাপনা খুব সুন্দর শ ধন্যবাদ।

  • @Can_Yaman.
    @Can_Yaman. 23 дні тому +2

    ঈদ মোবারক ভাই।
    ভাই প্রবাসের ঈদের এই আমেজটা অবশ্যই আনন্দদায়ক।কারন আপনারা ঈদের নামাজ পড়ে কমিউনিটিতে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন যেটা বাংলাদেশে হয় না,ঈদের দিন বন্ধুবান্ধবদের বাসায় গিয়েও খাবারের ব্যবস্থা থাকে।তার সাথে আমেরিকায় অনেক ঘোরাঘুরিও করতে পারেন।
    আমি আজকে ঈদের পরের দিনও বাসায় বসে রয়েছি।কোথাও ঘুরতে যাওয়া হয়নি।প্রবাসের ঈদে মজা হয়।আমি এইকারনে ঈদ ইন্ডিয়া,নেপাল,ভূটানে করি।অনেক মজা হয় বাংলাদেশের থেকে।ঘোরাঘুরিও করা যায়।

  • @AbdulKarim-hg4yg
    @AbdulKarim-hg4yg 24 дні тому +1

    Eid Mubarak 2024,NEW York, thanks ❤❤❤

  • @HelenaKamal-th8cx
    @HelenaKamal-th8cx 24 дні тому +2

    Eid Mobarak 🎉🎉Md:Arifur Rahman 🎉🎉🎉

  • @alamislam3795
    @alamislam3795 24 дні тому +1

    সালামুআলাইকুম ঈদ মোবারক সবাইকে ইনশাআল্লাহ আল্লাহ আমারও ইচ্ছা আছে ভাই আমেরিকাতে যাওয়ার পরে আমি আপনার সাথে অবশ্যই দেখা করার ইচ্ছা আছে আমার

  • @fatemanur4585
    @fatemanur4585 24 дні тому +2

    ঈদ মুবারক ছোট ভাই, আমার ছেলেকে ছাড়া জীবনের প্রথম ঈদুল আজহা পালন করলাম,কি যে কষ্টের কাউকে বোঝানো যাবে না,একজন মায়ের চোখের পানি দিয়ে শুভকামনা চাওয়া আল্লাহর কাছে, আর কিছু করার নাই।

  • @manojsaha5455
    @manojsaha5455 24 дні тому +1

    ইদ মোবারক ❤❤❤

  • @user-wj7uz2cq7l
    @user-wj7uz2cq7l 24 дні тому +2

    ❤❤❤

  • @syiamahammed2744
    @syiamahammed2744 23 дні тому +1

    Eid Mubarak ❤

  • @nasirhossain1902
    @nasirhossain1902 24 дні тому +1

    ঈদ মোবারক আরিফ ভাই

  • @AshishRoy-ic5xh
    @AshishRoy-ic5xh 24 дні тому +1

    🎉🎉🎉🎉 Eid Mubarak🎉🎉🎉🎉 Bro

  • @mdrannaghor8908
    @mdrannaghor8908 19 днів тому +1

    ঈদ মোবারক❤❤❤ভাই

  • @Sirotolmustaqim786
    @Sirotolmustaqim786 24 дні тому +1

    Assalamu alaikum Vaijan ami apnar songe Kotha bolte Chai eid Mubarak Vaijan

  • @sheikhali4775
    @sheikhali4775 24 дні тому +1

    ভাই তো Mr Beast এর শহরের বাসিন্দা , কখনো কি তার সাথে দেখা হয়েছিল

  • @f.zamantaposh7126
    @f.zamantaposh7126 24 дні тому +2

    Eid Mubarak.arif bhai.amar chele student visa Boston gesen.possible hole, email address diyen.please...

  • @FariysArt
    @FariysArt 24 дні тому +1

    Eid Mubarak. Pharmaceutical Microbiologist der job opportunity & work life balance niya akta video bananor request roilo