ঘুরে দাঁড়ানো অবশ্যই সম্ভব, ভুয়োগুলোকে চিহ্নিত করতে পারলেই ।

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • কাউন্টিং হলে এজেন্টই যায়নি, এমনও নথি আমাদের হাতে । শাস্তি হবে দায়িত্ব নেওয়া নেতা গুলোর ? দেখুন নথি ।

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @achintasutar819
    @achintasutar819 2 місяці тому +170

    ধন্যবাদ সন্ময়দাদা। ED and CBI ধীর গতিতে চলছে ❓স রাষ্ট্র মন্ত্রী নীরব কেন ❓

    • @ArupDas-mo8hr
      @ArupDas-mo8hr 2 місяці тому +8

      সেটিং আছে, এটা তো বোঝাই যাচ্ছে

    • @srikantasutradhar3908
      @srikantasutradhar3908 2 місяці тому +2

      হাতে চুড়ি পরে বসে আছে যে

  • @bhaskarmallick6544
    @bhaskarmallick6544 2 місяці тому +45

    অসাধারণ বিশ্লেষণ। রাজ্য বিজেপির উচিত আপনার মতো তুখোড় বিশ্লেষক নিয়োগ করে এখন থেকেই গ্রাউন্ড লেভেলে কাজ শুরু করে দেওয়া, না হলে শুধু বিজেপি নয় বাংলা ও বাঙালি শেষ হয়ে যাবে।

  • @arupbanerjee7396
    @arupbanerjee7396 2 місяці тому +61

    অসাধারণ বক্তব্য রেখেছেন দাদা, এইরকম প্রতিবেদন পেশ করে বিজেপির চোখগুলো খুলে দিন।
    অনেক অনেক ধন্যবাদ।

    • @sushantapanday661
      @sushantapanday661 2 місяці тому +1

      পুনরায় বুথের নির্বাচন,পরে শক্তি কেন্দ্র প্রমুখ নির্বাচন,পরে মন্ডল সভাপতি নির্বাচিত,পরে নির্বাচিত জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় আবেদন করি, বন্দেমাতরম, ভারত মাতা কি জয়।

    • @helloabs2134
      @helloabs2134 2 місяці тому

      সত্যিই, অসাধারণ investigative journalism! সন্ময় ব্যানার্জীর কিছু কিছু প্রতিবেদন বিশ্বমানের।
      বোঝা যাচ্ছে যে বঙ্গ বিজেপিকে হারানোর জন্য ভাইপো সর্ব শক্তি প্রয়োগ করে এক বৃহৎ strategy তৈরী করেছিল এবং তার সফল রূপায়ণও করে। সৌমেন সেন মডেল সার্বিকভাবে সফল। বঙ্গ বিজেপিকে ভেতর থেকে শেষ করে দিয়েছে ভাইপো।

  • @ratnachakraborty9827
    @ratnachakraborty9827 2 місяці тому +9

    সন্ময় দা , আপনার পা ছুঁয়ে প্রণাম করতে ইচ্ছে করছে। আপনার আজকের এই প্রতিবেদন আমার চোখে জল এনে দিলো । আপনি ওপর তলার নেতা কর্মীদের আয়না দেখালেন। আমরা খুব নীচু তলার কর্মী, আমাদের গলা ওপর তলা পর্যন্ত পৌঁছায় না।

  • @aviksrimany6907
    @aviksrimany6907 2 місяці тому +112

    এখোনো আছে বুথ ভিত্তিক খবর নিন দলের প্রচার পত্র ভোটার শ্লীপ ভোটারদের কাছে পৌঁছনোর খবর। আমি গ‍্যারিন্টিদিয়ে বলতে পারি বহু যায়গায় ভোটরদের কাছে বিজেপির ভোটার শ্লীপ ও প্রচার পত্র যায়নি। অবিলম্বে দলের উচিত যারা দায়িত্বে ছিল তাদের শোকজ সাস্পেন্ড করে দল থেকে তাড়াতে হবে আর তখন দল কিছুটা এগোবে।

    • @sudiptoroy7058
      @sudiptoroy7058 2 місяці тому +5

      একদম

    • @P.D886
      @P.D886 2 місяці тому +6

      যারা আছে তাদের তারালে আর লোক খুঁজে পাওয়া যাবে না।পাওয়া গেলেও আপনি যে কাজ করতে বলছেন তা তারা করতে পারবে না।বিরোধী দলের সাধারণ কর্মীর পক্ষে কোনো রাজনৈতিক কর্ম কান্ডই করা সম্ভব নয়।করতে গেলে টিকতে পারবে না।

    • @kaushiksaha5616
      @kaushiksaha5616 2 місяці тому +9

      বহু জায়গায় ভোটার স্লিপ দেয়নি

    • @KalyanashisKm
      @KalyanashisKm 2 місяці тому

      Ekdom thik,mondal sobhapoti ra buth sobhapati nijera nirbachon kore-(nijer lobi) ,kono buth kormider songhe kono alochona hoye na,Talhole holo ke kornider opoman kora hoy.amader East midnapurer dekhun marishda 5 no onchol prodhan sashankamaity ,mondal sobhapati anup Panda lobir lok noy amader dol theke kono support kora hoy na,eai sob lobir jonnya AR valo lagche na.dol kono kichhu bebostha nei na.

    • @pradipsarbadhikari445
      @pradipsarbadhikari445 2 місяці тому

      যাঁরা কাজ করতে চান তাঁরা 1 পা এগোতে গিয়ে চার পা পিছিয়ে যাচ্ছে ,যাঁরা বিভিন্ন পদ নিয়ে বসে আছে তাঁরা একেবারে অপদার্থ ,না করছে প্রচার,না করছে বুথ এরিয়ায় ভোটার স্লিপ দেওয়া এমন কি যিনি শক্তি কেন্দ্রের পদ নিয়ে বসে আছেন তিনি বুথ এরিয়ায় বা বুথের সার্কেল চেনে না কারণ মন্ডল মুখ দেখে কমিটি করছে , খোঁজ খবর নিয়ে স্থানীয় বুথের ভিতরে থাকা ভালো কর্মীদের নিয়ে বুথ কমিটি তৈরী করা উচিত সেই জায়গাটাতেই বিজেপি কিছুই করছেনা আর এটাই কিন্তু আসল কাজ ,লড়াই টা করবে বুথ কমিটির কর্মী রা সেটাই ফাঁকি দিছে বিজেপি।

  • @K.CChowdhury-iw3gc
    @K.CChowdhury-iw3gc 2 місяці тому +27

    আসল কারনটা পরিস্কার।
    ছাপা,রিগিং,কাউন্টিং তারপরও দু'কোটি
    তেত্রিশ লাখ ভোট। আর একট বিষয় যে সমস্ত কেন্দ্রে বিজিপি প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে সেই সমস্ত কেন্দ্রের ফল বিশ্লেষণ করে দেখলেই আরও পরিস্কার হবে।

  • @dilipbiswas761
    @dilipbiswas761 2 місяці тому +147

    শুভেন্দু অধিকারী ছাড়া এই সংগঠন সঠিক নিয়ম মেনে কখনো সম্ভব হবে না, সেজন্য রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী কেই প্রয়োজন।

