"সারেন্ডার" ছবিটি দেখে সোনালী অতীতে ফিরে গেলাম। কত স্মৃতি এই সিনেমাকে ঘিরে!! ঈদে এই সিনেমা দেখতে গিয়ে এতো এতো মানুষের ভিড়ে কতো কষ্ট করে টিকিট কেটে বন্ধুরা মিলে ছবিটি দেখেছি। কত যে উচ্ছ্বাস, কত যে আবেগ মিশ্রিত ছিল! আহ্ সেই দিনগুলো যদি ফিরে পেতাম!!! অনেদিন অপেক্ষার পর বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহসের অনেক অনেক জনপ্রিয় সিনেমা "সারেন্ডার" ছবিটা পেলাম। কয়েক বছর ধরে অপেক্ষা করেছি দেখার জন্য। অনেক সুন্দর, অসাধারন একটা ছবি। জসীম শাবানা অসাধারন, সুন্দর জুটি। অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ অনুপমকে এমন সুন্দর ছবিটি আপলোড করার জন্য।
@@jashimk1738 বাংলা চলচ্চিত্রের সেই সোনালী সময় আর কোনদিন ফিরে আসবে না। আমরাও ফিরে যেতে পারব না স্বর্ণালী অতীতে। এতো ব্যস্ততার মাঝেও ফেলে আসা স্কুল ও কলেজের দিনগুলোকে অনেক বেশী মিস করি। আসলে আপনারা, আমরা যারা নব্বই দশকের দিনগুলোতে বাংলা চলচ্চিত্রের কালজয়ী সিনেনাগুলো দেখতাম, সেদিনের সেই আনন্দ, উচ্ছ্বাস আর কোনদিন ফিরে আসবে না। একসময় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে চাকুরীতে প্রবেশ করলাম। অনেক দায়িত্ব, ব্যস্ততাও অনেক বেশী। কিন্তু অতীতকে খুব অনুভব করি।
১৯৮৭ সালে নাটোরের অধুনা বিলুপ্ত রোজী সিনেমায় ছবিটা দেখেছিলাম। আর আজ২০২১ সাল। মাঝে ৩৪টি বছর অথচ একই আবেদন। কি ত্যাগ! কি নিস্বার্থপরতা! ভালোবাসার মানুষের জন্য। আজকের দিনে সবই যেন শুধুমাত্র কল্পনা।
১৯৮৮ সালে চট্টগ্রামের বনানী কমপ্লেক্সে এ সিনেমা দেখোছিলাম।।কত আবেগ ছিল তখন।। আজ সেই সিনেমা শিল্প ধ্বংস হয়ে গেছে।।। ওপারে ভালো থাকুক প্রিয় নায়ক জসিম।।
বাংলা দেশের অহংকার গর্ভ জসিম ভাই। ফাইটার কিংবদন্তি সুপার ইস্টার জসিম ভাই খুব ভালো একজন মানুষ ছিলেন তিনি খুব সুন্দর ভাবে ছবি ফুটিয়ে তুলতেন। দুয়া করি আললাহ ছুবান তলাল জেনো তাকে জান্নাত বাসি করেন আমিন ছুমা আমিন। 👍🌷💝🇧🇩💝🌷👍
1984 সালে জসিম নায়ক হওয়ার পর যে সমস্ত ছবিতে অভিনয় করেছেন এর মধ্যেই সারেনডার অসাধারণ একটি ছবি জসিম পমান করেছেন সামাজিক ছবিতে তিনি অসাধারণ। নায়ক এবং ভিলেন দু চরিত্র অনবদ্য।
সিনেমার শেষ দৃশ্য দেখে কখন যে চোখের কোণে অশ্রু চলে এসেছে বুঝতে পারিনি আসলে ভালোবাসা এমনই হয় মন প্রাণ দিয়ে একজন কে ভালোবাসতে হয় আর বিয়ে হয় অন্য একজনের সাথে
অনেক সুন্দর একটা সিনেমা খুব লাগলো।জসিম অভিনীত পাষান,দুই রংবাজ,হাতকড়া সিনেমা ইউটুউবে খুঁজেছি পায়নি যদি সম্ভব হয় তাহলে আপলোড দিবেন অপেক্ষায় থাকলাম।ধন্যবাদ অনুপমকে।
