আপনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে,, এভাবে আর কেউ মাঁটি ও মানুষের সাথে কখনো মিশতে পারবে বলে আমার মনে হয়না,,,,,, আপনার জন্য মন থেকে দোয়া করি স্যার, আপনি বেঁচে থাকুন হাজারো বছর মাঁটি ও মানুষের হৃদয়ে ,,,
আবার কি ফিরে আসবে সে দিন মন ছায় বারে বারে ফিরে যাই সেই দিনে কতো না সুন্দর ছিল ভোর বেলা মাদ্রাসা যাওয়া সময় ছেয়ে দেখতাম।। সালাম জানাই আপনাকে এতো সুন্দর প্রতিবেদন তুলে ধরার জন্য।। হে আল্লাহ্ এ অতিয্য যেনো দরে রাখতে পারে আমাদের দেশে।।
এগুলো দেখলে নিজের মন আর শহরে টিকিয়ে রাখতে পারি নাহ, আমিও এমন একটা গ্রামীণ জীবন কামনা করি, এই এপিসোড টা আমি কয়েকবার দেখেছি এখন রাত ১২.৩০ মনে পড়লো তাই আবার দেখতে এলাম এই এপিসোড টা আমার খুব প্রিয়, ভবিষ্যতে আমার ছেলেমেয়েদের এই ভিডিও দেখাবো যেন তারা গ্রামীণ জীবন উপলব্ধি করতে পারে এবং হৃদয়ে ধারন করতে পারে। হয়তো এই কমেন্টটাও তাদেরকে দেখাবো। সবাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।
স্যার, সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই , ছোট বেলায় গল্প কবিতায় পড়া সেই মন ভোলানো খেজুর গুড়ের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সত্যি স্যার, খুব আনন্দ পেলাম যা আপনাকে বুঝানোর মতো ভাষা খুঁজে পাচ্ছি না।
Shykh Seraj , ভাই , Nostalgic হয়ে গেলাম , আপনার এই প্রতিবেদন দেখে । ছোটবেলায় , মামাবাড়িতে ( হালিশহর , উত্তর ২৪ পরগণা ) , নিশুতি রাতে , খেজুর রস খাওয়া । দাদু , ঈশ্বর সুরেশ চন্দ্র দে , খুলনার , খালিশপুর এর মেয়েদের স্কুল এর হেডমাস্টার মশাই ছিলেন। বড় নাতি কে রাতে ঘুম থেকে ডেকে তুলে , দাঁত শির শির করা খেজুর রস খাওয়াতেন। আজই বছরের প্রথম পাটালি আনলাম , ১০৫ টাকা প্রতি কেজি। কিন্তু , মোটেই ভালো নয়। ছোটবেলা মনে করানোর জন্য , অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। নলেন গুড় ও পাটালির জন্য মনটা হাহাকার করে , তাই , এই প্রতিবেদন , মনের স্বাদ মেটালো !
আমি আপনার প্রত্যেকটা অনুসঠান দেখি।আমার খুব ভাল লাগে। আর সবচাইতে ভাল লাগে আপনার কৃষকদের সাথে আন্তরিকতাটা। দোয়া করি আপনি সুস্থ থাকেন। ভারত থেকে দেখছি।এিপুরা।
এভাবেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্মৃতি গুলো কে বুকে ধারণ করে এই কাজ গুলো আমাদের সবাইকে করতে হবে যাতে করে আমাদের পরের প্রজন্মের জন্য কিছু শিখতে পারে বাড়ীর আনাচে কানাচে খালি জায়গা টিকে ফেলে না রেখে একটু কৃষি হিসাবে কাজ করতে হবে বাড়ীর পাশে খালি জায়গা টায় 3 থেকে 4 টা খেজুর গাছ লাগিয়ে রাখুন আর আমার থেকে শাইখ সিরাজ স্যারের জন্য দোয়া রইল আল্লাহ রব্বুল আলামীন যেনো তাকে সহ আমাদের সবাইকে সুস্থ এবং নেক হায়াত দান করেন আমিন