    • @helloabs2134
      @helloabs2134 2 місяці тому

      সৌমেন সেন মডেল সার্বিকভাবে সফল। ভাইপো একটা সময়ে হাজার হাজার কোটি টাকা লুঠ করেছে। এখন সেই টাকা দিয়ে সর্বত্র সৌমেন সেন দের কিনে নিচ্ছে। লোভ দেখিয়ে না হলে ভয় দেখিয়ে হাত করছে। খুবই হতাশাজনক, কারণ দেখতেই তো পাচ্ছি এই মডেল দারুনভাবে সফল। কেন্দ্রীয় বিজেপি কেজরির মতো অ্যাকশন না নিলে এই মাফিয়া দল কে কেও গণতান্ত্রিক ভাবে ঠেকাতে পারবে না।

  • @samarroy7537
    @samarroy7537 2 місяці тому +17

    শুভেন্দু অধিকারী কে সভাপতি করলে একমাত্র তবেই সংগঠন মজবুত হওয়া সম্ভব এবং তৃণস্ত রে সঠিক পরিচালনা আসবে। অত্যন্ত অভিজ্ঞ সাং গঠনিক নেতা।

  • @DilipAdhikari1958destiny
    @DilipAdhikari1958destiny 2 місяці тому +28

    দারুণ ভাল প্রতিবেদন। এটা কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের জানা উচিত।

  • @jmparishebakendrajibandasj2583
    @jmparishebakendrajibandasj2583 2 місяці тому +7

    *বিজেপির নিম্নস্তরের সাংগঠনিক* *ব্যাপারগুলো নিয়ে সঠিক কথাই আপনি* *বলেছেন*

  • @rabindranathchakrabarty5151
    @rabindranathchakrabarty5151 2 місяці тому +121

    সন্ময় বাবুকে আন্তরিক শ্রদ্ধা জানাই , সঠিক ভাবে দিগভ্রষ্ট বিজেপি কে মার্গ দর্শন করানোর জন্য !!

    • @BanasriBasu
      @BanasriBasu 2 місяці тому +4

      শ্রী রবীন্দ্রনাথ বাবু!.. "মার্গ দর্শন" !..
      সুন্দর শব্দ চয়ন..!
      🎉সুপ্রভাত 🎉 !
      সত্যি বলতে কি.. অন্তত গৈরিক রাজনীতি বা সনাতনী পন্থানুসরণে.. ভাষা ব্যবহারেও যথেষ্ট স্বতন্ত্র আর সঠিক "ভাষার পাঠ".. সেই রাজনীতির অনুরাগীদের জানা,
      বোঝা, উপলব্ধি করা -- দরকার
      আর বুঝি সুখপ্রদও বটে..!

    • @rabindranathchakrabarty5151
      @rabindranathchakrabarty5151 2 місяці тому +1

      ​@@BanasriBasuদিদিভাই কে আমার সশ্রদ্ধ প্রনাম ।

    • @BanasriBasu
      @BanasriBasu 2 місяці тому

      @@rabindranathchakrabarty5151 👍❤️😊..!

    • @abir7092
      @abir7092 2 місяці тому

      জয় শ্রী রাম।
      ভারত মাতাকি জয়।
      জয় জগন্নাথ।
      গোমাতা কি জয়
      জয় সাতানি দের জয়।
      আর ওদিকে আদানি আম্বানি বড়লোক।
      বাকিদের দু কিলো চাল।
      সনাতনী হিন্দুরা কি মূর্খ? ঘাসে মুখ দিয়ে চলে?

    • @supriyabanerjee7064
      @supriyabanerjee7064 2 місяці тому +2

      সন্ময়দা আপনি যা বিশ্লেষণ করেছেন খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু দাদা শুধু সংগঠন ঠিক করে কোন লাভ হবে না যদি না জনকল্যাণমূলক কোন কাজ করে। গরীবের কথা honestly ভাবতে হবে। সাধারণ মানুষের হাতে যাতে টাকা থাকে তার ব্যবস্থা করতে হবে। দেশের প্রবীণ নাগরিকদের জন্য কিছু করতে হবে। বলতে পারেন কেন তাদের এখনো ট্যাক্স দিতে হবে। বাজেট তো আসছে দেখবেন কোন সুরাহা কিছু হবে না। এই সরকার কতদিন টিকবে খুব সন্দেহ আছে। মোদী হাওয়া প্রায় অস্তমিত। যদি সাধারণ মানুষের কথা না ভাবে এবারেও তো টা টা বাই বাই হবে ২০২৯-এ। উত্তরপ্রদেশে কি রেজাল্ট হলো বলুন

  • @arunkumarbanik4617
    @arunkumarbanik4617 2 місяці тому +3

    যে ব্যাক্তি সংশোধন করার জন্য সমালোচনা করেন সেই ব্যাক্তি প্রকৃত বন্ধু। আপনিও ঠিক তাই করে চলেছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @rekhasarker4371
    @rekhasarker4371 2 місяці тому +32

    একদম সঠিক আলোচনা।
    হুগলী জেলার সঙঠন ICU তে আছে।
    জানতাম লকেট পাস করবেনা।
    এত দুর্বল প্রচার আমি জীবনে দেখিনি

  • @DebasishGhosh54363
    @DebasishGhosh54363 2 місяці тому +4

    খুব ভালো প্রতিবেদন, এখন আত্মপক্ষ সমালোচনার প্রয়োজন। না হলে এই দলের জনসমর্থন থাকলেও, কোনোদিন এই রাজ্যে প্রশাসনের পদ অলংকৃত করতে পারবে না।

  • @user-mv4dw5fg3z
    @user-mv4dw5fg3z 2 місяці тому +80

    প্রার্থী আকাশ থেকে পড়ে। এভাবে প্রার্থী নির্বাচন বন্ধ করতে হবে। অনেক আগেই প্রার্থী কে জানাতে হবে। তিনি ফিল্ড তৈরি করবেন।

    • @animeshde535
      @animeshde535 2 місяці тому +3

      ভালো বলেছেন

  • @narayanchatterjee6678
    @narayanchatterjee6678 2 місяці тому +14

    বাম আমলে অনেক জায়গাতেই বিরোধীদের বুথ সভাপতি ছিল না l আসল বিষয় হল দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই, কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণ, কোনরকম সমঝোতা না করা, স্থানীয় ইস্যু নিয়ে আন্দোলন করা l