মরহুম জসীম ভাইয়ের অনেক এ্যাকশান,সামাজিক ছবি দেখছি।কিন্তু এই প্রথম একটা রোমান্টিক ধারার ছবি দেখলাম।তবুও কতো সুন্দর করে অভিনয় করেছে।যে ভালো অভিনেতা,সে ভিলেন করুক,বাবার অভিনয়,ভাইয়ের অভিনয় বা প্রেমিকের অভিনয় করুক সবগুলোই পারফেক্ট অভিনয় করতে পারে।আমার প্রিয় নায়ক ছিল (জসীম+ওমর সানি)সালমান শাহ+তারপর মান্না+ইলিয়াস কাঞ্চন এই তিনজন প্রিয় না হলেও অভিনয় ভালো লাগতো এই দুইজনের পরে।
যখন অডিও কেসেটে শুনতাম কি যে আবেগে ভেসে যেতাম আহারে সিনেমা কাহাকে বলে হায়রে বাংলা ছবি কোথায় গেল এই সিনেমা গুলো এমন ছবি আর কোনদিন পৃথিবীর কোন দেশে নির্মাণ করা সম্ভব হবে না
সেই ছোট বেলায় দেখেছিলাম সিনেমা হলে আমাদের পরিবারের সাথে,তখন আমার টিকিট লাগেনি ছোট ছিলাম বলে,,আজ আবার দেখলাম ইউটিউবে। সেই ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো,,
এই মুভিটা খুভই ইমোশনাল বাস্তব এর সাথে অনেক মিল,টাকা যে মানুষের জীবনে সুখ আনতে পারে না এই মুভিটায় সেটা বুঝানো হয়েছে, বাস্তে গেলে মনের মতো একজন জীবন সঙ্গী ও দরকার।
জসিম স্যারের মুভি মানেই ব্লকবাস্টার হিট এখনো খুঁজে খুঁজে সোনালী দিনের সেই মুভিগুলো দেখি এই মুভিগুলো না করলে হয়তো বাংলা মুভি অস্তিত্ব থাকতো না এখনো এই মুভিগুলো সিনেমা প্রেমী মানুষের কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে কালজয়ী এই সিনেমা আজীবন বেছে থাক এইসব মুভি সিনেমা প্রেমী মানুষের কাছে।
সত্যি খুব অসাধারণ একটা মুভি। জসিমের ভালোবাসার প্রতি যে ত্যাগ আর অনুভূতি দেখলাম তা সত্যি ভিতরটাকে খুব নাড়া দিয়েছে, এই সিনেমা থেকে ভালোবাসার মানুষদের বোঝা উচিত যারা কাউকে ভালোবেসে তাকে কাঁদিয়ে অন্যের হয়ে যায় তাদেরকে তাঁর ভালোবাসার মানুষটা কখনো হারতে দেয়না এ জন্যই যে ভালো সবাই রাখতে জানে শুধু সময়ের কাছে মানুষকে হারতে হয়।
"সারেন্ডার" ছবিটি দেখে সোনালী অতীতে ফিরে গেলাম। কত স্মৃতি এই সিনেমাকে ঘিরে!! ঈদে এই সিনেমা দেখতে গিয়ে এতো এতো মানুষের ভিড়ে কতো কষ্ট করে টিকিট কেটে বন্ধুরা মিলে ছবিটি দেখেছি। কত যে উচ্ছ্বাস, কত যে আবেগ মিশ্রিত ছিল! আহ্ সেই দিনগুলো যদি ফিরে পেতাম!!! অনেদিন অপেক্ষার পর বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহসের অনেক অনেক জনপ্রিয় সিনেমা "সারেন্ডার" ছবিটা পেলাম। কয়েক বছর ধরে অপেক্ষা করেছি দেখার জন্য। অনেক সুন্দর, অসাধারন একটা ছবি। জসীম শাবানা অসাধারন, সুন্দর জুটি। অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ অনুপমকে এমন সুন্দর ছবিটি আপলোড করার জন্য।