স্যার আপনার অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে। বিশেষ করে আপনার মুখের নিখুঁত বাংলা ভাষা শুনতে আমি অনুষ্ঠান দেখি । আর মনে মনে ভাবি এই সুন্দর ভাষার জন্য আমরা প্রান দিয়েছি। স্যালুট স্যার আপনাকে
Back ground Music,,,,,টা অসাধারণ,,, হারিয়ে গেলাম,,সেই গ্রাম বাংলার মেঠো পথে,,,শাইখ ভাই,আপ্নি আছেন বলেই আজ বাংলাকে এই রুপে দেখতে পাই,,জানি না আপ্নি ছাড়া অন্য কেউ কি বাংলাকে আর এভাবে দেখাবে?,,,অনেক ভালো থাকবেন শাইখ ভাই, ধন্যবাদ।
সত্যি স্যার আপনি এক জন মাটির মানুষ বাংলার মাটির মত আপনিও এক জন খাঠি মানুষ আপনি বাংলার কোটি মানুষের মনে ব্যাস করেন যে জায়গায়। সবাই ব্যাস করতে পারেনা আপনার তুলনা অন কারো সাথে হয়না আপনাকে লাখ সালাম।
খুব সুন্দর পোগ্রম, আপনার পোগ্রম কমবেশি দেখি,, আপনার কথাবার্তায় বাংলাদেশর সুন্দর পরিচয় পাওয়া যায়, আমি ভালো বাসি বাংলাদেশর মানুষ জন ও পরিবেশ কে , আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন,, আরো ভালো ভালো পোগ্রম উপহার দেবেন,,🇧🇩
ধন্যবাদ স্যার! ভালোবাসা আপনার প্রতি সবসময়। ❤ বাঙালির কৃষি ইতিহাস এবং ঐতিহ্য আপনার মাধ্যমেই বর্তমান তরুণ প্রজন্ম এখনো দেখতে পাচ্ছে। আমি বিগত ১২ ধরে মালয়েশিয়া থেকে আপনার ভিডিও দেখি। ভবিষ্যতেও এভাবে বাঙালির গ্রামীণ কৃষি ইতিহাস সংস্কৃতি এবং সৌন্দর্য তুলে ধরবেন আশাকরি। ❤
আমি ইন্ডিয়া থেকে দেখছি বাংলাদেশকে খুব ভালো বাসি ওখান কার প্ররাকিতিক সৌন্দর্য দেখে আমার মোন ভরে গেল খুব খুশি হলাম আমার মনেমনে হয় এক দিন ঘুরে আসবো কিন্তু কিভাবে যাযো বলতে পালবো না আমার খুব আসা ছিল এক দিন যাবো বাংলাদেশে
আজকে সকালে এই দুই কারিগর কে সরাসরি দেখলাম শীতের সকালে ভোর /৭.৩০ এম ভাই আমাদের রস সাথে মুড়ি আহা রে কি সুস্বাদু আলহামদুলিল্লাহ্ স্থান-যশোর বাঘারপাড়া সাইতেন তলা বিশেষ করে ধন্যবাদ ইকবল ভাই-কে আল্লাহ মালিক ❤❤❤
অসাধারণ, গ্রামের শীতের সকাল! দেখেই মন টা জুড়িয়ে গেল। কি অপরূপ দৃশ্য!
খুভ মিস করি সেই দিনগুলো।
@@mehedihasan-ee9sp আমিও
@Farjana Prity রাইট
Right
অসাধারণ, গ্রামের শীতের সকাল! দেখেই মন টা জুড়িয়ে যায়। কি অপরুপ চিত্র। স্যার এর এইরকম ভিডিও দেখে মন ভালো হয়ে যায়।
সিরাজ স্যার বিসমিল্লাহ পড়াটা ভালো লাগলো
স্যার আপনার কণ্ঠে শুনলেই শৈশবের কথা মনে পড়ে যায়।
হুম ভাইয়া
খেজুরের গাছ গ্রামবাংলার রূপকে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলে!
সত্যি কথায় বলছেন ভাই
কাকা আপনি একজন খাঁটি মানুষ
আপনি এত সুন্দর ভিডিও ছাড়েন
জা মন ছুয়ে যায়
0p
মালয়েশিয়া থেকে দেখছি দেখে মনটা ভরে গেল কবে যে ফিরে যাবো আমার সোনার বাংলায় 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ভাই ওইখানে আপনি কি কাজে আছেন?