  • @ArupDas-mo8hr
    @ArupDas-mo8hr 2 місяці тому +11

    সন্ময় বাবু সুপ্রভাত। দেরিতে হলেও আপনার এই বোধোদয় দেখে আজ মনে খুব আনন্দ পেলাম । যে কথা গুলো আমি বা আমার মত অনেকেই লাগাতার ভাবে বলে গেছি , কিন্তু তখন আপনি বা আপনার মতই কিছু জন এর উল্টো মত দিয়েছিলেন, ওই রকমই কিছু দায়বদ্ধতার জন্যেই। প্রথম এবং শেষ কথা, যখন একটা সেটিং বা চুক্তি হয় কারো সাথেই , তখন এই রকমই খেলা চলে। এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। আর তাই তখন বেশির ভাগ নেতারাই ওই টিভি তে ঘণ্টা খানেক শো তে ব্যস্ত থাকতে চেয়েছিলেন বা ছিলেন ও। এক মাত্র ব্যতিক্রম ওই শুভেন্দু , যে মানুষের সঙ্গে মিশেছেন আর এর ভিত প্রায় টলিয়ে দিয়েছিলেন, যেটা অনেক নেতার ই না পছন্দ ছিল না। আর তাই সুভেন্দুর এই নাস্তানাবুদ করার প্রচেষ্টা খুব সুনিপুণ ভাবেই যে জবাব দেওয়া হবে সেটা তো পরিষ্কার দেখাও গিয়েছিল, তার পাশে দাঁড়িয়ে সেইভাবে কোনো সাহায্য করতে তখন তেমন কাউকে বিশেষ দেখা যায় নি। আর সেই জন্যে ভোট পরবর্তী তার কি ব্যবস্থা হতে পারে সেটাই উল্লেখ করেছিলাম তখন, ঐ আপনারই কোনো এক প্রতিবেদনে। আর সেটাই তো এখন হচ্ছে । তাই তো তখন আপনাদের বাঘ কোনো শিকার ধরেনি বা ধরবার কোনো প্রচেষ্টা ও দেখাননি। ওই কোর্টে র ভৎসনা তে কিছু চুনোপুটি কে জেল বন্দী করেছেন বাধ্য হয়ে ।সেটাও বলেছিলাম তখন। ভেট যে সব স্তরেই গিয়েছিল বা পেয়েছিল সেটা তো পরিষ্কার মানুষ বুঝে গেছে। তাই যা হবার তাই হয়েছে বা হচ্ছে। আগে বিজেপি র সর্বোচ্চ নেতৃত্ব কে বলুন সেটিং বা চুক্তি এবার যেন বন্ধ হয়। নাহলে আগামীতে এই অহং ভাব বিলীন হয়ে যাবে।

  • @nemaisengupta8888
    @nemaisengupta8888 2 місяці тому +1

    সণ্ময় বাবু আমি হাওড়া নিবাসী, আমি আপনার নিয়মিত শ্রোতা,
    আপনি একদমই সঠিক কথা বলেছেন , রাজ্য থেকে জেলা
    বিভিন্ন পদে অধিকাংশ অজগ্য
    ব্যক্তিরা বোসে আছেন।

  • @susantasingh784
    @susantasingh784 2 місяці тому +250

    সুকান্ত কে সরিয়ে শুভেন্দু অধিকারী কে দায়িত্ব দিলে তবেই ঠিক হবে

    • @sandipraut9302
      @sandipraut9302 2 місяці тому

      আমাদের ‌‌পূর্ব মেদিনীপুর এ সংগঠন যথেষ্ট ভালো কাজ করেছে শুভেন্দু অধিকারী এর জন্য।।তাই তৃণমূল হেরেছে।। পশ্চিমবঙ্গের বিজেপির সংগঠন ঠিক নেই, তৃণমূল এর দালাল গুলো কে চিহ্নিত করতে হবে।।

    • @sisterniveditaspiritual6090
      @sisterniveditaspiritual6090 2 місяці тому +6

      একটা অপদার্থ লোক

    • @SwapanChakraborty-dj4mk
      @SwapanChakraborty-dj4mk 2 місяці тому

      ​@@sisterniveditaspiritual6090ke ?

    • @bipulmojumdar0014
      @bipulmojumdar0014 2 місяці тому

      অমিতাভ চক্রবর্তী কে আগে সরানো দরকার l এই লোকটা যতদিন আছে পশ্চিমবাংলায় বিজেপি কোনদিনও ক্ষমতায় আসতে পারবে না।​@@sisterniveditaspiritual6090

    • @bipulmojumdar0014
      @bipulmojumdar0014 2 місяці тому

      ​@@sisterniveditaspiritual6090অমিতাভ চক্রবর্তী কে আগে সরানো দরকার l এই লোকটা যতদিন আছে পশ্চিমবাংলায় বিজেপি কোনদিনও ক্ষমতায় আসতে পারবে না।

  • @ajaybiswas5395
    @ajaybiswas5395 2 місяці тому +4

    আপনার সঙ্গে সহমত পোষণ করছি। আপনি একদম সঠিক কথা বলেছেন। এতে হয়তো এই অপকর্ম নেতাদের ভালো লাগতে নাও পারে। তাতে বয়ে গেছে।

  • @user-il7pj2ip8m
    @user-il7pj2ip8m 2 місяці тому +26

    সন্ময়দা আপনার কোথা সত্য। বূথ শক্ত খুব জরুরী। বাড়ি, বাড়ী, গিয়ে বী, জে, পীর,স্মীম গুলো বুঝাতে হবে। গরিব মানুষ কোম বুঝে। 26শের ভোটে কঠোর পরিশ্রম করতে হবে। তবেই পরিবর্তন হবে। দারুন, দারুন, দারুন, বলেছেন। আমরা আছি, থকবো,।

  • @nilotpolmandal2440
    @nilotpolmandal2440 2 місяці тому +2

    দিলীপ ও শুভেন্দু জোটনেত্রীত চাই।ভালো প্রার্থী চাই।সাধারন কর্মীদের প্রোটেকশন চাই।

  • @soumyajitbhowmick3942
    @soumyajitbhowmick3942 2 місяці тому +306

    নরেন্দ্র মোদী, অমিত শাহ রা বার বার না আসলে আর শুভেন্দু এতো দৌড়োদৌড়ি না করলে মনে হচ্ছে এই ১২টা আসন ও বিজেপি পেত না। আপনার কথাগুলো শুনে তাই মনে হচ্ছে।

    • @dipankardas5455
      @dipankardas5455 2 місяці тому

      মোদী,অমিত কোনো ফ্যাক্টর নয় একা কুম্ভ শুভেন্দু।

    • @MADHABPARAMANICK-nw2xo
      @MADHABPARAMANICK-nw2xo 2 місяці тому +14

      Sathik bujechen

    • @sb.sarkar
      @sb.sarkar 2 місяці тому +12

      একদমই তাই।

    • @saktiranjanpramanik7457
      @saktiranjanpramanik7457 2 місяці тому

      পুলিশ,প্রশাসন সরাসরি নির্বাচনে কিভাবে তৃনমুলের হয়ে চুরি করা যায়,সেই planning আগে থেকেই তৈরী করে , পিসি,ভাইপোকে খুশি করতে। কেন্দ্রীয় বাহিনী,নির্বাচন কমিশনের উপর নির্ভর করেছিল বিজেপি। আচ্ছা, বলুন তো প্রত্যেক বুথে ওয়েব কাষ্টিং ছিল, তাহলে এত ভোট লুঠ হল কিভাবে? আচ্ছা, যদি এজেন্ট নাইবাই থাকে তাহলেও কেন ভোট এদিক ওদিক হবে? কারা এটা করে? এই ব্যপারগুলো বিজেপি যতদিন না ঠিক করতে পারবে ততদিন এইরকমই হবে।