ভাই মাহমুদ আলম আপনার লেখাটা পড়ে আমার ও পুরনো অতীত মনে পড়ে গেল
@@jashimk1738 বাংলা চলচ্চিত্রের সেই সোনালী সময় আর কোনদিন ফিরে আসবে না। আমরাও ফিরে যেতে পারব না স্বর্ণালী অতীতে। এতো ব্যস্ততার মাঝেও ফেলে আসা স্কুল ও কলেজের দিনগুলোকে অনেক বেশী মিস করি। আসলে আপনারা, আমরা যারা নব্বই দশকের দিনগুলোতে বাংলা চলচ্চিত্রের কালজয়ী সিনেনাগুলো দেখতাম, সেদিনের সেই আনন্দ, উচ্ছ্বাস আর কোনদিন ফিরে আসবে না। একসময় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে চাকুরীতে প্রবেশ করলাম। অনেক দায়িত্ব, ব্যস্ততাও অনেক বেশী। কিন্তু অতীতকে খুব অনুভব করি।
নাইস কমেন্স
মনিহারে ছবিটা দেখেছিলাম তাই এখন ও মনে পড়ে হারানো দিন গুলো।
১৯৮৭ সালে নাটোরের অধুনা বিলুপ্ত রোজী সিনেমায় ছবিটা দেখেছিলাম। আর আজ২০২১ সাল। মাঝে ৩৪টি বছর অথচ একই আবেদন। কি ত্যাগ! কি নিস্বার্থপরতা! ভালোবাসার মানুষের জন্য। আজকের দিনে সবই যেন শুধুমাত্র কল্পনা।
"সবাইতো ভালবাসা চায়,কেউ পায়,কেউবা হারায়,প্রেমিকের তাতে কি আসে যায়"কালজয়ী এই স্মৃতিময় গানটির মতোই ১৯৮৭ সালে ব্লক ব্লাস্টার হিট মুভি ছিলো এটি।
Sem moive manna nosto jibon gan premer moron kokono ki hoy
When i was born
Vlo
@@habiburrahman5477-*%/-p299 pp9.
পরিচালক ছিলেন জহুরুল হুক
এগুলো হলো প্রকৃত বাংলাদেশের মুভি আমার মনে হয়।আরো একশো বৎসর পর ও এই মুভি দেখে অভাক হবে
Right
সিনেমা কাকে বলে বুঝতে হলে এই রকম সিনেমা দেখতে হবে। আহ্ কাহিনী! আহ্ অভিনয়! ❤️❤️❤️❤️❤️
'সবাইতো ভালোবাসা চায়" এই অনবদ্য সৃষ্টির জন্য এন্ড্রু কিশোর স্যার জাতীয় চলচিত্র পুরষ্কার পেয়েছিলেনন।
১৯৮৮ সালে চট্টগ্রামের বনানী কমপ্লেক্সে এ সিনেমা দেখোছিলাম।।কত আবেগ ছিল তখন।। আজ সেই সিনেমা শিল্প ধ্বংস হয়ে গেছে।।। ওপারে ভালো থাকুক প্রিয় নায়ক জসিম।।
আমার বাসা চট্টগ্রাম
তখন অনেক ছোট ছিলাম আজকে এই ছবি টা দেখে আবার ছোট বেলার কথা মনে পড়ে গেল সেই দিন গুলো আর কখনো পিরে পাবনা
জসীম এর সিনেমা দেখার মতো ছবি।
প্রিয় অভিনেতা প্রয়াত জসিমের বিস্ফোরণ, অমরসঙ্গী সহ ৮০/৯০ দশকের জনপ্রিয় সবগুলো ছবি ইউটিউবে আপলোড দিতে পারেন।
বাংলাদেশের সবচেয়ে ভালো নায়ক ছিল জসিম
Jasim Sir
২০২১ যারা দেখছেন শুধু তারাই লাইক দিন,,,
Jasim Sir
Sonali Atit
সারেন্ডার ছবির অনেক সুনাম শুনেছি জীবনে প্রথম আজকে দেখলাম সত্যি জসিমের অভিনয় অসাধারণ
জসিম ও শাবানা জুটি খুব সুন্দর ছিলো জসিম ভাই মতো নায়ক জীবন আর আসবে না।