আপনার বিসমিল্লাহ বলে খাওয়া ও কাদে কলস নিয়ে হাটা অনেক ভাল লাগল।
Gore gore bolbe nki.hoito mone mone bolce..
😄😄
খাঁটি খেজুরের গুড় লাগলে জানাবেন ০১৭১০৪৮০৩১৩
এক মত
এমন ঐতিহ্য গুলো তোলে ধরা কার না ভাল লাগে
ধন্যবাদ সেখ সিরাজ স্যারকে
কি অপরুপ গ্রাম বাংলার শীতের সকাল দেখেই মনটা জুরেই গেলো। ইট পাথরের শহরে এমন শীত কখনো উপভোগ করা যায় না।আমার প্রিয়ো গ্রামবাংলা
Hi
ঠিক বলেছেন
২৪ এ এসেও এই ভিডিওগুলো চোখ কেড়ে নেয় এবং চোখ বন্ধ করে স্মৃতিচারণ করি পুরোণো দিনগুলোকে।
শায়েখ সিরাজ আমাদের শৈশবের স্মৃতি🖤
সেই ছোট বেলা থেকে দেখে আসতেছি স্যার এর একই রকম পোশাক,,,কোনো পরিবর্তন হয়নি।খুব ভালো লাগে আপনাকে।
স্যার কেন একই রঙের শার্ট পরে তা উনি একটি টক শো তে ব্যাখা করেছেন।সেটা ইউটিউবে আছে না দেখে থাকলে দেখবেন প্লিজ।
danta baj
Apnake like er century ta ami diye dilam.😂😂😂👍👍👍👍
আমিন
শাইখ সিরাজ স্যারের ভিডিও গুলো দেখলে আমার অনেক ভাল লাগে
সাঈখ সিরাজ ভাইয়ের ভিডিও গুলো অনেক ভালো লাগে আমার কাছে
Mubarak Hossain
মানুষগুলো কত কষ্ট করে আমাদের জন্য মিঠা বানায়। তাদের জন্য মনের অন্তর থেকে সালাম। ❤️
গ্রাম বাংলার এমন অপরূপ সৌন্দর্য থাকুক বাংলার ঘরে ঘরে হাজার বছর ধরে। ধন্যবাদ স্যার শাইখ সিরাজকে এত সুন্দর একটি প্রতিবেদন আমাদের উপহার দেওয়ার জন্য
আপনি একজন সত্যিকারের মাটির মানুষ স্যার। অসাধারন।
সিরাজ সাহেব আপনার উপর আল্লাহর রহমত থাকে যেনো সব সময়।
প্রাণ ভরে গেল।
আমাদের বাড়িতে জন্ম থেকে দেখছি খেজুর রস ও গুড়ের সাথে সম্পর্ক, সে ধারা এখনো অব্যাহত আছে! হরিণাকুন্ডু ঝিনাইদহ।
ধন্যবাদ!
শাইখ সিরাজ স্যারকে বাংলেদেশ
কৃষি মন্তী হিসাবে দেখতে চান কে কে
তারা লাইক দিন।
1000 like siraj sirer jonno
100% sotto bolcen
1000
Q
Ami
মাশা'আল্লাহ! গ্রামের মানুষগুলো সরল সহজ, যেকোনো অচিন মানুষদের অতিথি আপ্যায়নে জুরি নেই।
আমি ভারত পশ্চিম বাংলার হুগলি জেলা থেকে দেখি খুব ভালো লাগলো মাশাল্লাহ
জাজাকুমুল্লাহ
আপনাকে বাংলাদেশে আমন্ত্রন জানাচ্ছি। 💕💕
আমি চুঁচুড়া থাকি
@@TechFactorium24 vi ekhon India Muslim der Bangladeshi bolce
Pandua
বন বিভাগের প্রতি অনুরোধ করছি খেজুর গাছ সারা দেশে লাগানোর জন্য
🤣🤣🤣🤣🤣🤣
বন বিভাগ তোমার comment পড়ার জন্য বসে থাকে নাহ। আবালের মত comment না করাই ভালো।
@@beautifulxplorebangladesh3505 তোমার কমেন্ট পড়ার জন্য বসে আছে কি?