    • @user-zz2jx3le1p
      @user-zz2jx3le1p 2 місяці тому

      Apnader ei twatwo ta ke khawacche… Suvendu bakider side korar jnno dekhacche ke Uni ekai kaj korche… Dilip Da ke ecche kore bosiye diyeche… Uni onar personal ambition fulfil korar jnno BJP er khoti korchen

  • @RamenSarkar-ln2qm
    @RamenSarkar-ln2qm 2 місяці тому +7

    ভোটে জিততে গেলে প্রধান দুটি দিক মজবুত করতে হবে সেটা হলো ইভিএম কড়া নিরাপত্তা দিয়ে রাখতে হবে এবং গননা কঠোর নিরাপত্তা দিয়ে করতে হবে তবেই জিততে পারবে তা নাহলে কোনো দিন হবে না

  • @rabindranathchakrabarty5151
    @rabindranathchakrabarty5151 2 місяці тому +180

    বাংলার রাজনীতির ব্যবসায়ীদের লোভ এবং দুর্নীতির একমুখী ভাবনা গ্রাস করেছে !! বিজেপিও এর বাইরে নয় !! কষ্ট হয় সাধারণ মানুষের জন্য !!

    • @sisterniveditaspiritual6090
      @sisterniveditaspiritual6090 2 місяці тому +9

      সঠিক,যারা ভোটের পরে ঘর ছাড়া একজন ও হিন্দু সম্প্রদায়ের ছাড়া আছে কিনা প্রশ্ন।

    • @partharouth6280
      @partharouth6280 2 місяці тому

      9so

    • @debajyotichatterjee6105
      @debajyotichatterjee6105 2 місяці тому

      একশ প্রতিশত একমত।।

    • @liberandu8110
      @liberandu8110 2 місяці тому

      ঠিক বলেছেন। হিন্দু-বাঙালিরা জাতীয়তাবাদ, দেশপ্রেম থেকে অনেক দূরে !

    • @rabindrapaul5834
      @rabindrapaul5834 2 місяці тому +2

      Dhanda baj manuser sankhya bere gechhe.

  • @NiloyNaha-tz7ql
    @NiloyNaha-tz7ql 2 місяці тому +2

    অপূর্ব প্রতিবেদন, একদম সঠিক তথ্য, সঠিক বিশ্লেষণ, ধন্যবাদ দাদা, জানিনা এই প্রতিবেদন দেখার পরেও রাজ্য বিজেপির চোখ খুলবে কিনা।

  • @snigdhaghosh7867
    @snigdhaghosh7867 2 місяці тому +31

    দারুন বিশ্লেষণ! না প্রার্থী এলাকায় গেছেন,না কোন প্রচার,না লিফলেট পেয়েছি,আপনি দাড়ালে হয়তো জিতে যেতেন,বাংলায় ভোট করাতে হয়,এই মুহূর্তে 2026 অসম্ভব বলেই মনে হচ্ছে।

  • @SamironSarkar-fj9pr
    @SamironSarkar-fj9pr 2 місяці тому +1

    একদম সত্যি তথ্য তুলে ধরেছেন। তন্ময় বাবুকে ধন্যবাদ।

  • @shantanuroy5112
    @shantanuroy5112 2 місяці тому +214

    পশ্চিমবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে পুরোনো জনবিন্যাস ফিরিয়ে আনা হোক। 🙏🙏

    • @ArupDas-mo8hr
      @ArupDas-mo8hr 2 місяці тому +24

      বর্তমানে এটাই এক এবং একমাত্র পথ। না হলে এই বাংলা একদিন বাংলাদেশ বা পাকিস্থান হয়ে যাবেই।

    • @basudevbiswas1580
      @basudevbiswas1580 2 місяці тому +4

      🙏🙏🙏

    • @ProudIndianYoungster
      @ProudIndianYoungster 2 місяці тому

      সেটা করতে চাইলে প্রথম বাংলার মানুষকে আসাম থেকে শিক্ষা নিতে হবে যেখানে এক সময়ে ঠিক এই রাজ্যের মত অবস্থা ছিলো অবৈধ বাংলাদেশী দের উৎপাত এক সময় আসামের বিভিন্ন সীমা লাগোয়া গ্রাম গুলিতে 30 বছরে জনবিন্ন্যাস নষ্ট হয়েছে কিন্তু ওই রাজ্যের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তারই ফল আজ আসামে শান্তি আছে কিন্তু বাংলায় শান্তি নাই 😔

    • @bipulmojumdar0014
      @bipulmojumdar0014 2 місяці тому

      অমিতাভ চক্রবর্তী কে আগে সরানো দরকার l এই এসি ঘরে বসে থাকা লোকগুলো থাকলে বিজেপি কোনদিনও ক্ষমতায় আসতে পারবে না।

    • @bipulmojumdar0014
      @bipulmojumdar0014 2 місяці тому

      অমিতাভ চক্রবর্তীকে আগে বিজেপি থেকে সরানো উচিত তা না হলে বিজেপি কোনদিনও পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে না l

  • @SamarMandal-dd4ot
    @SamarMandal-dd4ot 2 місяці тому +2

    অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন , ধন্যবাদ আপনাকে ।,🙏🙏🙏💯💯💯

  • @suparnabhowmick7669
    @suparnabhowmick7669 2 місяці тому +81

    আমি আর আশা করিনা জানি আমাদের এই রাজ্যে আর কিছু বদলাবার নয় যখন খুশি যে কেউ পালটি খেয়ে যাচ্ছে পদ অর্থ সব কিছুর লোভে

    • @pinkisarkar1790
      @pinkisarkar1790 2 місяці тому

      সব থেকে বড় সমস্যা মোহন ভাগবত ওনার হাত ভাইপো র মাথায় যার জন্য ওর এত বড় বড় বাতে লা

  • @Shovon44444
    @Shovon44444 2 місяці тому +4

    জয় শ্রীরাম 🙏🚩
    সম্ভব! বিজেপি'র ঘুরে দাঁড়ানো সম্ভব-

  • @sukumarjana7359
    @sukumarjana7359 2 місяці тому +28

    শুভেন্দু দাদা কে রাজ্য সভাপতি করা হোক।।

  • @jaydebdolai
    @jaydebdolai 2 місяці тому +2

    সন্ময়বাবু আপনি ঠিক কথা বলেছেন বিজেপির ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @debjaniaich3890
    @debjaniaich3890 2 місяці тому +32

    দাদা এই সব আম জনতাকে না বলে আপনার সমর্থিত দল ও দলের নেতা সর্বপরি শুভেন্দু বাবুর সাথে আলোচনা করুন!মনে হয় সেটাই বেশী কার্যকরি হবে!