প্লিজ, আমাদের ভিডিও গুলাও একটু দেখুন
অনেক টাকা খরচ করা হয় ভিডিও, তৈরিতে
👇👇👇👇👇👇👇👇👇👇👇
ua-cam.com/video/bxuaUf7z6WY/v-deo.html
এমন অভিনেতা কেন বাংলা চলচ্চিত্রে আর খুজে পাওয়া যায় না,, জসিম স্যার আপনি অসাধারণ,,,
প্রকৃত ভালোবাসার দৃষ্টান্ত রেখে গেলেন জসিম স্যার❤️
অনেক আগে দেখছিলাম BTV তে।আজকে হঠাৎ মুভিটার কথা মনে পড়ল।সার্চ করলাম পেয়েও গেলাম।ধন্যবাদ।
মুভি র নাম কি
Sarender
জসিম ভাইর ছবি মানি সুপার হিট, দোয়া করি আল্লাহ পাক যেন জসিম ভাইকে বেহেস্ত নসীব করেন। আমিন
জসিম ভাই এর মুভি পেয়ে গেছি সারেনডার। লাইক অনেক বার দেখলাম ছবি টি।
প্লিজ, আমাদের ভিডিও গুলাও একটু দেখুন
অনেক টাকা খরচ করা হয় ভিডিও, তৈরিতে
👇👇👇👇👇👇👇👇👇👇👇
ua-cam.com/video/bxuaUf7z6WY/v-deo.html
বাংলা দেশের অহংকার গর্ভ জসিম ভাই। ফাইটার কিংবদন্তি সুপার ইস্টার জসিম ভাই খুব ভালো একজন মানুষ ছিলেন তিনি খুব সুন্দর ভাবে ছবি ফুটিয়ে তুলতেন। দুয়া করি আললাহ ছুবান তলাল জেনো তাকে জান্নাত বাসি করেন আমিন ছুমা আমিন। 👍🌷💝🇧🇩💝🌷👍
বীর মুক্তিযোদ্ধা জসিম স্যার আমাদের গর্ব একই সঙ্গে আমাদের দেশ মাতৃকার এবং সিনেমা জগতের দোয়া করি ওনাকে যেন আল্লাহ পাক যেন বেহেশত নসিব করেন আমিন।
BTVতে ছোটবেলা আগে এই ছবি দেখতাম প্রতি শুক্রবার অন্যের বাড়ি গিয়ে তাও আবার মাটিতে বসে😪
সেটাই ছিল আসোল মজা😁
এখোন আর নেই সেই মজা😪😪😪😪😪
আমরা ও তাই করতাম
thike bolechen
সত্যি ভাই আমিও
ছোটবেলায় আমরাও অন্যের বাড়িতে গিয়ে মাটিতে বসে ছবি দেখতাম কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো আর কখনো ফিরে আসবে না
1984 সালে জসিম নায়ক হওয়ার পর যে সমস্ত ছবিতে অভিনয় করেছেন এর মধ্যেই সারেনডার অসাধারণ একটি ছবি জসিম পমান করেছেন সামাজিক ছবিতে তিনি অসাধারণ। নায়ক এবং ভিলেন দু চরিত্র অনবদ্য।
সিনেমার শেষ দৃশ্য দেখে কখন যে চোখের কোণে অশ্রু চলে এসেছে বুঝতে পারিনি আসলে ভালোবাসা এমনই হয় মন প্রাণ দিয়ে একজন কে ভালোবাসতে হয় আর বিয়ে হয় অন্য একজনের সাথে
বিয়ে হয় অন্য কারো সত্য কিন্তু ভাল কি অন্য কাউকে বাসে,,আকর্ষন তো ঠিকই আগের জায়গায় থেকে যায়
িব
উনি যে বিউটি কুইন শাবানা ওনার যে সুন্দর অভিনয় তা কখনোই আমি ভুলতে পারিনি
জসিম মানে অন্য রকম কিছু ছিল । জসিম কে কখনো ভুলবো না ।
বাংলার অসাধারন সামাজীক ছবি১০০বছর পরেও প্রজন্ম হতে প্রজন্মে মানুষে র মনে
রাখবে
তখনকার পরিবার ভিত্তিক ছবি গুলো আজও আমাদের হ্যদয়ে বেচে থাকুক আজীবন।
ভেজা চোখ ছবিটা কি দিতে পারেন না?