বেটা ছাগল কোনানকার
😆
শাইখ সিরাজ স্যার এর ফ্যান রা সারা দাও 🙌
Kno Dile ki Hobe vai
yes
India assam theke
সারা দিলে কি আইস্ক্রিম কিনে দিবা
উনাকে আমি সাদাকালো বিটিভির যুগ থেকেই চিনি ভাই😊
আপনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে,, এভাবে আর কেউ মাঁটি ও মানুষের সাথে কখনো মিশতে পারবে বলে আমার মনে হয়না,,,,,, আপনার জন্য মন থেকে দোয়া করি স্যার, আপনি বেঁচে থাকুন হাজারো বছর মাঁটি ও মানুষের হৃদয়ে ,,,
আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন শায়েখ সিরাজের নেক হায়াত রাখেন। সৌদি আরব থেকে। আন্তরিক ধন্যবাদ স্যার।
আমার মতো একুশে (২০২১) এসে কে কে দেখছেন 🙋♂️🙋♂️🙋♂️ এবং শায়েখ সিরাজ
স্যারকে আমার মতো কে কে ভালবাসেন ??? 🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
আপনার মন-মানসিকতা সরলতা দেখে আমি মুগ্ধ,,, আমিও আপনার মতন একজন সরল, মানুষ হতে চাই
শায়খ সিরাজ স্যার আপনাকে আন্তরিক ভাবে শ্রদ্ধা জানাই ,, গ্ৰাম বাংলার কি অপরুপ সৌন্দর্য,মন ভালো করা প্রতিবেদন
Sir আপনার বাচ্চা সুলোভ আচোরন আমাকে মূগ্ধ করে।সত্যি এ এক অসাধারণ দৃশ্য
আবার কি ফিরে আসবে সে দিন মন ছায় বারে বারে ফিরে যাই সেই দিনে কতো না সুন্দর ছিল ভোর বেলা মাদ্রাসা যাওয়া সময় ছেয়ে দেখতাম।। সালাম জানাই আপনাকে এতো সুন্দর প্রতিবেদন তুলে ধরার জন্য।। হে আল্লাহ্ এ অতিয্য যেনো দরে রাখতে পারে আমাদের দেশে।।
নানান রঙের ফুলের মেলা
খেজুর গুড়ের যশোর জেলা।
এ এক অন্যরকম ঐতিহ্য।
I am proud to work in Jashore.
ভারতের কোলকাতা থেকে দেখছি, মন প্রান জুড়িয়ে যায় গ্রামবাংলায় এসব দৃশ্য দেখলে ❤ বাঙালি হিসেবে গর্ব বোধ করি...
এগুলো দেখলে নিজের মন আর শহরে টিকিয়ে রাখতে পারি নাহ, আমিও এমন একটা গ্রামীণ জীবন কামনা করি, এই এপিসোড টা আমি কয়েকবার দেখেছি এখন রাত ১২.৩০ মনে পড়লো তাই আবার দেখতে এলাম এই এপিসোড টা আমার খুব প্রিয়, ভবিষ্যতে আমার ছেলেমেয়েদের এই ভিডিও দেখাবো যেন তারা গ্রামীণ জীবন উপলব্ধি করতে পারে এবং হৃদয়ে ধারন করতে পারে। হয়তো এই কমেন্টটাও তাদেরকে দেখাবো। সবাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।
ধন্যবাদ স্যার আপনাকে আপনিও একদম কৃষকের মত হয়ে কৃষকের সাথে মিশে যায়, এই জিনিসটা খুব ভালো লাগলো।
2020 সালে কে কে দেখছেন সিরাজ ভাই এর মাটিও মানুষ অনুষ্ঠান এবং কার কার ভালো লাগে।আসলে এরকম খাজুরের রস দেখলে আমারও জিবে পানি চলে আসে।
্
্্
্
্্
্
্ল
ল
্
্
ল
ল্
্
্
স্যার, সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই , ছোট বেলায় গল্প কবিতায় পড়া সেই মন ভোলানো খেজুর গুড়ের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সত্যি স্যার, খুব আনন্দ পেলাম যা আপনাকে বুঝানোর মতো ভাষা খুঁজে পাচ্ছি না।
গ্রামের মানুষ তাকে আপনজন মনে করে। একজন সাংবাদিকের জন্য এ এক অসাধারণ অর্জন।