  • @pulakchakraborty1771
    @pulakchakraborty1771 2 місяці тому +1

    একদম বাস্তব অভিজ্ঞতার কথা, আপনি বললেন আপনাকে ধন্যবাদ।

  • @kabitabera6163
    @kabitabera6163 2 місяці тому +62

    মানুষ নিজের বাঁচার জন্য ভোট দিয়েছেন। সংগঠনের কোনো ক্রিয়া ছিল না। সংগঠন যদি কাজ করতো তাহলে। এদিন দেখতে হতো না। পয়সা কামানো ছাড়া আর কিছু করেনি।

  • @milansarkar5141
    @milansarkar5141 2 місяці тому +1

    অসংখ্য ধন্যবাদ ।আপনি এগিয়ে যান ।প্রধানমন্ত্রী বার বার বাংলায় এসেছেন ভোটের জন্য ।এবার তিনি বাংলার দিকে একটু বার বার নজর দিন বাংলার সকল সমস্যার জন্য

  • @sisterniveditaspiritual6090
    @sisterniveditaspiritual6090 2 місяці тому +37

    যে ভদ্র লোক শীল ভদ্র দত্তের কাউন্টিং এ কেন গেল না,কত টাকা নিয়েছে ?

  • @animadas9642
    @animadas9642 2 місяці тому +3

    একদম সঠিক বলেছেন আমাদের এখানে মণ্ডল সভাপতি কে সাধারণ মানুষ জানে না I কারণ তাকে কোনোদিন এলাকায় দেখা যায়নি

  • @shyamalpaul896
    @shyamalpaul896 2 місяці тому +18

    দাঁড়িয়েই আছে, খালি রিগিং টা বন্ধ হোক ‌ নির্বাচন কমিশন কাজ করতে পারছে না। কেন্দ্র ঠিক ঠাক ব্যবস্থা নিচ্ছেন না। ভোট প্রহসন হচ্ছে, .

  • @tirthachakravarty5354
    @tirthachakravarty5354 2 місяці тому +1

    স্্গঠন করার ক্ষেত্রে যে নীতিগুলি অনুসরণ করা আবশ্যিক তাকে প্রাথমিকভাবে তৃণমূল স্তরে প্রয়োগ করতে গিয়ে নেতা-কর্মীদের যে অসুবিধার সম্মুখীন হতে হয় তা যারা কাজ করেন তাদের ভালো অভিজ্ঞতা রয়েছে । কর্মীদের মধ্যে একটা আতঙ্ক যে কাজ করছে তা অস্বীকার করা যায় না । শক্তিকেন্দ্র(বুথ) যে গুলো এখনো ঠিকমত তৈরি হয় নি বা যেগুলো দূর্বল সেগুলোকে শক্তিশালী করে গড়ে তোলার দিকে নেতা-কর্মীদের মনোযোগ দিতে হবে । আপনার পর্যবেক্ষণ বেশ ভালো লেগেছে ।

  • @ajaybiswas5395
    @ajaybiswas5395 2 місяці тому +11

    Good morning সন্ময় বাবু। কি আর বলবো, শুধু একটা কথাই বলতে দ্বিধা নেই। একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া কেউ নেই এই দলটির জন্য পরিশ্রম করেই না।আর এই ভাবেই যদি চলতে থাকে। আগামী ২৬শে কেনো, কোনো দিনই আসার সম্ভাবনা নেই। এই সব নেতাদের ধিক্ ধিক্ ধিক্কার।

  • @aninditachakraborty6898
    @aninditachakraborty6898 2 місяці тому +3

    এই অমিতাভ বাবু লোকটার নামে এতো অভিযোগ তাও এই লোকটাকে এখনো কেন রেখে দিয়েছে বুঝতে পারি না

  • @ArunMitra-c6n
    @ArunMitra-c6n 2 місяці тому +30

    সারা বছর জুড়ে এলাকা ভিত্তিক আলোচনা
    হয় না। এলাকায় কর্মীদের উঠাবসা আলোচনার কোন জায়গা নেই। দলের কর্মী
    ও নেতাদের যোগাযোগ নেই।

  • @BengaliStrom-lf3ln
    @BengaliStrom-lf3ln 2 місяці тому +14

    সন্ময়বাবু, খুব কষ্ট হয়, এত্ত এত্ত এত্ত দুর্নীতি র পরেও রাঘব বোয়াল রা গ্রেফতার না হ ওয়ার জন্য। ইডি সিবিআই ও কিন্তু জনসাধারণের ট্যাকসের টাকায় প্রতিপালিত।তাই নয় কি??

  • @user-tq5ru6iq7y
    @user-tq5ru6iq7y 2 місяці тому +2

    নির্বাচন পরবর্তী সহিংসতায় যে সমস্ত ব্যক্তি নির্যাতনের শিকার হচ্ছে তাদেরপাশে দাঁড়াতে হবে এবং তাদের সাহস জোগাতে হবে। কোনক্রমেই তাদের বিপদের মুখে ঠেলে দেয়া যাবে না। এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করতে পারলে এবং তাদের কোনক্রমে যেন কোন ক্ষতি না হয়। এটা করতে পারলে ঘুরে দাঁড়ানো অনেকাংশেই সম্ভব এবং এটা অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ।

  • @siddharthakumardutta155
    @siddharthakumardutta155 2 місяці тому +77

    ED, CBI কেন তাদের কাজ ঠিক ঠা ক করবে না? তাহলে কি যা চুরির অভিযোগ সব ভুল?

    • @rupakroy12
      @rupakroy12 2 місяці тому +6

      না, সর্ষের মধ্যে ভূত আছে।

    • @mohitsaha1261
      @mohitsaha1261 2 місяці тому +2

      ​@@rupakroy12এরা নিজেদের বিরাট চালাক ভাবে।

    • @madhabsikder9670
      @madhabsikder9670 2 місяці тому

      ED, CBI er kichu kichu log bikri hoye gache..

    • @JakirHossainKhan-eo4zm
      @JakirHossainKhan-eo4zm 2 місяці тому

      😂😢

    • @soumyenkundu2972
      @soumyenkundu2972 2 місяці тому +1

      Hoy to setting?

  • @ranjitkumarmondal8876
    @ranjitkumarmondal8876 2 місяці тому +10

    দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী, দায়িত্ব দেয়া, ভাইপো গ্ৰপ্তার করে উচিত শিক্ষা দেবেন।

  • @PradipRamKrishnaBaral
    @PradipRamKrishnaBaral 2 місяці тому +30

    একবার না পারিলে দেখ শতবার, সাফল্য আসবেই।

  • @menokasengupta3584
    @menokasengupta3584 2 місяці тому +2

    দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসল কারণ গুলো ধরতে; পেরেছেন,

  • @sisterniveditaspiritual6090
    @sisterniveditaspiritual6090 2 місяці тому +41

    আর সুকান্ত মজুমদার কেন কথা বলবেন এই সমস্ত বিষয় নিয়ে, কারণ উনার কাজের কাজ হয়ে গেছে, এখন তিনি মন্ত্রী, তাকে আর কে ধরে ?