কি চমৎকার ছবি কি চমৎকার গানগুলি কি চমৎকার অভিনেতা-অভিনেত্রীরা কি চমৎকার কাহিনী এই ধরনের আর জীবনে হবে না বর্তমানে শুধু চামচামি হয় চলচ্চিত্রে ।
জসিম সুচরিতার আক্রোশ ছবি দেখতে চাই ।
জসীম শাবানা খুব সুন্দর জুটি।
খুবই সুন্দর জুটি।
খুব ভাল লাগে আমার।
জসিম ভাইয়ের হিরো ছবি এবং হাতি আমার সাথী ছবি দুইটা ছবি দেখতে চাই ইউটিউবে
অনেক সুন্দর একটা সিনেমা খুব লাগলো।জসিম অভিনীত পাষান,দুই রংবাজ,হাতকড়া সিনেমা ইউটুউবে খুঁজেছি পায়নি যদি সম্ভব হয় তাহলে আপলোড দিবেন অপেক্ষায় থাকলাম।ধন্যবাদ অনুপমকে।
Dui rongbaj ase UA-cam a
লিজেন্ডারি দুই অভিনেতা অভিনেত্রী।
শাবানা - জসীম
প্লিজ, আমাদের ভিডিও গুলাও একটু দেখুন
অনেক টাকা খরচ করা হয় ভিডও, তৈরিতে
👇👇👇👇👇👇👇👇👇👇👇
ua-cam.com/video/bxuaUf7z6WY/v-deo.html
প্লিজ, আমাদের ভিডিও গুলাও একটু দেখুন
অনেক টাকা খরচ করা হয় ভিডিও, তৈরিতে
👇👇👇👇👇👇👇👇👇👇👇
ua-cam.com/video/bxuaUf7z6WY/v-deo.html
মরহুম জসীম ভাইয়ের অনেক এ্যাকশান,সামাজিক ছবি দেখছি।কিন্তু এই প্রথম একটা রোমান্টিক ধারার ছবি দেখলাম।তবুও কতো সুন্দর করে অভিনয় করেছে।যে ভালো অভিনেতা,সে ভিলেন করুক,বাবার অভিনয়,ভাইয়ের অভিনয় বা প্রেমিকের অভিনয় করুক সবগুলোই পারফেক্ট অভিনয় করতে পারে।আমার প্রিয় নায়ক ছিল (জসীম+ওমর সানি)সালমান শাহ+তারপর মান্না+ইলিয়াস কাঞ্চন এই তিনজন প্রিয় না হলেও অভিনয় ভালো লাগতো এই দুইজনের পরে।
যখন অডিও কেসেটে শুনতাম কি যে আবেগে ভেসে যেতাম আহারে সিনেমা কাহাকে বলে হায়রে বাংলা ছবি কোথায় গেল এই সিনেমা গুলো এমন ছবি আর কোনদিন পৃথিবীর কোন দেশে নির্মাণ করা সম্ভব হবে না
হোসেনপুর সখী সিনেমা হল, কিশোরগঞ্জে অনেক আগে ছবিটি দেখেছিলাম। আবার নতুন করে দেখলাম। ভালো লাগলো।
প্লিজ, আমাদের ভিডিও গুলাও একটু দেখুন
