যেভাবে ময়মনসিংহকে আগে দেখেননি! | ময়মনসিংহ জেলা | Mymensingh | ময়মনসিংহের ইতিহাস-ঐতিহ্য |

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • ততকালীন সময়ে ১৯৭০ খ্রিষ্টাব্দ অবধি ময়মনসিংহ জেলা ছিল বাংলাদেশের বৃহত্তম জেলা। অন্যদিকে ময়মনসিংহ শহরটি বাংলাদেশের প্রাচীনতম শহরগুলোর মধ্যেও অন্যতম। মজার বিষয় হলো ময়মনসিংহ জেলা দিন দিন সংকুচিত হয়েছে। কেননা তৎকালীন সময় বর্তমান (ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর ও কিশোরগঞ্জ) এ সবজেলায় এক ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত ছিলো। ময়মনসিংহ জেলা মূলত মৈমনসিংহ গীতিকা,মলুয়া,চন্দ্রাবতী,দেওয়ানা মদিনা, দীনেশ চন্দ্র সেন, কবিকঙ্ক, জাকির মিয়ার জিলাপি ও মুক্তাগাছার মন্ডার জন্য বিখ্যাত বলা হয়।

КОМЕНТАРІ • 10