  • @user-in2nb4zr4w
    @user-in2nb4zr4w 2 місяці тому +1

    সঠিক বিষয়টি প্রকাশ করেছেন আপনি, অনেক ধন্যবাদ🙏

  • @MrGhosh-ek1en
    @MrGhosh-ek1en 2 місяці тому +36

    বিজেপির এত বাজে অবস্থা,আগে জানতাম না।এরা আবার বলে 30এর উপর আসনপাবে ।শুভেন্দু বাবুকে জানানো দরকার সন্ময়বাবু।

  • @krishanubiswas601
    @krishanubiswas601 2 місяці тому +9

    একদম ঠিক বলেছেন দাদা,যারা মন্ডল স্তরের নেতা তারা মানুষের সঙ্গে কোনো যোগাযোগ ই রাখেনা,সরকারের কোনো স্কিম বলেন,তাহলে মানুষ ভোট দেবে কেনো?

  • @user-um9il5tp8g
    @user-um9il5tp8g 2 місяці тому

    আামি বাঁকুড়া থেকে বলছি, নীচু স্তরে অনভিজ্ঞ নেতা,ভালো নেতা তৈরী করতে হবে।আপনি যে গুলো বলছেন সব ঠিক। বিশেষ করে গ্রাম অঞ্চলে বলিষ্ঠ নেতা খুব প্রয়োজন।

  • @shyamdebnath8327
    @shyamdebnath8327 2 місяці тому +11

    এই ভাবে ভোট হলে কোন মতেই সম্ভব নয় !! আমার মতে হয় রাষ্ট্রপতি শাসন নতুবা ভিন্ন রাজ্যের কমপ্লিট ভোট মেশিনারী এনে ভোট করাতে হবে !!

  • @debashisnath9308
    @debashisnath9308 2 місяці тому +40

    আর ওই অমিতাভ চক্রবর্তী এবং জগন্নাথ সরকার এদেরকে সরানো দরকার

    • @anishgupta4463
      @anishgupta4463 2 місяці тому +4

      Jagannath chattopadhyay not Sarkar

  • @prithwishghosh8661
    @prithwishghosh8661 2 місяці тому

    সুন্দর আলোচনা ধন্যবাদ সন্ময়বাবুকে❤🙏❤️

  • @saugatapramanik9383
    @saugatapramanik9383 2 місяці тому +6

    Osadharon bishleshon o fatafati chokhe aangul dewa pratibedan, Sanmoyda!!!👏👏👍👍👌👌💐💐❤️❤️🙏🙏

  • @ShantiRanjanMandal-m1s
    @ShantiRanjanMandal-m1s 2 місяці тому

    Mr. Sanmoy sir, very good analyliciss thanks a lot. Your every word golden words,there are no substitute.

  • @user-mv4dw5fg3z
    @user-mv4dw5fg3z 2 місяці тому +13

    যারা কাজ করবেন তারা দায়িত্বে থাকবেন এর বিকল্প নেই।

  • @milansarkar5141
    @milansarkar5141 2 місяці тому

    অসংখ্য ধন্যবাদ আপনি এগিয়ে যান ।ভোটের জন্যতো বার বার বাংলায় এসেছেন ।প্রধানমন্ত্রী ।আবার বাংলার দিকে একটু নজর দিন বার বার।

  • @pranabdas8980
    @pranabdas8980 2 місяці тому +9

    আপনি কি জানেন অমিতাভ চক্রবর্তী লোকাল তিএমসির সঙ্গে যোগাযোগ আছে খবর নিন 😂😂😢😢

    • @sukantaroy2106
      @sukantaroy2106 2 місяці тому

      যা অবস্থা ২৬ এ ২৬ হয়ে যেতে পারে

  • @pallabkumarpal
    @pallabkumarpal 2 місяці тому +3

    সুকান্ত is nothing more than a Waste, now this hopeless man is given a minister post! Please bring back Dilip Ghosh to survive the party, otherwise the BJP in Bengal is dead and finished.

  • @ArunMitra-c6n
    @ArunMitra-c6n 2 місяці тому +25

    আর, এস এস এর চামচাবাজি চটিচাটা বন্ধ হোক! সি বিআই ইড এর চটিচাটা
    নেতাদের কার্যকলাপ দিকে নজর দেওয়া হোক!

  • @jayantaroy7820
    @jayantaroy7820 2 місяці тому

    অনেক ধন্যবাদ, আপনাকে।
    এই সত্য কথা গুলো সংগঠনে থেকে কেউ বলার সাহস করেন না,
    আরো অনেক কথাই আছে, সংগঠন মন্ত্রীদের কাছে কোনো দিন -ই পৌঁছে না,
    আমি ত্রিপুরায়‌ বিজেপি প্রতিষ্ঠাতা সদস্য, এবং ত্রিপুরা বিধান সভার প্রথম বিধায়ক প্রার্থী (১৯৮৩-Fifty six বিধান সভার কেন্দ্র)এর পর‌ আরো দুই বার জেলা পরিষদ প্রার্থী ছিলাম, সুদীর্ঘ চল্লিশ বছর সংগঠনে জেলা সম্পাদক হিসাবে, কখনো রাজ্য সদস্য হিসেবে কাজ করেছি,
    কিন্তু ত্রিপুরায়‌ বি জে পি ক্ষমতায় এসেছে তারপর থেকে কোনো অজানা কারনে আমার কোনো খবর‌ নেই, নুতন রা এসে সব জায়গায় বসে গেছে, আমি হারিয়ে গেছি, কতো জেল কেটেছিল এইসব আজ কেউ মনে রাখেনি।

  • @MuktipadaBera-dy7mu
    @MuktipadaBera-dy7mu 2 місяці тому +8

    অবশ্যই সম্ভব। একজন থেকে আজ যদি উনতিরিজন সাংসদ হতে পারে তাহলে কেন সম্ভব নয়।

  • @bhaskarjyotimukherjee1793
    @bhaskarjyotimukherjee1793 2 місяці тому

    শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা ও আস্থার পাত্র হিসেবে ওনার ভূমিকা নিয়ে একটি ওপিনিয়ন পোল করার অনুরোধ রাখছি। এই পোলে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের কথাই বলছি যা কংগ্রেস,তৃনমূল ও বিজেপিতে বিস্তৃত। মুসলমানদের অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে(গ্রামে ও শহরে আলাদাভাবে)। সনির্বন্ধ অনুরোধ রইল ।

  • @BanasriBasu
    @BanasriBasu 2 місяці тому +6

    "আজকের অনেক অনেক অভিমত খুবই ভাবনার এবং তাৎপর্যের!"
    এই মন্তব্যগুলিও তো গৈরিক রাজনীতিকে মানুষ আন্তরিকভাবে
    আর শুভেচ্ছা'র সঙ্গে চাইছে..! এটিই বলে না...??..