অনেক টাকা খরচ করা হয় ভিডিও, তৈরিতে
👇👇👇👇👇👇👇👇👇👇👇
ua-cam.com/video/bxuaUf7z6WY/v-deo.html
ভাই আমি গফরগাঁও রুপান্তর সিনেমা হলে দেখেছি ছবি টি।
বুল বুল সাহেব ভালো অভিনয় করেছেন, দুর্দান্ত পারফরম্যান্স
"জসীম, শাবানা, বুলিবুল আহম্মেদ" তিনজন কিংবদন্তি অভিনেতা।
এই ছবিটা।আমি।অল্প বয়সে।দেখলাম খুবই পছন্দ
ভালোবাসা জন্য মানুষ সবকিছু পারে নিজেকে ও সারেন্ডার করে
এসব মুভিগুলো দেখি তবু বর্তমান সময়ের সস্তা, নকল বাংলা মুভি দেখার রুচি আসেনা।
ওল্ড ইজ গোল্ড,,,,
কথাটা দারুন ভাবে সত্যি,,,,, ❤️❤️❤️❤️❤️
সবাইতো ভালোবাসা চায়.. গানটা রেডিও তে ছোট বেলায় শুনতাম।
সেই ছোট বেলায় দেখেছিলাম সিনেমা হলে আমাদের পরিবারের সাথে,তখন আমার টিকিট লাগেনি ছোট ছিলাম বলে,,আজ আবার দেখলাম ইউটিউবে। সেই ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো,,
♥আমার school জীবনের প্রেম দুংখ বেদনা এ ছবির পুরো কাহিনি 🌷
প্রথম কমেন্ট টা আমি করলাম অনুপম মিডিয়া কে অনেক ধন্যবাদ মুভিটা দেয়ার জন্য অনেক আশা ছিলো মুভি টা দেখার
প্লিজ, আমাদের ভিডিও গুলাও একটু দেখুন
অনেক টাকা খরচ করা হয় ভিডিও, তৈরিতে
👇👇👇👇👇👇👇👇👇👇👇
ua-cam.com/video/bxuaUf7z6WY/v-deo.html
জসিম বাংলাদেশের অন্যতম এক সেরা নায়ক। জসিমের পাষাণ, বীর বাহাদুর, হুশিয়ার, মুজাহিদ, অগ্নি তুফান, অগ্নি পুরুষ, সম্পর্ক, বিস্ফোরণ, ভয়ংকর যোদ্ধা ছবিগুলো আপলোড দিলে ভালো হতো।
এই মুভিটা খুভই ইমোশনাল বাস্তব এর সাথে অনেক মিল,টাকা যে মানুষের জীবনে সুখ আনতে পারে না এই মুভিটায় সেটা বুঝানো হয়েছে, বাস্তে গেলে মনের মতো একজন জীবন সঙ্গী ও দরকার।
এইটা হচ্ছে সত্যি কারের ভালবাসা। আর আজকাল ত ভালবাসা না পেলে ভালবাসার মানুষ কে বোমা মেরে বা জবাই করে বা অন্য ভাবে মেরে ফেলে
তিলে তিলে শেষ করে
অনেক ধরে মুভিটা খুজছি..ধন্যবাদ অনুপম কে..