Shykh Seraj , ভাই , Nostalgic হয়ে গেলাম , আপনার এই প্রতিবেদন দেখে । ছোটবেলায় , মামাবাড়িতে ( হালিশহর , উত্তর ২৪ পরগণা ) , নিশুতি রাতে , খেজুর রস খাওয়া । দাদু , ঈশ্বর সুরেশ চন্দ্র দে , খুলনার , খালিশপুর এর মেয়েদের স্কুল এর হেডমাস্টার মশাই ছিলেন। বড় নাতি কে রাতে ঘুম থেকে ডেকে তুলে , দাঁত শির শির করা খেজুর রস খাওয়াতেন।
আজই বছরের প্রথম পাটালি আনলাম , ১০৫ টাকা প্রতি কেজি। কিন্তু , মোটেই ভালো নয়।
ছোটবেলা মনে করানোর জন্য , অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
নলেন গুড় ও পাটালির জন্য মনটা হাহাকার করে , তাই , এই প্রতিবেদন , মনের স্বাদ মেটালো !
Anjan Basu খাওয়ার স্বাদ টা এখন ভিডিও দেখার মাঝেই উপভোগ করতে হয়|
হায় সংস্কৃতি !
এই বাংলার মায়া ভরা পথে হেটেছি এতটা দূর
অনেক অনেক ভালো লাগলো সকাল বেলা এত সুন্দর একটা ভিডিও দেখে, ছোট বেলায় খেজুর রস খাওয়ার কথা মনে পরে গেলো
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤আহা গ্রামে থাকতে নিজেদের খেঁজুর গাছ থেকে কত রস পাড়ছি।শীতকাল আসলেই এগুলো নিয়ে ব্যাস্ত হয়ে যেতাম।মিস করি অনেক😶😶😶
same to vai
গ্রাম বাংলার শীতের সকাল গুলো কি যে অসাধারণ। অনেক মিস করি শীতের সকাল গুলোকে। শিরাজ স্যারকে অসংখ্য ধন্যবাদ।
আমি আপনার প্রত্যেকটা অনুসঠান দেখি।আমার খুব ভাল লাগে।
আর সবচাইতে ভাল লাগে আপনার কৃষকদের সাথে আন্তরিকতাটা। দোয়া করি আপনি সুস্থ থাকেন। ভারত থেকে দেখছি।এিপুরা।
এভাবেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্মৃতি গুলো কে বুকে ধারণ করে এই কাজ গুলো আমাদের সবাইকে করতে হবে যাতে করে আমাদের পরের প্রজন্মের জন্য কিছু শিখতে পারে বাড়ীর আনাচে কানাচে খালি জায়গা টিকে ফেলে না রেখে একটু কৃষি হিসাবে কাজ করতে হবে বাড়ীর পাশে খালি জায়গা টায় 3 থেকে 4 টা খেজুর গাছ লাগিয়ে রাখুন আর আমার থেকে শাইখ সিরাজ স্যারের জন্য দোয়া রইল আল্লাহ রব্বুল আলামীন যেনো তাকে সহ আমাদের সবাইকে সুস্থ এবং নেক হায়াত দান করেন আমিন
অনেকে ভালো লাকছে সেলুট আপনাকে। বাংলাদেশের গ্যাম গনজের সৌন্দর্য তুলে ধরার জন্য। 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
সেই ছোটবেলা থেকে আপনার অনুষ্ঠান দেখে আসতেছি স্যার এখনো মাঝে মাঝে প্রবাসে বসে আপনার অনুষ্ঠান দেখী ইউটিউবে।আপনার সেই আগের কন্ঠ এখনো আগের মতো মনে হয়।
আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনার প্রোগ্রাম অনেক ভালো লাগে
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
স্যার আপনার অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে। বিশেষ করে আপনার মুখের নিখুঁত বাংলা ভাষা শুনতে আমি অনুষ্ঠান দেখি । আর মনে মনে ভাবি এই সুন্দর ভাষার জন্য আমরা প্রান দিয়েছি। স্যালুট স্যার আপনাকে
প্রতিদিন হারিয়ে যাচ্ছে গ্রামীন বাংলার ঐতিহ্য
খেজুরের রস, খেজুরের গুড় অসাধারণ।
খেজুরের রস আমাদের সংস্কৃতি ঐতিহ্যের সাথে মিশে আছে।
গাছীদের দক্ষতা অসাধারন।
হ্যাঁ, এই তো আমার বাংলাদেশ, আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে এই দেশ।
অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য দেখে মনটা ভরে গেল🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