  • @bijoyacharjee892
    @bijoyacharjee892 2 місяці тому

    দুর্ণীতির সঠিক বিচার না হলে, ভোটারদের মন থেকে ভীতি মুছে দেওয়া না গেলে ঘুরে দাঁড়ানো দিবা স্বপ্ন।

  • @aviksrimany6907
    @aviksrimany6907 2 місяці тому +7

    শুধু দমদম নয় সমগ্র দক্ষিণ বঙ্গে এক ছবি কাউন্টিং টেবিলের।

  • @arabindadhar2097
    @arabindadhar2097 2 місяці тому

    অসাধারণ প্রতিবেদন। 🙏

  • @prasenjitdatta8331
    @prasenjitdatta8331 2 місяці тому +18

    Age Seting Bandhyo Korte Hobe.

  • @footpat9409
    @footpat9409 2 місяці тому +16

    ওয়েভ ক্যামেরা আর কেন্দ্রীয় বাহিনী শুভেন্দু বাবু খুব জোর দিয়ে ছিলেন কিন্তু দুটোই ডাহা ফেল হলো কারণ কি ? নাকি ওগুলো দেখিয়ে সব চুপ করিয়ে দেওয়া হলো ? এই ব্যাখা আগে করুন।

  • @provatbiswas3456
    @provatbiswas3456 2 місяці тому

    সন্ম্ময়বাবু আপনার সাথে BJP রাজ্য office এ একদিন কথি হয়েছিল বিকালে, তখন আমি বলেছিলাম আমি আপনার প্রথম আমলের অর্থাৎ 6 বছর আগের শ্রোতা। আমি আপনাকে সৎ রঞ্জনের অনেক তথ্য প্রেরণ করেছিলাম। আমার বয়স বর্তমানে 51 একটা বিদ্যালয়ের Head teacher. আমি বহুদিন থেকেই BJP টা করি আমি 2011 থেকেই anti Mamata প্রচার করি। Modiji ক্ষমতায় আসার পর থেকেই Modiji এর বিদেশ নীতি ও দেশের জন্য করা প্রতিটি প্রকল্পের ব্যাপক প্রচার করতাম। কোনোদিন কোনো পদের লোলূপ ছিলাম না। ফল স্বরূপ গ্রামে 2013 থেকেই পঞ্চায়েতে lead পেতে শুরু করলাম 2019 তো 5000 ভোটের lead পেলাম। 19 লোকসভার আগে ওই ভয়ের পরিবেশ তোয়াক্কা করিনি প্রতিটি পথসভায় বক্তব্য রেখেছি। তারজন্য স্কুলে অত্যাচার সহ্য করেছি। আর এবার আমাকে ব্রাত্য রাখা হয়েছে।, এক এক বুথে কোথাও 5 কোথাও 6 কোথাও বা 10 হাজার করে টাকা দেয়া হয়েছে। অতচ পাওয়ার কথা 20 হাজার। বুথে বুথে আমাদের আগের দখলের দেয়াল গুলির 20% মত লেখা হয়েছে, সব না লেখা অবস্থায় পড়েছিল, 2% বুথে ও door to doir campaigning করা হয় নি একটা বুথেও, booth slip দেয়া হয়নি পুরো পঞ্চায়েতের একটি বুথেও অতচ আমরা দল বেঁধে প্রতিটি বুথে দুবার করে যেতাম একবার বুথ slip দিতে একবার campaigning করতে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে, এমনকি last মুহুর্তের Mike প্রচার ও হচ্ছিলো না আমি খবর পেয়ে নিজের পয়সায় গাড়ি Mike ভাড়া করে প্রচার করি আমাদের প্রচারের শেষ মুহুর্তে দেখি একটা 17-18 বছরের ছেলে আর দুটো ন - চ্যাংড়া একটা অটো নিয়ে বেরিয়েছে যাদের সমাজের কোনো পরিচিতি নেই।ফল স্বরূপ এবার lead 3 হাজারে নেমে এসেছে। সব টাকা mondal সভাপতি (লেখাপড়া জানেনা) ও জেলা সভাপতি আত্মসাত করেছে ladies ( bjp নতুন কর্মি) নিয়ে ফুর্তি করেছে। বাংলার সর্বস্তরের একই ছবি। তার উপর সুভেন্দুজী ছাড়া কোনো রাজ্য বা জেলাস্তরের নেতার কোনোরকম দৌড়ঝাপ আমার পর্যবেক্ষণে আসেনি। সুকান্ত বাবুর রাজনৈতিক অনভিজ্ঞতা বেশ কিছু জেলা সভাপতি ভোটের আগমুহুর্তে পরিবর্তন ও তাদের দ্বারা কমিটি নির্বাচন অতি নিকৃষ্ট মানের, ইত্যাদি আরো অনেক নানাবিধ কারনে BJP এর খারাপ ফল। যেমন vote এর দিন vote management এ TM C এর 1% ও counting এ 5% ও দিতে পারিনি BJP ।অর্জুন সিং কে টিকিট দেয়া, অভিতাভ চক্রবর্তী ও জগন্নাথ চ্যাটার্জি র লবিবাজী হাওড়া ও কোলকাথার পার্শবর্তী জেলায় হারের অন্যতম কারন। candidate selection যথাযথ হয়নি সব জায়গায়, দিলীপ, রাহুল, শৌমিক ইত্যাদি পুরোনো মুখগুলোকে শুভেন্দুর মত মাঠে ময়দানে নামানো উচিত ছিল, 21 এর post poll violence এর শিকার BJP কর্মিদের look after করে পুনরায় ময়দানে নামানো হয়নি যেটা খারাপ ফলের একটা মোটা কারন, বহু দাপুটে নেতা মার্ডার করা হয়েছে, তাদের স্হানে যোগ্য নেতা তৈরী করা হয় নি।

  • @dhimanmandal6380
    @dhimanmandal6380 2 місяці тому +14

    দাদা ভাইপো জেলে গেলে সবাই সামনে চলে আসবে

  • @sukumarbanerjee6199
    @sukumarbanerjee6199 2 місяці тому

    শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিন দল উপকৃত হবে আমি বিজেপির পুরানো সমর্থক হিসেবে বলছি

  • @sumitrapal7762
    @sumitrapal7762 2 місяці тому +5

    BJP তে জেলা ও মন্ডলে পদে আছে বেশিরভাগই পার্টির পয়সায় সংসার চালায় আর যারা শিক্ষিত এবং ট্যালেন্টেড তাদেরকে সাইড করে দেওয়া হয়।

  • @milande7931
    @milande7931 2 місяці тому

    Sanmoy Banerjee এতোদিন পরে আপনার কাছ থেকে একটি সুন্দর constructive আলোচনা পেলাম । আপনার কাছে অনুরোধ করছি দয়াকরে আপনার এই কষ্টার্জিত তথ্যগুলো একদম BJP এর উচ্চতর নেতৃত্বের কাছে পাঠান । এটি ভীষনভাবে দরকার । বাংলার মানুষের উদ্ধারের জন্য অবশ্যই এই সব তথ্যগুলো আপনি দয়াকরে BJP উচ্চতর নেতৃত্বের কাছে তাড়াতাড়ি পাঠান ।

  • @MrSankarhari
    @MrSankarhari 2 місяці тому +5

    Correct. Thanks. BJP leader should be serious.