এখন কার নতুন মুভির চেয়ে আগেকার পুরান মুভি গুলো কত সুন্দর, খুবই ভালো লাগার মত মুভি।
প্লিজ, আমাদের ভিডিও গুলাও দেখুন
👇👇👇👇👇👇👇👇👇👇👇
ua-cam.com/video/bxuaUf7z6WY/v-deo.html
সোনালী দিনের সোনালী ছবি। মনের গভীরে আজও গেথে আছে।
বেশি বেশি পুরনো ছবি চাই
এই মুভির এক মাত্র সাবানা ছারা সবাই হয়তো দুনিয়া ছেরে চলে গেছে
এই ছবির গল্পের পাচ বন্ধু জসিম বাবর মিজু আহমেদ সিদ্দিক জামান নানটু মাহবুব খান গুই সবাই এখন দুনিয়ায় নাই.. একদিন সবাই চলে যাবে এমনি করে
সেই শৈশবে বহুবার দেখেছি এখনো দেখতে ইচ্ছে করে ছবিটি। বারবার দেখি তবুও জেনো পুরাতন হয় না। সাংঘাতিক রোমান্টিকতা পরিপূর্ণ এই ছবিটি অসাধারণ।
ধন্যবাদ অনুপম কে আমার ফেভারিট একটা মুভি দেওয়ার জন্য আরো ভালো ভালো মুভি দেখতে চাই
খুব ভাল একটি ছবি অনেক আগে দেখেছিলাম
ছবি টা প্রথম দেখলাম। দেখে এত ভালো লাগলো তাভাষায় প্রকাশ করা যাবে না।জসিম স্যারের অভিনয় অসাধারণ ছিল।
নায়ক হিসেবে জসীমের সেরা ছবি এটি
জসীম ভাইয়ের এ্যাকশান সিনেমা কালিয়া, রাজা গুন্ডা, টাইগার,
@@emarothossain1732 জিদ্দি, হিংসা, মাস্তান রাজা।
Josim was dally wood king
একটা মুভি এতগুলো আর্টিস্ট। সবাই নামকরা আর্টিস্ট। এখনকার মুভিতে শুধু নায়ক আর নায়িকা। আর কোন আর্টিস্ট নেই বললেই চলে। ধন্যবাদ জসিম এন্ড জ্যাম্বস গ্রপকে।
হারিয়ে যাওয়ার, সময় মনে পরে যায়।
ভাই ছবিটা খুব সুনদর হয়েছে ❤️❤️
অনেক অনেক ধন্যবাদ অনুপম মিডিয়াকে এমন সুন্দর ছবিটি আপলোড করার জন্য।
What a beautiful, unique, and strong story. How awesome acting of Jashim, Bulbul, Shabana :-)
Jasim sabana alomgir rajib great obineta
জসিম ভাই এর মুভি তুলনা হয় না শুধু দেখতে ইচ্ছে করে।
আমাদের বাংলা সিনেমা....
আমার জীবনে প্রথম বড় পর্দায় দেখা প্রথম ছবি,সালটা ১৯৮৭, গ্রামের মেলায়।
অল রাউন্ডার সুপার হিরো নায়ক জসিম এর কারনেই সিনেমা হিট ছিল জসিম নাই সিনেমা আর চলেনা এটাই বাস্তবতা
জসিম স্যারের মুভি মানেই ব্লকবাস্টার হিট এখনো খুঁজে খুঁজে সোনালী দিনের সেই মুভিগুলো দেখি এই মুভিগুলো না করলে হয়তো বাংলা মুভি অস্তিত্ব থাকতো না এখনো এই মুভিগুলো সিনেমা প্রেমী মানুষের কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে কালজয়ী এই সিনেমা আজীবন বেছে থাক এইসব মুভি সিনেমা প্রেমী মানুষের কাছে।
এই একটি গান দিয়ে এই ছবিকে সুপার ডুপার হিট করে দিয়েছে কতবার যে শুনেছি এই গানটা হিসাব নেই
সারেন্ডার মুভিটি দেখলাম খুব সুন্দর ছবি
তরু চায় লতা তারে জরিয়ে রাখুক,, সবাইত ভালবাসা চায়।
জসীম একশন কিং।
কত সালে চবি মুক্তি পেল আপনাদের এখানে সঠিক বাভে উল্যাখ থাকেনা কেন ভাই একটা চবি বা গান মানুষ শুধু দেখেনা এর সঠিক ইতিহাসও মানুষ যানতে ছায়
জীবনে প্রথম এই সিনেমাটি দেখেছিলাম বাবার সাথে কলারোয়া শাপলা সিনেমা হলে অনেক ছোটবেলায় আজকে আবার দেখলাম
Amer valobashar nam tarin. Tarin amer theke chole gase
নিশ্বার্থ ভালবাসা একেই বলে
চোখের কোণে জল চলে আসলো
জসিম বাংলাদেশের সর্বকালের সেরা অভিনেতা। কোন সন্দেহ নেই।
What a great classic movie.......