সুবহানআল্লাহ ......আল্লাহর নেয়ামত এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ।
Back ground Music,,,,,টা অসাধারণ,,, হারিয়ে গেলাম,,সেই গ্রাম বাংলার মেঠো পথে,,,শাইখ ভাই,আপ্নি আছেন বলেই আজ বাংলাকে এই রুপে দেখতে পাই,,জানি না আপ্নি ছাড়া অন্য কেউ কি বাংলাকে আর এভাবে দেখাবে?,,,অনেক ভালো থাকবেন শাইখ ভাই, ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ এমন প্রতিবেদন দেওয়ার জন্য।
আমাদের চাদপুরের রত্ন সায়েক শিরাজ স্যার 💕
কতদিন হয়ে গেলো নিজের দেশর মাটি, এমন দৃশ্য দেখা হয় না।
সেই জন্য স্যার আপনার সঞ্চালনা সব সময় দেখা হয় 😍
অসাধারণ একটা এপিসোড..... ভালোবাসি গ্রাম।
সত্যি স্যার আপনি এক জন মাটির মানুষ বাংলার মাটির মত আপনিও এক জন খাঠি মানুষ আপনি বাংলার কোটি মানুষের মনে ব্যাস করেন যে জায়গায়। সবাই ব্যাস করতে পারেনা আপনার তুলনা অন কারো সাথে হয়না আপনাকে লাখ সালাম।
দেখে ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমাদের দেশ একটি সোনার দেশ
স্যার হৃদয়ে মাটি ও মানুষ। এই অনুষ্ঠান দেখে আমার মাতৃভূমি বাংলাদেশের কথা মনে পড়ে। আপনার অনুষ্ঠান নিয়মিত দেখি আপনাকে অনেক ধন্যবাদ।
আল্লাহর নিয়ামতের শোকরিয়া আদায় করছি।।।।।।
খুব সুন্দর পোগ্রম, আপনার পোগ্রম কমবেশি দেখি,, আপনার কথাবার্তায় বাংলাদেশর সুন্দর পরিচয় পাওয়া যায়, আমি ভালো বাসি বাংলাদেশর মানুষ জন ও পরিবেশ কে , আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন,, আরো ভালো ভালো পোগ্রম উপহার দেবেন,,🇧🇩
ধন্যবাদ স্যার! ভালোবাসা আপনার প্রতি সবসময়। ❤ বাঙালির কৃষি ইতিহাস এবং ঐতিহ্য আপনার মাধ্যমেই বর্তমান তরুণ প্রজন্ম এখনো দেখতে পাচ্ছে।
আমি বিগত ১২ ধরে মালয়েশিয়া থেকে আপনার ভিডিও দেখি। ভবিষ্যতেও এভাবে বাঙালির গ্রামীণ কৃষি ইতিহাস সংস্কৃতি এবং সৌন্দর্য তুলে ধরবেন আশাকরি। ❤
আপনার ভিডিও দেখলে মন চায় সারা বাংলা গুরে বেড়াই। যশোর একদিন যাবো ইনশাআল্লাহ
Amir jessore bari viya asben insaallha
বাংলার এমন ঐতিহ্য আজ কাল চোখে পড়া আপনার জন্যই সম্ভব।
শিতকাল গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কতো সুন্দর চোখে না দেখলে বিশ্বাস করা যায়না।
ধন্যবাদ শায়েখ শিরাজ ভাই।
স্যার হারিয়ে যাওয়া সব কথাই আপনার মাজে খুজে পাই ❤
Seraj sir you are doing great job no hatred, no vulgarity only love and peace. I'm your big fan from India 🇮🇳🇮🇳🇮🇳
সিরাজ স্যার আমাদের গ্রামের অনুষ্ঠান করে ছিলো আর আমি সেখানে হাজির ছিলাম।
আলহামদুলিল্লাহ
শীতের মিষ্টি এই খেজুর গুর
বাংলাদেশ চিত্র
গ্রাম বাংলার দৃশ্য গুলো দেখলে মন টা এমনি ভালো হয়ে যায়❤️
শিরাজ ভাই আপনি অনেক ভালো একটি কাজ করেন।।।
আল্লাহ আপনাকে হাজার বছর বাচ্চিয়ে রাখুক।
আমিন
আমাদের যশোেরের মানুষ অতিথি আপ্পায়ানের জন্য সেরা খুব পারোদর্শি তারা জানে কিভাবে অতিথি আপ্পায়ান করতে হয় দাওয়াত রইলো যশোর আসার
ভাই এই জায়গা টা যশোরের কোন এলাাকায়
@@riponmiah8628 খাজুরা থানা
আমাদের খুলনা ও ???