  • @user-mt5ho6jb6s
    @user-mt5ho6jb6s 2 місяці тому

    ইয়েস সন্ময় বাবু এইজন্যই আপনার ভিডিওগুলো মিস করি না। ধন্যবাদ স্যার

  • @binodbiharinath8605
    @binodbiharinath8605 2 місяці тому +5

    বঙ্গে বি জি পি কখনো কোনদিন ঘুরে দাঁড়াতে পারবে না।সব তথ্য ব্যাখ্যা করব মেছেছ পাঠিয়ে।।জানি না আমি প্রচুর মেছেছ ও ওয়াটচাপ পাঠাই আপনার দৃষ্টিতে পড়ে কি না জানি না

  • @binoybhushankabishekhar8785
    @binoybhushankabishekhar8785 2 місяці тому

    সন্ময় বাবুর একদম বাস্তব অভিজ্ঞতার নিরিখে পরিবেশিত বক্তব্য সত্যি প্রশংসনীয় ।

  • @arijitnicmoviechoudhury2082
    @arijitnicmoviechoudhury2082 2 місяці тому +4

    রান্নার লোক কে University পড়া তে পাঠানো হয়. আর University প্রপেসর কে রান্না কাজ দেওয়া হয়. কোন দাদার ল‍্যাজ ধরে জেলা সভাপতি ও কমিটি তে সুযোগ পায়. কাজ না জানা মানুষ বসিয়ে দেওয়া হয় এইভাবে. দু জনের কাজের মাপ এক নয়. তাই এই রকম হয়ে থাকবে.

  • @fundmanager9722
    @fundmanager9722 2 місяці тому

    দাদা, আপনি একজন অভিগ্গ সাংবাদিক। কেন্দ্রীয় সরকার বাংলার মানুষ গুলো কে গিনিপিগ মনে করছে। এমন লোক সভায় TMC support নিতে ও পারে।

  • @keshab1632
    @keshab1632 2 місяці тому +16

    We demand president rule in West Bengal

  • @alopal1305
    @alopal1305 2 місяці тому

    খুবই সঠিক বলেছেন। এবার এই সব বিষয়ে নজর রাখার বিশেষ অনুরোধ জানাই । কি অবস্থা.....এত গাফিলতি।

  • @dhimanroy868
    @dhimanroy868 2 місяці тому +4

    কিছু হবে না বিজেপি আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয় ।

    • @sujitroy5008
      @sujitroy5008 2 місяці тому

      😮

    • @user-xn9ve3up1y
      @user-xn9ve3up1y 2 місяці тому

      অনু গত কৌশল নিয়ে
      রাজ্যের বিজেপির সংখ্যা
      গরিসঠা তা ভাবে গড়ে উঠুক
      গরিসঠা

    • @user-xn9ve3up1y
      @user-xn9ve3up1y 2 місяці тому

      বিজেপির কর্মীদের মনো বল বাড়িয়ে
      দে ওয়া ভালো

    • @ashisbhattacharya3453
      @ashisbhattacharya3453 2 місяці тому

      😂😂😂

    • @tatanghosh7891
      @tatanghosh7891 Місяць тому

      Sothik bolechhen.

  • @bijoybhattacharyaskaleidos2777
    @bijoybhattacharyaskaleidos2777 2 місяці тому

    Excellent analysis. WB BJP need to do soul searching immediately

  • @bhaskarbose9856
    @bhaskarbose9856 2 місяці тому +6

    বিজেপি আর টিএমসি ছাড়া কি আর কোনো দল নেই?
    এই দুটো দল ই তো দাগি।

    • @tapasghosh1109
      @tapasghosh1109 2 місяці тому +3

      কোন দলটা ফ্রেশ একটু জানাবেন প্লিজ ??????

  • @kamalendumajumder1291
    @kamalendumajumder1291 2 місяці тому

    Ekdom thik. Sundor Upthapona.

  • @sukumardutta8391
    @sukumardutta8391 2 місяці тому

    মাননীয় সন্ময় বাবু, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। যে কথা আমি দীর্ঘদিন ধরে বলতে চেয়েছি তা আপনি বলে ফেললেন। আমি একজন ৮০ বছরের বৃদ্ধ। বাড়ি হাওড়ার সাঁকরাইল অঞ্চলে। গত নির্বাচনের মাস দুয়েক আগে আমি এই অঞ্চলের তথাকথিত বিজেপি নেতৃত্বের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম। যদিও আমি কোন বিজেপি কর্মী নই। বলতে পারেন বিজেপি সমর্থক। আমার অভিযোগ ছিল, এতদ অঞ্চলের তথাকথিত বিজেপির ন্যাতা এবং কর্মীরা অধিকাংশই অশিক্ষিত, ধান্দাবাজ এবং অসভ্য। এ কথাও বলেছিলাম যে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ভাঙ্গিয়ে নির্বাচনে জেতা যাবে না। চোর তোলা মূল পার্টির বিরুদ্ধে লড়াই করতে গেলে দরকার মজবুত সংগঠন। আদর্শবান, বিজেপির নীতির প্রতি বিশ্বাসী শিক্ষিত এবং প্রশিক্ষিত কর্মী। আমার কথা শুনে দুই একজন ন্যতা অনেক লম্বা চওড়া কথা বলেছিলেন। কিন্তু কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, শতকরা ৮০ ভাগ বঙ্গবাসী বিজেপি সমর্থক। কিন্তু তাদের সমর্থনকে কাজে লাগানোর মতো যোগ্যতা অপদার্থ বিজেপি নেতৃত্বের নেই। তাই এই বিপর্যয়। প্রতিটি জেলায় মাননীয় শুভেন্দু অধিকারীর মতো বলিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য নেতৃত্বের প্রয়োজন। অন্যথায় আগামী বিধানসভা নির্বাচনেও বিজেপির বিপর্যয় অবশ্যম্ভাবী।

  • @Onpassive392
    @Onpassive392 2 місяці тому

    Sanmay Da, Ami thik bolechen... Kormi der aroo ektiv kortee hobee... You are absolutely right Sir.

  • @adhikarymalay2345
    @adhikarymalay2345 2 місяці тому +5

    আপনার প্রতিবেদন তেনাদের কানে যাবে কী?

  • @dayalharisaha7402
    @dayalharisaha7402 2 місяці тому +6

    দাদা, আমি বিজেপির সক্রিয় বুথসতরের কর্মি বলছি , তৃৃনমূূল কে আগামী দশবছর হৈ হৈ করে জয়ী হবে ,কারন একুশের ভোট পরবর্তি খেলা এবং এখন যে খেলা খেলছে ।

  • @bilamous1
    @bilamous1 2 місяці тому +4

    উগ্রতা বন্ধ করলেই হবে 😅

  • @PratimaAdikari
    @PratimaAdikari 2 місяці тому

    Osadharon analysis. Suvendu Adhikari ke chai

  • @rajkumardas888
    @rajkumardas888 2 місяці тому +5

    কিছু হবে না দাদা

  • @bidhabbiswash1829
    @bidhabbiswash1829 2 місяці тому +1

    সত যোগ্যতাসম্পন্ন ব্যাক্তি চাই যার গ্রহন যোগ্যতা আছে