জসিম এর মুভি দেশি রংবাজ মুভি টা আপলোড চাই।
প্লিজ, আমাদের ভিডিও গুলাও একটু দেখুন
অনেক টাকা খরচ করা হয় ভিডিও, তৈরিতে
👇👇👇👇👇👇👇👇👇👇👇
ua-cam.com/video/bxuaUf7z6WY/v-deo.html
এই সিনেমাটা যে আমি কতবার দেখেছি তার কোনো হিসাব নেই 😊
এ,জে মিন্টুর অন্যায় ছবিটা আপলোড দিবেন।
আমার জীবনের প্রথম বাংলা সিনেমা অন্যায়। আজও এই ছবি দেখার স্মৃতি ভুলতে পারিনি। অনেক খুঁজেছি, পাইনি কোথাও।
@@mahmudalam2202 অন্যাই মুভিটি আপলোড করেছে ইউটিউবে দেখে নিন।
my favorite movie.
thanks for upload.
Shabana amar priyo naika.
সবুজ সাথী লালু ভুলু সিনেমাটা আপলোড দিবেন। আমার পছন্দের সিনেমা ।
old is gold💖💖💖💖💖
জসিম ভাই এই ভাবে নিজেকে বিলিয়ে না দিলে ও পারতো, সাবানা স্বার্থপরের মতো কাজ করেছে।দোয়া করি আল্লাহ পাক যেন জসিমকে বেহেস্ত নসীব করেন। আমিন
Ganta shunar por thek e sobita thekar khu b echcha korchilo.aj a asha puron holo.ato bochor por.tae ae chandl k many many thanks.
সত্যি খুব অসাধারণ একটা মুভি।
জসিমের ভালোবাসার প্রতি যে ত্যাগ আর অনুভূতি দেখলাম তা সত্যি ভিতরটাকে খুব নাড়া দিয়েছে,
এই সিনেমা থেকে ভালোবাসার মানুষদের বোঝা উচিত যারা কাউকে ভালোবেসে তাকে কাঁদিয়ে অন্যের হয়ে যায় তাদেরকে তাঁর ভালোবাসার মানুষটা কখনো হারতে দেয়না এ জন্যই যে ভালো সবাই রাখতে জানে শুধু সময়ের কাছে মানুষকে হারতে হয়।
অসাধারণ একটি কাহিনী।
জসিম নেই তাই আমার মতো অনেকে বাংলাদেশের ছবিতে এখন মুখ ও দেখাইনা
আমার দেখা প্রথম সিনেমা .....সিরাজগঞ্জ মৌসুমী সিনেমা হল .... সাথে ছিলো হাবিব ..........................
চট্টগ্রামের জলসা সিনেমায়,, আমার প্রথম সিনেমা দেখা
ছবির পোস্টারের দিকে দাঁড়িয়ে প্রায় এক ঘন্টা তাকিয়ে ছিলাম কি আবেগ ছিল দেখেছিলাম কি সুন্দর পোস্টার কি সুন্দর ছবি
জসীম, শাবানা এবং কন্ঠ শিল্পী এন্ড্রু কিশোর,,,৩ জনই কালজয়ী,,, আল্লাহ উনাদের ক্ষমা করে দিন,,,, আমীন,,,
Excellent movie.Thanks to Aupom for uploaded this movie.
এক কথায় অসাধারণ
Amar onek priyo movie.