Onek iccha chilo jawar kinto kono relative nai
যশোর আসবো রস খাওয়াতে হবে
অসাধারণ লাগল😍😍
দেশের মায়া বেড়ে গেল।
কুয়েত থেকে দেখলাম!
🎊
আল্লাহ আপনাকে ভালো রাখুক
@@SelimReza-of2jh ধন্যবাদ ভাই😍😍
*খাঁটি খেজুরের গুড় লাগলে জানাবেন ০১৭১০৪৮০৩১৩*
আপনার দেশের বাড়িতে খাঁটি খেজুরের গুড় উপহার দিতে পারেন
খেজুরের গুড় এবং খেজুরের রস দোনোটাই আমার অনেক প্রিয় জিনিস খুব ভালো লাগলো প্রতিবেদনটি
স্যার,প্রথমত আপনাকে ধন্যবাদ। অনেক বছর পর এই দরনের দৃর্শ দেখে খুব ভাল লাগল।আমি এমনিতে আপনার অনুষ্ঠান গুলা দেখি।
এই একটা মানুষ যুগ যুগ ধরে মানুষের মনের গভিরে জায়গা কবে নিয়েছেন শাইখ সিরাজ ভাই আপনাকে হাজারো ভালোবাসা
আসালামুআলাইকুম sir আপনি এতো ভালো কেনো
হুমম খুব সুন্দর উপস্থাপন করেন।
আর রস খেতে খুব ইচ্ছে করছে
কিন্তু খুজে পাওয়া যায়না
আর খাওয়া ও হয়না
তাহলে কি খারাপ হবে???
আমার বলার অর্থ আসলে এটা মানুষের কতো অহংকার থাকে।কিন্তু উনি যে ভাবে মানুষের সাথে মিসে যায় ।সবাই তা পারেনা
@@মিসেসরাজু Absolutely Right
আমারো খুব পছন্দ
আসসালামালাইকুম সিরাজ ভাই, আপনি কেমন আছেন, আমি দুবাই থেকে বলতেছি, আপনার হৃদয়ে মাটি ও মানুষ সব সময় আমার দেখা হয়, আল্লাহ আপনাকে অনেক দিন সুস্থ রাখুক,
আপনার প্রোগ্রাম দেখবো আর লাইক দিবোনা তা হয় না।
Sir apni jodi krishi montri hoitan bhalo hoito
অশাধারন
আমরা গ্রামের মানুষ গরিব হতে পারি বাট কখনো কোন অতিথি আসলে আন্তরিকতা কম হয় না সে অতিথি যেমনই হোক গরিব ধনি।
Ami jete chay vai ..💜💜💜💜💜.miss you soo much beoo .from kolkata
আপনার উপস্থাপনা লিখিত আমি তো আপনার ফ্যান হয়ে গেছি স্যার আমি অনুপম গাঙ্গুলী কল্যাণী নদীয়া থেকে বলছি পশ্চিমবঙ্গ
বাংলা আমাদের মায়ের ভাষা শত বড় দেয়াল কাটাতারের বেড়ার পরে ও আমরা বাংগালী
I am also kalyani
মন ছুঁয়ে যায় স্যারের অভিজ্ঞতায় স্যার এর পরে বাংলাদেশকে থাকবে হৃদয়ে মাটি ও মানুষ পরিচালনায় হৃদয়ে মাটি ও মানুষ পরিচালনায়
স্যার আপনাকে স্যালুট। আপনার ভিডিও গুলো মনোযোগ সহকারে আমি দেখি। খুব ভালো লাগে।
এই গ্রামীণ চিত্র দেখলে মনে হয় আগের জীবনেরই আছি। অনেক সুন্দর মোনবরে যায়। ধন্যবাদ শাইখ সিরাজ স্যারকে।
ছোট সময়ে অনেক চুরি করে খেজুরের রস খেয়েছি আহ কি মজা? মনে হয় আবার সেই দিন গুলো আবার ফিরে পেতাম----
ছোট বেলায় এই রস কত খাইছি। গ্রামের অপুর্ব দৃশ্য হৃদয় কেড়ে নেয়।
খেজুররস আমার অনেক পছন্দ
খেজুরগুড় ও আমার পছন্দ
আপনাদের পছন্দ হলে লাইক করুন
Marty namok vayras namok Vargas kzaaa6 tt
আমারও
সায়েখ সিরাজ স্যার আপনার এই গ্ৰাম বাংলার বিডিও গুলো দেখলে ছোট বেলার কথা মনে পড়ে যায় 😥😥😥
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ স্যার 💞💞💞
আমি ইন্ডিয়া থেকে দেখছি বাংলাদেশকে খুব ভালো বাসি ওখান কার প্ররাকিতিক সৌন্দর্য দেখে আমার মোন ভরে গেল খুব খুশি হলাম আমার মনেমনে হয় এক দিন ঘুরে আসবো কিন্তু কিভাবে যাযো বলতে পালবো না আমার খুব আসা ছিল এক দিন যাবো বাংলাদেশে
জিবে পানি এসে গেল,,,,,,,,,,,,,,😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
ভাই এরকম আপনার সব ভিডিও আমার কাছে ভাল লাগে শীতের ভিডিওগুলো সবচাইতে ভালো
হুমম খুব সুন্দর উপস্থাপন করেন।
আর রস খেতে খুব ইচ্ছে করছে
কিন্তু খুজে পাওয়া যায়না
আর খাওয়া ও হয়না
শাইখ সিরাজ ভাই আপনি গ্রাম বাংলার মানুষের রক্তের সাথে মিশে আছেন এবং আরও থাকবেন দোয়া করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু লাভ করেন।
মাশাল্লাহ আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন
নিজের জেলার ভিডিও,,,
অনেক অনেক ভালো লেগেছে।
সব থেকে বড় কথা হলো খাজুরা আমার মামা বাড়ি।
ধন্যবাদ স্যার আপনাকে।
স্যার আপনার ভিডিও গুলো দেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারিনা। এই কোলাহল পূর্ণ ঢাকা থেকে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করে সেই অপরূপ গ্রাম বাংলার মাঝে।
মন ভালো হয়ে যাওয়ার মতো একটা চিত্র 💚
আজকে সকালে এই দুই কারিগর কে সরাসরি দেখলাম শীতের সকালে ভোর /৭.৩০ এম ভাই আমাদের রস সাথে মুড়ি আহা রে কি সুস্বাদু আলহামদুলিল্লাহ্
স্থান-যশোর বাঘারপাড়া সাইতেন তলা
বিশেষ করে ধন্যবাদ ইকবল ভাই-কে আল্লাহ মালিক ❤❤❤
ভাল লাগার একটি অনুষ্ঠান 😍😍😍😍 আগে ভিটিতে অনুষ্ঠানটি দেখতাম
ভাল থাকো বাংলার মানুষ ভাল থাকো বাংলার কৃষক
আমার গ্রাম বাংলার মতো পরিবেশ বিশ্বের আর কোথাও নেই।
সত্যিই কতই না সুন্দর গ্রামবাংলার প্রকৃতি...ভারত থেকে অনেক শুভেচ্ছা রইল